একেবারেই ধ্রুব সত্য কথা বলেছেন, ভগবানের সৃষ্ট ক্যামেরায় যে ছবি ধরা পড়ে মনুষ্য সৃষ্ট ক্যামেরায় সেই ছবি আসবে কি করে? সেই সাথে এটাও সত্য যে অনেক স্বল্প দৈর্ঘ্যের অন্য ভিডিও দেখতে দেখতে ধৈর্য্যচ্যুতি ঘটে, অথচ চিন্ময়দার ভিডিও দেখতে বসলে কোথা দিয়ে যে সময় পাড় হয়ে যায় বুঝতেই পারি না। এখানেই বোধহয় চিন্ময়দার বিশেষত্ব। সাধারণকে অসাধারণ পর্যায়ে নিয়ে যাওয়ার আর এক নাম চিন্ময় নাথ। ভালো থাকবেন এবং আরও এক্সপ্লোর করবেন।
Khub bhalo laglo ei video ti. Dhanaulti jaiga ti to khub prakritik sundarata te bhara tar opar Sotipith ta to anek upori pawna. Khub bhalo laglo sotipith jabar rasta ar sotipither mondirer oi jaigata. Apnar chobi tola khub e sundor 👌 sab khutiya khutiya tolen. Thaks
@@ilaroy1170 আসলে আমি তো তথ্যচিত্রধর্মী ভিডিও বানাই তাই সব কিছু তথ্যের আকারে ছবির মাধ্যমে বলা থাকে। যাতে কারুর বুঝতে অসুবিধা না হয়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 🙏
ধন্যবাদ। আমি এই উদ্দেশ্যেই ১২ বছর আগে চ্যানেলটা করেছিলাম। চেয়েছিলাম বাঙালি সপরিবারে পাহাড় ডিঙিয়ে এগিয়ে যাক। এই উদ্দেশ্যেই বহু অচেনা জায়গাকে তুলে ধরেছি।
নমস্কার দাদা আমি তনয় কর্মকার। আপনারই চ্যানেলের অনেক পুরনো একজন সদস্য, আজকাল তো চ্যানেলে ভরে গিয়েছে ইউটিউব , সব ছেড়ে দিয়ে আপনার চ্যানেলটা আমি বারবার দেখি কারণ আমি তাতে খুব মানসিক শান্তি পাই। আপনার করা ভিডিওগুলো অসাধারণ বললেও খুব কম বলা হবে। উত্তরাখণ্ড যেহেতু আমারও খুব ভালো লাগে এবং আমারও খুবই প্রিয় একটি জায়গা , তাই উত্তরাখণ্ডের ভিডিওগুলো দেখলে আমি নিজেকে রিলেট করতে পারি। আপনি এইভাবেই ভালো ভালো ভিডিও করে যান। খুব ভালো থাকবেন 🙏🏼
@@ganpatiphotography2501 প্রিয় তনয় বাবু, আপনি আমার চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার। মানে আমার এই বৃহত্তর পরিবারের একজন সদস্য। অনেক ধন্যবাদ আপনাকে দীর্ঘদিন ধরে সঙ্গে থাকার জন্য। আসলে আমি মনের আনন্দের খোঁজে এই কাজটা করি। হিমালয়কে ভালোবেসে করি। এটা আমার পেশা নয়। তাই আমি কোনো প্রতিযোগিতায় সামিল হই না। বাংলা ভাষায় ইউটিউবে আমিই প্রথম এই ট্রাভেল কনটেন্ট বানানো শুরু করেছিলাম। এখনও বেড়াতে গেলে সেই জায়গাগুলোকে আপনাদের সামনে ভিন্ন আঙ্গিকে তুলে ধরি। এই আর কী। ভালো থাকবেন। 🙏
বাকরুদ্ধ হয়ে দেখলাম • কী প্রাকৃতিক সৌন্দর্য ! ওফ! মন্দিরটিতে যেন বৌদ্ধ গুম্ভার আদল পেলাম • অসাধারণ ছবি • আমি নিজে বিশেষ ভাবে আপ্লুত • কারণ ২৫ বছর আগের দেখা ধনৌলটির আধুনিক রূপ দেখলাম , কত কিছুই বদলে গেছে • সেই আমার যারা যাত্রাসাথী ছিলেন তারা দেবী মন্দিরের দর্শনে ইচ্ছুক ছিলেন না , কারন ধনৌলটি থেকে পদযাত্রা করতে হতো • খুব আশাহত হয়েছিলাম • আজ আপনি আমার সেই অপূর্ণ সাধ পূর্ণ করলেন • আপনার পরিবার সহ আপনাকে অন্তরে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই 🙏 • ওই বারেই আমরা মুসৌরী থেকে চকরাতা নেমেছিলাম শ্রদ্ধেয় উমাপ্রসাদবাবুর বর্ণনা অনুসরণ করে • সেও ছিল বিচিত্র যাত্রা • পাহাড়ী গ্রামের ভেতর দিয়ে • উদ্দেশ্য ছিল হাটকোটী যাব মা হটকেশ্বরী দর্শন করব • কিন্তু সেটাও ব্যর্থ হয়ে যায় • হিমালয় আপনার অন্তরের ভালবাসা • আমার একটি বিনীত অনুরোধ রইল যদি কখনও সম্ভব হয় , তবে হাটকোটী একটু দর্শন করিয়ে দেবেন • এখন শুনেছি সেখানে সিমলা দিয়ে যাওয়া হয় • থাকারও ব্যবস্থা আছে • যাই হোক আপনাদের এই ভ্রমন পথ অন্তরের অন্তরে থেকে যাবে আজীবন 🌹
@@sutapachakravarti4841 আপনার মূল্যবান মতামত পেয়ে খুব ভাল লাগল। সুরকান্ডা গিয়ে তৃপ্তি পেয়েছিলাম। ধনৌলটির সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। যদি কপালে থাকে তাহলে হাটকোটি নিশ্চয়ই যাব। তখন তাও তুলে ধরব আপনাদের সামনে।
Khub sundor, vai apner vedio bes deri kore asche. Apnader sorir thik ache to? Bon kemon ache? Ami samannyo holeo pase thakte chai, kintu system ta bujhte parchi na. Cheleo ekhon thake na. Chele ele sikhe nebo
@@chandeanandesampaghoshsama4036 এখন ঠিকই আছে। তবে দিদি বুঝতেই পারছেন আমাদের ক্যানসারের সঙ্গে লড়াই করতে হচ্ছে। টানা চিকিৎসা চলছে। ফলে আমরা আগের মতো ঘনঘন বের হতে পারি না। তাই নিয়মিত ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তবু হাল ছেড়ে বসে যাইনি। চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছি। আপনার আর্শীবাদ আর ভালোবাসা সঙ্গে থাকলেই হল। 🙏
আপনার সব ব্লগ দেখতাম আর ছেলের সঙ্গে আলোচনা করতাম ওখানে যাবার।আজ দু মাস হলো ও আর আমাদের মধ্যে নেই। একুশ বছর ধরে ওকে বুকে নিয়ে বেঁচে ছিলাম আমার সব শেষ হয়ে গেল। আপনি ভাল থাকবেন।
@@subirmazumder2409 সে কী? এ কী খবর শোনালেন! কী হয়েছিল? একটু জানাবেন। আপনি বোধহয় জানেন আমাকেও ক্যানসারের বিরুদ্ধে লড়তে হচ্ছে। অনিশ্চিত জীবন। মনটা খারাপ করে দিলেন।
Gechi 2/3 baar Dhanaulti. Thekechi. But Surkanda Mata ji r mandir e jaoa hoi ni. Last year also gechi, but still..... hoito Mata ji daken ni tai.... Eber aapner lense er through Darshan pelam. Jay Mata ji Sabar valo hok😊
আপনার শ্রীর কথা চিনতা করে আপনি রোপওয়ে চড়ার সঠিক সিদ্ধান্ত মা চান না কেউ কষ্ট করে তাঁর কা়ছে আসুক তাই মা রোপ তৈরি করে দিয়েছেন রোপে গেলেও পূর্ণ অর্জন হবে
আমরা অতীতে বহু ট্রেক করেছি। বহু ট্রেক রুটকে আমিই প্রথম এই চ্যানেলে তুলে ধরেছি। এইটুকু রাস্তা কিছুই নয়। কিন্তু ক্যানসারের কারণে এখন ট্রেক করাটা স্থগিত রেখেছি।
খুব ভালো লাগলো। আপনি একজন পুরোনো ব্লগার , ভারতবর্ষের নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন ,আপনি ব্লগের সাথেসাথে লোকজনকে নিয়ে ট্যুর ও তো করাতে পারেন।অনেক ব্লগার এই পথ বেছে নিয়েছেন। এতে ব্লগও হবে আবার আয়ের একটি উপায় হবে।
@@sanjitkumardas9339 পুরনো বলতে আমিই বাংলায় প্রথম এই ট্রাভেল কনটেন্ট বানানো শুরু করেছিলাম। তবে যেহেতু আমার এটা পেশা নয়, তাই ঘনঘন ভিডিও আমি দিতে পারি না। আর Group Tour করিনি কখনও। ওতে সমস্যা আছে। Group Tour Organize করাটাও ঝামেলার ব্যাপার। তাই করা হয়ে ওঠেনি। আমি কখনো প্রোমোশনাল ভিডিও বানাইনি। নিরপেক্ষ রিভিউ দিয়ে এসেছি। দর্শকদের কাছে আমার একটা বিশ্বাসযোগ্যতা আছে। তাই দর্শকদের কাছেই আবেদন রেখেছি। সেখানেও কোনো দাবি নেই। কারুর ইচ্ছে হলে চ্যানেলটির পাশে দাঁড়াতে পারেন। ধন্যবাদ। সঙ্গে থাকুন। 🙏
@@shankarchakraborty7953 প্রিয় শংকরবাবু, বহু বছর আগে কনকচৌরি সহ কার্তিকস্বামীকে আমিই প্রথম বাংলায় আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আপনি এখনও দেখেননি জেনে অবাক হলাম। 🙂
একেবারেই ধ্রুব সত্য কথা বলেছেন, ভগবানের সৃষ্ট ক্যামেরায় যে ছবি ধরা পড়ে মনুষ্য সৃষ্ট ক্যামেরায় সেই ছবি আসবে কি করে? সেই সাথে এটাও সত্য যে অনেক স্বল্প দৈর্ঘ্যের অন্য ভিডিও দেখতে দেখতে ধৈর্য্যচ্যুতি ঘটে, অথচ চিন্ময়দার ভিডিও দেখতে বসলে কোথা দিয়ে যে সময় পাড় হয়ে যায় বুঝতেই পারি না। এখানেই বোধহয় চিন্ময়দার বিশেষত্ব। সাধারণকে অসাধারণ পর্যায়ে নিয়ে যাওয়ার আর এক নাম চিন্ময় নাথ।
ভালো থাকবেন এবং আরও এক্সপ্লোর করবেন।
আপনাদের ভালোবাসায় বাঁধা পড়ে আছি। তাই আমার নিজস্ব ঘরানার কাজ আপনাদের উপহার দিয়ে যেতে চাই। ঈশ্বর যেন সেই সুযোগটুকু দেন। 🙏 🥰
Jai Matadi.
@@kamakshyabasak3801 🙏🙏🙏
অপূর্ব আপনার প্রতিটি ভিডিও
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
Khub sundor ; ekdom notun jaiga❤
@@jayantachatterjee2024 হ্যাঁ, অফবিট বলতে পারেন। সুরকান্ডা নিয়ে বাংলায় এর আগে কোনো তথ্যচিত্র ভিত্তিক কনটেন্ট ছিল না। তাই বানিয়ে রাখলাম। ❤️
Khub valo laglo anek kichu janlam thank you 🙏🙏🙏
@@dolabiswas5514 ধন্যবাদ। সঙ্গে থাকুন। 🙏
দারুন মানসভ্রমন করলাম দাদা। অনবদ্য।
@@satinathgoswami7426 ধন্যবাদ। সঙ্গে থাকুন।
Khub valo laglo. 2018 er kotha mone pore galo.
@@sanjibchakraborty8465 ধন্যবাদ। 🙂
Khub e bhalo laglo
@@sikhachowdhury4394 সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 🙏
Wonderful narated video
@@manojsaha364 Thanks.🙂
Khub valo.
@@suchintamajumder6825 ধন্যবাদ।
তোমায় দেখে অনেক কিছু শিখেছি, জেনেছি। অসাধারণ তুমি অসাধারণ। ❤️😊❤️
অনেক ভালোবাসা ভাই। সঙ্গে থাকো। ❤️
❤❤❤❤❤
❤️❤️❤️❤️
Osadharon
@@kanchanchatterjee5449 ধন্যবাদ। 🙏
Sundar pahater srane onek dur porjonta bristito, surkumda mata r mondir khub sundar dekhiyachen.
@@ProdipMondal-zj2vk ধন্যবাদ।
অনবদ্য দাদা❤❤❤❤
@@poulamisain4274 ভালোবাসা। 🥰
Thankuuu dada ❤❤
excellent laglo......Dada
@@amitavabandyopadhyay9150 ধন্যবাদ। সঙ্গে থাকুন।
The way to renowned Shaktipeeth Temple and the breathtaking natural beauty have nicely been presented. I liked and enjoyed this episode.
@@samarde Thank you dada.🙏
খুব ভাল
ধন্যবাদ।
Khub bhalo laglo ei video ti. Dhanaulti jaiga ti to khub prakritik sundarata te bhara tar opar Sotipith ta to anek upori pawna. Khub bhalo laglo sotipith jabar rasta ar sotipither mondirer oi jaigata. Apnar chobi tola khub e sundor 👌 sab khutiya khutiya tolen. Thaks
@@ilaroy1170 আসলে আমি তো তথ্যচিত্রধর্মী ভিডিও বানাই তাই সব কিছু তথ্যের আকারে ছবির মাধ্যমে বলা থাকে। যাতে কারুর বুঝতে অসুবিধা না হয়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 🙏
❤👍❤
@@supriyaghosh1549 🥰🥰🥰
খুব ভাল লাগল, 2007 এ গিয়েছিলাম।
ধন্যবাদ সঙ্গে থাকুন।
Darun
@@basantadey1748 🥰🥰🥰
Dada , keep it up
🥰🥰🥰
Haridwar theke akdine ghure asa jai ai surkanda
@@arijitbanerjee1199 Private jet থাকলে সম্ভব।
Khub sundar laglo ei episode ta, anek ajana tathya jante parlam. Uttarakhander emon akti offbeat jayga ke tule dharar janya asankhya dhanyavaad apnaderke.... 🙏🙏🙏
@@debasishgupta4972 আমার চ্যানেলে এই রকম প্রচুর জায়গাকে তথ্যচিত্রের আকারে তুলে ধরা আছে। সময় করে দেখতে পারেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 🙏
Khub bhalo laglo. Ami o amar family september jachhi. Khub upakare lagbe. Bhalo thakun.
ধন্যবাদ। আমি এই উদ্দেশ্যেই ১২ বছর আগে চ্যানেলটা করেছিলাম। চেয়েছিলাম বাঙালি সপরিবারে পাহাড় ডিঙিয়ে এগিয়ে যাক। এই উদ্দেশ্যেই বহু অচেনা জায়গাকে তুলে ধরেছি।
Dada ami apner ekjon 7/8 year er purono subscriber.darun video khub valo laglo.
@@ashishadak6995 সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত মতামত জানাবেন তাহলে যোগাযোগটা থাকবে। ভালো থাকুন।
1997 গিয়েছিলাম অপূর্ব আবার দেখলাম ধন্যবাদ
@@sharmishthadutta447 সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 🙏
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌❤️ দারুন লাগলো 👍
ধন্যবাদ। ❤️
Darun sundor khub valo laglo
@@subhasisdatta1896 ধন্যবাদ। সঙ্গে থাকুন।
Khub sundor prakitik drishyo, r Mata Surkunda devir mondir🙏🙏🙏 khub bhalo laglo!
ধন্যবাদ। 🙏
খুব সুন্দর উপস্থাপন করেছেন। সুরকুণ্ডা মন্দির জানা ছিল না। আপনার জন্য জানতে পারলাম। সুন্দর প্রাকৃতিক দৃশ্যও উপভোগ করলাম। ধন্যবাদ নেবেন।
@@bimandas3317 সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 🙏
নমস্কার দাদা আমি তনয় কর্মকার।
আপনারই চ্যানেলের অনেক পুরনো একজন সদস্য, আজকাল তো চ্যানেলে ভরে গিয়েছে ইউটিউব , সব ছেড়ে দিয়ে আপনার চ্যানেলটা আমি বারবার দেখি কারণ আমি তাতে খুব মানসিক শান্তি পাই। আপনার করা ভিডিওগুলো অসাধারণ বললেও খুব কম বলা হবে। উত্তরাখণ্ড যেহেতু আমারও খুব ভালো লাগে এবং আমারও খুবই প্রিয় একটি জায়গা , তাই উত্তরাখণ্ডের ভিডিওগুলো দেখলে আমি নিজেকে রিলেট করতে পারি। আপনি এইভাবেই ভালো ভালো ভিডিও করে যান।
খুব ভালো থাকবেন 🙏🏼
@@ganpatiphotography2501 প্রিয় তনয় বাবু,
আপনি আমার চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার। মানে আমার এই বৃহত্তর পরিবারের একজন সদস্য। অনেক ধন্যবাদ আপনাকে দীর্ঘদিন ধরে সঙ্গে থাকার জন্য। আসলে আমি মনের আনন্দের খোঁজে এই কাজটা করি। হিমালয়কে ভালোবেসে করি। এটা আমার পেশা নয়। তাই আমি কোনো প্রতিযোগিতায় সামিল হই না। বাংলা ভাষায় ইউটিউবে আমিই প্রথম এই ট্রাভেল কনটেন্ট বানানো শুরু করেছিলাম। এখনও বেড়াতে গেলে সেই জায়গাগুলোকে আপনাদের সামনে ভিন্ন আঙ্গিকে তুলে ধরি। এই আর কী। ভালো থাকবেন। 🙏
খুব ভাল লাগলো Chinmoy Babu আপনার এই vdo দেখে. একসঙ্গে মায়ের মন্দির আর onnodike প্রকৃতি র শোভা. অনেক ধন্যবাদ আপনাকে
@@subratadutta5464 সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
Haan, amiyo gachi masoourie theke surkunda matar mandir. Chotto trekking, kintu khub sundor.
@@sujatamukhopadhyay2635 জার্নিটা ও সুন্দর, মন্দিরটাও সুন্দর।
বাকরুদ্ধ হয়ে দেখলাম • কী প্রাকৃতিক সৌন্দর্য ! ওফ! মন্দিরটিতে যেন বৌদ্ধ গুম্ভার আদল পেলাম • অসাধারণ ছবি • আমি নিজে বিশেষ ভাবে আপ্লুত • কারণ ২৫ বছর আগের দেখা ধনৌলটির আধুনিক রূপ দেখলাম , কত কিছুই বদলে গেছে • সেই আমার যারা যাত্রাসাথী ছিলেন তারা দেবী মন্দিরের দর্শনে ইচ্ছুক ছিলেন না , কারন ধনৌলটি থেকে পদযাত্রা করতে হতো • খুব আশাহত হয়েছিলাম • আজ আপনি আমার সেই অপূর্ণ সাধ পূর্ণ করলেন • আপনার পরিবার সহ আপনাকে অন্তরে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই 🙏 •
ওই বারেই আমরা মুসৌরী থেকে চকরাতা নেমেছিলাম শ্রদ্ধেয় উমাপ্রসাদবাবুর বর্ণনা অনুসরণ করে • সেও ছিল বিচিত্র যাত্রা • পাহাড়ী গ্রামের ভেতর দিয়ে • উদ্দেশ্য ছিল হাটকোটী যাব মা হটকেশ্বরী দর্শন করব • কিন্তু সেটাও ব্যর্থ হয়ে যায় • হিমালয় আপনার অন্তরের ভালবাসা • আমার একটি বিনীত অনুরোধ রইল যদি কখনও সম্ভব হয় , তবে হাটকোটী একটু দর্শন করিয়ে দেবেন • এখন শুনেছি সেখানে সিমলা দিয়ে যাওয়া হয় • থাকারও ব্যবস্থা আছে • যাই হোক আপনাদের এই ভ্রমন পথ অন্তরের অন্তরে থেকে যাবে আজীবন 🌹
@@sutapachakravarti4841 আপনার মূল্যবান মতামত পেয়ে খুব ভাল লাগল। সুরকান্ডা গিয়ে তৃপ্তি পেয়েছিলাম। ধনৌলটির সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। যদি কপালে থাকে তাহলে হাটকোটি নিশ্চয়ই যাব। তখন তাও তুলে ধরব আপনাদের সামনে।
@@chinu3981 🙏🌹
Surkandadevi ar Himalayan
K asadhran,monomugdyokor prakritik sova ,monvore gelo okhene bristi kamon
উত্তরাখণ্ডে এখন ভারী বৃষ্টি চলছে। বহু জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।
@@chinu3981very sad
Khub sundor, vai apner vedio bes deri kore asche. Apnader sorir thik ache to? Bon kemon ache? Ami samannyo holeo pase thakte chai, kintu system ta bujhte parchi na. Cheleo ekhon thake na. Chele ele sikhe nebo
@@chandeanandesampaghoshsama4036 এখন ঠিকই আছে। তবে দিদি বুঝতেই পারছেন আমাদের ক্যানসারের সঙ্গে লড়াই করতে হচ্ছে। টানা চিকিৎসা চলছে। ফলে আমরা আগের মতো ঘনঘন বের হতে পারি না। তাই নিয়মিত ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তবু হাল ছেড়ে বসে যাইনি। চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছি। আপনার আর্শীবাদ আর ভালোবাসা সঙ্গে থাকলেই হল। 🙏
কোন মাসে দর্শন করেছিলেন একটু জানাবেন কেমন যথারীতি অসাধারন আপনার vediography। অতুলনীয়।
☀️🙏🙏🙏
@@somachatterjee8418 নভেম্বর। সিরিজের পর্বগুলোতেই মাস,সময় সব উল্লেখ করা আছে। ধন্যবাদ। সঙ্গে থাকুন।
apurbo Surkunda debir mandir, Sati maayer charone pronam janai, mandir jaoa asar pothe rope way chepe sabuje dhaka Himalayer aparup rup darshon, dure dure saribaddho baraphabrito parbot sringoguli dekhte ki darun lagche
@@abhishekghoshal6053 ধন্যবাদ। সঙ্গে থাকুন।
আপনার সব ব্লগ দেখতাম আর ছেলের সঙ্গে আলোচনা করতাম ওখানে যাবার।আজ দু মাস হলো ও আর আমাদের মধ্যে নেই। একুশ বছর ধরে ওকে বুকে নিয়ে বেঁচে ছিলাম আমার সব শেষ হয়ে গেল। আপনি ভাল থাকবেন।
@@subirmazumder2409 সে কী? এ কী খবর শোনালেন! কী হয়েছিল? একটু জানাবেন। আপনি বোধহয় জানেন আমাকেও ক্যানসারের বিরুদ্ধে লড়তে হচ্ছে। অনিশ্চিত জীবন। মনটা খারাপ করে দিলেন।
travel videoর দৌলতে অনেক রোপওয়ে দেখলাম তবে রাজগীরের মত জঘন৲ রোপওয়ে আর দেখিনি যে কারনে ১৯৮৯তে আমি আর আমার মা ১০০০ফিট পাহাড় হেঁটে উঠেছিলাম
@@BiswajitGoswami-dm8ic এখানে রোপওয়ে সার্ভিস ভালোই ছিল। অসুবিধা হয়নি।
Gechi 2/3 baar Dhanaulti. Thekechi. But Surkanda Mata ji r mandir e jaoa hoi ni. Last year also gechi, but still..... hoito Mata ji daken ni tai....
Eber aapner lense er through Darshan pelam.
Jay Mata ji
Sabar valo hok😊
@@samarb9329 ধনৌলটি থেকে কাছেই। এবার গেলে দর্শন করে আসবেন। ভালো লাগবে। 😊
মহাদেবের দুঃখ দেখে সতী পারবতী নাম নিয়ে হিমালয় ঘরে জনম নেন
👍👍👍
G pay hbe ki
Janan.
@@sikhachowdhury4394 হবে। স্ক্যানার দেওয়াই আছে।
আপনার শ্রীর কথা চিনতা করে আপনি রোপওয়ে চড়ার সঠিক সিদ্ধান্ত মা চান না কেউ কষ্ট করে তাঁর কা়ছে আসুক তাই মা রোপ তৈরি করে দিয়েছেন রোপে গেলেও পূর্ণ অর্জন হবে
আমরা অতীতে বহু ট্রেক করেছি। বহু ট্রেক রুটকে আমিই প্রথম এই চ্যানেলে তুলে ধরেছি। এইটুকু রাস্তা কিছুই নয়। কিন্তু ক্যানসারের কারণে এখন ট্রেক করাটা স্থগিত রেখেছি।
খুব ভালো লাগলো। আপনি একজন পুরোনো ব্লগার , ভারতবর্ষের নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন ,আপনি ব্লগের সাথেসাথে লোকজনকে নিয়ে ট্যুর ও তো করাতে পারেন।অনেক ব্লগার এই পথ বেছে নিয়েছেন। এতে ব্লগও হবে আবার আয়ের একটি উপায় হবে।
@@sanjitkumardas9339 পুরনো বলতে আমিই বাংলায় প্রথম এই ট্রাভেল কনটেন্ট বানানো শুরু করেছিলাম। তবে যেহেতু আমার এটা পেশা নয়, তাই ঘনঘন ভিডিও আমি দিতে পারি না। আর Group Tour করিনি কখনও। ওতে সমস্যা আছে। Group Tour Organize করাটাও ঝামেলার ব্যাপার। তাই করা হয়ে ওঠেনি। আমি কখনো প্রোমোশনাল ভিডিও বানাইনি। নিরপেক্ষ রিভিউ দিয়ে এসেছি। দর্শকদের কাছে আমার একটা বিশ্বাসযোগ্যতা আছে। তাই দর্শকদের কাছেই আবেদন রেখেছি। সেখানেও কোনো দাবি নেই। কারুর ইচ্ছে হলে চ্যানেলটির পাশে দাঁড়াতে পারেন। ধন্যবাদ। সঙ্গে থাকুন। 🙏
কার্তিক স্বামী নিয়ে আপনার ভিডিও আছে ?
@@shankarchakraborty7953 প্রিয় শংকরবাবু, বহু বছর আগে কনকচৌরি সহ কার্তিকস্বামীকে আমিই প্রথম বাংলায় আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আপনি এখনও দেখেননি জেনে অবাক হলাম। 🙂