২ হাজার টাকা খরচে ৬০ হাজার টাকা লাভ- বুদ্ধিমান কৃষক- সাফল্য ও বিস্তারিত

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 274

  • @yasinmazumder9662
    @yasinmazumder9662 3 года назад +8

    একজন সরকারি কর্মকর্তা এত ভালো হতে পারে, আপনার ভিডিও গুলো যত দেখি ততই মুগ্ধ হচ্ছি।

  • @প্রবাসটিভি-হ৪ন

    ইনশাআল্লাহ আমিও দেশে এসে কৃষি কাজ করবো ধন্যবাদ স্যার।

  • @shahalamkiron7760
    @shahalamkiron7760 6 лет назад +2

    স্যার আমি আপনার সবগুলো প্রতিবেদন দেখি। খুবই অনুপ্ররেণা পাই।আমি অনার্স 3য় বর্ষের ছাত্র।আমার ইচ্ছা আছে লেখাপড়া শেষে এই কৃষিতে ক্যারিয়ার গড়ব।আমার জন্য দোয়া করবেন স্যার। আর আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।লাভ ইউ স্যার💜💜💜

  • @shamimsarkar6304
    @shamimsarkar6304 3 года назад

    Amader Jonno khub Valo onuperona

  • @norbatballove7904
    @norbatballove7904 4 года назад +2

    আপনার অনুষ্ঠান গুলো যতো দেখি ততই মুগ্ধ হই।

  • @sumonsarkar7057
    @sumonsarkar7057 5 лет назад +10

    আপনার ভিডিও গুলো দেখো দেখার পর আর মন বিদেশে থাকতে চায় না। মন বলে ছুটে চলে যাই! দেশে গিয়ে চাষাবাদ করি। আমি Saudi Arabia থেকে।

  • @mdsaifulislam4494
    @mdsaifulislam4494 6 лет назад +14

    কৃষি বিষয়ক টিউটোরিয়াল থেকে আসলেই অনেক কিছু শেখার অাছে
    আমাদের। দিনাজপুর থেকে

  • @hasanmehedi2995
    @hasanmehedi2995 4 года назад +6

    sir.... শিম চাষের উপযুক্ত সময় সম্পর্কে একটু বললে উপকৃত হতাম

  • @easylifebd4243
    @easylifebd4243 6 лет назад +92

    আপনার মত কৃষি অফিস্যার সব জেলায় হতো,দেশটা পাল্টে যেতো স্যার সেলুট আপনাকে

  • @shiekamran3673
    @shiekamran3673 5 лет назад +4

    শাইখ সিরাজের পরে আপনার বিডিও গোলা খুব ভাল লাগে দোয়া রইলো আপনার জন্য ভাইজান ❤❤❤❤💖👑।

  • @mintumintu9405
    @mintumintu9405 5 лет назад +1

    আপনার প্রতিবেদ অনেক ভাল লাগে। সহজেই মানুসের সাথে মিসেজেতে পাররেন। দন্যবাদ আপনাকে।

  • @shohojkrishishikkha
    @shohojkrishishikkha 5 лет назад

    স্যার,আমি আপনার প্রায় সব গুলি ভিডিও দেখি এবং আপনার থেকে শিখি, অনেক অনেক দোয়া করি আপনার জন্য ,আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক,যাতে আমরা আরো অনেক কিছু আপনার কাছে থেকে শিখতে পারি...।
    আপনার উছিলায় আমি সহ অনেক কৃষক অনেক নতুন তথ্য বহুল ভিডিও পাচ্ছি...। ধন্যবাদ স্যার,

  • @jasminmojumderfromlondon7696
    @jasminmojumderfromlondon7696 6 лет назад +3

    Mashallhah very awesome Garden may Allah bless you and Allah give you lost of profit ameen

  • @shakawatullah9772
    @shakawatullah9772 4 года назад +1

    ধন্যবাদ স্যার! অনেক সুন্দর একটা প্রতিবেদন।

  • @jubayerahmed2506
    @jubayerahmed2506 6 лет назад +17

    ভাই আপনি অনেক সুন্দর করে কতা বলেন .আপনার উপস্থাপনায় ই পারবে কৃষককে উৎসাহিত দিতে

    • @KrishiBioscope
      @KrishiBioscope  6 лет назад +2

      Jubayer Ahmed
      ধন্যবাদ ভাই

    • @gaminglegend9527
      @gaminglegend9527 6 лет назад

      ভুযা কথা / একদম ভুযা কথা

  • @kawsarkwt7703
    @kawsarkwt7703 4 года назад

    আপনার ভিডিও গুলো দেখে, অনেকেই উৎসাহী হচ্ছে। ধন্যবাদ আপনাকে।।।

  • @sujondey2671
    @sujondey2671 2 года назад

    আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতো অফিসার প্রতিটি থানায় প্রতিটি জেলায় হলে আমাদের বাংলাদেশে আরো অনেক দূর এগিয়ে যাবে কৃষিতে ধন্যবাদ

  • @md.mamunmia8096
    @md.mamunmia8096 5 лет назад +1

    আপনার মতো মানুষ আসলে খুবই অভাব ধন্যবাদ স্যার

  • @tajulislamhira5785
    @tajulislamhira5785 6 лет назад +15

    আমাদের চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কৃষি অফিসে গিয়েছিলাম কৃষিবিষয়ে প্রশিক্ষণ আর তথ্যের জন্যে। অফিসে কর্তব্যরত ব্যাক্তিরা আমার নাম্বার আর ঠিকানা লিখে রেখে বলছে উনাদের সময় হলে প্রশিক্ষণের জন্যে কল করে জানাবে। কিন্তু আজও উনারা কোনো কল দেয় নাই। আর ওখানে গেলে তেমন একটা কথাও বলতে চায় না। দুএকটা হা না উত্তর যা দেয় তাও যেনো জোর করে বের করানো।
    আর আপনি সোজা মাঠে গিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করেন, দেখলে আচার্য্য লাগে। আপনার ইউটিউব ভিডিও গুলো দেখে অনেক কিছু শিখি, নিজের ভবিষ্যৎ কর্ম নিয়ে একটা স্থির সিদ্ধান্ত নিতে সহায়তা পাচ্ছি।
    এই কিছুদিন পর অনার্স ফাইনাল দেবো। কিন্তু পড়ালেখা শেষ করেই কৃষি আর উৎপাদনশীল কিছু একটা করবো ভাবছি। বাড়িতে পরীক্ষামূলক কিছু শীমের চাষ করেছি। আলহামদুলিল্লাহ ভালোই ফলন হয়েছে। ঘরের চাহিদা মিঠিয়ে আত্মীয়স্বজন দের দিতে পারছি। লাউ ধরছে প্রচুর। রোগবালাই এর সাথে পরিচিত হতে পারছি। মিষ্টিকুমড়ার গাছ হয়েছে বড় কিন্তু তেমন ধরে নাই। বেশিরভাগ মুকুলে নষ্ট হয়ে গেছে। শসায় পিপড়া আর পোকার আক্রমণ বেশি হওয়ায় তেমন হয় নাই। বরবটির অবস্থাও একই, পিপড়া ধরে নষ্ট করে দিছে।
    কিটনাশক বিক্রেতা যা বলে তাই ব্যবহার করেছি, তেমন সুবিধা হয় নাই। তারপরও অভিজ্ঞতাটা ভালোই হচ্ছে।
    যদি প্রাক্টিকাল কিছু প্রশিক্ষনের সুযোগ পেতাম তাহলে হয়ত শুরুতে ক্ষতির বড় ঝুঁকিটা এড়াতে পারতাম, আর ভালো একটা লাভ আশা করতে পারতাম। তারপরও চেষ্টা চালাবো। চাকর হওয়ার ইচ্ছে আপাদত নাই, কপাল খারাপ হলে হতে হবে।

    • @mdmdshohag9722
      @mdmdshohag9722 5 лет назад +1

      Tajul Islam Hira ভাই আমিও শসা আর বরবটি লাগিয়েছি ,পিপরা ফসল নষ্ট করে , কোনো উপায় কি পেলেন

  • @shakawatullah9772
    @shakawatullah9772 4 года назад +4

    আস্সালামু আলাইকুম। স্যার, অনেক সুন্দর উপস্থাপন।
    স্যার, আগাম জাতের নাম এবং বীজ বপনের সময়টা জানালে উপকৃত হতাম।

  • @alammizan2464
    @alammizan2464 6 лет назад +3

    Assalamualaikum, I really appreciate you for your presentation, I enjoy all of your videos, alhumdulillah, may Allah give you a long and excellent life

  • @jacobeksor6088
    @jacobeksor6088 6 лет назад +4

    I plant this vegetables 2 years ago they grow so crazy.

  • @mdmamdudbogura2049
    @mdmamdudbogura2049 5 лет назад +2

    Ma sha allah ...khob valo laglo apnar video gholo khob valo......

  • @rupalirupali4889
    @rupalirupali4889 3 года назад

    It's really amazing and very engoing

  • @arifraj8953
    @arifraj8953 6 лет назад +25

    দেখে অনুপ্রাণিত হচ্ছি সূদুর প্রবাস থেকে,

    • @aminexexclusive4303
      @aminexexclusive4303 3 года назад

      আপনি কোন দেশে থাকেন ভাই?

  • @safiqislam4496
    @safiqislam4496 6 лет назад

    Very nice ami apnar onek program dekhi excellent

  • @tareshalin5248
    @tareshalin5248 4 года назад +1

    আপনার উপস্থাপন অনেক ভালো লাগলো।

  • @arfaagro202
    @arfaagro202 4 года назад

    স্যার আপনার পতিটা পতিবেদন দেখতে আমার খুব ভালো লাগে।।

  • @krishisikkah2486
    @krishisikkah2486 5 лет назад +1

    আলহামদুলিল্লাহ সুন্দর ভিডিও

  • @mamunkhan1142
    @mamunkhan1142 6 лет назад

    ধন্যবাদ আপনাকে, সারা দেশে আপনার মতো কৃর্ষি কর্মকর্তা থাকলে দেশ আরো এগিয়ে যাবে। আল্লাহ আপনাকে নেক হায়ৎ বাড়িয়ে দিক।আমিন।

  • @sayidanwor5589
    @sayidanwor5589 6 лет назад

    ভিডিও টা দেখে অনুপ্রাণিত হলাম,

  • @showkatjoshim2578
    @showkatjoshim2578 6 лет назад

    অামার প্রিয় ব্যাক্তিত্বের মধ্য..
    স্যার অাপনি একজন মানুষ। অাপনার ভিডিও থেকে অনেক কিছু শিখেছি। অামার ইচ্ছা অাছে দেশে গিয়ে কৃষি পেশায় নিয়োজিত হবো। অামার জন্য দোয়া করবেন। অামার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায়।

  • @krishisikkah2486
    @krishisikkah2486 6 лет назад

    হ্যাঁ ভালো ভাই অনেক ভালো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাবেন এবং মানুষের উপকারে আসবে কৃষক ভাইদের উপকারে আসবে কৃষকদের উপকারে আসা মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপকারে আসা এই জন্য আপনাদের ভালো ভালো ভিডিও করা উচিত ফালতু ফালতু ভিডিও করে মানুষের সময় নষ্ট করা ভালো না এই যে ভিডিওটি বানিয়েছেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @arifahmednaif2489
    @arifahmednaif2489 6 лет назад +3

    Very much impressive and getting inspired by your every episodes.. Thank you so much sir and go ahead

  • @mdmamdud7044
    @mdmamdud7044 6 лет назад +7

    Ma sha allah..khob valo laglo

  • @kvlogs87
    @kvlogs87 4 года назад

    Mashallah

  • @islamicjibon1825
    @islamicjibon1825 4 года назад +2

    Masha Allah

  • @KrishiSamacharBD
    @KrishiSamacharBD 2 года назад

    অসাধারণ .....

  • @bd.documentarytravel1277
    @bd.documentarytravel1277 6 лет назад

    ভাই আপনার উপস্থাপনা খুব ভালো লাগে

  • @rifatsorkar1445
    @rifatsorkar1445 5 лет назад +2

    সঠিক সিধান্তে ফয়দা 😊

  • @editingphotography103
    @editingphotography103 4 года назад

    তালহা ভাইয়া আপনার সকল ভিডিওতে ফসলটি কোন মাসে চাষ শুরু করা হয়েছে বা কোন মাসে এটি চাষ করলে ‍ভাল লাভবান হওয়া যাবে, এই বিষয়টি যদি উল্লেখ করেন তাহলে আমরা যারা কৃষি কাজে আগ্রহী আছি তাদের জন্য খুবই ভাল হয় বলে অমি মনে কিরি। আমি আপনার সকল ভিডিওগুলি দেখে থাকি। আমার কাছে আপনার ভিডিওগুলি খুবই ভাল লাগে।

  • @akmparvez5359
    @akmparvez5359 3 года назад

    This man is gentle and wise

  • @RabiulIslam-bp1rv
    @RabiulIslam-bp1rv 2 года назад +1

    অন লাইনে ভারতে বীজ পাওয়ার কোনো সুযোগ পেলে উপকৃত হবো, 🙏।

  • @mohammadrahat5520
    @mohammadrahat5520 6 лет назад +3

    Effective Micro Organism (EMO) সম্পর্কে জানতে চাই, এটা কিভাবে তৈরি করে?

  • @tanzilaaktartanzi.1833
    @tanzilaaktartanzi.1833 5 лет назад

    সেই শিম গাছ লাগানো সময় কখন।বললে উপকৃত হতাম,সত্যি খুব ভাল লাগে কৃষকের সাথে যখন বস্তারিত কথা বলেন।

  • @sohanurrahman3967
    @sohanurrahman3967 5 лет назад

    Assalamuolaikum,,,,apnara krishokder je bevino fishol chash er upor proshikkhon diye thaken segulo jodi youtube deya hoto tahole onekeri upoker hoto,,,,, apner video guli sotti onek osadharon ........shober pokkho theke donnobed janasci......

  • @prosenjithalder9520
    @prosenjithalder9520 3 года назад

    Very nice

  • @nuddin2023
    @nuddin2023 6 лет назад +1

    VERY NICE VEG FARM NIZAM UK

  • @abdulazizabdulaziz1223
    @abdulazizabdulaziz1223 5 лет назад

    আপনার মত অফিসারের দরকার সব জেলায় জেলায়, ধন্যবাদ

  • @FunnyBabyFrenzy
    @FunnyBabyFrenzy 4 года назад

    Correct information , brother keep upload more

  • @md.jaberali951
    @md.jaberali951 5 лет назад +2

    খুব ভাল লাগে আপনাকে, আপনার বাড়ি কোন জেলায় বলবেন, প্লিজ।

  • @allchculture6241
    @allchculture6241 6 лет назад +5

    আমি সৌদি আরব থেকে বলছি । খুবই ভাল লাগলো। এই জায়গাটা কোথায় বীজ সংগ্রহ করবো কীভাবে?????

    • @KrishiBioscope
      @KrishiBioscope  6 лет назад +2

      jakaria 1253 এটা চুয়াডাঙ্গা সদর উপজেলা....

  • @jakirhussain.b7318
    @jakirhussain.b7318 6 лет назад +3

    Masha allah

  • @tipusheikh9099
    @tipusheikh9099 5 лет назад +12

    সবাই শুধু সফলতা দেখায় । যারা ব্যার্থ হচ্ছে ক্যানো হচ্ছে।কি করলে সফল হবে। এব্যাপারে কিছু অনুষ্ঠান দেখালে ভালো হয়।

    • @MannanComilla-ew2td
      @MannanComilla-ew2td 4 года назад

      যদি সঠিকভাবে চাষ করা জানা থাকে বা চাষ করতে পারেন। তাহলে আমার মনে হয় না লস হবে।

    • @abdulwadud25sa
      @abdulwadud25sa 4 года назад

      @@MannanComilla-ew2td yy

    • @ullahneamot251
      @ullahneamot251 4 года назад

      ভাই! ফসলের সাথে নিজেকে আন্তরিক হতে হবে। ভালবাসতে হবে এবং দেখভাল করতে হবে।

  • @Rohul_amin.
    @Rohul_amin. 3 года назад

    এগিয়ে যান ভাই আপনাদের সাথে আমি সবসময় আছি।

  • @mdkodorali1331
    @mdkodorali1331 4 года назад

    কৃষক ভাই জন্য শুভ কামনা

  • @mihirfishsellindia5133
    @mihirfishsellindia5133 4 года назад +1

    nice vidoe sir

  • @mithunmodak2285
    @mithunmodak2285 4 года назад

    Thank you sir ...kon mase ai chhim chas korte habe

  • @abdurrahim998
    @abdurrahim998 2 года назад

    প্রাণের বাংলাদেশ এগিয়ে যাক

  • @hemantabarman3908
    @hemantabarman3908 5 лет назад

    খুব ভালো লাগলো

  • @smazijurrahman3019
    @smazijurrahman3019 5 лет назад

    কোন আবহাওয়ায় কি ফসল উপযোগী হবে তা নিয়ে একটা ভিডিও করবেন আশা করি।

  • @KamalHossain-xd5cb
    @KamalHossain-xd5cb 5 лет назад

    স্যালুট এমন কৃষি অফিসার কে

  • @allchculture6241
    @allchculture6241 6 лет назад +3

    Thanks's

  • @mdhashemaliali5087
    @mdhashemaliali5087 6 лет назад +1

    sir.really, greatful to u.plz come Hatibandha thana under lalmonirhat district

  • @SaddamHussain-ht5ez
    @SaddamHussain-ht5ez 4 года назад

    Sotti osadaron video 📼 from India 🇮🇳

  • @nazmunnahar3646
    @nazmunnahar3646 6 лет назад +6

    Pls. make vedio regarding indoor plants

  • @sohidislam7097
    @sohidislam7097 6 лет назад

    স্যার আপনে অনেক অনেক ভাল আপনের কথা অনেক মিষ্টি আমি দোয়া করি আপনে সুখে থাকেন

  • @litonrahman7409
    @litonrahman7409 4 года назад +1

    Thank you

  • @মনপাখি-খ৪ভ
    @মনপাখি-খ৪ভ 5 лет назад

    অামি বাবুল কুষ্টিয়ার হরিনারায়নপুর তেকে ,,,অামি এই বার হাবিল সিম চাষ করেছি ১ বিঘা জমিতে ১০৫০০০ টাকা বিত্রি করেছি

  • @rahmatullahmd.rahmatullah4245
    @rahmatullahmd.rahmatullah4245 6 лет назад +1

    বড় ভাই, কোন মাসে বীজ বপন করতর হয়? please উত্তর দেবেন কি?

  • @nittaray5441
    @nittaray5441 4 года назад

    ভাই, ভিডিও টিতে আর বিস্তারিত দেখানো লাগতো। যেমন' পটলের মাচায় শিম কোন মাসে লাগানো হয়েছে,শিমের পর পটল আরও দ্বিতীয় মেয়দে বুনা ফসল হিসেবে হবে কি না।রিপ্লেতে জানালে পিত হব। ধন্যবাদ।

  • @santubarman8395
    @santubarman8395 5 лет назад

    খুব ভালো লাগে দাদা

  • @abulkashimkashim4708
    @abulkashimkashim4708 4 года назад

    Mashlla good

  • @uttamghosal2336
    @uttamghosal2336 2 года назад

    এই ভিডিওটি দেখে খুব ভালো লাগলো এই সিমের বিচ আমি নেব কিভাবে

  • @mdjewelrana2188
    @mdjewelrana2188 4 года назад +1

    আগাম শিম চাষের সময়কাল কখন????

  • @biharali4933
    @biharali4933 6 лет назад +2

    খুব সন্দর

  • @asddsa7705
    @asddsa7705 4 года назад

    স্যার পেপে চাষের পদ্দতি এবং পরিচযা এবং কোন যাতের ফলন ভালো হয় সেটা নিয়ে এবং কেমন প্রফেট পাউয়া যাবে একটি প্রতিনেদন করবেন

  • @mdohidul3746
    @mdohidul3746 4 года назад

    অসাধারন

  • @tipludey1478
    @tipludey1478 6 лет назад

    অনেক কিছু শিখতে পারি আপনার তেকে

  • @maketsk157
    @maketsk157 3 года назад

    মাশাল্লাহ

  • @mdisrafilhossain7195
    @mdisrafilhossain7195 4 года назад

    thanks

  • @ridermanrobiul2406
    @ridermanrobiul2406 6 лет назад

    আপনার ভিডিও গুলো দেখে আমারো মনে জেগেছে কৃষি আবাদ করার আপনি আমার জন্য দোয়া করবেন।

  • @goribfarmer819
    @goribfarmer819 6 лет назад +1

    Supper

  • @wetv71
    @wetv71 6 лет назад +1

    মাশাআল্লাহ

  • @rajubd6938
    @rajubd6938 3 года назад

    Nic video

  • @jahangiralam-dd3wg
    @jahangiralam-dd3wg 6 лет назад

    ভাই আপনাকে এবং সিরাজ মোডল সাহেব সহ যারা কৃষি সম্পদের অনুষ্ঠান দেখান অনুরোধ করবো কি ভাবে বিক্রি করে এবং কারা কিনে দেখাবেন তাহলে অনেক আর ও কৃষি কাজে যুক্ত হবে বিক্রি না করতে পেরে অনেক লোকসান করে

  • @LuckyLucky-mc8nc
    @LuckyLucky-mc8nc 3 года назад +1

    ভাইয়া আমার শিম গাছ অনেক বড় হয়েছে কিন্তুু শিম ধরতেছে না কেন। একটু বলবেন

  • @alrazzakenterprise5536
    @alrazzakenterprise5536 3 года назад

    ধন্যবাদ Krishi Bioscope চ্যনেলকে. Sir এর কাছে আমার প্রশ্ন ছিলো যে, আমার এলাকার সেলো মেশিনের পানি একটু লবনাক্ত.এই পানি যদি আমি সেচ ব্যাবস্তা হিসাবে ব্যবহার করি তাহলে আমি, আগাম শিম,বেগুন ও পেপে চাষ করতে পারবো কি?. দয়া করে জানাবেন.

  • @ambiakhatun6369
    @ambiakhatun6369 4 года назад

    Very good 👍 from ak cooks

  • @علىعلى-س2ب1ض
    @علىعلى-س2ب1ض 6 лет назад +5

    খুব সুন্দর আইডিয়া

  • @sbbanglamediye
    @sbbanglamediye 3 года назад

    Apnar moto kisu ofusur judi hoto taholle kesir onek onno.to hoto sir onek.sonder Hoy se video to

  • @prantoawrongajeb6874
    @prantoawrongajeb6874 5 лет назад

    জমির অয়োতন বা পরিমাপের বিষয় কাঠা বিঘা করা ইত্যাদি না বলে শতাংশ বল্লে বুজতে পরিস্কার হয়।কারণ কাঠা এবং বিঘা এক এক এলাকায় এক এক হিসাব।সুতরাং শতাংশ বা একরে বলুন।

  • @mohammadshamimhassainrc8979
    @mohammadshamimhassainrc8979 5 лет назад

    Bangladesh vai very nice

  • @allchculture6241
    @allchculture6241 6 лет назад +4

    আচ্ছা ভাই উনি তো বললেন না কিভাবে জমি+সার দিয়ে গাছের তাবা প্রস্তুত করতে হবে???? এবং সাধারণত কোন কোন সমস্যা দেখা দিলে কী ঔষধ ব্যাবহার করবে ??????

    • @KrishiBioscope
      @KrishiBioscope  6 лет назад +1

      jakaria 1253 জমি প্রস্তুতের বিষয়ে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন

  • @ayeshakhan2918
    @ayeshakhan2918 5 лет назад

    কোন জাতের বীজ জানতে চাচ্ছিলাম আর কখন লাগাবো?

  • @মিজান-ট৩ভ
    @মিজান-ট৩ভ 2 года назад

    স্যার আমার পাঁচ কাঠা জমি আছে আমি এখানে কি কি সবজি আবাদ করতে পারব বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে বন্যা হয়

  • @ojanavision
    @ojanavision 6 лет назад

    Nice

  • @mejan9454
    @mejan9454 6 лет назад +5

    Good job 💜💜💜

  • @khanrasel1187
    @khanrasel1187 3 года назад

    এটা কি ভাবে চাষ করব কি কি ক্ষতি হতে পারে কোন মাসে চাষ করব বলবেন

  • @s.babunews9358
    @s.babunews9358 4 года назад +1

    বরবটি চাষের ভিডিও আপলোড দেন