না না অভিমান নয়, বরং এটাই সঠিক সিদ্ধান্ত, নিজেকে উচ্চতায় রেখেছেন, অভিনয় টা মন থেকে করেছেন তিনি, সেটা অভিনেত্রী হওয়ার জন্য করেন নি, করেছেন ভালোবেসে। ভালোবাসা রইলো।💛💝
আজ রবিবার নাটক দেখে এই মেধাবী মানুষটার প্রেমে পড়েছিলাম তার নিখুঁত অভিনয় মুক্তা ঝড়া হাসি যে কোন তরুন হৃদয়ে আলোড়ন তুলবে অবলীলায়। আমার জীবনের প্রথম ক্রাশ শীলা আহমেদ
মেহের আফরোজ শাওন, বিবাহ বহির্ভূত ২ বছর এবং বিবাহ পরবর্তী ৯ বছরের জন্য গুলতেকিন আহমেদের কাছ থেকে হুমায়ূন আহমেদকে ছিনিয়ে এনেছিলেন । প্রকৃতি আপনার কাছ থেকে হুমায়ূন আহমেদকে ছিনিয়ে নিয়ে গেছে সারা জীবনের জন্য । প্রকৃতি কোন ঋণ নিজের কাছে রেখে দেয় না ।
আগুনের পরশমণি দেখে ছেলে মেয়ে নির্বিশেষে যে কেউই তার অভিনয়ের প্রেমে পড়তে বাধ্য ❤। আমি শীলা আহমেদকে কোন প্রাপ্ত নারী চরিত্রে ভাবতে পারি না। আমার মনে হয় তিনি এখনো সেই আগুনের পরশমণি 'র অপালা🥰🥰 একজন সামান্য ভক্তের ভালোবাসা রইলো ❤
amar o mone hoi Babar proti prochondo oviman ar shei shomoi or Babar controversial shob kajer jonno lojja thekei ovinoi chere diyechilo...Humayun Ahmed to tokhon Shaon ke limelight e antei busy chilen...
শিলার অভিনয় দেখে যদি কেউ মুগ্ধ না হতে পারে তবে সে অভিনয় সম্বন্ধে অজ্ঞ। আমার দেখা শ্রেষ্ঠ সিনেমা 'টাইটানিক' হলেও শ্রেষ্ঠ অভিনেত্রী 'শিলা' ব্যতীত অন্য কাউকে ভাবতে পারি না, যদিও সুচিত্রা সেন, আফসানা মিমি, শাহন, সুবর্ণা মুস্তফা, দিলারা জামান এদের অভিনয় শৈলীও অবর্ণনীয়।
আমার সবচেয়ে প্রিয় একটা অভিনেত্রী শিলা আহামেদ,উনার জন্যই আমি হুমায়ুন আহমেদের নাটক দেখা শুরু করেছিলাম, কি সাবলীন ছিল তার অভিনয়!কি সুন্দর তার বাচনভঙ্গি, যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।
@@ashiqueelahi2909 সেই হিসেবে তাহলে হুমায়ুন আহমেদ আর শাওন ও ভুল কিছু করেন নাই! তাহলে শীলা আহমেদ আর আসিফ নজরুলকে সাপোর্ট করলে হুমায়ুন আহমেদ আর শাওনের কাজেও সাপোর্ট করা উচিত!
@@Aurchicious apnar kotha moto tahole world e joto manush second biye koreche shobai kharap!! I highly doubt living here in Bangladesh today in 2021, erokom kono family ache jekhane karo kono divorce nai or second marriage nai! Apnr family e maybe one and only family here in BD! Baki tahole shobai kharap! Anyway, I pray Allah apnar married life e rahmat dik jeno apnr abar second marriage na korte hoy but try not to have a blanket view of everything!
@@ashiqueelahi2909 একেবারে পারসোনাল এট্যাক করে বসলেন? সারাদেশের মানুষ এক যোগে শাওনকে এখনো হ্যারেস করে কেন সে হুমায়ুন আহমেদকে বিয়ে করেছিল। শুধুমাত্র শাওনের জন্যেই নাকি হুমায়ুন আহমেদের প্রথম সংসার ভেঙেছিল যেখানে বাস্তবতা আরও অন্য রকম ছিল সেটা যারা হুমায়ুন আহমেদ কিংবা তার পরিবারের ক্লোজ এরা জানে। আমি শুধুমাত্র তাদের কথার প্রেক্ষিতেই বললাম। তারা শীলার কাজটাকে সাপোর্ট করছে কিন্তু শাওনের কাজটাকে সাপোর্ট করছে না! অথচ এরা দু'জনই অলমোস্ট সেইম কাজই করেছেন। একজন মানুষের সঙ্গে বাস করাটা যদি সম্ভব না হয় তখন তার থেকে সম্মান বজায় রেখে সরে যাওয়াটাই অনেক বেশি ভালো বলে আমি মনে করি। বিয়েটা তো শুধু শারীরিক সম্পর্ক আর ভরণ-পোষণের ব্যাপার নয়। মনের ব্যাপারই এখানে অনেকখানি। আমার কথাটা এটাই ছিল। দুম করে কারো কথা না বুঝেই তাকে পারসোনাল এট্যাক করাটা ভালো না ভাই। 😊
আজ রবিবার নাটকে তার অভিনয় দেখে ভক্ত হয়েছিলাম। তারপরে ইউটিউবে খুঁজে খুঁজে তার সমস্ত নাটক গুলো দেখেছি এমনকি তার বিভিন্ন ইন্টারভিউ গুলোও দেখেছি। হাসিটা খুব চমৎকার তার।
মা বাবার বিচ্ছেদ সন্তান দের বুক ভেঙে খান খান করে দেয়। তাই যত ই কষ্ট হোক আর কেউ বিচ্ছেদের পথে চলবেন না। দুটো ভিন্ন মানুষের দশ ভাগ মতের ও মিল হয় না।এই বাস্তবতা মেনে নিলেই জীবনকে পার করা যায়।
@@mstmoni7686 যে ক্ষতি হয়েছে,যা হারিয়ে গেছে তা আর ফিরে না পেলে ও নতুন করে জীবন গড়তে হবে। আমাদের প্রিয় নবী এতিম ছিলেন।সকল মানুষ কে ভালবেসে তিনি সবার সেবায় নিজেকে নিয়োজিত করে জীবন পরিপূর্ণ করেছেন।তাই হারানোর ব্যথা ভুলে সামনে এগিয়ে যেতে হবে। তবে কোন বাবা মা আর যেন বিচ্ছেদ না ঘটায় সেদিকে সন্তান দের ও খেয়াল রাখতে হবে।
@@zillurbari1406 আসলে পরিবেশ পরিস্থিতি অনেক সময় এরকম হয় নতুন করে কিছু করার থাকেনা। সেও মরে গেছে বেচে নেই রেখে গেছে জনতনা ও বিষন্ন তা। আমি ও এগুলো বুঝি আমি সৌদি আরব মদিনা শহরে হানাকিয়া। এক বাসায় কাজ। শুদুএক মুঠো ভাত আর সন্ত ান টা কে মানুষ করার জন্য।।।।
@Nashrah Sultana হয়ত ভুল ই বলেছি।তবে দুটো ভিন্ন মনের মানুষের মতের মিল শতকরা দশ ভাগ ও হয় বলে মনে হয় না।তাই বলে বিচ্ছেদ ঘটাতে থাকলে সমাজ চলবে না। দুজন কখনো ই ছাড় দেয় না। দিতে হয় একজনকে।যেকোন একজনকে দায়িত্ব নিয়ে জীবন কে এগিয়ে নিতে হয়।আর মে ছাড় দেয় সেই জিতে যায়।কারণ কোন সাধারন মানুষ ক্ষমা করতে পারে না, অসাধারণ রা ই পারে। সব খানেই মতের অমিল থাকবে।এটা কালের পরিক্রমায় হয়ে আসছে।তাই বলে কথায় কথায় ঘর ভাঙেনি আগে।নিজ মা বাবা ভাই বোনদের সাথে ই যেখানে মতের অমিল সেখানে পরের কাছ থেকে খুব বেশি আশা করাই মনে হয় বোকামি।
শীলা আহমেদ এর অভিনয় খুব চমৎকার ছিল।হুমায়ুন স্যার শাওনকে বিয়ে করায় সম্ভবত তিনি আড়ালে চলে যান।এখন তিনি আসিফ নজরুল স্যারের স্ত্রী।আসিফ নজরুল স্যারকে প্রায় সবাই চেনে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষক।টকশো'তে উনার কথা শুনলে মন ছুঁয়ে যায়।সেকারণে দুজনই আমার প্রিয় মানুষ।
অভিনয় , এক্সপ্রেশন এর কোন তুলনা নেই from very beginning কোথাও নেউ নেই, নক্ষত্রের রাত, প্রিয় পদ রেখা আরো অনেক....... সত্যি, শীলা আহমেদ এক শূণ্যতার নাম l
আমি বলবোনা শীলা আহমেদ আবার অভিনয়ে ফিরে আসুক।কিছু মানুষ আছে যাদেরকে মনে রাখার জন্য অজস্র কাজের প্রয়োজন হয়না।বরং, অল্পসংখ্যক ভালো কাজই তাদেরকে মনে রাখার জন্য যথেষ্ট। শীলা আহমেদ তাদেরই একজন। চাকচিক্যময় এর দুনিয়া থেকে নিজেকে আড়াল করে নিয়ে ব্যক্তিজীবনে ভালো আছেন। আমাদের ভক্তদের জন্য এতটুকুই যথেষ্ট। ভালো আছেন,ভালো থাকবেন।
ভালবাসা নিও আপু।আমি জানি, তোমার বাবা যখন শব্দহীন দেশে এসছিলেন শেষবার তোমার কান্না মুখটাতে কত কত কত দিনের হাজার অভিযোগ না জানাতে পারার,ভালবাসি আরেকবার বলতে না পারার চাপা কস্ট ছিল আমি জানি।অসহায় একটা মুখ।।। যার গেছে,যার চলে যায় সে জানে।
অসাধারন মেয়েটার অভিনয়, অনেক খুঁজেছি মেয়েটার আসল ব্যাকগ্রাউন্ড, বাট সময় টিভির মাধ্যমে আজকে জেনে খুব ভালো লাগলো। গুণী বাবার সন্তান বলে কথা। ধন্যবাদ রিপোটার।
তিনি হয়তো কখনো জানবেও না এ বাংলার কিছু মানুষ তাকে অসম্ভব রকমের পছন্দ করেন। যেমন আমি...তার হাসি, তার কান্না, তার কথা বলার মিষ্টি ধরন। সব, সব মিলিয়ে She is a Nostalgia
আমার মনে হয় শীলা আহমেদ ঠিক সময়ে ঠিক কাজই করেছেন। আমাদের সমাজ ব্যবস্থা কেমন হবে বা হতে পারে শীলা আহমেদ আগেই বুঝতে পেরেছিলো। যতটুকু কাজ করেছেন পরিচ্ছন্ন ও সাবলীল ভাবেই করেছেন। তাতেই তার যোগ্যতা প্রমাণ করে দিয়েছেন।
খুব পছন্দ করতাম সে সময়ে! তার সৌন্দর্য সে সময়ে সবার হৃদয় কেড়ে নিয়েছিলো!খুব জীবন্ত ছিলো তার অভিনয়! আসলে এখনকার যে সব নাটক তার সাথে উনার মতো অভিনেত্রীর যায় না, তাই তাঁরা তাঁরাই হয়ে থাক!
অনেক আগে আগুনের পরশমণি মুভিটি দেখে নায়িকার ছোট বোনটিকে খুব ভালো লেগেছিল।কয়েকটি স্ক্রিনশট ও নিয়োছিলাম।অনেক ভাবলাম মেয়েটি না জানি কে?এতো মায়াবী হাসি..দৃষ্টি..সুন্দর অভিনয়।আজ এই প্রতিবেদনে ছোট্র মেয়েটিকে দেখে বুঝলাম সে মেয়েটি আর কেউ নয় শীলা আহমেদ ছিল।খুশি হলাম এটা জেনে।
'আজ রবিবার' এর সেই কিশোরী আপনার দেখাতেই মায়ায় আটকা পড়েছি।কেবল 'নক্ষত্রের রাত' শেষ করে বর্তমান আপনাকে খুঁজতে বেরিয়ে এখানে এসে পৌঁছেছি। সত্যি বলতে আপনার ঘোরে আচ্ছন্ন হয়ে আছি। এ ঘোর থাকুক আজীবন। ভালোবাসা,শ্রদ্ধা রইলো।🖤
শীলা আপার অভিনয় আমার কাছে, অনেক ভালো লাগতো, তিনি অবশ্যই গুণী শিল্পীদের মধ্যে একজন। কিন্তু আমি মনে করি, ডাঃ আসিফ নজরুল সাহেব এর সাথে বিয়ে হওয়ার পর এখন তিনি যে, অবস্থায় আছে। সেটা আল্লাহর পক্ষ থেকে একটা উত্তম ব্যবস্থা
Kono onnay kore nai. Ak khon je humain ar ager bow jeta korse seta onnay na? Bora boyose arekta biye korse, humaiyen age bow choritohin, ai karone hunaiyon Ahmed, shawon k biye korse.
না না অভিমান নয়, বরং এটাই সঠিক সিদ্ধান্ত, নিজেকে উচ্চতায় রেখেছেন, অভিনয় টা মন থেকে করেছেন তিনি, সেটা অভিনেত্রী হওয়ার জন্য করেন নি, করেছেন ভালোবেসে। ভালোবাসা রইলো।💛💝
আজ রবিবার নাটক দেখে এই মেধাবী মানুষটার প্রেমে পড়েছিলাম
তার নিখুঁত অভিনয় মুক্তা ঝড়া হাসি যে কোন তরুন হৃদয়ে আলোড়ন তুলবে অবলীলায়।
আমার জীবনের প্রথম ক্রাশ শীলা আহমেদ
শিলা আহমেদ আজ রবিবার / নক্ষত্রের রাত নাটকে তার মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়ের এর মাধ্যমে আমাদের অন্তরে যে স্থান করে নিয়েছে। ❤️
মিস ইউ 😪
হুমায়ূন আহমেদের কিছু কিছু বইয়ে শিলার কথা বলেছিলো। পড়েই মেয়েটার প্রেমে পড়ে গেছিলাম। আজ দেখে আবার নতুন করে প্রেমে পড়লাম। কত মায়াবী।
Ami o
Amio
Amar childhood prem
Like কোন কোন বইয়ে তার কথা বলা হয়েছে??
বই গুলোর নাম বলবেন ভাই?
শীলা আহমেদ আপনি যদি এই সাধারন মানুষের কমেন্ট গুলো দেখতেন তা হলে অবশ্যই অনেক খুশি হবেন কেনোনা মানুষ এখনো আপনাকে আগের মতোই ভালোবাসে
াট,রাখা রটট Sz
Indeed
"নক্ষত্রের রাত" নাটকের সে ছোট্ট পলিনের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম, বাবার মতোই মেধাবী ছিল সে 😷😷
R8 vai
কেনো ভালো বিষয় গুলো খুব বেশি স্থায়ী হয় না। 😇 😇
ভালো থাকুন খুব বেশি। আল্লাহ ভালো রাখুন। আমীন ।
আমিও। সত্যিই মুগ্ধ করার মত
Ame o tar por theka tar natok deka suru
What 1W
আজ রবিবারের সেই শীলাকে এখনো খুব মিস করি❤️
আমিওও 🤨
Same vaiya
Ai natok er Assasujjam er himurr dress pora por theke r baki natok ta dekhte pari nai ...
Asholei
@@aparnaaktersintu2651 oitai sesh porbo
অভিনয়ে মেধাবী কাকে বলে তা শীলা কে দেখে বোঝা যায় 👌
শিলা অাহামেদের ডাইলগ বলার ধরনটা অনেক সুন্দর।
মেহের আফরোজ শাওন, বিবাহ বহির্ভূত ২ বছর এবং বিবাহ পরবর্তী ৯ বছরের জন্য গুলতেকিন আহমেদের কাছ থেকে হুমায়ূন আহমেদকে ছিনিয়ে এনেছিলেন । প্রকৃতি আপনার কাছ থেকে হুমায়ূন আহমেদকে ছিনিয়ে নিয়ে গেছে সারা জীবনের জন্য । প্রকৃতি কোন ঋণ নিজের কাছে রেখে দেয় না ।
dail beshi shokto
শীলা বাংলা নাটকের এক উজ্জ্বল নক্ষত্র। যার অভাব কেউ পূরণ করতে পারেনি।
অভিনয়ে ফিরে আসার দরকার নেই। আসিফ ভাই এবং নিজেকে সুখী করুন। সন্তানদের দুনিয়া - আখিরাতের জন্য গড়ে তুলুন।
আগুনের পরশমণি দেখে ছেলে মেয়ে নির্বিশেষে যে কেউই তার অভিনয়ের প্রেমে পড়তে বাধ্য ❤। আমি শীলা আহমেদকে কোন প্রাপ্ত নারী চরিত্রে ভাবতে পারি না। আমার মনে হয় তিনি এখনো সেই আগুনের পরশমণি 'র অপালা🥰🥰
একজন সামান্য ভক্তের ভালোবাসা রইলো ❤
আজ একটা সত্যি কথা বলে ফেলি।
আমি আজ রবিবার নাটক দেখে শিলা আহমেদ এর প্রেমে পড়ে যাই। সে কথা লজ্জায় কাউকে বলতেও পারিনি 🙈
Same
❤❤❤সেম
আজ রবিবার এ তার অভিনয় ছিলো একদম সহজ সাবলীল! অভিনয় চালিয়ে গেলে একসময় অভিনয়ের অনন্য উচ্চতায় পৌঁছাতেন তিনি 💙
অসাধারণ একজন অভিনেত্রী। অভিমান ছিল হুমায়ূন আহমেদ এবং তার বান্ধবী দুশ্চরিত্রা শাওন এর উপর
লিখে দিচ্ছি সে আর জীবনেও অভিনয় করবেনা। তার সব কিছু তার বাবার জন্যই ছিল। বাবা নেই সে কেন আসবে! সে প্রচন্ড অভিমানী মেয়ে।
Shila Ahmed amar talto vaier shohodhormini.Smar voonta onar ja. Ghotu bochor Coruna various -e America mara ghelo
amar o mone hoi Babar proti prochondo oviman ar shei shomoi or Babar controversial shob kajer jonno lojja thekei ovinoi chere diyechilo...Humayun Ahmed to tokhon Shaon ke limelight e antei busy chilen...
ভাই ডাকলে হয়তো আসবেন৷
আচ্ছা আমাকে একটু বুঝিয়ে বলবেন কি হয়েছিলো
শিলার অভিনয় দেখে যদি কেউ মুগ্ধ না হতে পারে তবে সে অভিনয় সম্বন্ধে অজ্ঞ।
আমার দেখা শ্রেষ্ঠ সিনেমা 'টাইটানিক' হলেও শ্রেষ্ঠ অভিনেত্রী 'শিলা' ব্যতীত অন্য কাউকে ভাবতে পারি না, যদিও সুচিত্রা সেন, আফসানা মিমি, শাহন, সুবর্ণা মুস্তফা, দিলারা জামান এদের অভিনয় শৈলীও অবর্ণনীয়।
আবা😂ল
আমার সবচেয়ে প্রিয় একটা অভিনেত্রী শিলা আহামেদ,উনার জন্যই আমি হুমায়ুন আহমেদের নাটক দেখা শুরু করেছিলাম, কি সাবলীন ছিল তার অভিনয়!কি সুন্দর তার বাচনভঙ্গি, যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।
প্রতিবেদন টা দেখতে দেখতে কখন চোখের কোনে জল জমে গেছে বুঝতেই পারিনি। ফিরে আসুন শীলা আহমেদ আমরা আপনাকে ভালোবাসি।
উনি ছিলেন প্রিয় অভিনেত্রী। তিনি আমাদের ড. আসিফ নজরুল স্যারের সহধর্মিণী। দোয়া রইলো দুজন প্রিয় মানুষের জন্য।
Dhaka university asif nazrul?
@@JamilHasanShawon জ্বী। আইন অনুষদের অধ্যাপক ড. আসিফ নজরুল স্যার হুমায়ুন আহমেদের মেয়ের জামাই।
এই আসিফ নজরুল রে ২০১৩ সালেই ডিভোর্স দিয়ে দিসে। এমন শিবির, বিএনপি, জামাত মনস্ক লোক হুমায়ুন আহমেদ এর মেয়ের জামাই হবার যোগ্যতা রাখে না।
দ্বিতীয় স্ত্রী তিনি
উনি মেয়ে হিসেবে ভাল ছিলেন বলেই,, একজন সত্যিকারের পুরুষের স্ত্রী হতে পেরেছেন।ভাল থাকুক আসিফ নজরুল স্যার,ভাল থাকুক শীলা আহমেদ।।
Asif Nazrul valo lok?? valoi bolsen bro!! Shila or koi no wife??
@@selimreza6613 bhai biye ektar beshi hoilei manush kharap hoye jay? Taile bhai Islam e 4ta biye korar permission dise keno ektu bolben? Ekhon abr boilen na apni non Muslim.
@@ashiqueelahi2909 সেই হিসেবে তাহলে হুমায়ুন আহমেদ আর শাওন ও ভুল কিছু করেন নাই! তাহলে শীলা আহমেদ আর আসিফ নজরুলকে সাপোর্ট করলে হুমায়ুন আহমেদ আর শাওনের কাজেও সাপোর্ট করা উচিত!
@@Aurchicious apnar kotha moto tahole world e joto manush second biye koreche shobai kharap!! I highly doubt living here in Bangladesh today in 2021, erokom kono family ache jekhane karo kono divorce nai or second marriage nai! Apnr family e maybe one and only family here in BD! Baki tahole shobai kharap! Anyway, I pray Allah apnar married life e rahmat dik jeno apnr abar second marriage na korte hoy but try not to have a blanket view of everything!
@@ashiqueelahi2909 একেবারে পারসোনাল এট্যাক করে বসলেন? সারাদেশের মানুষ এক যোগে শাওনকে এখনো হ্যারেস করে কেন সে হুমায়ুন আহমেদকে বিয়ে করেছিল। শুধুমাত্র শাওনের জন্যেই নাকি হুমায়ুন আহমেদের প্রথম সংসার ভেঙেছিল যেখানে বাস্তবতা আরও অন্য রকম ছিল সেটা যারা হুমায়ুন আহমেদ কিংবা তার পরিবারের ক্লোজ এরা জানে। আমি শুধুমাত্র তাদের কথার প্রেক্ষিতেই বললাম। তারা শীলার কাজটাকে সাপোর্ট করছে কিন্তু শাওনের কাজটাকে সাপোর্ট করছে না! অথচ এরা দু'জনই অলমোস্ট সেইম কাজই করেছেন। একজন মানুষের সঙ্গে বাস করাটা যদি সম্ভব না হয় তখন তার থেকে সম্মান বজায় রেখে সরে যাওয়াটাই অনেক বেশি ভালো বলে আমি মনে করি। বিয়েটা তো শুধু শারীরিক সম্পর্ক আর ভরণ-পোষণের ব্যাপার নয়। মনের ব্যাপারই এখানে অনেকখানি। আমার কথাটা এটাই ছিল।
দুম করে কারো কথা না বুঝেই তাকে পারসোনাল এট্যাক করাটা ভালো না ভাই। 😊
আজ রবিবার নাটকে তার অভিনয় দেখে ভক্ত হয়েছিলাম।
তারপরে ইউটিউবে খুঁজে খুঁজে তার সমস্ত নাটক গুলো দেখেছি এমনকি তার বিভিন্ন ইন্টারভিউ গুলোও দেখেছি।
হাসিটা খুব চমৎকার তার।
আমার দেখা শ্রেষ্ঠ কিশোরী চরিত্র মানে শিলা আহমেদ 😍
মা বাবার বিচ্ছেদ সন্তান দের বুক ভেঙে খান খান করে দেয়। তাই যত ই কষ্ট হোক আর কেউ বিচ্ছেদের পথে চলবেন না। দুটো ভিন্ন মানুষের দশ ভাগ মতের ও মিল হয় না।এই বাস্তবতা মেনে নিলেই জীবনকে পার করা যায়।
অসাধারণ বলেছেন...
ঠিক বলেছেন এই বেথা নিয়ে চলতেছে জীবন আমার । জীবনের জারনিটা অনেক কষ্ট । বেচে থেকেও মনে হয় মরে গেছি
@@mstmoni7686 যে ক্ষতি হয়েছে,যা হারিয়ে গেছে তা আর ফিরে না পেলে ও নতুন করে জীবন গড়তে হবে। আমাদের প্রিয় নবী এতিম ছিলেন।সকল মানুষ কে ভালবেসে তিনি সবার সেবায় নিজেকে নিয়োজিত করে জীবন পরিপূর্ণ করেছেন।তাই হারানোর ব্যথা ভুলে সামনে এগিয়ে যেতে হবে। তবে কোন বাবা মা আর যেন বিচ্ছেদ না ঘটায় সেদিকে সন্তান দের ও খেয়াল রাখতে হবে।
@@zillurbari1406 আসলে পরিবেশ পরিস্থিতি অনেক সময় এরকম হয় নতুন করে কিছু করার থাকেনা। সেও মরে গেছে বেচে নেই রেখে গেছে জনতনা ও বিষন্ন তা। আমি ও এগুলো বুঝি আমি সৌদি আরব মদিনা শহরে হানাকিয়া। এক বাসায় কাজ। শুদুএক মুঠো ভাত আর সন্ত ান টা কে মানুষ করার জন্য।।।।
@Nashrah Sultana হয়ত ভুল ই বলেছি।তবে দুটো ভিন্ন মনের মানুষের মতের মিল শতকরা দশ ভাগ ও হয় বলে মনে হয় না।তাই বলে বিচ্ছেদ ঘটাতে থাকলে সমাজ চলবে না। দুজন কখনো ই ছাড় দেয় না। দিতে হয় একজনকে।যেকোন একজনকে দায়িত্ব নিয়ে জীবন কে এগিয়ে নিতে হয়।আর মে ছাড় দেয় সেই জিতে যায়।কারণ কোন সাধারন মানুষ ক্ষমা করতে পারে না, অসাধারণ রা ই পারে। সব খানেই মতের অমিল থাকবে।এটা কালের পরিক্রমায় হয়ে আসছে।তাই বলে কথায় কথায় ঘর ভাঙেনি আগে।নিজ মা বাবা ভাই বোনদের সাথে ই যেখানে মতের অমিল সেখানে পরের কাছ থেকে খুব বেশি আশা করাই মনে হয় বোকামি।
শীলা আহমেদ এর অভিনয় খুব চমৎকার ছিল।হুমায়ুন স্যার শাওনকে বিয়ে করায় সম্ভবত তিনি আড়ালে চলে যান।এখন তিনি আসিফ নজরুল স্যারের স্ত্রী।আসিফ নজরুল স্যারকে প্রায় সবাই চেনে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষক।টকশো'তে উনার কথা শুনলে মন ছুঁয়ে যায়।সেকারণে দুজনই আমার প্রিয় মানুষ।
Asif nazrul Akta soitan
@@shikhasarker590 আর তুৃমি হাম্বালীগের মুরিদ।।
আলহামদুলিল্লাহ পাপের দুনিয়া ছেড়েছেন।
অভিনয় , এক্সপ্রেশন এর কোন তুলনা নেই
from very beginning
কোথাও নেউ নেই, নক্ষত্রের রাত, প্রিয় পদ রেখা
আরো অনেক....... সত্যি, শীলা আহমেদ এক শূণ্যতার নাম l
আমি বলবোনা শীলা আহমেদ আবার অভিনয়ে ফিরে আসুক।কিছু মানুষ আছে যাদেরকে মনে রাখার জন্য অজস্র কাজের প্রয়োজন হয়না।বরং, অল্পসংখ্যক ভালো কাজই তাদেরকে মনে রাখার জন্য যথেষ্ট। শীলা আহমেদ তাদেরই একজন। চাকচিক্যময় এর দুনিয়া থেকে নিজেকে আড়াল করে নিয়ে ব্যক্তিজীবনে ভালো আছেন। আমাদের ভক্তদের জন্য এতটুকুই যথেষ্ট। ভালো আছেন,ভালো থাকবেন।
শীলা আহমেদকে আবার অভিনয়ে দেখার ইচ্ছেটা আমার থেকে যাবে..
আমারও
শিলা আহমেদ মানেই আজ রবিবার,নক্ষত্রের রাত ❣️❣️অসম্ভব ভালো অভিনয় করেন! এই যুগে কারো মধ্যেই দেখা যায় নাহ এমনটা
She didn't act in Bohubrihi
প্রিয় অভিনেত্রী।
শাওনের মতো বেশি স্পেস পেলে অনেক বড় তারকা হতে পারত।।
আজ রবিবার নাটকটা অসাধারণ ❤
বর্তমানে ড.আসিফ নজরুল স্যার এর স্ত্রী,,
অনেক অনেক শুভকামনা রইল
সত্তি?
@@scientistsofislam2462 হ্যাঁ
Uni to rokeya prachir shami chilen ty na?
Shomboboto divorce hoyeche
@@tsjjctivdty3136 না ডিভোর্স হয় নি, তবে স্যারের সাথে বিয়ের অাগে অন্যত্র বিয়ে হয়েছিল
অসাধারণ একজন অভিনেত্রী ছিলেন তার কথা বলার স্যটাইল পারসনালিটিও ছিল অন্যরকম
ভালবাসা নিও আপু।আমি জানি, তোমার বাবা যখন শব্দহীন দেশে এসছিলেন শেষবার তোমার কান্না মুখটাতে কত কত কত দিনের হাজার অভিযোগ না জানাতে পারার,ভালবাসি আরেকবার বলতে না পারার চাপা কস্ট ছিল আমি জানি।অসহায় একটা মুখ।।। যার গেছে,যার চলে যায় সে জানে।
অসাধারন মেয়েটার অভিনয়, অনেক খুঁজেছি মেয়েটার আসল ব্যাকগ্রাউন্ড, বাট সময় টিভির মাধ্যমে আজকে জেনে খুব ভালো লাগলো। গুণী বাবার সন্তান বলে কথা। ধন্যবাদ রিপোটার।
সব দিক দিয়ে শিলা আহমেদ অসাধারণ একজন অভিনেত্রী ছিলেন।
ওনার মত এত সুন্দর অভিনয় কোনো অভিনেত্রীকে দেখি নি
তিনি দেখতে যেমন মিষ্টি তার কথাগুলোও মিষ্টি।অসাধারণ অভিনয়ে মনোমুগ্ধ করে দিয়েছে
তিনি হয়তো কখনো জানবেও না এ বাংলার কিছু মানুষ তাকে অসম্ভব রকমের পছন্দ করেন। যেমন আমি...তার হাসি, তার কান্না, তার কথা বলার মিষ্টি ধরন। সব, সব মিলিয়ে She is a Nostalgia
আমার মনে হয় শীলা আহমেদ ঠিক সময়ে ঠিক কাজই করেছেন। আমাদের সমাজ ব্যবস্থা কেমন হবে বা হতে পারে শীলা আহমেদ আগেই বুঝতে পেরেছিলো।
যতটুকু কাজ করেছেন পরিচ্ছন্ন ও সাবলীল ভাবেই করেছেন। তাতেই তার যোগ্যতা প্রমাণ করে দিয়েছেন।
নক্ষত্রের রাত নাটকে তার অভিনয় দেখেছি। সে কি অভিনয়! 😍 ক্রাশ খেয়ে গিয়েছিলাম 2021 এসেও তার অভিনয় করা নাটক দেখেছি ✨💙🌻🌺
হাসিটা ছিল অসাধারণ।
খুব পছন্দ করতাম সে সময়ে! তার সৌন্দর্য সে সময়ে সবার হৃদয় কেড়ে নিয়েছিলো!খুব জীবন্ত ছিলো তার অভিনয়! আসলে এখনকার যে সব নাটক তার সাথে উনার মতো অভিনেত্রীর যায় না, তাই তাঁরা তাঁরাই হয়ে থাক!
অনেক আগে আগুনের পরশমণি মুভিটি দেখে নায়িকার ছোট বোনটিকে খুব ভালো লেগেছিল।কয়েকটি স্ক্রিনশট ও নিয়োছিলাম।অনেক ভাবলাম মেয়েটি না জানি কে?এতো মায়াবী হাসি..দৃষ্টি..সুন্দর অভিনয়।আজ এই প্রতিবেদনে ছোট্র মেয়েটিকে দেখে বুঝলাম সে মেয়েটি আর কেউ নয় শীলা আহমেদ ছিল।খুশি হলাম এটা জেনে।
নক্ষত্রের রাত্রি নাটকের চমৎকার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম
আর কোনোদিন হয়তো সৃষ্টি হবে না, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, আজ রবিবার, একদা নুরুল হুদা ভালোবেসেছিল এমন নাটক!
মানতে পারছি না,,,প্রিয় একটা মানুষ,,, আরো থাকলে ভালো হতো,,,শিখতে পারতাম অনেক কিছু,,,,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আমার একমাত্র ক্রাশ এই শীলা ম্যাডাম।শুধু তার কথার জাদুতেই আমি মুগ্ধ
শিলা আহমেদকে খুব মিস করি। আসিফ নজরুল একজন যোগ্য সঙ্গী পেয়েছেন
" আগুনের পরশমণি ছবিতে দেখার পর শিলার ভক্ত হয়ে গেছিলাম , অনেক খুঁজেছিলাম মেয়েটাকে "
শিলা আহমেদ, আপনার ভুবন ভুলানো হাসি কোটি মানুষের হৃদয়ে দাগ কেটে গিয়েছে, তার সাথে অভিনয় তো আছেই। ❤ যত দেখি ততই আরো দেখার সাধ জাগে।
সত্যি শীলা আহমেদ এর আজ রবিবার নাটক টা খুব ভালো লাগছে
অসাধারণ একজন অভিনেত্রী ❤️
সময় টিভির একটা ভালো নিউজ.... কিংবদন্তির কন্যা... প্রিয় শিলা আহমেদ 😘😘😘
এরকম অভিনেত্রী কয়জন পাওয়া যায়।।
হুমায়ুন আহমেদ স্যারের নাটকগুলোতে কত চমৎকার অভিনয় তিনি করেছিলেন।
হুমায়ুন আহমেদ স্যার সেরা৷ শিলা আহমেদ ও সেরা❤️❤️❤️❤️
বাংলাদেশের যতগুলো অভিনেত্রীকে আমার ভালোলাগে তার মধ্যে সে অন্যতম
Love this girl. Love the way she talk,she smiled❤️
ভালোবাসার আরেক নাম শীলা আহমেদ 💙💙
ভীষণ পছন্দের একজন মানুষ ❤️
শিলার কথাগুলো বলার মাঝেও ভঙ্গিগুলো খুব অসাধারণ
আজ রবিবার এর শীলা আহমেদ কে অনেক মিস করি।
শিলা আহমেদ, খুব মেধাবী অভিনেত্রী ছিলেন। তার অভিনয় খুব মিস করি।
আমার একজন অত্যন্ত প্রিয় গুণী অভিনেত্রী।
ভালোবাসার আরেক নাম শিলা আহাম্মেদ তার অভিনয়ের প্রেমে পরে গেলাম অসাধারণ এক অভিনেত্রী 💕
হাসি টা আর বলার ধরন সত্যিই এত্ত অসাধারণ। ভিষণ ভালো লাগে
আজ রবিবার দেখার পর ফিদা তার উপর, এখন অব্দি রেশ কাটেনি,,,,,,, মাঝে মাঝে চিন্তা করি, এতটা সাবলীল অভিনয় করে কি ভাবে?
শিলা আহমেদ হল প্রকৃত অভিনেত্রি... উনাকে আমি নাটকে মিস করি।
শিলা'র দশর্কদের বলছি, একটু ওয়েট করেন।
শিঘ্রই মেধাবী, স্বপ্নবাজ একজন ডিরেক্টর তাকে কনভেন্স করে লাইট,ক্যামেরার জগতে আবার ফিরিয়ে নিয়ে আসবেন।
Kobe vaii buri hoile
'আজ রবিবার' এর সেই কিশোরী আপনার দেখাতেই মায়ায় আটকা পড়েছি।কেবল 'নক্ষত্রের রাত' শেষ করে বর্তমান আপনাকে খুঁজতে বেরিয়ে এখানে এসে পৌঁছেছি। সত্যি বলতে আপনার ঘোরে আচ্ছন্ন হয়ে আছি। এ ঘোর থাকুক আজীবন। ভালোবাসা,শ্রদ্ধা রইলো।🖤
ধন্যবাদ, সময় টিভিকে, এরকম nostalgic feeling দেয়ার জন্য।
'আজ রবিবার ' নাটকটা যে কতবার দেখেছি।
আমি দেখিনাই কেন জানি ভালো লাগলো না। তবে বহুব্রূিহি দেখেছি
মিস করি ওনাকে।
শিলা আহমেদ এর অভিনয় খুব বেশী সুন্দর, কি সংলাপ ডেলিভারি 😍
Excellent Excellent Excellent Actor Shila Ahmed. Love you and miss your Excellent acting.
সত্যি মুগ্ধ হতাম আর এখন ও হই তার অভিনয় দেখে 🥰
পুরো সংসারটা তছনছ করে দিয়েছিলো শাওন😔
হুমায়ুন আহমেদ এর আগের বউ বাজে ছিল।
হূমায়ুন আহমেদ কী সাধু ছিল
এই শিলা টা কে অনেক ভালো লাগে তার হাসি আর কথা গুলো মন কেড়ে নিয়েছে কোটি দর্শকের
শীলা আহমেদ অসম্ভব গুনী অভিনেত্রী, অভিনয় চালিয়ে গেলে আজ বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনেত্রী হতেন।অভিমানী শীলাকে আজও আমরা খুব ভালোবাসি।
শিলার বর্তমান জীবনের কথা বলা উচিত ছিলো।😑😑
ফ্যামিলি হল সবার আগে।।
শীলা আহমেদ সেটা বুঝিয়ে দিয়েছেন।।
স্যারের মেয়েদের প্রতি অফুরন্ত শুভকামনা ও দোয়া।।
শীলা আহমেদ,প্লিজ ফিরে আসুন।আমরা এক অসাধারণ মেধাবী অভিনেত্রীকে হারিয়েছি।
শীলা আহমেদ অভিনয়ের মাধ্যমে শুধুমাত্র ইহকাল কে আলোকিত করতে পারেন কিন্তু অভিনয় ছাড়ছেন তো এখন ইহকাল -পরকাল দু'টাকেই আলোকিত করতে পারবেন ইনশাআল্লাহ
অসাধারণ অভিনেত্রী এবং আমার খুব প্রিয় অভিনেত্রী, যার অভাব সব নাটকেই মিস করি।
শীলা আপার অভিনয় আমার কাছে, অনেক ভালো লাগতো, তিনি অবশ্যই গুণী শিল্পীদের মধ্যে একজন। কিন্তু আমি মনে করি, ডাঃ আসিফ নজরুল সাহেব এর সাথে বিয়ে হওয়ার পর এখন তিনি যে, অবস্থায় আছে। সেটা আল্লাহর পক্ষ থেকে একটা উত্তম ব্যবস্থা
হুমায়মন আহম্মেদ যাকেই অভিনয়ের সুযোগ দিয়েছিন, তিনিই দেশের সেরা অভিনেতা /অভিনেত্রী হয়েছেন।
মানুষের কত প্ল্যান থাকে কিন্তু সবই আল্লাহর ইচ্ছে।
আজ রবিবার দিয়ে থাকে চিনেছিলাম আহা কি অভিনয় ❤️🤏🤏
আমাদের শিক্ষক ড.আসিফ নজরুল স্যার এর বউ!!! আসিফ নজরুল স্যার চায়নি শীলা অভিনয় করুক।।। তাই সে এই জগৎ থেকে বিদায় নিয়েছেন।।।। একেই বলে ভালোবাসা।
তার অভিনয় যে কতো বেশি ভালো লাগে তা কেউরে বুঝানো সম্ভব নাহ!
শীলা আহমেদ মায়াবী সুন্দরি, ওনার কন্ঠ অনেক মিষ্টি।
শীলা আহমেদের অভিনয় ছিলো একদম বাস্তবমুখী ও নিখুঁত।
অসাধারণ কিউট একটা চেহারা, মিষ্টি হাসি,সাবলীল ভাষা 🥰🥰🥰🥰
সত্যিই অসাধারণ অভিনেত্রী ছিলেন। ভীষণ ভালো লাগতো উনাকে।
তিনি দেখতেও যেমন অসম্ভব তার অভিনয় ও তেমন অসম্ভব।
দারুন অভিনয় শিলা আহমেদ এর,,,আজ রবিবার,, নক্ষত্রের রাত,, নাটকে তার অভিনয় মন ছুয়ে গেছে...
যদি নিজের বান্ধুবীর সাথে বাবার প্রেম দেখে কোন সন্তান ই স্বাভাবিক থেকে অভিনয় জীবনে থাকতে পারে না....
Kono onnay kore nai. Ak khon je humain ar ager bow jeta korse seta onnay na? Bora boyose arekta biye korse, humaiyen age bow choritohin, ai karone hunaiyon Ahmed, shawon k biye korse.
Uni moteo shaoner bandhobi cilenna..eksathe obhinoy korten...shila Ahmed er sathe porichoy howar agei Humayun Ahmed er sathe porichoy hoy shaoner...
Ato kharap lagle nije arek betir bor ke biye korto na 😑 r humayun Ahmed kichu vul koren biye korse jeta jayej
Amar khb khb khb khb khb............ Priyo ekjn ovinetri..... Huge respect roilo apur jnno.... Choto belai apur aaj robibar er natok dekhtm koto moja kore...!
শীলা আহমেদ - এক সম্ভাবনাময় অভিনেত্রীর পর্দা থেকে প্রস্তান, আমাদের খুব ব্যথিত করে....
আমার দেখা বাংলা অভিনেতা অভিনেত্রী দের ভিতরে অভিনয়ে সেরা দের ভিতরে একজন ❤❤
শিলার জন্যই দেখতাম সেই আজ রবিবার।
অভিমানী মেয়ে, বাবার চলে যাওয়া মেনে নিতে পারেননি। বাবার জন্য সব কিছু করেছিলেন সেই বাবায় যখন নেয় তাই অভিনয় জগৎ এর ইতি টানেন।
💙
অনেক ভালো অভিনয় করতেন তিনি।তার কন্ঠ ছিল অসাধারণ,,