দক্ষিণ কলকাতার একটি ঐতিহ্যপূর্ণআশ্রম।রামকৃষ্ণ মঠ,বেলুড়(গদাধর আশ্রম)কালীঘাটের সন্নিকটে গদাধর আশ্রম ।
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- এই ভিডিওর মাধ্যমে দেখবেন রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম দক্ষিণ কলকাতার একটি ঐতিহ্যপূর্ণ আশ্রম ইংরেজি 1920 সালের 17 ই নভেম্বর রামকৃষ্ণ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় সম্ভাব্য পূজা পাঠ শিবানন্দজী মহারাজের করকমলে কালীঘাটের সন্নিকটে গদাধর আশ্রম প্রতিষ্ঠা হয়। শ্রীযুক্ত বলরাম বসুর আত্মীয় শ্রী যোগেশ চন্দ্র ঘোষ এর একমাত্র পুত্র গদাধরের স্মৃতিতে এই আশ্রমের সূচনা। স্বামী ব্রহ্মানন্দজী, স্বামী সারদানন্দজী, স্বামী সুবোধানন্দজী এবং স্বামী বিজ্ঞানানন্দ জী শুভ পদার্পণে এই আশ্রম ধন্য। শ্রীমৎ( মাস্টারমশাই) নিয়মিত এসে জব ধ্যান করতেন। শ্রীশ্রীমা উদ্বোধনী অসুস্থ থাকাকালীন এই বাড়ির নেয়ার কথা শুনে আনন্দ প্রকাশ করে বলেছিলেন-''কালিক্ষেত্রে আদিগঙ্গা তীরে ঠাকুরের আশ্রম হবে বেশ হবে। সেরে উঠে ওখানে গিয়ে কিছু কল থাকবো''। কিন্তু তা সম্ভব হয়নি। মায়ের আশীর্বাদ ছিল-এটা পরিষ্কার। আশ্রম প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নিয়মিত ঠাকুরের নিত্য পুজো, অন্নভোগাদির ব্যবস্থা পাট ও আলোচনা এবং বিভিন্ন সেবামূলক কাজ চলবে। এই ব্লক টা দেখার পর আপনারা যদি ভালো মনে করেন তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার
#রামকৃষ্ণ আশ্রম #গদাধর আশ্রম #ভবানীপুর
মঠের কার্যাবলী: গদাধর অভ্যুদয় প্রকল্প, গ্রন্থাগার, জনকল্যাণ, নিত্য পুজো আরতী, নিত্য আধ্যাত্মিক পাট ও আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা। রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম সংলগ্ন একটি দ্বিতল বাড়ি ক্রয় করা হয়েছে। সেখানে ভাড়াটিয়াদের পুনর্বাসন করার বিশেষ প্রয়োজন।
এইসব প্রকল্প চালু রাখার জন্য আর্থিক সহায়তার বিশেষ প্রয়োজন। Ramkrishna math (Gadhar Ashram) এই নামে Cheque/Draft পাঠাবেন (SBI A/CNo.11254245928) রামকৃষ্ণ মঠে প্রদত্ত দান আয়কর আইনের ৮০জি ধারায় সম্পূর্ণ করমুক্ত। শ্রী শ্রী ঠাকুর-মা-স্বামীজীর আশীর্বাদ ও আপনার পরিবারের সকলের উপর বর্ষিত হোক।
......................................
KEY WORDS 💖 💖 💖
Ramkrishna math
গদাধর আশ্রম, ভবানীপুর
Kalighat, Kolkata
দর্শকদের উদ্দেশ্যে বার্তা:-
এই ভিডিও দেখবেন শুধুমাত্র বিনোদনের জন্য এর ভিডিওর যা কিছু নেয়া হয়েছে ইন্টারনেট গ্রন্থ পত্রিকা ও অঞ্চল লোকের মাধ্যমে যদি কোন ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য দায়ী থাকিব না।@JgultiRoy
রামকৃষ্ণ মঠ (গদাধর আশ্রম) এর মতো বেলুড় মঠের একটি গুরুত্বপূর্ণ branch centre কে নিয়ে এরকম অপেশাদার উপস্থাপনা খুবই বেদনাদায়ক।
শিব মন্দির টি বছর দুই, তিন হলো তৈরী হয়েছে। গদাধর আশ্রম অনেক অনেক অনেক বছর আগের।
সঠিক তথ্য জেনে বললে ভালো হয়।
শিব মন্দির বেশী দিন নয়