বিয়াঙ্কা কাস্তাফিয়োরের অপেরা। 🤯 মাল্ড ওয়াইনের সাথে মোৎসার্টের eine kline nachtmusik 😌 দেখুন ক্যাপ্টেন হ্যাডককে একটা টেবিলে পেয়ে গেলেও যেতে পারেন। কাস্তাফিয়োরের গানের গুঁতোয় না ভাঙা গ্লাসগুলো শেষ করছেন। হা হা হা...
আমি ছোটবেলার থেকে টিনটিন নয় ক্যাপ্টেন হ্যাডক কেই খুঁজছি। তোমার বক্তব্যের সাথে কিভাবে যেনো মিলে গেলো, সেই দিন আমি এই সিন টা ভাবছিলাম যদি সামনে ওই মাইক এ বিয়ানকা দাড়িয়ে গান গায়, টেবিল এ ক্যাপ্টেন আর টিনটিন, হন্তদন্ত হয়ে জনসন আর রনসন সিড়ি দিয়ে নেমে আসে তাহলে কেমন হয়। 😅
@@explorershibaji একপাশে মগনলাল মেঘরাজ বলে ওঠে, কী শিভাজী বাবূ? আংরেজস্তান পসন্দ্ হোলো? লালমোহনবাবু শার্লককে দেখাচ্ছেন, ঐ যে ঐ লোকটা মহা ধড়িবাজ। প্রখর রুদ্র জনসন-রনসনকে ফলো করছে - দু হাতে দুটো পিস্তল আর এক হাতে জ্বলন্ত টর্চ। ফেলুদা, সিধুজ্যাঠা, আর মাইক্রফট হোমস কনফারেন্স কলে কথা বলছেন... মেটাভার্স... 🤯🤯🤯
@@explorershibaji হঠাৎ খানিক দূরে এক টেবিল থেকে আওয়াজ এলো, কী শিভাজী বাবু? আংরেজস্তান পসন্দ্ হোলো না? লালমোহনবাবু শার্লককে দেখাচ্ছেন ঐ যে, ঐ লোকটা খুব ধড়িবাজ। প্রখর রুদ্র জনসন-রনসনকে ফলো করছে, তার দুই হাতে দুটো লোডেড রিভলভার আর এক হাতে জ্বলন্ত টর্চ! ফেলুদা, সিধুজ্যাঠা আর মাইক্রফট হোমস কনফারেন্স কলে কথা বলছেন... মেটাভার্স... 🤯🤯🤯
অসাধারণ লাগল ২২১বি, বেকার স্ট্রীট দেখে হয়ত ভেতর টা দেখতে পেলাম না কিন্তু ওই বাড়ীর নম্বরটাও আমার মত শার্লক হোমস প্রেমীদের কাছে অনেক। ক্যামডেনের দূর্গা পূজার কথা এবার খবরের কাগজেও দেখলাম, সেইপূজো আপনার ক্যামেরায় বেশ ভাল লাগল। অনেক অনেক ধন্যবাদ শিবাজী দা, আমার প্রিয় গোয়েন্দার বাড়ি দেখানোর জন্য। আজ ও পৃথ্বীজিৎ দা কে খুব মিস করলাম।
এই ভিডিওটি দেখে খুব মজা পেলাম! ফেলুদার পাশাপাশি শার্লক হোমসের বাড়ির রহস্য আর পিকাডেলি সার্কাসের চমকপ্রদ দৃশ্য এক কথায় মুগ্ধকর। শিবাজি দা, ধন্যবাদ আমাদের সাথে এমন একটি সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
ভীষণ সুন্দর।। আপনার যতগুলো vlog দেখেছি এটাই best। কোনদিন London যেতে পারব কিনা জানি না। আপনার চোখে london দেখে নিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। মনে হচ্ছিল আমি London এই আছি। আরো অনেক এই রকম video দেখতে চাই ।
Tapas (Spanish: [ˈtapa]) are appetisers or snacks in Spanish cuisine. They can be combined to make a full meal and are served cold (such as mixed olives and cheese) or hot (such as chopitos, which are battered, fried baby squid; or patatas bravas, spicy potatoes).
লন্ডনের সবকটা ভিডিও অনবদ্য কিন্তু আজকের ভিডিওটার ভাইব টাই আলাদা। বেকার স্ট্রিট থেকে শুরু করে পিকাডেলি সার্কাস এবং শেষে লন্ডনের দুর্গাপুজো, জাস্ট ফাটাফাটি 👌💯
ভীষণ ভালো লাগলো ভিডিওটি। অভীকের জন্য শিবাজীদার একাকিত্ব ভাবটা কমে গিয়েছিলো। কতো উন্নত দেশ। ভাবনার ও বাইরে। কি সব পুরোণো বাড়ি, যা এখনো কতো সুন্দর। ইতিহাসকে ধরে রেখেছে। তেমনি পরিস্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। টিউব রেলের তুলনা নেই। মানুষের শিক্ষা, নিয়মানুবর্তিতা, সভ্যতা শিক্ষনীয়। শিবাজীদা ও পৃথ্বীজিৎদার কল্যাণে ঘরে শুয়ে বসে পৃথিবী ভ্রমণ হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ।
First of all thanks for showing Gurudev er dorja 😀 Holmes is pure love like Feluda! When you expressed how much you were missing Prithwijit da, trust me it reached our hearts. Durdanto episode like always. Aar Turkey ta shune dikbaji dilam (mon e mon e )!! Very enriching dada, ei tomar journey jetai amrao achi...
সেরা সেরা🎉🎉 চল্লিশ মিনিট কিভাবে কেটে গেলো কে জানে 😊 অপেরা বলতে আমার মাথায় আসে টিনটিন এর বিয়াঙ্কা কাস্টোফিয়ারে র নাম। আপনার কার নাম মাথায় আসে, সেটাও জানাবেন। ফেলুদা, হোমস্, দুর্গাপুজো, সাথে দারুন দারুন জায়গা, খাওয়া - সব মিলিয়ে full vibes 👍 দারুন উপভোগ্য পর্ব - সাথে অভিকের সঙ্গত - তবে ও কিন্তু পুরো ফেলুদাপিডিয়া.... ফেলুদা পড়েছি তো সবাই, আর ও গুলে খেয়েছে। দারুন ❤
You are the real Global Bengali. Ami khub i kom social media use kori and your channel is one of the very few that I simply adore.It's not just a vlog,it's like reading literature.Thanks for the enrichment you provide us and my best wishes for your upcoming adventures.Best wishes also to Prithwijit .You two complement each other so well! Three cheers!!!
ভাই শিবাজী তুমি তো সত্যি ই একজন গ্রেট এক্সপ্লোরার। তুমি ছিলে বলেই লন্ডন কে খুব ভালো করে উপভোগ করার সুযোগ পাচ্ছি। আর অভিক তোমার যোগ্য ছাত্র। ও ছিলো বলেই তোমার ঘুরতে অনেক সুবিধা হচ্ছে। খুব ভালো লাগছে এই সিরিজ টা।
অবসর জীবনের অনেক একঘেয়ে একাকী মুহূর্ত রঙ্গিন হয়ে ওঠে আপনাদের ভিডিও দেখে। আপনার সাথে লন্ডন এর মানস ভ্রমণ করে খুবই আনন্দ পাচ্ছি। যদিও পৃথ্বী বাবুকে খুব মিস করছি। Thanks a lot bro! এইভাবেই আমাদের আনন্দ দিয়ে যান। ভালো থাকবেন।
আমি গত বছর জুলাইয়ে ইউকে ঘুরে এসেছি। আজকের ব্লগ টা দেখে কিঞ্চিৎ আফসোস হচ্ছে, কেন আপনার মতো করে লন্ডন ঘুরলাম না। আবার যাবো এবং ঠিক এভাবেই ঘুরে দেখবো। অসাধারণ লাগলো আজকের এপিসোড ❤
uffff....darun .....fatafati....durgapuja khub bhalo laglo....jini protima korechen oi dada r hasi ta khub sundor...onar nam ta ki bujhte parini...jhal muri khaboooooooo.....
While you and your ex-student were enjoying drinks and three persons were playing violin down there, it was a different feeling altogether for me. And the way you were relating many places of London with Feluda, Lalmohan Babu and Topshe was very interesting and informative. Your explanation of every places of the city that you walked through till you reached the Durga Puja place were nice.
ছাত্র কে নিয়ে drink করতে যা খরচ করেছেন (আশা করছি এটা আপনি নিজেই pay করেছেন ) তার সঙ্গে আরও কিছু pound যোগ করে Madame Tussauds র museum টা দেখলে আপনার এবং আমাদের উভয়ের ভালো হতো। অনেক দর্শনীয় স্থান বাদ গেছে ,জানি ওখানে সবই খুব costly কিন্তু মাদাম তুসো না দেখে ছাত্র কে নিয়ে drink এর পিছনে খরচা করাটা মানা যাচ্ছে না। অত্যন্ত আশাহত হয়েছি।
নবমীর উজ্জ্বল দিন, শার্লক হোমসের বাড়ি ঘুরে দেখা, দারুণ ওয়াইন চেখে দেখা, আর শিবাজী ও অভীকের সঙ্গে লন্ডন মানস ভ্রমণের এই ভিডিওটি ছিল এক অনন্য অভিজ্ঞতা। ভিডিওর প্রতিটি মুহূর্তে ছিল এক ভিন্ন স্বাদ-সাহেবের হাতের ঝালমুড়ির মশলাদার স্বাদ, লন্ডনের ফুচকার জিভে জল আনা ঝাঁঝ, এবং দুর্গাপূজার এক অনন্য পরিবেশ যা বিদেশের মাটিতেও বাঙালিয়ানাকে জীবন্ত করে তুলেছে। এই পর্বে শুধুমাত্র লন্ডনের সৌন্দর্যই নয়, বরং আমাদের সংস্কৃতির রং ও ঐতিহ্যের মিশেলও স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রবাসে থেকেও দুর্গাপূজার আয়োজন যে কতটা হৃদয়ের টান ও আবেগ নিয়ে সাজানো হয়, তা অনুভব করার জন্য এই ভিডিওটি ছিল এক দুর্দান্ত মাধ্যম। পুরো ভিডিওটি দেখতে দেখতে যেন মন প্রাণ এক নতুন উচ্ছ্বাসে ভরে উঠল। এমন একটি অসাধারণ প্রতিবেদনের জন্য কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই l
ভীষণ ভীষণ ভাল লাগল আপনার এই ভিডিও উপহার ।লন্ডন এর ইসকন মন্দির , দূর্গাপূজা ,সাহেবের ঝালমুড়ি বিক্রি আর সত্যজিৎ রায়ের ফেলুদা গল্পের suting spot ইত্যাদি সব কিছুই ভীষণ ভাল লাগল ।সত্যিই বলতে কি আপনার ভিডিও র অপেক্ষায় অধীর আগ্রহে বসে থাকি কখন নতুন দেখতে পাব ।ধন্যবাদ জানাই এই রকম একটি ভিডিও উপহার দেয়ার জন্য জন্য ।নমস্কার ।
UK tour ebong London series er sera episode dekhlam....R tar sathe London e Prabasi Bharatiyo ebong Bangali der Durgapujo dekhar souvaggyo holo....Eto din prabasi der durgapujo sambandhe onek porechi ebong abosese Shibaji dar Video r madhyome dekhar sujog holo....ebong abassai Prithwijit da thakle baparta just jome jeto......satti UK travel series e miss korchi....
জমজমাট লন্ডন, ২২১ বি ,বেকার স্ট্রিট, আর ফেলুদা হেঁটে যাওয়া রাস্তা,পিকাডলি সার্কাস দারুন দারুন লাগছিল। হেঁটে ই নতুন জায়গা দেখা একটা অন্যরকম অভিজ্ঞতা। খুব সুন্দর একটি ভ্রমণ পর্ব। আপনাকে ও অভি কে অনেক অনেক ধন্যবাদ। শুভ রাত্রি।
Baah Khub bhalo laglo Vlog ta 👌👌❤️ Amazing Episode 🔥 Brishti Bheja London er Rasta Osaadharon 👌 Feluda r poth dhore Sherlock Holmes er Bari Suuuperb 👌 Piccadilly Circus fantastic..Tmar chokh ei upobhog korlam..Keep it up ❤️❤️❤️
শিবাজি দা, ফেলুদার পথ ধরে লন্ডনের এই ভ্রমণ ডায়েরি অসাধারণ হয়েছে! শার্লক হোমসের বাড়ি থেকে পিকাডেলি সার্কাস - প্রতিটি মুহূর্ত তুমি দারুণভাবে তুলে ধরেছো। ভিডিওটি দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো।
প্রথমেই অভিককে ধন্যবাদ জানাই লন্ডন জার্নি তে আপনাকে সাথ দেওয়ার জন্য। আমি লন্ডন গেলেও আপনি যে ভাবে পায়ে হেটে সব ঘুরেছেন এবং বর্ণনা করে আমাদের তুলে ধরেছেন আমি অভিভূত। Primark সত্যিই বাজেট ফ্রেন্ডলি। ইসসস wine টা মিস করেছি।
Feluda r kotha diyei suru kori Shibajida achen bolei amar whole world r manosh bhromon hoye jachhe.Opera r kotha bolle I mone hoy Tintin r comics r asadharon opera singer Briyanka Castrofere r kotha.Apni dekhiye dilen London a London a Londobhondo r rasta.Saheb r jhalmuri puja sob kichu dekhe just speechless hoye gachi.Abik r jonno anek subhechha r subhokamona roilo.Apni bhalo thakben.
Khub e shundor video. Lords er video tar pore eta dekhchi. Dutoi khub informative. Covent Garden amader sob somoy er khub priyo jayega. Okhane Venchi'r icecream khub bhalo. Aar oi jayega ta Tapos na Tapas - seta hoche Spanish dish, mainly small portions of starters. Hoyeto apni janen tao bollam.
I have been to UK and London probably 15 times by now - so the history and the streets aren't new to me- but the story telling is definitely attractive - well done...a quick trivia : the owner of this souvenir shop on baker street used to be an old lady who was born in Kolkata and went to school before migrating back to London. she was a very kind lady.
ভীষণ ভালো লাগছে দেখতে। আপনাকে ভীষণ সুন্দর লাগছে শিবাজী দা। আপনি ভীষণ ভালো একজন মানুষ । অসাধারণ ব্যাক্তিত্ব আপনার। আমার ভীষণ ভালো লাগে আপনার ভিডিও দেখতে । এই যে আপনি বললেন না কখনো জুয়া খেলেননি লটারি কাটেননি আপনার প্রতি সম্মান আরো বেড়ে গেলো। সোজা আর সৎপথে রোজগারের আনন্দই আলাদা সেটা যত রোজগার ই হোক না কেন। খুব ভালো থাকবেন আপনি। ভগবানের কাছে নিবেদন করছি আপনি আরো উন্নতি করুন। 😊🙏🌷
London series darun upovog korchi, darun dada darun, apnar sathe sathe amio ghurchi, sathe prochur na jana kotha o jante parchi, valo thakben ar ei vabe payer today sorse niye ghure beran...
ধন্যবাদ আপনার জন্য সার্লোসকস হোমসের ,ম্যাডাম তুসোর মিউজিয়াম দেখলাম এবং লন্ডন শহর ও পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগলো ভালো থাকবেন সবসময় পরবর্তি ভিডিও জন্য অপেক্ষা করছি
এই UK series এর আজকের London video টা probably best. London এর vibes দুর্গা পূজা, এবং ঐ Agnes সাহেবের ঝালমুড়ি .. দারুণ দারুণ .. !!! তবে আবার পৃত্থীদাকে খুবই miss করলাম।
Excellent laglo dada, ai series ta osadharon sundor lagche. apnake ki bole je thanks janabo Jani na, boi er patay pora sob kichu chokher samne dekhchi apnara chokh Diya ❤. Thank you dada 😊
বিয়াঙ্কা কাস্তাফিয়োরের অপেরা। 🤯
মাল্ড ওয়াইনের সাথে মোৎসার্টের eine kline nachtmusik 😌
দেখুন ক্যাপ্টেন হ্যাডককে একটা টেবিলে পেয়ে গেলেও যেতে পারেন। কাস্তাফিয়োরের গানের গুঁতোয় না ভাঙা গ্লাসগুলো শেষ করছেন। হা হা হা...
আমি ছোটবেলার থেকে টিনটিন নয় ক্যাপ্টেন হ্যাডক কেই খুঁজছি। তোমার বক্তব্যের সাথে কিভাবে যেনো মিলে গেলো, সেই দিন আমি এই সিন টা ভাবছিলাম যদি সামনে ওই মাইক এ বিয়ানকা দাড়িয়ে গান গায়, টেবিল এ ক্যাপ্টেন আর টিনটিন, হন্তদন্ত হয়ে জনসন আর রনসন সিড়ি দিয়ে নেমে আসে তাহলে কেমন হয়। 😅
@@explorershibaji একপাশে মগনলাল মেঘরাজ বলে ওঠে, কী শিভাজী বাবূ? আংরেজস্তান পসন্দ্ হোলো? লালমোহনবাবু শার্লককে দেখাচ্ছেন, ঐ যে ঐ লোকটা মহা ধড়িবাজ। প্রখর রুদ্র জনসন-রনসনকে ফলো করছে - দু হাতে দুটো পিস্তল আর এক হাতে জ্বলন্ত টর্চ। ফেলুদা, সিধুজ্যাঠা, আর মাইক্রফট হোমস কনফারেন্স কলে কথা বলছেন...
মেটাভার্স... 🤯🤯🤯
@@explorershibaji হঠাৎ খানিক দূরে এক টেবিল থেকে আওয়াজ এলো, কী শিভাজী বাবু? আংরেজস্তান পসন্দ্ হোলো না? লালমোহনবাবু শার্লককে দেখাচ্ছেন ঐ যে, ঐ লোকটা খুব ধড়িবাজ। প্রখর রুদ্র জনসন-রনসনকে ফলো করছে, তার দুই হাতে দুটো লোডেড রিভলভার আর এক হাতে জ্বলন্ত টর্চ! ফেলুদা, সিধুজ্যাঠা আর মাইক্রফট হোমস কনফারেন্স কলে কথা বলছেন...
মেটাভার্স... 🤯🤯🤯
অসাধারণ লাগল ২২১বি, বেকার স্ট্রীট দেখে হয়ত ভেতর টা দেখতে পেলাম না কিন্তু ওই বাড়ীর নম্বরটাও আমার মত শার্লক হোমস প্রেমীদের কাছে অনেক। ক্যামডেনের দূর্গা পূজার কথা এবার খবরের কাগজেও দেখলাম, সেইপূজো আপনার ক্যামেরায় বেশ ভাল লাগল। অনেক অনেক ধন্যবাদ শিবাজী দা, আমার প্রিয় গোয়েন্দার বাড়ি দেখানোর জন্য। আজ ও পৃথ্বীজিৎ দা কে খুব মিস করলাম।
Dil tut gaya 😢. Sharlock Holmes ar barir vitor dakhte parlam na onek asa kore chilam 1st episode theke 😢
এই ভিডিওটি দেখে খুব মজা পেলাম! ফেলুদার পাশাপাশি শার্লক হোমসের বাড়ির রহস্য আর পিকাডেলি সার্কাসের চমকপ্রদ দৃশ্য এক কথায় মুগ্ধকর। শিবাজি দা, ধন্যবাদ আমাদের সাথে এমন একটি সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
ভীষণ সুন্দর।। আপনার যতগুলো vlog দেখেছি এটাই best।
কোনদিন London যেতে পারব কিনা জানি না। আপনার চোখে london দেখে নিলাম।
আপনাকে অনেক ধন্যবাদ।
মনে হচ্ছিল আমি London এই আছি।
আরো অনেক এই রকম video দেখতে চাই ।
খুব ভালো লাগলো । মাদাম তুসো র মিউজিয়াম দেখা হল না । দূর্গা পূজা বেশ ভালো লাগলো । অভীক কে খুব ভালো লাগলো । ধন্যবাদ 👍👍
AWESOME LAGCH6E UK 🇬🇧 SERIES AKOTHAY MIND-BLOWING 👌 👍
Tapas (Spanish: [ˈtapa]) are appetisers or snacks in Spanish cuisine. They can be combined to make a full meal and are served cold (such as mixed olives and cheese) or hot (such as chopitos, which are battered, fried baby squid; or patatas bravas, spicy potatoes).
Tapas k tollygunje er taposh baniye diyeche😂😂😂 sotti eta bangalira e paare
But uni toh bengali tapas bollen mone holo😮
লন্ডনের সবকটা ভিডিও অনবদ্য কিন্তু আজকের ভিডিওটার ভাইব টাই আলাদা। বেকার স্ট্রিট থেকে শুরু করে পিকাডেলি সার্কাস এবং শেষে লন্ডনের দুর্গাপুজো, জাস্ট ফাটাফাটি 👌💯
Opera singer Bianca Castorfiore- Tintin series e. Darun laglo video ta.
❤️❤️❤️
আমি আপনার Chanel এর V.D.0. গুলো দেখি কিন্তু এই সিরিজের VDO একটু বেশী ভালো লাগছে মনে হচ্ছে আপনার নিয়মিত দর্শক হয়ে গেলাম | ধন্যবাদ |👍
এটা কী হলো! অনেক সাধারণ জায়গায় ঘুরলেন অথচ মাদাম তুসো দেখতে গেলেন না, আশ্চর্য লাগছে।
Sibaji da r taka bachalo 😂
Madam Tussaud দেখলে বুঝতেন, না দেখলেও ক্ষতি কিছু হত না
ঠিক
ভীষণ ভালো লাগলো ভিডিওটি। অভীকের জন্য শিবাজীদার একাকিত্ব ভাবটা কমে গিয়েছিলো। কতো উন্নত দেশ। ভাবনার ও বাইরে। কি সব পুরোণো বাড়ি, যা এখনো কতো সুন্দর। ইতিহাসকে ধরে রেখেছে। তেমনি পরিস্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। টিউব রেলের তুলনা নেই। মানুষের শিক্ষা, নিয়মানুবর্তিতা, সভ্যতা শিক্ষনীয়। শিবাজীদা ও পৃথ্বীজিৎদার কল্যাণে ঘরে শুয়ে বসে পৃথিবী ভ্রমণ হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ।
First of all thanks for showing Gurudev er dorja 😀 Holmes is pure love like Feluda! When you expressed how much you were missing Prithwijit da, trust me it reached our hearts. Durdanto episode like always. Aar Turkey ta shune dikbaji dilam (mon e mon e )!! Very enriching dada, ei tomar journey jetai amrao achi...
সেরা সেরা🎉🎉 চল্লিশ মিনিট কিভাবে কেটে গেলো কে জানে 😊 অপেরা বলতে আমার মাথায় আসে টিনটিন এর বিয়াঙ্কা কাস্টোফিয়ারে র নাম। আপনার কার নাম মাথায় আসে, সেটাও জানাবেন।
ফেলুদা, হোমস্, দুর্গাপুজো, সাথে দারুন দারুন জায়গা, খাওয়া - সব মিলিয়ে full vibes 👍 দারুন উপভোগ্য পর্ব - সাথে অভিকের সঙ্গত - তবে ও কিন্তু পুরো ফেলুদাপিডিয়া.... ফেলুদা পড়েছি তো সবাই, আর ও গুলে খেয়েছে। দারুন ❤
oshadharon Shibaji da... UK series onobodyo... eto shundor detailed videos gulo... darun darun
You are the real Global Bengali.
Ami khub i kom social media use kori and your channel is one of the very few that I simply adore.It's not just a vlog,it's like reading literature.Thanks for the enrichment you provide us and my best wishes for your upcoming adventures.Best wishes also to Prithwijit .You two complement each other so well!
Three cheers!!!
ভাই শিবাজী তুমি তো সত্যি ই একজন গ্রেট এক্সপ্লোরার। তুমি ছিলে বলেই লন্ডন কে খুব ভালো করে উপভোগ করার সুযোগ পাচ্ছি। আর অভিক তোমার যোগ্য ছাত্র। ও ছিলো বলেই তোমার ঘুরতে অনেক সুবিধা হচ্ছে। খুব ভালো লাগছে এই সিরিজ টা।
অবসর জীবনের অনেক একঘেয়ে একাকী মুহূর্ত রঙ্গিন হয়ে ওঠে আপনাদের ভিডিও দেখে। আপনার সাথে লন্ডন এর মানস ভ্রমণ করে খুবই আনন্দ পাচ্ছি। যদিও পৃথ্বী বাবুকে খুব মিস করছি। Thanks a lot bro! এইভাবেই আমাদের আনন্দ দিয়ে যান। ভালো থাকবেন।
আমি গত বছর জুলাইয়ে ইউকে ঘুরে এসেছি। আজকের ব্লগ টা দেখে কিঞ্চিৎ আফসোস হচ্ছে, কেন আপনার মতো করে লন্ডন ঘুরলাম না।
আবার যাবো এবং ঠিক এভাবেই ঘুরে দেখবো। অসাধারণ লাগলো আজকের এপিসোড ❤
uffff....darun .....fatafati....durgapuja khub bhalo laglo....jini protima korechen oi dada r hasi ta khub sundor...onar nam ta ki bujhte parini...jhal muri khaboooooooo.....
While you and your ex-student were enjoying drinks and three persons were playing violin down there, it was a different feeling altogether for me. And the way you were relating many places of London with Feluda, Lalmohan Babu and Topshe was very interesting and informative. Your explanation of every places of the city that you walked through till you reached the Durga Puja place were nice.
খুব ভালো লাগলো দাদা। আমার ভাতিজি থাকে লন্ডনে দুই নাতনি ওদের পাঠালাম ভিডিওটি। আমাদের ফরিদ পুরে দূর্গা পূজা অসাধারণ
ছাত্র কে নিয়ে drink করতে যা খরচ করেছেন (আশা করছি এটা আপনি নিজেই pay করেছেন ) তার সঙ্গে আরও কিছু pound যোগ করে Madame Tussauds র museum টা দেখলে আপনার এবং আমাদের উভয়ের ভালো হতো। অনেক দর্শনীয় স্থান বাদ গেছে ,জানি ওখানে সবই খুব costly কিন্তু
মাদাম তুসো না দেখে ছাত্র কে নিয়ে drink এর পিছনে খরচা করাটা মানা যাচ্ছে না।
অত্যন্ত আশাহত হয়েছি।
খুব সুন্দর অভিজ্ঞতা ' ধন্যবাদ শিবাজী ও অভিক ভাইকে।অনেক কিছুই জানতে পারলাম পরে আরও জানবো।
আমার Hritisha Rewadia's opera numbers ভালো লাগে. আজকের ভিডিওটি খুব মনোগ্রাহী হয়েছে। ধন্যবাদ শিবাজী দাদা ।
Apni kintu Madam Tussauds er museum ta na dekhe bhul korlen… darun bhalo
নবমীর উজ্জ্বল দিন, শার্লক হোমসের বাড়ি ঘুরে দেখা, দারুণ ওয়াইন চেখে দেখা, আর শিবাজী ও অভীকের সঙ্গে লন্ডন মানস ভ্রমণের এই ভিডিওটি ছিল এক অনন্য অভিজ্ঞতা। ভিডিওর প্রতিটি মুহূর্তে ছিল এক ভিন্ন স্বাদ-সাহেবের হাতের ঝালমুড়ির মশলাদার স্বাদ, লন্ডনের ফুচকার জিভে জল আনা ঝাঁঝ, এবং দুর্গাপূজার এক অনন্য পরিবেশ যা বিদেশের মাটিতেও বাঙালিয়ানাকে জীবন্ত করে তুলেছে।
এই পর্বে শুধুমাত্র লন্ডনের সৌন্দর্যই নয়, বরং আমাদের সংস্কৃতির রং ও ঐতিহ্যের মিশেলও স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রবাসে থেকেও দুর্গাপূজার আয়োজন যে কতটা হৃদয়ের টান ও আবেগ নিয়ে সাজানো হয়, তা অনুভব করার জন্য এই ভিডিওটি ছিল এক দুর্দান্ত মাধ্যম। পুরো ভিডিওটি দেখতে দেখতে যেন মন প্রাণ এক নতুন উচ্ছ্বাসে ভরে উঠল। এমন একটি অসাধারণ প্রতিবেদনের জন্য কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই l
ভীষণ ভীষণ ভাল লাগল আপনার এই ভিডিও উপহার ।লন্ডন এর ইসকন মন্দির , দূর্গাপূজা ,সাহেবের ঝালমুড়ি বিক্রি আর সত্যজিৎ রায়ের ফেলুদা গল্পের suting spot ইত্যাদি সব কিছুই ভীষণ ভাল লাগল ।সত্যিই বলতে কি আপনার ভিডিও র অপেক্ষায় অধীর আগ্রহে বসে থাকি কখন নতুন দেখতে পাব ।ধন্যবাদ জানাই এই রকম একটি ভিডিও উপহার দেয়ার জন্য জন্য ।নমস্কার ।
Superb. Fatafati. Excellent nd thanks avik...best wishes
Darun darun darun Avik ke khub bhalo laglo o tomar shathe ghorate Prthwijiter avab ta kichuta purno holo
Durdanta hoyechhe ajker episode❤❤
UK tour ebong London series er sera episode dekhlam....R tar sathe London e Prabasi Bharatiyo ebong Bangali der Durgapujo dekhar souvaggyo holo....Eto din prabasi der durgapujo sambandhe onek porechi ebong abosese Shibaji dar Video r madhyome dekhar sujog holo....ebong abassai Prithwijit da thakle baparta just jome jeto......satti UK travel series e miss korchi....
Amazing blog ❤...... এত সুন্দরভাবে লন্ডন দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ...... অসাধারণ উপস্থাপনা ❤
At First Thanks To Bhai Avik Paul, great London Episode khub khubEnjoyKorchi. 🌹🌹👌😍Thanks To Explorer Shibaji Without Prithijit.
শিবাজী দা,ফেলুদার পথ ধরে লন্ডনের এই ভ্রমণ অসাধারণ,অনবদ্য লাগল। অভীক কে অসংখ্য ধন্যবাদ জানাই।
ফেলুদার এই পর্বটির নাম কি?
@@szrupom লন্ডনে ফেলুদা
সত্যিই অসাধারণ লাগলো, মনোযোগ সহকারে দেখলাম,👍
দারুণ লাগলো । শ্যার্লক হোমস্ এর বাড়ি দেখতে পেলাম ।
ফেলুদার নানা গল্প শুনলাম । আর কি ? স্বপ্ন পূরণ তো হয়েই গেল।
ধন্যবাদ । Debjani Sengupta
আমিনুর রহমান/অসাধারণ লাগল,কোনদিন London যেতে পারব কিনা জানি না। আপনার চোখে london দেখে নিলাম।
আপনাকে অনেক ধন্যবাদ।
মনে হচ্ছিল আমি London এই আছি।
দাদা অস্থির, দূর্দান্ত হয়েছে এইবারের পর্বটা। দারুন লাগলো। চমৎকার ❤😊
Swift movements... Wide coverage... Bong stamping all over.. Interesting and entertaining and obviously appealling... Thank you🎉❤
জমজমাট লন্ডন, ২২১ বি ,বেকার স্ট্রিট, আর ফেলুদা হেঁটে যাওয়া রাস্তা,পিকাডলি সার্কাস দারুন দারুন লাগছিল। হেঁটে ই নতুন জায়গা দেখা একটা অন্যরকম অভিজ্ঞতা। খুব সুন্দর একটি ভ্রমণ পর্ব। আপনাকে ও অভি কে অনেক অনেক ধন্যবাদ। শুভ রাত্রি।
অসাধারণ লাগলো আজকের এই ভিডিও অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিও জন্য ❤❤
Thanks Avi. প্রথম প্রয়াস খুব ভাল হয়েছে। আজকের ভিডিও দারুণ ভাল লাগল
এক কথায় অসাধারণ উপস্থাপনা। আরো নতুনের জন্য অপেক্ষায় থাকলাম।
Ingreji aar bangla du rakom jhalmuri khabar obhijnata jodi karur theke thake ta sudhui shibaji r ...... darun sundor ekta episode witness korlam beautiful shibaji....heart 💜❤️ for prithwijit ❤❤❤❤❤❤
24:15 "আমি ডোনেশন মায়াপুর-এই দেবো" 😂😂 Shibaji da rocks 🔥
অসাধারণ। ❤ ওপেরা বলতেই মনে পড়ে টিনটিন এর Bianca Castafiore এর নাম
Baah Khub bhalo laglo Vlog ta 👌👌❤️ Amazing Episode 🔥 Brishti Bheja London er Rasta Osaadharon 👌 Feluda r poth dhore Sherlock Holmes er Bari Suuuperb 👌 Piccadilly Circus fantastic..Tmar chokh ei upobhog korlam..Keep it up ❤️❤️❤️
Khub khub khub bhalo laglo
Avik keo bhalo laglo
Shibaji ak kothay osadharon
Tomader journey 👍👍👍
দারুন দেখালেন দাদা ইস্কনের গান রোজ শুনি আপনি যে মাতাজী দের দেখালেন খুব খুব ভালো লাগলো
Darun vlog! Apnar presentation style very down to earth r ekdam atuloniyo..chailye jaan!
Oshadharon shibaji da. Oshadharon upnar vedio. Oshadharon upnar presentation.
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌❤ দারুন লাগলো 👍
Thank you avik darun explore korecho dada songe..khub bhalo laglo video ta 👌🙏
Durdanto....SOMOSTO PORBO GULO DARUN LAGCHE,, APNAER CAMERAI AMER LONDON BHROMON HOIE AGALO,,THANK U DADA.
অভিক কে অনেক অনেক ধন্যবাদ। এপিসোর্ড তা দারুন ভালো লাগলো , তোমাদের এই পদব্রজে বিলেত ভ্ৰমণ।
Darun laglo puro video,khub romanchito,shihorito holam Holmes er bari dekhe❤
নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই চলে আসলাম❤
অসাধারণ
বাংলাদেশ থেকে
শিবাজি দা, ফেলুদার পথ ধরে লন্ডনের এই ভ্রমণ ডায়েরি অসাধারণ হয়েছে! শার্লক হোমসের বাড়ি থেকে পিকাডেলি সার্কাস - প্রতিটি মুহূর্ত তুমি দারুণভাবে তুলে ধরেছো। ভিডিওটি দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো।
দারুন দারুন এটা অনেক দিন মনে থাকবে। লন্ডনে মায়ের পূজা খুব সুন্দর। অভীক ভাই বেশ ভালো। ভালো থাকবেন। 💐💐💐💐🙏
প্রথমেই অভিককে ধন্যবাদ জানাই লন্ডন জার্নি তে আপনাকে সাথ দেওয়ার জন্য। আমি লন্ডন গেলেও আপনি যে ভাবে পায়ে হেটে সব ঘুরেছেন এবং বর্ণনা করে আমাদের তুলে ধরেছেন আমি অভিভূত। Primark সত্যিই বাজেট ফ্রেন্ডলি। ইসসস wine টা মিস করেছি।
❤😊wow awesome👌 darun laglo❤😊Shibaji da
শিবাজীর দারুণ উপস্থাপনার গুনে অদেখা লন্ডন দেখার কামনা ভিষণ ভাবে তৃপ্তি দিলো আমার মনকে।
Khub valo lagche vlog ta..... thank you so much amader eto details e London ghorabar jonno
Feluda r kotha diyei suru kori Shibajida achen bolei amar whole world r manosh bhromon hoye jachhe.Opera r kotha bolle I mone hoy Tintin r comics r asadharon opera singer Briyanka Castrofere r kotha.Apni dekhiye dilen London a London a Londobhondo r rasta.Saheb r jhalmuri puja sob kichu dekhe just speechless hoye gachi.Abik r jonno anek subhechha r subhokamona roilo.Apni bhalo thakben.
দুর্দান্ত লেগেছে। তোমরা আছো বলে সময় খুব ভালো কাটছে। অফুরন্ত ধন্যবাদ। শুভকামনা রইল।অভিকে ধন্যবাদ জানাবে।
Ohhh osam osam very beautiful and memorable video Shivaji da 🎉💐💖🙏 many many thanks to my brother Abhik 🎉❤🤗. Aponara sokole valo thakben 🌹💓🙏
Darun Darun Darun bhalo laglo, thank you to both of you, happy Durga puja❤❤❤❤❤😂🎉😅😊
Khub e shundor video. Lords er video tar pore eta dekhchi. Dutoi khub informative. Covent Garden amader sob somoy er khub priyo jayega. Okhane Venchi'r icecream khub bhalo. Aar oi jayega ta Tapos na Tapas - seta hoche Spanish dish, mainly small portions of starters. Hoyeto apni janen tao bollam.
Prottek ta porbo darun lag6e 👏👏👏👏👍👍👍👍ekta dekhar por r ekta porbo r jonno opekkha kore thaki👏👏👏🙏🙏🙏🙏
শিবাজী আপনার সঙ্গে লন্ডন এর পুজো এবং অন্যান্য জায়গা দেখার সুযোগ হল..আপনাকে ও অভীক কে অনেক ধন্যবাদ 👍🙏
দারুন দারুন দারুন লাগলো এই ভিডিও টা খুব এনজয় করলাম❤️❤️
I have been to UK and London probably 15 times by now - so the history and the streets aren't new to me- but the story telling is definitely attractive - well done...a quick trivia : the owner of this souvenir shop on baker street used to be an old lady who was born in Kolkata and went to school before migrating back to London. she was a very kind lady.
Wow, what a great story about the souvenir shop owner!
অসাধারণ শিবাজী দা। অসাধারণ। তোমার চোখ দিয়ে লন্ডন দেখছি, ভাবা যায় । 🎉🎉🎉🎉
ভীষণ ভালো লাগছে দেখতে। আপনাকে ভীষণ সুন্দর লাগছে শিবাজী দা। আপনি ভীষণ ভালো একজন মানুষ । অসাধারণ ব্যাক্তিত্ব আপনার। আমার ভীষণ ভালো লাগে আপনার ভিডিও দেখতে । এই যে আপনি বললেন না কখনো জুয়া খেলেননি লটারি কাটেননি আপনার প্রতি সম্মান আরো বেড়ে গেলো। সোজা আর সৎপথে রোজগারের আনন্দই আলাদা সেটা যত রোজগার ই হোক না কেন। খুব ভালো থাকবেন আপনি। ভগবানের কাছে নিবেদন করছি আপনি আরো উন্নতি করুন। 😊🙏🌷
Abhik er uposthiti apnar video ke aro akorshoniyo kore tuleche.Khub bhalo laglo.
London series darun upovog korchi, darun dada darun, apnar sathe sathe amio ghurchi, sathe prochur na jana kotha o jante parchi, valo thakben ar ei vabe payer today sorse niye ghure beran...
Dada Previously Lords & Now Sherlock Holmes....Back To Back Two Episode...Just Osadhoron 👌❤🎉💯
Darun laglo. Okhane pujo te amar dada and boudi keo dekhlam. Darun laglo
Durdanto.apnar sathe amrao khub sundar London ghurchi.Avik ke anek thanks.parer videor apekshay roilam
Thanks Avik, Shibaji Da❤
Daaaruuuun 👌 laglo ajker episode
darun laglo dada video ta ♥️ r avik da keo dhonnobad ✨janai
Ashadharan vlog. Anek kichu jante parlam o dekhlam. Avik ke anek dhanyobad janai. Ei bhabei aro agiye cholun ei kamona kori.
Darun laglo, khub sundor! Thanks to both of you❤
Khub sundor laglo... Ek tukto kolkata ke pelam... Valo thakun👍🏻
You are so lucky !We are lucky too because we have got an explorer like you. It is because of you we can see London.
এক্সপ্লোরার শিবাজীর আজকের ভিডিও অসাধারণ Thank you.
ধন্যবাদ আপনার জন্য সার্লোসকস হোমসের ,ম্যাডাম তুসোর মিউজিয়াম দেখলাম এবং লন্ডন শহর ও পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগলো ভালো থাকবেন সবসময় পরবর্তি ভিডিও জন্য অপেক্ষা করছি
অভীক বাবু কে ধন্যবাদ। দারুন লাগলো এপিসোড টা।
👌😊💐 ভীষণ ভীষণ ভালো লাগলো আপনার এই ভিডিও ফুটেজ
আমি ছিলাম লন্ডন এ ইয়ার ১৯৬২ থেকে ৬৪. যাগাগুলির নাম দেখছি আর মনে পরছে আমি স্কুটার নিয়ে ঘুরে বেড়াতাম। শীবাজী ভাল করে এগিয়ে যাও।
Khub khub sundar laglo video ta ❤❤❤
Mostly valuable post,
Thank you so much Sibaji Da for your nice video...🎉🎉🎉🎉
এই UK series এর আজকের London video টা probably best. London এর vibes দুর্গা পূজা, এবং ঐ Agnes সাহেবের ঝালমুড়ি .. দারুণ দারুণ .. !!!
তবে আবার পৃত্থীদাকে খুবই miss করলাম।
দারুন সুন্দর একটা ভিডিও দেখলাম শিবাজী দা
Osadharon video.London berate jete icche korche.Kintu visar hepa ar khorcha.Apnar video dekhhe chalie nebo.
দুর্গা পূজা দারুন জমজমাট। মা দুর্গা র মূর্তি ও দারুন সুন্দর লাগলো
🙏🏾🙏🏾🙏🏾
Excellent laglo dada, ai series ta osadharon sundor lagche. apnake ki bole je thanks janabo Jani na, boi er patay pora sob kichu chokher samne dekhchi apnara chokh Diya ❤. Thank you dada 😊
দাদা দুটো পাউন্ড চাইলেই দিতে পারতেন মেয়েটাকে, ঘরের খেয়ে সে বনের মোষ তাড়াচ্ছে, তাও আপনার স্বধর্মের , হালকা রুড লাগলো ব্যাপারটা
ঠিক বলেছেন । মেয়েটাকে দিতে হতো কিছু
ekdom thik bolechen dada
ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে কথাটা এক্ষেত্রে খাটে না আর ধর্মটাও টানা ঠিক হয়নি তবে পাউন্ড দুটো দিতেই পারতেন
@@ranahalder4391 কথাটা এখানে সুন্দরভাবে খাটে, আপনিই বুঝতে পারছেন না কথাটার তাৎপর্য কি !