এটা সিসির ওপর নির্ভর করে না বরং বিষয়টা মডেল বা ব্র্যান্ডের ওপর নির্ভর করে। সাধারণতঃ বেশিরভাগ ব্র্যান্ডই ১২০০-১৫০০ এর ভেতর রাখতে বলে এবং সেটা "উষ্ণ" অবস্থায়। ঠান্ডা বা বেশি গরম অবস্থায় আরপিএম এডজাস্ট করবেন না। উষ্ণ বলতে ইঞ্জিন স্টার্ট দিয়ে ৩-৫ মিনিট আইডল অবস্থায় রাখলে ইঞ্জিন অয়েল যে তাপমাত্রা অর্জন করে (৬৫ ডিগ্রি সেলসিয়াস) ঐটাকে বোঝায়।
অনেক দিন পর। অপেক্ষায় ছিলাম নতুন ভিডিও জন্য। আপনার জন্য শুভকামনা
Best of luck ❤
will miss you bhai from motorcycle segment ❤
No worries, I am still a biker and always will be with bikers 😊
Yamaha amder ke user manual.provide kore nai
হয়তো ঐসময় ম্যানুয়াল স্টকে ছিলো না। এখন গিয়ে চেয়ে নিন।
Valo..laglo...onek din por youtube...dekhe...bike..niye.kichu.bolben..bike ke vule jaiyen na...tnx vai
শুকরিয়া। দোয়া রাখবেন।
Wish you good luck.
ধন্যবাদ। শুকরিয়া ^_^
❤
১২৫ সিসি বাইকের আরপিএম কততে সেট করা উচিত ঠাণ্ডা এবং গরম অবস্থায়। এই বিষয়ে একটা ভিডিও বানালে ভাল হত।
এটা সিসির ওপর নির্ভর করে না বরং বিষয়টা মডেল বা ব্র্যান্ডের ওপর নির্ভর করে। সাধারণতঃ বেশিরভাগ ব্র্যান্ডই ১২০০-১৫০০ এর ভেতর রাখতে বলে এবং সেটা "উষ্ণ" অবস্থায়। ঠান্ডা বা বেশি গরম অবস্থায় আরপিএম এডজাস্ট করবেন না।
উষ্ণ বলতে ইঞ্জিন স্টার্ট দিয়ে ৩-৫ মিনিট আইডল অবস্থায় রাখলে ইঞ্জিন অয়েল যে তাপমাত্রা অর্জন করে (৬৫ ডিগ্রি সেলসিয়াস) ঐটাকে বোঝায়।
ওয়ালাইকুম সালাম বন্ধু। ❤