Nokia আমাদের মত তখনকার (২০০০-২০১২) সময়ের কিশোর কিশোরীর জন্য একটা আবেগ।❤️ এখনও মন চায় Nokia য় ফিরে যাই। কিন্তু ফিচার-পার্ফরমেন্স-সব মিলে সময় যা চায় তা Nokia তে না থাকায় ব্যবহার করা হচ্ছে না😢
সেই সময়টার মর্ম এখনকার কিশোর-কিশোরীরা বুঝবে না এই ছোটখাটো ফোনগুলো যে কত কার্যকরী ভূমিকা পালন করেছে আমাদের দৈনন্দিন জীবনে। ভাবতেই স্মৃতিকাতর হয়ে যায়।
নকিয়া ১১১০ মডেলের ফোনটি আমাদের বাসায় প্রথম ফোন ছিল। বয়সে ছোট হলেও ফোন টেপার ওস্তাদ ছিলাম। কত সাপ গেম খেলছি তার কোন হদিস নেই। ফোনটা দেখে সব স্মৃতি মনে পড়ে গেল।
সেই দিন গুলিতে বিদ্যমান থাকলে নেট দুনিয়ার কিছুই বুঝতো না মানুষ। ফলে সবাই সুখী জীবন কাটাতে পারতো। আজ সহজ সরল মানুষ গুলোও সংসার বাদ দিয়ে নেট নিয়ে পরে থাকে।
Nokia 1110 এই মোবাইলটি আমার কাছে এখনও আছে, এবং এই মোবাইলটির সাপ খেলা আমি কোনদিনও ভুলতে পারবো না। এক কথায় বলা যায় এটি হলো আমার জীবনের সবথেকে প্রথম গেম!!
সত্যি সেই সোনালী দিনগুলি খুবই ভালো ছিল,, রাত ,আটটার মধ্যে খাওয়া-দাওয়া শেষ করতাম, আর, রাত দশটার মধ্যে ঘুমিয়ে যেতাম, আর ঘুম না আসলে একটু সাপ খেলা গেমস খেলতাম ,, আর এখন এই স্মার্টফোনগুলি মানুষের ঘুম কেড়ে নিচ্ছে,, আর দিন দিন মানুষকে টেনশনে ফেলে দিচ্ছে,, নানা রকম অপরাধের মানুষকে ফেলে দিচ্ছে এই স্মার্টফোনগুলি, খুব মিস করি সেই দিনগুলি,,
Nokia 6600 এই মোবাইল টা আর N series এর N73 দুর্দান্ত ফোন ছিলো।আমার কাছে Nokia 6600 এই ফোনটা ছিলো।বহুদিন ব্যবহার করার পর একদিন যত্নের অভাবে খারাপ হয়ে গেছিলো।তারপর আবার একদিন হঠাৎ হাত ফসকে পরে গেছিলো আর ঠিক করিনি । অনেক কান্না করেছিলাম তখন অনেক ছোটো আমি।এখন ও Nokia 6600 ,N73পাওয়া গেলে নিয়ে নিবো। পুরনোকে ছুঁয়ে দেখার আনন্দ আলাদা সবগুলো সুন্দর স্মৃতি। Fan of old Nokia : ) 20/11/2022
@@saadia7372 একটা সময় সব মোবাইল ফোন মিলে যতটা ফিচার না দিত পারতো নোকিয়া একাই তারচেয়ে বেশি আর কার্যকরী ফিচার সরবরাহ করতো তাদের ফোনে। তবে কালক্রমে এখন তারা পিছিয়ে গেছে ঠিকই তবে সম্ভবনাময় কারো হাতে পড়লে আবার ও আগের যায়গায় ফিরতে পারবে।
সেই ২০০২ সাল নোকিয়া ৩৩১০ এই মডেলের মোবাইলটি ব্যবহার করেছিলাম আর বর্তমান সময়ে ২০২২সাল iphone 13 pro max ব্যবহার করছি হয়তো আধুনিকতা পেয়েছি কিন্তু সেই সময়ের আনন্দটা আর নেই ❤❤ ১৭/১১/২০২২🌹🌹
খুব মিস করি ৮০-৯০ দশকের সোনালী দিন গুলা সে সময় Smartphone ছিলো না বাটন মোবাইল ছিলো। নোকিয়া মানে আবেগ। ❤️ Nokia মোবাইল Use করার আনন্দ এখন ৩০-৫০ হাজার টাকা দামি মোবাইল চালিয়ে সে মজা নাই।
Nokia 6600 Nokia 1200 Nokia N97 Nokia 6300 Nokia 2700 Nokia 2730c Nokia 5110c Nokia E6300 3G সিম্বিয়ান Nokia 3110 Nokia E5 ব্যবহার করেছি। আমি নকিয়া ছাড়া তখনকার সময় অন্য কোন ব্যান্ডের ফোন ব্যবহার করতাম না। এখন নকিয়া থেকে অনেক স্মার্ট ফোন ব্যবহার করি কিন্তু নকিয়ার মত সেই আনন্দ আসে না।মিস করছি সেই দিন গুলো।
নকিয়া মোবাইল প্রতিটা মানুষের জীবনের একটা স্মৃতি হিসেবে কালজয়ী হয়ে থাকবে। করণ নকিয়া মানুষের আবেগ হাজারো মানুষের যোগাযোগের ম্যাধম ও হাজারো স্বপ্নের পথ সৃষ্টিকারী।
সেই নোকিয়া ১১১০ মডেলের মোবাইল গুলোর কথা -ভোলার মতো নয়- অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মোবাইল ফোনের মধ্যে। -এখন এন্ডোয়েড মোবাইল ব্যবহার করি কিন্তু নোকিয়া ১১১০ মডেলের মোবাইল ফোন ব্যবহারের আনন্দ এখন আর নেই- 😢😭
আমার ২০০৬ সালের সুন্দর অতীত মনে পড়ে গেল, আমার বাড়ি ময়মনসিংহে, বড়ই গাছের উপরে নকিয়া ফোনটি ঝুলিয়ে রাখতাম নেটওয়ার্ক পাওয়ার জন্য। তখন আমার বাবা চট্টগ্রাম চাকরি করতেন, তিনি যখন কল দিতেন আমার মা একটা টুল নিয়ে বরই গাছের নিচে চলে যেতেন এবং থুতনি আর কান যতটা সম্ভব উপরে দিয়ে নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করতেন এবং কথা বলতেন, আর অবশ্যই কথার ভলিউমটা এমন থাকতো যেন চট্টগ্রাম পর্যন্ত পৌঁছায়। আমাদের অবস্থা কি ছিল না ই বললাম।
রাইট ভাই আমার কাছে নোকিয়া পি৬৩ একটা জার্মানি ফোন ছিল। ৬ মেগা পিকচার ক্যামেরা ছিল রাতে স্পষ্ট ছবি তোলা যায়। ভাই এখন এন্ড্রয়েড ফোনে চাঁদের ছবি তুললেও ভালোভাবে দেখা যায় না। স্পষ্ট ১০০% ক্লিয়ার ভাবে ছবি উঠতো এখনকার সময় বাটন ফোনের দাম ছিল ১১২০০ টাকা
আমি এখনো নকিয়া ফোন ব্যবহার করি। শখের বশে এবং শৈশবের আবেগ থেকে নকিয়া মোবাইল ভালোবাসি এখনো প্রায় ১০০+ নোকিয়া ফোন কালেকশন করে রেখেছি। যখন যেটা ব্যবহার করতে ইচ্ছে করে তখন সেটা ব্যবহার করি।
নকিয়া ৩৩১০ নকিয়, এন ৯৭ মিনি ও নকিয়া ই ৮ তিনটি মডেল আমার কাছে আছে। স্মৃতি ধরে রাখার জন্য সেই সোনালী অতীত এখনো মনে করে দেয়। তবে নকিয়া ৩৩১০ ভালোভাবে কাজ করে, ই ৮ ডেড ও এন ৯৭ ডিসপ্লেতে কিছুটা দাগ। ধন্যবাদ সময় টিভিকে একটি সুন্দর বিজ্ঞাপন তুলে ধরার জন্য।
আহ্া আগের সেই নকিয়া ফোন আমার আম্মার ছিল সেই ফোন টা দিয়ে কতোই না আনন্দ উপভোগ করতাম সাপ গেইম খেলতাম একেকটা রিংটোন কতো বার যে শুনতাম সেই দিন আর ফিরে আসবে না😥
Nokia আমাদের মত তখনকার (২০০০-২০১২) সময়ের কিশোর কিশোরীর জন্য একটা আবেগ।❤️
এখনও মন চায় Nokia য় ফিরে যাই। কিন্তু ফিচার-পার্ফরমেন্স-সব মিলে সময় যা চায় তা Nokia তে না থাকায় ব্যবহার করা হচ্ছে না😢
এখন সবই পাওয়া যায় ,,, কিন্তু আমরা আর Nokia তে ফিরতে পারছি না,,,কারণ price একটু বেশি 🧐🧐
সেই সময়টার মর্ম এখনকার কিশোর-কিশোরীরা বুঝবে না এই ছোটখাটো ফোনগুলো যে কত কার্যকরী ভূমিকা পালন করেছে আমাদের দৈনন্দিন জীবনে। ভাবতেই স্মৃতিকাতর হয়ে যায়।
Q
নকিয়া ১১১০ মডেলের ফোনটি আমাদের বাসায় প্রথম ফোন ছিল। বয়সে ছোট হলেও ফোন টেপার ওস্তাদ ছিলাম। কত সাপ গেম খেলছি তার কোন হদিস নেই। ফোনটা দেখে সব স্মৃতি মনে পড়ে গেল।
মনে পরে গেল সেই সোনালী অতীত ! এন্টেনা +নকিয়া + ৭ টাকা মিনিট ...... আহারে জীবন 😮
সেই দিন গুলিতে বিদ্যমান থাকলে নেট দুনিয়ার কিছুই বুঝতো না মানুষ। ফলে সবাই সুখী জীবন কাটাতে পারতো। আজ সহজ সরল মানুষ গুলোও সংসার বাদ দিয়ে নেট নিয়ে পরে থাকে।
12 tk minit e kotha bolsi
@@arishanurvlog7712 As like you😄
@@arefinahmed2427 same vaia tkn abbu bidesh theke call dito taw minit a 12 tk nito
Hahahaha hmm hmm vai khub mojaa lagee sagulo vable..7tk min r antena..!!
তখন নরমাল মোবাইলে যে আনন্দ ছিল এখন এই সময়ে এন্ড্রোয়েড মোবাইলেও এত আনন্দ নেই। মিস করি সেই সময় গুলা
সেই আনন্দ আজ আর নেই,,,
Hmm thik
Ha
😂
Right 👍
যেদিন বাবা নোকিয়া ১১১০ কিনে দিছিলো আহা কি আনন্দ।স্কুলে নিয়ে সকলকে দেখাতাম।। মনে পরে গেলো ফেলে আসা দিন গুলো
আমার বাবা ১১১০ মোবাইল টা কিনে আনার পর কতটা খুশি হয়েছিলাম যে আজ এক লাখ টাকার ফোনেও এত খুশি হতামনা।
Nokia 1110 এই মোবাইলটি আমার কাছে এখনও আছে, এবং এই মোবাইলটির সাপ খেলা আমি কোনদিনও ভুলতে পারবো না। এক কথায় বলা যায় এটি হলো আমার জীবনের সবথেকে প্রথম গেম!!
আমারও প্রিয় ছিল
Amar o prio cilo
@@sajedurrahmansohan1419 ❤️❤️
OMG!
@@BandhanRoy007 ❤️❤️
নোকিয়া ফোন এর কথা শুনে 17-18 বছর পিছনে ফিরে গেলাম।
নোকিয়া বেষ্ট মনে রাখার মত সত্যি নোকিয়া অনেক মজবুত এবং সার্ভিস অনেক ভালো 🥰🥰
ধন্যবাদ সময় সংবাদকে পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য 🥰🥰🥰
নোকিয়া ১১০০ জীবনের প্রথম কোন ফোন ধরেছিলাম🌸💞🌸💞 সেই স্মৃতি আর ফিলিংস এখন এন্ড্রয়েড চালিয়ে পাইনা😢
সেই দিনগুলো এখনো মনে পড়ে 😥😥😥😥😥
খুব মিস করি, এখন এত দামি ফোনেও ওই আনন্দ টা পাইনা 😒
তাহলে ইউটিউব দেখিস কী দিয়ে? সেল ফোন দিয়েই দেখ
Hmm
রাইট
@@tazwar3601 sabdhane kotha bol
@@Taniakhatunpapri তুই আবার কোন ফকিন্নি????
আগের দিনই ভালো ছিলো।প্রযুক্কি যতই উন্নত হচ্ছে ততই অধঃপতন ঘটেছে আর ঘটতেই থাকবে।
সত্যি সেই সোনালী দিনগুলি খুবই ভালো ছিল,, রাত ,আটটার মধ্যে খাওয়া-দাওয়া শেষ করতাম, আর, রাত দশটার মধ্যে ঘুমিয়ে যেতাম, আর ঘুম না আসলে একটু সাপ খেলা গেমস খেলতাম ,, আর এখন এই স্মার্টফোনগুলি মানুষের ঘুম কেড়ে নিচ্ছে,, আর দিন দিন মানুষকে টেনশনে ফেলে দিচ্ছে,, নানা রকম অপরাধের মানুষকে ফেলে দিচ্ছে এই স্মার্টফোনগুলি, খুব মিস করি সেই দিনগুলি,,
খুব মিস করি নকিয়ার ফোনগুলোকে 😢😢...ছোট বেলার কথাও মনে পরে গেলো 😢😢
বাবার নোকিয়া ১১১০মোবাইলে সাপের
গেম খেলার অতীত টা আজো আমার কাছে দামী একটা সৃতী। যেখাইনেই থাকো বাবা, দোয়া করি ভাল থেকো সুখে থেকো। 😢😢😢
প্রাইভেট পরিয়ে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে ২০০৫ সালে নকিয়া ১৬০০ মডেল কালার মনিটর ফোনটা কিনেছিলাম।সোনালী অতিতের দিনগুলো মনে পড়ে গেল।🥰🥰
Nokia 2690
Nokia 1200 আহা ফোন গুলো ছিলো আজও মনে পড়ে 🙂
Nokia 6600 এই মোবাইল টা আর N series এর N73 দুর্দান্ত ফোন ছিলো।আমার কাছে Nokia 6600 এই ফোনটা ছিলো।বহুদিন ব্যবহার করার পর একদিন যত্নের অভাবে খারাপ হয়ে গেছিলো।তারপর আবার একদিন হঠাৎ হাত ফসকে পরে গেছিলো আর ঠিক করিনি । অনেক কান্না করেছিলাম তখন অনেক ছোটো আমি।এখন ও Nokia 6600 ,N73পাওয়া গেলে নিয়ে নিবো। পুরনোকে ছুঁয়ে দেখার আনন্দ আলাদা সবগুলো সুন্দর স্মৃতি।
Fan of old Nokia : ) 20/11/2022
Fan of Nokia since 2007 to 2022❤ waiting for your strong comeback
❤️❤️❤️❤️
9p0
Never comeback Nokia
সেই সময়ের দিনগুলো মনে পড়ে গেল
আহ! সেই সোনালী দিন গুলো আর ফিরে আসবে নাহ!! খুব মিস করি😒😒
তুমি কাফের ফতোয়া দেয়া কম্পানির মালিক
কবরেও তুমি মোবাইল পাইবা।
নোকিয়া ফোন দিয়েই কমেন্ট করলাম 🥰
Waiting for a great comeback 😘
@@saadia7372 একটা সময় সব মোবাইল ফোন মিলে যতটা ফিচার না দিত পারতো
নোকিয়া একাই তারচেয়ে বেশি আর কার্যকরী ফিচার সরবরাহ করতো তাদের ফোনে। তবে কালক্রমে এখন তারা পিছিয়ে গেছে ঠিকই তবে সম্ভবনাময় কারো হাতে পড়লে আবার ও আগের যায়গায় ফিরতে পারবে।
নাম্বার ওয়ান এই ফোন ❤❤❤
সেই ২০০২ সাল নোকিয়া ৩৩১০ এই মডেলের মোবাইলটি ব্যবহার করেছিলাম আর বর্তমান সময়ে ২০২২সাল iphone 13 pro max ব্যবহার করছি হয়তো আধুনিকতা পেয়েছি কিন্তু সেই সময়ের আনন্দটা আর নেই ❤❤
১৭/১১/২০২২🌹🌹
কথাটা সত্য
খুব মিস করি ৮০-৯০ দশকের সোনালী দিন গুলা সে সময় Smartphone ছিলো না বাটন মোবাইল ছিলো। নোকিয়া মানে আবেগ। ❤️
Nokia মোবাইল Use করার আনন্দ এখন ৩০-৫০ হাজার টাকা দামি মোবাইল চালিয়ে সে মজা নাই।
Nokia 6600
Nokia 1200
Nokia N97
Nokia 6300
Nokia 2700
Nokia 2730c
Nokia 5110c
Nokia E6300 3G সিম্বিয়ান
Nokia 3110
Nokia E5 ব্যবহার করেছি।
আমি নকিয়া ছাড়া তখনকার সময় অন্য কোন ব্যান্ডের ফোন ব্যবহার করতাম না।
এখন নকিয়া থেকে অনেক স্মার্ট ফোন ব্যবহার করি কিন্তু নকিয়ার মত সেই আনন্দ আসে না।মিস করছি সেই দিন গুলো।
প্রতিবেদনটি দেখে শৈশবের স্মৃতি মনে পড়ে গেলো
প্রতিবেদককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
নকিয়া মোবাইল প্রতিটা মানুষের জীবনের একটা স্মৃতি হিসেবে কালজয়ী হয়ে থাকবে। করণ নকিয়া মানুষের আবেগ হাজারো মানুষের যোগাযোগের ম্যাধম ও হাজারো স্বপ্নের পথ সৃষ্টিকারী।
Dhonnobad tajrin Rika o somoy tv ke 🇧🇩💕
সেই নোকিয়া ১১১০ মডেলের মোবাইল গুলোর কথা -ভোলার মতো নয়-
অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মোবাইল ফোনের মধ্যে।
-এখন এন্ডোয়েড মোবাইল ব্যবহার করি কিন্তু নোকিয়া ১১১০ মডেলের মোবাইল ফোন ব্যবহারের আনন্দ এখন আর নেই- 😢😭
খুব মিস করি সেই দিনগুলো
আমার ছেলেবেলার মোবাইল ছিল। এখনো মনে দাগ কাটে। I miss u Nokia. please come back again.
বেশীরভাগ গুলোই ব্যবহার করেছি।
রিংটোন শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম।
আহ!!! দিনগুলো যদি আবার ফিরে পেতাম😥
পুরাতন দিনগুলাই ভালো ছিলো।যত প্রযুক্তির উন্নয়ন হোচ্ছে ততই মানসিক শান্তি কমে যাচ্ছে।
এই মডেল গুলো এখনো যদী মার্কেটে আসে, তাহলে বর্তমান মোবাইলের চেয়ে বেশি সাপ্লাই হবে ইনশাআল্লাহ 🤲🏼
😇🙄🤔
T5
আমি এখনও নোকিয়ার সেই পুরোনো মোবাইল গুলোকে খুব মিস করি স্পেশালি সিম্বিয়ান ফোনে গুলো
নোকিয়া 7610 ফোন টা
দেখে পুরানো স্মৃতি মনে পড়ে গেল,
অনেক ভালো ছিল
ফোন টা,
আবারো ফিরে যেতে চাই সেই ফোনের যুগে,,,,,,,,,,
সেটা হয়তো আর কোন দিন ও সম্ভব নয়
সত্যি খুব অসাধারণ ছিলো
ধন্যবাদ সময় সংবাদকে এতো সুন্দর একটা সংবাদ প্রচারের জন্য।
রিংটোন টার কথা মনে পরে গেল,,, খুব ভালো লাগে
Amar 1110-3310-2600 model phone chilo,I miss you 🇧🇩💕
যায় দিন ভালোই যায়♥♥
চোখের কোনে জ্বল চলে আসে.....
জ্বল নয়, জল🙂
N 70 missed , one of the legendary phone
আমার নস্টালজিয়া ৩৩১০ সেই সোনালী অতীত খুবই মিস করি 🙂
Nokia 1100 model ta amader familyr first phone chilo. 😍
Abaro akta nibo.
প্রথম ফোন কেনা হয় আমার নকিয়া ১১০০ ফোনটি। এবং ২০০৩ সালে ফোনের দোকানে চাকুরি করার সুবাধে তখন অনেক মডেলের ফোন ব্যবহার করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ।
আমার ও ছিল
আর কী কী মডেল চালিয়েছেন?প্লীজ কমেন্টে বলে যান(শুধু নকিয়া)
এরিকসন, এ্যালকেটেল, সিমেন্স, জেড টি ই ও মটোরলা।
আমি শুধু নকিয়ার মডেল নম্বরের কথা জানতে চাচ্ছি😒
অনেক আগে কথা মনে নেই
এগুলো শুধু অতীত বর্তমান ডিজিটাল ও স্মার্ট জগতের সময়ের ছেলে মেয়েরা এ সময়গুলো পাই নাই আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি
❤❤❤❤❤❤
নকিয়া ব্রেন্ডের ফোনগুলো আমাদের আবেগের সাথে জড়িয়ে আছে এখনও 😢😢।
আমি এখনো ১১০০ ব্যাবহার করি। ভালইতো সার্ভিস দিচ্ছে❤️
তখন ছাত্র ছিলাম খুব ইচ্ছে ছিল ফোন গুলো কেনার কিন্তু পারিনি আর এখন সামর্থ্য আছে কিন্তু সেই ভালো লাগা ফোন গুলো আর নেই। সত্যিই আবেগে আপ্লুতো হয়ে গেলাম। 🥺
কম বেশী সবাই বড় মোবাইলের পাশাপাশি ছোট একটা মোবাইল হাতে থাকে বাট সেগুলো ভালোনয়।
তাই বর্তমান বাজারে এগুলো আবার ফিরিয়ে আনলে আশাকরি বাজার ভালো হবে। ❤
নকিয়া ৩৩১০ মডেল মোবাইল টি দেখে আমার বাবার কথা মনে পরে গেলো সেট টি আজ আছে শুধু বাবা নেই
আল্লাহ আব্বা কে জান্নাতুল ফেরদৌস দান করেন
আমার ২০০৬ সালের সুন্দর অতীত মনে পড়ে গেল, আমার বাড়ি ময়মনসিংহে, বড়ই গাছের উপরে নকিয়া ফোনটি ঝুলিয়ে রাখতাম নেটওয়ার্ক পাওয়ার জন্য। তখন আমার বাবা চট্টগ্রাম চাকরি করতেন, তিনি যখন কল দিতেন আমার মা একটা টুল নিয়ে বরই গাছের নিচে চলে যেতেন এবং থুতনি আর কান যতটা সম্ভব উপরে দিয়ে নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করতেন এবং কথা বলতেন, আর অবশ্যই কথার ভলিউমটা এমন থাকতো যেন চট্টগ্রাম পর্যন্ত পৌঁছায়। আমাদের অবস্থা কি ছিল না ই বললাম।
সোনালী অতীত ❤️
তখন নোকিয়ার 5 মেগাপিক্সেল,8মেগাপিক্সেল Carl Zeiss ক্যামেরা - এখনকার হ্যান্ডসেটগুলার 48 , ৩২ মেগাপিক্সেল ক্যামেরার খেকে হাজার হাজার গুনে ভালো ছিল 👌👌👌
রাইট ভাই আমার কাছে নোকিয়া পি৬৩ একটা জার্মানি ফোন ছিল। ৬ মেগা পিকচার ক্যামেরা ছিল রাতে স্পষ্ট ছবি তোলা যায়। ভাই এখন এন্ড্রয়েড ফোনে চাঁদের ছবি তুললেও ভালোভাবে দেখা যায় না। স্পষ্ট ১০০% ক্লিয়ার ভাবে ছবি উঠতো এখনকার সময় বাটন ফোনের দাম ছিল ১১২০০ টাকা
ঐসময় জীবন অনেক সুন্দর ছিলো !! ছেলেরা মাঠে ক্রিকেট ফুটবল খেলতো,,, এখন আধুনিক স্মার্টফোন বের হয়ে তাদেরকে গেমার হিসেবে তৈরি করেছে !!
মনে পড়ে গেলো সেই পুরনো দিনের কথা ,, কতযে নোকিয়া মোবাইল ইউজ করেছি,, খুব মিস করি
সোনালী অতীত নোকিয়া ৩৩১০ মডেলের যে গুরুত্ব ছিলো, ব্যবহারে যে স্বাচ্ছন্দ্য ছিলো বর্তমান রবোটিক যুগে আইফোন ব্যবহারে সেই মজা পাওয়া যায় না 😥😭
আমাদের দুটি ছিল,,২০১৬ সাল পর্যন্ত ঘরে,,সাপের গেম খেলার কথা মনে পড়ে গেল 🤗🤗
Amio khalce onak
Sem to
আহা
ইস জীবনের প্রথম জ্যাঠীর মোবাইল নোকিয়া ফোন দিতে সাপ গেম আরো গেম খেললে যে কত ভালো লাগতো আজ কোনো গেমই এত ভালো লাগে না, সেদিন মিস করি 😪😪😪😪
৩৩১০ মোবাইলটা আমার মুখাস্ত ছিল। আমার প্রথম হেন্ডসেট ছিল নকিয়া ৩৩১০। পুরাতন মোবাইল হাতে পেয়ে এত খুশি হয়েছিলাম। ডিসপ্লে ছাড়া প্রায় ১ মাস চালিয়েছি😁😁😁
Nokia 1110 was my 1st phone...
2nd was nokia 1600
3d nokia 7210 supernova..💞
আমার খুব প্রিয় একটা ফোন ছিল নোকিয়া ৭৬১০ মডেল।
মিসকল বাত্তি নিয়া একটা প্রতিবেদন করিয়েন,সেই পুরাতন দিন গুলো মনে পরে
আমিও তিনটা নকিয়া ফোনসেট ব্যাবহার করেছিলাম।সত্যি সেই সময় নকিয়া ফোনসেট ছিল,সবার পছন্দের তালিকায়।
আমার শৈশবের ভালবাসা.... নোকিয়া ❤
নকিয়ার বেশ কয়েকটি ফোন চালিয়েছি মানে কি বলবো অতিত মনে পড়ে গেলো মিস করি ১১শ মডেল আর ৬৬০০ মডেল
2004 এ Nokia 6600 কিনেছিলাম ২৫০০০ টাকা।শুধু Mp3 গান আর Video Songs এর জন্যে কিনেছিলাম।এখন ভাবতেই অবাক লাগে।
তখনকার সাপের গেমে যে মজা ছিল
সেই মজা এখন আর কোন গেমেই পাওয়া যায় না
নোকিয়া ফোন দিয়ে আমার প্রথম প্রেম আজ সেই কন্ঠটাও শুনিনা আর নোকিয়াও নাই
আমার প্রিয় একটি ফোন ছিলো ❤❤
*ছোট থেকেই নোকিয়া ফোন ইউস করে আইছি এখনো করি Nokia 7.2❤️❤️❤️*
Nokia 3 use korci,
MASHA ALLAH! Acar deower por o vangeni
Nokia agge besh lagto.
অনেক ছোট ছিলাম ঠিক মনেও নাই স্কুলেই ভর্তি হয়নি তখন ভাইয়া কিনেছিল কি যে খুশি হয়ছিলাম এটা দেখে
বাবার হাতে ছিলো ৩৩১০ আর কাকার হাতে ১১০০ খুব আনন্দ ময় ছিলো সেই দিন গুলো
আমার মনে হয় এই সেটগুলি নোকিয়া কম্পানিকে আরো উৎপাদন করার দরকার
Innovation kare koy dekai gese Nokia, ekon dekacche onnora...
Love Nokia ❤️❤️❤️
আমি এখনো নকিয়া ফোন ব্যবহার করি।
শখের বশে এবং শৈশবের আবেগ থেকে নকিয়া মোবাইল ভালোবাসি
এখনো প্রায় ১০০+ নোকিয়া ফোন কালেকশন করে রেখেছি।
যখন যেটা ব্যবহার করতে ইচ্ছে করে
তখন সেটা ব্যবহার করি।
আহ্ পুরনো আবেগ আবার মনে করিয়ে দিলেন 😢😢
নোকিয়া মোবাইলের ইতিহাস কখনো ভুলা যাবে না,
মনে পড়ে গেলো সেই পুরান দিনের মোবাইলের কথা।
নোকিয়া ৩৩১০ ব্যবহারের মাঝে যে আনন্দ আবেগ ভালোবাসা ছিল,
সেটা এখন আইফোন ১৪ প্রো ম্যাক্স নেই। 😢
Apnar pottek ta Video ami dekhi ek kothay apnar voice ta just wow Tajrin rika 🖤😇
নকিয়া ৩৩১০ নকিয়, এন ৯৭ মিনি ও নকিয়া ই ৮ তিনটি মডেল আমার কাছে আছে। স্মৃতি ধরে রাখার জন্য সেই সোনালী অতীত এখনো মনে করে দেয়।
তবে নকিয়া ৩৩১০ ভালোভাবে কাজ করে, ই ৮ ডেড ও এন ৯৭ ডিসপ্লেতে কিছুটা দাগ।
ধন্যবাদ সময় টিভিকে একটি সুন্দর বিজ্ঞাপন তুলে ধরার জন্য।
কথা বলা যায়?
Thank you somoy news for recapturing our golden days memories back in 2004
এখনো মনে পড়ে সেই দিনগুলি নরমাল ফোন ব্যবহার করতাম তখন কি রিংটোন দিতাম তা সারাক্ষণ ভাবতাম এখন হাজার টাকার ফোন সাইলেন্ট করে রাখে মানুষ
এটাকে আমরা আম পাড়া মোবাইল বলতাম যার একটি স্মৃতি হিসেবে এখনো আছে
৩৩১০ 😃
২০ বছর না,, ১০ বছরে আগে চলে যান,,মিস ইউ😓
আহ্া আগের সেই নকিয়া ফোন
আমার আম্মার ছিল
সেই ফোন টা দিয়ে কতোই না আনন্দ উপভোগ করতাম
সাপ গেইম খেলতাম
একেকটা রিংটোন কতো বার যে শুনতাম
সেই দিন আর ফিরে আসবে না😥
নোকেয়া ১৬০০ ও এন ৭০ এগুলো ও অনেক জনপ্রিয় ছিলো।
NOKIA: Connecting People 🤝
একটা বুড়া হাত আরেক একটা বাচ্চার হাত 😂
খুব আশা করি এটা ফিরে আসুক আবার ও
নোকিয়ার অনেক গোলা ফোন ব্যাবহার করেছি। অনেক ভালো ছিলো ফোন গোলা
আমার কাছে একটা এনটিনা ওয়ালা সিটিসেল মোবাইল ছিলো,, আহা রে,,, আনন্দ
২০০৪ থেকে ২০২২ এখনো নকিয়ার সাথে আছি।
জীবন তখন ছিলো ৭টাকা ময়🤗