কৈ, শিংও মাগুর মাছের খাবার তৈরী অল্প খরচে প্রস্তুত পদ্ধতি, low cost feed for koi, shing and magur

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • খাদ্য ব্যবস্থাপনাঃ
    মাছের অধিক উৎপাদন প্রাপ্তির জন্য ভালো বীজের অর্থাৎ পোনার যেমন প্রয়োজন তেমনই ভালোমানের খাদ্যের নিশ্চয়তা বিধান জরুরী। মাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য অন্যান্য প্রাণীর ন্যায় খাদ্যে নির্ধারিত মাত্রায় সকল পুষ্টি উপাদান থাকা প্রয়োজন। মাছ তার দৈহিক বৃদ্ধি ও পুষ্টির জন্যে পুকুরে প্রাপ্ত খাদ্যের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। বাণ্যিজিকভাবে লাভজনক উপায়ে মাছচাষ করতে গেলে মাছের মজুদ ঘনত্ব বাড়াতে হবে। কৈ মাছের এরুপ চাষের ক্ষেত্রে কেবল মাত্র প্রাকৃতিক খাদ্যের ওপর নির্ভর করে ভালো ফলন পাওয়া সম্ভব নয়। নিবিড় মাছচাষে সম্পূরক খাদ্যের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি সূষম দানাদার খাদ্য প্রয়োগ আবশ্যক।

Комментарии • 27

  • @manikppa2854
    @manikppa2854 3 месяца назад

    বৃষ্টির পানিতে পুকুর ভরাট করে মাছ চাষের উপকার অউপকার বিষয়ে যদি আলোচনা করতেন।

    • @FishWorldInfo
      @FishWorldInfo  3 месяца назад +1

      বৃষ্টির পানিতে মাছ চাষ করতে পারবেন কোন সমস্যা নাই।

  • @tahsannurul9061
    @tahsannurul9061 2 года назад +2

    ভাইয়া এই ৩ জাতের মাছ এক সাথে চাষ করা যাবে মানে এক পুকুরে?

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      না করায় ভালো। শিং আর মাগুর একসাথে করা যায়।

  • @rafiarahat7363
    @rafiarahat7363 2 года назад +1

    Sir magur maser renu case pukur theke kada sukno korle hobe? kada 1 hatu poriman kada tula somvom na,,,,, ki korbo sir

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      হবে। তবে খুব ভালো করে শুকাতে হবে।

  • @gmkibriakhan1080
    @gmkibriakhan1080 9 месяцев назад +1

    ভিটামিন ও খনিজের প্রাকৃতিক উৎস কি হতে পারে?
    ধন্যবাদ স্যার

    • @FishWorldInfo
      @FishWorldInfo  9 месяцев назад

      ফিস মিল, সয়াবিন মিল, ইস্ট, রাইস ব্রান ইত্যাদি।

  • @manikppa2854
    @manikppa2854 4 месяца назад

    স্যার উপকরণ তৈরির জন্য করণীয়: নম্বর ৫ এর ক্ষেত্রে যদি মেশিন না থাকে তাহলে মিহি দানা করার উপয় কি ? খাবার গুলো পানিতে মিশে পুকুরে দেওয়া যাবে কি না ?

    • @FishWorldInfo
      @FishWorldInfo  4 месяца назад

      জি আটা দিয়ে মিশিয়ে বল এর মত তৈরি করে মাছকে খাওয়াতে পারেন

  • @minhasuddinchowdhury4987
    @minhasuddinchowdhury4987 Год назад +2

    মাছের জন্য কোন ভিটামিন টা দিতে হবে নামটা বলবেন দয়া করে?

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад +1

      পোল্ট্রি বা মাছের খাবারের দোকানে জিজ্ঞাসা করলে ওরা দিবে। বাজারে অনেক কোম্পানি আছে।

  • @forhadhossain-eu7fk
    @forhadhossain-eu7fk 2 месяца назад

    চিটাগুড়ের বিকল্প কি?কারন ওটা তো লিকুইড

  • @parsibishal7480
    @parsibishal7480 7 месяцев назад +1

    স্যার কাই কি?

    • @FishWorldInfo
      @FishWorldInfo  7 месяцев назад

      ছোট ছোট বলের মত আকার করে দিতে হবে।

  • @SalmanFarshi808
    @SalmanFarshi808 2 года назад +1

    ভাই বাংলাদেশেতো মিট ও বোনমিল নাই

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      আমাদের এলাকায় ও পাই নায়। না পাওয়া গেলে ফর্মুলা ১ অনুযায়ী খাবার তৈরী করতে হবে।

  • @md.nurmomin775
    @md.nurmomin775 Год назад +1

    কাঁই কি,বুজলাম না।যদি বুজিয়ে বলতেন ভালো হতো।

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      পানি দিয়ে মিচিয়ে আটার মত তৈরী করা।

  • @masumkhan9666
    @masumkhan9666 Год назад +1

    মিট মিল এবং ফিস মিলটা কি ভাই?

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      মিট মিল হলো শুকনো গোস্ত বা নাড়িভুড়ি এর গুড়া। ফিসমিল হলো শুটকি মাছের গুড়া।

  • @MdIsmail-pr6qe
    @MdIsmail-pr6qe Год назад +1

    ছার আমার শিং মাছ খাবার খাচ্ছেনা কি করব।

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      পুকুর সম্পর্কে বিস্তারিত বলেন তাহলে পরামর্শ দিতে সুবিধা হবে।

    • @MdIsmail-pr6qe
      @MdIsmail-pr6qe Год назад

      শিং মাছ ৫ হাজার পিছ। কার্প মাছ ৩০০ পিছ। পুকুর ১৬ সতাংশ। ১ বারে ১ কেজি খাদ্য খেতে পারেনা।সব মাছের উজন ৩ মন হবে।

  • @mahbuburrahman3680
    @mahbuburrahman3680 Год назад +1

    ফিসমিল কি
    ফোন নাম্বারটা দেওয়া যাবে

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      ১. শুটকি মাছের গুড়া।
      ২. ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা হয়ে ওঠে না, আপনার কিছু জানার থাকলে এখানে লিখতে পারেন যত দ্রুত সম্ভব উত্তর দিব।