Dada ashadharon bollen..gola ta to just ....fata fati......aapna k anek anek anek subheccha...only santanu Ganguli.....👌👌👌👌 Lobe u sir....happy anniversary ..best of lucky....
আমার খুব প্রিয় ব্লগার শান্তনু গাঙ্গুলী। এখন এই আত্মপ্রচারের দিনে নিজেকে আড়ালে রেখে নিরন্তর কাজ করে যাওয়া খুব কঠিন । আপনিও সেই পথের যাত্রী হবেন আশা করি। শুভেচ্ছা রইলো।
নর্থবেঙ্গল ও সিকিম র হোমস্টে গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শান্তনু র ভূমিকা সবচেয়ে বেশী। ওর অসাধারণ উপস্থাপনা দেখে মুগ্ধ হয়ে যাই। অপেক্ষায় থাকি নতুন ভিডিও দেখার। ভালো থাকুন শান্তনু। Anniversary র শুভেচ্ছা ❤️💞
শান্তনুর ট্রাভেল vlog সবচেয়ে প্রিয় আমার। চমৎকার ছবি তোলেন ও খুব সুন্দর বাচনভঙ্গি। ওনার ভিডিও দেখে তিন জায়গায় গেছি ও কোথাও আশাভঙ্গ হয়নি। একটা জিনিস বুঝছি শান্তনু পাহাড় ভালোবাসেন।
আমার অনেকদিনের মনের সাধ আজ পূরণ হলো, শান্তনু গাঙ্গুলী কে দেখলাম। চমৎকার কণ্ঠস্বর, তেমনি দারুণ মিষ্টি দেখতে। ওনার ভিডিও গুলোতে একটা স্বকীয়তা আছে , ভিড়ের মাঝেও চট করে আলাদা করা যায় এবং মনেও একটা ছাপ ফেলে রাখেন। যাইহোক , উনি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন, আর সুন্দর সুন্দর ভিডিও আমাদের উপহার দিন ❤🎉❤
বিবাহবার্ষীকির শুভেচ্ছা জানাই শান্তনু ও সপ্তষীকে.....এই প্রথম শান্তনুকে সামনাসামনি দেখে ও কথা শুনে খুব খুব ভালো লাগছে.....শান্তনুকে সামনাসামনি আনার জন্য ভাই আপনাকে ধন্যবাদ জানাই....সবাই ভালো থাকবেন.....আরো ঘুরবেন,ভিডিওর মাধ্যমে আমাদের ঘোরাবেন❤
এ সপ্তাহে শান্তনু দার মনেহয় ভিডিও আসেনি। কোথায় যেন মনের মধ্যে খোঁজ ছিল।আজ হঠাৎ পেলাম আপনার ভিডিও টি! প্রকৃতির মধ্যে ,সবুজ ঘাসে,গ্রাম্য খাবারে,সন্ধ্যা নামতে আধো অন্ধকারে ক্যামেরা হাতে আনমনা এক প্রকৃতি মানব! এমন একজন মানুষের গল্পছবি অসাধারণ লেগেছে। এই শান্তনু দার দেখানো রোশনজীর সাথে দেখা করতে ছুটে ছিলাম রোলেপে।আজ আপনি সেই প্রকৃতি মাখানো মানুষটাকে এনেছেন ক্যামেরা র সামনে। এই জন্য ধন্যবাদ। তবে তিনি ঐ সুবজ পাহাড়ের মত,ঝর্নার জলের মত স্বাভাবিক।তাই ক্যামেরার সামনে এতটুকু উৎফুল্ল নন।বোঝা গেল, উনি আছেন উনা তেই! তাই হয়তো ওনার কাছে দর্শকের চাহিদা র থেকে প্রকৃতির প্রেম বেশি কাঙ্খিত । ওখানের মানুষের ভালবাসায় সমৃদ্ধ তিনি।। প্রকৃতি যেমন মানুষের আনন্দতেও আছে, আনন্দ কেউ না পেলেও আছে, শান্তনু দা তেমন এক ব্যক্তিত্ব। প্রকৃতিতে মজে থাকাতেই আনন্দ তার।আর তার ভাগ পাই আমরা। আপনার ভিডিও উপস্থাপন ভালো লাগলো। বেশ অন্য রকম স্বাদের। চিরাচরিতের বাইরে।ঝান্ডি আমার যাওয়া হয়নি।যাবো এবার।
আমার মনের শিল্পী শান্তনু বাবু কে নিয়ে আপনার এই প্রচেষ্টা কে অসাধারণ লাগলো। উনি শুধু একটা জায়গার সৌন্দর্য দেখান না, ওখানকার মানুষের জীবনযাত্রা কে খুব সুন্দর ভাবে তুলে ধরেন।
Saptarshi, ami Santanu dar ekdom prothom diker subscriber. Onar ato opurbo sundor poribesh ke uposthaponar por o onek kosto kore 10k subscriber hoechilo. Aj uni onek egiye gechen. Ekdin asha kori tumio onek uchchotay pouchobe. ❤❤
হয়তো সেটা আপনাদের জন্যই সেটা সম্ভব হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে, ঠিক এইভাবেই পাশে পাই যেন সবসময়... খুব ভালো লাগলো শুনে, তবে আমিও এর জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানিনা কতটা পথ আরও অতিক্রম করতে হবে, তবে আমি ভালো কাজ করবার চেষ্টা করে যাবো। subscriber এর ব্যাপারে কিছু বলতে পারবোনা তবে 🫠🫠🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏😀😀 Thanks to you also... who all are showing trust on us. Believing on us. Hope next one will get more love from you all. 🙏 Working on a new darjeeling offbeat village...hope you will like very much. 🙏
শান্তনু বাবুকে শুনছি অনেকদিনই তবে গলায় একটা আকর্ষণ অনুভব করেছি এবং ওনার চেহারা কল্পনা করতাম। প্রায় ৯০% মিলে গেছে, এরকম সৌম্য ভদ্র মানুষ বলেই মনে হয়েছিল। উনি কিছু কথা বললেন যার মধ্যে অনেক না বলা কথা আছে যাকে ইংরেজিতে বলে "Between the lines", এই ব্যাপারটা আরোও ভালো লাগলো। উনি এগিয়ে চলুন ❤ আপনাকে অনেক অনেক ধন্যবাদ শান্তনু বাবুকে প্রেজেন্ট করার জন্যে। ভালো থাকবেন 😊
এখানে ছবি দেওয়ার সুযোগ থাকলে , আমাদের অন্যান্য অতিথিদের আমরা কি খাবার দিচ্ছি এবং তা ইউটিউবারদের মতন বা তার থেকে ভালো কিনা সেটা দেখাতে পারতাম । ইউটিউবাররা বিজ্ঞাপন করার জন্য নয় তাদের অভিজ্ঞতা তুলে ধরার জন্যই ঘুরে বেড়ান এবং ইউটিউব বা অন্যান্য এর মাধ্যমে তারা সেটা তুলে ধরেন । আপনি আসুন যদি আপনার অভিজ্ঞতা ভিন্ন হয় তাহলে বলবেন ।
Dada ashadharon bollen..gola ta to just ....fata fati......aapna k anek anek anek subheccha...only santanu Ganguli.....👌👌👌👌 Lobe u sir....happy anniversary ..best of lucky....
Yes!! One & Only Santanu Ganguly 😎❤️
আমার খুব প্রিয় ব্লগার শান্তনু গাঙ্গুলী। এখন এই আত্মপ্রচারের দিনে নিজেকে আড়ালে রেখে নিরন্তর কাজ করে যাওয়া খুব কঠিন । আপনিও সেই পথের যাত্রী হবেন আশা করি। শুভেচ্ছা রইলো।
অনেক ধন্যবাদ আপনাকে🙏🙏
একদম মনের কথা বলেছেন
@@sovanmaity8969 🙂🙂🙏🙏
0:25 কথাটা ভ্লগার হবে...
Santanu Ganguly ..the only travel youtuber worth watching...Love from Tripura❤️Has some mystery in his videos which out soul seek from Mountains 🏔️
The Legend ❤️❤️🙏
নর্থবেঙ্গল ও সিকিম র হোমস্টে গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শান্তনু র ভূমিকা সবচেয়ে বেশী। ওর অসাধারণ উপস্থাপনা দেখে মুগ্ধ হয়ে যাই। অপেক্ষায় থাকি নতুন ভিডিও দেখার। ভালো থাকুন শান্তনু। Anniversary র শুভেচ্ছা ❤️💞
আগামীকাল দেখতে পাবেন নিশ্চই😊
অনেক ধন্যবাদ🙏
শান্তনুর ট্রাভেল vlog সবচেয়ে প্রিয় আমার। চমৎকার ছবি তোলেন ও খুব সুন্দর বাচনভঙ্গি। ওনার ভিডিও দেখে তিন জায়গায় গেছি ও কোথাও আশাভঙ্গ হয়নি। একটা জিনিস বুঝছি শান্তনু পাহাড় ভালোবাসেন।
একদম সঠিক কথা বলেছেন 🙏🙏
আমার অনেকদিনের মনের সাধ আজ পূরণ হলো, শান্তনু গাঙ্গুলী কে দেখলাম। চমৎকার কণ্ঠস্বর, তেমনি দারুণ মিষ্টি দেখতে। ওনার ভিডিও গুলোতে একটা স্বকীয়তা আছে , ভিড়ের মাঝেও চট করে আলাদা করা যায় এবং মনেও একটা ছাপ ফেলে রাখেন। যাইহোক , উনি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন, আর সুন্দর সুন্দর ভিডিও আমাদের
উপহার দিন ❤🎉❤
আপনিও ভালো থাকবেন
এইভাবে পাশে থেকে আশীর্বাদ করবেন🙏🙏
বিবাহবার্ষীকির শুভেচ্ছা জানাই শান্তনু ও সপ্তষীকে.....এই প্রথম শান্তনুকে সামনাসামনি দেখে ও কথা শুনে খুব খুব ভালো লাগছে.....শান্তনুকে সামনাসামনি আনার জন্য ভাই আপনাকে ধন্যবাদ জানাই....সবাই ভালো থাকবেন.....আরো ঘুরবেন,ভিডিওর মাধ্যমে আমাদের ঘোরাবেন❤
আপনিও এইভাবেই আমাদের পাশে থাকবেন
ধন্যবাদ🙏
উচ্চারণে ব্যাপক ত্রুটি। বরং পুরুষ কন্ঠ অনেক soothing এবং উচ্চারণ ত্রুটিমুক্ত।
চেষ্টা করছি আরও ভালো করার।
তবে দ্বিতীয় লাইন টা ঠিক বুঝলাম না
ভিডিও টা দাদাভাই খুবখুব ভালো লাগলো। তোমাদের ভিডিও গুলো সবার থেকে আলাদা , তোমাদের ভিডিও দেখলে সত্যি মোন ভরে যায়।
অনেক ধন্যবাদ আপনাকেও 🙏🙏
এইভাবেই পাশে থাকবেন, আর আমাদের অনেক উৎসাহ দিয়ে যাবেন ❤️❤️
Saptarshi @thedreamzland.... Asadharon Video...All the Best...
Thank you dada 🙏🙏
আমারও খুব প্রিয় ব্লগার শান্তনুর ভিডিও। দারুণ দেখান প্রকৃতির সৌন্দর্য।
আমার ও 🙂
এ সপ্তাহে শান্তনু দার মনেহয় ভিডিও আসেনি। কোথায় যেন মনের মধ্যে খোঁজ ছিল।আজ হঠাৎ পেলাম আপনার ভিডিও টি! প্রকৃতির মধ্যে ,সবুজ ঘাসে,গ্রাম্য খাবারে,সন্ধ্যা নামতে আধো অন্ধকারে ক্যামেরা হাতে আনমনা এক প্রকৃতি মানব! এমন একজন মানুষের গল্পছবি অসাধারণ লেগেছে। এই শান্তনু দার দেখানো রোশনজীর সাথে দেখা করতে ছুটে ছিলাম রোলেপে।আজ আপনি সেই প্রকৃতি মাখানো মানুষটাকে এনেছেন ক্যামেরা র সামনে। এই জন্য ধন্যবাদ। তবে তিনি ঐ সুবজ পাহাড়ের মত,ঝর্নার জলের মত স্বাভাবিক।তাই ক্যামেরার সামনে এতটুকু উৎফুল্ল নন।বোঝা গেল, উনি আছেন উনা তেই! তাই হয়তো ওনার কাছে দর্শকের চাহিদা র থেকে প্রকৃতির প্রেম বেশি কাঙ্খিত । ওখানের মানুষের ভালবাসায় সমৃদ্ধ তিনি।। প্রকৃতি যেমন মানুষের আনন্দতেও আছে, আনন্দ কেউ না পেলেও আছে, শান্তনু দা তেমন এক ব্যক্তিত্ব। প্রকৃতিতে মজে থাকাতেই আনন্দ তার।আর তার ভাগ পাই আমরা। আপনার ভিডিও উপস্থাপন ভালো লাগলো। বেশ অন্য রকম স্বাদের। চিরাচরিতের বাইরে।ঝান্ডি আমার যাওয়া হয়নি।যাবো এবার।
খুব ভালো লাগল আপনার মতামতটি পড়ে, আপনার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সঠিক আমিও সম্মতি প্রকাশ করছি 🙂🙏🙏
আজকে আসবে ভিডিও😀 হয়তো দুজনারই
এইভাবে সঙ্গে থাকবেন
অসংখ্য ধন্যবাদ🙏🙏
খুব ভালো লাগল... শান্তনু দার কথা গুলো খুব সুন্দর...অসাধারণ উপস্থাপনা❤😊
মানুষটাও খুবই ভালো মনের🙂😊
ধন্যবাদ 🙏🙏
সুন্দর লাগলো video টা ..
ধন্যবাদ🙏
আমার মনের শিল্পী শান্তনু বাবু কে নিয়ে আপনার এই প্রচেষ্টা কে অসাধারণ লাগলো। উনি শুধু একটা জায়গার সৌন্দর্য দেখান না, ওখানকার মানুষের জীবনযাত্রা কে খুব সুন্দর ভাবে তুলে ধরেন।
একদম ঠিক 👍👍
Tomar video prothom dekci vison valo laglo santanu der dekhanor janno matra aro bere galo
ধন্যবাদ 😊😊🙏🙏
আজকের ভিডিওটা আবার অন্যরকম👍
অসাধারণ। শান্তনু আর সপ্তষী একসাথে জবাব নেই।
ধন্যবাদ🙏
এই ঘুরে এলাম may 24 এ... খুব ভালো লাগলো
ধন্যবাদ🙏🙏
শান্তনুর ভিডিও দেখে অনেক জায়গার সৌন্দর্যে মোহিত হয়ে সেসব জায়গাতেই ভ্রমণে গেছি।
শান্তনুকে এভাবে এই প্রথম পেলাম • ভাল লাগল • তবে আপনার নিজস্ব কাজও মন ছুঁয়ে গেল •
অনেক ধন্যবাদ আপনাকে 🙏🙏
Many happy returns of your Birthday SANTANU--- Some one feels the nature & Others enjoy...Supra das bombay
But ota Anniversary chilo 🙂
Dadake dhekhe bhalo laglo.
🙂👍👍
দুজনের যুগলবন্দী অসাধারণ লাগলো, পরবর্তি ভিডিওর অপেক্ষায়
😊🙏🙏 ধন্যবাদ
Just mind blowing
🙏🙏
Amar besh valo laglo, santunu ganguly ❤❤
ধন্যবাদ🙏
আমার প্রিয়তম ব্লগার কে উপস্থাপিত করার জন্যে আপনাকে অজস্র ধন্যবাদ। Subscriber হয়ে গেলাম।
অনেক ধন্যবাদ🙏🙏
Saptarshi, ami Santanu dar ekdom prothom diker subscriber. Onar ato opurbo sundor poribesh ke uposthaponar por o onek kosto kore 10k subscriber hoechilo. Aj uni onek egiye gechen. Ekdin asha kori tumio onek uchchotay pouchobe. ❤❤
হয়তো সেটা আপনাদের জন্যই সেটা সম্ভব হবে
অসংখ্য ধন্যবাদ আপনাকে, ঠিক এইভাবেই পাশে পাই যেন সবসময়...
খুব ভালো লাগলো শুনে, তবে আমিও এর জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানিনা কতটা পথ আরও অতিক্রম করতে হবে, তবে আমি ভালো কাজ করবার চেষ্টা করে যাবো। subscriber এর ব্যাপারে কিছু বলতে পারবোনা তবে 🫠🫠🙏🙏🙏🙏🙏🙏
Background music er test 👌🏻
Shantanu da your voice is MARBALAUS
Etar uposthapona tao besh laglo.
🙂🙏
Khub bhalo laglo interview ta....❤
Ha ... 😊
নিজেকে প্রচারের আলোয় না রেখে একের পর এক অসাধারণ উপস্থাপনা
ধন্যবাদ🙏
Apnake onek dhannabad santanu dar interview dekhanor janna.eta Amar kache Bahu protikkhito ektu upohar
তাহলে তো আপনি উপহার পেয়েই গেলেন... 😊😊 ধন্যবাদ আপনাকেও
পাশে থাকবেন🙏
শান্তনু দার ভিডিও থেকে দেখে চলে আসলাম তোমার ভিডিও দেখতে 🫶
এগিয়ে যাও
অনেক ধন্যবাদ আপনাকে
🙏🙏🙏🙏
শান্তনুদার কোন বিকল্প নাই
দারুন লাগল❤❤
একদম🫠❤️❤️💖💝
Santanu babu apnar video amer khob bhalo lage..
Ha... amr o khub bhalo lage
শান্তনু ও সপ্তর্ষির মেলবন্ধনে এক অনন্য উপস্থাপনা
তার সঙ্গে আপনার চিন্তাধারা আর ঝান্ডি হেভেনের স্পেশাল পটল বাঁটা 🫠🤗😍
অনেক ধন্যবাদ আপনাকেও... এত সুন্দর আতিথেয়তার জন্য...এগিয়ে যান সন্দীপ বাবু🙏🙏
Tumae ae video dekhe bhalo laaglo... Aami Channel ta subscribe korechi.... Abong share o korechi.... 1-2 ghontar bhitore tumar 2-4 ta subscriber er sonkhya badhbo.... Subhakamna roilo
অনেক অনেক ধন্যবাদ আপনাকেও
এইভাবেই ভালোবেসে যাবেন, পাশে থাকবেন🙏🙏❤️
Happy anniversery dear...May God bless you both
খুব ভালো লাগলো
অনেক ধন্যবাদ🙏🙏
দারুণ লাগলো 👌
ধন্যবাদ দিদি 🙏🙏
খুব মিস করব মুহূর্তগুলোকে
ভালো থাকবে🙏
দারুন জায়গা।
হ্যাঁ একদম 😊
Wow khub bhalo ❤
Thank you🙏
Khub sundor laglo ❤
ধন্যবাদ🙏
Thank you for keeping the promise..very nice video...go ahed..
🙏🙏😀😀
Thanks to you also... who all are showing trust on us. Believing on us. Hope next one will get more love from you all. 🙏
Working on a new darjeeling offbeat village...hope you will like very much. 🙏
Amar dakha best vlogger akhono porjonto... Uni prokrito Nature Lover jar udahoron onar vlog a uthe ashe... Amar khub pochonder vlogger Viral Scope... ❤❤
আমারও🙏😀
শান্তনু বাবুকে শুনছি অনেকদিনই তবে গলায় একটা আকর্ষণ অনুভব করেছি এবং ওনার চেহারা কল্পনা করতাম। প্রায় ৯০% মিলে গেছে, এরকম সৌম্য ভদ্র মানুষ বলেই মনে হয়েছিল।
উনি কিছু কথা বললেন যার মধ্যে অনেক না বলা কথা আছে যাকে ইংরেজিতে বলে "Between the lines", এই ব্যাপারটা আরোও ভালো লাগলো।
উনি এগিয়ে চলুন ❤
আপনাকে অনেক অনেক ধন্যবাদ শান্তনু বাবুকে প্রেজেন্ট করার জন্যে।
ভালো থাকবেন 😊
অসংখ্য ধন্যবাদ🙏🙏
ভালো থাকবেন
Very good and humble presentation
Thank you.🙏🙏
darun
ধন্যবাদ🙏
amar valo lage karon uni sabolil o okopot , aro bohu bikhato youtuber ache kintu uni honest atai besi valo lage. agiye cholun..
🤞🌻
হ্যাঁ একদম ঠিক কথা🙂
শান্তনু গাঙ্গুলির ভিডিও দেখেই আমি runglee rongilot এর কথা জানতে পারি। তিনবার গেছি। আমার কাছে runglee rongilot পশ্চিমবঙ্গের স্কটল্যান্ড।
Amar most favourite channel....aro aro egie jao dada....best wishes for you...happy marriage anniversary 🥰
আমারও খুবই পছন্দের 🙃
Weldone❤
🙏🙏
Narration er time e background music er volume ektu km rakhben .
আচ্ছা 👍🙂
Santanu dar sombhoboto kono ekta vlog e ekbar ek jhalak dekha diyechilen...
Tobe bhison bhalo laglo apnar vlog ebong sorasori etokhon dhore Santanu Da ke dekhe o onar interview shune. ❤
ধন্যবাদ
সঙ্গে থাকবেন 🙏🙏
Apnar blog o bes bhalo laglo, tobe Santanu Ganguly er blog just alada, bhalo thakben
ধন্যবাদ
❤❤❤🎉🎉🎉
🙏🙏
শান্তনু বাবু কে ফোকাস করে ব্লগ টা দারুন লাগলো।
শান্তনু বাবু একজন superb vlogger।
একদম
অনেক ধন্যবাদ🙏🙏
শুভেচ্ছারইল
ধন্যবাদ🙏
শান্তনুদাকে নিয়ে ভিডিও বানানোর জন্য ধন্যবাদ
আমার অনেক দিনের স্বপ্নপূরন💝💝
Santanu Ganguly আমার আইডল। ওনাকেই ফলো করি।
ধন্যবাদ🙏🙏
❤♥️♥️♥️♥️♥️♥️
🙏🙏
Tumar 3 ta subscribers add koraiya dilam
jakhana U tubar ra Home stay te jai takhon sai Homestay advertisement ar jonno special onek kichu besi besi kore amra gale minimum houe jai
একবার তাহলে ঝান্ডি হেভেন গিয়ে দেখতে পারেন। পরে না হয় অভিঞ্জতাটা এখানে জানাবেন। খাওয়া-দাওয়াটা এখানে এরকমই🙂
এখানে ছবি দেওয়ার সুযোগ থাকলে , আমাদের অন্যান্য অতিথিদের আমরা কি খাবার দিচ্ছি এবং তা ইউটিউবারদের মতন বা তার থেকে ভালো কিনা সেটা দেখাতে পারতাম । ইউটিউবাররা বিজ্ঞাপন করার জন্য নয় তাদের অভিজ্ঞতা তুলে ধরার জন্যই ঘুরে বেড়ান এবং ইউটিউব বা অন্যান্য এর মাধ্যমে তারা সেটা তুলে ধরেন । আপনি আসুন যদি আপনার অভিজ্ঞতা ভিন্ন হয় তাহলে বলবেন ।
এত common and cliché questions keno ওনার moto personality কে? কোনো photographic related questions nei?
কিছু প্রশ্ন কমেন্টেও করতে পারেন🙂
When you are a vlogger, it's naturally expected questions should be vlogging and photography centric. Thank you.
@@kherorkhata8157besh koreche cliche proshno koreche ....aapnar unique proshno korar thakle Shri Santanu Ganguly r kacche giye aapnar proshno rakhun.....oto khuut khuute hoben na....emon bhabe bolchen Dremlandz er youtuber jeno aapnar haathe photo video tola shikhechen.....ja paachen jibon e seta niye satisfied thakar chesta korun....