masuda ahmed@সালাম, মাসুদ ভাই (মাসুদা বইন), তোমার 'ইসলামিক আক্ষেপ'টি ঠিক নই, তোমার কোন কমেন্ট আমরা ডিলিট করিনি, ওটা আমাদের পলিসি নয়, বিশেষ করে বাংলাদেশী 'কোন মুমীন'এর কমেন্ট ডিলিট করার তো প্রশ্নই ওঠে না। তোমার কমেন্ট হয়তোবা আমাদের 'কমিউনিটি সেটিংস'র গুদামে আটকে আছে, আমি খুঁজে দেখছি এখন। আমাদের ইউটিউব ফিল্টার যখনই বুঝতে পেরেছে যে তুমি "প্রথমত" ১জন বাংলাদেশী মুমীন এবং "দ্বিতীয়ত" তুমি বোরখার ভেতরে লুকানো একজন পলাতক আসামী তখনি তোমার কমেন্ট আটক পড়ে গেছে আমাদের সেটিংস এর গেঁড়াকলে। (তুমি মেয়ে নামের আড়ালে ১জন কাপুরুষ কাফের মোসলেম, বউ বা মেয়ের নামে একাউন্ট করে কমেন্ট করা ১জন জালিম মোসলেম তুমি) আমি অথবা আমাদের অন্য কোনো কো অ্যাডমিন ফিল্টার খুঁজে দেখবে তোমার 'সুন্নতী কমেন্ট' কোথায় পড়ে আছে, তারপর সেটা বিশ্ববাসীর জন্যে সামনে এনে দেয়া হবে। তবে শেষ কথাঃ তোমাদের মত মুমিন মোসলেমদের কমেন্টের উত্তর দেয়া হচ্ছে স্রেফ সময় নষ্ট করা, তাই ও-গুলোর উত্তর না দিয়ে আমরা সেগুলো পড়ে ও দেখে মুচকী "মিস্কি" হাসি। হায়রে 'বাংলাস্থান', হায়রে মুমীন - আহা আহা আহা - আফসোস 'তোরা মোসলেম হলি - কিন্তু মানুষ হলি না" - আঃহা আঃহা (দে ভাই এবার আমার এই কমেন্টের পরে তুমি ইসলামীক উপায়ে কিছু গালি দাও, প্লীজ দাও ভাই কিছু সুন্নতী গালি দাও) - দুর হ হে বাংলার কাঙ্গালী মুমীন - দূর হ - দূর হ
@@masudaahmed7990 আসলে মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু।এজন্যই মুসলিম মেয়েরা এগুতে পারেনা।শফি হুজুর মেয়েদের দেখলে জিবে লালা ঝরে, 4/5- এর উপরে পড়তে মানা করে। সে কিন্ত সবার পূজেয়। এদিকে তসলিমারা দেশে নিশিদ্ধ।
@@masudaahmed7990 তেতুল হুজুররাতো ইসলামেরই কথা বলে।নাহয় সেটারতো প্রতিবাদ নাই, তারাতো দেশ ছাড়া হচ্ছে না।ইউ এ ই যেতে হবে কেন, আমাদের দেশে কি কম আছে সারাহ আমীন অথবা শেখ হসিনা? কিন্ত সারাহ আমীনের মত আরো বহু নারী রয়েছেন,যাদের শুধুমাত্র নারী হবার কারনেই অনেক প্রতিবন্ধকতার সম্মুক্ষিন হতে হচ্ছে তা কি শিক্ষতরা খবর রাখেন ?
স্যার ফারজানাকে নিয়ে ফেসবুকের মুসলমান পুরুষ ও নারী অশ্লীল কথাবার্তা বলেছে! আমি প্রথম ঐসব মুসলমান ফেসবুকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। অনেকে আমাকে সমর্থন করেছেন। বেশীরভাগ মুসলমান আমাকে আনফ্রেন্ড করেছেন। তাদের মধ্যে আমার মত প্রথম শ্রেণির কর্মকর্তাও রয়েছে। আপনার কাছে আজকের মনের কথা আমার প্রত্যাশিত ছিল। আরো কঠোর ভাষা চাইছিলাম আমি। খুব ভাল লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ।
ভোরের কিছুটা পূর্বে রাত প্রায় দুটোর দিকে জেগে আপনার অনুষ্ঠান দেখিলাম আমি Silchar Assam India থেকে। হৃদয় গর্বে ভরে গেল গো আমার প্রিয় বোন ! প্রিয় বনি আমিন বাবু আপনি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও রাত্রিকালীন শুভেচ্ছা শুভকামনা জানিবেন 🌷
মাসুম গভার্মেন্ট (সরকার)@ধন্যবাদ, আরবি বুঝেন - কিন্তু বাঙলা বোঝেন না আপনি। উনি বার বার বলছে 'মুসলিম বিদ্বেষী' উনি, তবে 'ইসলামী' বিদ্ধেষী নই। তিনি তার কথার প্রতি লবজে বলছেন 'আমি মুসলিম বিদ্বেষী, তবে ইসলাম বিদ্বেষী নোই। আফনাকে আগে বুইঝতে হবে 'মুসলমান' ও 'ইসলাম' এর ফার্থক্যঃ কি। বনি আমিন স্যার এর তাবৎ ভিডিও চ্যানেলে ১টি ভিডিও 'ভের' করে বা 'কুঁজে' দেখুন কোথাও তিনি ইসলামকে 'অফমান' করেছে কিনা। যদি পারেন ১টা ভিডিও 'ভের' করতে তবে আমাদের 'ছ্যানেল' আপনাকে ১০০০ ডলার 'ফুরুস্কার ধেবে'। নির্বোধ, অশিক্ষিত ও জালিম মুসলিম আপনি। ধুরে 'তাকুন' - আমাদের 'ছ্যানেল ধ্যেকবেন' না।
ভিডিওটা অপুর্ব! টেক্সটাও যথাযথ হয়েছে। বাংগালী মুসলমানের অন্যায় আচরনের উপর বনি আমিনের নির্মিত ইউটিউব গল্প অন্যায়কারীরা নিজেরাও কিন্তু দেখে।ওরা রিয়েক্ট করে।গ্রহন করে না। এরা ধরে নেয় আপনি ওদেরকে অপমানিত করে ফেলেছেন।হাহা এরা বদলায় না। নিজেরে বদলানোর উপকরণ যে ভাই তারা নিজেদের মগজে ঢোকায় না,ঢোকাতে চায়ও না। নিজেরে বদলানো সবচেয়ে কঠিন কাজ।হ্যাঁ,আপনার চ্যানেলের মাধ্যমে শিক্ষা-শক্তি-সাহসের ও সৃষ্টিশীলতার প্রতীক ফারজানাকে অভিনন্দন জানাই। এবং শিল্পী বনিকে একটা সেলুট দিলাম। আর হ্যাঁ ধানসিঁড়িটির দৃশ্যগুলো উফ! কী যে ভালো লেগেছে।এক কথায় "বেস্ট"💚💚💚💚
অসাধারণ নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর মনোরম দৃশ্য।দু-নয়নে মলিন স্পর্শ আবেগে হৃদয় মন নাচে যে ফারজানা বোনের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। ফারজানা বোন যেন, সমগ্ৰ সমাজের নারী জাতির প্রতীক হয়ে ই উন্নত শিরে বেঁচে থাকে। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এবং চির প্রণাম শুভেচ্ছা জানাই স্যার। ম্যামকে দেখে ভীষন খুশী হলাম। সবাই খুব ভালো থাকবেন। 💛 🙏🌷💕🌷🙏💙
বনি আমিন সাহেব খুব সুন্দর একটা ভিডিও সবার মাঝে তুলে ধরেছেন আপনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর মৌলবাদীরা সবসময় ধর্মের দোহাই দিয়ে ধর্মের বিজনেস করবে এটাই স্বাভাবিক
স্যার ফারজানাকে নিয়ে আপনার কাছ থেকে আরো বেশী আলোচনা চেয়ে ছিলাম।ফেসবুকে লাখো লাখো কুলান্ঙারদের ঘালির জবাব দিয়েছি। তাতে আমাকে অনেক ঘালী সহ্য করতে হয়েছে।কেউ বলছে আমি মুসলমান না,কেউ বলছে আমি নাস্তিক, কেউ বলছে আমি হিন্দু। ফারজানা best of luck. আমি বাংলাদেশে যাবো তখন ফারজানার জন্য উপহার নিয়ে যাবো ইনশাআল্লাহ। ফারজানা আমার ছোট বোনের মতো।
অসাধারণ বক্তব্য অসাধারণ যুক্তি.. আপনার কথা একদমই সত্যি আপনার পূর্বের কথা আমার ও বলতে হয়..মৌলবাদি কিছু লোক এটা নিয়ে অযৌক্তিক বক্তব্য দিয়েছে গণমাধ্যম ও কম দেয়নি.. তার শশুরকে ধন্যবাদ দেওয়া উচিৎ.. তার শশুর এর বাইক চালানোয় পুর্ন সমর্থন ছিল তিনি কারও কথার কর্নপাত করেনি... .স্যার।।।।
আসসালামুআলাইকুম ভাইসাব আপনি ভালো আছেন নিথরে শুনলাম আপনার বক্তব্য গুলো আমার মনের সঙ্গে আপনার কথাগুলো খুব মিলে গেছে তাই আপনাকে খুব পছন্দ করলাম আমার মনের কথাগুলো আপনি আজ বললেন আমি শুনলাম বনি ভাই আপনার প্রতি আমার সালাম রইল আপনি 63 বছর নয় আল্লাহ আপনাকে শত বছর বাঁচিয়ে রাখুক আমার বাড়ি কুষ্টিয়া মিরপুর থানায় আমি আপনার সঙ্গে যোগাযোগ করব কিভাবে আমি জানিনা তবে আমি এখন আসি সৌদিতে হয়তো আল্লাহ দেশে নিলে আমি চেষ্টা করব আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য আমিও বাংলাদেশে থাকতে চাই না যে দেশ মানুষের মতামতের দাম দেয় না যেই দেশে মানুষের কোন মূল্য দেয়না সেই দেশে থাকার থেকে না থাকাই ভালো আমিও সুযোগ পেলে ইউরোপের কোন দেশে সেটেল হয়ে যেতাম তবে আপনার সঙ্গে কথা বলে কিছু পরামর্শ নেওয়া আমার খুবই জরুরী দরকার আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভাই
একটি অযাচিত পরামর্শ দিচ্ছি। তার জন্য প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি। পারলে আপনি কলম ধরুন video র পাশাপাশি। বই লিখুন; যতোগুলি পারেন। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের বাঙ্গালীদের জন্য সে বইগুলি হবে এক পথের দিশারী। ভালো থাকবেন।
অজানাকে জানা আপনার দ্বারাই সম্ভব। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না ।আরো অনেক কিছু দেখার বাকি,, আশা করি আরো নতুন নতুন জাগানোর তথ্য পৃথিবীর নানান বিচিত্র কথা তুলে ধরবেন ধন্যবাদ।👍👍👍
হিংসুকদের ধর্ম ওটাই। যেটা তারা পারেনা, সে কাজে অন্যকে বাধা দান করা। এই সকল ধর্মান্ধদের (সংশ্লিষ্ট কল্যাণকর বাস্তবমুখী কাজে এদের কোনো অংশগ্রহণ নাই) কাজ না থাকায়, অকর্মামন মানসিকতা যেমন হয়। মূল ধর্ম হচ্ছে পরচর্চা করা। বিভিন্ন রকম দান খয়রাত করে এদেরকে আমরাই লালন পালন করছি। এরা ভিক্ষুকদের আরেকটি রূপ। ভিক্ষাদান থেকে দূরে থাকুন। চিন্তা করে দেখুন। সবাই ভালো থাকুন।
@@sanjitdas1435 Toder west bengaler 10 jon popular lady biker nam bol dekhi, bockacoder moto khotha bolle hobe naki, farzanar kahini age jan tarpor bol.
আজকের "ফারজানা" এপিসোড দেখলাম । কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি বিরোধী, সমাজসচেতনতার বার্তাবাহী, as usual । সাথে উপরি পাওনা বালিদ্বীপের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য । ভাবছি, সুইডেনের মালমো শহরে ঘটে যাওয়া সাম্প্রতিক দাঙ্গা নিয়ে আপনার কষাঘাত কবে দেখতে পাব। এই ধরনের দাঙ্গা-হাঙ্গামা সাধারণত ভারতীয় উপমহাদেশেই দেখা যায় । স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যা একেবারেই বিরল । তাই ঐ শহরের পুলিশ-প্রধানকে আক্ষেপের সুরে বলতে শোনা গেছে: আমরা বুঝতে পারছি না , কি করে এদের ( দাঙ্গাবাজদের) ট্যাকল করব।
আজকের শোটি দারুন ছিল! বরাবরের মতো বলিষ্ঠ সাহসী ও দৃঢ় উচ্চারন। পোশাকেও চমৎকার! আর্কাইভ থেকে টেনে আনা ইতিহাস প্রথা ভাঙ্গার সব সাহসী কথকতা কুসংস্কার ধর্মান্ধতার বিরুদ্ধে বিশাল এক ইউটিউব ক্যানভাস।
বনি আমিন আপনি একজন অভিঙ্গ এবং খোলা মনের মানুষ। অথচ আজ আপনাকে মুরুক্ষ মনে হচ্ছে কারণ কেউই ফারজানার দুপায়ের মাঝখানের কিছু লক্ষ করেননি। লক্ষ কেরছে তার বেহায়া পনা। আপনি বিবাহিত কিনা জানিনা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বউকে গায়ে হলুদ দিয়ে যাননি। মুল কথা সবকিছুর শালিনতা থাকার প্রোয়জন।
আমি আপনার ভিড়িও গুলো দেখি তবে কমেন্ট করিনা। আপনার সব ভিড়িও আমার পছন্দের । বাংলাদেশ এ একটি বই নিষিদ্ধ করেছে তার নাম বিষফোড়া । এটি সম্পর্কে একটা ভিড়িও চাই। আপনার জন্মস্থান হাতিয়ার বাসিন্দা। অসংখ্য ধন্যবাদ আপনাকে
আপনি কি করে নিজেকে মুসলিম দাবি করেন আপনি সব সময় আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলেন আবারও আপনাকে বলি সময় থাকতে ভালো হয়ে জান তা হলে কাল হাসরের দিন এই ধরনের বক্তব্যর জন্য কঠিন সময় অপেক্ষা করতে।
বিদ্রোহের আরেক নাম ফারজানা। স্বাধীনতার আরেক নাম ফারজানা। অন্ধকার থেকে বেড়িয়ে আসার আরেক নাম ফারজানা। আলোর দিশারী মেয়ে ফারজানা। নতুন যুগের পথপ্রদর্শীকা ফারজানা। আগামী দিনের নতুন নেত্রীর নাম ফারজানা।
THANKS TO BONI AMIN FOR GIVING YOUR OPINION AGAINST SO CALLED HUJURS OF BANGLADESH. THEIR THAUGHTS ARE NOT NEUTRAL BUT FULL OF ENEMITY TOWARDS OTHER RELIGIONS OF BANGLADESH. IT IS MATTER OF DEEP SORROW. GOVT. IS HELPLESS TO PROTECT PEOPLE BELONGING OTHER RELIGIONS.
ভীষণ ভীষণ ভালো লাগে আপনার অনুষ্ঠান। আজকের এই ভিডিও তে ক্যামেরা যখন ঘুরছিল একটু ধীরে ধীরে দেখালে ভালো হয়। মানুষের চোখ ও মন সার্থক হবে। এত তাড়াতাড়ি হলো যেন চুরি করে ছবি তোলা হচ্ছে এমন ভাব ধরা পড়লো। আপনাদের দেশে কোনটি ঠিক জানিনা। ভারতের কোলকাতা বাসী হিসাবে আমার মনে হলো। এডিট করার সময় তো এটা করা যায়। আশাকরি আগামী দিনে আমার কথাটি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।
আমাদের দেশের কিছু মানুষের সব কিছুতেই চুলকানি একটু বেশি,নিজে কোন কিছু করার শক্তি নাই, অথচ অন্য এর দোষ খুঁজে বেড়াই।হেতি হেতের বিয়ের সময় একটু বাইক চালাইছে, তাতে কি এমন দোষ করে ফেলেছে জানি না।😄😄😄
বনি ভাই,আপনার ভিডিও টা দেখলাম।দেখতে দেখতে মনে পড়ল,কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত নারী কবিতার কথা-কবিতার দু’একটি চরন বলে আমার মতামত লিখব। "বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী,অর্ধেক তার নর।" অন্যএক জায়গায় কবি বলেছেন - "মাথার ঘোমটা ছিঁড়ে ফেল নারী, ভেঙে ফেল ও শিকল!যে ঘোমটা তোমা'করিয়াছে ভীরু,ওড়াও সে আবরণ,দূর করে দাও দাসীর চিহ্ন ঐ যত আভরণ।"-বিংশ শতাব্দীর এ যুগে এসে নারী চাকরি করবে, বিমান চলাবে,গাড়ী চালাবে,এমন কি যুদ্ধে যাবে, সৈনিক হবে।সাইকেল, হোন্ডা চালান এ টাতো একেবারেই স্বাভাবিক। বাংলাদেশে এটা চালু হয়েছে বেশ আগে থেকেই। আমি নারীদেরকে সম্মানের সাথে এ কাজ,মানসিকতা কে appreciate করি।ফারজানাও তাই করেএবংকরছে-সমস্যাটা হচ্ছে ভিন্ন।প্রথাগতভাবে আবহমান কাল থেকে বাংগালী জাতির ঐতিহ্য, সংস্কৃতি। প্রগতিশীল সমাজে, ধর্মীয় রীতি, অনুষ্ঠানে আধুনিকতার ছোঁয়া লাগবে,আমি বলবো লেগেছে। সামাজিক রীতিনীতি একটা বৃত্তের ভেতরে ঘুর-পাক খাবে, তাহলেতো সমাজ স্থবির হয়ে পরবে। ফারজানার গায়ে হলুদের অনুষ্ঠানে মোটর সাইকেলের মহড়া এটা সুন্দর হয় নাই।গায়ে হলুদের অনুষ্ঠানে এটা মানায় না।সেঅন্য কিছু করতে পারত।আমরা দেখি ভোটের নমিনেশন জমা দেয়ার সময় বকাটে দুর্বৃত্তরা হোন্ডায় চড়ে উচ্চ শব্দে মহড়া দিতে দিতে নমিনেশন জমা দেয়।মানুষের মধ্যে আতংক সৃষ্টি করে।ফারজানার এ কাজটিও মানুষ একই দৃষ্টিতে দেখেছে।ট্র্যাফিক আইন লংঘন, সামাজিক দুরত্বের তোয়াক্কা না করা এগুলো বাদই দিলাম।নারী এগিয়ে যাক।এগিয়ে যাক বাংলাদেশ। সুন্দর হউক আগামীর দিনগুলো।
I WILL AGREE 100% , LIVING IN CALIFORNIA AND EXTREMELY BUSY LIFE AS A MD , I AM LEARNING THE TRUTH ABOUT MY COUNTRY BANGLADESH ( I WAS BORN IN JESSORE) ; TODAY WHEN I HEAR THE SAD SITUATION OF BANGLADESH , IT TOUCHES MY SOUL ****. we are grateful that you are constantly trying to arouse CONSCIOUSNESS of a society that is going downhill !They have no idea that world is going ahead with technology and science where equal participation of women are absolutely necessary ! my neice is a fighter jet pilot in US AIR FORCE , we are so proud of our next generations doing extremely well !
masuda ahmed@সালাম, মাসুদ ভাই (মাসুদা বইন), তোমার 'ইসলামিক আক্ষেপ'টি ঠিক নই, তোমার কোন কমেন্ট আমরা ডিলিট করিনি, ওটা আমাদের পলিসি নয়, বিশেষ করে বাংলাদেশী 'কোন মুমীন'এর কমেন্ট ডিলিট করার তো প্রশ্নই ওঠে না। তোমার কমেন্ট হয়তোবা আমাদের 'কমিউনিটি সেটিংস'র গুদামে আটকে আছে, আমি খুঁজে দেখছি এখন। আমাদের ইউটিউব ফিল্টার যখনই বুঝতে পেরেছে যে তুমি "প্রথমত" ১জন বাংলাদেশী মুমীন এবং "দ্বিতীয়ত" তুমি বোরখার ভেতরে লুকানো একজন পলাতক আসামী তখনি তোমার কমেন্ট আটক পড়ে গেছে আমাদের সেটিংস এর গেঁড়াকলে। (তুমি মেয়ে নামের আড়ালে ১জন কাপুরুষ কাফের মোসলেম, বউ বা মেয়ের নামে একাউন্ট করে কমেন্ট করা ১জন জালিম মোসলেম তুমি) আমি অথবা আমাদের অন্য কোনো কো অ্যাডমিন ফিল্টার খুঁজে দেখবে তোমার 'সুন্নতী কমেন্ট' কোথায় পড়ে আছে, তারপর সেটা বিশ্ববাসীর জন্যে সামনে এনে দেয়া হবে। তবে শেষ কথাঃ তোমাদের মত মুমিন মোসলেমদের কমেন্টের উত্তর দেয়া হচ্ছে স্রেফ সময় নষ্ট করা, তাই ও-গুলোর উত্তর না দিয়ে আমরা সেগুলো পড়ে ও দেখে মুচকী "মিস্কি" হাসি। হায়রে 'বাংলাস্থান', হায়রে মুমীন - আহা আহা আহা - আফসোস 'তোরা মোসলেম হলি - কিন্তু মানুষ হলি না" - আঃহা আঃহা (দে ভাই এবার আমার এই কমেন্টের পরে তুমি ইসলামীক উপায়ে কিছু গালি দাও, প্লীজ দাও ভাই কিছু সুন্নতী গালি দাও) - দুর হ হে বাংলার কাঙ্গালী মুমীন - দূর হ - দূর হ
@@masudaahmed7990 মেয়েরা যখন বাইক চালায় মুমিনরা তখন দুই পায়ের ফাঁকের যন্ত্রে নজর দেয় 😁😁😁
@@masudaahmed7990 মেয়েদের বুক থেকে দুই পায়ের ফাঁকে .... এইটুকু মোল্লাদের পৃথিবী।
@@masudaahmed7990 আসলে মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু।এজন্যই মুসলিম মেয়েরা এগুতে পারেনা।শফি হুজুর মেয়েদের দেখলে জিবে লালা ঝরে, 4/5- এর উপরে পড়তে মানা করে। সে কিন্ত সবার পূজেয়। এদিকে তসলিমারা দেশে নিশিদ্ধ।
@@masudaahmed7990 এধরনের যুক্তি জালেরাই দেয়।
@@masudaahmed7990 তেতুল হুজুররাতো ইসলামেরই কথা বলে।নাহয় সেটারতো প্রতিবাদ নাই, তারাতো দেশ ছাড়া হচ্ছে না।ইউ এ ই যেতে হবে কেন, আমাদের দেশে কি কম আছে সারাহ আমীন অথবা শেখ হসিনা? কিন্ত সারাহ আমীনের মত আরো বহু নারী রয়েছেন,যাদের শুধুমাত্র নারী হবার কারনেই অনেক প্রতিবন্ধকতার সম্মুক্ষিন হতে হচ্ছে তা কি শিক্ষতরা খবর রাখেন ?
বাইকী ফারজানার নাচের দৃশ্য দারুণ উপভোগ্য, চমৎকার হয়েছে।
অর্ধেক নারী অর্ধেক নর, সমানতালে আমাদের কাজে এগিয়ে যেতে হবে কুসংস্কার ভেদ করে ,তাহলে একটি দেশের উন্নয়ন সাধন করা সম্ভব
স্যার ফারজানাকে নিয়ে ফেসবুকের মুসলমান পুরুষ ও নারী অশ্লীল কথাবার্তা বলেছে! আমি প্রথম ঐসব মুসলমান ফেসবুকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। অনেকে আমাকে সমর্থন করেছেন। বেশীরভাগ মুসলমান আমাকে আনফ্রেন্ড করেছেন। তাদের মধ্যে আমার মত প্রথম শ্রেণির কর্মকর্তাও রয়েছে।
আপনার কাছে আজকের মনের কথা আমার প্রত্যাশিত ছিল। আরো কঠোর ভাষা চাইছিলাম আমি। খুব ভাল লেগেছে।
আপনাকে অনেক ধন্যবাদ।
জনাব দুবাই থেকে এখন দেখলাম আপনার ভিডিওটা সত্যি বলার ভাষা নেই মনের কথাগুলো আপনার ভিডিওতে উঠে এসেছে, অনেক সুন্দর উপস্থাপন করেন আপনি।
ফারজানা বদলে দিয়েছে মৌলোবাদ সমাজ কে?আপনাকে ও ধন্যবাদ জানাই ফারজানা কে ভালো ভাবে উপস্থাপন করার জন্য
বেশ ভালো উপস্থাপনা । ফারজানা বাংলাদেশের এক নুতন মহিলা পথ প্রদর্শক । ওনাকে প্রগাড়় ধন্যবাদ ।
মূর্খের দল কি বুঝস তুই এটা বেপর্দা এটা দেখিস না৷
ফারজানা ! তুমি নিজে এক প্রতিবাদ।
তোমায় জানাই অশেষ ধন্যবাদ।
ভোরের কিছুটা পূর্বে রাত প্রায় দুটোর দিকে জেগে আপনার অনুষ্ঠান দেখিলাম আমি Silchar Assam India থেকে। হৃদয় গর্বে ভরে গেল গো আমার প্রিয় বোন ! প্রিয় বনি আমিন বাবু আপনি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও রাত্রিকালীন শুভেচ্ছা শুভকামনা জানিবেন 🌷
মাসুম গভার্মেন্ট (সরকার)@ধন্যবাদ, আরবি বুঝেন - কিন্তু বাঙলা বোঝেন না আপনি। উনি বার বার বলছে 'মুসলিম বিদ্বেষী' উনি, তবে 'ইসলামী' বিদ্ধেষী নই। তিনি তার কথার প্রতি লবজে বলছেন 'আমি মুসলিম বিদ্বেষী, তবে ইসলাম বিদ্বেষী নোই। আফনাকে আগে বুইঝতে হবে 'মুসলমান' ও 'ইসলাম' এর ফার্থক্যঃ কি। বনি আমিন স্যার এর তাবৎ ভিডিও চ্যানেলে ১টি ভিডিও 'ভের' করে বা 'কুঁজে' দেখুন কোথাও তিনি ইসলামকে 'অফমান' করেছে কিনা। যদি পারেন ১টা ভিডিও 'ভের' করতে তবে আমাদের 'ছ্যানেল' আপনাকে ১০০০ ডলার 'ফুরুস্কার ধেবে'। নির্বোধ, অশিক্ষিত ও জালিম মুসলিম আপনি। ধুরে 'তাকুন' - আমাদের 'ছ্যানেল ধ্যেকবেন' না।
হাহা
ভিডিওটা অপুর্ব! টেক্সটাও যথাযথ হয়েছে। বাংগালী মুসলমানের অন্যায় আচরনের উপর বনি আমিনের নির্মিত ইউটিউব গল্প অন্যায়কারীরা নিজেরাও কিন্তু দেখে।ওরা রিয়েক্ট করে।গ্রহন করে না। এরা ধরে নেয় আপনি ওদেরকে অপমানিত করে ফেলেছেন।হাহা এরা বদলায় না। নিজেরে বদলানোর উপকরণ যে ভাই তারা নিজেদের মগজে ঢোকায় না,ঢোকাতে চায়ও না। নিজেরে বদলানো সবচেয়ে কঠিন কাজ।হ্যাঁ,আপনার চ্যানেলের মাধ্যমে শিক্ষা-শক্তি-সাহসের ও সৃষ্টিশীলতার প্রতীক ফারজানাকে অভিনন্দন জানাই। এবং শিল্পী বনিকে একটা সেলুট দিলাম। আর হ্যাঁ ধানসিঁড়িটির দৃশ্যগুলো উফ! কী যে ভালো লেগেছে।এক কথায় "বেস্ট"💚💚💚💚
স্যার,সত্যিটা হলো প্রকৃত শিক্ষা প্রবেশ করবে যেদিন সেদিন মোল্লারা দুই পায়ের ফাকে অন্য কিছু দেখবে না। কিন্তু সেটা এখনো অনেক দূরে।
অসাধারণ নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর মনোরম দৃশ্য।দু-নয়নে মলিন স্পর্শ আবেগে হৃদয় মন নাচে যে
ফারজানা বোনের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। ফারজানা বোন যেন, সমগ্ৰ সমাজের নারী জাতির প্রতীক হয়ে ই উন্নত শিরে বেঁচে থাকে।
অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এবং চির প্রণাম শুভেচ্ছা জানাই স্যার। ম্যামকে দেখে ভীষন খুশী হলাম। সবাই খুব ভালো থাকবেন।
💛 🙏🌷💕🌷🙏💙
Yes
বনি আমিন সাহেব খুব সুন্দর একটা ভিডিও সবার মাঝে তুলে ধরেছেন আপনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর মৌলবাদীরা সবসময় ধর্মের দোহাই দিয়ে ধর্মের বিজনেস করবে এটাই স্বাভাবিক
আপনি নাস্তিক , বনি আমিন ও নাস্তিক তাই সমনা এ সমান।
স্যার ফারজানাকে নিয়ে আপনার কাছ থেকে আরো বেশী আলোচনা চেয়ে ছিলাম।ফেসবুকে লাখো লাখো কুলান্ঙারদের ঘালির জবাব দিয়েছি। তাতে আমাকে অনেক ঘালী সহ্য করতে হয়েছে।কেউ বলছে আমি মুসলমান না,কেউ বলছে আমি নাস্তিক, কেউ বলছে আমি হিন্দু। ফারজানা best of luck. আমি বাংলাদেশে যাবো তখন ফারজানার জন্য উপহার নিয়ে যাবো ইনশাআল্লাহ। ফারজানা আমার ছোট বোনের মতো।
অসাধারণ বক্তব্য অসাধারণ যুক্তি.. আপনার কথা একদমই সত্যি আপনার পূর্বের কথা আমার ও বলতে হয়..মৌলবাদি কিছু লোক এটা নিয়ে অযৌক্তিক বক্তব্য দিয়েছে গণমাধ্যম ও কম দেয়নি.. তার শশুরকে ধন্যবাদ দেওয়া উচিৎ.. তার শশুর এর বাইক চালানোয় পুর্ন সমর্থন ছিল তিনি কারও কথার কর্নপাত করেনি... .স্যার।।।।
ধন্যবাদ বনি ভাইয়া । আপনি দীর্ঘ আয়ু লাভ করুন । চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন ইসলামের ভূল ভ্রান্তিগুলো।
কুত্তার বাচ্চা
এ যেনো আমার ও মনের কথা।
ফারজানার জন্য ভালোবাসা।
স্যালুট বনি ভাই।
100% Right sir🌹🌹🌹
আসসালামুআলাইকুম ভাইসাব আপনি ভালো আছেন নিথরে শুনলাম আপনার বক্তব্য গুলো আমার মনের সঙ্গে আপনার কথাগুলো খুব মিলে গেছে তাই আপনাকে খুব পছন্দ করলাম আমার মনের কথাগুলো আপনি আজ বললেন আমি শুনলাম বনি ভাই আপনার প্রতি আমার সালাম রইল আপনি 63 বছর নয় আল্লাহ আপনাকে শত বছর বাঁচিয়ে রাখুক আমার বাড়ি কুষ্টিয়া মিরপুর থানায় আমি আপনার সঙ্গে যোগাযোগ করব কিভাবে আমি জানিনা তবে আমি এখন আসি সৌদিতে হয়তো আল্লাহ দেশে নিলে আমি চেষ্টা করব আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য আমিও বাংলাদেশে থাকতে চাই না যে দেশ মানুষের মতামতের দাম দেয় না যেই দেশে মানুষের কোন মূল্য দেয়না সেই দেশে থাকার থেকে না থাকাই ভালো আমিও সুযোগ পেলে ইউরোপের কোন দেশে সেটেল হয়ে যেতাম তবে আপনার সঙ্গে কথা বলে কিছু পরামর্শ নেওয়া আমার খুবই জরুরী দরকার আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভাই
একটি অযাচিত পরামর্শ দিচ্ছি। তার জন্য প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি। পারলে আপনি কলম ধরুন video র পাশাপাশি। বই লিখুন; যতোগুলি পারেন। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের বাঙ্গালীদের জন্য সে বইগুলি হবে এক পথের দিশারী। ভালো থাকবেন।
Yes. I also agree on this point.
আপনার কথা গুলো অপ্রিয় সত্য👍 ❤️❤️ একটা কথা আছে ( নামের আগে মোহাম্মাদের নাম দিয়াছেন মিয়াভাই, তার উপদেশের একবিন্দু চরিএ ও হ্রদয়ে দেনিকো ঠায়)😭
অজানাকে জানা আপনার দ্বারাই সম্ভব। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না ।আরো অনেক কিছু দেখার বাকি,, আশা করি আরো নতুন নতুন জাগানোর তথ্য পৃথিবীর নানান বিচিত্র কথা তুলে ধরবেন ধন্যবাদ।👍👍👍
বনি আমিনের ভাষ্যে এসেছে আনন্দ-সংবাদ।
কৃতজ্ঞ মনে বনি আমিনকে জানাই ধন্যবাদ।
ফারজানার বাইক চালানোটা চমৎকার ছিল,অবাক হয়েছিলাম,মনে হয়েছিল আমি উন্নত দেশে আছি
বনি আমিন ভাই আপনার মতো
মানুষের এই সময়ে এই দেশ তথা
এই সমাজে ভীষন দরকার
আপনার দীর্ঘায়ু কামনা করি
মেয়েদের বাইক চালানো কোনো অপরাধ নয়।আমাদের দেশে গ্রামে গঞ্জে মেয়েরা বাইক চালাচ্ছে কেউ ফিরেও তাকায় না।শুভ রাত্রি স্যার ভালো থাকবেন।
হিংসুকদের ধর্ম ওটাই। যেটা তারা পারেনা, সে কাজে অন্যকে বাধা দান করা। এই সকল ধর্মান্ধদের (সংশ্লিষ্ট কল্যাণকর বাস্তবমুখী কাজে এদের কোনো অংশগ্রহণ নাই) কাজ না থাকায়, অকর্মামন মানসিকতা যেমন হয়। মূল ধর্ম হচ্ছে পরচর্চা করা। বিভিন্ন রকম দান খয়রাত করে এদেরকে আমরাই লালন পালন করছি। এরা ভিক্ষুকদের আরেকটি রূপ।
ভিক্ষাদান থেকে দূরে থাকুন। চিন্তা করে দেখুন। সবাই ভালো থাকুন।
মেয়েদের বাইক চারানো অপরাধ নয় , তবে অশ্লীল ভাবে চলফেরা করা অপরাধ।
@@hasansagor1681 যশোরের ফারজানা তো অশ্লীলভাবে খারাপ ভাবে বাইক চালিয়েছে৷
খুব খারাপ লাগে কেন যে এই দেশে আমার জন্ম হলো।। 😥😥😥।।।মানুষ কবে যে এই দেশের মানুষ হবে জানি না।।।।
অশেষ কৃতজ্ঞতাই জানাই বনি আমিনকে আজ।
উভয় বঙ্গে আমিনকে মেনে চলাটাই হোক কাজ।
স্যার এগুলো দেখে মনে হচ্ছে বাংলাদেশ এখনো 30 বছর পিছিয়ে আছে ।
From Siliguri WB, India
অনিল বাবু আপনি ,জানেন কী না।
মেয়ে দেখলেই বাংলাদেশী মোমিন ভাইদের বেইমান ডানডাটা গরম হয়ে উথাল পাথাল হয়ে যায় । সেই আরবিয়ান,বরবর দের মতো !!!!!!!!
@@sanjitdas1435 Toder west bengaler 10 jon popular lady biker nam bol dekhi, bockacoder moto khotha bolle hobe naki, farzanar kahini age jan tarpor bol.
আপনা মনে র কথার ভিডিও টি দেখলাম শুনলাম। যতটুকুবুঝলাম তথ্যপ্রযুক্তি র কারনে নানা মুনির নানা মত প্রকাশ হয়েছে। আপনাকে ধন্যবাদ।
সময় উপযোগী প্রিমিয়ার শো।
বাংলাদেশের কুসংস্কারের বিরুদ্ধে
অবস্থান, সব সময় প্রচেষ্টা অব্যাহত রাখবেন, ধন্যবাদ। (বনি আমিন স্যারের)
সবসময় আপনার মনের কথা শোনার অপেক্ষায় থাকি। খুব ভালো লাগে আপনার কথাগুলো শুনতে। ধন্যবাদ, ভালো থাকবেন কাকু
আপনার মতো মানুষ শতাব্দীতে একটাই হয়।
বহুদিন পরে প্রিয় মুখদের ছবি দেখতে পেরে ভালো লাগছে।আহমদ সফা ও শামীম সিকদার। ধন্যবাদ বনি ভাই।
আজকের "ফারজানা" এপিসোড দেখলাম । কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি বিরোধী, সমাজসচেতনতার বার্তাবাহী, as usual । সাথে উপরি পাওনা বালিদ্বীপের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য । ভাবছি, সুইডেনের মালমো শহরে ঘটে যাওয়া সাম্প্রতিক দাঙ্গা নিয়ে আপনার কষাঘাত কবে দেখতে পাব। এই ধরনের দাঙ্গা-হাঙ্গামা সাধারণত ভারতীয় উপমহাদেশেই দেখা যায় । স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যা একেবারেই বিরল । তাই ঐ শহরের পুলিশ-প্রধানকে আক্ষেপের সুরে বলতে শোনা গেছে: আমরা বুঝতে পারছি না , কি করে এদের ( দাঙ্গাবাজদের) ট্যাকল করব।
আসলে নারীদের সরবদাই দাবিয়া রাখার ব্যবস্থা করা হয়েছে।
অসাধারণ উপস্থাপনা। ভালো লাগলো।
আজকের শোটি দারুন ছিল!
বরাবরের মতো
বলিষ্ঠ সাহসী ও দৃঢ় উচ্চারন।
পোশাকেও চমৎকার!
আর্কাইভ থেকে টেনে আনা
ইতিহাস
প্রথা ভাঙ্গার সব
সাহসী কথকতা
কুসংস্কার ধর্মান্ধতার বিরুদ্ধে
বিশাল এক ইউটিউব ক্যানভাস।
হে বনি আমিন ! তোমার ভাষ্যে আপ্লুত হলো মন।
ভারত থেকেই জানাই তোমায় শুভ অভিনন্দন।
ফারজানা তার মনের আশা পূরণ করতে পেরেছে।ফারজানা কে সাধুবাদ।
আপনার ভিডিও গুলো অনেক চমৎকার হয়ে থাকে।
স্যার আপনি বাংলাদেশ এ জন্ম গ্রহণ করে ও এভারেস্ট এর মতো সুউচ্চ চিন্তা শক্তি আর মন পেলেন কিভাবে,একটু বলবেন?
Raghunath Ray ভাই তোমার বাড়ি কি শিকারপুর নিমতলায় ??
সময় উপযোগী সবকিছু ভাললাগে।
সমসাময়িক অসাধারণ ও অনেক সুন্দর ভিডিও ভাইয়া মনটা ভরে গেছে আমার,আই লাভ ইউ ভাইয়া !
বনি আমিন আপনি একজন অভিঙ্গ এবং খোলা মনের মানুষ। অথচ আজ আপনাকে মুরুক্ষ মনে হচ্ছে কারণ কেউই ফারজানার দুপায়ের মাঝখানের কিছু লক্ষ করেননি। লক্ষ কেরছে তার বেহায়া পনা। আপনি বিবাহিত কিনা জানিনা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বউকে গায়ে হলুদ দিয়ে যাননি। মুল কথা সবকিছুর শালিনতা থাকার প্রোয়জন।
Excellent logical analysis of the Situation in Bangladesh.
I have never seen such a broadminded Bangladeshi like you.
Keep spreading happiness..
ভারতের সব হিন্দুরা ! শোনো,-- বনি আমিনকে মানো।
এ বনি আমিন সব মানুষের। এ সত্য কথা জানো।
বেশ ভালো উপস্থাপনা , মানুষ কে মুগ্ধ করবেই । ফারজানা বাংলাদেশের নুতন এক অসাধারণ মহিলা পথ প্রদর্শক ।
Nomoskar, selam boni da apnar aonek Kichu jante parlam ,aonek Kichu sikhlum . Apni sudhu ghure ghure gota jogotake sudhu dekhanenan na apnar kach theke aonek Kichu sekhao jai. Very thankful 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
অসাধারণ ফারজানা আপা অভিনন্দন?
আমি আপনার ভিড়িও গুলো দেখি তবে কমেন্ট করিনা। আপনার সব ভিড়িও আমার পছন্দের । বাংলাদেশ এ একটি বই নিষিদ্ধ করেছে তার নাম বিষফোড়া । এটি সম্পর্কে একটা ভিড়িও চাই।
আপনার জন্মস্থান হাতিয়ার বাসিন্দা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে
আপনি কি করে নিজেকে মুসলিম দাবি করেন আপনি সব সময় আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলেন আবারও আপনাকে বলি সময় থাকতে ভালো হয়ে জান তা হলে কাল হাসরের দিন এই ধরনের বক্তব্যর জন্য কঠিন সময় অপেক্ষা করতে।
মোটর সাইকেলের সিটের উপর অন্য কিছুর কল্পনা ? ! ছিঃ ছিঃ ।মানুষ হিসেবে লজ্জা হয়।
FARZANA...
She is great lady.
SALUTE TO HER....
অভিনন্দন বাইকার ফারজানা... বাংলার প্রতি ঘরে ঘরে ফারজানার জন্ম হোক। মৌলবাদ বিলুপ্ত হোক
মাথা খারাপ ছাগল
পাসপোর্টের পরের বক্তা বেশ বলেছেন। ওই ভদ্রলোকের জন্যও শুভ কামনা।
অসাধারণ উপস্থাপন! স্যার নিরন্তর ভালবাসা নিবেদিত আপনাতে। জানার আকুলতায় অপেক্ষায় থাকবো পরে কোন একটার জন্য
বিদ্রোহের আরেক নাম ফারজানা। স্বাধীনতার আরেক নাম ফারজানা। অন্ধকার থেকে বেড়িয়ে আসার আরেক নাম ফারজানা। আলোর দিশারী মেয়ে ফারজানা। নতুন যুগের পথপ্রদর্শীকা ফারজানা। আগামী দিনের নতুন নেত্রীর নাম ফারজানা।
তোমার সৎসাহসে , ফারজানা , মুগ্ধ হয়েছে মন।
ভারত থেকেই জানাই তোমায় শুভ অভিনন্দন।
অসাধারণ আপনার কথা, উপস্থাপনা ও ভিডিও,
বনি আমিন, আমার একজন জনপ্রিয় ইউটিউবের
Thank you boni . হাজার হাজার সালাম।
বনি বাবু, হিন্দু মুসলমান বলছেন কেন, যার ভালো লাগবে দেখবে, যার লাগবেনা সে দেখবে না, আমি কলকাতা থেকে,
ফারজানা আনে মুক্ত মনের অবাধ সুসংবাদ।
এ শুভদায়িনী ফারজানাকেই জানাই ধন্যবাদ।
Bangladesh Muslim desh inshaallah Allah stay alive i, hope so again inshaallah Allah .
একটি প্রাপ্ত মনষ্ক কমেন্ট কেন ডিলিট করা হয়েছে জানবার আগ্রহ রইলো।
লেখার মান? অপ্রাসঙ্গিক? আপত্তিকর শব্দ/বাক্য?
আপনার মন্তব্য পেলে সমৃদ্ধ হবো।
জি ভাই গত ৭০ বছরের আগে দেখেছি। নিজের চোখে।
ও বাংলাদেশী ভাইবোন! শোনো, ভারত থেকেই বলি,--
বনি আমিনকে সম্মান দিয়ে, এসো, মিলে মিশে চলি।
দেখানোর জন্য অশেষ ধন্যবাদ। ভালো আছি ভালো থাকুন চিরন্তন.....
দাদা, আমার বাড়ি ও সিরাজ সিকদারের বাড়ি একই গ্রামে,শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও ইউনিয়নে।
বনি আমিন ভাইয়ে ভালো কাজ গুলো রয়ে যাবে অনন্ত কাল
পঞ্চগড়ের দিনাজপুরের মেয়েরা অনবরত সাইকেল চালায়। অসাধারণ লাগে দেখতে। বিশেষ করে স্কুলগামী মেয়েগুলো যখন বের হয়, তখন মনে হয় একাটা বাহিনী বের হচ্ছে।
THANKS TO BONI AMIN FOR GIVING YOUR OPINION AGAINST SO CALLED HUJURS OF BANGLADESH. THEIR THAUGHTS ARE NOT NEUTRAL BUT FULL OF ENEMITY TOWARDS OTHER RELIGIONS OF BANGLADESH. IT IS MATTER OF DEEP SORROW. GOVT. IS HELPLESS TO PROTECT PEOPLE BELONGING OTHER RELIGIONS.
sir নভেরা আহম্মেদ কে নিয়ে একটা ভিডিও তৌরি করবেন ? আরো বিশদ ভাবে জানতে চাই
Thanks to the new Sultana Rajia of Bangladesh " Farzana". Respect to her lively- ness and courage . ----- From India.
আমরা নিজেরা ও কিছু তো করতে পারি না,আর অন্যরা কিছু করলে আমাদের চুলকায়,সাধুবাদ লেডি বাইকার ফারজানাকে।
ভাই সত্যি কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
এই বাইক চালাক না হেলিক্পটার চালাক তাতেকার বাপের কি এই মেয়ে কে আমি ধন্যবাদ দিলাম এগিয়ে জান ধন্যবাদ
বনী আমীনের এমন লেকচার মানে আমার এক ভিন জগতের স্বপ্ন দেখা।
এই কুত্তার বাচ্চা তর আব্বায় কি বলছে বাংলা বোঝস না
simply outstanding........Your knowledge and your idea and perception of life
100% সত্য কথা স্যার।
Mr. Boni Amin you are talking absolutely right .
ভীষণ ভীষণ ভালো লাগে
আপনার অনুষ্ঠান।
আজকের এই ভিডিও তে ক্যামেরা যখন ঘুরছিল একটু ধীরে ধীরে দেখালে ভালো হয়।
মানুষের চোখ ও মন সার্থক হবে।
এত তাড়াতাড়ি হলো যেন চুরি করে ছবি তোলা হচ্ছে এমন ভাব ধরা পড়লো।
আপনাদের দেশে কোনটি ঠিক জানিনা। ভারতের কোলকাতা বাসী হিসাবে আমার মনে হলো।
এডিট করার সময় তো এটা করা যায়। আশাকরি আগামী দিনে আমার কথাটি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।
এই প্রতিবাদী মানবিকতার জন্যই আপনাকে শ্রদ্ধা করি।
ফারজানাকে ২০২১ এর সাহসী অভিনন্দন।
সামিমা ম্যাডাম এখনো প্যান্ট শার্ট পরে।
অসাধারণ উপস্থাপনা🙏🙏
একেবারে হ্রদয়ে লেগে গেল।
Salute you Bonnie Amin. To speak your beautiful mind.
আমাদের দেশের কিছু মানুষের সব কিছুতেই চুলকানি একটু বেশি,নিজে কোন কিছু করার শক্তি নাই, অথচ অন্য এর দোষ খুঁজে বেড়াই।হেতি হেতের বিয়ের সময় একটু বাইক চালাইছে, তাতে কি এমন দোষ করে ফেলেছে জানি না।😄😄😄
এই মূর্খ কি বুঝস তুই মেয়েটা বেপর্দা বাইক চালিয়েছে এটা দেখস না ৷
অনেক ভালো লাগলো।
আপনার কথাগুলো খুব ভাল লাগে স্যার
মালয়েশিয়ার মেয়েরা ইচ্ছামত
চলাফেরা করে
কোন বাধা নেই।
বনি আমিন ও ফারজানাকে অশেষ ধন্যবাদ
বন্ধুরা চলো সবাই এক সাথে দেখি,দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য !
বনি ভাই,আপনার ভিডিও টা দেখলাম।দেখতে দেখতে মনে পড়ল,কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত নারী কবিতার কথা-কবিতার দু’একটি চরন বলে আমার মতামত লিখব।
"বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণ কর,
অর্ধেক তার করিয়াছে নারী,অর্ধেক তার নর।"
অন্যএক জায়গায় কবি বলেছেন -
"মাথার ঘোমটা ছিঁড়ে ফেল নারী, ভেঙে ফেল ও শিকল!যে ঘোমটা তোমা'করিয়াছে ভীরু,ওড়াও সে আবরণ,দূর করে দাও দাসীর চিহ্ন ঐ যত আভরণ।"-বিংশ শতাব্দীর এ যুগে এসে নারী চাকরি করবে, বিমান চলাবে,গাড়ী চালাবে,এমন কি যুদ্ধে যাবে, সৈনিক হবে।সাইকেল, হোন্ডা চালান এ টাতো একেবারেই স্বাভাবিক। বাংলাদেশে এটা চালু হয়েছে বেশ আগে থেকেই। আমি নারীদেরকে সম্মানের সাথে এ কাজ,মানসিকতা কে appreciate করি।ফারজানাও তাই করেএবংকরছে-সমস্যাটা হচ্ছে ভিন্ন।প্রথাগতভাবে আবহমান কাল থেকে বাংগালী জাতির ঐতিহ্য, সংস্কৃতি। প্রগতিশীল সমাজে, ধর্মীয় রীতি, অনুষ্ঠানে আধুনিকতার ছোঁয়া লাগবে,আমি বলবো লেগেছে। সামাজিক রীতিনীতি একটা বৃত্তের ভেতরে ঘুর-পাক খাবে, তাহলেতো সমাজ স্থবির হয়ে পরবে। ফারজানার গায়ে হলুদের অনুষ্ঠানে মোটর সাইকেলের মহড়া এটা সুন্দর হয় নাই।গায়ে হলুদের অনুষ্ঠানে এটা মানায় না।সেঅন্য কিছু করতে পারত।আমরা দেখি ভোটের নমিনেশন জমা দেয়ার সময় বকাটে দুর্বৃত্তরা হোন্ডায় চড়ে উচ্চ শব্দে মহড়া দিতে দিতে নমিনেশন জমা দেয়।মানুষের মধ্যে আতংক সৃষ্টি করে।ফারজানার এ কাজটিও মানুষ একই দৃষ্টিতে দেখেছে।ট্র্যাফিক আইন লংঘন, সামাজিক দুরত্বের তোয়াক্কা না করা এগুলো বাদই দিলাম।নারী এগিয়ে যাক।এগিয়ে যাক বাংলাদেশ। সুন্দর হউক আগামীর দিনগুলো।
শ্লীল - অশ্লীল এর ধারনা অনেকের কাছে ক্লীয়ার নয়,এটা দূঃখজনক। বনি ভাই ধন্যবাদ।
thank you , bony vai
ami apnar kotha akmot ami lady bìcakerka tarbick cholanor jayno taka dhanobad janache thankyou ladi bicker
I WILL AGREE 100% , LIVING IN CALIFORNIA AND EXTREMELY BUSY LIFE AS A MD , I AM LEARNING THE TRUTH ABOUT MY COUNTRY BANGLADESH ( I WAS BORN IN JESSORE) ; TODAY WHEN I HEAR THE SAD SITUATION OF BANGLADESH , IT TOUCHES MY SOUL ****. we are grateful that you are constantly trying to arouse CONSCIOUSNESS of a society that is going downhill !They have no idea that world is going ahead with technology and science where equal participation of women are absolutely necessary ! my neice is a fighter jet pilot in US AIR FORCE , we are so proud of our next generations doing extremely well !
Excellent 👍
ফারজানার মতো মা বোনেরা সবাই কুসংস্কার থেকে বের হয়ে সমাজটাকে বদলে দিক, সালাম ফারজানা ।
ফারজানা আনে অকল্যানের বিরুদ্ধে প্রতিবাদ।
কল্যাণময়ী ফারজানাকেই জানাই ধন্যবাদ।