লালবাগ কেল্লা ঢাকা। Lalbagh fort Dhaka।Take a look at what is in Lalbagh fort। journey with go।selim

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 мар 2022
  • #_Lalbagh_fort_Dhaka
    #_লালবাগ_কেল্লা_ঢাকা
    #_journey_with_go
    #_Lalbagh_fort_museum
    লালবাগের কেল্লা (কিলা আওরঙ্গবাদ) ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ।[১] এটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে, মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ্ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। তার উত্তরসুরি, মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি।
    প্রাক্তন নামকিলা আওরঙ্গবাদসাধারণ তথ্যঅবস্থাএকটি অসমাপ্ত মুঘল দুর্গ স্থাপনা। বর্তমানে জাদুঘর ও ঐতিহাসিক নিদর্শন।ধরনদুর্গ স্থাপনাস্থাপত্য রীতিমুঘল স্থাপত্যঠিকানালালবাগ, ঢাকা ১২১১নির্মাণ শুরু হয়েছে১৬৭৮আনুমানিক সম্পূর্ণকরণ১৬৮৪স্বত্বাধিকারীপ্রত্নতত্ত্ব অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারমাত্রাঅন্যান্য মাত্রাদেওয়ান-ই-আম: বাহ্যিক পরিমাপ ৩২.৪৭ মিটার x ৮.১৮ মিটার (১০৭’ x ২৯’)
    পরী বিবির সমাধি: ২০.২ মিটার, বর্গাকৃতি
    শাহী মসজিদ: আয়তাকার, (১৯.১৯ মি: × ৯.৮৪ মি)নকশা এবং নির্মাণস্থপতিমুহাম্মদ আজম শাহ্উপাধিPadshah-i-Mumalik Abu'l Faaiz Qutb-ud-Din Muhammad Azam Shah-i-Ali Jah Ghazi
    ইতিহাসসম্পাদনা
    সম্রাট আওরঙ্গজেবের ৩য় পুত্র, মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণকাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণকাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এসময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণকাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখত রাহমাত বানুর (পরী বিবি) মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এ দুর্গটিকে অপয়া মনে করেন এবং ১৬৮৪ খ্রিষ্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণকাজ বন্ধ করে দেন।লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরী বিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল; এটিই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি "আওরঙ্গবাদ" নাম বদলে "লালবাগ" নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে ।
    Lalbagh Fort (Kila Aurangabad) is an unfinished Mughal fort located on the banks of the river Buriganga in the south-west of Dhaka. [1] His successor, Mughal Subaddar Shaista Khan, resumed construction in 180, but did not finish.
    Formerly known as Aurangzeb, the public information is an unfinished Mughal fort. At present, museums and historical monuments.
    Tomb of Pari Bibi: 20.2 m, square
    Shahi Mosque: Rectangular, (19.19 m: × 9.84 m) Design and construction by Muhammad Azam Shahupadhi Padshah-i-Mumalik Abu'l Faaiz Qutb-ud-Din Muhammad Azam Shah-i-Ali Jah Ghazi
    History editing
    Azam Shah, the 3rd son of Emperor Aurangzeb, the Mughal prince, started its construction in 18 AD while he was the subedar of Bengal. He was in Bengal for 15 months. Before the construction of the fort was completed, his father Emperor Aurangzeb summoned him to Delhi to quell the Maratha rebellion. At that time the construction of the fort stopped after the construction of a mosque and a court hall. Subedar Shaista Khan returned to Dhaka in 180 AD as Subedar of Bengal and resumed construction of the fort. In 184, Rahmat Banu (Peri Bibi), daughter of Shaista Khan, died here. After the death of his daughter, Shaista Khan considered this fort a misfortune and stopped its construction in unfinished condition in 164 AD. It lost its popularity after Shaista Khan left Dhaka. The capital was shifted from Dhaka to Murshidabad; This was the main reason. The fort remained abandoned after the end of the royal Mughal period. In 1844, the area was renamed "Lalbagh" after "Aurangabad" and the fort became Lalbagh Fort.
    তথ্য:বাংলাপিডিয়া
    🥀 আসসালামুয়ালাইকুম 🥀 journey with go চ্যানেল এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন💐 ,ভ্রমণ প্রিয় মানুষদের জন্য আমার এই চ্যানেল ।আমার এই চ্যানেল এর মাধ্যমে আপনারা দেশের বিভিন্ন দর্শনীয় স্থান এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পাবেন। নতুন কিছু জানতে এবং নতুন কিছু দেখতে আমার চ্যানেল টি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেল টি বড় করতে সাহায্য করুন এবং লাইক কমেন্টস করে পাশেই থাকুন, মানসম্মত ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি দেখতে পারেন।
    ❤️সবাইকে ধন্যবাদ ❤️
    বিঃদ্রঃ আমার চ্যানেল এর ভিডিও ক্লিপস কেটে ফেসবুক অথবা ইউটিউবে দেয়ার কোনো অনুমতি নেই আমার পক্ষ থেকে।আমার অনুমতি ছাড়া কেউ যদি আমার ভিডিও ক্লিপিস কেটে অন্য কোথাও দেন‌ তাহলে আমার পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
    Facebook 👉 / pmshohag.khan.5

Комментарии • 3