নামাজের জন্ম উৎপত্তি ধরন পদ্বতি প্রকারভেদ

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 94

  • @CACOPHONIE
    @CACOPHONIE 27 дней назад

    কত সুন্দর সাবলীল ও শ্রুতিমধুর উপস্থাপন। আল্লাহ্ আপনার প্রতি কৃপা করুন।

  • @mrssufia1962
    @mrssufia1962 6 месяцев назад +3

    আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আপনার কুরআনের কথা গুলো, সালাম আপনাকে ভাই।

  • @Onik0909
    @Onik0909 4 месяца назад +1

    [৭৩:২০] আল মুয্‌যাম্মিল
    নিশ্চয় তোমার রব জানেন যে, তুমি রাতের দুই তৃতীয়াংশের কিছু কম, অথবা অর্ধরাত অথবা রাতের এক তৃতীয়াংশ সালাতে দাঁড়িয়ে থাক এবং তোমার সাথে যারা আছে তাদের মধ্য থেকে একটি দলও। আর আল্লাহ রাত ও দিন নিরূপণ করেন। তিনি জানেন যে, তোমরা তা করতে সক্ষম হবে না। তাই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন। অতএব তোমরা কুরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে। আর কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে পৃথিবীতে ভ্রমণ করবে, আর কেউ কেউ আল্লাহর পথে লড়াই করবে। অতএব তোমরা কুরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়। আর সালাত কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আর তোমরা নিজদের জন্য মঙ্গলজনক যা কিছু অগ্রে পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসেবে উৎকৃষ্টতর ও মহত্তর রূপে। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।

  • @pinkrose-p9t
    @pinkrose-p9t Месяц назад +2

    কি আর লিখব ঝুনো নারকেল।
    (200) বছর যেন আল্লাহ হায়াত দান করে!! রাব্বানা ওয়াতা কব্বাল দুয়া,,
    শুকরিয়া শুকরিয়া।

  • @nazmunnahar5509
    @nazmunnahar5509 2 месяца назад +1

    ALLAH ke valobashi

  • @saikahossain855
    @saikahossain855 8 месяцев назад +2

    আসল কথা হলো কোরআন এর কথাই আল্লাহ নবী মোহম্মদ সাঃ এর মাধ‍্যমে সাধারণ মানুষের মধ‍্যে পৌঁছে দিয়েছেন।

  • @MollikMollik-x8r
    @MollikMollik-x8r 6 дней назад

    সালামুন আলাইকুম ভাই আমি কোরআন থেকে নামাজ বা সালাতের সঠিক কয় ওয়াক্ত এবং কয় রাকাত করে এবং কোন কোন সময় দয়া করে আমাকে একটু মেসেজ দিলে আমি খুব খুশি হতাম সালামুন আলাইকুম

  • @SyedaMahmuda-b5y
    @SyedaMahmuda-b5y 5 месяцев назад

    Mashalla Mashalla

  • @SorifulSahik
    @SorifulSahik 5 месяцев назад +1

    আসসালামুয়ালাইকুম ভাইজান আমি আপনার আলোচনাগুলো সময় পাইলেই শুনি খুব ভালো লাগে একটা বিষয়ে যদি সহযোগিতা করতেন খুব উপকৃত হতাম সঠিক হুবহু অনুবাদ কার লেখা কুরআনুল মাজিদ আমি অনেকগুলো কোরআন ডাউনলোড করে পড়ে দেখেছি যে যার মত মন গড়া অনুবাদ করে রেখেছে

  • @salauddinsk6857
    @salauddinsk6857 8 месяцев назад +4

    salamun alaika. jato sunchi tatoi obak ho a jachchi. Al Quran ki bolche ar ato bachor dhore maolanara aamader ki sikhi a aseche. Mohan Allah Aamader gayner chokkhu khule din. Al hamdulillahe rabbil aalamin.

  • @TajulIslam-bc6sb
    @TajulIslam-bc6sb 7 месяцев назад +1

    Salamun Alaikum. All the praises and congratulations for you. At this young age you have dedicated your life for unearthing the the real meaning of Ayats of Holy Quran and reveal the falsehood of Hadith. Please go ahead with your dedication to present the Holy Quran to the people who believe Almighty Allah and His verses.

  • @gfakruddinahmad8316
    @gfakruddinahmad8316 8 месяцев назад +12

    ছোট ভাই রিযওয়ান মাহমুদ, আপনি "কাব আল আহবার" এবং "আবু হুরাইরাহ" কে নিয়ে একটা পর্ব করবেন কবে? শাইখুল হাদিস রা তো আবু হুরাইরাহ কে নবী বানাইতে বাকি রাখসে !

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  8 месяцев назад +3

      শীঘ্রই স্যার

    • @didardewan9301
      @didardewan9301 6 месяцев назад

      মুয়াবিয়া, বুখারী গংদের দরবারি আলেমরা ও ইয়াজিদ খলিফার উত্তর সুরীরা কোরআানের কথা শুনলে রেগে আগুন হয়ে যায়। আল্লাহ চাইলে হেদায়েত দিতে পারেন।

    • @pinkrose-p9t
      @pinkrose-p9t Месяц назад

      ​@@Quran.Research.Intelligence
      হুজুর আমার এই আয়াতের উত্তরটা শীঘ্রই দিবেন কেননা এটার উত্তর পেলে আমি আর একটা আয়াত দিবো,,,, সুরা বাকারার আয়াত নাম্বার (188) এখানে যে শব্দটা আছে সেটা হলো তোমরা অন্যের সম্পদ খেওনা,, তাহলে টাকা পয়সা জমি জাতি যাই হোক এটা কি মুখে তুলে খাওয়ার কথা বলেছে, না অন্য কোন প্রসঙ্গ,,

  • @maimunarahman6991
    @maimunarahman6991 14 дней назад

    Salamun Alaikum ❤

  • @hakimkhan6704
    @hakimkhan6704 Месяц назад +1

    সালামুন আলাইকুম
    ভাই নামাজের কোন স্ট্রাকচার আমরা কি পাব
    নাকি স্ট্রাকচার বাদ

  • @Zahidul.I.C
    @Zahidul.I.C 8 месяцев назад

    সালামুন আলাইকুম সুন্দর আলোচনা চালিয়ে যান

  • @supermanshaon5040
    @supermanshaon5040 Месяц назад +1

    ভাই
    আপনি কি পীরদের আকিদা নিয়ে একটা ভিডিও বানাবেন???
    আমি এক পীরের কথা শুনে অনেক কনফিউশানে পরছি৷

  • @alalkhan5207
    @alalkhan5207 8 месяцев назад

    আপনার যন্য শুভ কামনা

  • @khogenbaba1023
    @khogenbaba1023 4 месяца назад +1

    4:103 ayate Allah ki bujiachen?

  • @sajiib100
    @sajiib100 8 месяцев назад

    nobir miraz bisoyok video upload korben, asha korchi.

  • @গাছওপাখিরখামার
    @গাছওপাখিরখামার 5 месяцев назад +1

    আল্লাহ এই পৃথিবীতে সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করিয়াছে। কিন্তু নামাজ ও জোড়ায় জোরায় সৃষ্টি করিয়াছে। নামাজ হলো ৬ ওয়াক্ত। ফজর জোহর আসর মাগরিব এশা ও ঘাসকিললাইল। এই ৬ ওয়াক্ত
    নামাজ। আর আল্লাহর আয়াতের সাথে শিরিক করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে সাহায্য চাইলে বা আবেদন করিলে আল্লাহ যদি গ্রহণ করিতেন তাহলে ফিলিস্তিনের মানুষ এত ক্ষতিগ্রস্ত হতো না। আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝেছ।
    ধন্যবাদ। সালামুন আলাইকুম

  • @MdAbdullah-x7s
    @MdAbdullah-x7s 3 месяца назад

    সালামুন আলাইকুম মাদারীপুর শিবচর থানা থেকে

  • @firojmondal350
    @firojmondal350 Месяц назад

    Vhai একটু ম্যাসেঞ্জার টা দেখবেন 😊

  • @crazzersvoice8405
    @crazzersvoice8405 8 месяцев назад +1

    সুন্দরী মেয়েদেরকে থাম্বনেইলে দিয়ে ক্লিকবেইট বানিয়ে ধর্মের গান শোনানোর জন্য অশেষ সওয়াব প্রাপ্তির শুভেচ্ছা।🎉

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  8 месяцев назад +1

      সুন্দর পুরুষ দের ছবিও চ্যানেল এ অজস্র আছে স্যার।
      প্রথম দিকের ১০০ ভিডিও দেখলে প্রমান পাবেন।

    • @nasrinsultana8515
      @nasrinsultana8515 8 месяцев назад +2

      আপনার মা ও সুন্দর নারী হতে পারে।এটা তো আল্লাহর অশেষ নেয়ামত। মানুষ ভালো হলে ই হলো। নারী পুরুষ সবাই আল্লাহর প্রিয় সৎ কর্মের কারণে।

    • @yahmed4274
      @yahmed4274 8 месяцев назад +4

      সুন্দরী মেয়ের চেহারা দেখলে কোন সমস্যা নাই, সমস্যা আপনার কামুক দৃষ্টিতে!
      বুঝলানি ভাইসাব?

  • @Mudra-p2e
    @Mudra-p2e 8 месяцев назад

  • @imexbd
    @imexbd 6 месяцев назад

    can i upload your vedio in my youtube.kindly clear me plz rezwan vai

  • @harunorrashid266
    @harunorrashid266 7 месяцев назад

    চমৎকার। এমন অালোচা নিরন্তর হওয়া জরুরি। অাপনার মোবাইল নাম্বারটা দেবেন কি?

  • @yahmed4274
    @yahmed4274 8 месяцев назад +1

    আমার ভাগ্য যদি আল্লাহ আগে থেকেই ফিক্সড করে রাখে তাহলে আমি যতই দোয়া করি তাতে কি কোন লাভ হবে?

    • @skatabulislam8283
      @skatabulislam8283 8 месяцев назад +1

      না তবে আল্লাহ্ আপনাকে স্বাধীনতা দিয়েছেন। এর ই নাম ইবাদত।

    • @yahmed4274
      @yahmed4274 8 месяцев назад

      @@DARETOKNOW-oe7kr জ্বী, আপনার কথা বুঝতে পেরেছি। কিন্তু কুরআনের আলোকে জানলে বিষয়টা নিয়ে কোন সন্দেহ থাকে না আরকি!

    • @yahmed4274
      @yahmed4274 8 месяцев назад

      ⁠@@DARETOKNOW-oe7kryes brother, I want..

    • @Jadid12340
      @Jadid12340 5 месяцев назад

      ​@@yahmed4274ভাগ্যে লেখা থাকে যে তুমি এই ভালো কাজগুলো করলে সফলতা লাভ করবে,, এই খারাপ কাজ গুলো করলে জীবন ব্যর্থ হয়ে যাবে, এটাই লেখা আছে,, আর আল্লাহ যদি ভাগ্যে লিখে দিয়ে থাকে তাহলে মানুষ অন্যায় করলে তার দোষ কি? এখানেই বুঝার বিষয় আছে,

  • @nazmul07
    @nazmul07 8 месяцев назад +1

    ইদের সালাত বা নামাজ বা প্রার্থনা বিষয়ে কিছু বলেন

    • @pinkrose-p9t
      @pinkrose-p9t Месяц назад

      ঈদ অর্থ কি? এই শব্দটা কি আল্লাহর কিতাবে আছে?

  • @arjumankhanom8366
    @arjumankhanom8366 8 месяцев назад

    সালামুন আলাইকুম । ভাই আপনার কাছে জানতে চাই সূরা ফুরকান এর ৭৪ আয়াতের যেখানে স্ত্রী এর কথা বলা হয়েছে সেখানে স্ত্রী প্রার্থনা করতে কীভাবে করবে ? দয়া করে জানিয়ে উপকৃত করবেন ।

    • @yahmed4274
      @yahmed4274 8 месяцев назад +1

      আপু, এখানে ‌অনুবাদে ভুল আছে, অথবা ইচ্ছা করেই ভুল অনুবাদ করা হয়েছে।
      যেখানে স্ত্রী বলা হয়েছে সেখানে আসলে হবে, সঙ্গী আর সঙ্গী নারী পুরুষ উভয়ই হয়।
      অতএব সঙ্গীর জায়গায় স্বামী উচ্চারণ করতে পারেন অথবা সঙ্গীও বলতে পারেন!
      ধন্যবাদ

    • @pinkrose-p9t
      @pinkrose-p9t Месяц назад

      আঝওয়া - জিনা - এর অর্থ স্বামী-স্ত্রীর সন্তানদের জন্য করবে,,,,অতঃপর স্ত্রী ও স্বামী সন্তানদের জন্য করবে,,,, অর্থাৎ উভয় উভয়ের জন্য করবে,,,,,

  • @abujahid9189
    @abujahid9189 8 месяцев назад

    Ok vai apni ki mone koren Muslim der namaj porar dorkar nai . Shudhu Allah r kache parthona ba dua korlai hobe tai to? Please answer diben

  • @anam4066
    @anam4066 Месяц назад

    দয়া করে ইমাম মাহাদী ব্যাপারে এভাবে, এমন ভাষাতে একটা ভিডিও দিতে পারেন কি? 🙏

  • @MAR-c5s
    @MAR-c5s 8 месяцев назад

    স‌্যার এগি‌য়ে যান,মিরাজ নি‌য়ে একটা ভি‌ডিও দেন

  • @mdsofikul6065
    @mdsofikul6065 8 месяцев назад

    সালামুন আলাইকুম

  • @shafatinmushtaree3716
    @shafatinmushtaree3716 13 дней назад

    সুরা বনী ইস্রায়েল অনুযায়ী তো তাহলে নামাযের বিধান আছেই!! তাহলে সালাহ মানে নামায হলো না কিভাবে?

  • @ovinazmul6288
    @ovinazmul6288 8 месяцев назад

    ভাই আমার কাছে মনে হচ্ছে হুজুরা সব গাই. আর সব মুসলিমদের তারা গাই বানাচ্ছে!

  • @banglarhasi4203
    @banglarhasi4203 8 месяцев назад +1

    কোরআন পড়তে গিয়ে একটা বিষয় নিয়ে কখনো কি ভেবেছেন, যে আমরা যখন কোরআন পড়ি, তখন মনে হয় এটা যেন পুরুষদের জন্য নাযিল করা হয়েছে। আমাদের জন্য আল্লাহ নারীদেরকে করায়ত্ত করেছেন।
    যদি নারীরা এই কিতাব বুঝে পড়তো, তাহলে তারা বুঝতো আমাদের অনুবাদকৃত কোরআন তাঁদেরকে কোথায় নামিয়ে দিয়েছে।
    প্রশ্ন: এই কোরআন কি শুধু পুরুষদের জন্য নাযিল করা হয়েছে কি না, তা নিয়ে একটু আলোচনা করুন?
    ... যেমন- সুরা ফুরকান হতে যে দোয়াটি পাঠ করলেন, তা কোনো নারী কিভাবে এই দোয়া করবেন? তিনি তথা ঐ নারী কি উত্তম স্ত্রীর প্রাথনা করবেন?

    • @gfakruddinahmad8316
      @gfakruddinahmad8316 8 месяцев назад

      ভাই আপনাদের কি মিনিমাম কমন সেন্স কাজ করে না? একজন নারী এই আয়াতে এর ক্ষেত্রে স্বামী হিসেবে আল্লাহর কাছে ভাল একজন পুরুষ চাইবেন। আল্লাহ্‌ আপনাদের কে আকল দিয়েছেন মাথা খাটানোর জন্য আক্ষরিক অনুবাদ বোঝার জন্য না।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  8 месяцев назад

      ​@@DARETOKNOW-oe7krabsolutely right

    • @yahmed4274
      @yahmed4274 8 месяцев назад

      যারা কুরআনের অনুবাদ করেছে তারা মনে করেছে নারীকে দমন করে রাখতে পারলে পৃথিবীর সবকিছু-ই পুরুষের হাতের মুঠোয় থাকবে।
      আমার মনে হয় নারীর জন্য কুরআনে কোন গুপ্তধন লুকিয়ে আছে, আর তাই অনুবাদকারক ইচ্ছা করেই নারী সংক্রান্ত আয়াত গুলো ভুল অনুবাদ করছে।

    • @syedalkaium6224
      @syedalkaium6224 7 месяцев назад

      এটা না হয় বুজলাম "আমরা বাঙ্গালী নারীর সম্মান ক্ষুণ্ণ করার কারণে কুরআনের বাঙলা করেছি"। কুরআনের ভাষা আরবি "তো এরাবিয়ান দেশগুলোর মুসলিম ভাই-বোনদের ভাষা আরবি, তাদের তো বাঙলা করে কুরআন পড়ার দরকার নাই। তবে কি ঐ দেশগুলোর নারীদের সম্মান বা মর্যাদা নাই"। আল্লাহ সুবহানুতা'য়ালা আমাদের সকলের অপরিসীম মঙ্গল করুন।

    • @banglarhasi4203
      @banglarhasi4203 7 месяцев назад +1

      @@syedalkaium6224 আপনি কি জানেন, কোরআনের কথা বলা ধরন অনুসারে আরবের লোকেরা কথাবার্তা বলে না। এমনকি পূরা বিশ্বের কেউ কোরআনিক ভাষায় কথা বলে না।
      আপনার সন্দেহ থাকলে আপনি অনলাইনে/বিশ্বস্ত কারো কাছে থেকে মিলিয়ে নিতে পারেন। আর আপনি যদি সাহিত্য প্রেমি হন, তাহলে আরবি ভাষায় লিখিত বই এবং আরবের ভাষা শিখতে পারেন। তারপর নিজেকে প্রশ্ন করুন, তারা কোরআন বুঝেছে কিনা?

  • @MahadiIslam-mo6je
    @MahadiIslam-mo6je 8 месяцев назад

    ভাইয়া পেজ দা পিপল চ্যানেলে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে এক ভাই আমেরিকার সজল ভাই বলেছে কোরআন মানা বাধ্যতামূলক হাদিস মানা নয় আরেকদিকে আহলে হাদিসের এক ভাই দাবি করছে যে কোরআন মানা বাধ্যতামূলক নয় কিন্তু হাদিস মানা চরম বাধ্যতামূলক কোরআনের চাইতে নাকি হাদিসের গুরুত্ব বেশি এখন আপনি বলেন এটা কোন কথা আহলে হাদিসের ভাই এটাই বুঝাতে চেয়েছি যে কোরআন মানে না মানেন হাদিস মানতেই হবে এটা বাধ্যতামূলক একটা নাতনি বলেন ভাই এই বিষয়ে কি বলবেন

  • @nahidsultana3325
    @nahidsultana3325 2 месяца назад

    আর্য দের আরিয়ান বলে

  • @banglarhasi4203
    @banglarhasi4203 8 месяцев назад

    আশাকরি কোরআন থেকে নিম্নোক্ত বিষয়ে খুতবা দিবেন:
    ১। মসজিদ, বাইত/ঘর বলতে কি কাঠ-পাথরের ঘরকে বুঝায় ?
    ২। যাকাত বলতে কি প্রচলিত কর ব্যবস্থা বুঝায় ?
    ৩। রুকু, সিজদা বলতে কি প্রচলিত শারিরিক চর্চা বুঝায়?
    ৪। সালাত আসলে কি? আমাদের সমাজে প্রচলিত নামাজ ব্যবস্থাকে নির্দেশ করে।
    ৫। নিকাহ বলতে কি আমাদের সমাজে প্রচলিত বিবাহ উদ্দেশ্য?
    ৬। হজ্ব বলতে কি সৌদি আরবে গিয়ে মক্কা-মদিনায় আনুষ্ঠানিক কার্যক্রম করা?
    ৭। বাক্কা, মদিনা দ্বারা কি সৌদি আরবের দুটি শহরকে বুঝায়?

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  8 месяцев назад

      রুকু সিজদা যাকাত নিয়ে চ্যানেল এ বিস্তারিত ভিডিও আছে।আর সালাত নিয়ে তো সিরিজ পর্ব চলমান।
      দয়া করে দেখুন

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  8 месяцев назад

      ​@@ZakirHossain-wh2qjআপনি যাকাত সম্পর্কিত আমাদের ভিডিও টি দয়া করে দেখুন স্যার।
      যাকাত আদায়কারী দের বেতন নয় সাদকা আদায়কারী দের বেতন বলা হয়েছে।
      সুরা তাওবা আয়াত ৬০

    • @banglarhasi4203
      @banglarhasi4203 8 месяцев назад +1

      @@Quran.Research.Intelligence আমি যতদূর জানি, যাকাত কিন্তু দান-সাদকা দেয়ার নাম নয়। যাকাত তথা আত্নশুদ্ধির একাংশ হচ্ছে দান-সাদকা। আল্লাহ আমাদেরকে আত্নশুদ্ধি অর্জন করতে বলেছেন। আমরা বলি 'যাকাত দিতে হবে'। এখন যদি কেউ বলে আপনাকে 'আত্নশুদ্ধি দিতে হবে'। এটা কি কোন অর্থ প্রকাশ করল।
      কোরআনের শব্দগুলো নিয়ে শয়তানেরা খেলা করতেছে।
      আর আমরাও তাদের পথে হাটতেছি।
      ভাই কোরআনের শব্দ আর প্রচলিত অর্থ নেয়ার ক্ষেত্রে একটু সিয়াম করবেন।

  • @musafirraihan3763
    @musafirraihan3763 2 месяца назад

    সব ঠিক আছে, বাকারার ২৩৮ নাম্বার আয়াতটার ব্যাপারে কি বলবেন!!

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  2 месяца назад +1

      @@musafirraihan3763 আমি কিভাবে নামাজ পড়ি শিরোনাম এ ভিডিও তে আলোচনা করা হয়েছে

  • @banglarhasi4203
    @banglarhasi4203 8 месяцев назад +1

    হাদিসে কুদসি: কোরআন অস্বীকারকারীদেরকে আল্লাহ কোরআনের মতো আয়াত/সুরা বানিয়ে আনতে বলেছিলেন, হাদিস লেখকরা কোরআনের মতো আয়াত/সূরা বানানোর চেষ্টা করেছিলেন। আর হাদিস লেখকদের অক্লান্ত চেষ্টার ফল হচ্ছে হাদিসে কুদসী।

  • @hassaniqbal5412
    @hassaniqbal5412 8 месяцев назад +1

    অনুগ্রহ পূর্বক স্যার শব্দটা কারও ব্যবহার করা উচিত নয়। ভাই ব্যবহার করা উচিত। স্যার শব্দের অর্থ জনাব, হজুর, মহোদয়, মহামান্য ইত্যাদি। সবচেয়ে বড় কথা এর মাধ্যমে শ্রেনী বৈষম্য তৈরী হয় আর ভিন্ন ধর্মের অনুকরন। অনুগ্রহপূর্বক আপনারা এসব পরিহার করলে ভাল হয়।

  • @banglarhasi4203
    @banglarhasi4203 8 месяцев назад

    ওযুর বিষয়ে আলোচনা করবেন, এরা তো এটাকে হাত-পা ধৌত করার আয়াত বানিয়েছে।।

    • @RezaulIslam-qx7wt
      @RezaulIslam-qx7wt 8 месяцев назад

      সুরা মাইদাহ্, আয়াত-৬
      শুধুমাত্র হাত ও মুখ ধৌত করতে এবং মাথা ও পা যুগল মোসেহ্ করতে বলেছেন।
      এটাই একমাত্র আয়াত। এর বেশি করার প্রয়োজন নেই। পানি না পেলে বা অসুস্থ থাকলে আরো সহজ করে দিয়েছেন। মহান রব আমাদেরকে কষ্ট দিতে চান না।

    • @banglarhasi4203
      @banglarhasi4203 8 месяцев назад +1

      @@RezaulIslam-qx7wt আপনি কি এই আয়াত নিয়ে চিন্তা ভাবনা কখনো করেছেন? এই আয়াতে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন: বাহ্যিক দেহ পরিষ্কার করার। না নফস তথা আমাদের ভিতরের সত্তা পরিষ্কার করার।।।
      কোনটা?

    • @RezaulIslam-qx7wt
      @RezaulIslam-qx7wt 8 месяцев назад

      @@banglarhasi4203 আল্লাহ্ কোন কিছুই জটিল করেননি। হাত, পা, মুখ বা মাথা তো স্পষ্টতই দেহের অংশ।
      পড়ুন, আল ইমরান, আয়াত -৭।

    • @banglarhasi4203
      @banglarhasi4203 8 месяцев назад

      @@RezaulIslam-qx7wt ওহ! আচ্ছা। ভাই আপনার মাথা মোটা, ঠোট কাটা, হাত ছোট।

    • @yahmed4274
      @yahmed4274 8 месяцев назад

      @@banglarhasi4203বুঝতে পারিনি ভাই, আমরা সবাই শিখতে এসেছি। যার বোধে যতটুকু আসে আমরা শেয়ার করবো কিন্তু কিছুতেই আক্রমনাত্মক বা খাট করে বা কষ্টদায়ক কোন ভাষা একে অপরের জন্য ব্যবহার করবো না। তাহলে শয়তান আমাদেরকে পরাজিত করে দিবে। প্লিজ ভাই, দয়া করে সবাই সংযত থাকবো!

  • @tamannakhuke-7746
    @tamannakhuke-7746 7 месяцев назад +1

    ভাই আপনার সাথে আমি এক মঠ

  • @MdSumon-mm6ki
    @MdSumon-mm6ki 8 месяцев назад

    সালামুন আলাইকুম

  • @mdmonrulmdmonrul
    @mdmonrulmdmonrul 7 месяцев назад +1

    সালামুন আলাইকুম