BOLCHHI TOMAR KAANE KAANE | বলছি তোমার কানে কানে | AMAR TUMI | LATA MANGESHKAR | ECHO FILMS

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024
  • ECHO FILMS presents the Bengali Movie Song “#BOLCHHITOMARKAANEKAANE(বলছি তোমার কানে কানে)" : sung by: #LATAMANGESHKAR, from Bengali movie "#AMARTUMI " directed by, #BIMALROY, Starring: #PRASENJIT, #FARHA,,#NAYANADAS, #ROBIGHOSH, etc.

    Movie Credits :
    ✤ Song :- BOLCHHI TOMAR KAANE KAANE(বলছি তোমার কানে কানে)
    ✤ Movie :- AMAR TUMI
    ✤ Singer :- LATA MANGESHKAR
    ✤ Cast :- Prasenjit,Farha(Mumbai),Nayna Das,Suvendu,Robi Ghosh etc.
    ✤ Lyrics :- PULAK BANERJEE
    ✤ Music : BAPPI LAHIRI
    ✤ Director : BIMAL ROY
    ✤ Label : Echo Entertainment Pvt Ltd
    ✤ Language : Bengali
    ---------------------------------------------------------------------------------------------------
    All Copyright reserved to ECHO ENTERTAINMENT PVT. LTD.
    Enjoy and stay connected with us!!
    Subscribe us:
    Echo Films: / echofilmss
    Echo Bengali Comedy: / echobengalicomedy
    Echo Action Dhamaka: / echoactiondhamaka
    Echo Bengali Romantic: / echobengaliromantic
    Echo Bengali Muzik : / echobengalimuzik
    Follow us :
    • Facebook- / echoentertainmentpvtltdco
    • Follow us on Instagram - / echoentertainmentpvtltd
    • Follow us twitter - / echo_pvtltd
    Label owner : Echo Entertainment Pvt. Ltd.

Комментарии • 1,1 тыс.

  • @prasunmondal8002
    @prasunmondal8002 2 года назад +114

    কি ছিল সেই হারিয়ে যাওয়া দিনগুলো, ভাবলে চোখের কোনে অশ্র এসে যায়। না ছিল মোবাইল, না ছিল ইন্টারনেট। শুধু ছিল একটা টেপ রেকডার। তার মধ্যে থেকে এই মধুর গানটি ভেসে আসত এবং মনটাকে ছুয়ে যেত। নাঃ আর কখনো সেই দিনগুলো ফিরে পাব না।
    Thanks to Lata ji & Bappi da , to give us a very beautiful song.
    RIP Lata ji & Bappi Da. ...🙏🙏❤❤

    • @santanupaul1193
      @santanupaul1193 11 месяцев назад +2

      সব চেয়ে বড় বিষয় হলো সেই অল্প তে যে আনন্দ ছিল সেটা বৃহৎ এ সেই আনন্দ নেই। এর জন্য দায়ী সমাজ নয়। রাজনীতি দায়ী। যারা আনন্দ কেরে নিয়ে আধুনিকতার জন্য ব্যস্ত। মিলিয়ে নেবেন

  • @safatzaman1676
    @safatzaman1676 3 года назад +926

    কিছু মানুষ কিছু স্মৃতি বহন করে, কিছু গান, পুরনো মানিব্যাগ, পুরনো পথের মোড়, পুরনো স্কুল - কলেজ বা ভার্সিটি, হয়তো পুরনো কোন কিছুর গন্ধ অনেক পুরোনো স্মৃতি মনে করিয়ে দেয়। এই গান সেরকমই একটা গান। হ্যাপি লিসেনিং

  • @sudhirmahara3130
    @sudhirmahara3130 3 года назад +165

    এইসব গান ঈশ্বরের আশীর্বাদ। পুরনো কেন এত মিষ্টি হয়? তখন আমাদের গ্রামে একটিই মাত্র ভিডিও হল ছিল। বিকেলে আমরা পাড়ার দাদাদের পয়সা জমা দিয়ে এইসব সিনেমাগুলো দেখতাম। মাত্র চার আনা পয়সা দিলেই বান হয়ে যেত। সেসময় প্রত্যেক পাড়ায় একজন হিরো দাদা থাকত। যারা আমাদের যাত্রা, বুলানগান, পঞ্চরস, সাইকেল খেলা, রাইবেশে, কবাডি খেলা ইত্যাদি দেখতে নিয়ে যেত। বেশি রাত হলে আমার মা আমায় খুব মারত। তবুও আমরা ছিলাম বেহায়া। কিন্তু তখন খুব কষ্টের দিনও গেছে। প্রচন্ড অভাব সহ্য করেছি। মাটির বাড়ি, মাটির রাস্তা, বর্ষায় কাদা, মাটির হাড়ি, পুকুরে সাঁতার, মাঠে গরু, স্কুল যেতে ভয়, লুকিয়ে বিড়ি খাওয়া, পেয়ারা চুরি, বগি থালায় ভাত, পাথরের বাটিতে মাছের টক, কাঁসার গ্লাসে জল, দুধের চাছি, গুরের বাটি, কুলের আচার, মাইকের গান, পঞ্চমীর গ্রাম্য মেলা, ঢেঁকির চাল এই করতে করতে দিন শেষ। মেয়েরা চোখে কাজল দিত। অনেকের প্রাণ হারিয়ে যেত তাতেই। তখন কেউ কাউকে প্রেম করে ছেড়ে দিলে সেই ছেলেটি বা মেয়েটি প্রায় মরেই যেত। তাতেও আমরা প্রচুর মজা করেছি। ফিরে আসুক সেইসব দিন এইসব গানের মধ্য দিয়ে।

    • @chhakulalhansda8116
      @chhakulalhansda8116 2 года назад

      Smriti tumi bedona!

    • @kamrulahmed8074
      @kamrulahmed8074 Год назад

      খুব চমৎকার বলেছেন।

    • @dittsaduttamajumder1009
      @dittsaduttamajumder1009 Год назад +1

      খুব সত্যি কথা ❤

    • @aruproy998
      @aruproy998 Год назад +2

      একদম মনের কথা।এইসব গান শুনলে পুরোনু দিনগুলো মানে পুকুরে বা নদীতে সাতরানো,সেই সবাই মিলে সরস্বতী পূজো এবং মাইকে এই ধরনের গান বাজানো।এখন ছেলেবেলার বন্ধুরা কেমন আছে, কোথায় আছে,তাও যোগাযোগ করতে পারিনা।গানটি শুনে আবেগতারিত হয়ে গেলাম এবং পুরোনো স্মৃতি মনে করে চোখর কোনে কয়েক ফোটা জল।♥️♥️

    • @aparnamondal3389
      @aparnamondal3389 Год назад

      Gan ta to sundor apnar lekha Tao khub bhalo

  • @rinabanerjee9601
    @rinabanerjee9601 3 года назад +193

    এই গানটা শুনে মনে হয় পৃথিবীতে এর চেয়ে সুন্দর কোন সুর ই আজ‌ও পর্যন্ত তৈরী হয়নি 👍❤️👍❤️।

    • @tuhindas294
      @tuhindas294 3 года назад +4

      একদম ঠিক বলেছেন মাসিমা। আমারও তাই মত।

    • @is8365
      @is8365 2 года назад +2

      Amar o emota mone hoy

    • @sunnypaul9009
      @sunnypaul9009 2 года назад +1

      Akdom thik bolechen,ki music BAPPI LAHIRIR,asole lekhatai khub sundor PULAK BANNERJEE er,r temni geyecchen Lata ji.

    • @acty6067
      @acty6067 Год назад +1

      yes truly

    • @panchodaspanchodas5446
      @panchodaspanchodas5446 Год назад

      Fgtcvhbgn😊

  • @soumyadwipchakrabarty7776
    @soumyadwipchakrabarty7776 3 года назад +257

    I am from 90s. But trust me, I still cry when I hear the song.. This is not a song for me. Its a childhood memory.
    কিছুক্ষন চুপ চাপ থাকতে ইচ্ছা করে শোনার পর...❤❤

  • @sulalbarua977
    @sulalbarua977 2 года назад +42

    দেশটা কে ভাগ করছে কিছু স্বার্থপর রাজনৈতিকরা কিন্তু আমাদের আবেগকে কেউ আলাদা করতে পারি নি।আমার ৯০ এর শৈশব কেটেছে তাই খুব মিস করি এসব গান।বাপ্পি দা যেখানে থাকবেন ভালো থাকবেন।সেই সময় বোম্বা দা বিশাল ভক্ত ছিলাম।
    ❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @abhihalder3626
    @abhihalder3626 3 года назад +204

    A TO Z যদি গানের কথা বলি , এই গান টা আমার জীবনের স্রেঠ গান !! ❤️❤️❤️ ধন্যবাদ লতা জী , বাপ্পী লাহিড়ী, পুলক ব্যানার্জী কে ,যে এতো ভালো একটা গান উপহার দেওয়ার জন্য🙏🙏

    • @soumyadeeproy1087
      @soumyadeeproy1087 3 года назад +1

      Ppoojh

    • @goutammallick4686
      @goutammallick4686 3 года назад +2

      একদম ঠিক। এই সব গানে সত্যিই হিরে, সোনা সহ সব মনি মানিক্য আছে ❤️❤️❤️❤️❤️❤️

    • @kolloldey3550
      @kolloldey3550 3 года назад

      RIGHT

    • @akashgorain570
      @akashgorain570 3 года назад

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii7iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii7iiiiiiiìiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii7iiiiiiiiiiiii77ii7777777777777777777777777777i7777777i7777777777777777777777777777777777777777777777777777777777777777777iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @palp85
      @palp85 2 года назад +2

      amra praie lyricist k vulei jai...jar lekhonite ato sundor kotha takeo sobar dhanyobad deya uchit...anekgulo comments porar por apnar comment e sobaike dhanyobad japon pelam..... thank you apnakeo

  • @tanmoykarati6073
    @tanmoykarati6073 2 года назад +45

    গানটার মধ্যে এক অদ্ভুত ভালোবাসা রয়েছে, তাই যতবার-ই শুনি শুনতেই ইচ্ছে করে। ❤️❤️

  • @krishnaprasad1085
    @krishnaprasad1085 3 года назад +12

    10 साल की उम्र में सर्वप्रथाम बार यह गाना दूर्गापूजा पंडाल में सुना था उस समय बंगला समझ में नहीं आता था पर ये जरूर अहसास होता था कि इस गाने में जरूर कुछ बात है जो मन को छू जाती है और आज ये बात सच हुआ की वास्तव में यह गाना HEART को TOUCH करता हैं और सुनने के बाद मन को शान्ति मिलती है

  • @avijittarafdar1323
    @avijittarafdar1323 3 года назад +28

    গানটা শুনছি। মনের আজান্তেই কখন চোখের কোণে জল চলে এলো। হারিয়ে গেছিলাম ছোটবেলার স্মৃতিতে।

  • @jharnadas8261
    @jharnadas8261 4 года назад +294

    জীবন কি আমরা জানি না,তবে পুরনো কিছু এমন গান শুনলে নতুন করে বাঁচতে ইচ্ছা করে,আর পুরনো কিছু ঘটে যাওয়া জিনিস কোনোদিন ভোলা যাইনা

  • @rubelghosh5012
    @rubelghosh5012 3 года назад +82

    ছোটবেলার অনেক সৃতি হারিয়ে ফেলেছি, শুধু এই গান গুলো ছাড়া,তাই আজও শুনি,জানিনা কেন অজান্তে চোখে জল চলে আসে

  • @ajdipu9168
    @ajdipu9168 3 года назад +18

    আমার হৃদয় আছে এই গান টা শুনলে বুঝতে পারি..... গানের মধ্যে আমাদের সুখ, দুঃখ, লুকিয়ে থাকে,,,,এই গান যারা শুনেছেন আমি হলফ করে বলতে পারি পুরানো স্মৃতি চোখের সামনে ভেসে উঠবে..... মৃত্যুর আগে পর্যন্ত শুনতে চায়......

  • @dipakdas7346
    @dipakdas7346 7 месяцев назад +19

    ২০২৪ সালে এই গানটি যারা শুনছো তারা লাইক কমেন্ট করে সাড়া দাও, নোটিফিকেশন পেলে আবার শুনতে আসবো❤❤

  • @AS_7419
    @AS_7419 2 года назад +84

    চির শান্তির দেশে ভালো থাকবেন বাপি দা ।😭🙏🙏

    • @AS_7419
      @AS_7419 Год назад +1

      Om shanti 😢🙏🏽

  • @papaisarkar3530
    @papaisarkar3530 4 года назад +73

    কোনো কথা হবে না অসাধারণ... শুনলে যেন কোথায় হারিয়ে যাই... খুব কাছের মানুষটির কথা মনে করিয়ে দেয়... অসাধারণ...

    • @vang_Tori
      @vang_Tori 3 года назад +1

      Thik bolechen

    • @bappaghoshal5358
      @bappaghoshal5358 3 года назад +1

      Sotti mon ta santi lage gaan ta jotobar e suni ❤👌

  • @scd3523
    @scd3523 3 года назад +30

    আমার ছোটবেলার ভীষণ ভালোলাগার গান।তুমুল জনপ্রিয় হয়েছিল ৯০র দশকে আমাদের বাল্যকালে।সারাক্ষণ গুণগুণ করে গাইতাম।

  • @SubrataDas-jv2jt
    @SubrataDas-jv2jt 4 года назад +105

    তখন আমার বয়স ২০. জীবনের প্রথম প্রেম। প্রেমিকার সাথে লুকিয়ে সিনেমা টা দেখতে গিয়েছিলাম। আমার প্রেমিকা তখন নাইনে পড়ত। আজ এই গান শুনতে শুনতে সেইদিন গুলো হাতড়ে বেড়াচ্ছিলাম।

    • @AkashAkash-fu1un
      @AkashAkash-fu1un 3 года назад

      আলো

    • @shahnewazmaimuna2722
      @shahnewazmaimuna2722 3 года назад +9

      প্রেমিকা টা কি এখন বউ হিসেবে আছে?

    • @shanpoddar921
      @shanpoddar921 3 года назад

      kobe release hoyechilo saal ta ki ? chobi tar naam ki ?

    • @subhaspal248
      @subhaspal248 3 года назад +1

      @@shanpoddar921 ছবির নাম আমার তুমি সাল 1989 14 ই এপ্রিল।

    • @mirjahanali3620
      @mirjahanali3620 3 года назад

      @Sumaya Hossain ATO excited ki bapper 🙄

  • @avijitsen9000
    @avijitsen9000 4 года назад +251

    ছোট বেলার স্মৃতি। গানটা শুনলে আনমনা হয়ে যাই।মন কেমন করে।কি যেন হারিয়ে ফেলেছি জীবন থেকে!!

    • @guljaransari4189
      @guljaransari4189 4 года назад +9

      ঠিক একই অনুভূতি আমারও হয়। সোনালী অতীত মনে পড়ে যায় ।

    • @jamilahmed5647
      @jamilahmed5647 4 года назад +4

      আসলেই আমার হয়।

    • @asifsiddique4210
      @asifsiddique4210 4 года назад +16

      এসব তো গান না মনে হয় এক একটা জীবন,এক একটা দিন,এক একটা ফেলে আশা সোনালী মুহূর্ত। আবার যদি নতুন করে ফিরে পেতাম সেই সব দিন গুলো আর ভূল করতাম না জীবনে।

    • @hazrasukchand5811
      @hazrasukchand5811 4 года назад +2

      Same to you

    • @sayantandey1022
      @sayantandey1022 4 года назад +4

      sotti amader chotobela ta khub sundor chilo ...amar ei gan ta sunle toh kahli voj barir katha mone pore jai ..hahahha

  • @benzimhasan405
    @benzimhasan405 4 года назад +29

    মনটা সেই আগের সময়ে চলে যায়। সুরকার এবং গায়কীর অনবদ্য এক সৃষ্টি ! Love this song with the same emotions. Thank you.

  • @rabindrahaldar3722
    @rabindrahaldar3722 2 года назад +21

    অনেককিছুই হারিয়ে ফেলেছি জীবন থেকে ৷ তারা অফেরৎযোগ্য ৷ শুধু এই গানটাকে হারাতে দেব না কিছুতেই ৷ এমন গান শুনলে আরও হাজার বছর বাঁচতে ইচ্ছা করে ৷ লতা মঙ্গেশকর+বাপি লাহিড়ী আজও বেঁচে আছেন আমাদের মত স্মৃতি আগলে রাখা শ্রোতাদের মননে ৷

  • @subhashghosh7693
    @subhashghosh7693 3 года назад +40

    গভীর মানে ভরা বাংলা ভাষা ও সুর। যা সারাজীবন মানুষ কে ভালোবাসতে শেখাবে। আলাদা করবে আমাদের বাকিদের থেকে।❤️❤️

  • @alexacutelabradorgirl1411
    @alexacutelabradorgirl1411 3 года назад +72

    এইসব গান ছোটবেলার বহু স্মৃতি মনে করিয়ে দেয়, সত্যিই পুরানো দিনগুলো এইসব গানের মধ‍্য দিয়ে বেঁচে থাকুক ❤

  • @anjanchatterjee6074
    @anjanchatterjee6074 3 года назад +115

    বাপি লাহিড়ীর শ্রেষ্ঠ সৃষ্টিগুলির মধ্যে এই গানটা অবশ্যই জায়গা করে নেবে তার সাথে লতাজির গলার জাদু। এইসমস্ত গান শুনলে মনপ্রাণ সব জুড়িয়ে যায় ❤️❤️❤️

  • @avijitbasak4111
    @avijitbasak4111 4 года назад +155

    বলেছিলাম তার কানে কানে ............ বিশ্বাস করেনি হয়তো.........
    খুব কষ্ট হয়........
    অতীত মোছা যায় না!!

  • @atanushaw6553
    @atanushaw6553 3 года назад +78

    আমার মা 10/07/2021 মারা গেছেন । মা এই গান গুলি শুনতে খুব ভালোবসতেন । এই গান গুলি শুনলে আমি খুব কষ্ট পাই আর মাকে খুব মিস করি।

    • @antarasaha1271
      @antarasaha1271 2 года назад +1

      😪

    • @biswabratabhattacharya5865
      @biswabratabhattacharya5865 2 года назад +7

      atanu thik bolechen amar maa o ei gaan guli sunte khub bhalo basto ei cinema ta mayer sathe giye dekhechilam amar age takhon 7, amar maa o 55 din holo mara
      giyeche , khub kasto hocche tomake chara banchte maa

    • @pratapdey9438
      @pratapdey9438 2 года назад

      @@biswabratabhattacharya5865 😭😭😭😭😭

    • @pratapdey9438
      @pratapdey9438 2 года назад

      😭😭

    • @bipuldas2165
      @bipuldas2165 2 года назад

      😥

  • @nayanchakraborty.ilovekris9359
    @nayanchakraborty.ilovekris9359 4 года назад +51

    এইসব গান শুনলে ছোটোবেলার কথা মনে পরে যায়,মনে হয় আবার ছোটোবেলায় চলে যাই ...যেটা আর সম্ভব না

    • @falgunisarkar9024
      @falgunisarkar9024 2 года назад

      Dada choto balar din gulo anek valo chilo, miss kori dingulo k.

  • @sanjujay2488
    @sanjujay2488 3 года назад +31

    আমার মতো কে আছে, যে বাংলাদেশের একটা মফস্বল (গ্রাম) থেকে পুরো গান টা শুনছি।
    কেমন যেন নষ্টালজিক হয়ে যাই।
    বার বার শুনতে ইচ্ছে করে।

    • @puspapaul8801
      @puspapaul8801 3 года назад +2

      হুমমম সত্যি তাই।

  • @anjaneditz4473
    @anjaneditz4473 3 года назад +154

    ২০২১ এ কেও কি শুনছো আমার মতো,
    কানে হেডফোন + বাসের জানালা ধারের সিট,
    পুরো ❤️❤️❤️❤️

  • @bappabhattachariya2700
    @bappabhattachariya2700 3 года назад +5

    সেই অতিতের সোনালী দিনগুলি আর কোনোদিনও ফিরে পাওয়া সম্ভব নয়, কিন্তু সেই মধুর ও সোনালী স্মৃতিগুলি তো আর সময়ও হয়তো কেড়ে নিতে পারবে না। এগুলোই এখন আমার সোনালী সম্পদ ও আমার মুখের মিষ্টি সোনালী হাসির ঝিলিক। তাই বলা যেতেই পারে যে এই গানটা শুনতে শুনতে স্বপ্ন সুখের মাঝে অমরত্তের সন্ধান পাই।

  • @biswojithpal4912
    @biswojithpal4912 4 года назад +123

    যখন প্রেম করছিলাম তখন এই গান গুলো তাম পুরোনো দিনের গান,আজ ও এ গান শুনলে আগের কথা মনে পড়ে য়ায়? love this song

  • @pallabdeepdaw2271
    @pallabdeepdaw2271 3 года назад +55

    মা সরস্বতী যেন নিজে গাইছে ❤️❤️❤️

  • @rudrajitroy543
    @rudrajitroy543 4 года назад +25

    এই গান শুনলে পুরনো দিনের অনেক কথা মনে পড়ে যায়, আমরা তখন স্কুলে পড়ি ।আমরা বন্ধুরা এই সিনেমা গুলো নিয়ে খুব আলোচনা করতাম।

  • @dipankarbiswas8981
    @dipankarbiswas8981 Год назад +2

    Divine voice by Lata mungeskar and unique creation by Bappi lahiri and Pulak banarjee. Respect!

  • @milanmondal1508
    @milanmondal1508 3 года назад +14

    এই গান গুলো শুনলে পুরোনো দিনের কথা মনে পড়ে।। আমি একজন Police officer, এই গান গুলো বেশী করে শুনি।।

  • @journeywithpori
    @journeywithpori 3 года назад +88

    আমি এখন ৩১। ছোটবেলায় রেডিও তে গান গুলো শুনতাম। আর এখন সেই একই অনুভুতি। 👍👍😘😘

    • @amitroy1046
      @amitroy1046 3 года назад

      To

    • @indrajitnandi4830
      @indrajitnandi4830 2 года назад

      Asadharan anubhuti. Puro flashback to childhood.

    • @starsudeb3563
      @starsudeb3563 Год назад

      আমারও ৩১
      আমরা বুঝি এই গান এর কদর। এই গানের অনুভূতি যে কি আমরা বুঝি।সারাজীবন শুনলেও এই গান পুরনো হবে না।

    • @goldendream3704
      @goldendream3704 8 месяцев назад

      Wow

  • @sanjayadhikari2865
    @sanjayadhikari2865 3 года назад +27

    গানের কথা ,সুরকার,আর অবশ্যই এক এবং অদ্বিতীয় লতা মঙ্গেশকরের গাওয়া এই গান কোনদিন পুরনো হবে না

  • @rahmanmoti
    @rahmanmoti 2 года назад +6

    যাকে পাবার জন্য একদিন স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন সেই তাকেই ভোলার জন্য সেই স্রষ্টার কাছেই আবার প্রার্থনা করবেন আর এর নাম ভালোবাসা।
    প্রিয় এ গানটির জন্য বাংলাদেশ থেকে একরাশ ভালোবাসা।

  • @saharulmir9756
    @saharulmir9756 2 года назад +29

    This voice is alive forever,
    Thanks for sweetest and lovable songs. R.I.P LATA MANGESHKAR JI ❤️❤️

  • @kakolibaidya4083
    @kakolibaidya4083 3 года назад +18

    এই গান টা শুনলে আমার পাগলির কথা খুব মনে পরে বা এখনো পড়ছে
    আমি ওকে হারাতে চাই না
    তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেনো তাকে আমি আমার জীবনে ফিরে পাই.......
    এই টুকু আমার চাওয়া 🙏🙏

  • @pramoddolui6135
    @pramoddolui6135 3 года назад +19

    এই গান চিরদিনই অমর হয়ে থাকবে❤️❤️❤️❤️

  • @budhanmaji7153
    @budhanmaji7153 3 года назад +6

    ভালোবাসার কোনো শেষ নেই,
    কেন বার বার সেই পুরনো দিনের কথা গুলো মনে পড়ে যায়,, অনেক দিন পরে আজ আবার শুনলাম,, অনেক ভালো লাগলো, কে কে 2021 শুনছো ।

  • @debrajroy2212
    @debrajroy2212 2 года назад +14

    ছোটো বেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল।😊😊😌

  • @gangabiswas2133
    @gangabiswas2133 2 года назад +2

    Ei gane sobar koto j sriti lukiye ache.... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @happyafreen7996
    @happyafreen7996 2 года назад +6

    এসব কালজয়ী গান শুনলে খুব ইচ্ছে করে পুরানো সেই সোনালি দিনে ফিরে যাই। যা কখনোই সম্ভব নয়😢

  • @ranjitsarkar1508
    @ranjitsarkar1508 8 месяцев назад +1

    আমাদের সুন্দর পৃথিবী থেকে সুন্দর নক্ষত্র গুলি চির কালের এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে আপনাদের কে খুব মিস করি। যেখানে থাকেন ভালো থাকবেন ভগবাননের কাছে এক মাত্র কামনা।

  • @arnabk5881
    @arnabk5881 3 года назад +76

    এই গানটি আর 'এই রাত তোমার আমার'-দুটি শুনলেই গায়ে কাঁটা দেয়।

  • @drpoll67
    @drpoll67 2 года назад +2

    আমার খুব খুব পছন্দের একটা গান, আজ পর্যন্ত আমি যতবার এ গান শুনি, ততবারই খুব আবেগী হয়ে পড়ি, প্রেমের যে স্বর্গীয় অনুভূতি, তা অনুভব করতে শিখি এই গান থেকেই..... 💖💖💖

  • @DilipKumar-sc3zh
    @DilipKumar-sc3zh 3 года назад +8

    অসম্ভব ভালো গান❤️❤️
    একটা আবেগ, অনুভূতি ও ভালোবাসা জড়িয়ে রাখে এই অপূর্ব গানটি 💜💜

  • @Messi_764
    @Messi_764 3 года назад +2

    কিছু মানুষ কে মন থেকে ভালোবাসলে কোনোদিনই ভুলা যায়না।। হইত ঐ মানুষটিকে নিজের করে না পেলেও মানুষটির স্মৃতি সবসময় হৃদয়ের মাঝে থেকে যায়।।

  • @surajsk-nz3rt
    @surajsk-nz3rt 2 года назад +19

    গানটা দেখছি আর ভাবছি, লতাজী ও বাপ্পি দা আর আমাদের মাঝে নেই 💔

  • @newchandraagency
    @newchandraagency 2 года назад +7

    এই গানটা শুনে সারা শরীর কাঁটা দিয়ে উঠছে ♥️♥️♥️

  • @pinakiray3252
    @pinakiray3252 3 года назад +21

    এই গান গুলো শুনলে মন ভরে যায় ।
    আর এখন কার বাংলা গানের মধ্যে বাংলা ভাব এ নেই ।

  • @sajalmahali9734
    @sajalmahali9734 Год назад +1

    মনটা খুবই বিষন্ন। হঠাৎ গানটার কথা মনে আসলো। আর তাই লতাজি ও বাপ্পিদার গলায় শুনলাম একাধিকবার। কিছু সময়ের জন্য হলেও নিজেকে এক অপার্থিব ভালোলাগায় আবিষ্ট করতে পারলাম। হয়তো বিষন্ন মন ভালো করার জন্যই কালজয়ী এসব গানের জন্ম।❤❤❤

  • @priyankachakrabortywithfri169
    @priyankachakrabortywithfri169 4 года назад +89

    2020 te suneo sara sorir e kanta diye dichhe, sobar e tai hobe I think ☺☺

  • @siddheswarroy5301
    @siddheswarroy5301 4 года назад +13

    কোনো দিনও পুরনো হবে না এই গান গুলো যত দিন বেঁচে থাকবো তত দিন শুনবো !!!!!

  • @zoyanoor3359
    @zoyanoor3359 3 года назад +54

    Remembering my late father who brought a caset which played this song....tears come to my eyes hearing this song

  • @cityb4u
    @cityb4u 4 года назад +91

    50 years from now jodi keu read korcho, jeno e chilo Bhalobasar gaan
    Lata Ji Amar Rahe ❤️

    • @susmitasikdar1075
      @susmitasikdar1075 4 года назад

      Superb song

    • @sijir6491
      @sijir6491 3 года назад

      Khub khhub bhal lagche

    • @bapimajumder7197
      @bapimajumder7197 3 года назад

      লতা দিদি বেচেঁ আছেন, মারা গেলে অমর রহে বলতে হয়.... Disgusting

    • @rakeshsarkar4016
      @rakeshsarkar4016 3 года назад +1

      @@bapimajumder7197 lata di long live

  • @PIYUSH-op2su
    @PIYUSH-op2su 3 года назад +10

    আমার ছোট বেলা থেকে এই গানটি শুনছি হাজার বার শুলেও মন ভরে না।

  • @tamaldaysarkar6233
    @tamaldaysarkar6233 4 месяца назад +1

    এই গানটা আমার মাই খুব প্রিয় ছিল। সে এখন বর্তমানে নেই 19.02.2020. তখন সেই গানগুলো মানে বুঝতাম না কিন্তু এখন গানের মানে বুঝি তাতে খুব ভালো লাগে আমার মন থেকে ফিল করি প্রতিদিনের কথাগুলো মায়ের স্মৃতির কথা মনে পড়ে I miss you maa😢😢😢

  • @gameofjoy3561
    @gameofjoy3561 Год назад +5

    Tears roll from my eyes when I listen to this masterpiece. Bappi da and Lata Ji.. what a combination and what a song. Melody is outstanding. So many years have passed but songs like this never grow old. They always stay in our hearts. ❤

  • @mdmijanurrahaman9301
    @mdmijanurrahaman9301 4 года назад +17

    যখন শুনি তখনই নতুন , অমর গান সারা জীবন নতুন হয়ে থাকবে 💕💕

  • @icemagic379
    @icemagic379 4 года назад +98

    আর কোনদিন ও এই রকম সোনা ফলানো গান বাংলা বইয়ের জগৎ এ জন্মাবে না।

  • @SpPaul-qf3wm
    @SpPaul-qf3wm Год назад +2

    কিছু গান শুনলে স্বর্গ সুখ অনুভব করি এর মধ্যে এই গানটিও একটি। 2023 এ এসেও এই গানগুলোর প্রতি ভালোলাগা , ভালোবাসা একটুও কম হয়নি।❤😇

  • @lovesnight1945
    @lovesnight1945 3 года назад +12

    এইরকম হলো ভালোবাসার গান😍😍, আর এখনকার গান "tu khich meri photo, 😩😩"

    • @Raka-kr7xm
      @Raka-kr7xm 3 года назад

      সত্যি তাই।

    • @mridulsarkar1123
      @mridulsarkar1123 3 года назад

      Candy po po po kuno gaan ai gulo

    • @goutammallick4686
      @goutammallick4686 3 года назад

      এগুলো শুধু গান নয় এগুলো জীবন ❤️❤️❤️❤️

  • @MdRony-jr8sp
    @MdRony-jr8sp Год назад +1

    দুই চোখে ভড়ে পানি চলে এলো,গানটা সোনার পর আমার কাছে মনে হলো পৃথিবীতে কিছুই নাই, ছোট বেলায় অনেক ভালো ছিলাম,😂😂😂😂😂😂😂😂😂😂,বড় হয়ে শুধু কষ্ট আর কষ্ট, পুরোনো দিনের কথা মনে পড়ে গেল অনেক দিন পর,১/১/২০৪, অনেক আফসোস হয় এই দিন গুলো, অনেক মিস করি,😂😂😂😂😂😂

  • @nirmalsarkar3599
    @nirmalsarkar3599 3 года назад +4

    গানটি আমার খুবই প্রিয়। অনেক শৃতি লুকিয়ে আছে এই গানের মধ্যে। জীবনের সঙ্গে গানটি সম্পূর্ণ মীল আছে।

  • @tanvirahmed-5466
    @tanvirahmed-5466 3 года назад +2

    একটা সময় এই গানগুলো শুনলে ভালো লাগতোনা বয়স কম ছিল এখন বুঝতে শিখেছি গানগুলো শুনলে সত্যিই মন ছুয়ে যায় পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায়"ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো

  • @saidarafa4292
    @saidarafa4292 4 года назад +4

    Gaan ta sunle purano sob kotha r fale asha din gulo mone pore jai...
    Tokhn buji jibon theke koto kisuu na harie falechi...
    2020 sale ase o ai gaan ta suni.. Ami

  • @chaitysharma7714
    @chaitysharma7714 3 года назад +5

    🥰 গানটা শুনলে কি মনে বুঝতে পারি না।।।শুধু শুনতেই থাকি🤗 ভাল লাগার গানের মধ্যে একটি💓

  • @sumitroy1165
    @sumitroy1165 4 года назад +53

    This song inspires a man to fall in love with a true lady.

  • @gourharimukhrjee3355
    @gourharimukhrjee3355 3 года назад +1

    আ হা কি গান । সেই পূরোনো দিনের কথা মনে পড়ে যায়। বন্ধুদের সঙ্গে টিউসেনি কামাই করে সেই সিনেমা হলে যাওয়া।আজ তো সেই হল গুলো মিউজিক হয়ে গেছে।

  • @samirdas4164
    @samirdas4164 3 года назад +28

    হারানো সোনালী অতীত যা আর কখনও ফিরে পাব না

  • @tamalbhakta3054
    @tamalbhakta3054 2 года назад +2

    Aaabeg ♥️♥️

  • @koushikmandal5894
    @koushikmandal5894 3 года назад +5

    গানটি যতবার শুনি, যতই মন খারাপ থাকে না কেন, খুশিতে ভরে ওঠে মন। মনে পড়ে পুরোনো ভালোবাসার কথা। 💞💞

  • @subhadipgoswami7134
    @subhadipgoswami7134 2 года назад +2

    গানটি আমার খুবই প্রীয়।।। অনেক স্মৃতি লুকিয়ে আছে এই গানের মধ্যে।। সত্যি কি দিন আমরা হারিয়ে এসেছি।।

  • @avijeetgupta982
    @avijeetgupta982 3 года назад +3

    এই গান অনেক শৈশবের কথা বলে।কখনও পুরোনো হবে না।তখন বাবা রেডিওতে এই গান শুনতেন আমিও মন্ত্র মুগ্ধ হয়ে যেতাম।

  • @abhisekmukherjee2130
    @abhisekmukherjee2130 3 года назад +2

    Ahhaaa Fatafatii, Onek katha mone pore jai.....

  • @Shihabffff
    @Shihabffff Год назад +3

    ami prematal golper mughdor gaoa gan sune sunte aslam ganta sotti osadharon

  • @Rubaiyaislam6412
    @Rubaiyaislam6412 9 месяцев назад +1

    Kichui bolar nei oshadharon oshadharon oshadharon.100 bochoreo puran hobe na eishob gan.

  • @NazimUddin-mx5zp
    @NazimUddin-mx5zp 3 года назад +8

    Ganta sunle kmn jeno hoi jai...❤❤

  • @UddinTaj
    @UddinTaj Год назад +2

    এই গানটি শুনলে নিজের অজান্তেই অন্য এক জগতে চলে যাই যত শুনি তত ভালো লাগে।

  • @kolponadadgupta2978
    @kolponadadgupta2978 3 года назад +20

    Used to listen this when i was 6/7 years old, with my parents .we three used to sleep listening these. Nostalgic 💙

  • @Messi_764
    @Messi_764 9 месяцев назад

    এই গানটির সাথে জীবনের অনেক স্মৃতি জড়িয়ে থাকবে। হয়তো এক সময় আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু এই গানগুলো আর এই গানগুলোর সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো কোনোদিন ই শেষ হয়ে যাবে না❤

  • @souban2008
    @souban2008 4 года назад +23

    Lataji incomparable artist. One of world greatest.

  • @ShuvoKhan-hl5le
    @ShuvoKhan-hl5le Год назад +2

    কত সুন্দর সোনালি সময় ছিল, ভেজালমুক্ত পরিবেশ

  • @souravchakraborty3687
    @souravchakraborty3687 4 года назад +8

    অসামান্য, বাংলা গানের জগতে এ এক অমূল্য সম্পদ।

    • @MDkhan12724
      @MDkhan12724 4 года назад

      হা দাদা আপনি ঠিক বলছেন

  • @bijoynondi2928
    @bijoynondi2928 3 года назад +1

    ছোটবেলা থেকে যতবার শুনি এখনো নতুন মনে হয়।কিন্তু যাকে ঘিরে এতো আবেগ অনুভূতি ছিলো,Family tragedyতে divided.

  • @anandashaw1891
    @anandashaw1891 3 года назад +5

    90 s er din gulo chilo golden era satti jeta aar kono din firbe na

  • @sahinayeasminrima7700
    @sahinayeasminrima7700 3 года назад +2

    Onek Sriti Achhe Gantar Songe Amar 😣Husband Er Songe Bises Muhurto Katatam Aie Ganta Sune...
    Se Akhon Onek Dure 😔😔😔
    Mone porena tar amar kotha....

  • @tamalc370
    @tamalc370 4 года назад +18

    Music....Bappi Da !! Salute...

  • @parthajitmahato2374
    @parthajitmahato2374 8 месяцев назад

    এই সকল গানের কোনো বিকল্প হয় নি/হবেও না। সত্যি অসাধারণ ভালোবাসা/ভালোলাগা ছোটোবেলার অনুভূতিকে জাগিয়ে তোলে....।

  • @educationyourtarget8932
    @educationyourtarget8932 3 года назад +8

    Love is immortal.
    এই গানের সুর অনেক স্মৃতি মনে করিয়ে দেয়।

  • @rajeshacharya9814
    @rajeshacharya9814 3 месяца назад +2

    Evergreen song❤❤❤

  • @MehediHassan-tv5ch
    @MehediHassan-tv5ch 3 года назад +29

    ২০২১ এ কে কে শুনেছেন?

  • @bonyganguly6673
    @bonyganguly6673 3 года назад +13

    I was 5;so was the actor-boy whom I used to think as the singer as well.How one can think that a 60 yrs woman is singing?💐Jay Maa Saraswati

  • @puspitahazra8116
    @puspitahazra8116 3 года назад +2

    মাধ্যমিকের পর প্রথম দেখা সিনেমা,‌হলে গিয়ে সিনেমা টা ‌দেখতে দেখতে কেঁদে ফেলে ছিলাম।

  • @gautamchatterjee6470
    @gautamchatterjee6470 3 года назад +4

    An immortal creation by Bappi Lahiri 👍

  • @shanjibshom9486
    @shanjibshom9486 3 года назад +1

    ৪০ বছরে এসে সেই ১৭ বছরে ফিরে গেলাম।যাকে ভাবতাম গানটা শুনে শুনে সে দু সন্তানের জননী.....
    তার আর আমার পথ ভিন্ন।
    কিন্তু গানটা এখনো অমলিন.....

  • @soumenbaral5954
    @soumenbaral5954 4 года назад +28

    সুন্দর একটি গান , যেমন লেখা তেমনি কন্ঠ , অসাধারণ

    • @sathighosh4276
      @sathighosh4276 4 года назад +2

      জজজডবভভভভভভ

    • @chiranjitkolay8651
      @chiranjitkolay8651 4 года назад +1

      একদম ঠিক দাদা অসাধারন গান আমার খুব প্রিয় একটি গান.