Partition । India Bangladesh । দেশভাগ কেড়ে নিয়েছিল পৈতৃক ভিটে, ফিরিয়ে দিল ‘বঙ্গ ভিটা’

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии •

  • @mdrashedbepary3341
    @mdrashedbepary3341 3 месяца назад +13

    দেশ ভাগ হয়েছে সেই 1947 সালে
    কিন্তু সেই ইতিহাস মনে পড়লে আজো হৃদয়ের মধ্যে একটা গভীর রেখাপাত করে যায়। বাংলাদেশ থেকে।

  • @shadhin420-r2g
    @shadhin420-r2g 3 месяца назад +4

    সত্যিই অসাধারণ।।।।। সুভ কামনা সকল বাঙালিদের। এপার ওপার।।।।।।

  • @smritirpata1242
    @smritirpata1242 3 месяца назад +3

    এদেশ থেকে যারে চলে গেছিলেন তাদের জন্য মনটা আমার কাদে। মনে হয় যেখানে তাদের পদধূলি রয়েছে সেই পথ আজো চেয়ে আছে তাদের পানে।

  • @vivekacharya3533
    @vivekacharya3533 3 месяца назад +6

    সুন্দর ভিডিও, দেশ ভাগ হয়ে মানুষের মন টাই ভেঙে গেছে এপার, ওপার।👍🇮🇳❤️

  • @tarunkumarbandyopadhyay4636
    @tarunkumarbandyopadhyay4636 3 месяца назад +10

    খুব ভালো লাগলো, মনটা উদাস হয়ে গেল। স্মৃতি সর্বদাই মধুর। আমাদের পূর্ব পুরুষ ছিল ঢাকা বিক্রমপুর। সবাই ভালো থাকুন।

    • @biswajitpatra4748
      @biswajitpatra4748 3 месяца назад +3

      আপনারা এপারে এসে সেক্যুলার হয়ে গেলেন । এটাই আশ্চর্য।

    • @aritrabanik4219
      @aritrabanik4219 3 месяца назад +2

      Amader debottor estate ache rangpore jela te vishnu mondir chakrobigroho ...niomito kulopurohit dea pujo hoy .

    • @tarunkumarbandyopadhyay4636
      @tarunkumarbandyopadhyay4636 3 месяца назад +1

      @@biswajitpatra4748 এটার মানে কি এই দাড়ালো?
      অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করুন, আশাকরি চিন্তা করে মন্তব্য করবেন।

    • @aritrabanik4219
      @aritrabanik4219 3 месяца назад

      @@tarunkumarbandyopadhyay4636 akdom thik bolechen tarun uncle ....bangali dubeche aj tar karon hocche sorbbogyani bhab er karone ...somosto rajyer kache hasyokor jati hisebe gonyo hoyeche jeta swabhabik .Dosh amader bangali der sob jene bosechi ...ekebare gyan e brihaspati.

    • @swapnasaha8906
      @swapnasaha8906 3 месяца назад

      আমার দুই তরফের দাদুর আদিনিবাস ছিল ঢাকার বিক্রমপুর।

  • @socialactivist3983
    @socialactivist3983 3 месяца назад +1

    ধন্যবাদ

  • @MonirSarkar-q7f
    @MonirSarkar-q7f 3 месяца назад

    অসাধারণ সাইফুল ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন শুভকামনা রইল, ঢাকা থেকে বলছি।।

  • @vegetathelegendarrysupersa7312
    @vegetathelegendarrysupersa7312 3 месяца назад

    সত‍্যিই ভিডিও টি দেখে মনটা কেমন যেনো উদাস হয়ে গেলো । বাংলাদেশের ফরিদপুর আমার বাবার জন্মভিটা । তাই আমারও যেন কোথায় একটা টান রয়েছে ওই দেশে

  • @23sahnawaj
    @23sahnawaj 3 месяца назад +4

    ভালোবাসা আনন্দবাজারের জন্য।

  • @SureshChandraGain
    @SureshChandraGain 3 месяца назад +4

    আপনার এই অনন্য উদ্যোগের জন্য আপনাকে অন্তরের গভীর থেকে অভিনন্দধ ও শুভেচ্ছা।

  • @KhandokarFazlarabbi
    @KhandokarFazlarabbi 3 месяца назад +3

    ভাই আসবেন ভাইয়ের বাড়িতে ভাই আসবে সেটা বলে আসার প্রয়োজন নেই যখন ইচ্ছা চলে আসবেন এটাও আপনার নিজের বাড়ি বাংলাদেশ আপনার নিজের বাড়ি

  • @animeshdasgupta4297
    @animeshdasgupta4297 3 месяца назад +1

    খুব সুন্দর প্রতিবেদন ❤️
    ধন্যবাদ আনন্দবাজার অনলাইন 🙏

  • @jahidislam945
    @jahidislam945 3 месяца назад +10

    দেশ ভাগ যারা করেছেন ; তাদের আল্লাহ ও মাফ করবেন না। জন্মভূমি ছেড়ে যাওয়ার যন্ত্রণা যে কত কষ্টের, তা ভুক্তভোগী ছাড়া অন্য কেউ বুঝার নয়।

    • @KhandokarFazlarabbi
      @KhandokarFazlarabbi 3 месяца назад +1

      ঠিক বলেছেন

    • @ParvezHassan-su6bu
      @ParvezHassan-su6bu 3 месяца назад

      ‌ঠিক । তারা বাংলাদেশে যে জ‌মি গু‌লো রে‌খে ফে‌লে গে‌ছে সেগু‌লো উদ্ধার ক‌রে তা‌দের প্রদান করা উ‌চিত ।

  • @mitul206350
    @mitul206350 3 месяца назад +5

    This is why Anandabazar is different than others 👍and thanks to those who are involved in this benevolent work 🙏

  • @arindamsaha4311
    @arindamsaha4311 3 месяца назад +14

    খুব সুন্দর এক মন কেমন করা অসাধারন উপস্হাপনা সাইফুলের যা আজকের এই স্বার্থপর দুনিয়ায় সত্যি বিরল
    এবং আমি একে বলে থাকি বঙ্গ মিলন

  • @md.sirajulislam8658
    @md.sirajulislam8658 3 месяца назад +2

    অবশ্যই আসবেন। আপনাদের জন্য আমরা দিঃখ করি।

  • @naharahtesham1581
    @naharahtesham1581 3 месяца назад +14

    বড়ই নির্মম আর নিষ্ঠুর এই রাজনীতি 😥

  • @Shuvorgaan
    @Shuvorgaan 3 месяца назад +2

    আমার দাদু বাড়ি বরধমানের পাটুলিতে। দেশ ভাগের সময় পালিয়ে আসেন আমার দাদু। ভালো থাকুক পাটুলি।

  • @বাংলারইতিহাস-ঞ৬ঙ

    অসাধারণ কাজ করছে বঙ্গ ভিটা

  • @bhaswatiroy1469
    @bhaswatiroy1469 3 месяца назад +5

    খুব ভালো লাগলো।

  • @HadiTales
    @HadiTales 3 месяца назад +16

    কলকাতাকে অনেক অনুভব করি।
    মনে হয় আমাদের ঢাকা আর কলকাতা এক থাকত।
    একটা অখণ্ড বাংলা দেখতে পারতাম।

    • @biswajitpatra4748
      @biswajitpatra4748 3 месяца назад

      বাংলাদেশের ভারত বিরোধীরা চাইলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে- ভারত অখন্ড করে মানচিত্র তৈরি করে দেবে।😂😂

    • @anupkrpaul5596
      @anupkrpaul5596 3 месяца назад +3

      একটা অখন্ড ভারত দেখেতে পারতাম

  • @saidurrahman9688
    @saidurrahman9688 3 месяца назад +7

    দেশ ভাগ খুব খারাপ ব্যাপার ছিল। যে পরিস্থিতিই হোক দেশ ছাড়া উচিত নয়। আপনাকে স্যালুট জানাই আর সব সময় অভিনন্দন রইল। এটাও আপনারই দেশ।

    • @ParvezHassan-su6bu
      @ParvezHassan-su6bu 3 месяца назад

      তারা বাংলাদেশে যে জ‌মি গু‌লো রে‌খে ফে‌লে গে‌ছে সেগু‌লো উদ্ধার ক‌রে তা‌দের প্রদান করা উ‌চিত ।

  • @tanjibhawlader1542
    @tanjibhawlader1542 3 месяца назад +1

    আসুন দাদা সাহায্য করতে চাই

  • @UttamKumarSarkar-m7k
    @UttamKumarSarkar-m7k 3 месяца назад +6

    আমাদের আদি বাড়ী বরিশালের ইলুহার গ্রামে। এই বয়সে আর যাওযা হবে না (বার্ধক্য জনিত)। যদি ছবি দেখতে পেতাম।

  • @SAKhasruVaskar
    @SAKhasruVaskar 3 месяца назад +13

    আসুন না সবাই মিলে বঙ্গভিটায় পৈত্রিক ভিটায়। কিছুক্ষণ কাটাই।

  • @tapaskumardas6199
    @tapaskumardas6199 3 месяца назад +1

    খুব সুন্দর উপস্থাপনা দারুনl আমাদের বঙ্গ ভীতা নবীনগর জেলা ছিল গোপালপুর

  • @alokkumarroy1974
    @alokkumarroy1974 3 месяца назад +7

    আমার প্রানের শিকড়ের সোদামাটির গন্ধ ।
    ভাবায় , বড় ভাবায় ।

  • @mohammadalamgir7055
    @mohammadalamgir7055 3 месяца назад +8

    আসুন বেড়িয়ে যান। আমরা সবাই তো বাঙালীই। আমি কখনোই পশ্চিমবঙ্গের মানুষকে ভিনদেশী ভাবিনি যদিও রাজনৈতিক একটা বর্ডার আছে আমাদের মাঝে।

    • @shaktibhattacharya8661
      @shaktibhattacharya8661 3 месяца назад

      মিথ্যাচার জতোই ভাষার বেরাজালে সাজানোর চালাকি করাহকনা কেন সত্য কি ভুলিতে পারি? কোন অঙ্গ পচন ধরলে তার মায়া ত্যাগ করাই শ্রেয়, কোন কর্মের নয় শুধু জনত্রনা
      দুই বিঘে জমি কবিতার উপেনের ন্যেয়, রইল বিশ্ব ভবন ভারতবর্ষে!

  • @m.kmahinboss3885
    @m.kmahinboss3885 18 дней назад

    ভীষণ কস্ট লাগছে মাটি ভালো বাসা দেখে বাংলাদেশ

  • @mr.samiul9633
    @mr.samiul9633 3 месяца назад

    আসুন দাদা,আমারা সবাই অভিনন্দন জানাবো।

  • @sujaymandal1592
    @sujaymandal1592 Месяц назад

    বঙ্গ ভিটা পেজ এর সঙ্গে আমিও যুক্ত 🇮🇳🇮🇳❤যদিও ওই পারে আমার কেউ নেই আর আমার জানা আত্মীয় ও নেই 😢কিন্তু জানিনা ওই বাংলার জন্য আমার এত কেনো টান আমিও তো তা জানিনা 😭 ।যায় হোক পেজ টা সত্যিই অসাধারন আমি প্রায় প্রতিদিনই কারো না কারো পূর্বপুরুষ এর জন্মভিটা বা তার আত্মীয় স্বজনের খোজ পাই এই দেখে সত্যি আমারও খুব খুব ভালো লাগে ❤❤সত্যি পেজ এর সবাই খুব মানবিক আজও যে মানুষ পাশে দাঁড়ায় খুঁজে দেই সেই সব অপরিচিত লোকেদের যদিও সে তার কেউ না, তবুও এই পার ওইপারে সবাই আন্তরিকতা সহকারে খুঁজে দেই সত্যি খুব খুব ভালো লাগে ।যেই দাদা বা দিদিভাই এই পেজ টাকে খুলেছিলেন তিনি সত্যি তিনি স্বার্থক। তিনিও জানেন না কত আশীর্বাদ পাচ্ছেন সত্যি খুব খুব ভালো থাকুন ।❤❤

  • @ramenroy494
    @ramenroy494 3 месяца назад +1

    খুব ভালো।

  • @RanjitDas-jw1jr
    @RanjitDas-jw1jr 3 месяца назад +1

    Viter mati aner bisoi ta amar chokhe jol Ane dai ❤

  • @samadmondal7985
    @samadmondal7985 3 месяца назад +4

    অসাধারণ

  • @swapnadas4580
    @swapnadas4580 3 месяца назад

    আমার পূর্বপুরুষ ছিলেন অভিভক্ত ভারতের ঢাকার আইরোল গ্রামের বাসিন্দা, আর মামারবাড়ি ফরিদপুর এর আলিপুর এ আমার জন্ম কলকাতায়, বাবা মার মুখে ওনাদের গ্রামের অনেক গল্প শুনে খুব যেতে ইচ্ছে করতো, এখন এইবঙ্গ ভিটার মাধ্যমে যদি একবার সেই স্থানগুলো দেখতে পেতাম! আমার ঠাকুরদা সুরেন্দ্রলাল গাঙ্গুলী ছিলেন ওই গ্রামের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।থাকুরদার মৃত্যু ওই দেশেই হয়। আর আমার মামার বাড়ির সবাই আমৃত্যু ফরিদপুরেই ছিলেন। একবার ওই স্থান গুলো দেখতে পেলে আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো।

  • @SWARUPCHAKRABORTY-lv7vb
    @SWARUPCHAKRABORTY-lv7vb 3 месяца назад +1

    KHUB BHALO LAGLO BANGA VITA ER SABAI KE DHANOBAD.AMARO ICHE ACHE AKBARER JANNO BANGLADESH 🇧🇩 E JABBO BAP DADAR /PURBO PURUSHER ER J😮ANMO VITE DAKER JANNO.AMAR DESER BARI CHILO DHAKA ER SONARGAON TE

  • @rakeshkundu8954
    @rakeshkundu8954 3 месяца назад +3

    Splendid endeavour...

  • @SumitkumarRoy-p1j
    @SumitkumarRoy-p1j 3 месяца назад +4

    শহরের ফ্ল্যাট বাড়িতে বড়ো হওয়ার মধ্যে এই অনুভূতি বোঝাবুঝি হওয়া খুব কঠিন।

  • @Rohit_Biswas1000
    @Rohit_Biswas1000 3 месяца назад

    অসাধারণ ❤

  • @forhadkhaled1002
    @forhadkhaled1002 3 месяца назад +1

    অসাধারণ লাগলো। মানুষ এখন অনেক সচেতন। সাম্প্রদায়িকতার বিষবাষ্প আর ছুঁতে পারবে না।

    • @rajibchowdhury5694
      @rajibchowdhury5694 3 месяца назад +1

      অসাম্প্রদায়িকতা একটা অলীক শব্দ যা কিছু মানুষকে বিপথগামী করে। তাতে কিছু মানুষের স্বার্থ হাসিল হয়তো হয়।

  • @rupalisaha7221
    @rupalisaha7221 3 месяца назад +1

    Amar dadur bari faritpur. kholabaria dadur name bani madhab saha.

  • @OliOli-x5r
    @OliOli-x5r 3 месяца назад +4

    আমি কুমিল্লার হোমনায় থাকি দাউদকান্দি আমার পাশেই বেশি দূর না সাহায্য লাগলে বলবেন

  • @sukhamoybarman8358
    @sukhamoybarman8358 3 месяца назад

    আমার ও জন্ম ভিটে , ফরিতপুরের , নড়িয়া গ্রাম , মাদারীপুর , থানা আনন্দপুর , জন্ম 1946 , 10 মাস বয়সে জন্ম ভীটে ত্যাগ করতে হয় । জন্ম ভীটের জলের স্বাদ কেমন জানি না । যদি দেখতে পেতাম জন্ম ভিটে !!!

  • @alamin3614
    @alamin3614 3 месяца назад +2

    স্মৃতি

  • @ghorebaire159
    @ghorebaire159 3 месяца назад +2

    Darun kaj❤

  • @blackmamba4807
    @blackmamba4807 3 месяца назад +2

    যদি এখন‌ও সজাগ না হ‌ও বাঙালি রা তৈরি থাকো এরপর পশ্চিমবঙ্গ ছেঁড়ে অন্য কোথা অন্য কোনখানে র তলাশ করতে হবে।

  • @thestatueofakaktarua3370
    @thestatueofakaktarua3370 3 месяца назад +5

    সেনহাটী আমার গ্রামের বাড়ী

  • @iftekharahmed2189
    @iftekharahmed2189 3 месяца назад

    যারা ভারতের উত্তর প্রদেশ ও বিহার ছেড়ে বাংলা এসেছে তারা কি কোন ওয়েবসাইটের মাধ্যমে তাদের পূর্বপুরুষের ঠিকানার জায়গা খুঁজে পেতে পারে

  • @ArpitaGhosh-v6u
    @ArpitaGhosh-v6u 3 месяца назад +2

    Valo laglo

  • @kabbyabiswas3736
    @kabbyabiswas3736 3 месяца назад +3

    বাড়িটাতে যে ব্যক্তি বসবাস করছে উনি কি বাড়ি টা কিনে নিয়েছেন না দখল করে নেওয়া, একটু আপ্যায়ন করলো আর খুশিতে আত্মহারা হয়ে গেলাম,একবার বাড়িটার দাবি করে দেখুন আসল চেহারা দেখতে পারবেন।

  • @krishnachakraborty883
    @krishnachakraborty883 3 месяца назад +5

    আমি বঙ্গ ভিটায় যোগাযোগ করতে চাই।কিভাবে করবো?

    • @putulghosh3749
      @putulghosh3749 3 месяца назад

      আমি ও বঙ্গ ভিটায় যোগাযোগ করতে চাই, কেউ যদি সাহায্য করেন। চির কৃতজ্ঞ থাকব।

  • @UttamKumarSarkar-m7k
    @UttamKumarSarkar-m7k 3 месяца назад +2

    আমি বঙ্গভিটায় যোগ দিতে চাই। কি ভাবে সম্ভব ?

  • @santanukarmakar7099
    @santanukarmakar7099 3 месяца назад +2

    আর চিরস্থায়ী ভাবে যাবার সম্ভবত ইচ্ছে নেই। রাজনীতিবিদরা সেই সুযোগ আর দেন নি।।

  • @kakolisarkar9757
    @kakolisarkar9757 3 месяца назад +4

    খুব ভালো লাগলো। আমার ঠাকুরদার নাম মাখন লাল মুখার্জি। ময়মনসিংহ জেলায় ব্যবসা করতেন। বাড়ি বানিয়ে ছিলেন ধানমন্ডি তে। আমার বাবা র জন্ম ধানমন্ডি তে হয়। ১৯৪৭ এর আগে ঠাকুরদা মারা যান। বাবা কে নিয়ে ঠাকুরমা এপারে চলে আসে। সেই সময়ের ময়মনসিংহের জমিদার পুত্র ঠাকুরদা র বন্ধু ছিলেন। আমার মায়ের কাছে তাদের ফটো আছে। আমার ও খুব দেখতে ইচ্ছে করে। ধানমন্ডি রং বাড়ি র ফটো আছে।

    • @tasnimamin3047
      @tasnimamin3047 3 месяца назад

      ময়মনসিংহ আমার বাড়ি

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz 3 месяца назад

      ধানমন্ডি কি ঢাকা শহরের ধানমন্ডি??? নাকি ময়মনসিংহ এর ধানমন্ডি???
      পাকিস্তান আমলে ধানমন্ডি ঢাকার সবচাইতে অভিজাত এলাকা ছিলো।

    • @ParvezHassan-su6bu
      @ParvezHassan-su6bu 3 месяца назад

      ধানম‌ন্ডি বা‌ড়ির ফ‌টোটা দেখ‌তে চাই।

  • @rajibchowdhury5694
    @rajibchowdhury5694 3 месяца назад +1

    দুর্বল ভীরু ও পলায়নপর লোকজন নিজের অধিকার ছেড়ে পালিয়ে যায়।

  • @debashismukherjee8648
    @debashismukherjee8648 3 месяца назад +1

    খুলনা বাগেরহাট বিছোট গ্রামে সরকার দের জমিদারি ভিটা আছে। খোঁজ করুন।

  • @NamrataBiswas-e6s
    @NamrataBiswas-e6s 3 месяца назад

    Amader Bari chilo sonarga naraongong babar nam sure ndra nath bhoumik barite durgapuja boto Kakar nam chilo cejendra nath bhumik. Akhon Bari ter picture ta ki dekte pabo

  • @pritish_mondal
    @pritish_mondal 3 месяца назад +1

    ভিডিয়োর ৫:০৫ সেকেন্ডের সেলফিটা আমার তোলা!

  • @avisekghosh6375
    @avisekghosh6375 3 месяца назад +2

    Bhalo udyog, Desh bhag er gha ta aktu holeo mitbe jara aste badhyo hoyechen bhite chere.

  • @dboctj
    @dboctj 3 месяца назад +1

    A nation is an idea in which desher bari is romanticism. My pitripurush er bhita in bajrajogini is an indefinite longing.. but I am an Indian. As tilak had said swaraj is my birth right and I will have it, I will say nobody can take my india out of me....I can never say joy bangla in place of bande mataram...

  • @mitachakraborty9255
    @mitachakraborty9255 3 месяца назад +2

    Cumilla ramala boarding school chattogram hrisidham r noakhali r jomidar barir view dekhte chai

  • @taronkesehermain3699
    @taronkesehermain3699 3 месяца назад +1

    Amar Desh chottogram

  • @sutapasarkar3110
    @sutapasarkar3110 3 месяца назад

    Dada obdar bhandta kemon jodi aktu dekhan to valo hoy please

  • @rathisamadder1160
    @rathisamadder1160 3 месяца назад

    Link ta chai ...log in korar jonno...FB te search kore pachhi naa

  • @ArghyaBasuRoy
    @ArghyaBasuRoy 3 месяца назад +1

    Good...

  • @JASMIN-5051
    @JASMIN-5051 3 месяца назад +1

    Can you visit my house...... Ghinaida mahakuma, Jashohor jela , Sailokupa gram - Sailkupa High School ex teacher Late Brojendra Lal Saha in Bangladesh but now we live in India. He was my grandfather.

  • @bijaybiharisom1677
    @bijaybiharisom1677 3 месяца назад

    Will you please show me our the village Binnafoire, my ancestors' residence under former Maymensing district. I am from West Bengal.

    • @sheikhzissan3882
      @sheikhzissan3882 3 месяца назад

      Mymensingh district split, Binnafair is now under Kalihati Upzilla (police station) in Tangail district.I am from Tangail.

  • @azizulhoqbabul1729
    @azizulhoqbabul1729 3 месяца назад +1

    আহা

  • @mitadas-u3u
    @mitadas-u3u 3 месяца назад

    page tar link powa jabe ?

  • @shaktibhattacharya8661
    @shaktibhattacharya8661 3 месяца назад +1

    মোগো বারিছিলো বরিশালের বানুরিপারা নরতমপুর গ্রামে,বাপ ঠাকুরদা আদর আপ্যায়নে উদ্বুদ্ধ হইয়া দিশেহারা, নিরুপায় সজীবতি জ পলায়তি,এতটুকু মাত্র! আজ মহামানবের চেন্নাই তীরে! তবু মুই মোগো ববরিশাইলা ভাষাডা খরকুডার মতো ভিতরে পেচাইয়া রাখছি!এই ডাই বা কম কী!

  • @UttamKumarSarkar-m7k
    @UttamKumarSarkar-m7k 3 месяца назад +1

    আমাদের আদি বাড়ী বরিশালের ইলুহার গ্রামে। এ জীবনে তো আর যাওযা হবে না (বার্ধক্য জনিত)। কেউ যদি ছবি দেখায় তবে নিজেকে সৌভাগ্য বান মনে করবো।

    • @saifulislamnoman7711
      @saifulislamnoman7711 3 месяца назад

      ঠিকানা দিবেন দয়া করে

    • @ramabiswas1665
      @ramabiswas1665 3 месяца назад

      আপনার গ্রাম দিয়ে আমি বহু বার যাওয়া আসা করেছি। এখনও মাঝে মাঝে যাই

  • @MdOliulislam-yb8fy
    @MdOliulislam-yb8fy 3 месяца назад

    😢😢😢

  • @joysaha8996
    @joysaha8996 3 месяца назад

    বুঝলাম না কিছু বাংলাদেশ আর আগের মতো শান্ত নয় এখন অশান্ত হয়ে গেছে

  • @SaimBinMujib
    @SaimBinMujib 3 месяца назад +1

    ❤❤❤

  • @buroshivadasgupta
    @buroshivadasgupta 3 месяца назад

    link ta ki

  • @sekharroy7978
    @sekharroy7978 3 месяца назад

    বোরিসল Uttarsabajpur ps Hijalganc kaliagsnch দাদু Tarine kumar Roy দাদা akbar BLRO Dhikban amdar vita

  • @debashismukherjee8648
    @debashismukherjee8648 3 месяца назад

    খুলনা বাগেরহাট বিছোট গ্রামে জগন্নাথ সরকার মহেশ চন্দ্র সরকার যোগেন্দ্র নাথ সরকার। সরকারদের পুকুর --বড়ছেলে --রাম লাল সরকার - উপেন্দ্র নাথ সরকার।

  • @arupmondal8890
    @arupmondal8890 3 месяца назад +1

    Waw

  • @alifmahmudapu1110
    @alifmahmudapu1110 3 месяца назад

    ❤❤❤🇧🇩💚💚💚

  • @raihananasrin1313
    @raihananasrin1313 3 месяца назад

    Bangladesher Kew nai jader India tey bari

  • @SwapanBiswas-yd1cq
    @SwapanBiswas-yd1cq 3 месяца назад

    Very sad news migration??

  • @RashedYaqub-m5j
    @RashedYaqub-m5j 3 месяца назад +1

    এমন কিছু মুসলমানের সাক্ষাৎকার দেন যারা ওপারে সহায় সম্বল ছেড়ে এসেছে। বেদনা দুইদিকেই আছে। কেবল এক পিঠ দেখালে হবে কেনো?

    • @বিশ্বনবীহজরতমির্জাগোলামআহমেদ
      @বিশ্বনবীহজরতমির্জাগোলামআহমেদ 3 месяца назад

      এমন কোন সর্বহারা মুসলমানের খোঁজ পাইলে জানাইয়েন!

    • @Moon-mm1hk
      @Moon-mm1hk 3 месяца назад

      মুরশিদাবাদের হাজার হাজার মুসলিম দেশ ভাগের সময় দেশ ছাড়েন। সেখানে ভাঙা মসজিদ আছে বহু কিন্তু কোন মুসলিম নেয়

    • @ImranKhan-hn3rw
      @ImranKhan-hn3rw 3 месяца назад

      মুসলমানদের দেশত্যাগের সংখ্যা খুবই কম। সেই তুলনায় হিন্দুদের দেশত্যাগের সংখ্যা অনেক বেশি। মুসলমানরা দেশত্যাগ করে নাই বললেই চলে। যারা দেশত্যাগ করেছে তাদের সংখ্যা হয়তো হাতে গোনা যাবে, এতটাই কম।

  • @siprasarkar7940
    @siprasarkar7940 3 месяца назад

    Ami sune chilum Borisal a Punihati te Dutta barite parben bolte tar ekhon ki oboshtha?
    Punihati gram a Dutta bari

  • @MdSumi-e3w
    @MdSumi-e3w 3 месяца назад

    আসো কাকু তোমার দেশ আবার সাধীন হোয়েছে

  • @choyankumarsarker7805
    @choyankumarsarker7805 3 месяца назад

    জয় বাংলা

  • @biswajitmitra5838
    @biswajitmitra5838 2 месяца назад

    দেশ ভাগের কি দরকার ছিল??

  • @P.D886
    @P.D886 3 месяца назад

    কেনো দেশ ছেরে এসেছিলেন? তখন কি কি ঘটেছিল এটা খুব জানতে ইচ্ছে হয়।

    • @ImranKhan-hn3rw
      @ImranKhan-hn3rw 3 месяца назад

      ইংরেজ শাসকদের কুবুদ্ধিতে হিন্দু ও মুসলিম সম্প্রদায় একে অপরের সাথে হিংসা, মারামারি ও খুনাখুনিতে জড়িয়ে পড়ে। এই রক্তক্ষয়ী সংঘর্ষ এক পর্যায়ে ভয়াবহ দাঙ্গায় পরিণত হয়। এই ঘটনার সুযোগ নিয়ে ইংরেজরা ১৯৪৭ সালে গোটা ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভেঙ্গে দুইভাগ করে স্বাধীন করে দিয়ে তারা এখান থেকে চলে যায়। হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে ভারত ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে পাকিস্তান নামে দুইটা নতুন স্বাধীন দেশের জন্ম হয়। এরপর পাকিস্তানে মুসলিমদের অত্যাচার সহ্য করতে না পেরে অসংখ্য হিন্দু নিজের দেশ ত্যাগ করে ভারতে চলে যায়। আর ভারত থেকেও অনেক মুসলিম হিন্দুদের অত্যাচার থেকে রক্ষা পেতে পাকিস্তানে চলে আসে। এইভাবেই দেশভাগের পরে দেশত্যাগের ঘটনা ঘটে। তারপরে পাকিস্তানের জন্মের ২৪ বছর পরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ নামে আরেকটা নতুন দেশের জন্ম হয়।

  • @Fixion76
    @Fixion76 3 месяца назад

    Amer babar sesh eccha chilo

    • @Fixion76
      @Fixion76 3 месяца назад

      Forid pur re kalu khali gram er rotondiha hi school er khoj dite par

    • @Fixion76
      @Fixion76 3 месяца назад

      Amer baba oi school e poren akhon benche nei tini okane jete chiten

  • @MaherMohammed-hl8fb
    @MaherMohammed-hl8fb 3 месяца назад +1

    😂😂😂

  • @emiliross2052
    @emiliross2052 3 месяца назад +4

    Tadiye diye abar apayan😂😂😂

  • @rayadhasan4054
    @rayadhasan4054 3 месяца назад +2

    ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি

    • @divyaroy619
      @divyaroy619 3 месяца назад

      Pak jader bap er Bari, Bangladesh jader mamarbari Bharat 6aro taratari!!

    • @mohammadalamgir7055
      @mohammadalamgir7055 3 месяца назад +3

      মানুষ হন প্লিজ

  • @bidhansardar7007
    @bidhansardar7007 3 месяца назад

    যারা গেছে তারা আর ফিরে আসতেই চেয়ো না

    • @peacefullworld2418
      @peacefullworld2418 3 месяца назад +1

      কেউ আসবেনা ভারতের সেকুলাররা যেতে দেবেনা।

  • @HunterTonmoy
    @HunterTonmoy 3 месяца назад +2

    কোটি কোটি হিন্দু দেশ ছেড়ে গিয়েছিল।

  • @kamruzzamansajal1201
    @kamruzzamansajal1201 3 месяца назад +1

    আহা!!! রাজনীতি!!!

  • @P.Haque.9243
    @P.Haque.9243 3 месяца назад

    দেশভাগে আমি কিছু হারাইনি, তবু্ও আমার গভীর কষ্ট হয়।

  • @indo8310
    @indo8310 3 месяца назад +2

    হিন্দুরাষ্ট্র চাই সাথে বাংলাদেশ।

  • @biswajitkumardas5207
    @biswajitkumardas5207 3 месяца назад +2

    কখনো তাদের বিশ্বাস করবেন না

  • @dibyadyutidas704
    @dibyadyutidas704 3 месяца назад +1

    নাটক করে লাভ কি

  • @arnabsarkar8789
    @arnabsarkar8789 3 месяца назад

    Page tar link din

  • @বাংলারইতিহাস-ঞ৬ঙ

    আজ ১৫ আগষ্ট