Это видео недоступно.
Сожалеем об этом.

পুকুরের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি। Water retention capacity of pond soil । Abeed Lateef

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июн 2021
  • Adequate organic matter needs to be used to increase the water holding capacity of the pond.
    Organic substances mixed with soil increase the water retention capacity.
    Paddy farmers can grow paddy in the field using a lot of organic matter but fish farmers are lagging behind due to lack of storage of required amount of water.
    It can be manure, compost, straw or leaf decomposing manure.
    Failure to increase the water holding capacity of the pond will result in less oxygen dissolved at lower depths, which will disrupt the fish's metabolism, including difficulty in breathing.
    On the other hand, the nutrients in the pond water will go out as the water goes out with the cost of electricity or oil for regular water supply.
    #Water retention capacity of soil, #Organic substances, # depth of warer, #Respiration of fish, #Digestion of fish, #Abeed Lateef, Abed Latif
    Thanks a lot.
    পুকুরের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য যথেষ্ঠ জৈব পদার্থ ব্যবহার করা দরকার।
    জৈব পদার্থ যখন মাটির সাথে ভালভাবে মিশিয়ে নেয়া যায় তখন মাটির পানি ধারন ক্ষমতা বৃদ্ধি পায়।
    ধান চাষীরা প্রচুর জৈব পদার্থ ব্যবহার করে মাঠে ধান ফলাতে পারে কিন্তু মাছ চাষীরা প্রয়োজনীয় পরিমাণ পানি জমানোর অভাবে মাছ চাষ পিছিয়ে যায়।
    সেটা গোবর, কম্পোস্ট, খড় কিংবা পাতা পচানো সার করা যেতে পারে।
    পুকুরের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে না পারলে কম গভীরতায় কম অক্সিজেন দ্রবীভূত থাকবে তাতে মাছের শ্বাস প্রশ্বাস এর কষ্ট সহ খাদ্য বিপাক ব্যাহত হবে।
    অন্য দিকে নিয়মিত পানি সরবরাহের জন্য বিদ্যুৎ বা তেল খরচ সহ পানি বেরিয়ে যাওয়ায় পুকুরের পানিতে থাকা পুষ্টি বেরিয়ে যাবে।
    #পানি ধারন ক্ষমতা বৃদ্ধি, #জৈব পদার্থ, # মাছের শ্বাস প্রশ্বাস, #মাছের বিপাক, #পানির গভীরতা
    সবাইকে ধন্যবাদ

Комментарии • 86

  • @mynaturegarden2784
    @mynaturegarden2784 3 года назад +2

    আমি আপনাকে গুরু আসনে বসাইয়াছি,ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার পদ্ধতি বৃহত্তর কৃষিক্ষেত্রে নুতন পথ দেখাক ও আরও বেশি মানুষ তা অবলম্বন করে কৃষি ও মৎসপালন সহ পরিবেশ ও সমাজকে সমৃদ্ধ করুক। 🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +2

      আল্লাহ্ আপনার মানসিকতার প্রতিদান নিশ্চিত করুন।

  • @md.mostafakamal250
    @md.mostafakamal250 3 года назад +1

    Excellent Sir, Jajakallaha khaier...

  • @khandakartalhajubayerrumon1276
    @khandakartalhajubayerrumon1276 3 года назад +1

    অসংখ্য ধন্যবাদ... কিছুক্ষন আগেই আপনার পরামর্শ অনুযায়ী পুকুরে খড় দিয়ে আসলাম❤️

  • @bioflocfishfurmingjalpaigu9049
    @bioflocfishfurmingjalpaigu9049 3 года назад +2

    Sir first comments

  • @miladahmedahmed5153
    @miladahmedahmed5153 Год назад

    ভাল কিছু জানতে পারলাম

  • @BabuBabu-cr3zy
    @BabuBabu-cr3zy 3 года назад

    অসাধারণ যুক্তি আপনার কথাতে স্যার

  • @sumonjoynalabedin1939
    @sumonjoynalabedin1939 3 года назад +1

    ধন্যবাদ প্রিয় ।।।।

  • @abhuhashim5079
    @abhuhashim5079 Год назад

    Sir thanks for your

  • @shoiebhossain7168
    @shoiebhossain7168 3 года назад +2

    স্যার আসসালামু আলাইকুম,১২ শতাংশ পুকুরে মাছ দেওয়া আছে।গভীরতা ৪ ফুট এর মত, গোবর টা কিভাবে ব্যবহার করতে হবে এবং পরিমান টা যদি বলে দিতেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      অল্প পরিমাণে করে সারা পার দিয়ে ছিটিয়ে দিতে হবে।

  • @salehahmedmakon3386
    @salehahmedmakon3386 2 года назад

    ধন্যবাদ স্যার

  • @abulkalamazad4553
    @abulkalamazad4553 3 года назад

    Thank you sir

  • @sheikhshakir4716
    @sheikhshakir4716 3 года назад

    Thanks sir ❤️

  • @successtips8202
    @successtips8202 Год назад

    স্যার সালাম নিবেন।আশা করি,ভালো আছেন।স্যার,পূনিমা আর অমাবস্যার সময় পুকুরের পানি যোজন বিয়োজন করা হয়।রুই কাতল জাতীয় মিশ্র মাছ চাষে এর কি কি উপকারীতা পেতে পারি?

  • @lovetourist
    @lovetourist 3 года назад

    স্যার আমার 5 কাঁটাপুকুর বিগত কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে পুকুরের জল হালকা কালচে বাদামী রঙের হয়ে গেছে এতে কি কোন সমস্যা আছে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      ধৈর্য ধরে অপেক্ষা করুন।

  • @uday254ghosh8
    @uday254ghosh8 3 года назад +1

    স্যার আসসালামু আলায়কুমস্যার আমার পুকুরে পতিদিন সকালে মাছবাসে এর কারন কি স্যার দয়াকরে জানাবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      পুকুরের তলার গ্যাস লোক নামিয়ে বের করে দিন।

  • @abdullahalsami412
    @abdullahalsami412 3 года назад +1

    স্যার আমাদের পুকুরে এতদিন পানি কম ছিলো খুব, পাড়ে বিভিন্ন উদ্ভিদ জন্মেছিলো। এখন পানি অনেক বেড়ে সেসব পানির নিচে চলে গেছে, এতে কি পানি নষ্ট হবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      কোন সমস্যা হবে না ইনশাল্লাহ।

  • @malaysinharoy6858
    @malaysinharoy6858 3 года назад

    স্যার,আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। প্রথমেই আপনাকে আমার আন্তরিক প্রণাম জানাই......., আসা করি ভালো আছেন...... আমি ৩ সপ্তাহ হলো প্রথম মিশ্র কার্প মাছ চাষ করা শুরু করেছি। আমার পুকুরের মাপ ৫০ শতক ও গভীরতা ৬.৫ - ৭ ফুট , বর্তমানে পুকুরে জল আছে ৪ ফুটের কাছাকাছি । পুকুরে ১১২কেজি মাছ [ কাতলা ও সিলভার (২০০-২৫০গ্রাম সাইজে) ৩৫কেজি, রুই (ফিংগার লাইনে) ৩৬কেজি, বাটা (ফিংগার লাইনে) ১০কেজি, মৃগেল (ফিংগার লাইনে) ৩০কেজি, গ্রাস কার্প ২৫ টি (ফিংগার লাইনে) , ব্ল্যাক কার্প ১৫ টি (ফিংগার লাইনে) ছেড়েছি ।
    ¡) আমার প্রথম প্রশ্ন স্যার ~ মাছ ছাড়ার পরিমানটা কি ঠিকআছে .....?
    ¡¡) আমার দ্বিতীয় প্রশ্ন স্যার ~ মাছ ছাড়ার দিন ১০-১২ পর থেকে প্রতিদিন ভোরবেলায় মাছ জলের ওপরের দিকে এসে খাবি খাচ্ছে, আবার সকাল ৭টার দিকে জলের মধ্যে চলে যাচ্ছে, তারপর সারাদিন আর ওপরে দেখতে পাচ্ছিনা। (তবে বিগত ৭দিন ধরে আকাশ মেঘলা আছে ও অল্প সল্প মাঝে মধ্যে ঝির-ঝিরে বৃষ্টি হচ্ছে) তাহলে কি রাতে অক্সিজেন শর্ট হচ্ছে.....?
    ¡¡¡) আমার তৃতীয় প্রশ্ন স্যার ~ ১টা ১.৫ হর্স পাওয়ার এর জলের পাম্প মেশিন ( পাম্পের ইনলেট 2ইঞ্চি এন্ড আউটলেট ২ইঞ্চি) কিনে পুকুরের জল পুকুরেই (রাত ৩:৩০ - সকাল ৭টা পর্যন্ত) ফেলার সিদ্ধান্ত নিয়েছি । সিদ্ধান্তটা কি ঠিক নেওয়া হয়েছে স্যার......?
    iv) বর্ষাকালে পুকুরে অক্সিজেন লেভেল ঠিক রাখার জন্য কতক্ষন এবং কখন-কখন পাম্প মেশিন চালাতে হবে ও বর্ষাকালে পুকুরের পরিচর্যার ওপর ১টা ভিডিও বানানোর অনুরোধ রইলো স্যার..... তাহলে আমাদের মতো অনেক মাছ চাষী ভাই উপকৃত হবে ।
    আপনার উত্তরের আসায় রইলাম স্যার.....
    ভালো থাকবেন স্যার.......

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      আপনার প্রতিও শুভ কামনা রইল।
      আপনার পুকুরে বিভিন্ন পরিচর্যা সহ উদ্ভিদ কনার উপস্থিতির কথা উল্লেখ করেন নাই।
      পুকুরে প্রাকৃতিক খাবার তৈরির জন্য পদক্ষেপ নিয়েছেন কিনা জানি না।
      আটা ইউরিয়ার ট্রিটমেন্ট করে কালারটা নিয়ে আসুন।
      এটা যদি মাছ পালন করে বড় মাছ বানাতে চান তাহলে বলব মাছের সংখ্যাগত দিক দিয়ে বেশি হয়ে গেছে।
      রুইয়ের সংখ্যাটা বেশ বেশি হয়েছে।
      পারলে ২০-২৪ কেজি রুই তুলে দিন।
      বাটা মাছের সংখ্যা বেশি হলে পানি ঘোলা করে পরিবেশ কাদাময় করে দেয়।
      প্রতি মাসে শতকে ২০০ গ্রাম করে চুন, ২০০ গ্রাম করে লবণ এবং ৫০ গ্রাম করে মোলাসেস ( মোলাসেস না পেলে ২০ গ্রাম করে চিনি) প্রয়োগ করুন।
      ২/ পুকুরে লোক নামিয়ে তলার গ্যাস বের করে দেবার ব্যবস্থা নিন। গভীরতায় না কুলালে বস্তার ভিতরে ইট বেধে এমনভাবে টানুন যাতে কিছু হলেও তলার গ্যাস বের হয়ে যায়।
      ৩/ রাত বারোটা থেকে ভোর ৫ টা পর্যন্ত পাম্প চালাতে পারলে মাছের আদৌ সমস্যা হবার কথা নয়।
      মন্তব্য: আসলে মানুষের মতোই প্রত্যেকটা পুকুরের নিজস্ব বৈশিষ্ট্য আছে।
      খেয়াল রাখতে হবে যে, কখন সমস্যা হয়;
      সমস্যার গোড়ায় গিয়ে সমাধানের চেষ্টা করলে অবশ্যই আল্লাহ্ আপনাকে রাস্তা দেখবেন।
      **"প্রকৃতি নির্ভর মাছ চাষ" গ্রুপে যুক্ত থাকলে যোগাযোগ হতে পারে।
      আল্লাহ্ আপনার পরিশ্রমের এবং উদ্যোগী মানসিকতার বদলা দান করুন।
      আপনাকে অশেষ ধন্যবাদ।

    • @malaysinharoy6858
      @malaysinharoy6858 3 года назад

      @@abeedlateef8059 প্রথমেই আপনাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনার অতি মুল্যবান সময় ও মুল্যবান পরামর্শ দেওয়ার জন্য......
      স্যার যে বেপারগুলো মিস হয়েছিল ওপরের ট্র পিক-এ আর ১বার সব ব্যপারটা ভালো করে আপনার কাছে জানাচ্ছি.....কষ্ট করে আর ১বার পড়ার অনুরোধ রইলো.......
      স্যার,আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। প্রথমেই আপনাকে আমার আন্তরিক প্রণাম জানাই......., আসা করি ভালো আছেন......
      আমি ৩ সপ্তাহ হলো প্রথম মিশ্র কার্প মাছ চাষ করা শুরু করেছি।
      স্যার...... আমি নিজে পুকুরে চাষ শুরু করার আগে, আমার এই পুকুরে এলাকার বাইরের এক ব্যক্তি মাছ চাষ করতেন । আমি নিজে পুকুরে মাছ চাষ করতে চাই বলাতে ওই ব্যক্তি মহুয়া খোল (২৮কেজি করে ১২বস্তা) দিয়ে ওনার চাষ করা সমস্ত মাছ তুলে নেন। যদিও আমাকেই ওই খোল কিনে দিতে হয় ।
      পুকুরে খোল দেওয়ার ১৮ দিন পর ফিংগার লাইনের ২৫-২৬ পিস মৃগেল মাছ ছাড়ি জল টেস্ট করার জন্য। এমন অবস্থায় কয়েকদিন মাছগুলোর ওপর নজর রাখি, কিন্তু অস্বাভাবিক কিছু দেখতেও পাইনা। খোল দেওয়ার (১৮ +৩) ২১ দিন পর ৬০ কেজি চুন প্রয়োগ করি (এই সময় জল ছিল ৩৫ শতক মতো) ও তার ৫ দিন পর পুকুরে জাল টানি এবং দেখি আগের ছাড়া সব মাছগুলি আছে । তার পরের দিন থেকে ৭ দিন ধরে ধাপে ধাপে ১১২ কেজি মিশ্র কার্প মাছ পুকুরে ছাড়ি ।
      আমার পুকুরের মাপ ৫০ শতক ও গভীরতা ৬.৫ - ৭ ফুট , বর্তমানে পুকুরে জল আছে ৪ ফুটের কাছাকাছি । পুকুরে ১১২কেজি মাছ [ কাতলা ও সিলভার (২০০-২৫০গ্রাম সাইজে) ৩৫কেজি, রুই (ফিংগার লাইনে) ৩৬কেজি, বাটা (ফিংগার লাইনে) ১০কেজি, মৃগেল (ফিংগার লাইনে) ৩০কেজি, গ্রাস কার্প ২৫ টি (ফিংগার লাইনে) , ব্ল্যাক কার্প ১৫ টি (ফিংগার লাইনে) ছেড়েছি । পুকুরে ১৯দিন হলো মাছ ছাড়া হয়েছে। এরপর মাসিক পরিচর্যা শুরু করবো ।
      ¡) আমার প্রথম প্রশ্ন স্যার ~ পুকুরে ছাড়া রুই, কাতলা ও সিলভার মাছের মধ্যে আমি অর্ধেক মাছ ১ কেজি এবং বাকি অর্ধেক মাছ ৫০০গ্রাম , মৃগেল পুরোটাই ৫০০গ্রাম ও বাটা ১৫০ গ্রাম সাইজ হলেই বিক্রি করে দিতে চাই। এই হিসাবে আমি পুকুরে মাছ চাষ করতে চাই । তাহলে কি পরিমানটা (১১২কেজি) ঠিক আছে......?
      ¡¡) জলের কালার সূর্যের আলো পড়লে কিছুটা কচি কালাপাতার কালারের মতো, আর মেঘলা হলে হালকা সবুজ টাইপের লাগছে। তবে ওপরে পাতলা ১টা সরের মতো আস্তরণ পড়ছে। কিন্তু যখন বৃষ্টি পড়ছে জোরে/মাঝারি তখন আর দেখতে পাওয়া যাচ্ছেনা। ১-২ দিন পর পর আবার হচ্ছে। অনেকে বলছেন মহুয়া খোল দেওয়ার কারণে খাবার বেশি আছে তাই এটা হচ্ছে, বর্ষার বৃষ্টি হলে জল বৃদ্ধি পেলে ঠিক হয়ে যাবে..... এতে কি কোনো ক্ষতি হবে স্যার ? এখন কি করণীয়....?
      ¡¡¡) যেহেতু মহুয়া খোল পুকুরে দেওয়া হয়েছে, তাই এখনো পর্যন্ত পুকুরে কোনো কিছু প্রয়োগ করিনি । অনেকে বলছেন যেহেতু মহুয়া খোল দেওয়া আছে তাই ২-২.৫ মাস এখন আর খাবার দিতে হবেনা..... কথাটা কি সঠিক স্যার.......... ? ব্যপারটা ঠিক বুঝতে পারছিনা......একটু বুঝিয়ে বলবেন স্যার.......
      iv) পুকুরে যে মহুয়া খোল দেওয়া আছে....তাতে কি কিছুটাও প্রাকৃতিক খাবার তৈরি হতে পারে......?
      v) আমার পঞ্চম প্রশ্ন স্যার ~ মাছ ছাড়ার দিন ১০-১২ পর থেকে প্রতিদিন ভোরবেলায় মাছ জলের ওপরের দিকে এসে খাবি খাচ্ছে, আবার সকাল ৭টার দিকে জলের মধ্যে চলে যাচ্ছে, তারপর সারাদিন আর ওপরে দেখতে পাচ্ছিনা। (তবে বিগত ৭দিন ধরে আকাশ মেঘলা আছে ও অল্প সল্প মাঝে মধ্যে ঝির-ঝিরে বৃষ্টি হচ্ছে) তাহলে কি রাতে অক্সিজেন শর্ট হচ্ছে.....?
      vi) আমার ষষ্ঠ প্রশ্ন স্যার ~ ১টা ১.৫ হর্স পাওয়ার এর জলের পাম্প মেশিন ( পাম্পের ইনলেট 2ইঞ্চি এন্ড আউটলেট ২ইঞ্চি) কিনে পুকুরের জল পুকুরেই (রাত ৩:৩০ - সকাল ৭টা পর্যন্ত) ফেলার সিদ্ধান্ত নিয়েছি । সিদ্ধান্তটা কি ঠিক নেওয়া হয়েছে স্যার......?
      আরো ৩টি ব্যাপার পরিষ্কার করলে খুব সুবিধা হয় স্যার.......
      1. মাসিক পরিচর্যা হিসাবে পুকুরে চুন দেওয়ার আগে চুন ২৪ ঘন্টা না ৪৮ ঘন্টা ভিজিয়ে রেখে পুকুরে দেওয়াটা নিরাপদ.......?
      2. ৫০গ্রাম শতকে চিটা গুড়ের সাথে কতটা পরিমানে ছাই মেশানো যাবে.....?
      ৩. মাসিক পরিচর্যা হিসাবে চুন, লবণ, চিটা গুড়+ছাই প্রয়োগের কতদিন পর প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য খোল+গোবর+জল+ডিএপি মিশ্রণ পুকুরে প্রয়োগ করা যাবে......?
      আপনার উত্তরের আসায় রইলাম স্যার.....
      ভালো থাকবেন স্যার.......

  • @sanjoychowdhury3612
    @sanjoychowdhury3612 Год назад

    স্যার পুকুরে নাড়া ব্যাবহার করা যাবে জানালে ভালো হতো ধন্যবাদ আপনাকে

  • @sayambarvideo7707
    @sayambarvideo7707 3 года назад

    Sir ..amar pukur er ayoton 40 shotangso..britir panite pani golate hayoyer karone raj puti mas mara jasee...mas er buk lalse hoye jai...35kg pature chun diyesi ...tar por o mara jasse...ananno mas 2/1 ta mara jasse...ousodh o diyesi kono mote maseer mrittu tekate parsi na...pani o porisker hosse na

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      তলার গ্যাস বের করে দিন।
      মাছ অতিরিক্ত হলে কমিয়ে দিন।
      সাথে অন্যান্য পরিচর্যা গুলি নিয়মিতভাবে করুন।

  • @ShofiqulIslam-zt7rd
    @ShofiqulIslam-zt7rd 3 года назад

    স্যার, আমি একটা গর্তে পানি নিয়মিত পানি ফেলছি কিন্তু পানি শুকছেনা এর কারণ কি?

  • @user-bw4zb9hv6h
    @user-bw4zb9hv6h 3 года назад

    গুরুজি তেলাপিয়ার একক চাষে হাতে বানানো খাবারে dorb ভালো নাকি rice bran ভালো দয়া করে জানাবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      DORB: Rice bran= 3:1 দিলে সব পাশ থেকে ভাল হবে।

  • @SanatKumar-ww2fz
    @SanatKumar-ww2fz 6 месяцев назад

    মহাশয়, আমার পুকুর এ ৬-৭ ফুট পানি বর্তমান এ আছে, কিন্তু ২০-২৫ দিন যাবত পানি দিয়ে যাচ্ছি তবুও পানি বাড়ছে না কমছে শুধু, পুকুর এ মাছ আছে এখন কি জৈব পদার্থ প্রয়োগ করা যাবে, কড়া গেলেও কি পরিমান গবর, সার আর অন্যান্য উপাদান বিঘাতে প্রয়োগ করা যাবে বললে উপকৃত হতাম, আমি একজন নতুন মৎস্য চাষী।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  6 месяцев назад +1

      প্রতিদিন বিঘায় ৫ কেজি হিসাবে গোবর গুলিয়ে পুকুরের পাড় দিয়ে ছিটিয়ে দেবেন।

    • @SanatKumar-ww2fz
      @SanatKumar-ww2fz 6 месяцев назад

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার, কতদিন দিব পানি বৃদ্ধি না হওয়া পর্যন্ত কি এটা চালু থাকবে

  • @AshikAshik-wx1xo
    @AshikAshik-wx1xo 3 года назад

    স্যার কাতলা মাছ চাষে সর্বউওম কতফিট গভীরতা হওয়া উচিত স্যার বিষয়টি জানাবেন

  • @akramahmed6512
    @akramahmed6512 3 года назад

    আমার একটি পুকুর ২৫ শতক। প্রতিদিন সকালে মাছ অক্সিজেন সল্পতায় ভেসে যায়। গোসল করলে শরীরে পিচ্ছিল হলুদাভ জলসা শরীরে লাগে। কি কারণে, পানিতে কি পিএইচ কমে গেছে নাকি অন্যকিছু। সুপরামর্শ চাই।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      পুকুরের পরিচর্যা গুলো নিয়মিত করে যান ফলাফল আসবে।

  • @mdekramulislam4483
    @mdekramulislam4483 2 года назад

    স্যার এখন কি ভিয়েতনাম কই রেনু চাস হবে পুকুরে প্লিজ যানাবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      এখন রেনু পাবেন কোথায়?

  • @subhasisroy5680
    @subhasisroy5680 3 года назад +1

    Sir mach khub churi ho66e khub problem aa a66i

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      মাছ চাষের অন্যতম বিশেষ সমস্যা।

  • @user-nd7bj6te7x
    @user-nd7bj6te7x 3 года назад

    স্যার জৈব সার হিসাবে ভার্মিক কম্পোস্ট দেয়া যাবে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      নিজের তৈরি করা থাকলে দিতে পারেন।
      অবশ্যই কিনে নয়।

    • @user-nd7bj6te7x
      @user-nd7bj6te7x 3 года назад

      ধন্যবাদ স্যার❤️❤️❤️৷ আমার নিজেত বানানো,

  • @billalislam9772
    @billalislam9772 3 года назад

    অাসসালামু অালাইকুম স্যার অাপনি কেমন অাছেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      ওয়ালাইকুম সালাম ভাই।
      আল্লাহর রহমতে ভালো আছি।

  • @satyamondal5871
    @satyamondal5871 3 года назад

    Sir , নমস্কার ধান জমীর জল ধারণক্ষমতা বেড়ে যাবার কারণ জমিতে দীর্ঘ দিন ধরে রাসনিক সার ব‍্যাবহার করিবার ফলে জমীর মাটি hard হয়ে গেছে ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      জৈব সার এর কারণে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়।

  • @mdjuwel1958
    @mdjuwel1958 3 года назад

    আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বার কাতুহ
    স্যার আমার পুকুরে খড় দিলে থাকে না
    রুই মাছের জন্য তিন বা পাঁচ দিনের মধ্যে শেষ করে ফেলে
    এখন আমার করনীয় কি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      রুই গুলিতে না খাওয়ায়ে রাখছেন; ইজ্জত পাংচার!!🤣🤣🤣🤣

    • @mdjuwel1958
      @mdjuwel1958 Год назад

      @@abeedlateef8059 স্যার আপনার ক্লাস করার আগে কমেন্ট করেছিলাম আপনাকে আমি ধন্য যে উত্তর পেয়েছি

  • @ccsccs1001
    @ccsccs1001 3 года назад

    স্যার আমার দুই তিন দিন থেকে মাছ মারা যাচ্ছে আমার কি করনীয়

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      কারন খুঁজে বের করুন, প্লিজ!

  • @ALLIN-jg8qy
    @ALLIN-jg8qy 3 года назад

    আসসালামুয়ালাইকুম পুকুর শুকিয়ে যায় করনীয় কি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      পুকুরের তলায় প্রতি শতকে 15 থেকে 20 কেজি গোবর বা জৈব সার ছড়িয়ে দিয়ে চাষ করে পানি উঠিয়ে দিন।

  • @dariusvcom8928
    @dariusvcom8928 3 года назад

    Assalamakum sir

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      ওয়ালায় কুম সালাম।

  • @subaldas9639
    @subaldas9639 3 года назад

    স্যার নমস্কার আমি ইন্ডিয়া থেকে আপনার জন্য এক গাড়ি ভালোবাসা পাঠালাম 💞🌹💕

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      আমি সপরিবারে দাড়িয়ে থেকে আপনার এ উপহার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করলাম।
      😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @emilymadison2604
    @emilymadison2604 3 года назад

    স্যার আমার ৪০ শতাংশ পুকুরে ৬০ কেজি হারে বয়লার মুরগির লিটার দিয়েছি কোন সমস্যা হবে কি ?? পুকুরের নিচের অংশে শুধু বালি,, লিটার দেওয়ার কত দিন পর মাছ ছাড়তে পারবো দয়া করে জানাবেন (পুকুরটা নতুন জলকার আছে ৪০ শতাংশ) দয়া করে জরুরি ভাবে জানান

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      পানি দিয়ে অপেক্ষা করতে হবে। পানির কালার আসলে মাছ ছেড়ে দিবেন।

  • @masudaraif8705
    @masudaraif8705 3 года назад

    w/m সালাম আমার মাছ রাতের 11টার পর বাসে কেন sir ??? ধন্যবাদ এখনও আমি পুকুর পাডে মাছ বাসে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      লোক নামিয়ে তলার গ্যাস বের করে দিন।

  • @kaziarifurrahman5999
    @kaziarifurrahman5999 3 года назад

    স্যার নিম্ন বর্নিত উপাদান গুলো দিয়ে খাদ্য তৈরি করতে চাচ্ছি,
    ১/ ব্রান
    ২/DORB
    ৩/সয়ামিল
    ৪/এংকর গুড়া
    ৫/ভুট্টা গুড়া
    ৬/ফিসমিল
    ৭/রেপসিড
    প্রতি ১০০ কেজি খাদ্য তৈরিতে আমি রেজাউল ভাই থেকে নেওয়া ফিসমিল ৫% দিতে চাচ্ছি, আর সয়ামিল ১৫-১৮% দিবো।
    বাকি উপাদান গুলো কত % হারে দিলে সুষম বন্টন ২৪% খাদ্য তৈরি করা যাবে।
    বড় হওয়ার জন্য দঃক্ষিত স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      এত উপাদান মিশানোর দরকার কি!
      মাছের খাদ্যে আমিষ ভিডিওটি দেখতে পারেন।

    • @kaziarifurrahman5999
      @kaziarifurrahman5999 3 года назад

      @@abeedlateef8059 ওকে ধন্যবাদ স্যার
      সব কিছু থেকে একটু একটু দিয়ে বানানোর চেস্টা করতেছি
      রেপসিড আর ভুট্টা গুড়া বাদ দিয়ে বাকি উপাদান গুলো দিয়ে দিবো

  • @salimahammad524
    @salimahammad524 3 года назад

    স্যার আমি আপনার কাছে ক্লাস করতে চাই।আমি যোগা জোগ করতে পারছি না।আমাকে গাইড করুন🙏🙏🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      "প্রকৃতি নির্ভর মাছ চাষ" গ্রুপে যুক্ত থাকলে যোগাযোগ করা যাবে।

  • @bioflocfishfurmingjalpaigu9049
    @bioflocfishfurmingjalpaigu9049 3 года назад

    Kmn a6en

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      আলহামদুলিল্লাহ।

  • @abrakib-mc9vp
    @abrakib-mc9vp 3 года назад

    Assalamualaikum sir, গোসল করা পুকুরের মাছকে প্রতিদিন ফিট খাওয়ানো যাবে কি?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      🤣🤣🤣🤣🤣🤣🤣
      পাইছেন আমারে!!!!!!!

  • @masudaraif8705
    @masudaraif8705 3 года назад

    ছাই টা সুকনা দিবো না কি পানিতে মিশায়ে দিবো বস আনসার plz

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      পাড় দিয়ে ছিটিয়ে দিবেন।

  • @harunurroshid384
    @harunurroshid384 3 года назад

    স্যার আপনার নাম্বার টা দিবেন

  • @harakrisnabiswas9504
    @harakrisnabiswas9504 3 года назад

    Thanks sir ❤️