ভারতের বক্তার মুখে সিলেটি ভাষার গুনগান। মাওলানা মোস্তাকিম মোহাম্মদ বড় ভূইয়া সাহেব ভারত

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024

Комментарии • 8

  • @রাইকাবেগম
    @রাইকাবেগম 3 месяца назад +2

    সিলেটি ভাষাকে বাংলা ভাষার আঞ্চলিক রূপ হিসেবে ধারনা করা হলেও আসলে এটি একটি স্বতন্ত্র ভাষা। বাংলাভাষার মূল রীতির সাথে যথেষ্ঠ পার্থক্য থাকা সিলেটি ভাষা বাংলা ভাষা থেকে আলাদা এবং প্রাচীন স্বয়ংসম্পূর্ণ ভাষা।
    সিলেটি ভাষা, যা অনেকে কেবল সিলেটিদের ভাষা বলে মনে করেন আসলে সিলেট, আসামের কাছাড় জেলা করিমগঞ্জ জেলা শিলচর এবং মেঘালয়ের শিলং, চেরাপুঞ্জি ত্রিপুরা অধিকাংশ মানুষের মুখের ভাষা সিলেটি তাছাড়া প্রবাসী বিরাট এক অংশ তো আছেই। অন্যান্য আধুনিক ভাষার মত সিলেটী ভাষারও একটি নিজস্ব বর্ণলিপি রয়েছে। ইংরেজী ভাষায় যেমন ২৬টি অর বা বর্ণ রয়েছে, বাংলায় ৫০টি অর, ঠিক অনুরূপভাবে সিলেটী ভাষায় ৩২টি অর বা বর্ণ রয়েছে। ইংরেজী ভাষায় ভাওয়েল বা স্বরবর্ণ হলো ৫টি। বাংলায় স্বরবর্ণ ১১টি (অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ) সিলটী ভাষায় স্বরবর্ণ ৫টি (অ ই ঈ উ ঊ)। গবেষকদের মতে, “সিলেটিরা মূলত বাংলাভাষী নন। সিলেটি জনগোষ্ঠী নিজস্ব ভাষার অধিকারী। বাংলাদেশের মাতৃভাষা বাংলা হলেও সিলেটিদের মাতৃভাষা সিলেটি (ছিলটি) নাগরী বা প্রাচীন নাগরী।
    সিলেটি ভাষা___একটি পরিপূর্ণ সাবলীল ভাষা……….যা লিখা হয় নাগরী লিপি দিয়ে।
    বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর মতে সিলেটী একটি ভাষা এবং বহু দিক দিয়ে এ ভাষা অনন্য বৈশিষ্ট্যের দাবিদার। সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ ইতিহাস সমিতির অষ্টম জাতীয় ইতিহাস সম্মেলন উপলক্ষে প্রকাশিত ও বিশিষ্ট গবেষক অধ্যাপক আসাদ্দর আলী সম্পাদিত স্মারকগ্রন্থ সিলেট দর্পণে এ সম্পর্কে ড. আলীর একটি সংক্ষিপ্ত আলোচনা রয়েছে। সিলেটি সম্পূর্ণ আলাদা ভাষা বলব আমি প্রধানত ২ টি কারনে…
    ১. সিলেটি ভাষা একমাত্র আঞ্চলিক ভাষা যে ভাষার নিজস্ব সম্পূর্ণ আলাদা ব্যাকরণ এবং লিপি রয়েছে, নাগরী লিপি।
    ২. সিলেটি ভাষা একমাত্র আঞ্চলিক ভাষা যে ভাষা এখনো সিলেটের শিক্ষিত সমাজ বাংলা ভাষার পাশাপাশি সাহিত্যে এবং বিভিন্ন আনুষ্ঠানিক কাজকর্মে ব্যবহার করে থাকেন। লন্ডনের সিলেটী রিসার্চ এন্ড ট্রেন্সলেশন সেন্টারের উদ্যোগে পরিচালিত এক জরিপে দেখা গেছে, সিলেট অঞ্চল সহ সমগ্র বিশ্বে বর্তমানে এক কোটি ষাট লক্ষ মানুষের মাতৃভাষা হচ্ছে সিলেটী। সিলটি ভাষা আঞ্চলিকভাবে ছিলটি ভাষা হিসেবে বিবেচিত হলেও পৃথিবীর বুকে রয়েছে এর আলাদা গ্রহণযোগ্যতা।💚💚

  • @Language_Of_Sylhet
    @Language_Of_Sylhet 3 месяца назад +2

    আমার সিলেট ভাসি প্রাউড ফিল করি আমাদের নিজের একটা ভাষা আছে। আর আমাদের সিলেট ঘুমিয়ে আছেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ সিলেটের সম্রাট ও বিশ্ব বিখ্যাত ওলী হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনী রহঃ.

  • @shanzeiffi5390
    @shanzeiffi5390 3 месяца назад +1

    Mashaallah nice bayan

  • @yummycookingbysopna
    @yummycookingbysopna 3 месяца назад +1

    Alhamdulillah

  • @DinerBani205
    @DinerBani205 3 месяца назад +1

    পৃথিবীতে প্রায় ৮ হাজার ভাষা রয়েছে। এর মধ্যে স্বয়ংসম্পূর্ণ ভাষার সংখ্যা ৩ হাজার। এই ৩ হাজার ভাষার নিজস্ব বর্ণমালা আছে, যা এখনো মানুষের মুখে উচ্চারিত হয়। বিশ্বের স্বয়ংসম্পূর্ণ ভাষাগুলোর একটি হচ্ছে এই সিলটি ভাষা। শুধু যে ভাষাই আছে, তাই নয় তাদের নিজস্ব একটি বর্ণমালাও আছে। যার নাম ‘নাগরী লিপি’। দেব নাগরী লিপি এবং বাংলা লিপির সাথে সাদৃশ্য রেখে এই এই সিলটি নাগরী লিপির উদ্ভব ঘটে মধ্যযুগে। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন ‘নাগরী লিপি’। কয়েক শতাব্দী জুড়ে শত শত বই-পুস্তক লেখা হয়েছে এই লিপিতে। নাগরী লিপির রয়েছে নিজস্ব অক্ষর, আছে আলাদা ব্যাকরণও।