OI ELO II ঐ এলো

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • Lyrics -
    ঐ এলো সে চুপিসারে দাঁড়ালো দুয়ারে, ঘর আলো নবসাজে৷
    আজ, বাজে গো বাজে মোর হিয়ার মাঝারে, তারই পদধ্বনি বাজে!!
    সে সুর-গুঞ্জনে বিপুল শিহরণে জাগে নিথর প্রাণমন৷
    এলো সে সহসা, জাগালো ভরসা, দীপ্ত হলো এ জীবন॥
    ‘প্রভুপালন-পূরণ-কারণ, নিখিল জীব-জীবন,
    সদা ভরিছো পরান মম, হে চির-অন্তরতম,
    হে মোর প্রিয়পরম নমামি পুরুষোত্তম॥’
    হে অনপমু , হে প্রিয়তম, সর্বকারণ স্বামী
    সর্বজীবের আত্মরূপ তুমি, পালক অন্তর্যামী।
    তব করুণারাশি মরণবিনাশী, অতল প্রেমে সদা ভাসি,
    রহ সদা ধ্যানে সকল পরানে, উছল প্রেমে উদ্ভাসি’॥
    ‘প্রভুপালন-পূরণ-কারণ, নিখিল জীব-জীবন,
    সদা ভরিছো পরান মম, হে চির-অন্তরতম,
    হে মোর প্রিয়পরম নমামি পুরুষোত্তম॥’
    মধুর ঝঙ্কারে নিখিল চরাচরে আহা কি সুর গুঞ্জরণে,
    সেই আবেশে মধুর হিল্লোলে পুলক জাগে প্রাণমনে।
    করো সমর্পণ জীবন-চেতন, ধরো গো তার শ্রীচরণ,
    সর্বসত্তার নন্দনা তিনি, সব সাধনার ধন॥
    ‘প্রভুপালন-পূরণ-কারণ, নিখিল জীব-জীবন,
    সদা ভরিছো পরান মম, হে চির-অন্তরতম,
    হে মোর প্রিয়পরম নমামি পুরুষোত্তম॥
    Written By - Rev. Binkida
    Music Composed By - Sree Sree Acharyadev
    DO NOT DOWNLOAD AND RE-UPLOAD FULL OR PARTIAL CONTENT OF THIS VIDEO ANYWHERE
    WITHOUT PRIOR PERMISSiON TO AVOID COPYRIGHT STRIKES AND OTHER LEGAL
    COMPLICATIONS.
    © 2024 . ALL RIGHTS RESERVED. SATSANG

Комментарии • 18