আপনাদের পরিবারদের বলবেন। রাজনিতিকদের কথায় জাতে কান না দেয়। এরা দেশকে অস্থির করার চেস্টা করছে। আমার পরিবার থেকে আওয়ামি এবং বি অ্যান পি দুই দলে লোক আছে এরা বেনেফিটেড এবংদল কানা এরা দেসের কথা চিন্তা করেনা নিজস বেনেফিট ছাড়া। আমাদের একটা নতুন রাজনিতিক ফ্রেমওয়াক দরকার আশা কারছি ড ইয়ুনুস এবং ছাত্ররা এটাতে সফল হবেন সংবিধান প্ন্র লিখনের মাদ্ধমে
@@Mou-n7b oitar takay cholche nah kintu ekta boro ongsho hoye ache. Ei boro ongsho tao Sheikha hasina aar tar chamcha rah chushe chushe kheye feltesilo. Ejonno eto din eto tah notice hoi nai. Ekhon hocce. Aar dada, amader choto ekta desh. Eikhane natural resource bolte ki ee bah ache? Bolen? Ek nah ek vabe toh khete hbe. BD er averagge IQ 74+. Jodio bah onek high IQ wala achen. Ekhon eirokom obostha sophisticated job toh korte parbe nah temon ekta. Aar IQ niyeo comment korte paren tai arekta kothao nh bole parlam nah. India er Average IQ 77+. Din sheshe Genes onujayi apnader moddhe aaar amader moddhe temon ekta parthokko nei dada. Ei ekta border er karonei ajke eto jhogra. Ei border chara, ekjon indain aar arekjon Bangladeshi up to bottom ee same dada. Love from BD>
আগায়ে যাক? দেশ বিলিয়ন ঋণ পরিশোধের এক বিলিয়নই আরেক ঋণ থেকে নেয়া। এক লোণের টাকা দিয়ে আরেক লোণ পরিশোধ মানে হচ্ছে এই দেশের ঋণ মোটেও কমে নাই। এই সাথে আরও ১০+ বিলিয়ন ঋণের বোঝা চাপানোর তোড়জোড় চলতেছে!
@@injam_hossan_33 ঋণ পরিশোধ এখনও হয় নাই। দেড় বিলিয়ন পরিশোধের যে গপ্পো শুনছেন, সেটার এক বিলিয়ন পরিশোধ হইছে আরেক জাগা থেকে ঋণ নিয়ে। তার মানে আসলে ঋণ পরিশোধ হইছে মাত্র আধা বিলিয়ন। এর উপরে ১০+ বিলিয়ন ঋণের বোঝা সামনে আসতেছে। এই সরকার হয়তো থাকবে দেড় বছর। শুনে রাখেন - আওয়ামীলীগের ১৫ বছরের শাসনে ঋণ যেখানে হইছে মোট ১৫ বিলিয়ন ডলার, এই সরকার দেড় বছরে সেখানে প্রায় ১০-১২ বিলিয়ন নতুন ঋণ রেখে যাওয়ার ব্যাবস্থা প্রায় করে ফেলছে।
এত আজাইরা আলহামদুলিল্লাহ পারার দরকার নাই। খবরটা ভাল করে শোনেন। আরও ১০+ বিলিয়ন ঋণ আসতেছে। আর এইখানে যে কথাটা বলে নাই তা হচ্ছে, যে দেড় বিলিয়ন ঋণ শোধ করছে তার ১ বিলিয়নই আরেক জাগা থেকে ঋণ নিয়ে করা। তার মানে আসলে শোধ হইছে মাত্র আধা বিলিয়ন ডলারের ঋণ।
প্রবাসীদের স্যালুট। এবং বাংলাদেশ এ অন্তর্বর্তীকালীন সরকার যেই মাস্টারমাইন্ড এর মাধ্যমে ঋণ পরিশোধ করলো তাদের ও স্যালুট। সুষ্ঠ পরিকল্পনা দেশ কে এগিয়ে নিয়ে যাবে।
অন্তর্বর্তীকালীন সরকার এক জাগা থেকে ঋণ নিয়ে আরেক জাগার ঋণ পরিশোধ করছে মাত্র। দেড় বিলিয়নের এক বিলিয়নই নতুন ঋণ। আসলে শোধ হইছে মাত্র আধা বিলিয়ন। শুধু খবরের কাগজ মনোযোগ দিয়ে পড়লেই জানতেন।
ধন্যবাদ, সুন্দর মন্তব্য বা বিশ্লেষণের জন্য। মন দিয়ে শুনলাম। রেমিট্যান্স আসা যেন বন্ধ না হয়। বর্তমান সরকারকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রবাসী ভাইদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। কোন অবস্থাতেই যেন বিমান বন্দরে অপদস্থ হতে না হয়। বিগত সরকারের আমলে প্রবাসী ভাইদের যথেষ্ট অপমানিত হতে হয়েছিল। ভাইদের প্রতি যথেষ্ট সন্মান দেখানো হোক । এটাই আমার কাম্য। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ আপনাদের চ্যানেল ও আপনাদেরকে এমন সুন্দর ভাবে দেশের অর্থনীতির অবস্থা সাধারণ জনগণকে বোঝানোর জন্য অনেক মানুষ আছে যারা দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানে না কিন্তু জানার খুবই আগ্রহ তারা বুঝে না কোথা থেকে এ সম্বন্ধে জানবে এই কারণে মাঝেমধ্যে আপনাদের এমন অর্থনৈতিক তথ্য নিয়ে একটি নিউজ করা উচিত
ধন্যবাদ রেমিটেন্স যোদ্ধা সকল প্রবাসী ভাই ও বোনেরা। আপনারা কি চান বলুন বাংলাদেশের কাছে। আপনাদের দাবি পূরণ করার জন্য সরকারের কাছে বাংলার জনগণ যাবে ইনশা আল্লাহ
যে প্রবাসীরা দেশের সার্বিক উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখে সেই প্রবাসীরা সবচেয়ে বেশি অবহেলিত হয় প্রবাসে যাওয়ার পূর্বে এবং আসার সময়। বাংলাদেশের ব্যবস্থার যুবকরা বিভিন্ন দেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে অর্থ সম্বল শেষ করে তারপর বিদেশ যায় কিন্তু এই সেক্টরের প্রতি সরকারের খুবই গুরুত্ব কম।
আলহামদুলিল্লাহ , ডঃ ইউনুস স্যারকে পেয়ে এই নতুন স্বাধীন বাংলাদেশে আমরা গর্বিত, ডঃ ইউনুস স্যারকে পরবর্তীতে প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাই,,, স্যার আপনার কথাগুলো যত শুনি,মনটা জুড়িয়ে যায়.. ডঃ মোঃ ইউনুস একজন অসাধারন ব্যাক্তি,যার তুলনা হয় না.... আমাদেরকে অন্দকারে রেখেছেন,শেখ হাছিনা....
আলহামদুলিল্লাহ বিদেশি সবগুলি ঋণ শোধ করে দিতে হবে আগামীর বাংলা দে-শ কে অনেক বেশি শক্তি সালি গরে তুলতে হবে এবং আগামী বাংলাদেশের রিজার্ভ দিগুণ বাড়াতে হবে নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হোক 2024
ধন্যবাদ প্রবাসী ভাইদের,তাদের কঠোর পরিশ্রমের মাথার ঘাম পায়ে ফেলে যে ডলার ইনকাম করে তাতেই দেশের জনগণ মূলত চলে। প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল।আল্লাহ তাআলা তাদের জান মাল হেফাজত করুক, আমিন।
আগামীর বাংলাদেশে সবগুলি যেনিশের উৎপাদন দিগুণ বাড়াতে হবে এবং রপ্তানি দিগুণ বাড়াতে হবে বাংলাদেশ কে ডক্টর ইউনুস সরকারের কাছে আমার অনুরুধ রইলো নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হোক তাঁরা তারি 2024
দক্ষ জনশক্তি তৈরি করে খরচ কমিয়ে সরকারের সহায়তায় বিদেশে পাঠানোর ব্যবস্থা করা উচিত। তাহলে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হবে। দেশের টাকা বিদেশে পাচার না করলে দেশটি সিংগাপুর হয়ে যেত।দেশের দক্ষ জনশক্তি কে কাজে লাগিয়ে সহজ শর্তে বিদেশে পাঠানোর ব্যবস্থা করলে .... আমাদের ঠেকায় কে????😅
আপনার কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে মানি লন্ডারিং-কে ডাস্টবিনে নিক্ষেপ করে দেশকে এগিয়ে নিতে অগ্রনী ভূমিকা পালন করুন। দেশ ও জাতির ইতিহাসে আপনার এই অবদানের কথা স্বর্নাক্ষরে লেখা থাকবে।
আমি নিজে ও একজন রেমিট্যান্স যোদ্ধা কিন্তু তবু বলবো আমাদের দায়িত্ব হলো টাকা ইনকাম করা কিন্তু সেই টাকাটা কাজে লাগানোর দায়িত্ব সরকারের সরকার যদি আমাদের টাকাটা ভালো কাজে লাগায় নিজেকে ধন্য মনে হয় আর যদি সরকার ভুল পথে হাঁটে তাহলে আমাদের কিছুই করার থাকে না খুব কষ্ট তো হয় বটে কিন্তু বর্তমান সরকার আরো এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা
আমি একজন প্রবাসী আমার তরফ থেকে অনুরোধ থাকবে বাংলাদেশকে সুস্থ পথে সুস্থভাবে এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ আমি আমার দায়িত্ব পালন করছি বাকিটা বাংলাদেশের সকল নাগরিকদের
নিজের উন্নয়নের চিন্তা না করে যারা দেশ ও দেশের সাধারণ মানুষদের উন্নয়নের চিন্তা করে তারাই প্রকৃত দেশ প্রেমিক ও সত্যবাদী।বিগত দিন গুলোতে আমরা দেশে উন্নয়নের ব্যাক্তি ও ক্ষমতাশীলদের উন্নয়ন ও বিলাসি জীবন দেখেছি।মহান আল্লাহ্ বর্তমান সরকারের প্রতি সহাই হউন ও সকল পরিস্থিতিতে হেফাজত রাখেন।আমিন।
ধন্যবাদ প্রবাসী ভাই-বোন , তোমাদের রক্ত ঘাম ঝরানো কষ্টার্জিত রেমিটেন্স আজ এই দুর্দিনে বড়ই উপকারে আসছে আমার ৷ অথচ তোমাদের দিয়েছি কতই না লাঞ্ছনা বঞ্চনা যন্ত্রণা ৷ দিতে পারি নাই এয়ারপোর্ট সেবা, এম্বেসি সেবা আরো কতো কি ৷ ছিলে অনেক অবহেলিত ৷ কথা দিচ্ছি আর এমন হবেনা ৷ ইতি বাংলাদেশ ৷
আমরা প্রবাসী আমাদের দায়িত্ব পালন করছি যারা বাংলাদেশে বসে বিভিন্ন দাবিতে দেশকে অস্থির করতে চাইছে তারা দেশকে ভালোবাসে না
ঠিক একজন কস্ট করে দেশের রিজার্ভ বারায় আর আরেক দল হুদাই দাবি দাবি করে
আপনাদের পরিবারদের বলবেন। রাজনিতিকদের কথায় জাতে কান না দেয়। এরা দেশকে অস্থির করার চেস্টা করছে। আমার পরিবার থেকে আওয়ামি এবং বি অ্যান পি দুই দলে লোক আছে এরা বেনেফিটেড এবংদল কানা এরা দেসের কথা চিন্তা করেনা নিজস বেনেফিট ছাড়া। আমাদের একটা নতুন রাজনিতিক ফ্রেমওয়াক দরকার আশা কারছি ড ইয়ুনুস এবং ছাত্ররা এটাতে সফল হবেন সংবিধান প্ন্র লিখনের মাদ্ধমে
প্রবাসীদের প্রতি বিনম্র শ্রদ্ধা
ধন্যবাদ ভাই
অনেক ভালোবাসা,,আর শ্রদ্ধা ভাই,,
প্রবাসীদের স্যালুট। আপনারা দেশের প্রতি এই ভালোবাসা অটুট রাখবেন।
100 টা শেখ হাসিনার থেকে আমাদের কাছে একজন রেমিটেন্স যোদ্ধা হাজার গুনে বেশি ভালো সালাম তোমাদের
সহমত
সহমত
Valuable comment.
সহমত ❤
১০০% একমত ভাই
ধন্যবাদ প্রবাসী ভাইদের ❤❤❤ জাযাকাল্লাহ খাইরান
💕💕💕💕
বাংলাদেশ লেবার রেমিট্যান্স এর টাকায় চলছে হাস্যকর😂
@@Mou-n7b oitar takay cholche nah kintu ekta boro ongsho hoye ache. Ei boro ongsho tao Sheikha hasina aar tar chamcha rah chushe chushe kheye feltesilo. Ejonno eto din eto tah notice hoi nai. Ekhon hocce.
Aar dada, amader choto ekta desh. Eikhane natural resource bolte ki ee bah ache? Bolen?
Ek nah ek vabe toh khete hbe. BD er averagge IQ 74+. Jodio bah onek high IQ wala achen. Ekhon eirokom obostha sophisticated job toh korte parbe nah temon ekta.
Aar IQ niyeo comment korte paren tai arekta kothao nh bole parlam nah. India er Average IQ 77+.
Din sheshe Genes onujayi apnader moddhe aaar amader moddhe temon ekta parthokko nei dada.
Ei ekta border er karonei ajke eto jhogra.
Ei border chara, ekjon indain aar arekjon Bangladeshi up to bottom ee same dada.
Love from BD>
আমি একজন শিক্ষক। প্রবাসী ভাইদের রেমিট্যান্স পাঠানোর কথা যখন কোন খবরে বলা হয়। মনের অজান্তেই চোখের কোনায় পানি চলে আসে। হাজারো সালাম তোমাদের।
❤❤❤
Aha re 😂
স্যার আমাদের এমব্যাসি তে ভালো কোন লোক নাই জে আমাদের দেশের লোকের ভালো সেবা দিবে
India এমব্যাসি র সেবা আমাদের এমব্যাসি র সেবা ১০০%৪০ এমন চলছে
🤩🤩🤩🤩
এতো আলগা পিরিত মার্কা কথা বইলেন না, দেশে যেই পরিমাণ বৈদেশিক মুদ্রা আসে সেখানে প্রবাসীদের অবদান ১২% বাকি ৮৮% কি হাওয়া থেকে আসে?
আমরা ছাত্ররা প্রবাসী ভাইবোনদের প্রতি চরম কৃতজ্ঞতা স্বীকার করছি❤❤
এভাবেই দেশ এগিয়ে যাক ধন্যবাদ অন্তর্বর্তী সরকার ডঃ ইউনুস স্যারকে ❤❤❤
প্রবাসীদের ধন্যবাদ। ধন্যবাদ তাদের প্রাপ্য।
@@MasudRana-wg6lf এতোদিন ও তো রেমিট্যান্স আসছে কিন্তু ঋন পরিশোধ হয়নি এখন কেন হচ্ছে তাই প্রবাসীদের পাশাপাশি ড. ইউনুস ও সম্মানের যোগ্য
আগায়ে যাক? দেশ বিলিয়ন ঋণ পরিশোধের এক বিলিয়নই আরেক ঋণ থেকে নেয়া। এক লোণের টাকা দিয়ে আরেক লোণ পরিশোধ মানে হচ্ছে এই দেশের ঋণ মোটেও কমে নাই। এই সাথে আরও ১০+ বিলিয়ন ঋণের বোঝা চাপানোর তোড়জোড় চলতেছে!
@@injam_hossan_33 ঋণ পরিশোধ এখনও হয় নাই। দেড় বিলিয়ন পরিশোধের যে গপ্পো শুনছেন, সেটার এক বিলিয়ন পরিশোধ হইছে আরেক জাগা থেকে ঋণ নিয়ে। তার মানে আসলে ঋণ পরিশোধ হইছে মাত্র আধা বিলিয়ন। এর উপরে ১০+ বিলিয়ন ঋণের বোঝা সামনে আসতেছে। এই সরকার হয়তো থাকবে দেড় বছর। শুনে রাখেন - আওয়ামীলীগের ১৫ বছরের শাসনে ঋণ যেখানে হইছে মোট ১৫ বিলিয়ন ডলার, এই সরকার দেড় বছরে সেখানে প্রায় ১০-১২ বিলিয়ন নতুন ঋণ রেখে যাওয়ার ব্যাবস্থা প্রায় করে ফেলছে।
@@aniksamiurrahman6365তো কি বোঝাতে চান? ড.ইউনুসই দায়ি এসবের জন্য? তিনি আরও ঋন বারাচ্ছে?
আমি একজন গর্বিত রেমিট্যান্স যোদ্ধা।
❤❤
❤❤
Thanks bhy
Respect to you bhai
huge thanks to you sir❤️❤️❤️
আমি একজন রেমিট্যান্স যুদ্ধা আশা করিছ সামনে দিন গুলো আরও ভাল কিছু হবে ইনশাআল্লাহ।
ভাই,এভাবে চালিয়ে যান।আপনারা টাকা না পাঠালে দেশ দেউলিয়া হয়ে যাবে।
আপনার সাথে বাকিদের ও উতসাহিত করুন যেনো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠায়।
প্রত্যেক রেমিটেন্স যোদ্ধার প্রতি আমার সর্বদাই শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাদের অবদান আমাদের দেশে কত বড় তা অর্থিনীতি না জানলে বুজা মুশকিল।
ধন্যবাদ ভাই 😢❤
ধন্যবাদ রেমিট্যান্স যোদ্ধাদের
@@SabbirHossen-tt6ty 🥰🤲
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ধন্যবাদ রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই বোনদের। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন সুম্মা আমীন
এত আজাইরা আলহামদুলিল্লাহ পারার দরকার নাই। খবরটা ভাল করে শোনেন। আরও ১০+ বিলিয়ন ঋণ আসতেছে। আর এইখানে যে কথাটা বলে নাই তা হচ্ছে, যে দেড় বিলিয়ন ঋণ শোধ করছে তার ১ বিলিয়নই আরেক জাগা থেকে ঋণ নিয়ে করা। তার মানে আসলে শোধ হইছে মাত্র আধা বিলিয়ন ডলারের ঋণ।
জাতি ড. ইউনুচের উপর আস্থা আছে।
সরকারকে আরো সময় দেওয়া দরকার
Sorkar ke somoy dite Hobe.
Somoy dorker
আমি একজন প্রবাসী সিঙ্গাপুর থেকে দুই মাসে প্রায় ৭ লক্ষ টাকা আমি একাই পাঠিয়েছি আলহামদুলিল্লাহ
আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দিক ও আপনাদেরকে সুস্থতা দান করুক। আমিন
ধন্যবাদ ভাইয়া
আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ প্রিয় প্রবাসি ভাইয়েরা।
প্রবাসী ভাইদের প্রতি ভালোবাসা রইলো
দেশ পরিচালনার নিঞ্জা টেকনিক্যাল
কাজ করে দেখালেন স্যার ইউনুস
ধন্যবাদ স্যারকে।
আয় একই আছে কিন্তু পাচার না হওয়ায় ঋন পরিশোধ করা সম্ভব হয়েছে
ঋণ পরিশোধ হইছে আরেক জাগা থেকে ঋণ নিয়ে। এই সামান্য খবরটা শোনেন নাই? ব্যাংকিং সেক্টরের পরিচিত কেউ থাকলে আলোচনা করে দেখেন।
প্রবাসী ভাইদের অসংখ্য ধন্যবাদ এই সংকটময় সময়ে দেশের অর্থনীতি সচল রাখায় বড় ভূমিকা রাখার জন্য
প্রবাসীদের স্যালুট। এবং বাংলাদেশ এ অন্তর্বর্তীকালীন সরকার যেই মাস্টারমাইন্ড এর মাধ্যমে ঋণ পরিশোধ করলো তাদের ও স্যালুট। সুষ্ঠ পরিকল্পনা দেশ কে এগিয়ে নিয়ে যাবে।
অন্তর্বর্তীকালীন সরকার এক জাগা থেকে ঋণ নিয়ে আরেক জাগার ঋণ পরিশোধ করছে মাত্র। দেড় বিলিয়নের এক বিলিয়নই নতুন ঋণ। আসলে শোধ হইছে মাত্র আধা বিলিয়ন। শুধু খবরের কাগজ মনোযোগ দিয়ে পড়লেই জানতেন।
@@aniksamiurrahman6365 ঋণ নিয়ে ঋণ পরিশোধ করা ঋণ নিয়ে ঋণের টাকা পাচার করা থেকে ভালো।
ধন্যবাদ ডেইলি স্টারকে গুরুত্বপূর্ণ এবং সুন্দর প্রতিবেদনটি সকলের মাঝে তুলে ধরার জন্য।
প্রবাসী আমি সারাদিন রোদ গরমে কাজ করে এসে। এই ভিডিওটা দেখলাম। খুব ই ভালো লাগলো❤❤❤
প্রবাসী ভাইরা চরম দেশ প্রেমিক।অথচ তাদের সম্মান ও সুযোগ দেয়া হয় না।জাজাকাললাহ খাইরন তাঁদেরকে।
ধন্যবাদ, সুন্দর মন্তব্য বা বিশ্লেষণের জন্য। মন দিয়ে শুনলাম। রেমিট্যান্স আসা যেন বন্ধ না হয়। বর্তমান সরকারকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রবাসী ভাইদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। কোন অবস্থাতেই যেন বিমান বন্দরে অপদস্থ হতে না হয়। বিগত সরকারের আমলে প্রবাসী ভাইদের যথেষ্ট অপমানিত হতে হয়েছিল। ভাইদের প্রতি যথেষ্ট সন্মান দেখানো হোক । এটাই আমার কাম্য। আল্লাহ হাফেজ।
প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া আর ভালোবাসা।
ধন্যবাদ আপনাদের চ্যানেল ও আপনাদেরকে এমন সুন্দর ভাবে দেশের অর্থনীতির অবস্থা সাধারণ জনগণকে বোঝানোর জন্য অনেক মানুষ আছে যারা দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানে না কিন্তু জানার খুবই আগ্রহ তারা বুঝে না কোথা থেকে এ সম্বন্ধে জানবে এই কারণে মাঝেমধ্যে আপনাদের এমন অর্থনৈতিক তথ্য নিয়ে একটি নিউজ করা উচিত
মাশাআল্লাহ দন্যবাদ, প্রবাসিবাংলাদেশি দের কে।হাজারো সালাম, বাংলা দেশ জিন্দাবাদ।
প্রবাসী ভাইদের সালাম
ধন্যবাদ রেমিটেন্স যোদ্ধা সকল প্রবাসী ভাই ও বোনেরা। আপনারা কি চান বলুন বাংলাদেশের কাছে। আপনাদের দাবি পূরণ করার জন্য সরকারের কাছে বাংলার জনগণ যাবে ইনশা আল্লাহ
ধন্যবাদ অর্থ উপদেষ্টা ও গভর্নর মহোদয়কে
100 টা শেখ হাসিনার থেকে আমাদের কাছে একজন রেমিটেন্স যোদ্ধা হাজার গুনে বেশি ভালো সালাম তোমাদের
যে প্রবাসীরা দেশের সার্বিক উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখে সেই প্রবাসীরা সবচেয়ে বেশি অবহেলিত হয় প্রবাসে যাওয়ার পূর্বে এবং আসার সময়। বাংলাদেশের ব্যবস্থার যুবকরা বিভিন্ন দেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে অর্থ সম্বল শেষ করে তারপর বিদেশ যায় কিন্তু এই সেক্টরের প্রতি সরকারের খুবই গুরুত্ব কম।
এটা হবে। কিন্তু আমাদের জন বান্ধব সরকার দরকার। রাজনিতিক দলগুলা জনবান্ধব নয়।
Already airport e kichu changes ana hoyeche. Probashider Already importance dea hocce. Somoy lagbe bhai
টেকসই উন্নয়ন এভাবে আস্তে আস্তে হয়। একবার দাড়াতে পারলে, যদি চুরি না হয়, বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না। 🎉🎉🎉🎉🎉 ধন্যবাদ প্রভাসে থাকা আমার সকল ভাইদের।
আলহামদুলিল্লাহ, বর্তমান সরকারের জন্য অনেক অনেক দোয়া রইল।
প্রাণের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমার প্রিয় প্রবাসী ভাই-বোনদের।💖
আলহামদুলিল্লাহ , ডঃ ইউনুস স্যারকে পেয়ে এই নতুন স্বাধীন বাংলাদেশে আমরা গর্বিত,
ডঃ ইউনুস স্যারকে পরবর্তীতে প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাই,,,
স্যার আপনার কথাগুলো যত শুনি,মনটা জুড়িয়ে যায়..
ডঃ মোঃ ইউনুস একজন অসাধারন ব্যাক্তি,যার তুলনা হয় না....
আমাদেরকে অন্দকারে রেখেছেন,শেখ হাছিনা....
ভাই কি ছাত্রলীগ করতেন? যেভাবে চাটুকারিতা দেখাইলেন!
প্রবাসী ভাইদের সেলুট।
প্রবাসী ভাইরা তাদের অঙ্গীকার রক্ষা করেছেন,আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের কাজ টুকু ইনশাআল্লাহ, সবাই কে ধৈর্য ধারনের আহ্বান
আলহামদুলিল্লাহ বিদেশি সবগুলি ঋণ শোধ করে দিতে হবে আগামীর বাংলা দে-শ কে অনেক বেশি শক্তি সালি গরে তুলতে হবে এবং আগামী বাংলাদেশের রিজার্ভ দিগুণ বাড়াতে হবে নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হোক 2024
❤❤অনেক ধন্যবাদ।
ডক্টর ইউনুস স্যার কে।
আমি একজন প্রবাসী
Respect bhai apnake ❤️
❤❤
সালাম আপনাকে
Respesct bro
Respect
অভিনন্দন জ্ঞাপন ❤❤❤❤আল্লাহ আমাদেৰ দেশেৰ সকল কে ৰিন মুক্ত কৰুন, আমিন, ❤❤❤
প্রবাসীদের প্রতি শ্রদ্ধা ও সালাম ❤
ডঃ ইউনুস এর সততা ও কর্মদক্ষতার কথা স্বীকার করা আপনার অনেক কষ্ট দেখলাম ।
অভিনন্দন ডঃ মোহাম্মদ ইউনুস স্যার
সুন্দর উপস্থাপন।
আমার মামা,খালু সহ পরিবারের ৭ জন মানুষ প্রবাসী, সকল প্রবাসীদের জন্য মন থেকে দোয়া করি তারা প্রবাসে ভালো থাকে সুস্থ থাকে আমিন ❤❤
প্রবাসী ভাই আপনারা আমাদের প্রাণ ভোমরা যে যাই বলুক আমরা আপনাদেট সব সময় সম্মানের চোখে দেখি আর ভালোবাসি
ধন্যবাদ প্রবাসী ভাইদের,তাদের কঠোর পরিশ্রমের মাথার ঘাম পায়ে ফেলে যে ডলার ইনকাম করে তাতেই দেশের জনগণ মূলত চলে। প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল।আল্লাহ তাআলা তাদের জান মাল হেফাজত করুক, আমিন।
স্যালুট প্রবাসীদের।
এই সরকার আগামী ৫ বছর ক্ষমতায় থাক। নতুন নির্বাচিত সরকার আসলে আবার আগের মতো টাকা পাচার শুরু হয়ে যাবার সম্ভাবনা থাকবে।
প্রবাসী ভাইদের ধন্যবাদ, প্রবাসী ভাইদের যেন এয়ারপোর্টে পর্যাপ্ত পরিমাণ সম্মান দেওয়া হয়।
কারণ তারা জাতির জন্য অহংকার।
আলহামদুলিল্লাহ
আগামীর বাংলাদেশে সবগুলি যেনিশের উৎপাদন দিগুণ বাড়াতে হবে এবং রপ্তানি দিগুণ বাড়াতে হবে বাংলাদেশ কে ডক্টর ইউনুস সরকারের কাছে আমার অনুরুধ রইলো নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হোক তাঁরা তারি 2024
দক্ষ জনশক্তি তৈরি করে খরচ কমিয়ে সরকারের সহায়তায় বিদেশে পাঠানোর ব্যবস্থা করা উচিত। তাহলে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হবে। দেশের টাকা বিদেশে পাচার না করলে দেশটি সিংগাপুর হয়ে যেত।দেশের দক্ষ জনশক্তি কে কাজে লাগিয়ে সহজ শর্তে বিদেশে পাঠানোর ব্যবস্থা করলে .... আমাদের ঠেকায় কে????😅
ধন্যবাদ ইউনুস স্যার কে।
প্রবাসী ভাইয়েরা এক একজন সৈনিক। তাদেরকে সেলুট
আমরা প্রবাসীরা বাংলাদেশের প্রান
Ji bhai ❤️ Respect All probashi
🫶
Respect vai
এই ক্রেডিট আমাদের প্রবাসী ভাইদের। অন্তর থেকে ভালোবাসা সকল প্রবাসী ভাই বোনদের প্রতি।
শেয়ার বাজার ধংস করে।
প্রবাসীদের স্যালুট। আপনারা দেশের প্রতি এই ভালোবাসা অটুট রাখবেন
ইউনুস সরকার বাংলাদেশের জন্য আল্লাহর আশীর্বাদ, শুধুমাত্র দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে আসলেই সরকার সফল হবে ইনশাআল্লাহ,
আলহামদুলিল্লাহ
ডঃ ইউনুস স্যার থাকুক দশ বছর
ধন্যবাদ প্রবাসী ভাইদের ❤❤❤ জাযাকাল্লাহ খাইরান
প্রবাসী ভাইদের অনেক ধন্যবাদ
ধন্যবাদ
যত খবর দেখলাম, সব গুলোর মধ্যে এইটা আমার কাছে সেরা খবর মনে হলো😊
কেউ একজন মিডিয়ার সামনে এসেয় খালি বলত আমি এই করছি ঐ করছি, কিন্তু ড.মোহাম্মদ ইউনূস কাজ করে বেশি কথা বলে কম।
Alhamdulillah!
আমরা ডা:ইউনুসকে চাই সরকার হিসাবে
আপনার কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে মানি লন্ডারিং-কে ডাস্টবিনে নিক্ষেপ করে দেশকে এগিয়ে নিতে অগ্রনী ভূমিকা পালন করুন। দেশ ও জাতির ইতিহাসে আপনার এই অবদানের কথা স্বর্নাক্ষরে লেখা থাকবে।
আমি নিজে ও একজন রেমিট্যান্স যোদ্ধা কিন্তু তবু বলবো আমাদের দায়িত্ব হলো টাকা ইনকাম করা কিন্তু সেই টাকাটা কাজে লাগানোর দায়িত্ব সরকারের সরকার যদি আমাদের টাকাটা ভালো কাজে লাগায় নিজেকে ধন্য মনে হয় আর যদি সরকার ভুল পথে হাঁটে তাহলে আমাদের কিছুই করার থাকে না খুব কষ্ট তো হয় বটে কিন্তু বর্তমান সরকার আরো এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা
বাহ চমৎকার উপস্থাপনা।অনেক সুন্দর করে বুঝিয়েছেন।
আমরা এই বাংলাদেশ চাই। নতুন সরকার কে সবধরনের সহযোগিতা করুন এবং দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
টাকা পাচার বন্ধ হোক। বিদেশি বিনিয়োগ দরকার। অতিরিক্ত প্রকল্প ব্যয় বন্ধ হোক। সরকারি খরচ কমানো হোক। ধন্যবাদ
সুন্দর প্রতিবেদন, অনেক কিছু জানতে পারলাম।
এতো সুন্দর সত্য কথা বলার জন্য অনেক ধন্যবাদ।
আমি গর্বিত একজন প্রবাসী হিসেবে।
আমি একজন প্রবাসী আমার তরফ থেকে অনুরোধ থাকবে বাংলাদেশকে সুস্থ পথে সুস্থভাবে এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ আমি আমার দায়িত্ব পালন করছি বাকিটা বাংলাদেশের সকল নাগরিকদের
নিজের উন্নয়নের চিন্তা না করে যারা দেশ ও দেশের সাধারণ মানুষদের উন্নয়নের চিন্তা করে তারাই প্রকৃত দেশ প্রেমিক ও সত্যবাদী।বিগত দিন গুলোতে আমরা দেশে উন্নয়নের ব্যাক্তি ও ক্ষমতাশীলদের উন্নয়ন ও বিলাসি জীবন দেখেছি।মহান আল্লাহ্ বর্তমান সরকারের প্রতি সহাই হউন ও সকল পরিস্থিতিতে হেফাজত রাখেন।আমিন।
ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে। ধন্যবাদ ড ইউনুস সরকারকে। উপস্থাপক ভাই এত সুন্দর করে বুঝাইছেন, যেটা ভার্সিটির টিচার ও বোঝাতে পারে না আমার মনে হয়।
প্রবাসীদের অসংখ্য ধন্যবাদ, অ স্যালুট ❤❤
ধন্যবাদ আপনার উপুস্থপনা অনেক ভালো লেগেছে
আমারা ঝারা দেশের বাহিরে আছি আমাদের এমবাসি জদি
অন্য দেশের নেয় ভালো কাজ করতো রেমিটেনছ আরো বেশি যেতো
Probasi rai hocca Bangladesh er hero❤ Bangladesh er manus onk ashabadi bortoman sorkar k nea❤.
ধন্যবাদ দেইলি স্টার সংবাদমাধ্যমকে এত সুন্দর একটি আসান্বিত খবর প্রকাশের জন্য
এযাবতকালের সব থেকে পারফেক্ট একজন গভর্নর পেয়েছে বাংলাদেশ, এম,মনসুর স্যার সেলুট আপনাকে,,
এই ডক্টর মুহাম্মদ ইউনূস কে যদি আরো আগে ক্ষমতায় বসানো হতো তাহলে আজ দেশের এই হাল হতোনা , মহান আল্লাহ ওনাকে সুস্থ্য রাখুন এবং দীর্ঘ জিবি করুন আমিন ❤
❤thanks ,my dear DrYounus & finance upodesta .
ধন্যবাদ ডেইলি স্টারকে ❤❤❤ সত্য গুলো সামনে আনার জন্য ❤❤
আরেকটা বিষয় যা উল্লেখ করেন নাই। ইন্ডিয়ান ভিসা বন্ধ থাকায় ডলারের অপচয় কমেছে।
😅😅😅 সিঙ্গাপুর যাবে লাগলে চিকিৎসক জন্য সরকার সুবিধা করে দিবে
ঠিক কথা
রাইট,,, এটাও একটা দিক৷
💯 %%%%right
Bangladeshi couple blogger ra to regular india ghurte jacche
ধন্যবাদ জানাই তত্ত্বাবধায়ক সরকার ও বাংলাদেশ ব্যাংক কে
মাশআল্লাহ কি সুন্দর উপস্থাপন
আপনার জন্য ভিডিও গুলো দেখি ❤️
ধন্যবাদ প্রবাসী ভাইদের ❤
আলহামদুলিল্লাহ দেশটা সুন্দর হউক এটাই প্রত্যাশা, ঋণ মুক্তি পেতে আল্লাহ আমাদের সহায় হউক, আমিন
মাশাআল্লাহ চমৎকার উপস্থাপন মন ভরে গেলে!
আলহামদুলিল্লাহ্। ধন্যবাদ অন্তর্বর্তী সরকার ডঃ ইউনুস স্যারকে
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ❤
প্রবাসী ও প্রবাসীর পরিবারকে আল্লাহতায়ালা হেফাজত করুন
প্রবাসী ভাইদের স্যালুট, তাদের এই কাজেই বুঝা যায় তারা দেশকে কতটা ভালোবাসেন। ❤️❤️
❤ সু সংবাদ ❤ সুনে ভালো লাগলো ❤
সঠিক তথ্য উপস্থাপন করা হয়েছে ধন্যবাদ
ধন্যবাদ প্রবাসী ভাই-বোন , তোমাদের রক্ত ঘাম ঝরানো কষ্টার্জিত রেমিটেন্স আজ এই দুর্দিনে বড়ই উপকারে আসছে আমার ৷ অথচ তোমাদের দিয়েছি কতই না লাঞ্ছনা বঞ্চনা যন্ত্রণা ৷ দিতে পারি নাই এয়ারপোর্ট সেবা, এম্বেসি সেবা আরো কতো কি ৷ ছিলে অনেক অবহেলিত ৷ কথা দিচ্ছি আর এমন হবেনা ৷ ইতি বাংলাদেশ ৷