Amar Bondhu Driver | আমার বন্ধু ড্রাইভার | Eid al-Adha Natok | Akash Ranjan | Tonmoy Shohel
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Amar Bondhu Driver - Eid al-Adha Natok 2022 - আমার বন্ধু ড্রাইভার, Starring Akash Ronjon | Tonmoy Shohel | Anamika | Director By Akash Ranjan
Amar Bondhu Driver
[ A Gollachut Entertainment Orginal Drama]
Script & Direction : Akash Ranjan
Cast: | Akash Ronjon | Tonmoy Shohel | Anamika & Others
Story : Sagorika Rani das
Chif Assistant Director : Sumon Sani
DOP: Siraj Khan
Editing: Md Shohel Rana
Label: Gollachut Entertainment
Producer: Shujan Mahmud
Exicutive Producer : Mustak Mukul
Production House : Bhaishob production
Distributed by Gollachut Entertainment.
Gollachut Entertainment is a Bangladeshi Natok Production and Distribution label. The company was founded in 2006. It is a producer, distributor, and wholesaler of Bangla New Natok.
Enjoy and stay connected with us !!
Facebook Fan Page: / gollachutent. .
** ANTI-PIRACY WARNING **
This content is Copyright to Gollachut Entertainment. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited from this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
All rights reserved by Gollachut Entertainment. This Visual and Audio Element is Copyrighted Content of Gollachut Entertainment. Any Unauthorized Publishing is Strictly Prohibited.
#Amar Bondhu Driver
#Akash_Ranjan
#Tonmoy_Shohel
#BanglaNatok2022
#NewNatok
#NewBanglaNatok
#BanglaNatok
#RofikulIslam
#BanglaDrama
#Natok2022
#Gollachut Entertainment
#NewBanglaNatok2022
#BanglaDrama
#BangladeshiNatok
#BangladeshiDrama
#ComedyNatok
#FunnyNatok
#RomanticNatok
#GollachutNatok
#GollachutDrama
#BanglaNewNatok2022All
©2022 @Gollachut Entertainment - All Rights Reserved
এই নাটকটি চলচ্চিত্র পুরস্কার পাওয়া উচিৎ। নাটকটি যিনি লিখেছেন তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
Right
রাইট
Thik
আমিও আপনার সাথে এক মত ভাই ❣️❣️❣️❣️❣️
@@mahmudfoysal28 l
চাদের চেয়েও অনেক সুন্দর ছিল আমার নবী মুহাম্মাদ (সাঃ)🥰🥰🥰
👍👍👍👍
চাঁদের চেয়েও সুন্দর ছিল আমাদের বিশ্বনবি 🌺
ওই ভাই তোর কাছে এইটা কেউ জানতে চাইছে। আর এইখানে এইটা বলার কোনো দরকার আছে।।
সুবহানাল্লাহ জ্বি অবশ্যই
Alhamdulillah
Subhan allan
Hm
জীবনে এই রকম একটা বন্ধু থাকলে আর কি লাগে 🥰🥰🥰
🥰
অনেক ধন্যবাদ এতো সুন্দর নাটক সবার মাঝে উপহার দেওয়ার জন্য😍😍😍
বন্ধুত্ব বেঁচে থাকুক সারাটা জীবন,
সত্যি কথা বলতে চোঁখে জল ধরে রাখতে পারি নি,,
আমাদের দেশে বেশির ভাগ নাটক হয় হারাম রিলেশনশিপ নিয়ে নাটক গুলো
ছেলে মেয়ে হারাম প্রেম ভালোবাসার না হয়ে এরকম শিক্ষনীয় বিষয় নিয়ে বেশি হওয়া উচিত।
পরিচালকদের অসংখ্য ধন্যবাদ এমন একটি অসাধারণ নাটক উপহার দেয়ার জন্য। 💚💚💚
তুই বুঝি দুধে ধোয়া তুলসীপাতা।শালার পুলা।তুই নিজেই তো ঠিক নাই
চোখে পানি চলে আসলো 😪নিজের জীবনের সাথে মিলে গেলো আহারে জীবন 😪😪
বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা কখনো ভুলে থাকা যায় না। আজ আমি আমার বন্ধুদের অনেক মিস করি।
অসাধারন একটি নাটক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমীন
চোখের পানি ধরে রাখতে পারলাম না?
বন্ধুত্বের বন্ধন আজীবন অটুট থাকুক ❤️
অনেক সুন্দর নাটক,অনেক ভালো লাগছে, টাকা থাকলে হয় না, বন্ধুত্ব করতে হলে বড় মাপের মন লাগে আজ কাল ভালো বন্ধুর বড় অভাব,
সমাজকে বদলে দেওয়ার জন্য এরকম নাটক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বন্দু ঠিক এমন ই হওয়া উচিত🥰
বন্ধুত্ব টা এমনেই হওয়া দরকার অসাধারণ অভিনয় টা
নাটকটি ফেসবুক থেকে দেখে ইউটিউবে দেখতে আসা পাবলিক গুলো কই✌️✌️✌️
আমি ফেসবুকে দেখে ইউটিউবে দেখলাম
এই দুই বন্ধু মতো এমন বন্ধু সবার ভাগ্যে মেলে এমন প্রত্যাশাই করি।
সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরা হয়েছে এ নাটকে। খুবই ভাল লাগলো নাটকটি দেখে ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
শিক্ষনীয় একটি ভিডিও। নাটকটি অসাধারণ দিন দিন মানুষের মনুষ্যত্ব বিলোপ্তো হয়ে যাচ্ছে। এই নাটকটি দেখে মানুষের বিবেক সত্যি নাড়া দিবে । যারা এই নাটকটি উপহার দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো ভিডিও চাই।
ধন্যবাদ সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। আরও এরকম সুন্দর নাটক উপহার হিসেবে চাই।
ফেসবুক থেকে আসলাম ৷ অসাধারণ একটি নাটক ৷ বাস্তব চিত্র ফুটে উঠেছে ৷ এরকম বন্ধু পাওয়া সত্যিই দুষ্কর
আমি গর্বিত আমি একজন ড্রাইভার
হায়রে!!!! বন্ধুর প্রতি এত ভালোবাসা। এসব কাহিনি শুধু নাটকে আর ফিল্মে ভালো মানায়। বাস্তবে খোঁজ নিয়ে দেখলে আপনিও অসহায় মানুষের পরিচয় দিতে লজ্জা পাবেন।
সমাজে এমন ও কিছু দেখা যায়,বন্ধুর টাকা দিয়ে প্রতিষ্টিত হয়ে ও বন্ধুর বিপদে বন্ধু কে চিনে না।😥😥😥
ভুল বললেন ভাইজান।
বন্ধু মানে বন্ধুই।
কারোর পজিশন খারাপ এই বলে কাউকে ছোট করে দেখা উচিৎ-না।
এমন বন্ধু শুধু মাত্র গল্পতে হয় বাস্তব জীবনে নয়😓😓😓😓
সঠিক বাস্তবে সব উল্টো,,,, গরীব বলে কেউ বন্ধু কে নিজের পরিচয় দিতে চায় না😪😪
ঠিক
Right
Thanks, Natok tir dara Onek Kisu Shikte parlam.
hum
অসাধারণ একটা বাস্তবতা ভিত্তিক সংলাপ।। পরিচালক ও অভিনেতা গুলোকে ধন্যবাদ
সকলেরই এমন বড় মনের মানুষ হতে হবে।
বর্তমান সময়ের সাথে মিলে এমন একটা নাটক পেলাম, অনেক ভালো লাগলো🥰🥰
সত্যি ভাগ্যের ব্যাপার এরকম বন্ধু পাওয়া
মাইন্ড ব্লোইং, অসাধারণ
জীবনে প্রথম কোন অভিনয়ে কমেন্ট করলাম,তাও আবার ভাষা হারিয়ে ফেলেছি,অশাধারন অভিনয় ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন আর সবসময় পাশে থাকবেন।
ধন্যবাদ
খুবই ভালো লাগলো,,,
পরিচালক ভাইয়ের জন্য,, একরাশ ভালোবাসা।
ধন্যবাদ প্রিয় অভিনেতা গুলি আর প্রিয় প্রযজোক দের
এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার
আমার বন্ধু মুচি ও আমার বন্ধু ড্রাইভার দুইটা নাটকী অসাধারণ।
অনেক ভালো লাগলো এটাই বাস্তবতা
খুব ভালো লেগেছে কিন্তু বাস্তবে তো এমনটা হয় না।
মাশাল্লা শিক্ষামুলোক নাটক
এমন নাটক মানুষ আশা করে।
অনেক ভাল অভিনয় করেছে বাস্তবিক রুপ উঠে এসেছে।দোয়া রইল প্রিয় ভাইদের প্রতি
আনেক সুন্দর একটা নাটক জাদেখে মানুশ অনেক সিখনিয় আছে,, এইতো জিবন
এই নাটকে কিছু শিক্ষনীয় বিষয় আছে,,অনেক ভালো লাগলো।
খুবই নাটকটা নৈতিক শিক্ষা আছে। কিন্তু আজ কাল এই রকম বন্ধু পাওয়া যায় না।
আকাশ রঞ্জন পরিচালক সত্যি অসাধারণ নাটক বানায়
Khub sundor ekta natok,banglades er natok aj porjonto jotogulo dekhechi,sobtheke ei natokta vlo laglo.
অসাধারণ একটা শর্টফিল্ম চোখে পানি চলে আসলো দেখে
‘প্রিয়’ বন্ধুকে না হারালে হয়তো এই নাটক দেখে চোখের কোনে পানি আসতো না 😓 শুভকামনা রইল, আমার সেই ‘প্রিয়’ বন্ধুর প্রতি🤍 যে আমাকে দূরে রেখে, সুখে আছে,, দোয়া রইল তোর প্রতি, আজীবন সুখে থাক🤗🥀
অসম্ভব একটা ভালো নাটক এমন নাটক দেখলে মন ভরে যায় এই ধরনের আরো অন্য নাটক দেখার অপেক্ষায় থাকলাম
আলহামদুলিল্লাহ চোখে পানি চলে আসল
বর্তমান পরিস্থিতিতে এমন শিক্ষানিয় নাটক বেশি বেশি করা প্রয়োজন।❤️❤️
অনেক ভালো লেগেছে নাটক,, বাস্তবে যদি এমন হতো ভালো হতো। এবং অভিনয় অনেক ভালো হয়েছে। ধন্যবাদ দুই বন্ধুর অভিনয়
ড্রাইভার সাহেব দারুন অভিনয় করেছেন
যাদের আরব দেশে থাকার অভিজ্ঞতা আছে তারা বাস্তবে এইরকম দৃশ্য দেখেছে।আরবিয়ান কখনো কাজ কে ছোট করে দেখে না মানুষ হিসেবে কি রকম সেটা দেখে।আমার কফিল(মালিক)পুলিশের আই জি ছিল সে আমাদের সাথে একপ্লেটে খাবার খেতো।প্লেট অনেক বড় একসঙ্গে 10জন বসে খাবার খেতাম।
বন্ধুর বন্ধুর ভালবাসা দেখে চোখে পানি আসলো।
same to you😍
এরকম বন্ধু এখন আর পাওয়া যায় না
আসলেই গরীবের কোনো দাম নেই। সবই টাকার অহংকার!!!!!!,🥺🥺🥺
অসাধারণ নাটক। বাস্তবতার সাথে সামঞ্জস্য
খুব সুন্দর হয়েছে।
আকাশ রঞ্জুন ভাই পরিচালক হিসাবে সমাজের শিক্ষা মূলক অসাধারণ ধন্যবাদ।।।
Khub valo akta story❤️❤️
Kono katha hobe na . Àsadharan apurbo outstanding academic brilliant drama . From Kolkata 💖💖💖💖💕💖💖
ফেসবুক এ ভিডিঅ দেখে কে কে এই খানে দেখতে আসছেন
আমি
আমি
Ami❤❤❤
আমি🥰🥰
আমি
ছোটলোক হৃদয়হীন বড়লোক মানুষরা এমনই হয় তবে আলহামদুলিল্লাহ এটা ভালো যে কিছু লোক আবার অনন্য মন-মানসিকতার অধিকারী হয়। নাটকটি তার বাস্তব এবং জলজ্যান্ত একটি উপমা হিসাবে বলতে পারি।
সত্যি এরকম বন্ধু কয়জনের কপালে জোটে
Eirokom natok aro chai
খুভ সুন্দর একটা নাটক 🥰
এখান থেকে অনেক কিছু শেখার আছে😍
অসাধারণ একটা ড্রামা।
অস্কার পাওয়া উচিত?
এমন বন্ধু সবার হওয়া উচিত
একটা কমেন্ট না করে পারলাম না নাইস ভিডিও
কে কে ফেসবুক থেকে এসেছেন 👍
Ami💕
Ami 🤟
আমি
Ami
আমি
ন্যায়নীতি অন্তরে ধারণ করা সত্যি ভাগ্যের ব্যাপার
এই নাটকটা পুরস্কার পাওয়ার মতো
এক কথায় অসাধারন।
এক কথায় অসাধারণ একটা নাটক
অসাধার একটি নাটক যা আমার মুগ্ধ করে ফেলছে,, লেখক ভাই এবং পরিচালক ভাই ও অভিনয় যারা আছেন আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ যে আপনার এই সাধার একটি নাটক উপস্থাপন করছেন,,
আমাদের বাস্তব সমাজটা আজকের তাই সবাই সচেতন এবং মানুষকে মানুষ বলে সম্মান করা দরকার 💗💗
সত্যি সত্যিই নাটকটা দেখে খুবই ভালো লাগলো এরকম বন্ধু সারাজীবন দু'জনেই যেন সবসময় ভালো রাখে এটাই কাম্য পরিচালক আসলেই মনের মত মানুষ ধন্যবাদ জানাই পরিচালক কে
অল টিমের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা
অসাধারণ হয়েছে নাটক টা বাস্তব কিছু নাটকে দেখতে পেলাম
কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি নাটক দেখি
আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা গরিব মানুষকে মানুষ মনে করে না ভাই নাটকটি সাথে বাস্তবতার অনেক মিল আছে ভাই নাটকটি দেখে অনেক ভালো লাগলো
এইরকম আর একটা শর্ট ফিল্ম দিয়েন প্লিজ প্লিজ
এই নাটক টা এতো ভালো হয়েছে যে কিভাবে তা প্রকাশ করতে হয় তা আমার জানা নাই
আমার জীবনেের সাথে মিলে গেলো নাটক টা. আমি গরিব আর আমার বন্ধু বড়লোক..কখনো এই ভাবে ভাবি নাই কিন্তু আজ নাটক টা দেখে অনেক কিছু শিখলাম.. নাটক টা দেখে চোখের পানি ধরে রাগতে পারলাম না 😭
Natok ta deke kobi valo laglo..that's natok.ta ophar dewyar jonno..❤️
ধন্যবাদ স্যার যে এই নাটক টা তৈরি করার জন্য
সেই সেই সেই সেই সেই
চমৎকার ♥
Super অসাধারণ একটা নাটক
এই নাটকটি দেখে সমাজের নূংরা মানুষগুলো শিক্ষা নেওয়া দরকার। নয়তো কোন অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না।
অসাধারণ একটা নাটক
ধন্যবাদ এরকম একটা নাটক আপনাদের করার জন্য
বেঁচে থাকুক এরকম হাজারো বন্ধুত্ব
দুই বন্ধুকে এই নাটকে পুরুস্কার দেওয়া হউক দাবি এমন বন্ধু আমারও ছিল হারিয়ে গেচে আর জেন কোন বন্দু বন্দুকে না হারায় না ভুলে
অসাধারণ নাটক। দেখে মন ভালো হয়ে গেল।।
শিক্ষা মুলক নাটক ভালো লেগেছে
নাটক টা ভিশন ভালো লেগেছে 💕💕🥰
এই ভাইয়ের নাটক গুলা অনেক শিক্ষা নিও
দারুন দারুন👏✊👍
এ রকম নাটক চাই
প্রতিদিন একটা করে
অসাধারণ একটা নাটক এই নাটকটি লেখার জন্য আপনাকে ধন্যবাদ
খুবই শিক্ষনীয় নাটক সকলের দেখা উচিৎ
মাশাল্লাহ ভালো অভিনয় করেন তন্ময় সোহেল। তন্ময় সোহেলের বাড়ি আলীরচর। আগে কত একসাথে খাইছি।
ধন্যবাদ।