চট্টগ্রামে বিয়ে বিচ্ছেদের পর শুধু বাবার কাছে থাকতে চায় দুই শিশু- CHANNEL 24 YOUTUBE

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • CHANNEL 24 is News Based TV Channel of Bangladesh.
    This is Channel 24 official RUclips Channel. All contents of this live streaming, CHANNEL 24 has sole rights. CHANNEL 24 does not give to any business entity or individual to use these contents.
    Links:
    Website: www.channel24bd.tv
    Facebook: / channel24bd
    সব সময় | সব দিকের | সব খবর
    জাগো বাংলাদেশ | Jago Bangladesh
    সার্চলাইট | Search Light
    চ্যানেল ২৪ এর খবর | Channel 24 News Live
    স্পোর্টস 24 | Sports 24
    বিজনেস 24 | Business 24
    চট্রগ্রাম 24 | Chattagram 24
    দেশ 24 | Desh 24

Комментарии • 417

  • @mdmehedi4413
    @mdmehedi4413 5 лет назад +337

    শিশুগুলো বাবার কাছে নিরাপদ, সেখানে তারা ভালো থাকবে।

  • @nazneenqureshi6940
    @nazneenqureshi6940 4 года назад +328

    বাবাকে বলছি, যেহেতু বাচচারা আপনার কাছে নিরাপদ মনে করছে আপনি তার সমমান রাখবেন

    • @manikchan9510
      @manikchan9510 4 года назад +2

      Thik bolesen vai sele meye dujoni babar kase thakle onek valo hobe mone hoy jehetu tara babar kase thakte chaise

    • @mimibiswas8283
      @mimibiswas8283 3 года назад

      @@manikchan9510
      মমম৯

    • @dhakatongi2486
      @dhakatongi2486 3 года назад

      Iolio

    • @familyadventure8540
      @familyadventure8540 3 года назад

      @@manikchan9510 q

    • @user-ev8nf7gz7j
      @user-ev8nf7gz7j 2 года назад

      Ipl Bpl সহ খেলার ফলাফল দেয়া হয়👈আসাম থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কবিরাজঃসহিদুল হক.
      স্বামী স্ত্রীর অমিল পারিবারিকঅশান্তি
      যত বড় সমস্যা হোক তিন দিনে ফলাফল
      আইডির ভেতরে যোগাযোগ নাম্বার দেয়া

  • @sheikhsadi9828
    @sheikhsadi9828 3 года назад +87

    জন্ম দিলেই মা হওয়া যায় না, মা হওয়ার যোগ্যতা থাকা দরকার। ছোট ভাই ও বোনটির জন্য দোয়া রইলো।

    • @VvxgCcvc-mt4rv
      @VvxgCcvc-mt4rv 11 месяцев назад +1

      Kacow kacow ma acw. Bowdar gala matanor gono daw Boca. Bowdar gala matano cawc odar. Dataw o cawc

    • @robiahmedrumey4679
      @robiahmedrumey4679 9 месяцев назад

      ì❤O​@@VvxgCcvc-mt4rv❤ilqqqqqqqqqqq6

    • @hackerzoon101
      @hackerzoon101 7 месяцев назад

      Agreed 💯

  • @saidurrahman2049
    @saidurrahman2049 Год назад +39

    কি সুন্দর বাবা, কি সুন্দর বাবার আচরণ

  • @nawshadmahmud3828
    @nawshadmahmud3828 4 года назад +33

    বাচচাদের মা যে আসলে কতটুকু ভালো তা বোঝাই যাচ্ছে।শুধু বাবার কাছে থাকতে চায় বাচ্চারা, বেপার টা খুবই অবাক করার মতো।

    • @artakbeer7631
      @artakbeer7631 Год назад +5

      ভুল কথা ভাই আপনার,, আমার আর আমার স্বামীর কখনও গন্ডগোল হয়নি,,, তবুও আমার বাচ্চারা বাবাকে অনেক ভালোবাসে,,বাবা সারাদিন বাহিরে থাকে আমি সারাদিন বাচ্চাদের যত্নে ব্যস্ত থাকি তবু্ও ওদের বাবা এলে আমার বিরুদ্ধে হাজারো নালিশ,,,তবে আমি তাতেই অনেক আনন্দ পাই

    • @asmaamin7106
      @asmaamin7106 6 месяцев назад +1

      হুম আপু সব বাচ্ছারাই বাবার প্রতি পাগল থাকে আমার দুই ছেলে তারাও তার বাবার পাগল আমি এত কষ্ট করি তারপরেও বলে তার বাবা অনেক ভালো আর আমার ও ভালো লাগে সেটা দেখে আল্লাহ্ সবার বাবা মাকে এক সাথে সুখে শান্তিতে রাখুন আমিন

  • @fatehascook8316
    @fatehascook8316 4 года назад +76

    আমার মনে হয় বাচ্চারা যা চায় তাই ভালো হবে ।

  • @hossainamir2856
    @hossainamir2856 4 года назад +26

    আমরা যেহেতু পুরো ঘটনাটা জানিনা।তাই আনধাজে কথা না বলাই ভালো।কথাটা যদি সত্যি না হয় আপনারা যে মহিলাটার নামে বলতেছেন চরিত্রের বেপারে ভুল হলে পরকালে আল্লাহর কাছে এর জবাব দিতে হবে।।

    • @taneyabegum706
      @taneyabegum706 3 года назад

      U are right

    • @naturelover866
      @naturelover866 2 года назад

      কথা ঠিক যে তেলের দাম এই সরকার-ই বাড়িয়েছে অনেকবার। আপনি কি একমত?

  • @MASHIYATTV
    @MASHIYATTV 4 года назад +18

    শিশুরা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত হয়ে থাকে। তারা সঠিকটাই বুঝতে পারে, কার কাছে সে ভালো থাকবে, নিরাপদে থাকবে। সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না।

  • @javedjannat4893
    @javedjannat4893 4 года назад +12

    আমি একজন সাধারন মানুষ হিসাবে মনে করি বাবার কাছে থাকলে ভালো হবে বাবায় ভালো

  • @saifislam997
    @saifislam997 4 года назад +15

    আলহামদুলিল্লাহ, আমার সন্তান ও আমার সাথেই থাকতে রাজি। জানিনা শেষ পর্যন্ত আমার সংসার টা টিকবে কি-না।!!

    • @user-vo4ht3kw2k
      @user-vo4ht3kw2k 8 месяцев назад

      Kenen apner o ki akoy somossha

    • @user-xx5yf3jx2f
      @user-xx5yf3jx2f 6 месяцев назад

      আসসালামু আলাইকুম আপনি সম্যসা সমাধান করুন দুজন মিলে জান ❤বাসুন সন্তানে মা বাবা দুজনেই খুব প্রয়োজন,যে কষ্টো পায় সে বুঝে তার যন্ত্রনা কিছু আছে খারাপ পুরুষ কিছু আছে খারাপ নারী যার ফল ভোগ করে সন্তানরা

  • @najmulhasanfarooqi5027
    @najmulhasanfarooqi5027 4 года назад +111

    মেয়েরা নিজের পায়ে দাড়ালে এমনি হয়।শান্তিতে থাকতে চাইলে ইসলামের পথে এসো।

    • @SaifulIslam-zt8yc
      @SaifulIslam-zt8yc 4 года назад +7

      Hazrat khadiza( r) ar kotha aktu pore dekhben...

    • @najmulhasanfarooqi5027
      @najmulhasanfarooqi5027 4 года назад +5

      @@SaifulIslam-zt8yc খাদিজা(রাঃ) কোন অফিসে চাকরি করছিলো? আর একজনকে দিয়ে সবাইকে মাপা জায়না।

    • @user-gy7ck8zd5c
      @user-gy7ck8zd5c 4 года назад

      বাবার।কাছেতাকবে।

    • @ronbd3482
      @ronbd3482 4 года назад

      Chagol.. Islam w bolse ma er paa er niche shontan er behesht

    • @najmulhasanfarooqi5027
      @najmulhasanfarooqi5027 4 года назад +2

      @@ronbd3482 ছাগলওয়ান মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। কোন মা? মগারগরের মগা। মগা তুমি কি জানোনা আবার এও বলা আছে যখন সন্তান দোযখে জাইবে তখন আল্লাকে বলবে আয় আল্লাহ আমার মা বাবা আমাকে নামায শিখায় নাই। হালাল হারাম শিখায় নাই। খারাপ কাজে বাদা দেয় নাই। ইসলামের পথে আসতে বাদ্য করে নাই। সুতরাং এর জন্য আমার মা বাবাই দাই।আমার জেহেতু দোযখে জাইতেই হবে সুতরাং আমার মা বাবাকে আমার কাছে এনে দাও আমি তাদের বুকে পারাইয়া পারাইয়া দোযখে যামু।

  • @user-kf3xm1zz7z
    @user-kf3xm1zz7z 5 месяцев назад +2

    ডিভোর্স টা আরো কঠিন করা হোক, সাজা হোক উভয় জনের কঠিন সাজা তাহলেই কমতে পারে এই ডিভোর্স

  • @kamrulhasanddulal5011
    @kamrulhasanddulal5011 4 года назад +14

    বাচচাকে তার পিতার নিকটে দিতে হবে। তা না হলে মা-র সাথে দিলেই
    নিশ্চিত বিপদ।।।মহিলা মনে হয় তেমন একটা সুহস্ত না।।।

  • @pullmiah7741
    @pullmiah7741 3 года назад +5

    সেইম আমারও এই গটনা গটেছে. ২০০৮ সালে,আদালত রায় দিয়ে ছিলো আমার মেয়ে তার মায়ের সাথে, থাকবে শাবালক হওয়ার আগ পর্যন্ত,কিন্তু মেয়ে তার মায়ের সাথে যেতে চায়নী,আদালত কোন ভাবেই মেয়েকে রাজি করাতে পারেনী, সেই থেকে আমার মেয়ে, আমার কাছে আছে, আমার প্রতি মেয়ের ভালোবাসা দেখে, সে থেকে মেয়ের সুখের কথা ভেবে, আজও বিয়ে করিনি,তাই আমি ঐ বাবার প্রতি অনুরুদ করি এই বাচ্চা দুটু, বাবার প্রতি যে ভালোবাসার যে বিশ্বাস, সে বিশ্বাসের মর্যাদা, দেয়ার জন্য।

  • @rakibulroket1184
    @rakibulroket1184 4 года назад +17

    কিসের ৩য় পক্ষ,, ফাজলামি আহ,,,বাবার কাছে থাকবে

  • @kazikazikk4854
    @kazikazikk4854 4 года назад +10

    মেয়ে সন্তানরা এমনিতে বাবার প্রতি ভালবাসার ঝুঁকি থাকে বেশি

  • @m.h.j.a
    @m.h.j.a 4 года назад +115

    মা মনে হয় ডাইনি।

  • @user-re4fd9bi6d
    @user-re4fd9bi6d 4 года назад +15

    পরকীয়া প্রেম স্বামী স্ত্রীর অমিল আর সংসারে ঝামেলা এর মূল কারন।

  • @HuliatvBangla
    @HuliatvBangla 4 года назад +1

    আমি বাবা, আমার দুই শিশু আমার কাছে।আমর হৃদয় গলানো সব ভালবাসা দিয়ে ওদের আগলিয়ে রেখছি। ভালবাসা+ এখন আমার কাছে। আমিই মা আমিই বাবা। সবাই দোআ করবেন।

  • @user-hg6fx4uc5z
    @user-hg6fx4uc5z 4 года назад +1

    কিছু ক্ষেত্রে মা নামক মানুষটা মাতৃত্বটা ধরে রাখতে পারেনাহ। কিছু ক্ষেত্রে বাবা নামক মানুষটা পিতৃত্ব ধরে রাখতে পারেনাহ।
    তাই সন্তান তার কাছেই থাকতে চায় যার কাছে সে নিজের গুরুত্ব উপলব্ধি করতে পারে।
    ভালো থাকুক সকল পরিবার, বিবাহ থেকে মুছে যাক বিচ্ছেদ শব্দটি। আর সুন্দর একটা পরিবেশে বেড়ে উঠুক সন্তানরা।

  • @haimantiscreation5476
    @haimantiscreation5476 4 года назад +10

    বাবা মনে হয় বেশি ভালোবাসতো। মা হয়তো সময় দিতোনা।😕

    • @Abdullah-yj3wk
      @Abdullah-yj3wk 4 года назад +1

      স্টার জলসার চেয়ে কি এখন সন্তান বড়?🤣🤣এখন আবার নতুন ধান্দা বের হইছে দেশের দীপ্ত টিভির বাহার সহ
      ছেছড়ামির সব সিরিয়াল। কেই এই গুলার নামে মামলা করেন

  • @abdulwahab-bc6nq
    @abdulwahab-bc6nq 4 года назад +4

    স্বামী ও সন্তানদের প্রতি মেয়েরা যে বেশি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে এটা তার একটি ছোট্ট প্রমান।

  • @mojibkw1615
    @mojibkw1615 4 года назад +1

    ভাই পরকিয়া আছে কিনা আল্লাহই ভালো জানেন তবে বর্তমানের মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো চাকুরী করলেই আর কাউকেই দাম দিতে চায়না তারা মনে করে আর কোনো চিন্তা নেই ষামী না থাকলেও চলবে তবে সবাই না যাক না জেনে খারাপ মন্তব্য করা গুনাহের কাজ হে আল্লাহ আমাদের সংসারে হেদায়েত ও শান্তি দাও আমীন

  • @misstykotha2963
    @misstykotha2963 4 года назад +20

    বাবা মা এক হও

  • @amirhossaen
    @amirhossaen 4 года назад +3

    কিছু মহিলাদের কারণে আজ ছেলে সন্তানরা বাবা হারা মা হারা হয়ে যায় সংসার হারা হয়ে যায়আল্লাহ আমাদেরকে এই সব অপরাধ থেকে হেফাজত করুক আমিন

  • @alisadeacon3260
    @alisadeacon3260 4 года назад +4

    তিনি কেমন মা যে তিনার সন্তানেরা তিনার কাছে থাকতে চান না?? আসলে তিনি সন্তানদেরকে গর্ভেধারণ করেছেন কিন্তু আদর্শ মা হতে পারেননি, এটা তিনার ব্যর্থতা।

    • @user-zk7my9yl6r
      @user-zk7my9yl6r 3 года назад

      আমি দেশের বাহিরে থাকি আমাদের মদে সম্পর্ক ভালো না আমার দুই ছেলে ছোটটা বুজে না এখন বড়টা একটু বুজে আমাকে বলে তুমার কাছে থাকবো মা আমি আমার বাবার বাড়িতে রাখচি ছোট ও আমার কাছে আসতে চায় ওর আব্বু দেয় না আমি দেশে গেলেতো কখনি রাখতে পারবে না ওর আব্বু আমার প্রতি এতো ভালোবাসা বলে বুজাতে পারবো না

    • @user-zk7my9yl6r
      @user-zk7my9yl6r 3 года назад

      আমি সব সময় বলি আবার বাচ্চাদের আগে পড়াশোনা করো কই আব্বু কই আম্মু এইটা তুমার চিন্তা না জাই লাগবে শুধু আমাকে বলবে

    • @user-zt8tx4mj5m
      @user-zt8tx4mj5m 3 года назад

      @@user-zk7my9yl6r আপনি বিদেশে কি করেন? বাচ্চাদের দেশে রেখে?

  • @lyricistbd3274
    @lyricistbd3274 4 года назад +30

    বিনা কারণে বিবাহ বিচ্ছেদ ঘটে না,,মা হয়তো পরকিয়ায় ধরা খেয়েছে বাচ্চাদের সামনে!!

  • @timetravellers9400
    @timetravellers9400 5 лет назад +12

    সত্যি কথা বলতে আমরা খুব আধুনিক হয়ে গেছি রে ভাই...

  • @aminulbhuiya7131
    @aminulbhuiya7131 4 года назад +7

    মায়ের কাছে কেন থাকতে চাইছে না বাচ্চারা??মহামান্য আদালতের উচিৎ জানতে চাওয়া।
    ডিজিটাল,স্টার জলসা টাইপের মা আছে এখন।

  • @mdedris1353
    @mdedris1353 4 года назад +5

    হায়রে মা আফসোস লাগলো খবরটি দেখে।

  • @advocatemunirulislam8658
    @advocatemunirulislam8658 4 года назад +19

    হায়‌রে,জীবন।অামার জীবনটাও এভা‌বে নষ্ট হ‌য়ে গে‌ছে।কারও সংসার নষ্ট করোনা।

    • @ringisright
      @ringisright 4 года назад

      Vi dua koren....

    • @saminmia5248
      @saminmia5248 4 года назад +1

      জীবন মানেই কষ্ট, কিছু কিছু কষ্টের কথা বলা যায় না কারও কাছে তেমনি আমিও সবাই জানে আমি সুখী।

    • @ryfhfncnng7709
      @ryfhfncnng7709 4 года назад

      আমি ও ঐ পতের পতিক

    • @faizabakth1668
      @faizabakth1668 4 года назад

      Islamic mind er meye biay korley shohoje ghor bhagbena insha Allah

    • @riponcraftstudio
      @riponcraftstudio 3 года назад

      আমার বাচ্চা কে কাছে পাচ্ছিনা কষ্ট বুকে আমার

  • @MdMannan-vc5nx
    @MdMannan-vc5nx 4 года назад +5

    বাচ্চাদের ভরণ পোষণ বাবা করে, আদর ও শাসন মা বেশি করে, কিন্তু
    বাচ্চা গুলো বাবার কাছে নিরাপদ বোধ করে, সেই জন্য সারা বছর বাবার কাছে রাখা হউক ।

  • @tafsinatabassum9250
    @tafsinatabassum9250 Год назад +2

    কারন বাবার ভালবাসা অমূল্য ❤

  • @ullahneamot251
    @ullahneamot251 4 года назад +2

    পিতার কাছেই নিরাপদ, কারণ ওদের লেখা পড়া প্রয়োজন আর জীবন গড়তে অর্থ লাগে, তাই পিতার কাছেই থাক বাচ্চারা

  • @saifulbinyasin
    @saifulbinyasin 11 месяцев назад

    শিশু গুলি যার কাছে থাকতে চায় তার কাছে রাখা উচিত।
    মা বাবা যখন তখন দেখার সুযোগ দিতে হবে।
    এখানে বাবা মা দুই জনের সমান অধিকার নিচ্ছিত করতে হবে

  • @sohidulislam393
    @sohidulislam393 4 года назад +2

    প্রতিটা সন্তান তার বাবার চেয়ে মাকে অনেক বেশি ভালোবাসে কোন সন্দেহ নাই। তবে কেন এমন হয় আজ কাল?? বিশেষজ্ঞদের ভাবার বিষয়।

  • @MdNurulIslam-dx2lo
    @MdNurulIslam-dx2lo 4 года назад +2

    তোমরা সংসার ভাংলে আর কষ্টলাগে আমার।
    কোমলমতি দুই শিশুদের কথাভেবে এক হওরে ভাই।

  • @Dhakabangladesh2
    @Dhakabangladesh2 4 года назад

    মায়ের খারাপ চরিত্রের কারণে তার বাবার কাছ থেকে আলাদা হয়েছে। তাই শিশুরাও চাচ্ছে তার বাবার কাছে থাকবে। মা নিশ্চয়ই খারাপ তাই মার কাছে থাকতে রাজি হচ্ছে না শিশুরা। এটা মা নামের কলঙ্ক। শুনেছি ছেলেমেয়েরা মা ভক্ত হয় বেশি। নিশ্চয়ই এই বাবাটি মহান। আল্লাহ সবাইকে ভাল রাখুক।

  • @konakhan1322
    @konakhan1322 4 года назад +3

    বাচ্চা বাবার কাছেই থাকুক, তাদের মা,পরোকিয়া,করে আরেটা নিয়ে নিবে, সরকার এমন আইন করুক কোনো মেয়ে তার স্বামীকে ডিপোজ দিলে, বাচ্চা থাকলে, বাচ্চা তার বাবার কাছে থাকবে???

  • @gjhj7316
    @gjhj7316 3 года назад +2

    আল্লাহ আমাদের সবাইকে হেফাজত ও সুস্থ করুন রাখুন আমিন সবাইকে হেদায়েত করুন আমিন

  • @sohidulislam393
    @sohidulislam393 4 года назад +3

    ভাবতে কষ্ট হয় মায়ের স্থান থেকে মায়েরা কেন দূরে সরে যায় ?? এ কেমন নারী ছেরা মা ও সন্তান ??

  • @saidurrahman2049
    @saidurrahman2049 Год назад +1

    চোখে পানি চলে আসলো, বাবার ভালবাসায়

  • @mohammadiqbalhossain3498
    @mohammadiqbalhossain3498 3 года назад +1

    A true dad is super power who provide financial support and work hard sacrifice for whole family and after a whole day luv for all with tired mood. Its a second mom( dad ) u can say.😎

  • @sujanahmed2319
    @sujanahmed2319 4 года назад +1

    এই কোমলমতি শিশুদের কথা চিন্তা করে হলে বাবা-মায়ের উচিৎ বিবাহ বিচ্ছেদ নামের খেলা থেকে নিজেদের বিরত রাখা৷

    • @emdadulhuaqe8284
      @emdadulhuaqe8284 4 года назад

      Deshe bortomane bibaho biccheder mul karon holo porokiya. Porokiya dur na hole songsare shanti asbe na100% sotto kotha eta.

  • @md.monirhossain166
    @md.monirhossain166 4 года назад +7

    ধন্য বাবা হা হা,,,😍😍❤❤

  • @priyochakma1981
    @priyochakma1981 4 года назад +5

    বাচ্চাদের ইচ্ছে মত থাকতে দেওয়া হোক।

  • @JahangirAlam-cz7up
    @JahangirAlam-cz7up 4 года назад +4

    সব খরচ বাবা বহন করে বাবার কাছে ভালো থাকবে ইনশাল্লাহ

  • @ratnaknom8272
    @ratnaknom8272 2 года назад

    বাবাতো আর পড়ালেখা করতে চাপ দেয়না মা চাপ দেয় তাই মা ভালো না। বাবা ভালো।আমি নিজে তার ভুক্তভোগী।

  • @mugbulhossain5018
    @mugbulhossain5018 4 года назад +1

    এটা আবার বাংলাদেশের কোন ধরনের আইন বাবা এবং মা আবার কেন তৃতীয় ‌কোন ব্যক্তি বাবার চে কোন বড় গার্ডিয়ান আছে কি দুনিয়াতে? আর কেমন মা সন্তানরা মার কাছে থাকতে চায়না বড়ই আশ্চর্যের বিষয় খুব কষ্ট জনক মাকে পছন্দ করেনা সন্তানেরা, হে আল্লাহ আমাদেরকে তোওফিক দান করো যেন আমাদের ফ্যামিলি পরিবার যতই কষ্ট হোক না কেন সারা জীবন মিলেমিশে একসাথে থাকতে পারে এবং সবাইকে ই ধৈর্য টুকু দান আমিন

  • @achheshudhu406
    @achheshudhu406 11 месяцев назад +1

    মেয়েরা বাবার প্রতিই অধিক দুর্বল হয়ে থাকে; যদিও এর ব্যাতিক্রমও পরিলক্ষিত হয়।

  • @moniharchudury9386
    @moniharchudury9386 Год назад

    আমাদের ভারতবর্ষে,, শিশুর উপর নির্ভর করে আইন কানুন,,,,18বচর,পর ছেলে সমঝে দেয়া হয় মায়ের কাছে,,,, মেয়ে দেয়া হয় বাবার কাছে,,,,, ভবিষ্যতে মা বাবার,,জমিন জায়দাদ উভয় সন্তানের,,,সমান ভাগে বিভক্ত করে দেয়া হয়

  • @Sharif740
    @Sharif740 11 месяцев назад

    বিবাহ বিচ্ছেদের ৯০% দোষ মেয়েদের৷৷ এটাকেউ মানতে কস্ট হলেও সত্যি

  • @eliaskhan5862
    @eliaskhan5862 11 месяцев назад

    মা দের চাহিদা টা একটু বেশি, ওরা দেখে না স্বামীর কত ইনকাম,, আর সন্তানেরা বাবা কেই চাই,,আফসোস যদিও বাবা ও মা 2 জনাকেই দরকার সন্তানের,, 😭

  • @abnation7990
    @abnation7990 4 года назад +4

    যেই বরিবারের বউ এর মা বেশি পণ্ডিত হয় আর মেয়েকে নিজের কথায় চালায় সেই পরিবার টিকবে না !

  • @zainsim5285
    @zainsim5285 4 года назад

    চট্টগ্রামে এমন মহিলা আছে আমার জানা ছিলনা,, নিজ সন্তান মা থেকে দূরে থাকতে চাই,, আপাদত বলব বাবার কাঁছে বাচ্চাদের রাখা উচিৎ,, ছোটো মানুষ হাঁসি খুশি থাক,,আর সম্ভব হলে আপনারা স্বামী/ স্ত্রী এক হয়ে যান,,,

  • @user-dr6nl6xx2n
    @user-dr6nl6xx2n Год назад

    কোনো শিশুই মায়ের কাছে থাকতে চায় না ।এর অনেক কারণ আছে । মা এখন আর সেই মায়ের যুগ নাই ।শেষ হয়েগেছে ।

  • @BiddutMitra
    @BiddutMitra 4 года назад +3

    এটা লক্ষ্য করা যাচ্ছে যে, অধিকাংশ মডার্ণ মহিলা বাচ্চার জন্যই বিয়ে করে। বাচ্চা জন্মালেই, বাচ্চা নিয়ে চলে যায়।

  • @animaahmed211
    @animaahmed211 4 года назад

    দয়া করে আপনারা সন্তানের দিকে তাকিয়ে এক সাথে থাকার সিদ্ধান্ত নিন সন্তানের চেয়ে বড় আপনার কাছে নিজের সুখ? তাহলে আমি বলবো আপনি মা বাবা নামের কলংক

  • @mohammadhossain4140
    @mohammadhossain4140 3 года назад

    আল্লাহ আপনাকে হায়াত দানকরুক সকলে মিলে বলেন আমিন 😍😍😘😘😘😘😘

  • @shariatullahsharif2947
    @shariatullahsharif2947 4 года назад +1

    বাচ্চারা যার কাছে আদর পায় তার কাছেই থাকতে চাইবে এটাই স্বাভাবিক, বাচ্চারা কুটিলতা বুঝেনা, মা নিশ্চয় এই বাচ্চাদের সাথে খারাপ আচরন করত, এবং এখানেও ক্যামেরার সামনে কথাই বলল না।

  • @msumbsg2732
    @msumbsg2732 4 года назад +5

    মা মনে হয় ভালো না?মনে হয় না আদর করে?

  • @Mvmusicvideo11
    @Mvmusicvideo11 22 часа назад

    মা যদি ভাল থাকতো তাহলে ছেলেমেয়েরা তার কাছে থাকতে চাই তো নিশ্চয়ই এই বাচ্চাদের মা টা ভালো না

  • @sayeedjamil6175
    @sayeedjamil6175 11 месяцев назад

    আজকালকার মেয়েরা যে খুবি খারাপ এইটা একটা উদাহরণ।
    পরকিয়া করা সহজ, কিন্তু বাচ্চা পালা কঠিন

  • @JahangirAlam-cz7up
    @JahangirAlam-cz7up 2 года назад +1

    বাবার টাকাই তারা ছলে এজন্য বাবার কাছে থাকাই ভাল

  • @mdebadul3255
    @mdebadul3255 6 лет назад +17

    বাবার 7 দিন

  • @rupkotha9165
    @rupkotha9165 Год назад

    মায়ের দোষ বেশি আজ কাল মহিলারা স্বামীকে মোটেই মানতে চায় না।

  • @mdehsanur6675
    @mdehsanur6675 4 года назад

    শিশু তার মতামত দেওয়ার মত যেমন উপযুক্ততা নেই,তেমনি মার কাছে সন্তান থাকবে না এটা কোন নিয়ম হতে পারে না,বাবার থেকে মার হক আছে মা সন্তান কে পেটে ধারন করে,এটা পারিবারিক ভাবে প্রেশারাইজ করে করা হয়।

  • @motiarrohman8247
    @motiarrohman8247 2 года назад

    বাবাই শিশুদের প্রথম নির্ভরের স্থান ।

  • @asmaakterhongkong3874
    @asmaakterhongkong3874 4 года назад +1

    Love you baba but amar ma o anak valo cilo, love you and every moment miss you too ma😍baba😰

  • @farzanaeva9474
    @farzanaeva9474 2 года назад

    বাচ্চারা একদিন বুঝবে যে বাবার কাছে থাকতে চাচ্ছে যখন বাবা দুই তিন বছর পর বিয়ে করবে তখন বুঝবে বাচ্চারা। আমিও আমার বাচ্চাদের কাছ থেকে দূরে আছি প্রায় এক বছর।কোরআন শরীফ ধরে বলেছে আমি তার প্রথম স্ত্রী আমি তার
    জীবনের শেষ স্ত্রী থাকব।আমি মরে গেলেও সে বিয়ে করবে না।আমার মা ও নানীর সামনে কোরআন ধরে বলেছে।অপেক্ষায় আছি কি সিদ্ধান্তনেয় আমার স্বামী, বাবা, মা ও মামা।

  • @aliazim3609
    @aliazim3609 3 года назад

    বাচ্চা দুটোর নানি ভাল না নানীর যদি ভালো হতো তাহলে তাদের সংসার টিকে যেত যে ঘরে মায়েরা মাদবুরি করে সেই ঘরের মেয়ে কখনো সংসার করতে পারে না

  • @nazmulhaque6172
    @nazmulhaque6172 3 года назад

    আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝি আইন করা হয় মানুষের সুবিধা অসুবিধা ও ভালো-মন্দ দেখার জন্যে, মানুষের প্রয়োজনে- যেখানে বাচ্চা দুটি তার বাবার সাথে থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে তাহলে কেন তৃতীয় পক্ষের কথা আসছে

  • @uzzalmia2865
    @uzzalmia2865 2 года назад

    মা বাবার অধিকার আছে সন্তানদের জন্য , সব কিছু ঠিক আছে , কিন্তু এই শিশুরা মায়ের কাছে যেতে না চাইলে আদালত এখানে জোর করতে পারবে না ।

  • @aburubel4091
    @aburubel4091 4 года назад +5

    মা যদি মায়ের মতো হতো, তাহলে আজকে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা হতো না।

  • @taherayasmin833
    @taherayasmin833 3 года назад +1

    মায়ের সন্তান কখনো মাকে ভুলতে পারেনা।আমার বিশ্বাস একদিন মায়ের কাছে ফিরে যাবে তারা। কারন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।

  • @RobiulIslam-lo9hf
    @RobiulIslam-lo9hf Год назад +1

    আরেক বার, প্রমাণ, হলো,
    মহিলা, খারাপ

  • @user-mw6uh6vg4o
    @user-mw6uh6vg4o 3 года назад

    বিয়ে বিচ্ছেদের পর চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুরের কিছু বাবাদের কাছেই সন্তানরা থাকতে চায়। কারণ এই বাবারা
    নিজের স্বার্থ বিবেচনায় অভিনয় করতে পারে ভালো। মুখভঙ্গি এমন যেন ভাজা মাছটি উল্টো করে খেতে জানে না।
    তাছাড়া সন্তানদের কাছে এরা প্রায় মেহমানের মতো। সন্তানরা মাকে দেখে প্রতিদিন, প্রতিদিন শাসন পায়, মায়ের ওপর কিছুটা বিরক্ত থাকে। এখানে আদালতের এতো বিস্ময় কোত্থেকে আসে? শিশুরা আজকাল তোতাপাখির মতো শেখানো পড়ানো কথা হুবহু বলতে পারে।

  • @nazmulhaque6172
    @nazmulhaque6172 3 года назад

    স্বামীর মা-বাবা এবং স্ত্রীর মা-বাবার মধ্যে সম্পর্ক সুন্দর হলে স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দুই ফ্যামিলির মা-বাবাদের মধ্যে সম্পর্ক ঠিক না থাকায় অনেক স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটছে।

  • @md.moniruzzaman3658
    @md.moniruzzaman3658 11 месяцев назад

    Bortoman somoy mar chaita baba sontan ka basi valobasa sajonno babar kaca thakta chai...😢❤

  • @raselpatwarynice8513
    @raselpatwarynice8513 4 года назад +1

    আরে আপনার আইন বাদদেন বাচ্চা দুইটা বলতেছে বাবার কাছে থাকবে ত আইন কি করবে মা খারাপ ত্র কারনে জাইনা

  • @kidszone758
    @kidszone758 3 года назад +3

    বন্যরা বনে সুন্দর,,
    শিশুরা বাপের কোলে...

  • @smsohelsmsohelsmsohelsmsoh5246
    @smsohelsmsohelsmsohelsmsoh5246 2 года назад

    আমার মনে হয় বাচ্চা দুটো বাবার কাছে নিরাপদ থাকবে

  • @shagol3250
    @shagol3250 11 месяцев назад

    তুই কেমন মা একদিন তুই বুড়ি হবি কথা টা মনে রাখিস তখন মনে পরবে ছেলে মেয়ের কথা আমার কথা হলো দুইজন কি মিলে মিসে থাকা যায় না আপনাদের দুই ছেলে মেয়ে হয়েগেছে আলাদা হয়ার কি দরকার

  • @abdulazizofficialyoutubech5413
    @abdulazizofficialyoutubech5413 4 года назад +1

    *মা সারাদিন ফেসবুক আর মেসেঞ্জার নিয়া পইড়া থাকলে সন্তান তো এই কাজ করবেই*

  • @akafuntoosh7761
    @akafuntoosh7761 4 года назад

    I love you my child's.... Tomader ei kothai ami purapuri khub khushi hoisi

  • @truelecturemedia3830
    @truelecturemedia3830 4 года назад +1

    কত মর্মান্তিক ঘটনা!!

  • @MdSaiful-rp5nz
    @MdSaiful-rp5nz 11 месяцев назад

    Allah ai dui jon shontan ke balo rakun.

  • @fayezahmed1981
    @fayezahmed1981 3 года назад

    Oh! very sad....

  • @jakirjalalicomputerteachco3233
    @jakirjalalicomputerteachco3233 4 года назад +1

    Right Decision.

  • @piya_chowdhury
    @piya_chowdhury Год назад

    মা তো মা সন্তান এর জন্য মা কতো কিছু করে নিজের জীবন বিসর্জন দিতে পিছু পা হয় না.. কেনো এ মন টা করছে জানা নেই বাচ্চা হলে ডিভোর্স দিলে ছেলে মেয়ের জীবন শেষ হয় তো মাকে হারাতে হয় না হয় বাবাকে স্ত্রী স্বামী পায় স্বামী স্ত্রী পায় কিন্তু ছেলে মেয়ে কাউকে না কাউকে হাড়ায়.. 😢😢

  • @m.k.rahman2259
    @m.k.rahman2259 4 года назад +1

    My cordial love to father. Don't neglect your children.

  • @towsifsworld5183
    @towsifsworld5183 4 года назад

    পাখিরা বনে সুন্দর শিশুরা মাতৃরি খোলে রাত দিন টিক আছে মানুষের চরিত্র বদলে গেছে একন শিশুরা সুন্দর বাবার খোলে আমার মা অনেক ভালো বাবা তার ছেয়ে ও অনেক অনেক গুন বেশি কিয়ারিন পরিচ্রমি তিনি আল্লাহ চাড়া কারো উপর ভরষা করে না আমি ও বাবা হয়েছি আমার বাবার মতো হতে পারবোনা

  • @user-ff4mp1ii8x
    @user-ff4mp1ii8x 10 месяцев назад

    এই মহিলা বাচ্চাদের উপর টির্চার করেছেন তাই। বাচ্চারা মায়ের কাছে যেতে চায় না!!

  • @user-bl9wu5de4g
    @user-bl9wu5de4g 2 года назад

    ছোট বাচ্চা ন্যায় অন্যায় কি বুঝে?বড় হলে বুঝবে কেউ আপন না।

  • @MsDalie
    @MsDalie 3 года назад

    loktir nambar paoa jabe ki bai

  • @dr.mozammelhaquedr.mozamme1736
    @dr.mozammelhaquedr.mozamme1736 2 года назад

    এই মহিলা স্বামীকে খারাপ ব্যবহার করে তাই বাচ্চারা বাবার কাছে থাকতে চায়

  • @raazkhan3808
    @raazkhan3808 7 месяцев назад

    সন্তান জন্মের পর ডিভোর্স আইন বাতিল করা উচিত

  • @adibmovies
    @adibmovies Год назад +1

    মা পরকীয়া আসক্ত। বেবি গুলো বুজতে পারে

  • @Shamsdailyvlog
    @Shamsdailyvlog 4 года назад

    Amr vai bhon golo allah r rohomote onk valo.ase dua.krbn apnra shobai☺

  • @educationgame3389
    @educationgame3389 4 года назад +3

    মায়ের সমস্যা না সমস্যা ওই মা-র একটা কুটনি বোন আছে সব নষ্টের গোরা ওই বোন ডাইনি

    • @rejaulbari4415
      @rejaulbari4415 4 года назад

      আপনি কি তাদের প্রতিবেশি