মাজারপন্থিদের মূর্খতায় যেভাবে ঈমান হারাচ্ছে অনেক মানুষ! Allama Mozammel Haque New Waz 2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • সূরা ক্বসাস এর ধারাবাহিক তাফসীর, পর্ব-৪, আয়াত : ৬১-৭৫ || Sura Kasus : 61-75 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Principle Mau. Mozammel Haque || Tahjib Center.
    #tahjibcentermozammelhaque
    أَفَمَن وَعَدْنَاهُ وَعْدًا حَسَنًا فَهُوَ لَاقِيهِ كَمَن مَّتَّعْنَاهُ مَتَاعَ الْحَيَاةِ الدُّنْيَا ثُمَّ هُوَ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْمُحْضَرِينَ
    যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি, যা সে পাবে, সে কি ঐ ব্যক্তির সমান, যাকে আমি পার্থিব জীবনের ভোগ-সম্ভার দিয়েছি, অতঃপর তাকে কেয়ামতের দিন অপরাধীরূপে হাযির করা হবে? [সুরা কাসাস - ২৮:৬১]
    وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ أَيْنَ شُرَكَائِيَ الَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ
    যেদিন আল্লাহ তাদেরকে আওয়াজ দিয়ে বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক দাবী করতে, তারা কোথায়? [সুরা কাসাস - ২৮:৬২]
    قَالَ الَّذِينَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ رَبَّنَا هَؤُلَاء الَّذِينَ أَغْوَيْنَا أَغْوَيْنَاهُمْ كَمَا غَوَيْنَا تَبَرَّأْنَا إِلَيْكَ مَا كَانُوا إِيَّانَا يَعْبُدُونَ
    যাদের জন্যে শাস্তির আদেশ অবধারিত হয়েছে, তারা বলবে, হে আমাদের পালনকর্তা। এদেরকেই আমরা পথভ্রষ্ট করেছিলাম। আমরা তাদেরকে পথভ্রষ্ট করেছিলাম, যেমন আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। আমরা আপনার সামনে দায়মুক্ত হচ্ছি। তারা কেবল আমাদেরই এবাদত করত না। [সুরা কাসাস - ২৮:৬৩]
    وَقِيلَ ادْعُوا شُرَكَاءكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيبُوا لَهُمْ وَرَأَوُا الْعَذَابَ لَوْ أَنَّهُمْ كَانُوا يَهْتَدُونَ
    বলা হবে, তোমরা তোমাদের শরীকদের আহবান কর। তখন তারা ডাকবে,। অতঃপর তারা তাদের ডাকে সাড়া দিবে না এবং তারা আযাব দেখবে। হায়! তারা যদি সৎপথ প্রাপ্ত হত। [সুরা কাসাস - ২৮:৬৪]
    وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ مَاذَا أَجَبْتُمُ الْمُرْسَلِينَ
    যে দিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা রসূলগণকে কি জওয়াব দিয়েছিলে? [সুরা কাসাস - ২৮:৬৫]
    فَعَمِيَتْ عَلَيْهِمُ الْأَنبَاء يَوْمَئِذٍ فَهُمْ لَا يَتَسَاءلُونَ
    অতঃপর তাদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। [সুরা কাসাস - ২৮:৬৬]
    فَأَمَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسَى أَن يَكُونَ مِنَ الْمُفْلِحِينَ
    তবে যে তওবা করে, বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আশা করা যায়, সে সফলকাম হবে। [সুরা কাসাস - ২৮:৬৭]
    وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاء وَيَخْتَارُ مَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ سُبْحَانَ اللَّهِ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ
    আপনার পালনকর্তা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং পছন্দ করেন। তাদের কোন ক্ষমতা নেই। আল্লাহ পবিত্র এবং তারা যাকে শরীক করে, তা থেকে উর্ধ্বে। [সুরা কাসাস - ২৮:৬৮]
    وَرَبُّكَ يَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ
    তাদের অন্তর যা গোপন করে এবং যা প্রকাশ করে, আপনার পালনকর্তা তা জানেন। [সুরা কাসাস - ২৮:৬৯]
    وَهُوَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ لَهُ الْحَمْدُ فِي الْأُولَى وَالْآخِرَةِ وَلَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
    তিনিই আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য নেই। ইহকাল ও পরকালে তাঁরই প্রশংসা। বিধান তাঁরই ক্ষমতাধীন এবং তোমরা তাঁরই কাছে প্রত্যাবর্তিত হবে। [সুরা কাসাস - ২৮:৭০]
    قُلْ أَرَأَيْتُمْ إِن جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُم بِضِيَاء أَفَلَا تَسْمَعُونَ
    বলুন, ভেবে দেখ তো, আল্লাহ যদি রাত্রিকে কেয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, তবে আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে, যে তোমাদেরকে আলোক দান করতে পারে? তোমরা কি তবুও কর্ণ�পাত করবে না? [সুরা কাসাস - ২৮:৭১]
    قُلْ أَرَأَيْتُمْ إِن جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُم بِلَيْلٍ تَسْكُنُونَ فِيهِ أَفَلَا تُبْصِرُونَ
    বলুন, ভেবে দেখ তো, আল্লাহ যদি দিনকে কেয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, তবে আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে যে, তোমাদেরকে রাত্রি দান করতে পারে, যাতে তোমরা বিশ্রাম করবে ? তোমরা কি তবুও ভেবে দেখবে না ? [সুরা কাসাস - ২৮:৭২]
    وَمِن رَّحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهِ وَلِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
    তিনিই স্বীয় রহমতে তোমাদের জন্যে রাত ও দিন করেছেন, যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ কর ও তাঁর অনুগ্রহ অন্বেষণ কর এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর। [সুরা কাসাস - ২৮:৭৩]
    وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ أَيْنَ شُرَكَائِيَ الَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ
    যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে, তারা কোথায়? [সুরা কাসাস - ২৮:৭৪]
    وَنَزَعْنَا مِن كُلِّ أُمَّةٍ شَهِيدًا فَقُلْنَا هَاتُوا بُرْهَانَكُمْ فَعَلِمُوا أَنَّ الْحَقَّ لِلَّهِ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا يَفْتَرُونَ
    প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী আলাদা করব; অতঃপর বলব, তোমাদের প্রমাণ আন। তখন তারা জানতে পারবে যে, সত্য আল্লাহর এবং তারা যা গড়ত, তা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে। [সুরা কাসাস - ২৮:৭৫]

Комментарии • 47

  • @RafiqulIslamRafiqulIslam-u6x
    @RafiqulIslamRafiqulIslam-u6x Год назад +4

    আলহামদুলিল্লাহ হুজুরের তাফসীর শুনে ও পড়ে ঈমান যেমন বেরেছে তা জীবনে এতো ওয়াজ মাহফিল শুনে ইসলাম সম্পর্কে অনেক কিছুই শিক্ষা লাভ করতে পারি নাই। আল্লাহ হুজুরের সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন আর আমি সহ সকল মুসলিম ভাইদের হেদায়েতের পথে রাখেন আমিন।

  • @jahidulislamjewel1423
    @jahidulislamjewel1423 2 года назад +12

    আলহামদুলিল্লাহ গভীর জ্ঞানগর্ভ আলোচনা। আল্লাহ তায়ালা তুমি তোমার গোলাম কে হায়াতে তায়্যিবা দান করো।আমিন।

  • @abdussalam-vd6qt
    @abdussalam-vd6qt 2 года назад +4

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ,

  • @arvlog3079
    @arvlog3079 2 года назад +2

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
    জাযাকাল্লাহু খাইরান।

  • @mbrchyjontu4194
    @mbrchyjontu4194 2 года назад +4

    মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,,,
    পবিত্র কোরআন মজিদ এর তাফসির শোনার তৌফিক দান করেছেন,,,
    হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন,,,
    এবং মানব জাতিকে হেদায়েত দান করুন আমিন,,,,,

  • @OmorFaruk-w7s
    @OmorFaruk-w7s Год назад +1

    অনেক আলেমদের মধ্যে ও উনিও আমার প্রিয় ‍ ওনার লেকচার মনোযোগ দিয়ে শুনি আল্লাহ তায়ালা ওনাকে নেক হায়াত দান করুন

  • @asifpigeonsgallery.
    @asifpigeonsgallery. 2 года назад +13

    আমার জীবন থেকে নেয়া একটি গল্প বলি,সুরা ফাতিয়া পাঠ করে মৃত কবুতর কে জিবিত করেছি আমি।।আসলে কোন একদিন শুক্রবার মাগরিব আযান এর আগে আমার হাতেই আমার পোষা একটি কবুতর মৃতুর কোলে ঢোলে পড়ছিল।।আমি সাথে সাথে এই কবুতর টিকে সুরা ফাতিয়া পড়ে ফু দেবার সাথে সাথে যারা দিয়ে উঠল।।।আমি আল্লাহ দরবার শুকরিয়া জানালাম।।।বিশ্বাস করেন আমি কেমন যেন আল্লাহ কেই সয়ং পেয়ে গেলাম।।। আমি নিজেও বিশ্বাস করাতে পারছিলাম না।।।আলহামদুলিল্লাহ সেই কবুতর টি সম্পুর্ন সুস্থ হয়ে যায়।।।আমার এই ছোট জীবনে এই ঘটনা আমি কোন দিন ভুলবো না।তাও রোযার মাসে এই ঘটনা।।আল্লাহ আকবর।।বার বার মনে হচ্ছিল সুরা ফাতিহার মধ্যে আমি সয়ং আল্লাহ কে খুজে পেয়েছি।।।

  • @rafiqulislam8966
    @rafiqulislam8966 2 года назад +8

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান হুজুরের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করছি আল্লাহ আপনি কবুল করুন আমিন।

  • @tamzidgaming3607
    @tamzidgaming3607 Год назад +1

    ALLAH

  • @mdshahidulhoque7476
    @mdshahidulhoque7476 2 года назад +5

    আলহামদুলিল্লাহ। অসাধারণ তাফসির। এর পরের তাফসিরগুলো দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

  • @mdshahalam3589
    @mdshahalam3589 Год назад +1

    আলহামদুলিল্লাহ

  • @mctv895
    @mctv895 Год назад +1

    আলহামদুলিল্লাহ অনেক স্ত্রীর কথা জানিয়েছেন হুজুরকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ

  • @Sooneeta407
    @Sooneeta407 Год назад +1

    Excellent lecturer

  • @shawkathossain8927
    @shawkathossain8927 Год назад +1

    মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ

  • @tanminahasan9594
    @tanminahasan9594 Год назад

    Amin.

  • @rafikulislam3880
    @rafikulislam3880 2 года назад +3

    আলহামদুলিল্লাহ্‌

  • @khajeruddinmiah4685
    @khajeruddinmiah4685 2 года назад +7

    সুন্দর আলোচনা। অজ্ঞ লোক পীর কে নবী বলে মনে করেন। এজন্য পীর দায়ী। তাদের কে হেদায়েত দান করুন আল্লাহ। আমিন।

  • @ilyasmunshi3549
    @ilyasmunshi3549 2 года назад +5

    Subhanallah allahu akber

  • @yousufmiah3545
    @yousufmiah3545 2 года назад +2

    মাশা আল্লাহ া

  • @mohammednazmulhasan6993
    @mohammednazmulhasan6993 Год назад +1

    Thanks for your lecture

  • @MizanurRahman-lx3te
    @MizanurRahman-lx3te Год назад

    Lesson from Singapore mizanur

  • @mdziaulhaque9706
    @mdziaulhaque9706 2 года назад +2

    Right

  • @Habiburrahman-gt4vm
    @Habiburrahman-gt4vm 2 года назад

    Assalamoalikum wa

  • @nuralhoda1157
    @nuralhoda1157 Год назад

    অলিআউলিযয

  • @mdmizanurrahman1350
    @mdmizanurrahman1350 Год назад +1

    আপনিওতো এগুলির মধ্যেই বড় হয়েছেন।

  • @wwehouseshow2053
    @wwehouseshow2053 2 года назад +1

    অলি আউলিয়াগন এই উপমহাদেশে ইসলাম এনেছেন আপনার মতামত জানতেচাই

  • @pmon6101
    @pmon6101 2 года назад

    Hujur khaja mohiddin chisty sotto

  • @MdIsmail-zo9xf
    @MdIsmail-zo9xf 2 года назад

    হুজুরের কাছে দাবি যে জৈনপুরী পীরের ব‍্যাপারে একটু আলোচনা করবেন উনি পালকী বহন করে এবং যে গ্রাম থেকে টাকা পয়সা নেয় এই ব‍্যাপারে

  • @hosnarahman576
    @hosnarahman576 2 года назад +4

    হুজুর আপনাকে ও তো আহলে কোরআনগন অনুসরন করে ! তাদের ও আপনার কি অবস্হান

  • @sorifhasan3877
    @sorifhasan3877 2 года назад +1

    Apnara j bolen allahma aita serek hoi na

  • @AnsarAli-rz7kf
    @AnsarAli-rz7kf 2 года назад

    আচ্ছা হুজুৰ বলেনতো এই ভাৰতে ইছলাম কে আনিল নবী ৰাছুল এবং ছাহাবা কে কাৰা ইছলাম আনিয়াছে৷ আৰেকটি কথা অলিদেৰ কথা কি কোৰআনে নাই৷আমি কিন্তু আহলে হাদিস বক্তাকে মানিনা৷আমিতো ইহাৰ উত্তৰই পাবনা?

  • @harunorrashid3035
    @harunorrashid3035 2 года назад +3

    আপনি তো সূরা নুরের ৫৫ নাম্বার আয়াত অস্বীকারকারী তাই নয় কি ?
    তাহলে আপনার কি বিচার হবে না?

  • @belayethossain57
    @belayethossain57 2 года назад +1

    আল্লাহর অলীদের বিরুদ্ধে এভাবে কথা বলা আদবের খেলাপ। আপনার শিক্ষিত মানুষ এইভাবে কথা বলা ঠিক নয়।অহংকারী হবেন না।

    • @sakilhossain8373
      @sakilhossain8373 Год назад

      উনি কী বেয়াদবি করল ভাই

  • @MdIsmail-zo9xf
    @MdIsmail-zo9xf 2 года назад +1

    আলহামদুলিল্লাহ্