চিতল মাছ চাষ পদ্ধতি | chitol fish seeds cultivation formula

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • ২০ শতাংশ পুকুরে ১৫০০০ চিতল মাছ চাষ পদ্ধতি a to z দেখানো হয়েছে | chitol fish seeds cultivation formula.
    এখানে যে চিতলের পোনা গুলো দেখানো হচ্ছে এগুলো পদ্মা নদী থেকে সংগ্রহ করা হয়েছে। মাছ চাষী ভাইয়েরা আপনারা যদি চিতল মাছের নার্সারী চাষ করতে চান তাহলে প্রথমে ভাল মানে ছোট পোনা সংগ্রহ করে নিবেন । এই রেনু পোনা গুলো ১ দিন বয়সের সময় নদী থেকে সংগ্রহ করা হয়েছিল।তারপর ছোট ছোট রেনু পোনা গুলোকে আমরা ১৫ দিন জু-প্লাংটন দিয়েছি সকাল বিকাল দুই বেলা । এবং জু-প্লাংটন খাবার শেষে ট্যাংকির পানি প্রতিদিন সকালে পরিবর্তন করে নতুন পানি দিতে হবে। এইভাবে ১৫ দিন ট্যাংকিতে লালন পালন করার পর পুকুরে ছাড়তে হবে । প্রতি শতংশে ৫০০ থেকে ১০০ পোনা নার্সিং করা যাবে । আমরা এখানে ২০শতাংশে পুকুরে ১৫০০০ মাছ চাষ করছি।পুকুরে চিতল মাছের পোনা ছাড়ার আগে পুকুরে র্কাপ জাতীয় মাছের রেনু ছাড়তে হবে চিতলের খাবার হিসাবে।এখানে আমরা ২ কেজি রেনু পোনা ছাড়ছি।চিতল মাছের নার্সিং প্রতি ৫ থেকে ৭ দিন পরপর র্কাপ জাতীয় মাছের ধানি পোনা দিতে হবে চিতলের খাবার হিসাবে । চিতল মাছের পোনা কোন ফিড খাবার খাই না তাই চিতল মাছ চাষ করতে হলে র্কাপ জাতীয় মাছের ধানি পোনা খাবার হিসাবে দিয়েই চাষ করতে হবে।এভাবে ২৫ থেকে ৩০ দিন চাষ করার পরে চিতল মাছের সাইজ তিন থেকে ৫ ইঞ্চি হয়ে যাবে। তারপর এই পোনা গুলো বড় কালচার পুকুরে চাষের জন্য দেওয়া যাবে।
    বাংলাদেশের যে কোন জেলায চিতল মাছের পোনা সাপলাই দেওয়া হয় । পোনার প্রয়োজনে কল দিতে পারেন
    Helpline: 01726091285 & 01711935858
    ✓ Fishmarketbd in Social Media:
    ►Facebook: / fishmarketbd
    ►Twitter: / fishmarket_bd
    Thanks for Watching. Please, ✓Like, ✓Comment, ✓Share & ✓Subscribe.

Комментарии • 288