এই ভিডিওটা মাত্র ১০-১২ মিনিটের মনে হলেও এটার পেছনে আমার সময় দেওয়া লেগেছে প্রায় ৪৫-৫০ ঘন্টার কাছাকাছি । কাজেই যারা সবসময় কমেন্ট বক্সে বলেন যে বড় ভিডিও চান, আমার পক্ষে আসলে এই কোয়ালিটি মেইনটেইন করে সপ্তাহে এর থেকে বেশি বড় ভিডিও দেওয়া খুবই কষ্টকর (বা হয়তোবা অসম্ভব-ও)। তার পরেও এইটা আপলোড দিয়েই আবার বসবো এর পরের পার্টটার স্ক্রিপ্ট লেখার কাজে ! দেখা যাক কয়দিনে দিতে পারি
ওপার বাংলার আমার সমস্ত বাঙালি ভাইকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধা একসাথে যুদ্ধ করে পাকিস্তানের ও পশ্চিম এশিয়ার মানচিত্র পাল্টে দিয়ে ছিলেন। পাকিস্তানকে ভাগ করে একটা নতুন সম্পূর্ণ বাংলার দেশ 'বাংলাদেশ' তৈরি করেছিলেন। কিন্তু লাবিদ তুমি ভারতের মানচিত্র ভুল দিয়েছো, কাশ্মীরের দিক আর লাদাখের দিক দিয়ে ভারতের মানচিত্রর দুটো অংশ বাদ দিয়েছো। আশা করব এর পরবর্তীতে ভারতের সঠিক মানচিত্র দেবে।
হয়তো আমি প্রথম ব্যক্তি যে ভিডিওর ১ মিনিট দেখেই কমেন্ট করছি। কারণ অনেক আগের একটা কথা মনে পড়ে গেল। ২০০৮/৯ এর দিকে তখন আমি টানা মুক্তিযুদ্ধ এর বই পড়েছিলাম। সেই সুবাদে 2009 এর দিকে পড়েছিলাম অপারেশন জ্যাকপট। স্টাটিং এর কিছু অংশ দেখে মনে হল ওই বই থেকেই কন্টেন্ট নেওয়া। যদিও অনেক আগে পড়েছি তাই অল্প বিস্তর এ মনে আছে। মাইন নিয়ে সাতার কাটার জন্য ইট বেধে ট্রেনিং দিয়েছিল। ধন্যবাদ এই টপিক নিয়ে ভিডিও করার জন্য 😍😍😍😍😍
চট্রগ্রাম বন্দরে জব করি বিধায় কর্নফুলি বিস্তার এবং এই নদীর স্রোত সম্পর্কে ভালো ধারনাই আছে মাঝে মাঝে অবাক লাগে কত বড় কলিজা থাকলে এই রকমভাবে চিন্তা করা যায় যে পাকিস্তানিদের জাহাজে মাইন লাগবে তাও সাতার কেটে ওপার থেকে এসে আবার ফেরত যেতে হবে।
হয়তো আমি প্রথম ব্যক্তি যে ভিডিওর ১ মিনিট দেখেই কমেন্ট করছি। কারণ অনেক আগের একটা কথা মনে পড়ে গেল। ২০০৮/৯ এর দিকে তখন আমি টানা মুক্তিযুদ্ধ এর বই পড়েছিলাম। সেই সুবাদে 2009 এর দিকে পড়েছিলাম অপারেশন জ্যাকপট। স্টাটিং এর কিছু অংশ দেখে মনে হল ওই বই থেকেই কন্টেন্ট নেওয়া। যদিও অনেক আগে পড়েছি তাই অল্প বিস্তর এ মনে আছে। মাইন নিয়ে সাতার কাটার জন্য ইট বেধে ট্রেনিং দিয়েছিল। ধন্যবাদ এই টপিক নিয়ে ভিডিও করার জন্য 😍😍😍😍😍
আহারে কত ভালোবাসা ছিল তাদের আমাদের এই দেশটার প্রতি। তাদের কষ্টে অর্জিত স্বাধীনতার কি অবস্থা আজকে🙂 কত আবেগের দেশ এই স্বাধীন বাংলাদেশ,আজ অশুভ শক্তিতে ভরপুর।
এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা,আমরা তুমাদের ভুলবো না,,, সালাম মুক্তিযোদ্ধাদের, সালাম শহীদ দের, সালাম মিত্র বাহিনী ভারত কে, সালাম মিত্র বাহিনী রাশিয়া কে
তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে এই কারণে আমি শ্রদ্ধা করি উনি রিচার্ড নিক্সনের চোখে চোখ রেখে এই কাজ করতে সফল হয়েছিলেন। আমি ভারতীয় বাঙালি হিসাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের ও মুজিবুর রহমানকে শ্রদ্ধা করি।
আহা , এইসকল মানুষদের জীবন বাজি রেখে যুদ্ধ করার জন্যই আজ আমরা মুক্ত এক জাতি। অথচ এই দেশটাই তাদের স্বপ্ন ছিল !!! যাইহোক, এই ধরনের কিছু সমৃদ্ধ চ্যানেল আছে বলেই ইউটিউব এতো আকর্ষণীয়। ধন্যবাদ।
ভালোবাসা অবিরাম।"এনায়েত চৌধুরী" ভাইয়ের চ্যানেলের একটা ভিডিওতে আমি আপনাকে প্রথম চিনেছিলাম ভাইয়া।তারপর থেকে আপনার কন্টেন্ট আমার এতটাই ভালো লেগে যায় যে ভিডিও পাবলিষ্ট এর কিছু সময়ের মধ্যেই দেখার লোভ সামলাতে পারি না।।
আপনি কি জানেন আপনার ভিডিও এই রাতের দুইটার সময় কোথায় বসে শুনছি? মিরসরাই থানার ইছাখালি গ্রামে পাকিস্তানিদের একটা টর্চার সেল আছে...রাস্তার ওই পাসে বিল্ডিংটার অবশিষ্টাংশ আছে...এই পাসে আমি...রোজার মাস বলে সমস্যা হচ্ছে না তবে এইখানে এখনো রাতে চিৎকার শোনা যায় টর্চার করা বাংগালীদের...ভিডিও এবং এর ঘটনাটা কতটা বাস্তব লাগছে আমার এটা আমার যায়গায় না থাকলে কেউ বুঝবেনা...আমার মনে হলো আমার কানের পাস দিয়েই বুঝি ওরা অপারেশনে গেলো...ধন্যবাদ রাহাত ভাই..❤
অনেক ভাল কাজ হয়েছে। এই ইতিহাস গুলো পড়ার সময় আরও ১০-১৫ বছর আগে ভাবতাম যে কেন এসব নিয়ে কোন ভাল মুভি বা কিছু তৈরি হয় না আমাদের দেশে যেখানে অনেক ছোট ছোট ঘটনার উপর বেস করে অন্যান্য দেশ চমৎকার মুভি তৈরি করে ফেলেছে (যেমন 71 intro the fire, জাস্ট একটা এক্সাম্পল দিলাম) শেষ পর্যন্ত মুভি না হলেও কিছু কাজ তো হচ্ছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে এটা অনেক বড় পাওয়া। ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা
অসংখ্য ধন্যবাদ, এমন সুন্দর করে বলার জন্য। অপারেশন জ্যাকপটের মতো এতো বড় অপারেশন সমন্ধে অনেকেই তেমন একটা জানে না। পাঠ্যবই তে ও এ নিয়ে উল্লেখ্যযোগ্য তেমন কোন কিছুই নেই। ধন্যবাদ, এ নিয়ে ভিডিও বানানোর জন্য।
ভিডিওটা দেখে আমি খুবি খুশি হয়েছি যে বাঙালিরাও পারে দর্শকদের ভালো কিছু কন্টেন্ট দিতে কিছু কিছু কন্টেন আছে যা দেখলে মনে। হয় তাদের মস্তিস্ক বিক্রতি হয়েছে আমাদের সাহস ,দেশপ্রেম তুলেধারান জন্য ও বর্তমান প্রজন্মকে আমাদের ইতিহাস শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওটির জন্য অপেক্ষায় থাকলাম❤
চট্টগ্রাম থেকে বলছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, হারিয়ে যাওয়া বিরত্ব ইতিহাস তুলে ধরার জন্য।অনেক কিছু জানাতে পারি আপনার ভিডিও থেকে। স্বতন্ত্র এবং কার্যকরি বিষয় উপস্থাপনের জন্য আবার ও ধন্যবাদ জানাচ্ছি।❤️❤️❤️
মহান দয়াময় আল্লাহ এমন বীর বাঙালি দিয়েছিলেন আমাদের যারা নিজের জীবন শহীদের নামে লিখিয়ে দিয়েছিলো কতটা ভালোবাসা ছিল দেশের প্রতি আর আজ আমরা দেশটাকে নিয়ে কি করছি আফসোস। মহান দয়াময় আল্লাহ আপনাদের জান্নাতুল ফেরদৌস দান করুন।
Vai apnar video gula osthir hoy Ami always apnar video r opekkhay thaki. But jodi video gula length boro kora jay taile topic gula clearly bujhte shubidha hoy. Ar boro video korte time lage amra jani but quality is better than quantity.......
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন এরকম ভিডিও আরো দেখতে চাই এই ভিডিও বানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ সব সময় ভালো থাকবেন দোয়া রইল এগিয়ে যান আমরা আছি আপনার সাথে
এই ভিডিওটা মাত্র ১০-১২ মিনিটের মনে হলেও এটার পেছনে আমার সময় দেওয়া লেগেছে প্রায় ৪৫-৫০ ঘন্টার কাছাকাছি । কাজেই যারা সবসময় কমেন্ট বক্সে বলেন যে বড় ভিডিও চান, আমার পক্ষে আসলে এই কোয়ালিটি মেইনটেইন করে সপ্তাহে এর থেকে বেশি বড় ভিডিও দেওয়া খুবই কষ্টকর (বা হয়তোবা অসম্ভব-ও)। তার পরেও এইটা আপলোড দিয়েই আবার বসবো এর পরের পার্টটার স্ক্রিপ্ট লেখার কাজে ! দেখা যাক কয়দিনে দিতে পারি
ভাই আপনি কি নিয়ে পড়েন?
@@muhammadrahidulislam6097
খুব সম্ভবত মেকানিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে লাবিব
@India India কারণ সে বাংগালী, তাই
ওপার বাংলার আমার সমস্ত বাঙালি ভাইকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধা একসাথে যুদ্ধ করে পাকিস্তানের ও পশ্চিম এশিয়ার মানচিত্র পাল্টে দিয়ে ছিলেন। পাকিস্তানকে ভাগ করে একটা নতুন সম্পূর্ণ বাংলার দেশ 'বাংলাদেশ' তৈরি করেছিলেন।
কিন্তু লাবিদ তুমি ভারতের মানচিত্র ভুল দিয়েছো, কাশ্মীরের দিক আর লাদাখের দিক দিয়ে ভারতের মানচিত্রর দুটো অংশ বাদ দিয়েছো।
আশা করব এর পরবর্তীতে ভারতের সঠিক মানচিত্র দেবে।
হয়তো আমি প্রথম ব্যক্তি যে ভিডিওর ১ মিনিট দেখেই কমেন্ট করছি। কারণ অনেক আগের একটা কথা মনে পড়ে গেল। ২০০৮/৯ এর দিকে তখন আমি টানা মুক্তিযুদ্ধ এর বই পড়েছিলাম। সেই সুবাদে 2009 এর দিকে পড়েছিলাম অপারেশন জ্যাকপট। স্টাটিং এর কিছু অংশ দেখে মনে হল ওই বই থেকেই কন্টেন্ট নেওয়া। যদিও অনেক আগে পড়েছি তাই অল্প বিস্তর এ মনে আছে। মাইন নিয়ে সাতার কাটার জন্য ইট বেধে ট্রেনিং দিয়েছিল। ধন্যবাদ এই টপিক নিয়ে ভিডিও করার জন্য 😍😍😍😍😍
ভিডিওটা দেখার সময় ক্ষণে ক্ষণে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিলো। কতোটা বিপ্লবী আর আত্মত্যাগী ছিলেন আমাদের সূর্য সন্তানেরা। আল্লাহ উনাদের জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
পরবর্তী ভিডিওটার জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
চট্রগ্রাম বন্দরে জব করি বিধায় কর্নফুলি বিস্তার এবং এই নদীর স্রোত সম্পর্কে ভালো ধারনাই আছে মাঝে মাঝে অবাক লাগে কত বড় কলিজা থাকলে এই রকমভাবে চিন্তা করা যায় যে পাকিস্তানিদের জাহাজে মাইন লাগবে তাও সাতার কেটে ওপার থেকে এসে আবার ফেরত যেতে হবে।
তাও কতো অল্প সময়ের মধ্যে ! So proud of the HEROES !❤
হয়তো আমি প্রথম ব্যক্তি যে ভিডিওর ১ মিনিট দেখেই কমেন্ট করছি। কারণ অনেক আগের একটা কথা মনে পড়ে গেল। ২০০৮/৯ এর দিকে তখন আমি টানা মুক্তিযুদ্ধ এর বই পড়েছিলাম। সেই সুবাদে 2009 এর দিকে পড়েছিলাম অপারেশন জ্যাকপট। স্টাটিং এর কিছু অংশ দেখে মনে হল ওই বই থেকেই কন্টেন্ট নেওয়া। যদিও অনেক আগে পড়েছি তাই অল্প বিস্তর এ মনে আছে। মাইন নিয়ে সাতার কাটার জন্য ইট বেধে ট্রেনিং দিয়েছিল। ধন্যবাদ এই টপিক নিয়ে ভিডিও করার জন্য 😍😍😍😍😍
কতটা সাহস আর দেশ প্রেম তাদের মধ্যে ছিল❤️ respect them❤️
স্যালুট সেই বীর মুক্তিযোদ্ধাদের যাদের জন্য আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি...
স্বাধীনতা আসেনি এখনো। Awami league er biruddhe juddhe jete hobe...arekbar
❤❤
ভিডিও টা দেখে থ্রিল অনুভব করছি !!!! অনেক অনেক ধন্যবাদ LABID RAHAT কে ।ভাষায় প্রকাশ করতে পারছি না,কতটা থ্রিল ফীল করছি ।
আহারে কত ভালোবাসা ছিল তাদের আমাদের এই দেশটার প্রতি। তাদের কষ্টে অর্জিত স্বাধীনতার কি অবস্থা আজকে🙂
কত আবেগের দেশ এই স্বাধীন বাংলাদেশ,আজ অশুভ শক্তিতে ভরপুর।
এরকম কাহিনী দিয়ে একটি মুভি বানালে দেশের ইতিহাস যেমন সবাই জানবে সিনেমাতেও এগিয়ে যাবে❤
আরে ভাই এসব ইতিহাস নিয়ে বাংলাদেশে কোন সিনেমা বানাবেনা বাংলাদেশে বানাবে লাইলি মজলুল ইতিহাস নিয়ে
@@mdshajibislam5652 অবশেষে হচ্ছে সিনেমা
এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা,আমরা তুমাদের ভুলবো না,,,
সালাম মুক্তিযোদ্ধাদের,
সালাম শহীদ দের,
সালাম মিত্র বাহিনী ভারত কে,
সালাম মিত্র বাহিনী রাশিয়া কে
তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে এই কারণে আমি শ্রদ্ধা করি উনি রিচার্ড নিক্সনের চোখে চোখ রেখে এই কাজ করতে সফল হয়েছিলেন। আমি ভারতীয় বাঙালি হিসাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের ও মুজিবুর রহমানকে শ্রদ্ধা করি।
এমন কিছু দেখলে বাঙালী হিসেবে গর্ববোধ হয়,সত্যিই আমাদের অহংকার করার মতো অনেক কিছুই আছে।
গর্ভে শুধুই তলপেট ভারী হবে, পেট ভরবেনা।
গর্ভ খালাস হলেই যেই কে সেই।
কা ঠ বা ঙা ল
অসাধারন! খুব ছোট করে হলেও একটা বৃহৎ ঘটনাকে সুন্দরভাবে সামআপ করে উপস্থাপনা করা হয়েছে।
এই বীরদের ঋণ শোধ কোনোদিনই কী করতে পারবো আমরা💔💔
স্যালুট মহান বীরদের প্রতি
বিনম্র শ্রদ্ধা তাদের জন্যে প্রাণ বাজি রেখেছিলেন বাংলা মায়ের জন্যে🙏
ভারত থেকে বিজয় দিবসের শুভেচ্ছা 🇮🇳🇧🇩
ধন্যবাদ আপনাকে
Bangladesh theke apander jonno valobasha roilo dada ❤
Kintu apner govt toho sei BD key abero akta sub branch banai disey, border ey killing soho aro koto torture amader shojjo kortey hobey key janey?
কত কষ্টে অর্জন করা দেশ আমাদের, না জেনে না বুঝে কত অন্যায় করছি এই দেশের সাথে।
চোখে পানি চলে এসেছে।। সাথে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান। ❤
ধন্যবাদ আপনাকে ইতিহাস কে এভাবে উপস্থাপন করার জন্য
সবাইকে বিজয় দিবসের তীব্র সংবর্ধনা 💓💓💓💜💜💜🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 অজস্র সম্মান মুক্তিযোদ্ধাদের প্রতি।।।
একজন ইতিহাস এর ছাত্র আমি । নিয়মিত তোমার ভিডিও দেখি । সত্যি তোমার ভিডিও গুলো অসাধারণ।। ভারত থেকে বিজয় দিবসের শুভেচ্ছা রইল ❤️
এতো কষ্ট করে নির্ভূল ইতিহাস খুঁজে হাই কোয়ালিটির ভিডিও বানিয়ে আমাদের উপহার দেওয়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ 💚💚❤️❤️💚💚
অসাধারণ নির্মান।
জয় বাংলা ❤️জয় বঙ্গবন্ধু ☝️
বাংলাদেশ চিরজীবী হউক❤️❤️❤️
সকল মুক্তি সেনার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা
এমন ভিডিও আর ও বানানো দরকার কারণ এখনকার জেনারেশন ভুলে যাচ্ছে যে কত কষ্টে আমাদের এই স্বাধীনতা
আহা , এইসকল মানুষদের জীবন বাজি রেখে যুদ্ধ করার জন্যই আজ আমরা মুক্ত এক জাতি। অথচ এই দেশটাই তাদের স্বপ্ন ছিল !!! যাইহোক, এই ধরনের কিছু সমৃদ্ধ চ্যানেল আছে বলেই ইউটিউব এতো আকর্ষণীয়। ধন্যবাদ।
উনাদের সাহসীকতা আর দেশপ্রেম আমাদেরকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছে।
দোয়া ও ভালবাসা সবসময়ই বাংলা মায়ের এসকল বীর সন্তানদের জন্য💗🇧🇩🇧🇩🇧🇩💗
সত্যি বলতে "আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ" এটা শুনলে শরীরের লোম দাড়িয়ে যায় চোখ টল টল করে। ❤️🇧🇩
অপারেশন জ্যাকপট নিয়ে আগেও বেশকিছু আর্টিকেল পড়েছি। কিন্তু এ ভিডিওতে মানচিত্র সহ ব্যাখ্যা করায় পুরো বিষয়টা পরিষ্কার হয়েছে। ধন্যবাদ।
ভাই আপনি যে এত রিসার্চ করে এত ইনফরমেশন আমাদের কে এত অল্প সময়ে দেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এভাবেই চালিয়ে যান আপনার সাথে আছি আমরা।
ভিডিও টা ৩ বার দেখেছি তারপরও একটা থ্রিল অনুভব করেছি। এই ঘটনা অবলম্বন করে অনায়াসে ১ মুভি তৈরী করে ফেলা যাবে। ❤️❤️❤️
Happy victory day
Long live Bangladesh
Amazing creation labid vai 💙
"They Hit The Jackpot" ❤️🇧🇩
Manus jate eisb vhule na jai.dowa roilo,.
Why did I get goosebumps?
Proud of our history 🇧🇩
অসাধারণ। স্যালুট জানাই ❤️
ভালোবাসা অবিরাম।"এনায়েত চৌধুরী" ভাইয়ের চ্যানেলের একটা ভিডিওতে আমি আপনাকে প্রথম চিনেছিলাম ভাইয়া।তারপর থেকে আপনার কন্টেন্ট আমার এতটাই ভালো লেগে যায় যে ভিডিও পাবলিষ্ট এর কিছু সময়ের মধ্যেই দেখার লোভ সামলাতে পারি না।।
Same
You also hit the Jackpot with this video.Salute to the freedom-warriors and the people who help us to commemorate them....
আপনি কি জানেন আপনার ভিডিও এই রাতের দুইটার সময় কোথায় বসে শুনছি? মিরসরাই থানার ইছাখালি গ্রামে পাকিস্তানিদের একটা টর্চার সেল আছে...রাস্তার ওই পাসে বিল্ডিংটার অবশিষ্টাংশ আছে...এই পাসে আমি...রোজার মাস বলে সমস্যা হচ্ছে না তবে এইখানে এখনো রাতে চিৎকার শোনা যায় টর্চার করা বাংগালীদের...ভিডিও এবং এর ঘটনাটা কতটা বাস্তব লাগছে আমার এটা আমার যায়গায় না থাকলে কেউ বুঝবেনা...আমার মনে হলো আমার কানের পাস দিয়েই বুঝি ওরা অপারেশনে গেলো...ধন্যবাদ রাহাত ভাই..❤
আমি ভারতীয় হয়ে কোনোদিনও জানতাম না ভারতের এতোটা engagement ছিল বাংলাদেশের স্বাধীনতায়
কৃতজ্ঞতা জানাই এতো সুন্দর করে ঐতিহাসিক সত্য তুলে ধরার জন্য। শ্রদ্ধা ও সম্মান সেই সব বীরদের প্রতি।
অসাধারণ তথ্যবহুর মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন। ঠিক এই ভাবে ১১ টি সেক্টরে মুক্তিযুদ্ধের কৌশলের ইতিহাস জানতে চাই৷
অনেক ভাল কাজ হয়েছে।
এই ইতিহাস গুলো পড়ার সময় আরও ১০-১৫ বছর আগে ভাবতাম যে কেন এসব নিয়ে কোন ভাল মুভি বা কিছু তৈরি হয় না আমাদের দেশে যেখানে অনেক ছোট ছোট ঘটনার উপর বেস করে অন্যান্য দেশ চমৎকার মুভি তৈরি করে ফেলেছে (যেমন 71 intro the fire, জাস্ট একটা এক্সাম্পল দিলাম)
শেষ পর্যন্ত মুভি না হলেও কিছু কাজ তো হচ্ছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে এটা অনেক বড় পাওয়া।
ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা
আহারে! কত কষ্টের দেশ আমার! আর আমরা কী মিসবিহেভ করতেছি এই দেশের সাথে!
স্যালুট! আপনি আমার প্রেরণা, ইনশাআল্লাহ একদিন দেখা হবে আর সেই দিন সব ইচ্ছের কথা শুনাবো।
জয় বাংলা
the story deserve to be a full movie....it should be
right
তথ্যবহুল সুন্দর ও মার্জিত এক্সপ্লেনেশন।
চালিয়ে যান...
আপনার ভিডিওগুলো অনেক চমৎকার তথ্যবহুল।
হয়ত স্যার রা এখন বলতেছে রক্ত দিয়ে কি দিয়ে গেলাম এ কেমন স্বাধিনতা। সেলুট স্যারদের।
সাহসী দেশ প্রেমিকদের জন্য হৃদয়ের অন্তস্তল থেকে দোয়া আর শ্রদ্ধা 💖
আল্লাহতালা বীর মুক্তিযোদ্ধাদের জান্নাত দান করুন
জয় বাংলা 🇧🇩❤️
অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❤️🇧🇩
অসাধারণ একটি ডকুমেন্ট ভাইয়া ধন্যবাদ
ভাই, আপনার সব গুলো ভিডিও ই শিক্ষণীয়। ইতিহাসকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ভালবাসা নিবেন ❤️❤️
Proud to be a Bangladeshi.
প্রিয় বাংলাদেশ।❤️🇧🇩
Erokom ekti videor jonno onekdin dhore opekkha korchilam. Dhonnobad apnake vai 👍.
হলিউড, বলিউডের মতো আমাদের এসব ইতিহাস নিয়েও মুভি করা উচিত। ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য ❤️❤️
তুমি টাকা দিও। যতোধরনের অপচয় করার চিন্তাভাবনা।
@@joe_mama92 কেন অপচয় হবে? এটা বাংলাদেশের ইতিহাসের অংশ।
এইদেশে গুণী পরিচালক ও লজিস্টিক সাপোর্ট থাকলে এমন কাহিনীর মুভি আর আগেই মুক্তি পেত।
@@joe_mama92 বিহারি আল-বদর
@@joe_mama92 tomar baper taka die banate Hobe na bolod
@@joe_mama92 Tumar Baba ra Rajakar naki Pakistani chilo?
Salute All Freedom Fighters….. জয় বাংলা
বিজয় দিবসের শুভেচ্ছা। long live Bangladesh.
অসংখ্য ধন্যবাদ, এমন সুন্দর করে বলার জন্য। অপারেশন জ্যাকপটের মতো এতো বড় অপারেশন সমন্ধে অনেকেই তেমন একটা জানে না। পাঠ্যবই তে ও এ নিয়ে উল্লেখ্যযোগ্য তেমন কোন কিছুই নেই।
ধন্যবাদ, এ নিয়ে ভিডিও বানানোর জন্য।
So informative..... Your work won't be washed away....
বীরদের কখনোই ভুলব না। ❤❤
ধন্যবাদ ভাইয়া পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায়
ভিডিওটা দেখে আমি খুবি খুশি হয়েছি
যে বাঙালিরাও পারে দর্শকদের ভালো কিছু কন্টেন্ট দিতে
কিছু কিছু কন্টেন আছে যা দেখলে মনে। হয় তাদের মস্তিস্ক বিক্রতি হয়েছে
আমাদের সাহস ,দেশপ্রেম তুলেধারান জন্য ও বর্তমান প্রজন্মকে আমাদের ইতিহাস শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ
পরের ভিডিওটির জন্য অপেক্ষায় থাকলাম❤
Goosebumps 💫💫💫
Salute to them 🖤
অসাধারণ!!! পার্ট ২ এর অপেক্ষায়!
Hats off,freedom fighters ❤
অসাধারণ উপস্থাপনা খুবই ভালো লাগলো।
Goosebumps....,Nice brother🇧🇩❤️
অতুলনীয় অতুলনীয় পরিষ্কারভাবে ছবির সাহায্যে সম্পন্ন বুঝিয়ে দেয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ ধরনের ভিডিও আরো দেখতে চাই
চট্টগ্রাম থেকে বলছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, হারিয়ে যাওয়া বিরত্ব ইতিহাস তুলে ধরার জন্য।অনেক কিছু জানাতে পারি আপনার ভিডিও থেকে। স্বতন্ত্র এবং কার্যকরি বিষয় উপস্থাপনের জন্য আবার ও ধন্যবাদ জানাচ্ছি।❤️❤️❤️
ইন্ডিয়া হলে এত দিনে এই ঘটনাকে কেন্দ্র করে একটা চমৎকার সিনেমা বানিয়ে ফেলতো। কিন্তু বাংলাদেশে এসব হয়না😐
হবে হবে ! বেশ ভালো ভালো সিনেমা হচ্ছে রিসেন্টলি
মহান দয়াময় আল্লাহ এমন বীর বাঙালি দিয়েছিলেন আমাদের যারা নিজের জীবন শহীদের নামে লিখিয়ে দিয়েছিলো কতটা ভালোবাসা ছিল দেশের প্রতি আর আজ আমরা দেশটাকে নিয়ে কি করছি আফসোস। মহান দয়াময় আল্লাহ আপনাদের জান্নাতুল ফেরদৌস দান করুন।
Khub sundor hoise...thank for the content.
এমনভাবে উপস্থাপন করলো!, খুবই ভালো লাগলো
ভাইরে ভাই,অসাধারণ ছিল......মারাত্নক লেভেলের গ্রাফিক্স,এডিটিং...সব জোস লেভেলের হইছে।
ঢাকা গেলে এক কাপ চা খেতে চাই আপনার সাথে টিএসসি তে।
আল্লাহ,, আমার দেশের স্বাধীনতা রক্ষা করো 🥹
থ্রিলার মুভির থেকে কোনো অংশেই কম ছিলো না।অসাধারণ ছিলো। ধন্যবাদ।
আহহ মুক্তিফৌজ ❤❤,, চিরদিন আপনাদের অবদান ভুলার মত না,, স্যালুট হে বীর
ফ্রান্সের Toulon শহর থেকেই ভিডিওটি দেখছি।।!🥰🥰 এমন একটি ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ।।
এতো তথ্যবহুল ! বাহ! ভালো লাগলো!
আমার ১১ বছরের ছেলে জিজ্ঞেস করছিলো এই অপারেশন নিয়ে। বিস্তারিত না জানায় খুজে আপ্নার এই ভিডিও দেখছিলাম।
আমি এবং দে আর ক্লিয়ার নাও।
thanks a lot bhai.
আপনার ভিডিও গুলো দারুণ লাগে,এমনিতেই আমি ইতিহাস প্রেমী মানুষ তার বিতর এতো তথ্যবহুল আর সুন্দর ভাবে উপস্থাপন,দারুণ উপভোগ করি...
Amazing content brother. You deserve a huge salute man
Thank you so much 😀
Vai apnar video gula osthir hoy
Ami always apnar video r opekkhay thaki.
But jodi video gula length boro kora jay taile topic gula clearly bujhte shubidha hoy.
Ar boro video korte time lage amra jani but quality is better than quantity.......
আপনার ভিডিও গুলি খুবি গুরুত্বপূর্ণ খবর জানা যায়। আমিও চেষ্টা করছি
দেশকে ভালবাসতে হলে দেশের ইতিহাসকে ভালবাসতে হবে।
ধন্যবাদ আপনাকে
ভাইয়া অনেক অনেক ধন্যবাদ, আমাদের গর্বের ইতিহাস এত সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
অসাধারণ উপস্থাপনা।।।।।।।। অসাধারণ।।।। ১৯৭১ সাল থেকে ঘুরে আসলাম।।।।। পরবর্তীর অপেক্ষায় থাকলাম।।।।। ❤️❤️❤️❤️❤️
সেরা একটা ভিডিও ছিল।পুরো ভিডিও জুড়ে চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করেছিল।স্যালুট ভাই আপনাকে এভাবে বুঝানোর জন্য।♥️
Great work of you indeed... hats off🧡
এই বিষয় নিয়ে ভিডিও করার জন্য আপনাকে ধন্যবাদ।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯💯❤️❤️❤️❤️❤️❤️
যেন সবকিছু চোখের সামনেই ঘটেছে।
হার্টবিট বেড়ে গেছিল।
এগিয়ে যান ভাই❤️
Excellent explanation ❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️
বীরশ্রেষ্ঠ ভিডিও দেখে এটা দেখলাম গায়ের লোম দারায়া জায় দেখার পর❤❤
joss hoise video ta awesome work brother 💙
অনেক ধন্যবাদ ভাই। অনেক তথ্যবহুল এই ভিডিও এর জন্য।
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন এরকম ভিডিও আরো দেখতে চাই এই ভিডিও বানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ সব সময় ভালো থাকবেন দোয়া রইল এগিয়ে যান আমরা আছি আপনার সাথে
Tnx...khub khuub valoo lagloo..akono oneke ache jaraa asob mante chai na..