Oporanno | অপরাহ্ন | Dr, Ezaz | Rahmot Ali | Monira Mithu | Humayun Ahmed Natok | Bangla Natok
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
____________________________________________________________
Oporanno | অপরাহ্ন | Dr, Ezaz | Rahmot Ali | Putul | Monira Mithu | Humayun Ahmed Natok | Bangla Natok
Drama : Oporanno | অপরাহ্ন
Script & Director : Humayun Ahmed
Starring : Dr, Ezaz, Rahmot Ali, Putul, Monira Mithu, Komol, Oronno, Maznun Mizan, Rupok Talukdar, Nupur, Rawshon Talukdar, Babur Ali, Angel, Miftarul Mim, Asha, Rudro, Mahbub,
D.O.P : Zahidul Ahsan / Kamal Raza Chowdhury
Edit & Color : Golam Mostofa
Background Music :
Asst. Director : Ibrahim
Digital Platform : ATN Bangla
Enjoy and stay connected with us !!
Subscribe us on RUclips :
ATN Bangla Natok : bit.ly/2LaoEzO
ATN Bangla Program : bit.ly/3ovLznz
ATN Bangla News : bit.ly/38veSRF
ATN Bangla Dharabahik : bit.ly/38sUekS
Join us on Facebook :
ATN Bangla Entertainment : bit.ly/3nvgDlS
ATN Bangla Program : bit.ly/2MFrtsL
ATN Bangla News : bit.ly/3oxi8Bv
Visit : atnbanglaonlin...
Visit : www.atnbangla.tv
For any Copyright Issue Please contact: atncopyright@gmail.com
** ANTI-PIRACY WARNING **
This content's Copyright is reserved for ATN Bangla Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
Note: If you wish to share this video, please embed the link and share the original source. Please avoid methods of copying or duplicating the content, and help us support anti-piracy measures in every possible way. Thank you!
Office Address ATN Bangla (Online Division)
Dhaka Trade Center, 14th Floor, 99 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka 1215.
About ATN Bangla
ATN Bangla (Asian Television Network) is a Bengali-language digital cable television channel. It transmits from its studio in Dhaka, Bangladesh. This is the first satellite based channel in Bangladesh. The channel is transmitted in South Asia, the Middle East, Europe, and North America. The channel offers a wide variety of programming including news, movies, dramas, talk shows, and more. The channel started broadcast in South Asia on 16 July 1997, though their website shows 15 July. They officially started their broadcasting on 16 July. Broadcasts to Europe began in 2001. The channel started broadcasting news from 16 August 2001.
ডাক্তারের পক্ষ থেকে বিবাহের প্রস্তাবের অংশ চোখে পানি এনে দিয়েছে। এ ধরণের চরিত্র দেখতে সাধারণ সাদামাটা অথচ অসাধারণ মহাপুরুষকে ধারণ করে। ❤️ হুমায়ূন স্যারের সৃষ্টিকে ভালবাসা। ❤️
নয়া দামান না এটা হলো লিলা বালি লিলা বালির গানের টোন
হুমায়ুন স্যারের প্রত্যেকটা বিষয়ের মধ্যেই কোনো না কোনো অর্থ বহন করে।
উনার প্রত্যেকটা নাটকই শিক্ষনীয় এবং সুস্থ বিনোদন যা পরিবারের সবাইকে নিয়ে একসাথে উপভোগ করা যায়।
হুমায়ূন আহমেদ এর প্রতিটা গল্প,উপন্যাস, নাটক,মুভিগুলো দেখে নিজেদের জীবনের গল্প বলেই মনে হয়।প্রতিদিন এর ক্লান্তি দূর করে দিতে এই নাটকগুলোই যথেষ্ট। ❤️
দুর্দান্ত অভিনয়, কি সাবলীল কথাবার্তা , মার্জিত পোশাক, চমৎকার ছিলো নাটক গুলোর গল্প, কি অসাধারণ বাচনভঙ্গি, মোহিত হয়ে গেলাম,আসলেই আগের নাটক গুলো অসাধারন ছিল।
সুন্দর গল্প ।
সমাজে চলমান অনেক অপরীতির সঠিক দৃষ্টান্ত আর সমাধান দিয়েছেন হুমায়ূন আহমেদ স্যার । কিছু ক্ষীণ মনের মানুষদের এভাবেই থাপরানো দরকার ।
এগুলো নাটক না বাস্তব জীবনের বাস্তব চিত্র, প্রতিটি অভিনয় এতো নিখুঁত আর পারফেক্ট হইছে, দেখে মনে হলো সত্যিকারের একটা ঘটনা দেখলাম,এই নাটকের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল,স্পেশাল ধন্যবাদ জানাই অমর হুমায়ূন স্যারকে 👏👏এই ধরনের নাটক কোনদিন পুরনো হবার নয়👌👌👌👌
নাটকের একটি জিনিস আমি খুব অনুভব করেছি...সেটা হলো যখন ছোট্ট মেয়েটি বলল "চাচা বাবজান কইছে আমরা গরীব তাই বিয়ের দাওয়াত পামুনা" এমন বাস্তব চিত্র সমাজে আমি দেখেছি..সারাবছর একে অপরের প্রতিবেশী, একে অপরের মুখাপেক্ষী অথচ কোন পারিবারিক অনুষ্ঠানে তাদের প্রোয়জন যেন বৃথা...যেন তাদেরকে চিনতেই পারেনা😔
রাইট ভাই ❤❤
সবচেয়ে হীন কাজ এটি
ধন্যবাদ ডাক্তার আপনার মত মানুষ আছে বলে আজ এ-ই পৃথিবীটা অনেক সুন্দর
হুমায়ূন আহমেদকে খুব মিস করি তার লেখা নাটক উপন্যাস অনেক শিক্ষণীয়। যা বাস্তব জীবনের সাথে মিলে যায়।
hum
ডাক্তার এজাজ এর অভিনয় ❤️ আর চরিত্রটাও চোখে পানি এনে দিল।
এই নাটক আমার জন্য সারাজীবন শিক্ষা হয়ে থাকবে।
সত্যিই এই দুনিয়া বড়ই নিষ্ঠুর কেউ কারো না।
মানুষটা লেখার কি অসাধারণ প্রতিভা নিয়ে জন্মে ছিলেন।।। অনেক মিস করি স্যার আপনাকে😔
কী সুন্দর করে নাটক রচয়িতা করেছেন আমাদের সবার প্রিয় মানুষ হুমায়ুন আহমেদ।
আমি সব সময় হুমায়ুন আহমেদ স্যারের জন্য দুয়া করি....
আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।
আমিন।
চোখে পানি এসে গেছে। স্যার ভালো থাকবেন পরপারে।
আহারে নাটক কি দেখাইলো। শত বছরেও একজন হুমায়ুন আহম্মেদ জন্ম নেয় না। এজাজ স্যারের সেরা অভিনয় বুঝি এটিই।
কি নাটক রে ভাই সব নাটকেই চমক থাকে সার হুমায়ুন আহমেদের শেষে,ডা.বিয়ে করে নিলো বাহ 😊 জামাই রে পুকুরে থাপ্পড় দিয়ে ফেলে দেওয়াটা অসাধারণ হয়েছে।এরম ঘাউরা বাস্তবেও আছে যা কিনা তাদের আবদার পূর্ন করতে মেয়ের ঘড়ের লোকজন প্রায়ই হিমশিম খাচ্ছে 😅,আজ দেখলাম ২৪-৯-২০২৪ এ😊
“সাপে কাটছে? কনকি ভাইজান! কহন কাটছে? ভাইজান জহির.....”
হয়রে দুনিয়া! হায়রে স্বার্থ!
হুমায়ুন আহমেদ স্যার, আল্লাহ আপনাকে ভালো রাখুক 🖤🖤
হুমায়ূন আহমেদের নাটক মানেই শিক্ষনীয় বিষয় এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চিএ,
খুব সুন্দর হয়েছে
কথা টা মন্দ বলেন নাই
বাংলা নাটকের কিংবা দন্তি লেখক হুমায়ূন আহমেদ যৌতকলোভী মানুষের চরিত্র সুন্দর ভাবে তুলে ধরেছেন। কন্যা দায়গ্রস্ত পিতার হৃদয়ের আকূতি তুলে ধরেছেন।
।
আমার মতো যারা ইউটিউবে ঘুরে ফিরে স্যার এর নাটক দেখতে আসে তারা এক একটা পাগল।☺️☺️
স্যার, আপনি এই অনন্ত নক্ষত্ররাজির যেখানে থাকেন আপনার সৃষ্টি আপনাকে বাঁচিয়ে রাখবে। আমার মতো কেউ কেউ মধ্য রাতে আপনার নাটক দেখে চোখের জল ফেলবে। 😭😭
সত্যিই অনেক কষ্টের নাটক। হুমায়ুন আহমেদ স্যারকে স্যালুট জানাচ্ছি এই কারণে যে অামাদেরকে এত্ত সুন্দর সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য
Humayun Ahmed is the one who discovered the song 'আইলোরে নয়া দামান' before we haven't any idea.
Still Somebody tell, He wasn't a great writer. I have to say, He is more than a writer.
খুঁজে খুঁজে হুমায়ুন আহমেদ স্যার নাটক দেখি আমি।
এটা ভালো
আমিও
আমিও
খুবই ভালো কাজ করেন। আপনার জীবন ধন্য।
নাটকের লিষ্ট থাকলে শেয়ার করলে ভাল হত
কত সুন্দর একটা নাটক!এগুলা দেখলে সুন্দর মানসিকতা তৈরী হবে।সাথে বিনোদন ত আছেই।ধন্যবাদ নাটকের স্রষ্টা❤
আগেও দেখেছি কমেন্ট লিখতে পারিনি। আর লিখতে পারিনি এই কারণে যে হুমায়ূন আহমেদ স্যারের নাটক দেখে। প্রশংসা করবার ভাষা খুঁজে পাইনা আর কীভাবে প্রশংসা করবো।
হুমায়ন আহমেদ এর নাটক বাংলাদেশের সর্বকালের সেরা। যতই দেখি ততই মুগ্ধ হই।
আইলারে নয়া দামান,
সেই কবেই ব্যাবহার করে গেছেন!!!
খুব কষ্ট ভরা মন নিয়ে স্যারের নাটক দেখতে আসলাম।কারন ওনার নাটক দেখলে মন হালকা হওয়ার প্রবল বিশ্বাস আছে।২৬/০৫/২০২১
Do 😊 mk max in the
সমাজের কত বড় বাস্তব চিত্র এই নাটকে তুলে ধরা হয়েছে তা কয়জনে বুঝেছেন, কমেন্ট করুন!
চোখের পানি ধরে রাখা অনেক কষ্টকর😢😢😢
Greed is a dangerous disease.
বাংলাদেশের নাটকের মর্যাদা তঙ্গে তুলেছেন হুমায়ুন আহমেদ স্যার।
হুমায়ুন আহমেদ এর মতো এতো সুন্দর নাটক আগামী শতবছরেও কেউ উপহার দিতে পারবে না।
হুমায়ুন আহমেদ স্যার আপনি ওপারে ভালো থাকবেন।
মাএ ৭ ঘন্টা আগে আপডেট দেওয়া হয়েছে। হুমায়ুন আহমেদ নাটক একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষকদের সব সময় সমাজে প্রভাবশালী লোকদের সাথে মধুর সম্পর্ক এবং চামচা থাকে।
এই নাটক দেখে বুঝলাম মেয়ের বিবাহের জন্য বাবা তার শত বিপদকে ও লোক চক্ষুর আড়াল করতে চাইলেন। যেন তার মেয়ের বিবাহের কোন ক্ষতি না হয়।খুব সুন্দর একটা নাটক উপভোগ করলাম। ৬/৭/২৩
আমিও আজকে দেখলাম
নাটক দেখার পর অনুভূতি প্রকাশ করতে গেলে বুক ফেটে কান্না আসে হুমায়ূন স্যারের কথা মনে পড়ে।।
হুমায়ূন আহমেদের নাটকের কাছে এবং খোদ হুমায়ুন আহমেদের কাছে আমি কতটা ঋণী আমি নিজেও বলতে পারি না। ক্যানাডায় বসে এখনো ওনার পুরনো নাটক দেখি এবং অনির্বচনীয় আনন্দ অনুভব করি
নাটকটা অসাধারণ ছিল। খুবই শিক্ষানিয় এবং সমাজের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে এই নাটকের মাধ্যমে।
বাহ্ খুব সুন্দর নাটক। হাবড়া ,পশ্চিমবঙ্গ।
স্যারের নাটক গুলো দেখলে বুঝা যায়, হুমায়ূন আহমেদ আর দ্বিতীয় টি হবে না। অনন্য সৃষ্টি ♥️♥️
হুমায়ুন আহমেদের প্রত্যকেটা নাটকে ময়মনসিংহ, নেত্রকোনা,শেরপুর এবং আরো ইত্যাদি অঞ্চলের মানুষজনের জীবনজাপন খুব ভালোভাবে চিত্রত হয়েছে। আমরা যেন আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনার শাক্ষী খুঁজে পাই এই নাটকগুলোতে...অবশ্য অন্য অঞ্চলের কথা ঠিক ভালোভাবে বলতে পারবোনা।
আইলোরে নয়া দামান এই গানটা কত আগে হুমায়ুন আহমেদ এই নাটকে ব্যবহার করেছেন। যারা শুরুর মিউজিক শুনবেন তারাই বুঝবেন।আর আজকে এই গান নিয়ে কত মাতামাতি।
Thik bolchen apu
Amiyo etai notice korlam
@@jebinzara7081 thanks
Same comment korte ashchilam.❣
Hi I am from india plz a notice of your
Hmm. Tik bolco apu
অসাধারণ সুন্দর গল্প কাহিনি আর অভিনয় 😭 💘
হুমায়ূন আহমেদ সময় থেকে অনেক এগিয়ে ছিলেন সেই কবে নাটক টা বানিয়েছেন।এখনো পুরনো মনে হয় না।আইলো রে নয়া দামান গান টাও ২০ বছর আগের ব্যাবহার করা।ভাবতেই অবাক লাগে।
২০২৪ সালে এসে কমেন্ট করে গেলাম।হুমায়ূন স্যার এর ভক্ত গুলো লাইক দিয়ে যাবেন ধন্যবাদ।
_____ শহিদুল ইসলাম (টাংগাইল)❤❤❤
অাহ ডাক্তার আর ইজাজুল ইসলামের মত
মানুষ ঘরে ঘরে হওয়া দরকার
নয়া দামান💙
সূচনা সঙ্গীত, আইলারে নয়া দামান।
হুমায়ূন আহমেদ কবেই এসব খুঁজে খুঁজে বের করতেন।
Right vai , Uni genious
এটা আইলোরে নয়া দামান না এটা লীলাবালি লীলাবালি গান।
Eta notun edit kore music ta bosaice. Dekhen video ta post korce 2021 sal a
একজন হুমায়ুন আহমেদ পৃথিবীতে একবারই জন্মে।। কিংবদন্তি নক্ষত্রপুরুষ।।
@@mdrukonuzzamanrokon6537 natok ta onek ager.... RUclips e upload kora hoyechhe 6 mash age...
24সালে --কারা কারা দেখছেন
হুমায়ূন আহমেদের এক একটি নাটক তিন চার বার করে দেখা হয়েগেছে। তবুও একেকটা নাটক আমার কাছে এখনও নতুন মনে হয় ♥️
খুজে খুজে স্যার এর নাটক দেখি কারন কেনো জানি না মনের ভিতর থিকা স্যার নাটক ভালো লাগে
এসব নাটকের কোন জবাব হয়না। কিন্তু আজ যে নাটক হচ্ছে তা দেখলে হাই প্রেশার হয়ে যায়।
দারুণ বলেছেন।
মানুষের রুচিও নষ্ট হয়ে যাচ্ছে। হুমায়ুন আহমেদ স্যার এর নাটক এর কমেন্ট বক্সে ঢুকলে অনেক রুচিশীল মানুষদের দেখতে পাই,তখন ভালো লাগে এটা ভেবে যে,রুচিশীল মানুষ এখনো আছে।
ঘটনা সামান্য যে একটি নাটক দেখবে হুমায়ুন স্যার এর তার পর তার সবগুলো নাটক দেখার ইচ্ছেই হবে।
ভালবাসার আরেক নাম হুমায়ূন আহমেদ 🥰
Amr o khub posondo sir k
Amar o khub prio,,, ami age beche beche onar boi golo portam
Same amro
অবসর সময় মানেই হুমায়ুন আহমেদের নাটক ।
চরম বাস্তবতা,, চোখে পানি চলে আসলো।
সত্যি জীবন বড় অদ্ভুত মানুষ মারা যায় আর ওরা,,,
বাস্তবটাও কি এমন,,,,😢😢😢😢😢
হুমায়ুন আহমেদ এর সুন্দর সুন্দর নাটক গুলি দেখে খুব আনন্দ পাই এবং অনেক কিছু শিখতে পারি
হুমায়ূন আহমেদ স্যার কে খুব মিস করি,
খুবই আফসোস ! উনি আমাদের মাঝে নেই 😢 থাকলে হয়তো এই অসুস্থ বিনোদনের যুগ টা আসতো না 😢
হুমায়ুন স্যারের যত নাটক সিনেমা আছে,তার সাথে অন্য কোন নাটক সিনেমার তুলনা হয় না, এক কথায় অসাধারণ সৃষ্টি! খুব মিস করি স্যার, ভালো থাকুন ওপারে......
আমি প্রশংসা করার ভাষা খুজে পাচ্ছিনা, হুমায়ূন আহমেদ স্যার বাংলাদেশের দ্বিতীয় আর জন্ম হবে কিনা সন্দেহ আছে।
আহা কি নাটক পরান টা জুরায় গেছে একেবারে ❤️
এরকম মজার মজার নাটক এখন আর পাওয়া যায় না সত্যি খুব সুন্দর ছিলো উনার রচয়িতো নাটক গুলো
হুমায়ূন স্যারের নাটক এ প্রজন্ম কেনো আরও ১০ প্রজন্মের মানুষরা মন খুলে উপভোগ করবে। কি সুন্দর নাটকের ট্রপিক।
মেয়ের প্রতি বাবার দায়িত্ব ❤❤❤❤❤
My inspiration Humayun Ahmed sir. He was a great philosopher. His creation never die....
বাহ চমৎকার এটাই আসল শিক্ষা
হুমায়ুন সাহেবের,
চমৎকার একটি ব্যাপার হলো তার সেস টা ভালয় হয়।
হুমায়ুন আহমেদের নাটক যে মন থেকে দেখবে এবং অনুসরণ করবে সে কখনো সমাজের মানুষের খুঁতি করবে না এটা আমি মনে করি 🙏🙏🙏
যৌতুক লোভী ভিক্ষুকদের জীবন্ত পুরিয়ে ফেলা উচিৎ.... 😡😡😡
নাটকগুলো একদম জীবন্ত। যা কেবল মাত্র হুমায়ুন আহমেদ স্যার কে দ্বারাই সম্ভব।
নাটকটা দেখে সত্যি খুব কষ্ট লেগেছে।
বাবারা এমনই হয়ে থাকেন😍
থাপ্পরগুলা অসাধারণ হইছে
জহির চাচারা আছে বলেই বাবাদের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়।
হুমায়ুন স্যার মানেই অসাধারণ
অসাধারণ নাটক খুব ভালো লেগেছে। কৃতজ্ঞতা হুমায়ূন আহমেদ স্যার কে এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য।
ডা. এজাজের ভাই প্রীতির অভিনয় টা💜
নয়া দামান গানটি বর্তমানে জনপ্রিয় হলেও এই গানের কদর ও মূল্য হুমায়ুন স্যার অনেক অাগেই বুঝতে পেরেছিলেন....
হুমায়ুন স্যার মানেই অসাধারণ কিছু থাকবেই❣️
একজন বাবা তার সন্তানের জন্য জীবন দিতেও পিছপা হয় না।।।।
হুমায়ুন আহমেদ মানেই বাংলাদেশের গর্ব ও সম্পদ
আমার মনে হয় আমি একমাস ব্যাক্তি যে কিনা এই আধুনিক সময়ে ও এসে হুমায়ূন আহমেদ এর নাটকের ভক্ত হয়ে গেছি।। ওনার প্রায় সব নাটক আমার দেখা শেষ।। তিনি থাকলে বাংলা নাটক পেত অন্য এক নাটক জগৎ আর এখন যে নাটক করা হচ্ছে তা বেশির ভাগই বাজে
হুমায়ূন আহমেদ স্যার এর নাটক গুলো বারবার দেখার পর আবারো দেখতে ইচ্ছে করে সর্বদা,
স্মৃতি:- অক্টোবর -২০২৪❤
বাস্তবতা অনেক কঠিন। স্বার্থের পৃথিবী😔
এজাজ ভালো অভিনয় করেছেন 👌❤️
আই লাভ ইউ হুমায়ূন আহমেদ স্যার।।।এই নাটক জাড়া দেখেন দর্শক দের জন্য অবিরাম ভালো বাসা।
বিস্বাস করেন ভাই ২ মিনিট ৪০ সেগেন্টের ভিতরে আমার চোখে পানি চলে আসছে। পুরানাটক দেখার তো বাকি রইল
প্রানটা জুড়িয়ে গেলো,চোখে পানি চলে আসলো, খুব সুন্দর নাটক
বরাবরের মতই অসাধারণ
জহির চরিত্রে যে অভিনয় করেছে সে একটা লিজেন্ড 😊😍৷
চিনে রাখেন উনার নাম ড.এজাজ এম বি বি এস।গুনিজনের জুতার বার ও ভালো।আমি ওনার নাটক চোটকাল থেকেই দেখি খুব ভালোলাগে আমার ও
Darun💖
একমাত্র হুমায়ুন স্যার নাটকের মাঝে ইসলামিক কথাবার্তা প্রচার করতে দেখেছি।
Humayun ahmed ar sob notok e excellent ami 58 yrs ag a kokhno unar natok besi dekhi nai akhn dekhei jassi Humayun ahmed ar natok.
খুব সুন্দর নাটক
শেষটা অসাধারন !
পরিবারের সবাইকে সাথে নিয়ে দেখা যায় এ সব নাটক
হুম
কতই না সুন্দর ছিল আগের
নাটক গুলো
বিশেষ করে হুমায়ুন স্যারের নাটক
ভালো লাগে তাই দেখি
নাটক এতো সুন্দর হয় কি করে?
মনটা হালকা হলো শেষটা আশাহত করেনি বলে।
জামাই টা পুরা অপরিচিতার অনুপমের মতো। এরকম ছেলের জন্য কত মেয়ের যে বিয়ে ভাঙ্গে। একদম বাস্তবতা।
আহা হুমায়ূন বড় অকালে চলে গেলেন। আরও অনেক কিছু দেয়ার ছিল বাংলাদেশেকে। হুমায়ূন ছাড়া সব শূন্য বালুচর। বাংলাদেশে নাটক মানে এখন ভাঁড়ামি, লাম্পট্য!
হুমায়ুন আহমেদের নাটক মানেই শিক্ষানিয়ো বেপার
২০২৪ এ এসে খুঁজে খুঁজে হুমায়ূন আহমেদে স্যারের নাটক গুলো দেখছি আর ভাবছি সব দেখা শেষ হয়ে গেলে আর কি দেখব😢
Osomvob sundor.....❤