আল্লাহকে রব হিসাবে মানা এবং ইলাহ হিসাবে মানা কি একই│ Abdullah Bin Abdur Razzak

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • ---------------------------------------------------------------------------------------------------------------------------
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    ---------------------------------------------------------------------------------------------------------------------------
    FOLLOW US ON :
    Facebook : / alitisamtv
    Website : al-itisam.com/
    Mail : alitisamtv19@gmail.com
    Al-Itisam TV is a RUclips channel that is involved in preaching authentic Islam in Bangla language
    #alitisamtv
    #abdullah_bin_abdur_razzak
    #abdullah_bin_abdur_razzaq
    #tafsiralquran
    #tafseerquran
    #আব্দুল্লাহ_বিন_আব্দুর_রাজ্জাক

Комментарии • 30

  • @sharifalislam7291
    @sharifalislam7291 3 месяца назад

    জাজাকুমুল্লাহু খাইরান

  • @identityofallah
    @identityofallah 11 месяцев назад +4

    আল্লাহ্‌ তায়ালা আছেন আসমানে
    মহান আরশের উরধে সমুন্নত,
    সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে
    কোথাও কিছু নেই আল্লাহ্‌র মতো।
    আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥......///////////////////////////////////////////

    • @mdrayhan5771
      @mdrayhan5771 11 месяцев назад +1

      ইন শা আল্লাহ্।
      মাশাআল্লাহ্।
      সুবহানাআল্লাহ্।
      আলহামদুলিল্লাহ।
      আল্লাহুআকবার।
      লা ইলাহা ইল্লাল্লাহু
      মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)।
      আমিন।
      ইয়া রব্বুল আলামীন।
      জাযাকাল্লাহ খাইরান।

  • @identityofallah
    @identityofallah 11 месяцев назад +2

    আল্লাহর পরিচয়, নাম ও গুণাবলী
    আল্লাহ্‌:
    একমাত্র প্রশংসাযোগ্য, সর্বশক্তিমান উপাস্যের প্রকৃত নাম।

    আকাশ ও জমিনের সবই সৃষ্টি,
    স্রষ্টা আল্লাহ্‌ একমাত্র ইলাহ,
    জগতসমুহের সকল নিদর্শনে
    সত্য কালেমা 'লা ইলাহা ইল্লাল্লাহ'।

    আল্লাহ্‌ তায়ালা আছেন আসমানে,
    মহান আরশের উরধে সমুন্নত,
    সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে
    কোথাও কিছু নেই আল্লাহ্‌র মতো।

    সকল প্রশংসা একমাত্র আল্লাহ্‌র,
    সকল ক্ষমতা ও সকল রাজত্ব,
    সুন্দর নাম, পূর্ণ গুণ একমাত্র আল্লাহ্‌র ,
    বিশুদ্ধ ও অবিভাজ্য তাঁরই একত্ব।....////////////////////////////////////////////

    • @mdrayhan5771
      @mdrayhan5771 11 месяцев назад +2

      ইন শা আল্লাহ্।
      মাশাআল্লাহ্।
      সুবহানাআল্লাহ্।
      আলহামদুলিল্লাহ।
      আল্লাহুআকবার।
      লা ইলাহা ইল্লাল্লাহু
      মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)।
      আমিন।
      ইয়া রব্বুল আলামীন।
      জাযাকাল্লাহ খাইরান।

  • @Addawaahilallah
    @Addawaahilallah 11 месяцев назад

    ধারাবাহিক কোরানের তাফসীরের জন্য আমরা অপেক্ষায় থাকি ।😂😂😂
    জাযাকাললাহু খাইরান

  • @MdNur-kk7lw
    @MdNur-kk7lw 11 месяцев назад

    আজ ফিলিস্তিনের ইসরাইলের যুদ্ধের ৫ম দিন। এতটুক আশা করিনি।
    এ বিষয়ে আরো গবেষণাধর্মী ভিডিও আশা করি একজন মুসলিম হিসাবে।
    আর আমি এও বুঝতেছি না যে এ বিষয়ে সহি আকিদার আলেমগন চুপ🥲🥲🥲🥲 কেন। একজন সহি আকিদার মুসলিম হিসেবে আমাকে খুব দুঃখ দিচ্ছে।
    যেখানে আমি একজন সাধারন মুসলিম হয়েও শনিবার সকাল থেকেই আমার মনে আবেগ উৎকণ্ঠার শেষ নাই।

  • @identityofallah
    @identityofallah 11 месяцев назад +1

    আল্লাহ্‌ আমার রব্ব
    আল্লাহ্‌ কে?
    আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ অদ্বিতীয়, সর্বশক্তিমান, একমাত্র উপাস্য। আল্লাহ একমাত্র সত্য মাবুদ। আল্লাহ ছাড়া কোনো 'সত্য ইলাহ'/ 'সত্য উপাস্য' নেই। আল্লাহ তাঁর কর্মে-পরিচালনায়, প্রভুত্ব-কর্তৃত্বে, উপাস্যের যোগ্যতা-অধিকারে এক, অদ্বিতীয় অংশীদারমুক্ত। আল্লাহ তায়ালা আসমানে আরশের ঊরধে (সকল সৃষ্টির ঊরধে) সমুন্নত আছেন। আল্লাহকে জানতে হবে তাঁর সুন্দর নাম 'আসমাউল হুসনা' ও পরিপূর্ণ সিফাত দ্বারা। আল্লাহর নাম ৯৯ এর অধিক। কোরআন আল্লাহর বাণী। মানবজাতির জন্য চূড়ান্ত পথ নির্দেশনা।...../////////////////////////

    • @mdrayhan5771
      @mdrayhan5771 11 месяцев назад +1

      হ্যাঁ ঠিক বলেছেন। ভাই ঊর্ধ্বে বানানটা এইভাবে হবে। ভাই আমিতো জানি।
      আল্লাহ রব্বুল আলামীনের ৯৯ টা গুণবাচক নাম।

  • @mdakramujjamun5068
    @mdakramujjamun5068 11 месяцев назад

    জাঝাকাল্লাহু খাইর😊

  • @mdemran6787
    @mdemran6787 11 месяцев назад

    La ilaha illah…👆🏻

  • @sujaysk4904
    @sujaysk4904 11 месяцев назад +1

    Tafseer er baki part gulo kobe asbe vai😢

    • @AlItisamTV
      @AlItisamTV  11 месяцев назад +1

      আসবে ইনশা-আল্লাহ,,,,, এই চ্যানেলের সাথেই থাকুন

    • @sujaysk4904
      @sujaysk4904 11 месяцев назад

      In shaa Allah

  • @ashfakalif2253
    @ashfakalif2253 11 месяцев назад

    আয়াত 3 টা বলা হয় নাই কেনো

  • @Addawaahilallah
    @Addawaahilallah 11 месяцев назад

    আব্দুল্লাহ ভাই এর মোবাইল নাম্বার টা দেওয়া জাবে।
    জাযাকাললাহ খাইরান

  • @HabiburRahman-pd4lf
    @HabiburRahman-pd4lf 11 месяцев назад +2

    এই তিনটা আয়াত কুরআন মাজিদের কোথায় আছে দলিলটা দিলে খুব ভালো হতো এটা দেখার খুব ইচ্ছা এই বক্তব্যটা শোনার আগ পর্যন্ত আমি ইলাহ মানে জানতাম না। কিন্তু আমার বয়স ৩০+

    • @mdobydul5952
      @mdobydul5952 11 месяцев назад

      ্য্য্য্য্য

    • @minhajulhasib7975
      @minhajulhasib7975 11 месяцев назад

      10:31
      قُلۡ مَنۡ یَّرۡزُقُکُمۡ مِّنَ السَّمَآءِ وَ الۡاَرۡضِ اَمَّنۡ یَّمۡلِکُ السَّمۡعَ وَ الۡاَبۡصَارَ وَ مَنۡ یُّخۡرِجُ الۡحَیَّ مِنَ الۡمَیِّتِ وَ یُخۡرِجُ الۡمَیِّتَ مِنَ الۡحَیِّ وَ مَنۡ یُّدَبِّرُ الۡاَمۡرَ ؕ فَسَیَقُوۡلُوۡنَ اللّٰہُ ۚ فَقُلۡ اَفَلَا تَتَّقُوۡنَ ﴿۳۱﴾
      Bengali - Mujibur Rahman
      তুমি বলঃ তিনি কে, যিনি তোমাদেরকে আসমান ও যমীন হতে রিয্ক পৌঁছিয়ে থাকেন? অথবা কে তিনি, যিনি কর্ণ ও চক্ষুসমূহের উপর পূর্ণ অধিকার রাখেন? আর তিনি কে, যিনি জীবন্তকে প্রাণহীন হতে বের করেন, আর প্রাণহীনকে জীবন্ত হতে বের করেন? আর তিনি কে যিনি সমস্ত কাজ পরিচালনা করেন? তখন অবশ্যই তারা বলবেঃ আল্লাহ! অতএব তুমি বলঃ তাহলে কেন তোমরা (শির্‌ক হতে) নিবৃত্ত থাকছনা?

    • @minhajulhasib7975
      @minhajulhasib7975 11 месяцев назад +1

      31:25
      وَ لَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ خَلَقَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ لَیَقُوۡلُنَّ اللّٰہُ ؕ قُلِ الۡحَمۡدُ لِلّٰہِ ؕ بَلۡ اَکۡثَرُہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۲۵﴾
      Bengali - Mujibur Rahman
      তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করঃ আকাশমন্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করেছেন? তাহলে তারা নিশ্চয়ই বলবেঃ আল্লাহ! বলঃ প্রশংসা আল্লাহর। কিন্তু তাদের অধিকাংশই জানেনা।

    • @minhajulhasib7975
      @minhajulhasib7975 11 месяцев назад +1

      39:38
      وَ لَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ خَلَقَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ لَیَقُوۡلُنَّ اللّٰہُ ؕ قُلۡ اَفَرَءَیۡتُمۡ مَّا تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ اِنۡ اَرَادَنِیَ اللّٰہُ بِضُرٍّ ہَلۡ ہُنَّ کٰشِفٰتُ ضُرِّہٖۤ اَوۡ اَرَادَنِیۡ بِرَحۡمَۃٍ ہَلۡ ہُنَّ مُمۡسِکٰتُ رَحۡمَتِہٖ ؕ قُلۡ حَسۡبِیَ اللّٰہُ ؕ عَلَیۡہِ یَتَوَکَّلُ الۡمُتَوَکِّلُوۡنَ ﴿۳۸﴾
      Bengali - Mujibur Rahman
      তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করঃ আকাশমন্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করেছেন? তারা অবশ্যই বলবেঃ আল্লাহ! বলঃ তোমরা কি ভেবে দেখেছ যে, আল্লাহ আমার অনিষ্ট চাইলে তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাক তারা কি সেই অনিষ্টতা দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করতে চাইলে তারা কি সেই অনুগ্রহ রোধ করতে পারবে? বলঃ আমার জন্য আল্লাহই যথেষ্ট। নির্ভরকারীরা আল্লাহর উপর নির্ভর করে।

    • @HabiburRahman-pd4lf
      @HabiburRahman-pd4lf 11 месяцев назад

      আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা
      বলতো আসমান জমিন কে সৃষ্টি করেছে তারা
      বলবে আল্লাহ ।এই বাক্যের দলিল দিয়েছেন কিন্তু তারপরের দুইটা বাক্য আসমান থেকেেে পানি জমিনেেে ফসল উৎপাদনকারী কে তারা বলবে আল্লাহ
      এবং গুরুত্বপূর্ণ শেষ বাক্য তাহলে বলতো আমি ব্যতীত কেউ কি ইলাহ হতে পারে। দলিলগুলো?

  • @abuabdallahkuwkuwait2993
    @abuabdallahkuwkuwait2993 11 месяцев назад

    আসসালামু আলাইকুম, সায়েখের মোবাইল নম্বর টা দরকার কেউও কি আছে দিবেন।

  • @sahedozzamansaki7547
    @sahedozzamansaki7547 11 месяцев назад

    ঘটনা সইত‌্য

  • @user-dn4ql6yu8g
    @user-dn4ql6yu8g 11 месяцев назад

    শায়খ, আসসালামু আলাইকুম।
    কবরে
    প্রশ্ন "তোমার ইলাহ কে" না জিজ্ঞেস করে "তোমার রব কে" কেন জিজ্ঞেস করা হবে।
    এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করতেন।

    • @nhs69
      @nhs69 11 месяцев назад

      সব প্রশ্ন কবরে করা হবেনা।
      হাশরের ময়দানে জীবনের সমস্ত প্রশ্ন করা হবে।

  • @nasiruddin4045
    @nasiruddin4045 11 месяцев назад

    কোরানে কবরের আজাব সম্পকে বলুন।