শীতকালের প্রহরে প্রহরে শীতকাতর গ্রাম বাংলা || Panorama Documentary
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- © 2023 PANORAMA CREATORS. All Rights Reserved.
DIRECTION & PHOTOGRAPHY | A Masud Chowdhury Pitu
RESEARCH & SCRIPT | Sumon Shikder
NARRATION | Maliha Mehnaz Shairy
LANGUAGE | Bangla
EMAIL | panoramacreators@gmail.com
As salamualikum. Thanks for this exclusive and priceless video to portrait the universal beauty of winter in Bangladesh. It is the coolness our eyes living in Western world for long time a way from Motherland. May Allah SWT bless Bangladesh and the people involved with the efforts at the village . Aameen. They are the real heros to make our country prosperous in food production.
Thank you ❤❤❤
@@PanoramaDocumentaryAs an American-Bangladeshi you guys should upload these videos with English subtitles or with English dubs. My friends would love to watch these videos. Thank you for showing the beauty of Bengali people.
Thanks you brother..... You guys live in digital country.. But just take a feel our country village nature, water, foods, places etc etc etc. No country like Bangladesh 🇧🇩 💜
😊
মনে পড়ে গত দশকের হারিয়ে যাওয়া সেই, শৈশবের শীতের সকাল।সকালের মৃদু রোদে খেজুর রস,খেজুরের গুড় দিয়ে মুড়ি খাওয়া,শীতের সবজির সাথে ছোট মাছের ঝোল;কি যে এক স্বর্গীয় স্বাদ! বলে বোঝানো সম্ভব নয়....কোথায় গেল সেই সোনালী অতীত??আমাদের যে দিন গেছে, তা কি একেবারেই চলে গেছে!??😭😭
Vai caila akhono shomvob ❤
😢😢😢
😢😢😢😢😢
😂😢😢
😊😊
আপনার এই ভিডিওটি দেখে আমার শৈশবের দিনগুলিতে ফিরে গেলাম। দেশ ছেড়ে এসেছি আজ আঠারো বছর। শেষ বার গ্রামে গেছি কবে তা আজ মনেও করতে পারি না। মা, মাটি, দেশ, মহা জীবনের ওপারে হারিয়ে যাওয়া আমার পূর্ব পুরুষ, স্বজনদের স্মৃতি আজ এই প্রবাসে হৃদয়কে বড় ভারাক্রান্ত করে দিচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মায়াময় অতীতে ঘুরে আসার সুযোগ করে দেয়ার জন্য। ভাল থাকুক আমার স্বদেশ।
আহারে আমার গ্রামীন জীবন - প্রকৃতি..! কবে যে এই ঢাকা ছেড়ে একেবারে গ্রামে চলে যাব..! আপনার ডকুমেন্ট এর প্রশংসা করার ভাষাও আমার ঠিক জানা নাই। সকলকে ধন্যবাদ।
হয় রে বাংলাদেশ,,, বড়ো কষ্ট হয় যখন আমি এই বাংলার ভিডিও গুলো আপনার মাধ্যমে দেখি আর মন চায় না থাকতে মনে হয় চলে আসি কিন্তু আমি নিরুপায়,,,,আমি থাকি কলকাতা শহরে সেই কবে এসেছি মা বাবার সাথে ভারতে চলে এসেছি তাও 40 বছর আজ তারাও বেঁচে নেই 😢 😢 কিন্তু খুব মনে পরে আমার বাড়ি ঘরের কথা সেই যে গ্রাম, ,,,,,,, বরিশাল 😢😢😢😢😢 পূর্ব জলা বাড়ি,,,, আর মামাবাড়ি গরমগোল আজ সব অতীত ,,,, বাংলাদেশ থাকতে কোনো দিন কোনো অভাব দেখিনাই বাড়িতে আমার সব আছে কোনো জিনিসের অভাব ছিলো না,,, দিদিভাই তুমি হয়তো ভাবছো আমি এখানে অন্য কথা না বলে আমার বরিশালের কথা কেনো বলছি এই ভিডিও তে দেখা সবকিছু আমি খুব মিস করি আর হাউ হাউ করে কাঁদি ,,,,
জাই হোক তুমি ভালো থেকো I pray to God you stay well and upload more videos like this All the best
কি অপরুপ মায়া ভরা সুন্দর দেশ আমার, প্রবাসে এসে আমার প্রিয় মাতৃভূমিকে অনেক বেসি মিছ করি
আবারও শীত চলে এল। শীত আসলেই বুকটা হু হু করে। কত স্মৃতি ,কত খুশি ছিল এই শীত ঘিরে। আর এখন ভিডিও আর ছবি দেখে মন জুড়াই।
Same here😢!!
আপু এতো কিউট করে কিভাবে বলেন আপনি?
ছোটবেলায় বিটিভি তে যেমন শুনতাম, এখনো দেখি বলার ধরন,সুর সেই আগের মতো।❤
ধন্যবাদ গ্রামের প্রকৃত রূপ সবাইকে দেখার সুযোগ করে দেয়ার জন্য।
আমার দেশ, আমার সোনার মানুষ, আমার অহংকার, আমার গ্রাম, ভালোবাসা রইলো এই চ্যানেলের প্রতি।
খুবই সুন্দর, মনোরম ও দৃষ্টিনন্দনকারী পরিবেশ। দেখে মনটা জুড়িয়ে গেল ❤❤❤❤।
মানুষ মাটিতেই সুন্দর ।আপনি যখন মাটি,সুন্দর বাতাস আর প্রকৃতি থেকে দূরে যাবেন তখন আপনি নিজের অস্তিত্ব হারাবেন ।এক মনোমুগ্ধকর অস্তিত্ব ।যেটা আপনার আর আমার শরীর ও মনের জন্য উচিত ছিল
সত্যিই আগে কি সুন্দর দিন কাটাইতাম, শৈশবের দিনগুলো মনে পড়ে গেল মনটা খুব ব্যাথিত হয়ে যায়, প্রকৃত যেন তার সেই সুন্দর্য হারিয়ে বিধ্বস্থ হয়ে আমাদের মতোই অতিতের স্মৃতিচারণ করছে,
কী অপরূপ আমার গ্রামের শীতকাল। ধন্যবাদ পেনোরোমা ক্রিয়েটারস কে।
অসাধারণ ❤
অনেক সুন্দর❤❤❤
এই গুলো দেখলে প্রানটা ভরে যায়।
প্রবাস থেকে গ্রাম বাংলার এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে সত্যি নিজেকে ধরে রাখা অনেক কষ্টকর।
যা একজন প্রবাসী চাড়া অন্য কেউই অনুভব করতে পারবেনা 😢😢😢
মিচ ইউ প্রিয় মাতৃভূমি ❤❤❤
এইতে আমার বাংলাদেশ কত মায়া মমতা দিয়ে সাজানো দেখে মন ভরে যায় কত রক্তের বিনিময়ে পেয়ে ছি এই সুন্দর বাংলাদেশ ধন্যবাদ শায়েরীআপু
মন মাতানো সুগন্ধের মাতৃভূমি গ্রাম বাংলা।
সত্যিই অসাধারণ আমাদের গ্রাম বাংলার জীবন খুবই ভালো লাগলো ভিডিওটি হৃদয় ছুয়ে গেলো❤❤
আসাধারণ
সোনার বাংলা 🥰🥰🇧🇩🇧🇩
খুব সুন্দর উপস্থাপন মনটা ভরে গেল🥰🥰🥰
এগুলো দেখার পর কিছু বলার নেই, শুধু একটা দীর্ঘশ্বাস😢😢
আহা কতটা ডেডিকেশন দিয়ে এই ফুটেজগুলো কালেক্ট করা হয়েছে ❤ আমার দেশমাতার মনোমুগ্ধকর সৌন্দর্যে মুখরিত শীতকাল 🥺❤❤❤❤
অসাধারণ গ্ৰাম বাংলার প্রকৃতি।❤❤❤
Ei programme ta khub khub vlo lge. Aro besi vlo lge maliha apur voice ta❤
Video super
অসাধারণ। ❤ পশ্চিমবঙ্গ থেকে।
Khub valo ai vabe amra Bangladesh ta ka deakhta pabo
সৌদি আরব জেদ্দা থেকে দেখছি বরাবরই আপনাদের ভিডিও দেখে দেশমাতৃকাকে মনের গভীর থেকে মিস করি এতো গভীরভাবে দেশটাকে উপলব্ধি করতে পারি না অন্য কোথাও ধন্যবাদ চ্যানেলের সকলকলাকুশলীদের আর প্রিয় আপুর জন্য রইলো ছোট্ট ভাইয়ের ভালোবাসা❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
এত সুন্দর ভিডিওগুলোতে ইংরেজি ট্রান্সক্রিপ্ট দিয়ে দিলে আমাদের দেশ ও গ্রাম সম্পর্কে বিদেশিরাও দেখতে ও বুঝতে পারতো ঘুরতে আসার ও আগ্রহ তৈরি হতো
আশা করছি এডিটর সাহেব বিষয়টা করবেন
রাত ৪:৩২ এ আমি এটা দেখছি আর কান্না করতেছি। আমি বাস্তবতায় সব আবেগ হারিয়ে ফেলেছি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ❤
এই ভিডিও গুলো যে আমার কত ভালো লাগে কি বলবো মানে এই ভিডিওগুলো দেখলে মনে হয় যেন আমি এগুলোর সাথে হারিয়ে যাচ্ছি গ্রামের প্রকৃতি যে এত বেশি সুন্দর মাশাল্লাহ এগুলো আমার অনেক বেশি ভালো লাগে❤❤
apnader onek boro fan .... vedio dekhte dekhte creator howar ichaa kaj suru kore diyechi.....Jodi ektu dekah korte partam
অসাধারণ যদি এমন গ্রামে থাকতে পারতাম আল্লাহর সৃষ্টি কত সুন্দর
আপনার ভিডিও অনেক ভালো লাগে এই দূর প্রবাস থেকে দেশের এই সৌন্দর্য মন টা ভরে যায় অনেক ধন্যবাদ আপু ❤🎉
গ্ৰামের পরিবেশ অনেক সুন্দর
Asolei sundor,, ja prokaser vasa nai
গ্রামবাংলার নৈসর্গিক সুন্দর্য ছোটবেলা থেকেই আমার মন কাড়ে, শহরের কোলাহল থেকে দূরে মাটির গ্রান আর প্রকৃতির স্যমাল ছায়া আর শীতল বাতাস প্রান জুড়ায় ভালোবাসি প্রিয় মাত্রি ভূমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 🇧🇩💝
ছোটবেলার সেই সরল স্মৃতিকথা আজ ও মনে পরে এই প্রোগ্রাম দেখে👌
আহ্...! কতো স্মৃতি মনে পড়ে গেল..! বাংলা আমার রূপসী বাংলাদেশ ❤🇧🇩
খুব ছোট বেলা থেকেই আপনার ভিডিও দেখি,কি যে ভালো। এত সুন্দর ভিডিও গুলো দেখলে মন জুড়িয়ে যায় অজান্তেই ❤️❤️
ধন্যবাদ ❤❤❤
অনেক সুন্দর উপস্থাপনা অনেক সুন্দর একটা ভিডিও অবিরাম ভালোবাসা রইল
মনোমুগ্ধকর পরিবেশ আর উপস্থাপনা,বেশ ভালোই লাগলো❤️
Assalamu alaikum nice video Thank you
আহ,কি যে মন জুড়ানো বাশির সুর।শুনে মন উদাস হয়ে যায়, বাশির সুরে কোন সুদুরে হারিয়ে যাই।আপনাদের ভিডিও র সাথে প্রাণ জুড়ানো মিউজিক অসাধারণ।
Lovely video Lovely music. That’s. Very Good. Thank you For a. Another Beautiful. Show. Sis
আহা কি মায়াবতী আমার বাংলা কতো সুন্দর আমাদের গ্রাম মন জুড়িয়ে যায়
Wow supr dupr.. Jai shree mahakaal 💐🇮🇳😎
অসাধারণ চোখে পানি চলে আসে
অনেক সুন্দর ভিডিও উপহার দেয়ার জন্য আপনাদের কে অনেক ধন্যবাদ
ভিডিওটি অত্যন্ত ভালো লাগলো, পুরো টিমকে অত্যন্ত ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। ভিডিওর মাঝে হারানো শৈশবকে খুজে পেলাম।
ধন্যবাদ ❤❤❤
মনটা ভরে গেল 😊আর ভালো লাগলো,শেষে বাউল গানের সাথে।। বাড়ি থেকে দুরে আছি,, গ্রাম বাংলা দৃশ্য দেখতে ভালো লাগে, কারন আমি ও গ্রামে থাকি😊
India, West bengal, Nadia district থেকে দেখছি ❤
বলার মত ভাষায় হারিয়ে ফেলছি 😢😢এমন দিন কি, আর আসবে মানুষের মাঝে।। ❤
হাজার চেষ্টা করলেও মানুষ আর ফিরে পাবে না এই দিন গুলো। সোনালী রুপালি, কি একটা দিন ছিল তখন কার মানুষের, কতই, না সুখ ও প্রাণ ভরা হাসি ছিল মানুষের মুখে কিন্তুু বর্তমান মানুষ টাকার মায়ার পড়ে সব কিছু ভুলে গেছে এটাই বাস্তবতা 😭😭😭🇧🇩🇧🇩
দিনে দিনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য, 😢
😥❤❤
এই পরিবেশে বড় হইনি
শহরে বড় হয়েছি
কিন্তু এমন ভিডিও
দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম
আহা কি সুন্দর গলার কন্ঠ প্রানটা জুড়িয়ে যায় 😊😊😊
ধন্যবাদ ❤
wow mashaallah.. ❤❤❤
মন ভালো করে দেয়ার মত ভিডিও
ধন্যবাদ আপনাদের 😘❤️
আসসালামু আলাইকুম আপু।
সুন্দর হইছে ব্লগ টা।
ধন্যবাদ।
আপনার কথায় জেন খুব তৃপ্তি বোধ করি।দেশের একটা নিজস্ব জিনিস তুলে ধরেন খুব ভালো লাগে সবকিছু! ভিডিও গুলো দেখলে মনে হয় আমি সেখানেই আছি❤❤❤❤
ধন্যবাদ
আহ্ প্রানের ভিডিও। মা,মাটি আর মানুষের টানে বার বার ছুটে যায়।
ছোটবেলার শীতের সে আনন্দ আজ হারিয়ে যাচ্ছে
শীতের সকাল ছোট বেলার কথা মনে করিয়ে দেয়।❤❤❤❤
শীতকালে গ্রামে যেতে অনেক ভালো লাগে।
খুব সুন্দর ধন্যবাদ রিপোটার কে 🎉🎉🎉জেলা নরসিংদী
অসাদারণ❤❤❤❤❤❤❤❤❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রখম এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আমরা বাঙালি। এই দেশের প্রত্তেক্টা রিতুই সুন্দর। এর মধেও শিত অন্যতম।🌺🌺🌺🌄🌄🌄🌄🌄🌅🌅🌅🌅🌅
অসাধারণ সব দৃশ্য দেখার মতো মনে হয় যেন ওইখানটায় চলে যায়
অসাধারন গ্রাম দেখে ভালো লাগলো ❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏অপূৰ্ব ❤❤❤❤ ।
অসাধারণ লাগলো
বাংলাদেশ হলো সোনার দেশ
আছছালাম ওয়লাকুম কেমন আছেন আপু এই ধরনের বিডুও দেখলে মন ভরে যায় সহয সরল মানুষ আগের দিন দিন সব উঠে গেছে এখন মানুষের ভেতরে ভালোবাসা দেখা যায় না 💞💞💞💞👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹
Awesome inspirational documentary. Many thanks
প্রবাস জীবন কাটাতে গেলে দেশের কথা সবচেয়ে বেশি মনে পড়ে
সুন্দর প্রতিবেদন ❤️👍
osadaron khub balo laglo
অসাধারণ আপু❤❤❤❤🎉🎉🎉
জীবনের কত রঙিন দিনের কথা মনে পড়ে আপনার ভিডিও গুলো দেখলে।
আমার শৈশবের কথা মনে পরছে । আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ এসব ভিডিও করা জন্য 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🥰
Kolkata, theke dekhchi darun laglo sotti just marvelous
শীতের সকালে কুয়াশা দেখতে অনেক সুন্দর লাগছে আই লাভ ইউ বাংলাদেশ ❤
চিরচেনা গ্রাম বাংলার সেই সৌন্দর্য, এখন আর আগের মতো দেখা যায় না, কালের পরিবর্তনে প্রযুক্তির ছোঁয়া লেগে, হারিয়ে গেছে সেই সোনালী শৈশব, আপনি ভিডিওর মাধ্যমে যেসব সোনালী অতীত তুলে ধরেছেন তা এখন প্রায় 90% বিলুপ্তির পথে, অনেক ভালো লাগছে ভিডিওটা দেখে, কিছু সময়ের জন্য মনে হয়েছিল যেন আমি আবার শৈশবে ফিরে গেছি,
আপনার ভিডিওটা দেখে ছোট্টবেলা কতা মনে পড়ে গেল আম্মুর সাথে নানুর বাসায় যখন যাইতাম ❤❤❤
আগামী ৪ বছর যাবত এই সকালের আনন্দ থেকে বঞ্চিত আমি 😅
আলহামদুলিল্লাহ, আমি ভাগ্যবান যে আমি গ্রামের সন্তান
আহা কতশত স্মৃতি। গ্রামের জীবনকে অনেক মিস করি।❤
অসাধারণ সুন্দর এই আমার বাংলাদেশ💟💟💟🇧🇩🇧🇩🇧🇩,,,? i miss my Bangladesh,,?পাঁচটা বছর ধরে দেখিনা
সবমিলিয়ে খুব ভালো লাগলো 😊💚💚💚🌿
যে গেছে তাকে আর ফিরে পাওয়া যাবে না. বড়ো কষ্ট হয় ফেলে আসা জীবনের কথা মনে করে. এখন কেমন যেনো বেঁচে আছি.
😥❤
অসাধারণ অসাধারণ অসাধারণ ভালোবাসার দিলাম ভারত থেকে। এই চ্যানেল আমাদের কাছে খুবই প্রিয়।❤
ধন্যবাদ ❤❤❤
সুন্দর হয়েছে ব্লগটা
২০২৩ ডিসেম্বরের ১ তারিখ রোজ শুক্রবার ❤❤❤এমন সুন্দর একটা দৃশ্য মন কেড়ে নেয় মন চায় সেই ছোটবেলা হারিয়ে যেতে 😢😢😢
অনেক সুন্দর ❤❤ সৌদি আরবে থেকে দেখছি
আমার দেশের গ্রাম - বাংলার ঐতিহ্য যেন এই চ্যানেল এ খুঁজে পাই 🇧🇩🇧🇩❤️❤️❤️
❤❤❤
আপনার জন্য মন খোলে দোয়া করি,, বাংলার এমন সৌন্দর্য তুলে দরার জন্য
অনেক মিছ করি এই দূর প্রাবাস থেকে প্রিয় মাতৃভূমি কে 😢😢
মালিহা মেহেনাজ শায়রি যেন ছন্দের জাদুকরী কোন এক শায়েরী বা কবিয়াল 😍😍 কি সুন্দর মায়াবী কন্ঠ, ২৭ বছরের বর্তমান ফেলে কিছু সময়ের জন্য ফিরে গেলাম ছিরচেনা সেই শৈশবমাখা আমার ছোট্ট সোনার গায়ে। প্রিয় গ্রাম চাঁপাছড়ী, বাঁশখালী, চট্টগ্রাম। 😍
আমি আপনাদের নিয়মিত একজন ফ্যান❤
অনেক মিস করি সেই দিন গুলো কে,😥😥😥😥😥 অনেক ভালো ছিলো তখনকার দিন😢😢
❤❤❤