#GoppoMirerThek

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 2 тыс.

  • @atanuid
    @atanuid Год назад +1279

    মেট্রো তে বসে হঠাৎ সবার সামনে চোখের জল পড়লো। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের কি এভাবে কাঁদা মানায়? একজন বাবার হয়তো মানায়। এই লজ্জায় পড়ার জন্য মীর দা, তুমি দায়ী। আজ পর্যন্ত পড়া সমস্ত গল্পের মধ্যে এটাই সেরা। এটা মন ছুঁয়ে যাওয়া।❤

    • @surajitmondal9922
      @surajitmondal9922 Год назад +57

      একদম একই, আমি কলকাতায় থাকি। আমার পরিবার গ্রামের বাড়িতে থাকে। দুর্গাপূজায় ওদের নিয়ে এসেছিলাম কলকাতায়। আজ ওদেরকে বাড়িতে রাখতে যাওয়ার সময় গল্পটা শুনলাম সেই সময় যখন আমি আমার মেয়ে মনা কে বাড়িতে রাখতে যেতে ট্রেন যাত্রা করছিলাম। পূজার পর ট্রেন এমনিতেই খুব ভিড় তাই ওদের কে ladies কামরায় বসিয়ে আমি একা একা এই গল্পটা শুনলাম। চোখের জল ধরে রাখতে পারলাম না। মীর দা আমি তোমার "খাস খবর" ankering করার সময় থেকেই ভক্ত। "গপ্পো মীরের ঠেক" দীর্ঘজীবি হোক। আর এই ধরনের গল্প আরো সোনার অপেক্ষায় রইলাম

    • @kobiPallabm
      @kobiPallabm Год назад

      ​@@surajitmondal9922❤

    • @Rathin_Tewari1988
      @Rathin_Tewari1988 Год назад +22

      Kandle purusotto harayna seo manusi rokto mangsor

    • @joynaskar125
      @joynaskar125 Год назад +10

      Dada devdas golpota শুনবে খুব সুন্দর

    • @deba8366
      @deba8366 Год назад +1

      ​Tomake Keno ami gurudev boli karon jokhon kono kaj kothin mone hoy tokhon Tomar golpo play Kori se tomar porono ba notun kono golpo hok mon diye suni.tumi bisas korbena t gurudev kokhon j sei kaj kothiner theke easy vabe complete kore fheli seta ami ajo bujhte parina .tomar konthe golpo soooooo good gurudev 🙏 u r great

  • @LoveMeAgainDear21
    @LoveMeAgainDear21 Год назад +18

    মিনির কন্ঠে.....কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা ! just cute 🥰☺️☺️এত্ত কিউট কেন বাচ্চাটা 🥰🥰🌸🥰 মাশাল্লাহ 🥰💜❤️

  • @safiulalam5513
    @safiulalam5513 Год назад +11

    জানিনা কতদিন পর কোনো গল্পঃ শুনে এই ভাবে কান্না এলো, আমি অভ্যেস মত চা এর দোকানে গল্পঃ ত শুনছিলাম, প্রথমে মিনির কোথায় কত হাসলাম, খুব আনন্দ লাগলো.. কিন্তু সত্যিই আমি ভাবিনি শেষ এ এই ভাবে কান্না চলে আসবে, সবার প্রথমে তো বিশ্বকবির লেকার ধরনের আবারও মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু এত সুন্দর ভাবে "গপ্পো মিরের ঠেক " এর উপস্থাপনে সত্যিই মন টা মুগ্ধ হয়ে গেলো.. ধন্যবাদ মীর স্যার ❤❤

  • @rannakuthi7303
    @rannakuthi7303 Год назад +13

    উফফফ just শোনা শেষ করলাম গায়ে কাঁটা দিচ্ছে । ভিতর থেকে গুমরে কান্না আসছে । শেষ অবধি চোখের জল ধরে রাখতে পারলাম না । মায়ের থেকে মেয়ে ছাপিয়ে গেছে বলতেই হবে । দুনিকে অনেক ভালোবাসা , তার লক্ষ্মীকান্তকেও ☺️💖।দুনির এই মায়া ভরা গলা আর রহমতের পিতৃ স্নেহ আরো কাঁদিয়ে দিয়ে গেল । " ও কাবুলিওয়ালা " ডাকটাও যে গায়ে কাঁটা ধরাতে পারে আজ বুঝলাম । সত্যি অনবদ্য 💖💖💖💖💖

  • @priyankachowdhury7321
    @priyankachowdhury7321 Год назад +11

    আমার ছোট্টো আট বছরের ছেলে আর আর প্রায় আশি বছরের বৃদ্ধর বন্ধুত্ত্ব টাও এমন। ভগবানের কাছে প্রার্থনা করি আমরা আর আমাদের ছোট্টো মিনিরা আর এই কাবুলিওয়ালারা সবাই ভালো থাকুক।

  • @ratnajoybhowmick7889
    @ratnajoybhowmick7889 Год назад +151

    বাংলা ভাষার মতন এমন মিষ্টি সুরেলা ভাষা ব্রহ্মাণ্ডে নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের "ডাকঘর" এবং প্রেমেন্দ্র মিত্রের "তেলেনাপোতা আবিষ্কার" শোনার ইচ্ছা এবং অনুরোধ রইলো।

    • @heptagrammar21
      @heptagrammar21 Год назад +2

      Telenapota ta pore khub kharap legechilo, meyeti opekkha te bose roilo ar cheletir jibon cholte laglo , ami o atto ta na hole o erokom e bhul akta kaj korechi, tai nijer bhul ta chokher samne dekte peyechilam kintu sadly bhul sodhranor khomota amar nei . ☹️☹️

    • @pushpitabhattacharyya6970
      @pushpitabhattacharyya6970 Год назад +1

      বহুবার পড়া সিনেমায় দেখা তবু দুচোখে জল ভরে গেল।

    • @mrsarkar6933
      @mrsarkar6933 Год назад

      Agree

    • @soniasksk5332
      @soniasksk5332 9 месяцев назад

      😮😅

  • @osimakhatun310
    @osimakhatun310 Год назад +78

    অদ্ভূত অপূর্ব কষ্টকর এই গল্প,লিখে রেখে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর.. 🙏🙏🙏🙏🙏 সুদীপ মুখার্জির দরদী কন্ঠে গল্প পাঠ,, মীর এর একবুক আদরনীয় ভালোবাসার ক্ষত, খেজুর পেস্তা বাদাম এর বীভৎস করুণ হাঁক... 😢😢 মনের কোথায় যে আশ্রয় নিলো, জানিনা মীর... তুমি চিরকালের awesome 👍 অনবদ্য নির্মল এক টুকরো ভালোবাসা আমজনতার.. তোমায় করি নমস্কার.. 🙏 😢🙏😢🙏💖👏💖🌹💚🌹

  • @lizaroy3381
    @lizaroy3381 Год назад +210

    "ও খুকিকে একবার দেখতে পাবো না" হৃদয় টা চিরে গেলো! 😢

  • @arifbhuiyan2027
    @arifbhuiyan2027 Год назад +77

    কাবুলিওয়ালা গল্পটি প্রথম পড়েছিলাম সপ্তম শ্রেণীতে। তখন গল্পটির গভীরতা সঠিক ভাবে উপলব্ধি করতে না পারলেও আজকে গল্পটি শুনে নিজের অজান্তেই চোখের এক কোণ থেকে অশ্রু ঝরছিল।
    ধন্যবাদ মীর দাদা ❤

  • @amitbiswas1882
    @amitbiswas1882 Год назад +199

    চোখের জল, ধরে রাখা সম্ভব হলো না 😢।
    এই জন্যই বোধহয় এক জন কবি কে বিশ্ব কবি বলা হয়❤

    • @sumanpramanik9454
      @sumanpramanik9454 Год назад +2

      ❤❤

    • @Sonarjhuri1369
      @Sonarjhuri1369 Год назад +1

      আমি শেষের দিকে কেঁদে কেঁদে অস্থির। 🤧

    • @dipanwitadas7481
      @dipanwitadas7481 9 месяцев назад

      Same situation 😭

    • @Ankita-x3o9h
      @Ankita-x3o9h 7 месяцев назад

      বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর মৌরিফুল পড়ে দেখ।

  • @shinjinisen1990
    @shinjinisen1990 Год назад +312

    এই গল্পে জীবনের সূক্ষ্ম মানবিক বোধ কীভাবে সম্প্রসারিত হচ্ছে, তা ভাবলে প্রতিটি সচেতন পাঠক ও শ্রোতা শিহরিত হতে বাধ্য। এই গল্প শুধু গল্প নয়, যেন আমাদের জীবনের প্রতিচ্ছবি।

    • @HareKrishna.2023
      @HareKrishna.2023 Год назад +2

      একদম সত্যি কথা ❤️

    • @shyamalidhar2752
      @shyamalidhar2752 Год назад +2

      Apurbaaa, mone thakbe mini k rahamat k r apnar to katha nei, r minir maa o khub sundar

  • @hanifmondal1906
    @hanifmondal1906 Год назад +169

    আমি আমার জীবনে যত গল্প পড়েছি বা শুনেছি তার মধ্যে অন্যতম সেরা গল্প এটা । এটা শুনতে গিয়ে কখন যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে আমি বুঝতে পারিনি। বিশ্বকবির রচনা ❤❤❤❤❤❤

    • @atabulgazi934
      @atabulgazi934 Год назад

      sem to me

    • @jemimazeba345
      @jemimazeba345 Год назад

      😭😭😭😭

    • @ChronicleCowboy
      @ChronicleCowboy Год назад +1

      natok baji

    • @rajasarkar2145
      @rajasarkar2145 Год назад

      ❤❤

    • @jiteshcreations3795
      @jiteshcreations3795 Год назад

      আমি আর আমার বাবা একসঙ্গে শুনি সব গলো
      😅 এই গল্পঃ টা শুনতে শুনতে কেঁদে গেছিলাম

  • @durbabanerjee328
    @durbabanerjee328 Год назад +3

    অপূর্ব ❤️❤️❤️❤️❤️
    ক্লাস 9/10 এ পড়ার সময় মাধ্যমিক সিলেবাসে পড়েছিলাম কাবুলিওয়ালা। তখন থেকেই ভীষণ প্রিয় গল্প। আর আজ আমার নয় বছরের ছেলের সঙ্গে গল্পটা শুনলাম। মিনি র ভূমিকায় অয়ন্তিকার মেয়ের মিষ্টি অভিনয় যেমন মন কেড়েছে, তেমনই 'কাবুলিওয়ালা' র চরিত্রে মীর দা তোমার আবেগ জড়ানো কণ্ঠস্বর বিশেষ করে গল্পের শেষে এক পিতার কান্না আমাদেরও কাঁদিয়েছে। খুব খুব সুন্দর উপস্থাপন 👏👏❤️❤️❤️

  • @ayansadhukhan5468
    @ayansadhukhan5468 Год назад +6

    নিজে এখন এক মেয়ের বাবা ছোট বেলায় যখন এই গল্প টা পরেছি এতো টা গভীরে চিন্তা আসেনি কিন্তু আজকে কেমন একটা মনের ভিতরে তোলপাড় করে দিলো কিছু না বুঝে চোখে জল এলো 🥲🥲।
    কেন মীর দা এমন করো??
    হৃদয় তো একটা আর কতো বার জিতবে ❤️❤️❤️

  • @arpentinabhattacharjee2097
    @arpentinabhattacharjee2097 Год назад +62

    আমার বাবা গত হয়েছেন তিন বছর হলো.. প্রথম তার থেকেই গল্প টা শুনেছিলাম.. আর আজ সেই অনুভূতি ই বারংবার ফিরিয়ে দিয়েছ মীর দা ও ঠেকের সকল সদস্যরা.. এখনও লিখতে লিখতেও হাত কাপছে আর চোখে জল অঝোরে ঝড়ছে.. কি যে অপূর্ব presentation 👏👏👏👏👏👏🩷🩷🩷🩷🩷🩷🩷

  • @somnaths.m5774
    @somnaths.m5774 Год назад +84

    বাংলা সাহিত্যে " কাবুলিওয়ালা" এক অমূল্য সম্পদ।এক গভীর স্নেহ মমতা পূর্ণ"পিতার" গল্প।"রবি"ঠাকুরের চরণে সহস্র প্রণাম জানায়।🙏🏻🙏🏻

  • @aritrimitra5889
    @aritrimitra5889 Год назад +17

    শুধু মাত্র কণ্ঠস্বর দিয়েই পুরো ছবির মত দৃশ্য একমাত্র তুমিই করতে পারো,hats off to you Mir Da 💕 আর আমাদের ছোট্ট দুনি তো অসাধারণ ❤️ এই ভাবেই আমাদের আরো ভালো ভালো গল্প উপহার দিতে থাকো, চোখের জল আটকে রাখা দায়

  • @sukanyasingh3532
    @sukanyasingh3532 Год назад +2

    Golpo ta shune chokher jol dhore rakha gelo na. Age o cinema dekhechi golpo o porechi ... Kintu tomra Jeno golpo te pran ene dile ... Asadharon

  • @arijitasengupta7757
    @arijitasengupta7757 Год назад +11

    😢😢
    আমার সাত বছরের ছেলেও কাঁদছে , কি বুঝেছে জানিনা ,ওর ছোট্ট মনে যে আলোড়ন চলেছে তা আমার অজানা ।
    এখানেই কবিগুরুর সার্থকতা, আপনাদের সার্থকতা ।
    মীর দা, "আমি সওদা করতে আসিনি বাবু" আপনার বলা অন্যতম শ্রেষ্ঠ সংলাপ হয়ে থাকল ❤।
    তবে অয়ন্তিকার বাচনভঙ্গী আমার গল্পের তুলনায় কিছুটা আধুনিক লেগেছে, এ আমার ব্যক্তিগত মতামত।

    • @tulikabhakta1133
      @tulikabhakta1133 8 месяцев назад +2

      আমিও আপনার সাথে একমত

    • @mirabalmiki1658
      @mirabalmiki1658 6 месяцев назад

      আমার 5 বছরের ছেলে কাঁদছে

  • @ParnashreeBaidya
    @ParnashreeBaidya Год назад +10

    Duni r "কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা" ar kabuliwala r "আমি সওদা করতে আসিনি বাবু" ei duti line jeno akhono Kane bajjche.. ❤
    Goppo mir er thek.. evabei chirojibi hok... ❤❤..

  • @samimakhatun6821
    @samimakhatun6821 Год назад +160

    হৃদয় কাঁপিয়ে আর কিছুক্ষণের মধ্যেই চোখে জল আসতে চলেছে 🙂

  • @shafinaztoru7531
    @shafinaztoru7531 Год назад +16

    ছোটবেলায় গল্পটা পড়ে / নাটক দেখে চোখে পানি এসেছিল। এই ৫০ উপরে বয়সেও চোখে দিয়ে পানি চলে চলে আসলো বারবার। বিশেষ করে শেষের দশ মিনিট। অপূর্ব লিখনি , এবং গলপ পাঠও সবাই এক কথায় অপূর্ব ।

  • @pinakidhara989
    @pinakidhara989 Год назад +2

    আবারো অসাধারণ ... মূল গল্পের সম্বন্ধে তো বলার কিছু নেই... কিন্তু আপনাদের উপস্থাপনা সত্যিই অসাধারণ... কর্তা গিন্নী মিলে বসে বসে চোখের জলে আপনাদের এই সৃষ্টি শুনলাম... ১৪ বছরের পুত্রটিও এই প্রথম কাবুলিওয়ালা গল্পের সঠিক রসাস্বাদন করলো বলে মনে করল।
    অসংখ্য ধন্যবাদ...
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PoroshChakraborty-rz9gn
    @PoroshChakraborty-rz9gn 5 месяцев назад +1

    ""আরও একবার স্বীকার করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসাধারণ।""" শেষ কিছু ব্যাকে,,,, অসীম অতল আবেগ লুকিয়ে থাকে,,, আর সেই কথা ভেবে চোখে জল চলে আসে,,,,, বাচ্চা টার গলাটা অসাধারণ ❤️❤️❤️

  • @SmitaDasSharma
    @SmitaDasSharma Год назад +269

    মিনির ছোটোবেলার মিষ্টি হাসি ও কথা শুনে যেমন ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছিল ঠিক তেমনি কাবুলিওয়ালার কান্না শুনে বুকের ভেতরটা মুচড়ে উঠলো 😢😢

  • @shambhunathpal774
    @shambhunathpal774 Год назад +97

    শরৎচন্দ্র চট্টোাধ্যায়ের "চন্দ্রনাথ " উপন্যাস টা দয়া করে নিয়ে আসুন , মীর দা।আপনারা এটা কে দারুণ উপস্থাপন করতে পারবেন।অসম্ভব সুন্দর একটা উপন্যাস,যতবার পড়েছি ততবার চোখের জল আটকে রাখতে পারিনি।💖💖💖

    • @gopinathhansda3899
      @gopinathhansda3899 Год назад +4

      Yes

    • @Bhromor3242
      @Bhromor3242 Год назад +2

      হ্যাঁ.....আর.....চোখের বালি

    • @aishidebnath7834
      @aishidebnath7834 Год назад +2

      Ponditmoshai o please

    • @andryaarupperera9364
      @andryaarupperera9364 Год назад +2

      অসাধারণ উপন্যাস চন্দ্রনাথ। এই মীর দাই পারবে ওই উপন্যাস কে জ্যান্ত করতে।

    • @jhilikkarmakar2373
      @jhilikkarmakar2373 Год назад

      Jeta uposthapito hoyeche setar o ektu proshongsha korun......
      Pore nishchoi poribeshon hbe...
      Oshadharon mir da....!!!!!!! Tomar natun ruup dekhlam...sudip da , ayantika di superb😊😊😊😊😊😍😍😍🤩🤩🤩🤩🤩

  • @soudippati2170
    @soudippati2170 Год назад +22

    তাঁর এই লেখার দ্বারা আমরা বুজতে পারি তিনি কতো বড়ো শুদ্ধ মন ,শুদ্ধ আত্মার মানুষ‌। ধন্যবাদ "মীরদা" কে এই গল্প টিকে শোনাবার জন্ন্যে।❤❤

  • @riapaul5071
    @riapaul5071 Год назад +1

    অসাধারণ , সত্যি কোনো ভাষা খুঁজে পাচ্ছিনা।যাই বলি না কেন,কম বলা হবে। চোখের জল অনেক চেষ্টা করেও ধরে রাখতে পারলাম না।❤❤

  • @kanyakamukherjee6704
    @kanyakamukherjee6704 Год назад +1

    Prochondo rokom emotional emenitei ei story ta, tarupor erom durdanto bhassopath, ayantika di I must say darun manush krcho Duni ke. Duni eto eto hami tomake❤❤❤❤

  • @IROFOLGAMING
    @IROFOLGAMING Год назад +15

    একবার পড়ে ছিলাম গল্প টা কেঁদে ফেলেছিলাম ।। আজ চোখ দিয়ে জল থামছে না । Thank you Mir daa । এতো ভালো একটা গল্প আবার শোনানোর জন্যে

  • @arjyadevchatterjee8183
    @arjyadevchatterjee8183 Год назад +5

    যেই সুদীপ মুখোপাধ্যায়কে আমরা বরাবরই খলনায়ক বা পুলিশ গোছের কোনো একটা ব্যক্তিত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখেছি, সেই মানুষটারও যে এমন শান্ত, স্নিগদ্ধ একটা দিক আছে সেটা তুলে ধরার জন্য গপ্পো মীর এর ঠেককে অনেক ধন্যবাদ ❤️

  • @juhinade6085
    @juhinade6085 Год назад +3

    ডুনির গলাটা মিষ্টি লজেন্স একটা.....❤
    কাবুলিওয়ালার গল্প আজও চোখে জল আনে....রকম যেমনই হোক!!!🌸
    রবি ঠাকুরের কাছে সবসময় ফিরে যাওয়া যায়!!!আবেগ নির্বিশেষে!!!
    Robi Dadu will always be our forever go to person!!!❤

  • @sayantanidey9749
    @sayantanidey9749 Год назад +1

    Chotobalay Kaboliwala golpo ta jokhon prothom bar baba theke suna6lm... golpo ses hobar por baba k joriya khb khade6lm..... tarpor onk bochor por theke golpo ta sune chokh bhore elo..r sei purono smriti ta o ...r chokh ta ojante e bheje gelo....aaj pray 8yr baba sate na, kintu kothay aaj golpo ta sunte sunte baba r 7a chotobalay smriti ta k fire pelam..
    Thanks @realmir da... this is one of best audio story in golpo mir er thaker...

  • @golpokothaypriyanka1999
    @golpokothaypriyanka1999 Год назад +2

    যখন আমি অনেক ছোটো এই প্রথম-দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তখন এক গীষ্ম কালের দুপুর বাবার থেকে প্রথম এই গল্প শোনা। বাবার গল্প বলার শেষ বেলায় প্রচন্ড কান্না করেছিলাম বাবা সেই কান্না থামাতে আমায় কোলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মন ভুলিয়ে ছিলেন।
    আর আজ এত দিন পর আবার এই গল্প শুনে কান্না করলাম আর সেই দিনের কথাগুলো মনে পড়ে গেল।
    সত্যিই অনবদ্য লেখনী যার কারণেই উনি বিশ্বকবি 🙏 আর উপস্থাপনার কথা নাই বা বললাম ❤ এক কথায় অসাধারণ👏❤❤❤

  • @chumkijana8340
    @chumkijana8340 Год назад +10

    কাঁদিয়ে দিলেন মীরদা। আপনার হাত ধরেই বাংলার হারাতে বসা সম্পদগুলো ফিরছে। Excellent work. ভাষা খুঁজে পাচ্ছিনা

  • @amiyachatterjee7215
    @amiyachatterjee7215 Год назад +23

    অসাধারণ অনবদ্য ❤❤
    চোখে জল এসে গিয়েছিল 😢😢
    Thank you so much মীরদা আমাদের আরও একটা nostalgia ফিরিয়ে দিলে ❤❤
    কাবুলিওয়ালা চরিত্রে মীরদা যথাযথ। সুদীপ বাবুও দারুন। তবে মন জিতে নিয়েছে দুনি ❤❤
    কি সুন্দর অভিনয় করেছে 😍😍

  • @chandanbaidyakar6978
    @chandanbaidyakar6978 Год назад +4

    গোপ্প মীর এর কাবুলিওয়ালা সবার চোখ ভিজিয়ে দিল,খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ আপনাদের, কবি রবীন্দ্রনাথ ঠাকুর কে জানাই কোটি কোটি প্রনাম,🙏🙏🙏

  • @madhumitaghosal6303
    @madhumitaghosal6303 Год назад

    কাবুলিওয়ালা গল্পটা এক অন্য মাত্রা পেলো। ছোট্ট মিনির কথাগুলো খুব সুন্দর। আর কাবুলিওয়ালার কথা নিয়ে তো কোনো কথাই হবেনা। শুনে মনে হচ্ছিল সত্যিই কোনো কাবুলিওয়ালা কথা বলছে যেন। আর মিনির বাবা এই গল্পে সেরা পাওনা। সব মিলিয়ে মনটা ভালো আর খারাপ দুটোই হয়ে গেল। ধন্যবাদ মীরদা এমন অসাধারণ গল্প শোনানোর জন্য।😊

  • @somadas3248
    @somadas3248 Год назад +2

    এই গল্পটার সবার স্পর্শ ছুঁয়ে যাবে। গল্পটা শুনতে শুনতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। একটা ছোট্ট বাচ্চা আর কাবুরিওয়ালা সুন্দর বন্ধুত্ব ফুটে ওঠেছে
    আপনি আর ও নতুন নতুন গল্প তৈরি করুন
    এবং অনেক ভালো থাকুন।😊

  • @PulsationOfRhythm
    @PulsationOfRhythm Год назад +4

    দুনির কণ্ঠ যে কি তৃপ্তি দেয় তা বলে বোঝানোর নয় 😌✨... আমি এই ছোট্ট দুনির ভীষণ বড় এক ভক্ত 🥺💫...Goppo Mir er thek এর কাছে আমার বিনীত অনুরোধ দুনির কণ্ঠে আরো এরকম গল্প আমাদের উপহার দেয়ার❤️❤️❤️

  • @gargisen6790
    @gargisen6790 Год назад +3

    পুরো ৪৫ মিনিট ধরে হৃদয়ের মধ্যে যে উঠল পাতাল হলো, আজ পর্যন্ত কোনো গল্পে সেটা হয় নি, বিশ্বাস করা কঠিন হয়ে পড়ছিলো যে কোনো গল্প শুনছি...প্রতিটি চরিত্র অসাধারণ ও অভাবনীয়. আর মীর দা, আপনি গুরুদেব..প্রণাম আপনাকে , আমার অশ্রুসিক্ত মন ও চোখ দুটি যেন গল্প শেষ হওয়ার পরেও সেই ভাবাবেগ থেকে বেরোতে পারছে না....

  • @nirajpal31
    @nirajpal31 Год назад +4

    দুনির প্রথমবার নিজের কন্ঠস্বর দিচ্ছে ❤❤খুব খুব ভালো থাকো তুমি অনেক বড় হও..অয়ন্তিকা দি কত সুন্দর করে বড় করছ দুনিকে..
    মীর দা ও গোটা টিমকে অসংখ্য ধন্যবাদ ❤ এরকম দারুন উপস্থাপনার জন্যে..
    আমি ত্রিপুরা থেকে বলছি রেডিওমিরচি এবং গপ্প মীরের ঠেকের শ্রোতা..

  • @babyhalder7827
    @babyhalder7827 Год назад +1

    Amrao akdin jouban periye bridhyo dole porbo .. sedin hoito mir da ke r sunte pabo na. Mir da hoito amader majhe thakbe na , kintur mir dar voice amader modhhe sob somoy beche thakbe❤. Amader murshidabad er proud Mir da❤.

  • @devkumar6253
    @devkumar6253 Год назад +1

    ও অপূর্ব এই গল্প l বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার বুনুনি ও মীরদার গল্পের শুনানি অপূর্ব কম্বিনেশন যা চোখ দিয়ে জল বার করে l হৃদয়কে ছুঁয়ে যায় এবং চোখের জল মানতে চায় না বেরিয়েই চলে l অপূর্ব l

  • @Sampriti-92
    @Sampriti-92 Год назад +3

    কাবুলিওয়ালা ছোটবেলায় পড়েছি কিন্তু তখন এর গভীরতা উপলব্ধি করতে পারিনি।এত সুন্দর উপস্থাপনা শুনে মনটা ভরে গেলো।অসাধারণ।আর কাবুলিওয়ালা জন্য এক বাবার জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছে।চোখে জল ধরে রাখা যাচ্ছেনা।আমার বাবা মারা গেছেন তাই তার কথা ভেবে আর কাবুলিওয়ালার মধ্যে যে পিতা লুকিয়ে আছে সেটা ভেবে খুব কষ্ট হচ্ছে।

  • @Bongokeltu
    @Bongokeltu Год назад +11

    অনেকেই হয়ত জানেন তারপরও বলছি, মিনির মায়ের চরিত্রে কন্ঠ দিয়েছেন অয়ন্তিকা চট্টোপাধ্যায় এবং মিনির চরিত্রে দুনি।এঁরা সত্যি সত্যি কিন্তু মা ও মেয়ে।দুনির কন্ঠে মিনিকে খুব সুন্দর মানিয়েছে😊😊

  • @julfikarmollah1625
    @julfikarmollah1625 Год назад +9

    মীর দা, আমি ১৬ বছর ধরে Sunday Suspense শুনছি কিন্তু, এখনো পর্যন্ত কোন দিন আমি কোনো গল্পে Comment করিনি… আজ করছি, কারণ এই গল্প আমার হৃদয় ছুঁয়ে গেছে…😭

  • @tusardas1828
    @tusardas1828 Год назад +1

    অনেক ছেলেবেলা গল্পটি পড়েছি কিন্তু মীর দা তোমার ঠেক এ মনে হলো চোখের সামনে গল্পটি দেখছি 😢 এটা তুমি পারো মীর দা ধন্যবাদ তোমায় ❤❤❤
    আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা বাস্তবে ফুটিয়ে তোলার জন্য ❤❤

  • @farjanalipi7822
    @farjanalipi7822 Год назад +2

    চিরাচরিত ব্যথাবোধ জাগ্রত হয়ে গলা আটকে কান্না আসছিল। অসাধারণ বর্ণনা, অনুভূতির শানিত ছোঁয়া আবেগ আপ্লুত করে ফেলেছে।

  • @swarnalikar6671
    @swarnalikar6671 Год назад +56

    "...মাগো, ভোলা এত মিছিমিছি বকতে পারে! কেবলই বকে, দিনরাত বকে।" মিনির এই উক্তিটা 😂😂

  • @neha7736
    @neha7736 Год назад +39

    রবী ঠাকুর এর লেখা আর এত সুন্দর কণ্ঠে উপস্থাপনা চোখে জল আনতে বাধ্য ❤

  • @parthamuhuri8290
    @parthamuhuri8290 Год назад +3

    শুনছি আর চোখ দিয়ে জল পড়ছে, যখন 'বাপ কা দুয়া' শব্দটা শুনলাম তখন বুঝতে পারলাম আসলে কাঁদছি।কেন জানি না.......... অনেক ধন্যবাদ মীর এভাবে কাঁদানোর জন্য।

  • @akashmondal12315
    @akashmondal12315 Год назад +1

    Hridoya r voice sera....vaba jay Duni ei olpo boyoshe eto misti kore guchiye kotha bole❤

  • @sanjibpal5994
    @sanjibpal5994 11 месяцев назад +7

    আমি বাবা হইনি কিন্তু একটা বাবার মনের আবেগ আর হৃদয়ের যে লুকোনো ভালোবাসা থাকে আজ সেটা উপলব্ধি korlam🥺🥺🥺।।।।। পৃথিবী সব পুরুষ খারাপ হতে পরে কিন্তু পৃথিবী।।সব বাবা মহান 🙏🙏এই ভাবে বেঁচে থাকুক পৃথিবী সকল বাবা আন্তরিক অন্তহীন ভালোবাসা ❤❤❤

  • @snigdhasarkar1837
    @snigdhasarkar1837 Год назад +38

    সপ্তমীর রাতে ঘরে বসে মনখারাপটা নিমেষে ভালো করে দিল সম্পূর্ণ গপ্পো মীরের ঠেক টিম। শুভ শারদীয়া গপ্পো মীরের ঠেক।❤❤❤❤❤❤
    ❤❤

  • @mdmohosin340
    @mdmohosin340 Год назад +73

    Mini's voice was outstanding ❤🎉

  • @youtube.com7501
    @youtube.com7501 Год назад +15

    ধন্যবাদ মীর দা, বিশ্বকবি্র এত সুন্দর গল্প পাঠ করার জন্য। এই গল্পের মধ্যে দিয়ে সমাজ চেতনা, মানবিক মূল্যবোধ তুলে ধরেছেন 🙏

  • @kalpanachakrabarty2469
    @kalpanachakrabarty2469 8 месяцев назад +2

    খুউউব সুন্দর! ছোট্ট মিনি অসাধারণ! কাবুলিওয়ালার চরিত্রে মীরভাইও অনবদ্য! চোখে জল এসে গেলো।❤❤❤❤

  • @the_addicted_artistry
    @the_addicted_artistry Год назад +18

    আমি নিশ্চিত, বিশ্বকবিও এই উপস্থাপনার জন্য আজ খুব খুশি along with us.
    অসাধারণ captain ❤❤

  • @sujandas1291
    @sujandas1291 Год назад +10

    বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ট ছোটোগল্প কাবুলিওয়ালা শুনলাম ৷ এ এক অনন্য অনুভূতি | ধন্যবাদ মীরদা ৷

  • @papriadhikary714
    @papriadhikary714 Год назад +43

    গল্প টা শুনে চোখের জল ধরে রাখতে পারলামনা ❤️ ধন্যবাদ গপ্প মীরের ঠেক কে😌

  • @jangaltv7423
    @jangaltv7423 Год назад +26

    আমার কোনো কন্যা নেই। এখনও আমি বাবা হয়নি। কিন্তু পিতৃত্বের স্বাদ পেতে কেমন যেন মোচড় দিয়ে উঠলো এই গল্পঃ শোনার পর থেকে। আর চোখের জ্বল আমাকে ও পরাস্ত করলো । সে শত বাঁধা ভেঙে গড়িয়ে পরলো বালিশে।

  • @sayantanidhar9561
    @sayantanidhar9561 Год назад +1

    Osadharon uposthapona...protita kontho tader choritro ke eto sundor vbe futiye tuleche...bisesh kre chotto duni mini hisebe...wow...r background music eto sundor...eta goppo mir er thek e shona best... kabuliwala with that accent r sneho makhano gola 🙏🙏hapus noyone kadlam...mon ta onk ta halka holo...

  • @pamsglampallets361
    @pamsglampallets361 Год назад +1

    অসাধারণ . রাত এখন 4.12। চোখে ঘুম নেই একদম। এই প্রথমবার কোনো গল্প শুনে চোখের জল পরলো। অনেক ছোটবেলায় ঠাকুরদাদার সাথে বসে সিনেমা দেখেছিলাম। আজ গল্প শুনে স্মৃতিরা মিলেমিশে একাকার।

  • @sayahnikamishra8583
    @sayahnikamishra8583 Год назад +9

    ছোট বেলায় ঠাকুমার কাছে এই গল্প টা শুনেছিলাম। এবার সেই ছোটবেলায় স্মৃতি গুলো ফিরে পেলাম। ধন্যবাদ মীর দা

  • @Ana_02.
    @Ana_02. Год назад +14

    ভাগ্যিস ‌বাঙালী হয়ে জন্মেছিলাম ।তা না হলে এমন সুন্দর একটা উপস্থাপনা অধরা থেকে যেত।❤❤❤❤❤❤❤❤❤

  • @rashedulalam8180
    @rashedulalam8180 Год назад +3

    গল্পটি শুনে একদিকে মনটি যেমন ভরে গেল, ঠিক সমানুপাতিক মনে একটা শূন্যতাও রেখে গেল। অসাধারণ । ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Rohit-ol3nk
    @Rohit-ol3nk Год назад +1

    Train e bose sunte sunte kokhon j chokhe jol chole ese6e bujhtei parini ....mimir bhalobese kabuliwala o kabuliwala dak ta jeno akhono kan er moddhe bhas6e❤

  • @RegularLifestyles99
    @RegularLifestyles99 Год назад +1

    Mir da darun lagche .chotoo belate ei Kabuliola natokta ami onekbar korechi .abar ei Kabuliola sunte sunte ami abar oi chotoo belate fire gelam.amra to sob boro hoye gelam 44years boyose hoye gelo.amar mey 15years seo eta suche.thank you so much

  • @S.BOfficials007
    @S.BOfficials007 Год назад +9

    আহা...গল্পটি যেনো অমৃতের সমান ❤ এবং তার সাথে এরকম অসাধারণ কন্ঠস্বর এবং BGM ... অভূতপূর্ব ❤

  • @_ankur_34
    @_ankur_34 Год назад +3

    সত্যি চোখের জল ধরে রাখতে পারলাম না । সত্যি জীবনের প্রবাহমানতায় কখন যে হারিয়ে যাই। এতো সুন্দর গপ্প তুলে ধরার জন্য আপনাদের টিমকে অসংখ্য ধন্যবাদ।❤❤❤

  • @dipankarghosh7564
    @dipankarghosh7564 Год назад +4

    আমি ক্লাস 9 এ প্রথম হৃদয় দিয়ে এই গল্পের গভীরতা অনুধাবন করি। আজ মীর দা আপনার কল্যাণে 5 বার শুনলাম , তবুও এই গল্পের আকর্ষণ তো বিন্দু মাত্র কম হলো না! কেবল যাদু আর যাদু।

  • @sangitasamanta3525
    @sangitasamanta3525 7 месяцев назад

    অনেক আটকেও চোখের জল ধরে রাখতে পারলাম না এই জন্যই বোধহয় উনি বিশ্বকবি আর গল্পটা যেন তোমার কণ্ঠে শোনানোর জন্যই লেখা🙏🙏

  • @baishalighosh1947
    @baishalighosh1947 10 месяцев назад +1

    সত্যি কোনো কথা বলার ভাষা আমার নেই, আছে শুধুই চোখের জল। এইভাবেই জন্মজন্মান্তর বেঁচে থাকুক বাবা মেয়ের ভালোবাসা। ❤️

  • @neelanjanasamanta1011
    @neelanjanasamanta1011 Год назад +4

    মিনি কে অনেক ভালোবাসা 😘😘❤️❤️❤️ এই বয়সে এতসুন্দর মিত্তি মিত্তি কথা ।। আর অবশ্যই মির স্যার THANK YOU SO MUCH এই গল্প টা উপহার দেওয়ার জন্য।।

  • @saptadeepachowdhury3207
    @saptadeepachowdhury3207 Год назад +14

    Duni again... This is the best gift for Puja... Lots of love to you all and little Duni... She is the best ❤️

  • @m.drajm.d9955
    @m.drajm.d9955 Год назад +9

    এমন কেউ নেই যে এই গল্প শুনে তার চোখে জল আসবে না😢😢

  • @souravpapiya79
    @souravpapiya79 5 месяцев назад

    গল্প টি শুনতে শুনতে চোখের কোনে জল চলে এসেছিলো,কাবুলি ওয়ালার অতীব সরল ব্যাথিত হৃদয় এর মত সমান ভাবে আমাকেও যেনো বেদনায় ভরিয়ে তুললো, সত্যি মীর দা তোমার প্রতিভার কোনো তুলনা হয়না, তোমাকে একটা বিগ স্যালুট জানাই🙏

  • @shortsbyani
    @shortsbyani Год назад +1

    এতো সুন্দর উপস্থাপনা শুনে চোখে জল চলে আসলো। কাঁদছি আর শুনছি। খুব খুব খুব সুন্দর উপস্থাপনা । কবি গুরু আপনাকে প্রনাম। ধন্যবাদ মির স্যার এত সুন্দর উপস্থাপনার জন্য। ❤

  • @rajajana6025
    @rajajana6025 Год назад +4

    যতবার শুনি ততবারই ভালো লাগে ।সত্যিই অসাধারন সৃষ্টি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের❤️।

  • @ramprosadroy8587
    @ramprosadroy8587 Год назад +16

    Tagore is smiling from heaven ...after the hardwork and execution of uh all...kudos to all the voices ..spcl love to duni... her voice just gives a jolt to heart.... am again saying if tagore would hve listened this .. surely its gonna b his favourite too💕💕💕💕

  • @syed8983
    @syed8983 Год назад +28

    I don’t have any kids neither I am married.But this story is so incredible that it brought tears in my eyes. It show the love and bonding between a father and their children are quite unspoken and defined. Thanks to GoppoMirerThek For bringing this story.

  • @debjitdas4679
    @debjitdas4679 Год назад +1

    এই নিয়ে 20 বারের বেশি এই Audio Story টা শুনলাম প্রতিবার চোখটা ঝাপসা হয়ে এসেছে গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ার অনুভূতি অনন্য, বিশ্বকবি রবী ঠাকুরের অসাধারণ গল্প

  • @SatumiUsiraki
    @SatumiUsiraki 8 месяцев назад +2

    একা ঘরে বসে প্রজেক্ট করছিলাম এবং এটা শুনছিলাম। ঘরে কেউ না থাকায় চোখের জল কে আটকাতে চেষ্টা করলাম না অবশ্য কেউ থালেও হয়তো চোখের জল আটকাতে পারতাম না । আজ কান্না করে মনে হলো যেন বুকের ওপর থেকে একটা বড় পাথর নেমে এলো । ধন্যবাদ আপনাদের ।
    এটিই হয়তো আমার ফোনে সোনা প্রথম এমন একটি গল্প যেটা শুনে কান্না করতে বাধ্য হলাম ।

  • @munaimukherjee7967
    @munaimukherjee7967 Год назад +5

    অনেক দিন পর একটা গল্প শুনে চোখ দিয়ে জল এল। মন ভরিয়ে দিয়েছো team গপ্পো মীরের ঠেক। ধন্যবাদ। ❤

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 Год назад +6

    পুচকিটার মিষ্টি কন্ঠ মনকে উতলা করে তোলে! কাবুলিওয়ালার আর্তি, মিনির বাবার অনুভূতি, এ তো শুধু একটা গল্প নয়, এ হলো এক আশ্চর্য জীবন বোধ, অনাবিল আবেশ! কী বলবো ভাষা খুঁজে পাচ্ছি না! কী দুর্দান্ত উপস্থাপনা, সঙ্গে গানটিও চমৎকার! কাবুলিওয়ালা কবিগুরুর এক অমর সৃষ্টি! 🙏❤❤❤❤❤

  • @Monojit_pal8101
    @Monojit_pal8101 Год назад +3

    মির দা❤️সত্যি তুমি ছিলে বলে জীবনটাকে এত সুন্দর ভাবে উপভোগ করতে পারছি গল্পের মাধ্যমে।।। ধন্যবাদ টিম গপ্পো মিরের ঠেক🙏🙏🙏🙏🙏

  • @amitnaskar1777
    @amitnaskar1777 Год назад +1

    ঠাকুর মশাইয়ের এই গল্প প্রতিটি বাবার বুকে এক আলাদা শিহরণ তৈরি করে। দারুন কণ্ঠস্বর মনে হচ্ছিল কাবুলিওয়ালা গল্পের সমস্ত চরিত্র গুলি আমি পষ্ট দেখতে পাচ্ছি। আর মীর দা ধন্যবাদ🙏💕

  • @Singer_Milan_Banerjee_Official

    Mirda salute you......amio ek khukir baba.golpo ta choto belai sunechi but tomader eai golpo sune ami eto kedeche je ki bolbo.."khuku tum sasurbari jabe"eai line ta sunlei amar bukta mochor dia uthe

  • @titlisstory5881
    @titlisstory5881 Год назад +22

    এতবার শুনেছি গল্পটা বা movie তে দেখেছি কিন্তু আপনাদের কণ্ঠে যেন নতুনভাবে জীবন্ত হয়ে উঠলো ✨ আর কাবুলিওয়ালার voice শুনে চিনতেই পারছি‌না যে ওটা মির❣️

  • @snehasisroy2005
    @snehasisroy2005 Год назад +7

    কাঁদিয়ে দিলেন তো দেখছি আপনারা ৷ গল্পের narration টা দারুন ছিল ৷ প্রত্যেক artist ই খুব সুন্দর করেছে ৷ just loved it❤❤

  • @sadiya2730
    @sadiya2730 Год назад +58

    প্রবাশী জিবনে হাজার অপমান অবহেলার মাঝেও এক টুকরো শান্তি 🥰🥰

  • @SuparnaSaha-w2e
    @SuparnaSaha-w2e 10 месяцев назад +1

    চোখ থেকে জল পড়ছে। হৃদয় ভর্তি আনন্দ ! ধন্যবাদ মির দা!

  • @rakikarikar786
    @rakikarikar786 11 месяцев назад

    কাবুলিওয়ালা গল্পটি প্রথম পড়েছিলাম সপ্তম শ্রেণীতে। তখন গল্পটির গভীরতা সঠিক ভাবে উপলব্ধি করতে না পারলেও আজকে গল্পটি শুনে নিজের অজান্তেই চোখের এক কোণ থেকে অশ্রু ঝরছিল।🥺🥺

  • @kaushikbiswas4769
    @kaushikbiswas4769 Год назад +5

    অনেক দিন পর কোনো গল্প শুনে চোখে জল এসে গেল। যেমন অনবদ্য লেখনী তেমন সুন্দর উপস্থাপনা।

  • @shibamdey2271
    @shibamdey2271 Год назад +17

    You made me cry in a flight Mir da. My co passenger was asking what's wrong with me. I told her about this wonderful rendition of Kabuliwala and asked to give her a try. You are amazing Mir da. Bhalo theko Captain. Ar Subho Bijoya.

  • @tanushreebhattacharjee833
    @tanushreebhattacharjee833 Год назад +74

    Outstanding effort by Team GoppoMirerThek. The story itself never fails to tug at our hearts and make us cry. Beautifully supported by the each and every one playing the various characters. Few words for the entire episode- spellbound and speechless. Keep growing strong. Love Tanushree

    • @realmir
      @realmir  Год назад +21

      Glad you liked it 😊❤️. Keep listening..

  • @arupmondal7721
    @arupmondal7721 Год назад +1

    ও কি বলবো বলার ভাষা নেই মত বার শুনছি চোখ থেকে জল গড়িয়ে পড়ছে হৃদয় কাঁপিয়ে দিলো এতো গল্পো শুনেছি কিন্তু এটা আলাদা

  • @subho235
    @subho235 Год назад +1

    গপ্পো মীরের ঠেক - এর দৌলতে রবীন্দ্রনাথ ঠাকুরের এত সুন্দর একটা গল্পে কান মন সব জুড়িয়ে গেল।

  • @shinjinisen1990
    @shinjinisen1990 Год назад +8

    "কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা..........."
    ছোট্ট মিনির কণ্ঠস্বরে এই আহ্বানটুকু মনে পড়লে আজও কেমন যেন মন্ত্রমুগ্ধ হয়ে পড়ি। রহমত শেখ ও মিনির যুগলবন্দি আমাদের চোখের জল ঝরাবেই😭