আপু যথেষ্ট ভালো হয়েছে। আমি প্রায় দীর্ঘদিন ধরে অডিওবুক শুনি। আপনি একটু পরিশ্রম করলে এই চ্যানেলটাও অনেকদূর যাবে বলে আশা করি। শুভকামনা রইলো। কোনো হেল্প লাগলে বলবেন অবশ্যই।
এতো সমালোচনার মতো কোনো কাজ হয়নি। বরং এই ধরণের কাজের প্রশংসাই হওয়া উচিত। এই বইটির পাঠ কোনো আমোদপ্রমোদ মূলক তো কিছু নয়। এটার পাঠ এমনই হওয়া উচিত। এর শ্রোতামন্ডলী আলাদা।
@@golperasor2022 আপনি এগিয়ে যান আপু।অনেক থার্ডক্লাস উপন্যাসখোর এসে উল্টাপাল্টা মন্তব্য করবে,এদের কথায় কান দিয়েন না।এদের জন্য উইল ডুরান্টের বই আসেনি,এদের জন্য হুমায়ুন সমরেশের বইই পারফেক্ট।
সফট কপি আমি পাইনি, আমার কাছে হার্ড কপিটাই আছে। বাংলাদেশে ঢাকার আজিজ মার্কেটে একটা বইয়ের দোকান আছে, তক্ষশীলা। ওরা ভারতীয় বই আনে। ওদের বলে দেখতে পারেন, ওরা বললে খুঁজে পেলে এনে দিতে পারে।
@@golperasor2022 অনেক অনেক ধন্যবাদ। খুব খারাপ লাগে এইরকম চ্যানেল গুলো যখন হাইলাইট হয় না । আমি কতো খুজা খুজির পর অবশেষে এই চ্যানেল টা পেয়েছি । আশা করি চালিয়ে যাবেন নতুন কিছু প্রতিনিয়ত আমাদের উপহার দিবেন♥️
মিউজিক না থাকাই ভালো। ফিলোসফি বিষয়ে অন্য কিছু লাগেনা, বাইরের চাকচিক্য দরকার নেই। মিউজিক অনেক ক্ষেত্রে বিষয়ের গভীরে নাও নিতে পারে, বিচ্যুতি ঘটাতে পারে বিষয় থেকে। বিষয়টি দর্শন বলেই বললাম। তবে সুচিন্তিত ভাবে কিছু করতে পারেন,
সত্যিই মন ভরে গেল। অসাধারণ সব বই নিয়ে আসুন। আপনাদের প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অনেক ধন্যবাদ
এমন একটি চ্যানেলের অপেক্ষায় ছিলাম। প্রত্যাশা বিচ্যুতি হবে না।
ধন্যবাদ, আপনার প্রত্যাশা পূরণ হোক।
অসম্ভব গুরুত্বপূর্ণ একটি কাজ ।
🙂
Eagerly waiting for the next episodes ❤
নতুন পর্ব দেওয়া হয়েছে। শোনার আমন্ত্রণ।
আপু যথেষ্ট ভালো হয়েছে।
আমি প্রায় দীর্ঘদিন ধরে অডিওবুক শুনি। আপনি একটু পরিশ্রম করলে এই চ্যানেলটাও অনেকদূর যাবে বলে আশা করি।
শুভকামনা রইলো।
কোনো হেল্প লাগলে বলবেন অবশ্যই।
ধন্যবাদ। 🙂
Keep up the good work
🙂
চ্যানেলে প্রথম দিন। আশা করি অনেক বই একসাথে শুনবো
ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য
❤❤❤congratulations
Interesting facts
পরের পর্বগুলো শুনবেন আশা করি। ধন্যবাদ
Good morning thanks everybody from MOHAMED KAWSAR ALAM NEWYORK USA
🙂
ধন্যবাদ আপু
@@tajrin5591 Welcome
A tough interesting subject.
আশা করি শুনবেন পর্বগুলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।
❤❤❤
Interesting
ধন্যবাদ মন্তব্যের জন্য
KUB valo apu
ধন্যবাদ
❤
আমার মত সাধারণ জনগনের জন্য ভাষাটা আর একটু সহজ করা সম্ভব হলে বুঝতে সুবিধা হত। যদিও দর্শন এর ভাষা কঠিনই বটে।
কি করব ভাই, দর্শন বিষয়টা কঠিন। অনুবাদক নিশ্চয়ই চেষ্টা করেছেন সহজ করার। শুনতে থাকুন, অন্তত অনেকখানি তো বুঝতেই পারবেন এগোতে থাকলে।
পাশ্চাত্যের ফিলসফি ও প্রাচ্যের দর্শন এক নয়। ফিলসফি পড়ে জানা যায় কারোর দিক নির্দেশনা আর দর্শন করতে হয় পড়তে নয়।
13:40
আরও হৃদয়স্পর্শী অনুবাদ হতে পারতো। পাঠ প্রস্তুতি অপ্রতুল আর পাঠ ছিল অসুন্দর।
ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো করার চেষ্টা থাকবে।
এতো সমালোচনার মতো কোনো কাজ হয়নি। বরং এই ধরণের কাজের প্রশংসাই হওয়া উচিত। এই বইটির পাঠ কোনো আমোদপ্রমোদ মূলক তো কিছু নয়। এটার পাঠ এমনই হওয়া উচিত। এর শ্রোতামন্ডলী আলাদা।
@@golperasor2022
আপনি এগিয়ে যান আপু।অনেক থার্ডক্লাস উপন্যাসখোর এসে উল্টাপাল্টা মন্তব্য করবে,এদের কথায় কান দিয়েন না।এদের জন্য উইল ডুরান্টের বই আসেনি,এদের জন্য হুমায়ুন সমরেশের বইই পারফেক্ট।
Eto add kn vai, 8-10 second holeo hoto,kintu eto boro Boro kno add
সরি যে এটা সইতে হচ্ছে আপনাদের। ইউটিউব কতৃপক্ষ কখন কী করে, আমার আয়ত্তের বাইরে এটা :(
আপু বই এর সফট কপি বা হার্ড কপি কই থেকে পাওয়া যাবে যোদি জানতেন ( অবশ্যই অনুবাদ টা )
সফট কপি আমি পাইনি, আমার কাছে হার্ড কপিটাই আছে। বাংলাদেশে ঢাকার আজিজ মার্কেটে একটা বইয়ের দোকান আছে, তক্ষশীলা। ওরা ভারতীয় বই আনে। ওদের বলে দেখতে পারেন, ওরা বললে খুঁজে পেলে এনে দিতে পারে।
@@golperasor2022 অনেক অনেক ধন্যবাদ।
খুব খারাপ লাগে এইরকম চ্যানেল গুলো যখন হাইলাইট হয় না ।
আমি কতো খুজা খুজির পর অবশেষে এই চ্যানেল টা পেয়েছি । আশা করি চালিয়ে যাবেন নতুন কিছু প্রতিনিয়ত আমাদের উপহার দিবেন♥️
দাশনিক পিতা ছিল সক্রেটিস
উনার নাম সক্রেটিস নাকি সোক্রাতিস?
একেক লেখক একেক উচ্চারণ লিখেছেন। আমি যে বই পড়েছি, সেই লেখকের বানানটাই উচ্চারণ করেছি।
আপু মিউজিক ব্যবহার করুন দয়া করে।🙏🙏
অনেককিছুই পারি না এখনো, সামনে চেষ্টা করব
মিউজিক না থাকাই ভালো। ফিলোসফি বিষয়ে অন্য কিছু লাগেনা, বাইরের চাকচিক্য দরকার নেই। মিউজিক অনেক ক্ষেত্রে বিষয়ের গভীরে নাও নিতে পারে, বিচ্যুতি ঘটাতে পারে বিষয় থেকে। বিষয়টি দর্শন বলেই বললাম। তবে সুচিন্তিত ভাবে কিছু করতে পারেন,
@@RitanBiswas-p8p Right... Don't need to use music...
গ্রেট