মাকড়দহ মাতৃ আশ্রম। তারা মায়ের মন্দির। মা তারার স্বপ্নাদেশে এই মন্দির শ্মশানের পাশে প্রতিষ্ঠিতাহয়।
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- এই ভিডিওর মাধ্যমে দেখবেন মাকড়দহ মাতৃ আশ্রম তারা মায়ের মন্দির হাওড়া জেলায় অবস্থিত স্থাপিত 1992। এই মন্দিরে মা তারা ছাড়াও বিগড়ে বজরংবলী ও শিব বিরাজ করছে। মন্দিরের প্রাঙ্গণের পাশে মাকড়দহ শ্মশান আছে। এখানে নিত্য সেবা হয়। 10 ই ফেব্রুয়ারি 2025 বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হইবে। ভোর 5:30 মঙ্গল আরতি ভোর 6:30 এ মায়ের স্নান দুপুর 12:15 মিনিটে মায়ের বিশেষ পুজো আরতি ভোগ নিবেদন ও হোম। বৈকাল তিন ঘটিকায় মায়ের পুজোর প্রসাদ বিতরণ। বৈকাল 5 ঘটিকায় থেকে রাত্রির আর্ট খুব টা পর্যন্ত ভোগ বিতরণ ও নরনারায়ন সেবা। মায়ের মন্দির রাত 10 টা পর্যন্ত খোলা থাকবে।
11 ই ফেব্রুয়ারি 2025 সংস্কৃত অনুষ্ঠান সন্ধ্যা 5:30 উদ্বোধনী অনুষ্ঠান, আবৃত্তি ও অতিথি সম্বর্ধনা, পুরস্কার বিতরণ (অঙ্কন প্রতিযোগিতা)। ভক্তিগীতি পরিবেশনায় বেতার ও দূরদর্শন শিল্পী কৌশিক চ্যাটার্জি ও সম্প্রদায়। পরিস্থিতি অনুযায়ী অনুষ্ঠান সূচি পরিবর্তন হতে পারে। যোগাযোগ: ৯৩৩৯২১৫৪৭৩/৬২৯১৯৮০৭২৭.
*তারা মায়ের মন্দির ও শ্মশান উন্নয়নকল্পে মুক্ত হস্তে দান করুন। এই ব্লক টা দেখার পর যদি ভালো মনে করে থাকেন তাহলে আপনারা শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ। ধন্যবাদ জানাই সকলকে। নমস্কার
#মাকড়দহ #মাতৃ আশ্রম #তারা মায়ের মন্দির #হাওড়া #travel #kolkata #vlog
**********************************************
কি -ওয়ার্ড
মাকড়দহ মাতৃ আশ্রম
তারা মায়ের মন্দির মাকড়দহ।
***************************
এই ভিডিও দেখবেন শুধু বিনোদনের জন্য এই ভিডিও যা কিছু নেয়া হয়েছে ইন্টারনেট গ্রন্থ পত্রিকা ও অঞ্চল লোকের মাধ্যমে যদি কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে তার জন্য দায়ী থাকিবো না।@JgultiRoy