প্রিয় বাঁশখালী উপজেলা ❤️

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • বাঁশখালী উপজেলার আয়তন ৩৭৬.৯০ বর্গ কিলোমিটার বা ৯৩,১৩৫ একর। চট্টগ্রাম মহানগরী থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে বাঁশখালী উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে সাঙ্গু নদী ও আনোয়ারা উপজেলা, পূর্বে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা, দক্ষিণে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা ও পেকুয়া উপজেলা এবং পশ্চিমে কুতুবদিয়া চ্যানেল, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা ও বঙ্গোপসাগর অবস্থিত।
    ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাঁশখালী উপজেলার সাক্ষরতার হার ৩৭.৪%। এ উপজেলায় ৩টি ডিগ্রী কলেজ, ৭টি ফাজিল মাদ্রাসা, ২টি উচ্চ মাধ্যমিক কলেজ, ১টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান, ৪টি আলিম মাদ্রাসা, ২৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি দাখিল মাদ্রাসা ও ১৬১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
    বাঁশখালী উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:
    বখশী হামিদ মসজিদ (১৫৫৮)
    ছনুয়া কমিউনিটি সেন্টার (১৯৬৫)
    নিম কালীবাড়ী (১৭১০)
    জহুর চৌধুরী জামে মসজিদ (১৭৫০)
    শিখ মন্দির (বাণীগ্রাম)
    মনু মিয়াজি বাড়ি জামে মসজিদ
    বাঁশখালী ইকোপার্ক
    চাঁদপুর-বেলগাঁও চা বাগান
    কাথরিয়া সমুদ্র সৈকত
    বাহারছড়া সমুদ্র সৈকত
    খানখানাবাদ সমুদ্র সৈকত
    জলদী সংরক্ষিত বনাঞ্চল
    জলকদর খাল
    পশ্চিম উপকূলের লবণ মাঠ
    কাতেবী জামে মসজিদ
    নবী মসজিদ (অষ্টাদশ শতক)
    মহিষের টেক সবুজ বেস্টনী
    বাঁশখালী সমুদ্র সৈকত
    বৈলছড়ি খান বাহাদুর বাড়ী
    যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা
    বাঁশখালী উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-বাঁশখালী সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া উপজেলার অভ্যন্তরে ১৭৩ কিলোমিটার পাকারাস্তা, ৪৭ কিলোমিটার আধা-পাকারাস্তা ও ৭১২ কিলোমিটার কাঁচারাস্তা রয়েছে।

Комментарии •