দীপাবলিতে হরিদ্বার। পর্ব-১ || Haridwar Tour. Ep-1

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 98

  • @DHIEXGTL
    @DHIEXGTL 19 дней назад +1

    আমি হরিদ্বার গেছি কমসেকম ১৫ বার। তাও মন পরে থাকে যাওয়ার জন্য। প্রথম প্রথম তো হেঁটে হেঁটে মনসা পাহাড়, চন্ডী পাহাড় গিয়েছিলাম। তুলনাহীন জায়গা, শীত শরৎ, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই কাটানো যায়।

    • @chinu3981
      @chinu3981  18 дней назад

      @@DHIEXGTL দাদা আমি ছোটবেলা থেকে এখনও পর্যন্ত চল্লিশ বারের ও বেশি বার হরিদ্বার গেছি। প্রতি বছর যাই। দীপাবলিতে ওখানে নিমন্ত্রণ থাকে। এত বার যাওয়ার পরও মনে হয় হরিদ্বার আবার যাই। 🙂

  • @sudiptapal4405
    @sudiptapal4405 20 дней назад

    Khub valo laglo

    • @chinu3981
      @chinu3981  20 дней назад

      @@sudiptapal4405 ধন্যবাদ।

  • @adityakumarroy8309
    @adityakumarroy8309 21 день назад +3

    আপনার ভিডিও হরিদ্বার ভ্রমণের স্মৃতি আবার ফিরিয়ে আনল। সত্যি একটা অমোঘ আকর্ষণ আছে এই শহরটার। খাওয়া দাওয়া, কেনাকাটা আর সর্বোপরি সান্ধ্যকালীন গঙ্গা আরতি , কিছুই মিস করতে ইচ্ছে করে না এখানে এসে। আমাদের কলকাতা থেকে আরও দুটো ট্রেন প্রতিদিন হরিদ্বারের জন্যে চালানো উচিত। আপনার পরবর্তী ব্লগের অপেক্ষায় থাকলাম। হরিদ্বারের খাওয়া দাওয়ার ওপর নিশ্চয়ই আপনার থেকে একটা আলাদা ভিডিও চাই।

    • @chinu3981
      @chinu3981  21 день назад

      @@adityakumarroy8309 ঠিকই বলেছেন। হরিদ্বারের এক অমোঘ আকর্ষণ আছে। কখনও পুরনো হয় না। হরিদ্বার নিয়ে এবারের সিরিজে নানা আঙ্গিকে এই জায়গাটাকে তুলে ধরব। এর আগে হরিদ্বার নিয়ে এমন বিস্তারিত কাজ বাংলায় হয়নি বলেই আমার আশা। সঙ্গে থাকুন। 🙂

  • @arundhatidatta3895
    @arundhatidatta3895 21 день назад +1

    খুব খুব ভাল লাগল ভিডিওটি। ফটোগ্রাফি দুর্দান্ত সুন্দর হয়েছে ।হরিদ্বার আমাদের মনের ভেতর রয়েছে । আশপাশের ও বিভিন্ন জায়গা ও রয়েছে ,যেমন হৃষিকেশ, দেরাদুন, মুসৌরি । হরিদ্বার কেনাকাটার আনন্দনিকেতন , দুটি ব্যাগ এক্সট্রা লাগবেই প্লাস কম্বল দেখেছি প্রত্যেকের সাথেই। প্রত্যেক দোকানদার বাঙলাতেই
    কথা বলেন। পরবর্তি পর্বের জন্য অপেক্ষায় থাকলাম। অনেক অভিনন্দন ও ধন্যবাদ ভাই এই সুন্দর ভিডিওর জন্য ।😂😂

    • @chinu3981
      @chinu3981  21 день назад +1

      @@arundhatidatta3895 হরিদ্বার আসলে বাঙালির সেকেন্ড হোম। হরিদ্বার মানেই খাওয়া দাওয়া আর কেনাকাটি।

  • @arupbera4023
    @arupbera4023 19 дней назад

    Khub valo laglo❤

    • @chinu3981
      @chinu3981  19 дней назад

      @@arupbera4023 ধন্যবাদ। 🥰

  • @bbiiplab
    @bbiiplab 21 день назад +2

    হরিদ্বারের খাওয়া-দাওয়া নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও হলে ভালই হয় চিনু দা।।❤❤❤

    • @chinu3981
      @chinu3981  21 день назад +1

      @@bbiiplab আচ্ছা,বেশ। আপনি যখন বলছেন তখন করে দেব। পেয়ে যাবেন। 🥰

  • @pallabmondal9454
    @pallabmondal9454 21 день назад

    অসাধারন সুন্দর উপস্থাপনা করেছেন তবে সাউন্ড একটু বেশি হলে আরও ভালো হতো

    • @chinu3981
      @chinu3981  21 день назад

      @@pallabmondal9454 Outdoor - এ সাউন্ড অনেক সময় একটু প্রবলেম করে। বাইরের Ambience ঢুকে যায়।

  • @ilaroy1170
    @ilaroy1170 21 день назад

    Horidwar sabsomay e sundor. Ar lite diya sajanoi station ta darun sundor lagchilo. Khub bhalo laglo Maa Ganga r arti😅😅

    • @chinu3981
      @chinu3981  21 день назад

      @@ilaroy1170 দীপাবলিতে খুব সুন্দর করে সাজিয়ে রাখে‌। দেখতে ভালো লাগে। 🙂

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 22 дня назад

    apurbo haridwarer mandirguli, sundar maa ganga, asadharon ganga arati, Joy Maa Ganga

    • @chinu3981
      @chinu3981  22 дня назад +1

      @@abhishekghoshal6053 🥰🥰🥰🥰

  • @swapnopaul
    @swapnopaul 21 день назад

    হরিদ্বার, কয়েক মাস আগেই ঘুরে এলাম। বার বার যাওয়া যায় এখানে।

    • @chinu3981
      @chinu3981  21 день назад +1

      @@swapnopaul একদমই। হরিদ্বার কখনও পুরনো হয় না।

  • @shubhrasaha835
    @shubhrasaha835 21 день назад

    Haridwar food series korun o dormitory niye kichu information din❤❤❤❤❤❤
    Khubsundar Valo laglo

    • @chinu3981
      @chinu3981  21 день назад +1

      @@shubhrasaha835 Food নিয়ে একটা পর্ব করব। প্রচুর ধর্মশালা আছে। ওখানে ডরমিটরি পেয়ে যাবেন।

    • @shubhrasaha835
      @shubhrasaha835 21 день назад

      @chinu3981 sunlam single naki allow karena tai bolechi

    • @chinu3981
      @chinu3981  20 дней назад +1

      @@shubhrasaha835 হ্যাঁ, ধর্মশালায় থাকতে গেলে এই সমস্যা কিছু কিছু ক্ষেত্রে Face করতে হয়।

  • @satinathgoswami7426
    @satinathgoswami7426 19 дней назад

    দারুন দেখলাম। বেশ ভালো লাগলো কারন আমি সেই বাঙালি যার এখনো হরিদ্বার দেখা হয়নি। আর হ্যাঁ , হরিদ্বারের খাবার নিয়ে অবশ্যই একটা সিরিজ হোক। আশায় রইলাম।

    • @chinu3981
      @chinu3981  19 дней назад

      @@satinathgoswami7426 হরিদ্বার যাওয়াটা মাস্ট। ফলে একবার ঘুরে আসুন। 🙂
      পর পর পর্বে সব কিছুকেই তুলে ধরব।

  • @BiswajitGoswami-dm8ic
    @BiswajitGoswami-dm8ic 16 дней назад

    হর কি পেয়ারীতে গঙগায় জল নেই দেখে মনটা কষ্টে ভড়ে গেল

    • @chinu3981
      @chinu3981  16 дней назад

      @@BiswajitGoswami-dm8ic দীপাবলি আগের দিন পর্যন্ত গঙ্গার জল আটকে গঙ্গাকে দূষণমুক্ত করার কাজ চলে। দীপাবলির দিন থেকে ধীরে ধীরে জল ছাড়া হয়।

  • @smartartbulbuli..3838
    @smartartbulbuli..3838 12 дней назад

    দারুন ভাবে কথা বলছেন । গলার sound ভীষন সুন্দর .... এক কথায় বলতে গেলে অনবদ্য ।
    অনেক দিন পর একটা ভালো Channel পেলাম যেটা দেখে আমি খুব খুশি 😊
    অনেকর video দেখেছি কিন্তু তাঁরা নিজেকে বেশি দেখায় .. যেখানে ঘুরতে গেছে কম দেখায় ।
    আর ভীষন তাড়াতাড়ি কথা বলে সব কিছু বলে না ভালো করে ।
    এই প্রথম আপনার video দেখলাম অসাধারণ আর video ছবি একদম পারফেক্ট ।
    Subscribe করলাম 😊

    • @chinu3981
      @chinu3981  12 дней назад

      @@smartartbulbuli..3838 আপনি যে চ্যানেলটিকে খুঁজে পেয়েছেন আদতে সেই চ্যানেলটিই বাংলায় প্রথম ইউটিউবে Travel content তৈরি করে আপলোড করতে শুরু করেছিল। ১২ বছরের পুরনো চ্যানেল। বিশ্বাস না হলে আপলোড ডেটগুলো চেক করে নিন। আর অনুরোধ রইল চ্যানেলটিকে একটু ঘেঁটে দেখার জন্য। তাহলেই বুঝবেন যে এতগুলো বছর ধরে কত জায়গাকে ভ্রমণপিপাসু বাঙালির সামনে তুলে ধরে এসেছি। আর দুর্ভাগ্য আমার যে, আপনি আমায় এতদিনে খুঁজে পেলেন। যাইহোক, ধন্যবাদ। সঙ্গে থাকুন। 🙏

  • @dolabiswas5514
    @dolabiswas5514 21 день назад +4

    সত্যি কথা খুব স্মৃতি মেদুর হয়ে গেছিলাম আমি প্রথম হরিদ্বার যাই 1984 সালে স্কুল এ পড়তাম ভোলাগিরি ধর্মশালা তে উঠেছিলাম ঠিক তার সামনেই ছিল দাদাবৌদির হোটেল যতদূর জানি ওটাই আসল সেসময় ওই নামে আর কোন হোটেল দেখিনি তারপর 2011 তে গিয়েছি আবার যেতে ইচ্ছে করছে 😊

    • @chinu3981
      @chinu3981  21 день назад +2

      @@dolabiswas5514 আমি ছোট বেলা থেকে এখন পর্যন্ত বোধহয় চল্লিশ বার হরিদ্বার গিয়েছি। প্রতিবছরই যাই। তবু ভালো লাগে যেতে। এখন তো দাদা বৌদি হোটেলের ছড়াছড়ি। আসল নকল সব মিশে একাকার। 🙂

    • @manikachatterjee23
      @manikachatterjee23 21 день назад

      Ami o volagiri r dhormosalai uthechilam r Dada boudi r hotel e kheyechi. 2 ber gechi ami Hori dwar e.tokhon poribes chilo apurbo. Akhon okhanker poristhiti jani na kemon? Sob kichur druto poriborton hocche Tai bolchi.valo thakben sobai.

    • @chinu3981
      @chinu3981  21 день назад +1

      @@manikachatterjee23 হরিদ্বার একই রকম আছে। ভিড় তো বাড়বেই।

  • @ghataldtp8307
    @ghataldtp8307 19 дней назад

    Dada anek din por tomar vedio dekhlam. Tomar vedio deiye start kore6i Travel vedio dekha.

    • @chinu3981
      @chinu3981  19 дней назад

      @@ghataldtp8307 কেন? আমি তো রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি। নোটিফিকেশন সেটিংসটা একবার অফ করে ফের অন করে নাও। অথবা সরাসরি আমার চ্যানেল ভিজিট করো। দেখবে অনেক নতুন জায়গার ভিডিও দেওয়া আছে। সঙ্গে থাকো। 🙂

  • @saikatbosesvf2983
    @saikatbosesvf2983 21 день назад +1

    কদিন আগেই মদমহেশ্বর ট্রেকিং করে হরিদ্বার ৪দিন ছিলাম ভারতসেবাশ্রম। আর হর কি পৌরী তে রোজ যেতাম আর মুগ্ধ হতাম 😊❤️🙏হর হর গঙ্গে

    • @chinu3981
      @chinu3981  21 день назад

      @@saikatbosesvf2983 অনেক বছর আগে মদমহেশ্বর নিয়ে বাংলায় আমিই প্রথম ভ্রমণমূলক তথ্যচিত্র বানিয়ে এই চ্যানেলে আপলোড করেছিলাম। দারুন লেগেছিল মদমহেশ্বর সফর। নেমে এসে কাটিয়ে ছিলাম হরিদ্বার। আসলে হরিদ্বার প্রতিবছরই যাই। ধন্যবাদ। 🥰

  • @ProdipMondal-zj2vk
    @ProdipMondal-zj2vk 21 день назад +1

    Harduwar e alokmala gangar ghat, manush, lighting, bangli hotel bhat, dal, echor er tarkari khub sundar dekhiyachen.

    • @chinu3981
      @chinu3981  21 день назад +1

      @@ProdipMondal-zj2vk ধন্যবাদ।

  • @amitavabandyopadhyay9150
    @amitavabandyopadhyay9150 21 день назад

    bhalo video. HAPPY DIWALI

    • @chinu3981
      @chinu3981  21 день назад

      @@amitavabandyopadhyay9150 দীপাবলির শুভেচ্ছা।

  • @biswajitdutta3225
    @biswajitdutta3225 22 дня назад

    Chinu Babu,
    Eke to Haridwar, mane gateway to Himalaya, bhablei thrilling lage.
    Tar upon apnar songo.
    Khubi e enjoyable.
    Sotti , apnara onek pain r time niye vlog gulo banan r amra aram kore enjoy kori.
    Khub bhalo thakben , apni ebong apnar family.

    • @chinu3981
      @chinu3981  21 день назад

      @@biswajitdutta3225 আপনাদের জন্যই এত পরিশ্রম করে এগুলো বানাই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 🙏

  • @chandeanandesampaghoshsama4036
    @chandeanandesampaghoshsama4036 16 дней назад

    Thik bolechen, khaoa-daoa ar kenakata niye episode korun, khub valo lagbe

    • @chinu3981
      @chinu3981  16 дней назад

      @@chandeanandesampaghoshsama4036 পরপর সব কিছু নিয়ে পর্ব আসবে। ধৈর্য ধরুন। 🙂

  • @BiswajitGoswami-dm8ic
    @BiswajitGoswami-dm8ic 16 дней назад +1

    যেকটি train সরাসরি Haridwar আসে সেগুলো নরক যন্ত্রনার সামিল swapno বাবুর ভিডিওতে আমরা তাদেখেছি

    • @chinu3981
      @chinu3981  16 дней назад +1

      @@BiswajitGoswami-dm8ic আমি সরাসরি হরিদ্বার যাই না। দিল্লি হয়ে যাই।

  • @sowravkarmakar6610
    @sowravkarmakar6610 22 дня назад

    হরিদ্বার এত ঘিঞ্জি, এত ময়লা, তবুও কোন টানে এতবার যাই, এত ভাললাগে জানি না ❤❤

    • @chinu3981
      @chinu3981  22 дня назад

      @@sowravkarmakar6610 ঠিকই বলেছেন। আমারও একই মত। 🥰

  • @somamukherjeemukherjeesoma2413
    @somamukherjeemukherjeesoma2413 21 день назад

    Amra ei soptomir din firlam 4 dham kore Haridwar amar khub prio

    • @chinu3981
      @chinu3981  21 день назад

      হরিদ্বার মানেই বাঙালির সেকেন্ড হোম।।

  • @samarde
    @samarde 20 дней назад

    An incomparable commentary and videography with mythlogical and historical anecdotes ! Yes, I understand that a good amount of studies and toil is there behind every attractive travel content as is yours.

    • @chinu3981
      @chinu3981  20 дней назад +1

      @@samarde. I make every content in documentary format. A lot of research work has to be done for that. 🙂

  • @sonalisaha3496
    @sonalisaha3496 20 дней назад

    কেনাকাটা আর খাওয়াদাওয়া নিয়ে পর্ব বানালে ভাল হত।

    • @chinu3981
      @chinu3981  19 дней назад

      @@sonalisaha3496 এটা সিরিজ। পরপর পর্ব আসবে। নোটিফিকেশন সেটিংস অন করে রাখুন। পেয়ে যাবেন। ধন্যবাদ।

  • @ShreeRadhaSmaronam
    @ShreeRadhaSmaronam 18 дней назад

    প্রণাম জানাই। অবশ্যই সঙ্গে থাকি এবং আছি। মোটামুটিভাবে ১৫ই নভেম্বরের মধ্যে যদি বিষ্ণুঘাটে বাজেট হোটেল (১০০০/১২০০টাকার মধ্যে) খোঁজ নিয়ে একটি ভিডিও দেন তাহলে উপকৃত হই। অনেক ধন্যবাদ 🙏

    • @chinu3981
      @chinu3981  18 дней назад

      ওই সময় ভিড় থাকে না। বিষ্ণুঘাটের কাছে বেশ কিছু হোটেল ও ধর্মশালা আছে। রুম পেয়ে যাবেন। নিশ্চিন্তে যান। ধন্যবাদ।🙂

  • @paragdutta7808
    @paragdutta7808 21 день назад

    হরিদ্বার নিয়ে আর গাড়োয়াল নিয়ে যা বানাবেন তাই বারবার দেখবো। আপনার কল্পেশ্বর ভিডিও খুব ভালো লেগেছিলো। রামদানার ছবি দারুন ছিল। কুড়িদিন বাদে ওখানে যাচ্ছি। আপনাদের দেখনোর জন্যই ভালো লেগেছে।
    দাদা - বৌদির হোটেলে আমি প্রথম খাই ১৯৮৬ সালে। তখন একটাই ছিল। ভোলাগিরি গঙ্গার ধারে নতুন ধর্মশালার দিকে পাশেই। ওনাদের বোর্ডে কাঠের কাজকরে উঁচু করে লেখা নামটা ইংরেজিতে । বলাই মুখার্জির নাম লেখা আছে। মাত্র সাত টাকা নিয়েছিল ভাত। 😄

    • @chinu3981
      @chinu3981  21 день назад

      @@paragdutta7808 হরিদ্বারের স্মৃতি চিরকাল অমলিন হয়ে থাকে। কল্পেশ্বরকে বাংলায় এই ইউটিউবে আমিই প্রথম তুলে ধরেছিলাম। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। 🙏

    • @paragdutta7808
      @paragdutta7808 21 день назад

      @chinu3981 👍

  • @pradipmahanta2300
    @pradipmahanta2300 14 дней назад

    Dada apnr vidota khubvalo loke apne kali kamli gaseous arcontak nambar papaya valo hay

    • @chinu3981
      @chinu3981  14 дней назад

      @@pradipmahanta2300 Contact no video -তেই দেওয়া আছে। পজ করে লিখে নিন।

  • @debashismukherjee9240
    @debashismukherjee9240 22 дня назад

    শ্রদ্ধেয় চিন্ময় দার হরিদ্বার নিয়ে আবার একটা অসাধারণ ধামাকা ভিডিও দেখে অবশ্যই ভীষণ ভীষণ ভীষণ ভালোলাগা আছে..!!! মনে হচ্ছে যে,- ঘরে বসেই যেন হরিদ্বার ভ্রমণ'টা হয়ে গেল..??? ভিডিও'তে ক্ষণিকের একটু হাস্যরস'ও যেন বাড়তি পাওনা হিসেবে একবুক অক্সিজেনের জোগান দিয়ে দিলো..!!! সেটা হচ্ছে :- "দাদা বৌদির হোটেল"..!!! এখন যেন এই নামকরণ'টা একটা ব্রান্ড হয়ে গেছে..!!! ভবিষ্যতে হয়তো বা বোধকরি এই নামকরণ'টা গোটা ভারতবর্ষের একটা ঐতিহ্য হয়ে দাঁড়াবে..!!! যাইহোক,- শ্রদ্ধেয় চিনু দাকে জানাই শুভ দীপাবলির অসংখ্য শুভেচ্ছা, শুভকামনা এবং আন্তরিক অভিনন্দন..!!! খুউউউউউব ভালো থাকুন দাদা আপনি..!!! 🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🥰

    • @chinu3981
      @chinu3981  21 день назад +1

      @@debashismukherjee9240 আপনিও শুভ দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। হরিদ্বারের মুল মুডটা তুলে ধরতে চেয়েছি। সঙ্গে পুরাণ ও ইতিহাস। ভালো লাগার জন্য ধন্যবাদ। 🥰

  • @baundule8219
    @baundule8219 2 дня назад

    ❤❤

    • @chinu3981
      @chinu3981  2 дня назад

      @@baundule8219 ❤️❤️❤️

  • @smarajitde9007
    @smarajitde9007 21 день назад

    not only a vlog on marketing & snacks, I request you to make another two vlogs, one on the dharmsalas and another on budget hotels.
    It will be nice if you can make and share one dedicated vlog on "all spots of tourist attraction"

    • @chinu3981
      @chinu3981  21 день назад +1

      @@smarajitde9007 Wait for the next episodes. Hopefully you will find everything.

  • @arijitbanerjee1199
    @arijitbanerjee1199 20 дней назад

    Haridwar er khayoa dayoa r kenakati nie korai jai ekta video.korben pls

    • @chinu3981
      @chinu3981  20 дней назад

      @@arijitbanerjee1199 ঠিক আছে। করব।

  • @subirmazumder2409
    @subirmazumder2409 15 дней назад

    যাবো যাবো করে কখনও যাওয়া হয় নি তবে আপনার দৌলতে অনেক বার ঘোরা হলো😂। আমাদের junior কে দিয়ে একটা episode করবার অনুরোধ রইলো চিনু দা 😅

    • @chinu3981
      @chinu3981  14 дней назад

      @@subirmazumder2409 জুনিয়রকে ট্রেনিং দিচ্ছি। ক্যামেরা চালানো শেখাচ্ছি। কুমায়ুন সিরিজের পর্বগুলো এলে জুনিয়রকে অল্পস্বল্প পাবেন। 🙂

  • @chandeanandesampaghoshsama4036
    @chandeanandesampaghoshsama4036 16 дней назад

    40years agge giyechilam, ekhon kono mil pachchhi na, tai dekhte valo lagche, mone hochchhe sob notun

    • @chinu3981
      @chinu3981  16 дней назад

      @@chandeanandesampaghoshsama4036 হরিদ্বারের বিশেষ কিছু বদল হয়নি। হোটেল বেড়েছে। ঘাটগুলোর সংস্কার হয়েছে। ব্রিজ হয়েছে।

  • @anjankumarbhattacharjee7038
    @anjankumarbhattacharjee7038 3 дня назад

    ভালো বক্তার খোঁজে থাকি সব সময়। বেশির ভাগই তো বন্ধুরা তো বন্ধুরা করে ছ্যাবলামি করে শুনতে ভালো লাগেনা। খুব অল্প সংখ্যক ইউ টিউবার আছেন যাদের বক্তব্য শুনতে ভালো লাগে, আপনি এই দলে পড়েন।

    • @chinu3981
      @chinu3981  3 дня назад

      @@anjankumarbhattacharjee7038 ধন্যবাদ। আমিই প্রথম ইউটিউবে এই ট্রাভেল কনটেন্ট তৈরি করা শুরু করেছিলাম। এই চ্যানেলটার বয়স ১২ বছর। আমি জায়গাটাকে তুলে ধরতে প্রয়োজনীয় সূত্রধরের কাজটুকু করি মাত্র। প্রকৃতিকে ই প্রাধান্য দিই।

  • @arijitbanerjee1199
    @arijitbanerjee1199 22 дня назад

    Deboprayag akdine ghure asa jai haridwar e

    • @chinu3981
      @chinu3981  22 дня назад

      @@arijitbanerjee1199 হ্যাঁ যায়। ৯৮ কিমি দূরত্ব। হরিদ্বার থেকে দেবপ্রয়াগ যেতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে।

    • @arijitbanerjee1199
      @arijitbanerjee1199 22 дня назад

      @chinu3981 valo jaiga.sangom chara kichu dakhar ache ki dada...?

    • @ajantaghosh1220
      @ajantaghosh1220 22 дня назад

      🙏❤🙏

    • @chinu3981
      @chinu3981  22 дня назад

      @@arijitbanerjee1199 মন্দির আছে।

    • @chinu3981
      @chinu3981  22 дня назад

      @@ajantaghosh1220 🙏🙏🙏

  • @gourbhar199
    @gourbhar199 20 дней назад

    আমি 1984 সালে অক্টোবরে mrs কে নিয়ে গেছিলাম। এখন কোনো মিল খুঁজে পেলাম না। যদিও অনেক কিছুই ভুলে যাই। ওখানে এখন ভালো থাকা ও খাওয়া র ভালো জায়গা কোথায় আছে, যদি কেউ জানান তো ভালো হয়। একবার যাবার ইচ্ছা আছে।

    • @chinu3981
      @chinu3981  20 дней назад

      @@gourbhar199 হরিদ্বারের খুব একটা পরিবর্তন হয়নি। সেই হয় কী পৌরি। সেই মার্কেট। সেই গঙ্গার ঘাট। সব একই আছে। থাকা এবং খাওয়ার জায়গার কোনো অভাব নেই। আপনি হর কী পৌরির কাছেও থাকতে পারেন প্রচুর হোটেল আছে। ধর্মশালাও আছে। আবার স্টেশনের কাছেও থাকতে পারেন। সেখানেও অনেক থাকার জায়গা আছে। তবে হর কী পৌরি ঘাটের কাছের হোটেলগুলোর ভাড়া বেশি।

  • @BiswajitGoswami-dm8ic
    @BiswajitGoswami-dm8ic 16 дней назад

    ১৯৮৭তে একবার Haridwar গিয়েছিলাম আর এ জীবনে দিতীয়বার আর যাওয়া হবে।না

    • @chinu3981
      @chinu3981  16 дней назад

      @@BiswajitGoswami-dm8ic ইচ্ছে থাকলেই যেতে পারবেন।

  • @sudiptaghosh9210
    @sudiptaghosh9210 22 дня назад

    sound problem ache

    • @chinu3981
      @chinu3981  22 дня назад

      @@sudiptaghosh9210 Outdoor - এ কাজ করলে হয়ে যায় কখনও সখনও।

  • @sharmilamoitra2406
    @sharmilamoitra2406 13 дней назад

    Ganga maa ke mahush ki bhabe dushito koreche,😢

    • @chinu3981
      @chinu3981  13 дней назад

      @@sharmilamoitra2406 ঠিকই বলেছেন। মানুষ শুধু আবর্জনা ফেলে আসে। 😥

  • @BiswarupMitra-nq5iy
    @BiswarupMitra-nq5iy 4 дня назад

    your audio is very very poor

    • @chinu3981
      @chinu3981  4 дня назад

      @@BiswarupMitra-nq5iy Plz consult with audiologist.

  • @aninditakarmakar9073
    @aninditakarmakar9073 17 дней назад

    Kenakata nie vdo hoke

    • @chinu3981
      @chinu3981  17 дней назад

      @@aninditakarmakar9073 Follow করুন। পরপর পর্বগুলোতে সব তুলে ধরব।