কে এই গোলাম মোহাম্মদ কাদের | Who is Ghulam Muhammed Quader | Biography | Information |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • কে এই গোলাম মোহাম্মদ কাদের | Who is Ghulam Muhammed Quader | Biography | Information |
    Ghulam Muhammed Quader better known as GM Quader, is a Bangladeshi politician and the current chairperson of Jatiya Party. He is the incumbent Jatiya Sangsad member from the Lalmonirhat-3 constituency. He served as the Minister of Commerce and Minister of Civil Aviation and Tourism from 2009 to 2014.
    Quader was born on 24 February 1948 to a Bengali Muslim family with roots in Dinhata. His parents were Mokbul Hossain and Majida Khatun. Mokbul was a lawyer and served as a minister of the erstwhile Maharaja of Cooch Behar. Quader had eight siblings including the former President of Bangladesh Hussain Muhammad Ershad, banker Mozammel Hossain Lalu and Merina Rahman. He is married to Sharifa Quader.
    গোলাম মোহাম্মদ কাদের, জিএম কাদের নামে অধিক পরিচিত | জিএম কাদের একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। তিনি সপ্তম, অষ্টম, নবম ও একাদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কাদের লালমনিরহাট-৩ ও রংপুর-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।
    জিএম কাদের ২৪ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মকবুল হোসেন ও মাতার নাম মজিদা খাতুন। শিক্ষাজীবনে কাদের মেকানিক্যালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে তিনি নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেকানিক্যাল প্রকৌশলী হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ টোবাকো কোম্পানি, ইরাকের কৃষি মন্ত্রণালয় ও যমুনা তেল কোম্পানিতে চাকরি করেন। সবশেষ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে পরিকল্পনা ও অপারেশন্স পরিচালক থাকাকালীন চাকরি থেকে পদত্যাগ করে রাজনীতিতে যুক্ত হন।
    রাজনৈতিক জীবনে জিএম কাদের জাতীয় পার্টিতে যোগদান করেন এবং দলটির প্রেসিডিয়াম সদস্য হন। পরবর্তীতে লালমনিরহাট-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে জুন ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।[২] ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর-৩ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন।[৩][৪] ২০০৮ সালে নবম[৫] ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় লালমনিরহাট-৩ আসন থেকে নির্বাচন করে জয়ী হন।[৬][৭] তবে, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
    ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে কাদের ৭ জানুয়ারি ২০০৯ তারিখে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ৭ ডিসেম্বর ২০১১ সালে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং ১১ জানুয়ারি ২০১৪ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
    হুসেইন মুহাম্মদ এরশাদ জীবিত থাকাকালীন তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শারীরিক অসুস্থতার দরুন ২০১৯ সালের ৫ মে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন হুসেইন মুহাম্মদ এরশাদ। হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।
    জিএম কাদেরে স্ত্রী শেরীফা কাদের একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪৫ থেকে নিযুক্ত সংসদ সদস্য। তার মেয়ে ইশরাত জাহান কাদেরের স্বামী অভিনেতা মাহফুজ আহমেদ। তার বড় ভাই ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এরশাদের স্ত্রী রওশন এরশাদ ছিলেন দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বর্তমানে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক। এরশাদ ও কাদেরের বোন মেরিনা রহমান সাবেক সংসদ সদস্য, মেরিনার ছেলে আহসান আদেলুর রহমান নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য। মেরিনার মেয়ে জেবুন্নেসা রহমান জিয়া উদ্দীন আহমেদ বাবলুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
    #gmquader #biography #opentschool #jatiyaparty #HussainMuhammadErshad
    #hmershad

Комментарии • 16

  • @mdshahedahmed4133
    @mdshahedahmed4133 8 месяцев назад

    জাতিয় পাটির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের সাহেব জিন্দাবাদ জাতিয় পাটি জিন্দাবাদ।

  • @SMSakib-zs1eq
    @SMSakib-zs1eq 6 месяцев назад

    সাদ্দাম হোসেনের জীবনি নিয়ে ভিডিও বানান

  • @altaahaaliyee-waezshaah4743
    @altaahaaliyee-waezshaah4743 8 месяцев назад

    Is his wife hindu background

  • @MdShahAlam-s8k
    @MdShahAlam-s8k 8 месяцев назад +1

    রাশেদ খান মেনন সম্পর্কে বিস্তারিত জানতে চায়,, আশা করি পরের পর্বে জানাবেন দয়া করে ❤❤❤

  • @mdmehedihasanaraf8121
    @mdmehedihasanaraf8121 8 месяцев назад

    জন্ম স্থান উল্লেখ করেন নি কেন..??

  • @mofizulislammofizul-zu2mu
    @mofizulislammofizul-zu2mu 8 месяцев назад

    পাগল 14

  • @md.ekramulkabir2642
    @md.ekramulkabir2642 8 месяцев назад +1

    ভাই আপনার কন্ঠ অনেক ভালো,,,, আপনার উপস্থাপনা অনেক ভালো,,,

  • @mdmahidulislam8866
    @mdmahidulislam8866 8 месяцев назад +1

    বিশ্ব বাটপার 😂😂😂

  • @mdfirozmahmud-sr7ll
    @mdfirozmahmud-sr7ll 8 месяцев назад

    Joker jm kader

  • @manikdudu
    @manikdudu 8 месяцев назад

    জাইরা

  • @kajolkhan670
    @kajolkhan670 8 месяцев назад +1

    ছেচরা কাদের

  • @jihadkidspecial5609
    @jihadkidspecial5609 8 месяцев назад

    মফিজ,, রংপুরের