রিজার্ভ সন্তোষজনক, ওকে। তবে বাংলাদেশের মূল দু'টি অর্থনৈতিক সংকট কাটাবার জন্য সরকার কি করছে? করহার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বাড়াবার কার্যক্রম কোথায়? সরবরাহ বৃদ্ধি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফলতা কৈ?
ব্যাংকে ২ লাখ টাকা রেমিটেন্স পাঠাইলে, পঞ্চাশ হাজার টাকা করে ৪ বার যাওয়া লাগে। প্রতিবার ৫০ হাজার টাকা করে দেয়, এর বেশি দেয় না। আর আপনি আসছেন এখানে পানি খাওয়ার কিছু নাই বলতে। ফাজলামি করেন মিয়া
Undoubtedly Gentleman ❤️❤️
ন্যাশনাল ব্যাংক ঠিক করে দেন
Yes ❤❤❤
রিজার্ভ সন্তোষজনক, ওকে। তবে বাংলাদেশের মূল দু'টি অর্থনৈতিক সংকট কাটাবার জন্য সরকার কি করছে? করহার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বাড়াবার কার্যক্রম কোথায়? সরবরাহ বৃদ্ধি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফলতা কৈ?
ব্যাংক ইন্টারেস্ট কমান 😢😢😢
হুন্ডি বন্ধ বা কমিয়ে আনার কোন পলিসি করা যায় কিনা? সহজ উপায়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠনোর উপায় বের করা যায় কিনা?
বড় ভাই পাকিস্তানের একসপ্তাহের আমদানির টাকা রিজার্ভে আছে।
আমার রেমিট্যান্স ১৫ লাখ টাকা আটকে আছে ৫মাস হলো ন্যাশানাল ব্যাংকে স্যার
প্রাইভেটে বেশি দাম পাইতেন ও সঙ্গে সঙ্গে পাইতেন।
National Bank batpari kortase.
ছাগল দিয়ে হালচাল হলে গরুর প্রয়োজন হতো না।
Garments industry one of the biggest Money Launderer of the country
দেশের টাকার দাম না থাকলে ও আইনশৃঙ্খলা না থাকলে এটাই হবে।
ব্যাংকে ২ লাখ টাকা রেমিটেন্স পাঠাইলে, পঞ্চাশ হাজার টাকা করে ৪ বার যাওয়া লাগে। প্রতিবার ৫০ হাজার টাকা করে দেয়, এর বেশি দেয় না। আর আপনি আসছেন এখানে পানি খাওয়ার কিছু নাই বলতে। ফাজলামি করেন মিয়া
কোন ব্যাংক?
পূবালী ব্যাংক, ব্রাক ব্যাংক, ডাচ-বাংলা কোনটাতে পাঠিয়েছেন?
Lol,
Awaami leaguue
চাপাবাজীর একটা সীমা থাকা উচিত। ডলারের রেট ১৩০ টাকা। বাহ কি সুন্দর চাপাবাজী।
ডলারের রেট এখন ধড়াম করে কমিয়ে দিলে প্রবাসীরা টাকা পাঠাবে?
হাসিনা পলায়নের সময় বাংলাদেশের রিজার্ভ কতো ছিলো?
২০.৪৮ বিলিয়ন।
@@deltaairdrops8195চাপাবাজ লীগ ১৩ বিলিয়ন ছিল
রিজার্ভের অভাবে তেল আমদানি করতে পারস নাই মনে নাই।
এখন কতো? @@deltaairdrops8195