Nisha Lagilo Re || IPDC আমাদের গান || Chanchal Chowdhury & Meher Afroz Shaon

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024
  • আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা।
    অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী (২১ ডিসেম্বর ১৮৫৪ - ৬ ডিসেম্বর ১৯২২; ৭ পৌষ ১২৬১ - ২২ অগ্রহায়ণ ১৩২৯ বঙ্গাব্দ বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তার প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। মরমী সাধনা বাংলাদেশে দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে।
    দেশ, জাতি, ধর্ম এবং লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের একটি ধর্ম রয়েছে, যাকে মানবতা বলে। এই মানবতা সাধনার একটি রূপ হলো মরমী সাধনা। যে সাধনা হাসন রাজার গান এবং দর্শনে পাওয়া যায়। তিনি সর্বমানবিক ধর্মীয় চেতনার এক লোকায়ত ঐক্যসূত্র রচনা করেছেন। তাঁর রচিত গানগুলো শুনলে মনের মাঝে আধ্যাত্মবোধের জন্ম হয়। ১৯০৭ খ্রিষ্টাব্দে তাঁর রচিত ২০৬টি গান নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়। এই সংকলনটির নাম ছিল ‘হাসন উদাস’। এর বাইরে আর কিছু গান ‘হাসন রাজার তিনপুরুষ’ এবং ‘আল ইসলাহ্'সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। ধারণা করা হয়, তাঁর অনেক গান এখনো সিলেট-সুনামগঞ্জের লোকের মুখে মুখে আছে এবং বহু গান বিলুপ্ত হয়ে গেছে। এ পর্যন্ত পাওয়া গানের সংখ্যা ৫৫৩টি। অনেকে অনুমান করেন হাসন রাজার গানের সংখ্যা হাজারেরও বেশি।
    আমাদের এবারের পরিবেশনা মরমী কবি এবং বাউল শিল্পী হাসন রাজা’র একটি জনপ্রিয় গান -
    নিশা লাগিলো রে
    কথা ও সুরঃ হাসন রাজা
    কণ্ঠঃ চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন
    ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া
    সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
    সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
    বিশেষ কৃতজ্ঞতাঃ হাসান আবিদুর রেজা জুয়েল
    এজেন্সিঃ ক্রিয়েটো
    প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু
    চিত্রগ্রহণঃ মিছিল সাহা
    রিদম ডিজাইনঃ মিলন ভট্টাচার্য
    শব্দ প্রকৌশলীঃ চারু ও শামীম আহমেদ
    • ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
    • হাঁড়ি ও জাম্বেঃ মিলন ভট্টাচার্য
    • বাংলা ঢোলঃ নয়ন
    • পারকেশনঃ উজ্জ্বল
    • মারাক্কাসঃ আলম
    • বাঁশিঃ জালাল
    • ড্রামসঃ ডানো
    • বেইজঃ তানিম
    • পিয়ানঃ তমাল
    • ইলেকট্রিক গিটারঃ জোহান
    • নাইলং স্ট্রিং গিটারঃ শুভেন্দু দাস শুভ
    • এস্রাজঃ অশোক কুমার সরকার
    • ট্রাম্পেটঃ কাবিল
    • কিবোর্ডঃ মীর মাসুম
    • আসালাতোঃ জাহিদ
    • কোরাসঃ মন, পিউ,নাশা
    #NishaLagiloRe #IPDCAmaderGaan #ChanchalChowdhuryandMeherAfrozShaon

Комментарии • 8 тыс.

  • @shakibal-hadi4214
    @shakibal-hadi4214 3 года назад +108

    আমাদের সিলেট, সুনামগঞ্জের বিখ্যাত রাজা [ হাছন রাজার ] লিখা গানটা সত্যিই অসাধারণ হয়েছে...
    Thanks a lot IPDC MUSIC ♥

  • @debanjanghosh1359
    @debanjanghosh1359 3 года назад +113

    'সর্বত মঙ্গল রাধে' গানের পর চঞ্চল চৌধুরী এবং শাওন জুটির গানের অপেক্ষায় ছিলাম। অপেক্ষার সুমিষ্ট ফল এই গান শুনে সত্যিই নিশা হয়ে গেছে। পার্থ বড়ুয়াকে ধন্যবাদ এমন চমৎকার সঙ্গীতায়োজনের জন্য

  • @mrigankosirkar1021
    @mrigankosirkar1021 3 года назад +761

    আমি ভারত থেকে দেখছি। বাংলাদেশর এই ধরনের গান অসাধারণ।সব্বাইকে ধন্যবাদ।

  • @anjoyraminuzzaman
    @anjoyraminuzzaman Год назад +75

    বাংলাদেশি হয়ে গর্বিত যে আমার ভাষায় এতো সুন্দর সুন্দর গান লেখা হয়েছে

  • @debajyotighosh7935
    @debajyotighosh7935 2 года назад +128

    চঞ্চল বাবুর অভিনয়ের ভক্ত, উনি এতো ভালো গান করেন, জানা ছিলো না তো..!!! অসাধারণ উপস্থাপনা, কলকাতা থেকে শুভেচ্ছা রইলো। ❤️

    • @nabinbairagi
      @nabinbairagi Год назад

      SUDHU OBHINOI, BA GAAN NOI, UNI EKJON ART-ER SUDENT. TAI OSADHARON CHOBI AKEN O BHASKARJO KOREN.

  • @tomalikadey2808
    @tomalikadey2808 3 года назад +916

    আহা খাঁটি বাঙালিয়ানার স্বাদ পেলাম।চঞ্চল চৌধুরীর চোখে ছাউনি চুলের ভাঁজ!!!!
    আর শাওনের কি এক্সপ্রেশন!!!
    আহা এভাবেই বেঁচে থাকুক আমার বাঙলার সংস্কৃতি ❤️❤️❤️

  • @alomgirabir997
    @alomgirabir997 3 года назад +24

    রাজা মশাই যদি দেখতেন তার প্রেম ভালবাসা আর উদাসীনতা মানুষের মনে কতটা দাগ কেটেছে,উনি না জানি কতটা খুশি হতেন!!
    এই প্রজন্মের মানুষের কাছে হাসন রাজা যেমন প্রিয় তেমনি চঞ্চল চৌধুরী আর মেহের আফরোজ শাওন ও একই রকম প্রিয়...ভালবাসা অবিরাম❤️❤️❤️

  • @shyamalsoren2023
    @shyamalsoren2023 Год назад +107

    আমি পশ্চিমবঙ্গের (ভারত) মালদহ থেকে..... এত সুন্দর উপস্থাপনা মনোমুগ্ধকর.... সত্যিসত্যিই দিল খুশ করে দিল।

    • @MyChannel-h4l
      @MyChannel-h4l  Год назад +4

      ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।

    • @mdchan100
      @mdchan100 Год назад +1

      ​@@MyChannel-h4lবাংলাদেশ থেকে স্বাগতম আপনাদের কে বাংলাদেশে আসার জন্য। ধন্যবাদ

  • @lovelife9787
    @lovelife9787 3 года назад +199

    আমাদের দেশের শ্রেষ্ট অভিনেতা চঞ্চল চৌধুরী উনি খুব ভালো গানও খুব ভালো গায়।

  • @NayanChandraDas
    @NayanChandraDas 3 года назад +116

    একবার দেইখ্যা আর শুইন্যা মন ভরলোনা... কয়েকবার প্লে করলাম
    দুজনের ক্যামেস্ট্রি চমৎকার হয়েছে

    • @asfriendsmedia3460
      @asfriendsmedia3460 Месяц назад

      Sme vai asolei bokal music gula ki aha ak kothay osadaron ipdc ka tnx amder ai rokom gan deyar jonno ❤ doa o vlo basa roilo

  • @moeenulhasan1803
    @moeenulhasan1803 3 года назад +98

    শাওন, হুমায়ুন আহমেদ স্যারের রেখে যাওয়া সেরা চরিত্র। যত দেখি তত অবাক হই, এত ট্যালেন্ট! এত অসাধারণ।
    আর চঞ্চল চৌধুরী তো অসাধারণই❤️❤️❤️

    • @popydas614
      @popydas614 3 года назад

      ঠিক বলেছেন।

  • @md.scoutbashar6872
    @md.scoutbashar6872 Год назад +25

    নেশা লাগিলোরে নেশা লাগিলোরে আসলেই গানটার প্রতি আমার নেশা লেগে গেছে , সমগ্র টিমকে ধন্যবাদ......।
    ২০৫০ সালের জন্য কমেন্ট করে গেলাম।

    • @MyChannel-h4l
      @MyChannel-h4l  Год назад +3

      বাংলার সংস্কৃতির ইতিহাস এবং ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে আরও অনেক বছর ধরে রাখার জন্যই আমাদের এই আয়োজন। আমরা যেন কখনো না হারাই তাই সবসময় আমাদের সাথেই থাকবেন। ❤️

    • @gamingpro3272
      @gamingpro3272 9 дней назад

      🎉

  • @avijitkoley6187
    @avijitkoley6187 2 года назад +59

    আমি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে একজন আপনাদের চ্যানেলে চঞ্চল দা এবং শাওন দিদির গান শুনি, আমি চঞ্চল দা শাওন দির একজন ফ্যান হয়ে গেছি। ওনাদের আরও অনেক গান শুনতে চাই।

  • @tusar866
    @tusar866 3 года назад +177

    অসাধারণ! এই গানটার প্রেমে পড়েছি হুমায়ূন স্যারের আগুনের পরশমণি মুভির মাধ্যমে!আজকে স্যারের মৃত্যুবার্ষিক😞

  • @soumyabanerjee2869
    @soumyabanerjee2869 3 года назад +98

    গানের আবহ টাই স্বর্গীয় হয়ে উঠেছে ওনাদের দুজনের সুর আর মুখের অভিব্যক্তি র জন্যে l সঙ্গে chorous যারা গাইলেন তারা ও যন্ত্রে যারা ছিলেন তারাও সব্বাই কার মিলিত প্রচেষ্টায় গানটা সত্যিই এপিক হয়েগেছে l এই পশ্চিমবঙ্গেও ইমন এই গানটা খুব সুন্দর উপস্থাপনা করলেও সেটা চঞ্চল -মেহের আফরোজ শাওন এর টির সঙ্গে তুলনীয় নয় l এই লোকগীতি কে এই ভাবে উপস্থাপনা করার কথা যে পরিচালক ভেবেছিলেন তাঁকে অসংখ্য ধ্যন্যবাদ l

  • @subratabhattacharyya7576
    @subratabhattacharyya7576 2 года назад +32

    অত্যন্ত সুন্দর উপস্থাপনা। যত বারই দেখি না কেন মনের আশ মেটে না। বার বার দেখতে ও শুনতে ইচ্ছে করে। প্রতিটি শিল্পীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। দেশ আমাদের বুক চিরে আলাদা করে দিয়েছে কিন্তু মন থেকে আমরা এখনো একই আছি। ভারতবাসী হয়েও বাংলা আমার মা। মাকে আলাদা করা যায় না। আরও এইরকম মর্মস্পর্শী গান আমাদের উপহার দিন। ভালো থাকবেন। প্রণাম নেবেন।

  • @TushanBlog
    @TushanBlog 3 года назад +68

    যত শুনি মুগ্ধ হয়ে যাচ্ছি।
    আর বুঝতে পারছি হুমায়ুন স্যার শাওন ম্যামের প্রেমে কেন এত মজেছেন।

  • @kobialanam4532
    @kobialanam4532 3 года назад +107

    ডুয়েট কণ্ঠে বহু গান শুনেছি। এই দু'জনের গানে চোখের যে ভাষা ও ইঙ্গিত তা অন্য কারো ডুয়েটে দেখিনি। এইটা এপিক!

    • @soumyabanerjee2869
      @soumyabanerjee2869 3 года назад +5

      গানের আবহ টাই স্বর্গীয় হয়ে উঠেছে ওনাদের দুজনের সুর আর মুখের অভিব্যক্তি র জন্যে l সঙ্গে chorous যারা গাইলেন তারা ও যন্ত্রে যারা ছিলেন তারাও সব্বাই কার মিলিত প্রচেষ্টায় গানটা সত্যিই এপিক হয়েগেছে l এই বঙ্গেও ইমন এই গানটা খুব সুন্দর উপস্থাপনা করলেও সেটা চঞ্চল -মেহের আফরজ শাওন এর টির সঙ্গে তুলনীয় নয় l এই লোকগীতি কে এই ভাবে উপস্থাপনা করার কথা যে পরিচালক ভেবেছিলেন তাঁকে অসংখ্য ধ্যন্যবাদ l

    • @bishwajitshikdar1881
      @bishwajitshikdar1881 3 года назад +1

      জাত অভিনয় শিল্পী দুজনেই

  • @sangbadsochhar7262
    @sangbadsochhar7262 2 года назад +714

    আমি পশ্চিমবঙ্গের মানুষ,বাংলা গানের এত সুন্দর উপস্হাপনা ভাবাই যায় না।ভগবান যে কেন আমাদের আলাদা করল মনে হলে ভিষন রাগ হয়।মনে হয়ে এক ছুটে চলে যাই আপনাদের কাছে।

    • @nipahamida3801
      @nipahamida3801 2 года назад +20

      আপনার আমন্ত্রণ রইল

    • @shamsmulla8467
      @shamsmulla8467 2 года назад +12

      আসেন

    • @joyontijoyonti695
      @joyontijoyonti695 2 года назад +10

      Nimontronno roilo

    • @kazishuvo412
      @kazishuvo412 2 года назад +11

      দাওয়াত/ নিমন্ত্রণ রইল। আইসেন।।

    • @jahangirdewan4309
      @jahangirdewan4309 2 года назад +14

      আসে ভাই যতোদিন মন চায় থেকে যাবেন

  • @apurbaadak6317
    @apurbaadak6317 8 месяцев назад +8

    2 to gan just fatafati kono kotha bola jabai na ❤❤❤❤❤❤❤ osa dharon perform

  • @AbuSadatt
    @AbuSadatt 3 года назад +43

    অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা।
    যুবতী রাধের মতো এটাও হিট হবে🥰❤️❤️
    শুভ কামনা শ্রদ্ধেয় চঞ্চল চৌধুরী & মেহের আফরোজ শাওন 🌻

  • @deepdey6068
    @deepdey6068 3 года назад +395

    খুব সুন্দর গান।। শাওন ম্যাডাম এবং চঞ্চল চৌধুরী এর খুব সুন্দর পরিবেশনা।।
    অনেক ভালোবাসা বাংলাদেশ কে।। 🇧🇩🇮🇳

  • @mdmorshedulislam1195
    @mdmorshedulislam1195 3 года назад +154

    চঞ্চল দাদার বাঁকা দাঁতের হাসি এবং শাওনের গানের সাথে তাল মেলানো অসম্ভব সুন্দর হয়েছে।

    • @cctvbangla4820
      @cctvbangla4820 3 года назад +2

      বাকা দাঁতের হাসি নাকি বাকা ঠোঁটের হাসি হবে

  • @HinduSanataniBharat
    @HinduSanataniBharat Год назад +5

    আমি পশ্চিমবঙ্গ থেকে। চঞ্চল বাবুর অভিনয় তার সাথেই তার গানের ফ্যান হয়ে গেছি, এই গানে শাওন ম্যাডাম ও চঞ্চল বাবুর যৌথ অসাধারন অভাবনীয় পরিবেশন। ❤❤

  • @rajendrabhattacharya4018
    @rajendrabhattacharya4018 3 года назад +26

    অসাধারণ। অভিনয় আর গান দুই শিল্প মিলেমিশে একাকার হয়ে এক অনন্য শিল্পকলায় উন্নিত হয়েছে। কলকাতা থেকে পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই।

  • @sarkermamun8567
    @sarkermamun8567 3 года назад +234

    কতটা ভালোবাসা থাকলে গান এখনো আসেনি সবাই এসে বসে রয়ছে,, গান শুনবে বলে,,, এটাই হয়তু ভালোবাসা

    • @sayedahamad4288
      @sayedahamad4288 3 года назад

      আগেবে বানান ভুল করছেন অনেক।

    • @SharminSultana-22
      @SharminSultana-22 3 года назад +2

      @@sayedahamad4288 আগেবে নয় আবেগে হবে।ভুল ধরতে এসে আপনিও ভুল করেছেন।😁
      see you not for mind..😆

    • @ariyan-mim
      @ariyan-mim 3 года назад +2

      ha ha react er jonno jor dabi janacchi

    • @sayedahamad4288
      @sayedahamad4288 3 года назад

      @@SharminSultana-22 have a relax

    • @sharminsathi842
      @sharminsathi842 3 года назад

      😀😀😀😀

  • @subhobhattacherjee9523
    @subhobhattacherjee9523 2 года назад +147

    বাংলা লোকগীতি কে এভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।মেহের আফরোজ শাওন,চঞ্চল চৌধুরী এবংসমস্ত কলাকুশলীরা অনবদ্য!

  • @shuhanahmed0903
    @shuhanahmed0903 Год назад +14

    আমাদের সিলেটের কৃতি সন্তান সাধক দেওয়ান হাছন রাজা চৌধুরীর কালজয়ী সৃষ্টি গানগুলির একটি গান আবারো নতুন রুপে জনসম্মুখে নিয়ে আসার জন্য ধন্যবাদ❤ দুই জনের কন্ঠেই অসাধারণ মানিয়েছে গানটা❤সেই সাথে অঙ্গ ভঙ্গি টাও অনেক মানিয়েছে😊

  • @আমি-ধ৪ঘ
    @আমি-ধ৪ঘ 3 года назад +244

    হিন্দি গানের ভিড়ে হারিয়ে যাওয়ার পর যখন IPDC গান গুলো শুনি তখন আবার বাংলা গানে ফিরে আসতে মন চায়

    • @masumbilla9187
      @masumbilla9187 3 года назад +8

      বাংলা ফিরে আসো ভাই এটার। মজা সুধু আমরা বাংলার মানুষ বুঝি

    • @hptv5368
      @hptv5368 2 года назад +1

      Good luck

  • @shimulislam1073
    @shimulislam1073 3 года назад +93

    আমরা সত্যিই ভাগ্যবান যে আমাদের একজন চঞ্চল চৌধুরী আছে।
    কৃতজ্ঞতা শাওন আপা ও সংশ্লিষ্ট সকলকেই।

  • @dolanchandradas900
    @dolanchandradas900 3 года назад +32

    IPDC এর যত গান রিলিজ হয়েছে,সব গান ডাউনলোড করে ফোনে রাখছি, এই গান টার জন্য অপেক্ষায় রইলাম....
    IPDC ❤️❤️❤️

  • @Bangladeshicanadianmom78
    @Bangladeshicanadianmom78 Год назад +7

    চঞ্চল চৌধুরি এবং শাওন এর গাওয়া গান গুলো সত্যি চমৎকার
    বাংলা গান শুনার আগ্রহ আরো বেরে যায়
    আরো নতুন গান আপনাদের কাছ থেকে শুনতে চাই

  • @MOHADEVintirior
    @MOHADEVintirior 3 года назад +48

    বাংলাদেশের সেরা জুটির কাছ থেকে আরেকটি অসাধারণ সুন্দর গান শুনতে পেলাম।
    গানের মিউসিক ও খুবই সুন্দর।
    ভারতবর্ষ থেকে জানাই আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা।
    ❤ from INDIA

  • @amalenduhait4485
    @amalenduhait4485 3 года назад +497

    এপার ওপার বলে কিছু নেই। শিল্পীদের কোন ভৌগলিক রেখা দিয়ে আটকে রাখা যায় না। তাদের সৃষ্টি সবাইকে যেন নূতন করে মুগ্ধ করেছে। ভারত থেকে ধন্যবাদ জানাই সাড়াজাগানো এই জুটিকে।

    • @pampakundu1305
      @pampakundu1305 3 года назад +1

      সীমার বাইরে অসীম। শিল্প ও শিল্পী।

    • @MixvlogsJapanShorts
      @MixvlogsJapanShorts 3 года назад

      Last resting place in japan Vlog
      ruclips.net/video/Pg6muW0Zo4E/видео.html

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz Год назад +1

      বাংলাদেশ থেকে শুভেচ্ছা।
      যতদিন পদ্মা,মেঘনা,যমুনা বহমান থাকবে ততদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে।
      ওপার বাংলা নয় বাংলাদেশ!
      🇧🇩

  • @diptamodak7393
    @diptamodak7393 3 года назад +300

    সর্বতমঙ্গল রাধের পর আরেকটি অসাধারণ সৃষ্টি। এই জুটির তুলনা হয় না।পার্থদা অসাধারণ।

  • @krittikaslifestyle2329
    @krittikaslifestyle2329 2 года назад +10

    অসাধারন, এমন গান আরো শোনার ইচ্ছা রইল । পরিবেশনা, উপস্থাপনা,শিল্পীদ্বয়ের অভিব্যক্তি গানটিকে অন্য মাত্রা দিয়েছে । তার সঙ্গে উপযুক্ত যন্ত্রশিল্পীদের সহযোগিতায় আমরা এমন একটি গান পেলাম । সমগ্র দলটিকে আন্তরিক শুভেচ্ছা জানাই ।
    ভালোবাসা জানাই পশ্চিমবঙ্গ থেকে ।

    • @MyChannel-h4l
      @MyChannel-h4l  2 года назад

      দর্শকদের মনে জায়গা করে নেওয়াতেই আমাদের স্বার্থকতা। আপনার মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। এত দূরে থেকেও আমাদের গান শোনার জন্য আপনাকে ধন্যবাদ।

  • @pradiptadas1655
    @pradiptadas1655 3 года назад +383

    ভারত থেকে দেখছি ।
    অনবদ্য , অভূতপূর্ব, আরও অনেক অনেক বেশী এই জুটির গান আমাদের কে উপহার দেওয়ার অনুরোধ রইল

  • @pradipbhattacharjee3980
    @pradipbhattacharjee3980 2 года назад +176

    কী অপূর্ব পরিবেশনা... অন্তরলোক থেকে উৎসারিত হল স্বস্তি স্বস্তি স্বস্তি...ভারতের প্রদীপ 🙏🙏🙏

    • @ssmusicworld822
      @ssmusicworld822 8 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤🎉🎉

  • @snehasishbagchi5574
    @snehasishbagchi5574 2 года назад +106

    নবদ্বীপ, নদীয়া, পশ্চিম বংগ, ভারত থেকে দেখলাম এবং মুগ্ধ হলাম। চঞ্চল চৌধুরীর অভিনয়ে তো মুগ্ধ ছিলাম, আজ তাঁর গায়কী নতুন করে মুগ্ধ করলো। অসাধারণ, অতুলনীয়।

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz Год назад +1

      I think you don't know about Shawn Ma'am!😂

  • @sandipghosh3518
    @sandipghosh3518 11 месяцев назад +6

    চঞ্চলবাবুর অভিনয় ও গান দুইই অপূর্ব। তাঁকে আরও বেশী করে টলিউডে দেখতে চাই। Love from Kolkata

  • @rochishnukajalghosh3362
    @rochishnukajalghosh3362 2 года назад +377

    ভারতবর্ষ থেকে বলছি, চঞ্চল চৌধুরী ও শাওন এর গলায় আরো অনেক গান শুনতে চাই, দুজনের যৌথ পরিবেশনা অসাধারণ 👌👌👌

    • @toponkumarhazra8579
      @toponkumarhazra8579 Год назад +8

      মনপুরা সিনেমার গানগুলো শুনবেন চঞ্চল দার প্রেমে পড়ে যাবেন।

    • @anikeshchakraborty6327
      @anikeshchakraborty6327 Год назад

      ekdom

    • @sristedev5259
      @sristedev5259 Год назад +1

    • @somamukherjee8267
      @somamukherjee8267 9 месяцев назад

      Akdom

    • @sanjoykumar5508
      @sanjoykumar5508 7 месяцев назад

      আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার....চঞ্চলতার নতুন গাড়ি এসেছে শুনেন অনেক সুন্দর হয়েছে গানটা

  • @debikabhaduri8583
    @debikabhaduri8583 3 года назад +222

    আহা কি অপূর্ব 🖤 বার বার শুনেও মন ভরে না। পরিবেশ, মিউজিক, দুই শিল্পী, এক্সপ্রেশন সব মিলিয়ে প্রাণ জুড়িয়ে যায়৷ সমগ্র টিমকে ধন্যবাদ। 🙏😍

  • @sarbaniroy4194
    @sarbaniroy4194 3 года назад +905

    আমি ভারতের ব্যঙগালোর থেকে লিখছি, এতদিন চঞ্চল চৌধুরীর অভিনয়ে মুগ্ধ ছিলাম এবার গায়ক চঞ্চল চৌধুরী কে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানালাম,❤️

  • @RekhaAkter-w9c
    @RekhaAkter-w9c Год назад +1

    এত সুন্দর পরিবেশনা আর বাঙালি বেশ।সুরের মাঝে যেন বাংলার মাটির একটা সুমধুর ঘ্রান।আহা আমার বাঙালি সংস্কৃতি!!

  • @deyprasun
    @deyprasun 3 года назад +2276

    কলকাতা থেকে বলছি।গত বারের সর্বত মঙ্গল রাধে গানটির পর আরেকটি অসাধারণ পরিবেশন।বাংলার প্রচলিত পল্লীগীতি নিয়ে এরকম আরো গান হোক।সকলকের জন্য শুভ কামনা রইল।

    • @MyChannel-h4l
      @MyChannel-h4l  3 года назад +68

      ধন্যবাদ

    • @banglamove4466
      @banglamove4466 3 года назад +4

      ruclips.net/channel/UCan8NqIaBU-Z9kodrECTj2w

    • @evn1848
      @evn1848 3 года назад +6

      P

    • @আগামীরপথে-ম৬চ
      @আগামীরপথে-ম৬চ 3 года назад +28

      সুরা লোকমান এ-র ৬নং আয়াতে বলা হয়েছে, যারা গান-বাজনা করে তাদের জন্য রয়েছে অবমাননা কর শাস্তি।

    • @osamaabdurrahim9146
      @osamaabdurrahim9146 3 года назад +65

      @@আগামীরপথে-ম৬চ apni eikhane keno? Tar mane apnio haram kaj korchen...

  • @mdashrafulislammala8668
    @mdashrafulislammala8668 3 года назад +126

    বাংলা নাটক জগতের প্রথম ভালোবাসা চঞ্চল চৌধুরী। আর তার কন্ঠের কথা কি বলবো,যা বলবো তাই কম হবে।🥰🥰

  • @selimrezashimul7017
    @selimrezashimul7017 3 года назад +94

    যত দিন যাচ্ছে ততো মুগ্ধ হচ্ছি। বাংলা গানের প্রেমে পরছে সবাই এই দুজনের জন্য।

  • @a.j.abdulmomen5868
    @a.j.abdulmomen5868 2 месяца назад +1

    এহেণ উন্নত শিল্গীদের গুণকির্তন করার মতো ভাষা আমি হারিয়ে ফেলিয়াছি ৷ প্রকৃতি তাঁদের প্রতি সদয় হোক এই প্রত্যশা রইল ৷

  • @nasiruddin1567
    @nasiruddin1567 3 года назад +132

    এক কথায় অনবদ্য পারফরম্যান্স! এভাবেই নতুন প্রজন্মের কাছে আমাদের দেশীয় লোক সংগীত ও সংস্কৃতিকে তুলে ধরুন❤️

  • @priyambarua6996
    @priyambarua6996 3 года назад +34

    অসাধারণ সঙ্গীত আয়োজন পার্থ দা। দাদার জন্য শুভ কামনা।IPDC ও আমাদের গান আপনার হাত ধরে, আরো হবে অম্লান এই প্রত্যাশায় থাকলাম @ParthaBarua

  • @Liton76RU
    @Liton76RU 3 года назад +19

    চঞ্চল দাদা এবং শাওন দিদি দারুণ গেয়েছেন। অন্যান্য সহযোগী শিল্পীবৃন্দ ভালো গেয়েছেন। যন্ত্র শিল্পীবৃন্দ ভালো বাজিয়েছেন।

  • @rahimahmed6712
    @rahimahmed6712 10 месяцев назад +2

    রুহ অবদি কেঁপে উঠে এসব গান শুনলে। হাসন রাজা এসব কি রেখে গেলো আমাদের জন্য। আমরা সিলেট বাসী সত্যিই গর্বিত।

  • @samirdutta6954
    @samirdutta6954 3 года назад +63

    চঞ্চল বাবু অনেক ভালোবাসা।আপনার হাসির ব্যাখ্যা খুঁজে পাওয়া অসম্ভব।আপনার সঙ্গিনী কে ভালো মানিয়েছে। এপার বাংলার পশ্চিমবঙ্গ থেকে অনেক শুভেচ্ছা ❤️❤️🇮🇳

    • @redwanremon5578
      @redwanremon5578 3 года назад

      তার সঙ্গীনী হুমায়ুন আহমেদের বউ

  • @BHRIGUDAS-1987
    @BHRIGUDAS-1987 3 года назад +53

    যতবার শুনি তারপর ও আবার শুনতে ইচ্ছে করে। ইউটিউব এ এই গানটি আর ও অনেকে গেয়েছেন কিন্তু এই দুই শিল্পীর সুর ও এক্সপ্রেশন দুইটি মন কেড়ে নিয়েছে। সত্যি অসাধারণ। রাতে ঘুমাতে গিয়ে গানটি একবার না শুনলে ঘুম ই আসে না। সত্যি নেশা লেগে গেছে। ❤❤❤❤❤❤❤

  • @SanatanExpress
    @SanatanExpress 3 года назад +1634

    হাসন রাজা এবং পিয়ারীকে চোখের সামনে দেখতে পেলাম। চঞ্চল দা, শাওন দি ভালোবাসা রইল তোমাদের জন্য।
    Love from Kolkata

    • @mi-explore
      @mi-explore 3 года назад +20

      Please add the man behind scene Partho da in your thanks giving list.

    • @DREAMSHORT143
      @DREAMSHORT143 3 года назад +6

      ruclips.net/video/bCeVVjdjP90/видео.html

    • @আগামীরপথে-ম৬চ
      @আগামীরপথে-ম৬চ 3 года назад +20

      ঐ দিকে হুমায়ুন আহমেদের কবরে আগুন দাউদাউ করে জ্বলতেছে।

    • @banglamove4466
      @banglamove4466 3 года назад +3

      ruclips.net/channel/UCan8NqIaBU-Z9kodrECTj2w

    • @onlinehelptipsbd843
      @onlinehelptipsbd843 3 года назад +3

      মম
      যমম
      মম

  • @Debkanta_Manna
    @Debkanta_Manna Год назад +2

    আমি পশ্চিমবঙ্গের, সবুজে ঘেরা ‘ঝাড়গ্রাম’ জেলার একজন শ্রোতা। এই generation এর যুগে trending হাজার হিন্দি গানের মাঝেও যখন এই ধরণের গান শুনি, গানের সুর, তাল, বাজনা, তার চেয়েও বড়ো কথা গানটা আমাদের সামনে উপস্থাপনা করার সময় ওনার অন্তরের ভাব-ভঙ্গি এর কাছে গানটির মাঝে নিজেকে যেন হারিয়ে ফেলি বার বার। এই ধরণের গান যতবার শুনি ততবার নিজেকে বাঙালি বলে গর্ববোধ করি। আমি গর্বিত আমি বাঙালি।❤

  • @rupkumarbiswas1497
    @rupkumarbiswas1497 3 года назад +27

    এক কথায় অসাধারণ অনবদ্য।। অনেক অনেক ভালোবাসা রইলো চঞ্চল চৌধুরী দাদা ❤️❤️😘😘

  • @asifeqball3091
    @asifeqball3091 3 года назад +29

    শাওন আপু, আপনি সত্যি এক্সট্রা ট্যালেন্টেড। তাছাড়া এতো সুন্দর গান করা সম্ভব নয়। চঞ্চল ভাই ও সেই জিনিয়াস! লাভ ইউ অল!💗💗💓💓💜💜❤️❤️

  • @shrijaghosh6345
    @shrijaghosh6345 3 года назад +475

    কী অনবদ্য উপস্থাপনা.. সত্যি বাংলাকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।❤️ শাওন ও চঞ্চল চৌধুরী প্রিয় শিল্পী হয়ে গেলেন।

    • @mgsrazu1092
      @mgsrazu1092 3 года назад +1

      ধন্যবাদ

    • @shobnom1821
      @shobnom1821 3 года назад +1

      ❤️💯

    • @mdsakibalom4071
      @mdsakibalom4071 3 года назад +2

      Bangla manei Bangladesh 🥰

    • @shadinkumar2707
      @shadinkumar2707 3 года назад +18

      আর বাংলাকে সবথেকে বেশী বিকৃত ও অসম্মান করা হয়েছে পশ্চিম বাংলার দ্বারা। ভালো কিছু তো করতেই পারে না - বরং বাংলাকে সবজায়গায় অসম্মান করে। রিয়েলিটি শো,সিরিয়াল কথিত বিশেষ দিবসে বেশ্যাগিরি আর ভাষা বিকৃতি ছাড়া পশ্চিমবাংলা বাংলাভাষাকে কিছুই দেয়নি। বরং যারা দিয়েছিলো সেই রবীন্দ্রনাথ, নজরুলের নিত্যনতুন অপমানের পন্থা তারা বের করে। ধিক্কার জানাই। বাঙালী বলে পরিচয় দেওয়ার কোন অধিকার তাদের নেই। ছি!

    • @paulray9650
      @paulray9650 3 года назад

      Apni Onek cute

  • @rdm6468
    @rdm6468 Год назад

    গানটির নেশায় জড়িয়ে গেলাম আরেকটু। এতো সুন্দর উপস্থাপনা 🙏।
    বিশেষ করে চঞ্চল চৌধুরী ও শাওনের কেমিস্ট্রি টা অনবদ্য ❤। ওনারা গান করছেন না, গানের ভাবসাগরে ডুব দিয়েছেন। গানটিকে একেবারে জীবন্ত করে তুলেছেন এই দুই শিল্পী 🎉।

  • @triptoadhikary8896
    @triptoadhikary8896 3 года назад +235

    চঞ্চল স্যারের এইবারের গেটাপ টা পুরো জেন্টালমেন্ট এর মত ছিলো🙂,,,আর কন্ঠের সাথে এক্সপ্রেশন টাও যোসস ছিলো😇😇,,আর শাওন ম্যামের চাহনি ও অনেক বেশি সুন্দর ছিলো😍😍😍

  • @sajibbhattacharjee5823
    @sajibbhattacharjee5823 3 года назад +11

    অবস্থা যা দাঁড়াচ্ছে, এই জুটির গানে আর পার্থদা'র পরিচালনা- এই হারমোনির কাছে খুব গভীরভাবে বাঁধা পড়ে যাচ্ছি।। এখন শুধুই পরের গানের অপেক্ষা... ভালোবাসা রইল

  • @pulpy4409
    @pulpy4409 3 года назад +60

    চোখ বন্ধ করে হেডফোন দিয়ে শুনলে অন্য রকম অনুভুতি পাওয়া যায় ,যা অসাধারণ পরপর ৪বার শুনলাম

  • @11-sr-premio-zakigonj-bish82
    @11-sr-premio-zakigonj-bish82 3 года назад +168

    বাংলার পুরোনো গানের ঐতিহ্য ধরে রাখার জন্য,এই টাইপের গানগুলোই যতেষ্ট✌️
    বাকা দুই নয়নে নিশা লাগিলো রে😍😍😍✌️🇧🇩✌️❣️✌️

  • @subashdash2609
    @subashdash2609 3 года назад +27

    একটি মানুষ কতটা জ্ঞান অর্জন করলে সব ধীক থেকে সেরা হতে পাড়ে।
    অসাধারণ প্রতিভা তাহার সর্ব্বাঙ্গিন মঙ্গল কামনা করচি।

    • @mariamislam2825
      @mariamislam2825 3 года назад

      এতগুলো বানান ভুল

  • @ইয়াংছেলেকোটিপতি

    নেশা লাগিলো রে...
    চঞ্চল চৌধুরী স্যার এবং শাওন ম্যাম এর আরেকটি অসাধারণ যুগলবন্দী পারফরমেন্স ❤️
    কথা ও সুর:হাসন রাজা

  • @mohammadhaque2295
    @mohammadhaque2295 2 года назад +43

    Many, many thanks dear brothers and sisters from India for appreciating songs and fusion music from Bangladesh. Our literary and musical talents abound. We only need to appreciate and understand this with open mind and heart.

  • @souvikkoley576
    @souvikkoley576 3 года назад +62

    অনবদ্য উপস্থাপনা, বাংলার পল্লীগীতি কে আপনারা অন্য মাত্রা দিয়েছেন। চঞ্চল স্যার, শাওন ম্যাম ও ' আমাদের গান ' কে ভারতবর্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।❤

  • @RubelAhmed-zi8ij
    @RubelAhmed-zi8ij 3 года назад +31

    এই গানটি অনেক শিল্পীর কন্ঠে শুনেছি আমার কাছে চঞ্চল শাওন জুটিই বেস্ট খুবই সুন্দর গেয়েছেন অভিনন্দন আপনাদের দুজনকে

  • @yasminakhter8914
    @yasminakhter8914 3 года назад +114

    দুজনই বেস্ট। যেমন অভিনয় শিল্পী তেমন কন্ঠ শিল্পী। অনেক ভালোবাসা রইলো🥰🥰

  • @malabikathakur784
    @malabikathakur784 Год назад +2

    খুব সুন্দর লাগলো। চঞ্চল বাবুর অভিনয় এবং গান দুইই অসাধারণ। ভারতীয় হয়েও মনে প্রাণে বাংলাদেশ ভালোবাসি।দুই দেশ ই এক।

    • @MyChannel-h4l
      @MyChannel-h4l  Год назад

      আপনার কমেন্ট আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করব আমরা।

  • @tawsifmahmud8792
    @tawsifmahmud8792 3 года назад +31

    শাওন আপু, চঞ্চল চৌধুরি, এবং ফজলুর রহমান বাবু স্যার এরা ঈদের চাদের মত বছরে দুইবার আসে, যখন আসে তখন সারাদুনিয়ায় ভক্তদের প্রশংসায় ভাসে,অসাধারণ তাদের গান গুলি 👌

  • @asifsohan2388
    @asifsohan2388 3 года назад +44

    চঞ্চলের চাহনি, চুলের ভাঁজ ফুল প্লেয়ার!!💯💯
    ফুল ক্যারেক্টরে ঢুকে গেছে!!❤️❤️

  • @pankajbarmanprodhan
    @pankajbarmanprodhan 2 года назад +74

    আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলা থেকে বলছি বাংলাদেশ এর নাটক ও এই গান গুলো অসাধারণ,যার কোনো তুলনায় হয় না,চঞ্চল বাবু ও শাওন দিদি র কণ্ঠে আরো গান চাই

    • @shibdhanshil8125
      @shibdhanshil8125 8 месяцев назад

      কোচবিহারের কোথায় বাড়ি

  • @GolperGramophone
    @GolperGramophone 6 месяцев назад

    অপূর্ব, বার বার শুনতে ইচ্ছে করে এমন‌ সুন্দর গান। আমি ব্যাঙ্গালোরে থাকি কিন্তু এই গান টা শুনে মনে হয় , আমি যেন‌ বাংলা দেশ কে অনুভব করতে পারছি এখান‌ থেকেই।

  • @indrajitdebnath8652
    @indrajitdebnath8652 3 года назад +41

    সত্যিই অসাধারন, বলবার ভাষা নেই, চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন দুজনকেই ধন্যবাদ এতো সুন্দর গান পরিবেশন করার জন্য, মিউজিক অসাধারণ, প্রত্যেক বাদ্যযন্ত্রের পরিবেশন অসাধারন

  • @nargisakterasha9446
    @nargisakterasha9446 3 года назад +366

    Chonchol Chowdhury is a living legend..যেমণ অভিনয় তেমন গানের গলা।আমরা পাবনাবাসী গর্বিত এমন একজন মানুষ আমাদের এলাকার বলে

    • @nabiscoredwanvlogs8055
      @nabiscoredwanvlogs8055 2 года назад +6

      Akdom thik bolsen

    • @amardas5155
      @amardas5155 2 года назад +2

      D

    • @shohel6193
      @shohel6193 2 года назад +3

      Yes

    • @sardar_nayem_islam
      @sardar_nayem_islam 2 года назад +6

      আমাদের পাবনার গর্ব চঞ্চল চৌধুরী 🥰🥰

    • @abdullahalgalib4429
      @abdullahalgalib4429 2 года назад +3

      উনি শুধু পাবনার না।
      উনি আমাদের পুরো বাংলাদেশের।

  • @AliAhad72
    @AliAhad72 3 года назад +205

    দুইজনেই জাত আভিনয় শিল্পী, গানের মধ্যেও কি সুনিপুণ অভিনয় 😳😳

  • @md.jakariaahmed3023
    @md.jakariaahmed3023 Год назад

    হাসন রাজার এই অনবদ্য সৃষ্টিকে এত সুন্দর প্রতিস্থাপন করেছেন চঞ্চল চৌধুরি মহাশয় ও মেহের আরফোজ শাওন যে সত্যি যতবার শুনি ততই মোহিত হয়ে পড়ি , অনেক স্মৃতি দরজায় উঁকি মেরে বলে আবার ফিরবি নাকি অতীতে , তবে না থাক। এই বেশ ভালো আছি। অনেক ভালোবাসা গুণমুগ্ধ শ্রোতা ....

  • @rubaiyatahnaftazwar3154
    @rubaiyatahnaftazwar3154 3 года назад +99

    উফফ!হুমায়ুন স্যার কেন যে শাওনের প্রেমে পাগল হইছিলেন তা এখন বুঝছি...অসাধারণ কন্ঠ,এক্সপ্রেশন জাস্ট কিউট 🥰

    • @jinatjahanmoni7989
      @jinatjahanmoni7989 3 года назад +5

      আসলেই,,যত দিন যাচ্ছে তত কিউট হচ্ছে আর গায়কি ত বলতে হচ্ছেনা আর

    • @hrittikazaman6396
      @hrittikazaman6396 3 года назад +4

      She is a real talented artist

    • @maitreyeepaul1125
      @maitreyeepaul1125 3 года назад +2

      She is talented and very attractive

    • @hrittikazaman6396
      @hrittikazaman6396 3 года назад +1

      @Jannat Fancy that's great!

  • @alpibiswas9268
    @alpibiswas9268 3 года назад +26

    এই আমাদের গানের সেরা জুটি চঞ্চল চৌধুরী আর শাওন। খুব ভালো লাগে। এঁনাদের আরও গান শুনতে চাই।

  • @Sonatonishoktibhola
    @Sonatonishoktibhola 3 года назад +94

    কমপক্ষে ১০০ বার শোনা হয়ে গেছে তবুও মন ভরে না।। অসাধারণ দাদা ও দিদি❤️❤️

    • @finddfacts6056
      @finddfacts6056 3 года назад

      ruclips.net/video/8F68JbNYL2c/видео.html

    • @moondas7422
      @moondas7422 3 года назад

      same here😊♥

  • @TanayGhosh-hv4hi
    @TanayGhosh-hv4hi 8 месяцев назад +1

    অসম্ভব সুন্দর উপস্থাপন আমি ভারতের মানুষ প্রাতিদিন একবার করে শূনি

  • @AlAminHossain-rx5um
    @AlAminHossain-rx5um 3 года назад +17

    শাওন সবসময় ই প্রিয় অভিনেত্রী। চঞ্চল দার কথা আর কি বলবো। সর্বতমঙ্গল রাধে তাদের অতূলনীয় সৃষ্টি।

  • @kr.nahidhasan5938
    @kr.nahidhasan5938 3 года назад +29

    পুরনো গানগুলো এমনিতেই ভালো লাগে আর এখন তাদের গান গাওয়ার যে কৌশল,আবিস্কার আমাকে মুগ্ধ করেছে.. ধন্যবাদ দুই লিজেন্ড

  • @moonmoon3718
    @moonmoon3718 3 года назад +34

    "সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা" এই গানটা অসাধারণ এই জুটি কে দিয়া গাওয়ানোর অনুরোধ করছি❤️

  • @bangalisobpare2772
    @bangalisobpare2772 Год назад +2

    চঞ্চল দার প্রতি শ্রদ্ধা আরোই বেড়ে চলেছে। ভারত,পশ্চিমবঙ্গ, বর্ধমান থেকে রইলো ভালোবাসা।❤️❤️

    • @MyChannel-h4l
      @MyChannel-h4l  Год назад +1

      তিনি তাঁর গানের গলার জাদু দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তাই সকলেই আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।

  • @thebongchallenger5869
    @thebongchallenger5869 3 года назад +28

    শাওনের কণ্ঠে হৃদয় ছুঁয়ে যায়, আর এক্সপ্রেশন উফ্! যতবার শাওনের গান শুনি, ততবার ভিডিও দেখতে ইচ্ছা করে। অন্যথায় প্রাণ ভরে না। চঞ্চল চৌধুরী তো লেজেন্ড!

  • @apolobarua9611
    @apolobarua9611 3 года назад +16

    অবশেষে অপেক্ষার অবসান হলো কাঙ্ক্ষিত গান শুনে ফেললাম অসাধারণ হয়েছে চঞ্চল ও শাওনের কন্ঠে চমৎকার অনেক বার শুনা হয়েছে ipdc কে ধন্যবাদ আপলোড দেওয়া জন্য 👌👌👌

  • @sudipbera7562
    @sudipbera7562 2 года назад +43

    পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে।
    অসাধারণ সুন্দর গান।
    মনে দাগ কেটে যাওয়ার গান।

  • @pampakundu1305
    @pampakundu1305 Год назад +2

    মানুষের গান - মন ধুয়ে পরিষ্কার হয়ে গেল।
    বাঙালি বেঁচে থাক তার ভাষায়, গানের মধ্যে। 🌹🙏

    • @MyChannel-h4l
      @MyChannel-h4l  Год назад +1

      নিঃসন্দেহে আমরাও চাই আমাদের দর্শকদের আরও বেশি ভালো ভালো গান উপহার দিতে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।

  • @eikondas7011
    @eikondas7011 3 года назад +26

    চঞ্চল দাদার কণ্ঠে,"হাসন রাজা পেয়ারির প্রেমে মজিল রে" শুনে মনটা একটা অদ্ভুত আনন্দে নেচে উঠলো!🥰❤️

  • @sdsonjoy7821
    @sdsonjoy7821 3 года назад +73

    প্রিয় চঞ্চল দা ও শাওন ম্যাম মানেই এক অন্যরকম অন্যবদ্য যুগলবন্দী 👌❤️🙏

  • @mohammedmoslehuddin1505
    @mohammedmoslehuddin1505 3 года назад +78

    মেহের আফরোজ শাওনের গানের সূরের সাথে মুখের ভুঙ্গি দেখলে কার না নেশা লাগবে ! শাওন এখন ও অসাধারন তার তুলনা সে নিজেই ।

  • @dipankardasjurapukhurilank2925
    @dipankardasjurapukhurilank2925 Год назад +1

    From Assam (Bharat)
    Sir ma'am apnarar 2 jon kache tekhe aro onek gaan sunte chai please amader sobar echa ta jen apnara puron koren ....kub valo lagese mon dil mugdha hoi jai apnara 2 joner gaan sunle....
    ❤❤Love you so much both❤❤

  • @sazzadsrabon2912
    @sazzadsrabon2912 3 года назад +44

    যেমন হাসন রাজা তেমন তার পিয়ারি....
    এক কথায় অসাধারণ শাওন-চঞ্চল জুটি.....

    • @sheulyislam3026
      @sheulyislam3026 3 года назад +1

      Khub valo laglo, chele belay khub gaitam, akhon aber suny bes valo laglo.

    • @আগামীরপথে-ম৬চ
      @আগামীরপথে-ম৬চ 3 года назад

      একজন মুসলিম বিধবা নারীর উচিত নয় পরপুরুষ এ-র সাথে গান বাজনা করা।
      এতে মৃত স্বামীর কবরে আযাব হয়।

  • @sojibsikder4395
    @sojibsikder4395 3 года назад +17

    শাওন আপু আর চঞ্চল ভাই একসাথে মানেই চমৎকৃত কিছু... খুব ভালো লাগলো পরিবেশনা 😍

  • @atifaslamsujon4077
    @atifaslamsujon4077 3 года назад +89

    যুটিটা অসাধারন লাগে,,শাওন ম্যাডামের এক্সপ্রেশন গানের মাধুর্যতা ১০০গুণ বারিয়ে দেয়

    • @subratapain5899
      @subratapain5899 3 года назад

      Ei couple extremely matching. Excellent presentation iball respect. Ganduto atoi bhalo lage je barbar sunte ichchhe hoy and suni. Sab kichhu bhulie dayy. Khali mone hoy ganduto suni. Purono hoy na. Dui singer khub khub bhalo performer and good musicians and also thier helpers.

  • @arijitkundu4427
    @arijitkundu4427 8 месяцев назад

    বাঙালি সংস্কৃতিকে এইভাবেই পুনঃ জীবিত করতে হবে। খুব ভালো লাগলো বাংলা গানকে এইভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দেখে।🙏🙏🙏

  • @bidhirbidhansangbidhan2850
    @bidhirbidhansangbidhan2850 3 года назад +23

    যতবার গানটি শুনে ততবার মুগ্ধ হয় কতবার যে আমি শুনেছি তা বলে আমি আমি বলে শেষ করতে পারবো না ধন্যবাদ ধন্যবাদ জানাই চঞ্চল দাদা ও শাওন আপনাকে এত সুন্দর গান উপস্থাপনা করার জন্য । পরানের বান্ধব রে বুড়ি হলাম তোর কারনে এই গানটি উপস্থাপনা করার অনুরোধ রইল,,,,