She is real swarashati that's why she is gone just after swarashati puja. She took worship from all of us & said bye to us. We give her farewell ( bisarjon).
মা সরস্বতীর বিসর্জন । পৃথিবী যত দিন থাকবে ততদিন থাকবে তাঁর কণ্ঠে গান ।আমরা হারালাম এই দেবী সরস্বতী কে ।জানি একদিন সবাই কে চলে যেতে হবে ।তবুও ..... আত্মার শান্তি কামনা করি ।
এ যেন এক মাতৃ শোক। কি হারিয়ে ফেললাম আমরা। 😭😭😭😭😭😭 চোখের জলে বিদায় দিলাম লতা মঙ্গেশকর তোমায়। পৃথিবী তোমায় ভুলবে না। প্রতিটি মানুষের মনে চির অমর হয়ে থাকবেন আমাদের প্রিয় দিদি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাকে আবার নতুন রুপে ফিরিয়ে দিন আমাদের মধ্যে।
. লতাজীর গান ছোট বেলা থেকেই শুনে আসছি তখন গান গুলো শুনতাম ভাল লাগতো এই পর্যন্ত কারণ তখন গানের তাল সম্বন্ধে কিছুই বুঝতাম না ।বয়স বাড়ার সাথে সাথে তার গানের মাধুর্য ধীরে ধীরে ধীরে একটু বুঝতে পারতাম তখন থেকে তার অন্ধ ভক্ত হয়ে পড়লাম ।সত্যিই লতাজীর বিয়োগ ব্যথায় আজ গোটা বিশ্ব স্তম্ভিত ।এক কথায় এটা নক্ষত্র পতন।
পৃথিবীতে যেমন চাঁদ একটা, সূর্য একটা তেমনি লতাজি ও একটা ছিলো এবং থাকবে। ঐ চন্দ্র ,ঐ সুর্য যত দিন আপন মহিমায় আলোকিত করবে ততদিন লতাজি আপনিও পৃথিবীর মানুষের মাঝে মিশে থাকবেন।😢😭❤️❤️
লতাদিদি সুরের সরস্বতী আপনার সম্পর্কে কমেন্ট করার কোন ভাষা আমার হৃদয়ে নেই আছে শুধু চোখের জল যাদিয়ে বার বার আপনাকে স্বরণ করতে পারি। স্বর্গ লোকে ভালো থাকুন এই কামনা করি।
অবসাদ দূর করার সেরা ভারতীয় শ্রবণ ঔষধ লতা দিদির গান, গত কাল তার কেবলমাত্র শরীর আমাদের ছেড়ে অন্য লোকে চলে গেছেন,রেখে গেছেন ৩০ হাজারের বেশি অনন্য গান,যা লক্ষ্য মনি মানিক্য এর চেয়ে অধিক মূল্যবান। আমরা তাই শুনে ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো, 60 বছরের বেশি সময় ধরে শুনছি, যত দিন বাঁচবো তাঁর গান শুনে যাব।🙏🙏🙏🙏
আপনাকে জানাই আমার আন্তরিক ভালবাসা ও প্রনাম ।আমরা আপনার গানে মুগ্ধ থাকতাম আর থাকব ।আপনি নেই এ কথা ভাবতে পারিনা ।মন খুব খারাপ ।আপনার এত সম্ভার গানের ।এই গান ই আমাদের সান্ত্বনা হয়ে রয়ে যাবে।আপনি অমরত্ব লাভ করেছেন আপনার গানে।
ছোটবেলা থেকেই এই সুরেলা কন্ঠ আমাকে মোহিত করে আসছে। ওনার গানের কত ক্যাসেট যে কিনেছি। সেইসব দিন মনে পড়ে যায়। বিনম্র শ্রদ্ধা হে সুরের স্বরসতী। ওপারে ভালো থাকুৃন।। ❤️❤️❤️
খুবই বেদনাদায়ক। কিন্তু এটাই বাস্তবতা। সবাই কে এই ভাবেই একদিন চলে যেতে হবে। প্রজন্মর পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে সুর সম্রাজ্ঞী চিরকাল শ্রদ্ধার সহিত অমর হয়ে থাকবেন। 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🇧🇩🇧🇩🇧🇩
আপনি লতা দিদি,ভারতবর্ষের প্রকৃত অর্থেই অহংকার ছিলেন অথচ নিজের ব্যক্তিগত জীবনে আপনি ছিলেন বিনম্র অহমিকা বিহীন । সারাজীবন ধরে ভারতীয় দের এতো গর্বিত করেছেন যা ভারত বাসী কোনো দিন ভুলবে না । অশেষ কৃতজ্ঞতা স্বীকার করে, অনেক শ্রদ্ধা জানিয়ে মনের অন্তঃস্থল থেকে প্রনাম নিবেদন করি।
পৃথিবীর ওপারে লতা- হেমন্ত-সলিল মনি-কাঞ্চনযোগে হয়তো এবার সৃষ্টি হবে অনন্ত সংগীত। আমরা কোনোদিনও কিন্ত শুনতে পাব না সে গান। চিরশান্তির দেশে ভালো থেকো দিদি।।
'না মন লাগে না ' সত্যি আর মন লাগছে না কিছুতেই। আমি আমার মা এর দৌলতে লতা জির গানের সাথে পরিচিত হই, ছোট বেলা থেকেই মা এর মুখে লতা জির গুন গুন করে গান শুনে এসেছি,আসতে আসতে ওনার সুরের জাদুতে আমিও ভক্ত হয়ে যাই। আরেকটু বড় হলাম যখন তখন মা এর সাথে সাথেই গলা মেলাতাম ওনার গানে। বৃষ্টি হলেই মায়ের সাথেই বৃষ্টি বৃষ্টি গান টা যে কি গাই, তবে আবার ও গাইবো,আজীবন গাইবো। এটা বলাই বাহুল্য যে তাঁর সৃষ্টি তে আমরা আজীবন ডুবে থাকবো। আমাদের মননে সয়নে সারাজীবন বেচেঁ থাকবেন আপনি।🙏🏻❤️
আপনার মতো ঘটনা সবার জীবনের সাথেই জড়িয়ে। লতা দিদির গান শুনলে মনে হয় মা এর গান শুনছি কারণ ছোটবেলা থেকে প্রতি মুহূর্তে মা কে শুনেছি ওনার গান গুনগুন করতে। কাল এক সপ্তাহ হতে চলেছে উনি পরলোকগমন করেছেন, কিন্তু আমি শোক কাটিয়ে উঠতে পারছিনা। মা ও খুব মর্মাহত। কেমন যেন মনে হচ্ছে, নিজের মাতৃস্থানীয় খুব কাছের কেউ চলে গেছেন। উনি যে এতটা স্থান নিয়ে ছিলেন আমাদের হৃদয়ে, উনি চলে যাওয়ার পরে তা ব্যপুলভাবে বুঝতে পারছি। প্রণাম লতা মঙ্গেশকর
এইরকম একজন মানুষ এক নিমেষে আছে থেকে ছিল হয়ে গেলেন। ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে। লতাজি ওনার সৃষ্টির মাধ্যমে চিরকাল বেঁচে থাকবেন আমাদের মধ্যে। ওনার চরণে শতকোটি প্রনাম জানাই।
লতা মঙ্গেশকর সম্পর্কে কিছু বলার স্পর্ধা আমার নেই শুধু বলি,যাঁর গানে আমার শিশুকাল,কৈশোর, যৌবন,প্রৌঢ় এবং এই বার্ধক্য সুরে-সুরে ভরে আছে তাঁকে প্রণাম করার মতো দীর্ঘ হাত আমার নেই।
🙏"লতা মঙ্গেশকর "🙏 উনি ছিলেন একজন দেবী, মা সরস্বতী। আর দেবীর কোনদিন মৃত্যু হয় না। এই তো তিনি বেচেঁ আছেন আমাদের মধ্যে । যতদিন মা সরস্বতীর পূজা করা হবে ততদিন পর্যন্ত তিনি আমাদের মধ্যে জীবিত থাকবেন।
খুব মন খারাপ লাগছে কাল থেকে 🥺🥺 আমার সবচেয়ে প্রিয় গায়িকা 😭😭 লক্ষকোটি বার শুনলেও এইসব গান পুরনো হয়না কোনোদিন। তাঁর শূন্যস্থান পূর্ন হবেনা কোনোদিন।RIP ♥️♥️🙏🙏
অসাধারণ এক সুরসম্রাজ্ঞী তাঁর পদচিহ্ন রেখে অমরধামে যাত্রা করলেন।সেই কোন ছোটবেলা থেকেই রেকর্ড এর এই সব জাদু মাখানো গান শুনে নিজের মনে গাইতাম,খাতায় লিখে রাখতাম। লতাজীর নাম তখন জানতাম না ভালো করে। কিন্তু তাঁর গান ভালোবেসেছিলাম।আজকে বড় একা মনে হচ্ছে, যেন অভিভাবক কে হারালাম।পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে মানুষ থাকবে আর কোটি কোটি মানুষের মনের মণিকোঠায় জায়গা দখল করে থাকবেন। শুধু বলবো সকলের লতাদিদি তুমি আবার ফিরে এসো, তোমার গায়কী সুরের ভান্ডার নিয়ে।তুমি ভালো থেকো।
অপূর্ব কথামালায় সুরের মূর্ছনায় মন ছুঁয়া গান। সুরসম্রাজ্ঞী লতাজী এমনি করেই আসমুদ্র হিমালয় থেকে সাড়া বিশ্বের প্রতিটি মানুষের অন্তরে। গানের ভুবনে ছন্দ রাগে এই শিল্পী চিরকাল এভাবেই বেঁচে থাকবে।
🥀500 বছর পরও এই গানটা অমর হয়ে থাকবে সত্যি করেই শেষমেষ আমাদের হৃদয়ের সেই পাখিটা উড়ে গেলো। রেস্ট ইন পিস শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর। হাজার হাজার গানের মধ্যে যুগ যুগ ধরে আপনি বেঁচে থাকবেন লাখো শ্রোতার হৃদয়ের মধ্যে।🥀30.10.2023.
মা সরস্বতী আমাদের মাঝে আর নেই - ভারতবর্ষ আর একশো বছরে ও এমন ভারতরত্ন পাবে না গানের জগৎ এ - আমার ব্যাক্তিগত ভাবে মোনে হচ্ছে আমার পরিবারের অমুল্য রত্ন হারালাম - 💐💐 মা যেখানেই থাকো ভালো থাকো 💐💐
RIP Bharat Ratna LATA DIDI... The living Legend, The Nightingale of Bollywood. Indeed, this loss can never be compensated but I believe the RAREST Talent of this Earth will always be alive in our hearts through her Melodious songs. Om Shanti🙏🙏
এক না ফেরা " মা সরস্বতী " র বিদায়। চলে গেলেন ভারতরত্ন , সুর সম্রাজ্ঞী " লতা মঙ্গেশকর"। সশ্রদ্ধ প্রণাম জনাই কোকিল কণ্ঠী , সুর সম্রাজ্ঞী কে।তিনি রয়ে যাবেন মানুষের হৃদয়ের মণিকোঠায় তাঁর সৃষ্টি সঙ্গীতের মধ্যে দিয়ে।💐🙏 Rest In Peace . 🕯️
এই মতো ব্যাক্তিত্ব ,কন্ঠস্বর,মাধুর্য,সাখ্যাত সরস্বতী যদি কেউ হন তিনি হলেন ভারতের রত্ন লতাজি। উনার বিকল্প শুধু ভারতবর্ষে নয়, গোটা পৃথিবী তেও পাওয়া যাবে না। যেখানেই থাকুন প্রনাম নেবেন সুরসম্রাজ্ঞী।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ভারত এক অমূল্য রত্ন হারালো... অনেক অনেক বড়ো ক্ষতি সংগীত জগৎ'এ। আমরা সত্যি গর্বিত এমন একটা মানুষ আমাদের দেশে ছিল এবং এখনো আছেন এবং যতদিন 'গান' শব্দটা থাকবে ততদিন থাকবেন।
গান সুর মাতৃরুপী লতা মঙ্গেশকর আপনাকে বাঙলা তথা ভারতবর্ষের গর্ব আপনি আমাদের ছেড়ে সুর লোকে আপনার গান গুলো শুনিয়ে আবার আসুন আপনার এই জনতার কাছে আপনার বাড়িতে।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
সত্যি লতাদির এই গান গুলো কোন দিন হারিয়ে যেতে দেবো না আমারা । হৃদয়ে মরন পর্যন্ত থেকে যাবে আমার ♥️। প্রতিটা গানের কথার সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে👍🌹♥️ দিদিকে শতসহস্র কোটি প্রনাম আর এই গানের কথা যারা লিখছেন,সুর দিয়েছেন, মিউজিক কম্পোজ করেছেন ওনাদের সকালকে আমার প্রনাম জানাই 🙏🙏🙏🙏🙏
ওহ আমার ঈশ্বর! আমার নাইটিঙ্গেল মারা গেছে!! আমি তাই দুঃখজনক! এখন, কেউ বা কিছুই আমাকে উত্সাহিত করতে পারে না! কিন্তু, এটা মানুষের জীবনচক্র, আর লতা মঙ্গেশকরের শেষ! আমি যখন জন্মেছিলাম, আমি প্রথম লতার কিংবদন্তি কণ্ঠ শুনেছিলাম এবং লতার কিংবদন্তি কণ্ঠ শুনে বড় হয়েছিলাম। কিন্তু মৃত্যুর মানে এই নয় যে সে চলে গেছে, কিংবদন্তি সবসময় মানুষের হৃদয়ে থাকে। লতা যেহেতু একজন কিংবদন্তি, তাই শুধু ভারত নয়, সারা বিশ্ব তাকে সবসময় মনে রাখে। শান্তিতে বিশ্রাম, আমার প্রিয় নাইটিঙ্গেল লতা মঙ্গেশকর।
লতাজি আমার সবচেয়ে প্রিয় গায়িকা। ওনাকে হারানো নিজের প্রিয়জনকে হারানোর মতো। উনি আমাদের হৃদয়ের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবেন। সশ্রদ্ধ প্রনাম। গানের সংকলন খুব ভালো।
Abismaraniya ganer srasta kokil kanthi lataji. Kono tulonai tuchho. Kabey je ei gangulo pratham sunechhi moneparena kintu aajo sei eki anubhuti anno jagatey niye jai sei surer jagat. Kono prasangsai onar janno ses noi. R konodin habena ei jadur samragni. Sri charaney janai koti pranam.
We need your voice in this belligerent world to comfort us, to soothe our soles, to provide us with endless joy, to show us ray of hope in the darkness of frustration.
শরীরের মৃত্যু একদিন হবেই, কিন্তু কর্ম মানুষকে অমর করে রাখে, লতা মঙ্গেশকর তার কর্ম দিয়ে অমর হয়ে থাকবেন চিরকাল, সবাই আজ দুঃখ নয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, তিনি যেখানে থাকবেন যেন শান্তি তে থাকেন। ওঁম শান্তি।
We will always remember the LEGND LATA. The world may not get such a natural talent. Our utmost respect in memory of the greatest QUEEN OF MUSIC. Prof. Dr. Md. Serajul Islam, Dhaka University.
কি বলবো সেই টেপরেকর্ডার যুগ থেকে শুরু করে আজ ইউটিউব যুগে এসে যাকে শুনছি তিনি আমাদের মাঝে নেই। দুঃখ লাগছে মর্ত্যের সরস্বতী চলে গেলেন যাঁর গান শুনে রাতে ঘুমতো যেতাম ছোটবেলায় তিনি আমাদের মাঝে নেই। বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি বাংলাদেশ থেকে লতাজীর অমর স্মৃতির উদ্দেশ্যে। তাঁর গান নিয়ে যাব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ, ভাষা হারিয়ে ফেলেছি, বার বার ভিজে যাচ্ছে চোখের কোণ।
মা সরস্বতী চলে গেলেন আজ। সুরোলোকে।
যতদিন পৃথিবী থাকবে, সুর থাকবে, গান থাকবে আপনি চিরদিন রয়ে যাবেন আমাদের প্রাণে, আমাদের আত্মায়।
নত মস্তকে আপনাকে প্রণাম জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই। 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
She is real swarashati that's why she is gone just after swarashati puja. She took worship from all of us & said bye to us. We give her farewell ( bisarjon).
Heartiest respect to her. May her soul rest in Peace.
Remembering school lunch hour when we sang Lataji's latest hit
🥺🥺🙏🥺🥺
মা সরস্বতীর বিসর্জন । পৃথিবী যত দিন থাকবে ততদিন থাকবে তাঁর কণ্ঠে গান ।আমরা হারালাম এই দেবী সরস্বতী কে ।জানি একদিন সবাই কে চলে যেতে হবে ।তবুও .....
আত্মার শান্তি কামনা করি ।
আমার শতকোটি প্রণাম লতা দিদির চরণে, আপনি বেঁচে থাকবেন অন্তত কাল আমাদের হ্নদয়ে আপনার আওয়াজ না শুনলে গান কতোটা মধুর হয় বুঝতেই পারতাম না❤️❤️🙏🙏
Lata didi pranam
প্রণাম🙏🙏❤
Þttttþtþttttttttttþtþtþtttrþtttþttþttttþttttttttttttþtþtþþtþtþtttþttttþtþtttttþþttþttþtt.k
এই হিংসার পৃথিবীতে তোমার গান এর সুর পৃথিবীতে শান্তি নিয়ে আসুক এই আশায় বাঁচবো
এ যেন এক মাতৃ শোক। কি হারিয়ে ফেললাম আমরা। 😭😭😭😭😭😭 চোখের জলে বিদায় দিলাম লতা মঙ্গেশকর তোমায়। পৃথিবী তোমায় ভুলবে না। প্রতিটি মানুষের মনে চির অমর হয়ে থাকবেন আমাদের প্রিয় দিদি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাকে আবার নতুন রুপে ফিরিয়ে দিন আমাদের মধ্যে।
.
লতাজীর গান ছোট বেলা থেকেই শুনে আসছি তখন গান গুলো শুনতাম ভাল লাগতো এই পর্যন্ত কারণ তখন গানের তাল সম্বন্ধে কিছুই বুঝতাম না ।বয়স বাড়ার সাথে সাথে তার গানের মাধুর্য ধীরে ধীরে ধীরে একটু বুঝতে পারতাম তখন থেকে তার অন্ধ ভক্ত হয়ে পড়লাম ।সত্যিই লতাজীর বিয়োগ ব্যথায় আজ গোটা বিশ্ব স্তম্ভিত ।এক কথায় এটা নক্ষত্র পতন।
একদম মনের কথা বললেন। এ যেন সত্যিই মাতৃশোক
লতা জি যুগ যুগ ধরে
আমাদের মনের মণি কোঠায়
জীবন্ত হয়ে থাকুন সবসময় 🇮🇳💙🙏
পৃথিবীতে যেমন চাঁদ একটা, সূর্য একটা তেমনি লতাজি ও একটা ছিলো এবং থাকবে। ঐ চন্দ্র ,ঐ সুর্য যত দিন আপন মহিমায় আলোকিত করবে ততদিন লতাজি আপনিও পৃথিবীর মানুষের মাঝে মিশে থাকবেন।😢😭❤️❤️
Akdom thik bale6en
ভাই আপনি খুবই সুন্দর বলেছেন।
প্রনাম লতাজী
😊@@Shorts28826
লতাদিদি সুরের সরস্বতী আপনার সম্পর্কে কমেন্ট করার কোন ভাষা আমার হৃদয়ে নেই আছে শুধু চোখের জল যাদিয়ে বার বার আপনাকে স্বরণ করতে পারি। স্বর্গ লোকে ভালো থাকুন এই কামনা করি।
অবসাদ দূর করার সেরা ভারতীয় শ্রবণ ঔষধ লতা দিদির গান, গত কাল তার কেবলমাত্র শরীর আমাদের ছেড়ে অন্য লোকে চলে গেছেন,রেখে গেছেন ৩০ হাজারের বেশি অনন্য গান,যা লক্ষ্য মনি মানিক্য এর চেয়ে অধিক মূল্যবান। আমরা তাই শুনে ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো, 60 বছরের বেশি সময় ধরে শুনছি, যত দিন বাঁচবো তাঁর গান শুনে যাব।🙏🙏🙏🙏
I'm 75+ now n started listening her songs from my childhood n still listen her at least an hour daily.
পৃথিবী যতদিন আছে,, সংগীত ততদিন আছে,,,লতা জি ও ততদিন রবে কোটি কোটি মানুষের হৃদয় জুড়ে 💕💕🙏🙏🙏
জীবন্ত সরস্বতী তোমায় শতকোটি প্রনাম, যেখানেই থেকো ভালো থেকো!!!!!...
লতা মঙ্গেশকর আর আমাদের মাঝে নেই এই নির্মম সত্য কথা মনে হতেই দুঃখের সাগরে ভাসছি। যত দিন পৃথিবীতে গান থাকবে তত দিন ওনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
যেমন, আকাশ, বাতাস মাপা যাই না তেমনই ওনার গান, শুধুই, বিস্ময় উনি মা সরস্বতী শুধুই অজস্র 🙏🙏🙏🌼🌼🌼
আপনাকে জানাই আমার আন্তরিক ভালবাসা ও প্রনাম ।আমরা আপনার গানে মুগ্ধ থাকতাম আর থাকব ।আপনি নেই এ কথা ভাবতে পারিনা ।মন খুব খারাপ ।আপনার এত সম্ভার গানের ।এই গান ই আমাদের সান্ত্বনা হয়ে রয়ে যাবে।আপনি অমরত্ব লাভ করেছেন আপনার গানে।
লতা যেমন করে সবকিছুকে জড়িয়ে রাখে, উনিও তেমন করে গানে গানে আমাদের ভরিয়ে দিয়েছেন। হাজার হাজার বছর ধরে এর রেশ রয়ে যাবে। একটুও কমবে না। উনি অনন্য।🙏🙏🙏
ছোটবেলা থেকেই এই সুরেলা কন্ঠ আমাকে মোহিত করে আসছে। ওনার গানের কত ক্যাসেট যে কিনেছি। সেইসব দিন মনে পড়ে যায়। বিনম্র শ্রদ্ধা হে সুরের স্বরসতী। ওপারে ভালো থাকুৃন।। ❤️❤️❤️
লতা জি গানের মাধ্যমে মানুষের মনে প্রানে সারাজীবন বেঁচে থাকবে। যতদিন গান থাকবে ততদিন মানুষ লতা জি কথা সবাই স্মরন করবে। ❤️❤️❤️
পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ কন্ঠশিল্পী.... দুঃখের দিন, শুধু আশার কথা তার সৃষ্টি এই পৃথিবীতে রয়ে গেল
ওগো কর্ণধার তুমি চিরকাল থাকবে আমাদের হৃদয়ে সুর সম্রাগী হয়ে। লতা জি মহাকাল যেন তোমায় চির শান্তির অর্ঘে ভরিয়ে রাখে।
আমার অশেষ শ্রদ্ধা এবং প্রনাম তোমার করকমলে।
খুবই বেদনাদায়ক। কিন্তু এটাই বাস্তবতা। সবাই কে এই ভাবেই একদিন চলে যেতে হবে। প্রজন্মর পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে সুর সম্রাজ্ঞী চিরকাল শ্রদ্ধার সহিত অমর হয়ে থাকবেন। 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🇧🇩🇧🇩🇧🇩
*_চিরবিদায় দ্যা ওয়ার্ল্ড গ্রেট লতা দি, অনেক ভালো থাকবেন ওপারে.._*
Alas ! Latadi is no more. But we will remember her till our last breath through her melodious song.Stay with peace in your new world, Latadi. Thanks.
@@buddhadebbiswas6426 Yeah...
দেবী সরস্বতীর বিদায় দিনে বিদায় নিলেন আরেক সরস্বতী।😥
অমৃতলোকে আপনি ভালো থাকুন।🙏🏻🙏🏻🙏🏻
অমূল্য রত্ন চলে গেল।অপূরণীয় ক্ষতি সংগীত জগতের।
আপনি লতা দিদি,ভারতবর্ষের প্রকৃত অর্থেই অহংকার ছিলেন অথচ নিজের ব্যক্তিগত জীবনে আপনি ছিলেন বিনম্র অহমিকা বিহীন । সারাজীবন ধরে ভারতীয় দের এতো গর্বিত করেছেন যা ভারত বাসী কোনো দিন ভুলবে না । অশেষ কৃতজ্ঞতা স্বীকার করে, অনেক শ্রদ্ধা জানিয়ে মনের অন্তঃস্থল থেকে প্রনাম নিবেদন করি।
,à
@@amitsengupta1657 p
L atasong
🥺🥺🙏🥺🥺
Nice,didi
সুরের সম্রাজ্ঞীর কখনো বিদায় হয় না উনি যে ভাবে নানান গানে আমাদের সমৃদ্ধ করে গেছেন আমাদের হৃদয়ের মণিকোঠায় তা ধরে রাখবো
পৃথিবীর ওপারে লতা- হেমন্ত-সলিল মনি-কাঞ্চনযোগে হয়তো এবার সৃষ্টি হবে অনন্ত সংগীত। আমরা কোনোদিনও কিন্ত শুনতে পাব না সে গান।
চিরশান্তির দেশে ভালো থেকো দিদি।।
একদম সঠিক 🙏🙏🙏
Darun bolechen.
একটি মানুষ সারা ভারতবর্ষকে কত আনন্দ আর অনুভূতি দিয়ে গেলেন। ধন্য।
যত দিন সূর্য চাঁদ থাকবে তত দিন তোমার গান পৃথিবীর মানুষকেও মোহিত করে রাখবে
আজ এক কালো দিন। আমাদের গানের বুলবুলি উড়ে গেলেন। সরস্বতীর বরপুত্রী দিদি সুরলোকে শান্তিতে থাকুন।
আজ তুমি চলে গেছ, রেখে গেছ মায়া। .....goodbye forever the queen of melody.
সত্যি সত্যিই ভোলা যায় না, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মা সরস্বতীর বিদায়ের ক্ষণে সংগীতের সরস্বতীর ও বিদায় 😪এ এক অত্যাশ্চর্য সমাপতন 😪😪🙏🙏🙏
তোমাকে নত মস্তকে শত কোটি প্রণাম, যত দিন বেঁচে থাকবো তোমার গান শুনবো তার পর মরে যাবো।
যতদিন পৃথিবীতে গান থাকবে আপনি থাকবেন চিরস্মরণীয়। প্রণাম আপনাকে ।
Good
'না মন লাগে না ' সত্যি আর মন লাগছে না কিছুতেই। আমি আমার মা এর দৌলতে লতা জির গানের সাথে পরিচিত হই, ছোট বেলা থেকেই মা এর মুখে লতা জির গুন গুন করে গান শুনে এসেছি,আসতে আসতে ওনার সুরের জাদুতে আমিও ভক্ত হয়ে যাই। আরেকটু বড় হলাম যখন তখন মা এর সাথে সাথেই গলা মেলাতাম ওনার গানে। বৃষ্টি হলেই মায়ের সাথেই বৃষ্টি বৃষ্টি গান টা যে কি গাই, তবে আবার ও গাইবো,আজীবন গাইবো। এটা বলাই বাহুল্য যে তাঁর সৃষ্টি তে আমরা আজীবন ডুবে থাকবো। আমাদের মননে সয়নে সারাজীবন বেচেঁ থাকবেন আপনি।🙏🏻❤️
, আছে জন্ম আছে মৃত্যু কিন্তু কাজের মধ্যে সাড়া পৃথিবীর কাছে বেচে থাকার আনন্দ😄😍💕
Tar charane a mar pronam
আপনার মতো ঘটনা সবার জীবনের সাথেই জড়িয়ে। লতা দিদির গান শুনলে মনে হয় মা এর গান শুনছি কারণ ছোটবেলা থেকে প্রতি মুহূর্তে মা কে শুনেছি ওনার গান গুনগুন করতে। কাল এক সপ্তাহ হতে চলেছে উনি পরলোকগমন করেছেন, কিন্তু আমি শোক কাটিয়ে উঠতে পারছিনা। মা ও খুব মর্মাহত। কেমন যেন মনে হচ্ছে, নিজের মাতৃস্থানীয় খুব কাছের কেউ চলে গেছেন। উনি যে এতটা স্থান নিয়ে ছিলেন আমাদের হৃদয়ে, উনি চলে যাওয়ার পরে তা ব্যপুলভাবে বুঝতে পারছি। প্রণাম লতা মঙ্গেশকর
ভাবতে পারছি না এখনো বিশ্বাস হচ্ছে না সাক্ষাৎ মা সরস্বতী আশীর্বাদ ধন্য কন্যাকে নিয়ে বিদায় নিলেন। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।
এই মহতী আত্মার মৃত্যু হয় না, আবার ফিরে আসবেন আরও সুর আরও কথা আরও আবেশ নিয়ে অপেক্ষায় থাকবে এই পৃথিবী
* গানের রাণী *
আমরা জানি,সবাই মানি
তুমিই সেই গানের রাণী।
তোমার ঘুম ভাঙ্গানী গানে,
আঁধারের শেষে আলোকের হাতছানি ।
মা সরস্বতী বিদায়ের ক্ষণে সংগীতের সরস্বতী ও বিদায় 😰 এ এক আশ্চর্য সমাপতন😰😰🙏🏻🙏🏻🙏🏻
ভেজা চোখে লিখছি , সংকলনটি ভাল হয়েছে ।লতাজির সকল বাংলা গানের একটি সংকলনের আবেদন করছি ।
এইরকম একজন মানুষ এক নিমেষে আছে থেকে ছিল হয়ে গেলেন। ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে। লতাজি ওনার সৃষ্টির মাধ্যমে চিরকাল বেঁচে থাকবেন আমাদের মধ্যে। ওনার চরণে শতকোটি প্রনাম জানাই।
হটাৎ করে চোখ দিয়ে জল পড়তে লাগলো কিন্তু বুঝতে পারছি না হটাৎ মনে পড়লো মা সরস্বতী আমাদের ছেড়ে সর্গলোক পারি দিয়েছেন,,,,,
লতা মঙ্গেশকর সম্পর্কে কিছু বলার স্পর্ধা আমার নেই শুধু বলি,যাঁর গানে আমার শিশুকাল,কৈশোর, যৌবন,প্রৌঢ় এবং এই বার্ধক্য সুরে-সুরে ভরে আছে তাঁকে প্রণাম করার মতো দীর্ঘ হাত আমার নেই।
THE PAST IS DEEP
ruclips.net/user/shortsOoJ7bY3ikPk?feature=share
Last video of her 💔
L TV
+ Bhitre xszagn
আমার শত কোটি প্রণাম
@@shikhadas6504 ?
সত্যি ই তাই কত প্রজন্ম যে লতাজিকে সাথে রাখবে তার কোন হিসাব নেই। আত্মার শান্তি কামনা করি নম, শান্তি🙏😭
🙏"লতা মঙ্গেশকর "🙏
উনি ছিলেন একজন দেবী, মা সরস্বতী। আর দেবীর কোনদিন মৃত্যু হয় না।
এই তো তিনি বেচেঁ আছেন আমাদের মধ্যে । যতদিন মা সরস্বতীর পূজা করা হবে ততদিন পর্যন্ত তিনি আমাদের মধ্যে জীবিত থাকবেন।
মহতি আত্মার মৃত্যু হয় না। লতাজি আমাদের মত ছিলেন আছেন থাকবেন। এই গান শুনলে মন উদাস হয়ে যায়
লতাজি আমাদের মধ্যে ছিলেন আছেন থাকবেন
মা স্বরসতীর বিদায়ের দিনই সুরের স্বরসতীর বিদায় আমাদের মনটা খুবই ভারাক্রান্ত করেতুলেছে।
শত কোটি প্রনাম আপনার চরনে ,,ভালো থাকুন স্বর্গলোকে,,
খুব মন খারাপ লাগছে কাল থেকে 🥺🥺 আমার সবচেয়ে প্রিয় গায়িকা 😭😭 লক্ষকোটি বার শুনলেও এইসব গান পুরনো হয়না কোনোদিন। তাঁর শূন্যস্থান পূর্ন হবেনা কোনোদিন।RIP ♥️♥️🙏🙏
লতা জীর এই সব গান শুনে আমি জেন কোথায় হারিয়ে জাই 😂😂😂😂
মৃত্যু অমোঘ সত্যি।এখান থেকে পালাবার পথ নেই!
অসাধারণ এক সুরসম্রাজ্ঞী তাঁর পদচিহ্ন রেখে অমরধামে যাত্রা করলেন।সেই কোন ছোটবেলা থেকেই রেকর্ড এর এই সব জাদু মাখানো গান শুনে নিজের মনে গাইতাম,খাতায় লিখে রাখতাম। লতাজীর নাম তখন জানতাম না ভালো করে। কিন্তু তাঁর গান ভালোবেসেছিলাম।আজকে বড় একা মনে হচ্ছে, যেন অভিভাবক কে হারালাম।পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে মানুষ থাকবে আর কোটি কোটি মানুষের মনের মণিকোঠায় জায়গা দখল করে থাকবেন। শুধু বলবো সকলের লতাদিদি তুমি আবার ফিরে এসো, তোমার গায়কী সুরের ভান্ডার নিয়ে।তুমি ভালো থেকো।
অপূর্ব কথামালায় সুরের মূর্ছনায় মন ছুঁয়া গান।
সুরসম্রাজ্ঞী লতাজী এমনি করেই আসমুদ্র হিমালয় থেকে সাড়া বিশ্বের প্রতিটি মানুষের অন্তরে। গানের ভুবনে ছন্দ রাগে এই শিল্পী চিরকাল এভাবেই বেঁচে থাকবে।
ভারতবর্ষের শ্রেষ্ঠ সুর সম্রাজ্ঞী "লতা মঞ্জেসকরের" মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত ও মর্মাহত,
💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 রইল ।
জন্মিলে মরিতে হবে
অমর কে কোথা কবে?
এটাই মনের সান্তনা
🥀500 বছর পরও এই গানটা অমর হয়ে থাকবে
সত্যি করেই শেষমেষ আমাদের হৃদয়ের সেই পাখিটা উড়ে গেলো। রেস্ট ইন পিস শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর। হাজার হাজার গানের মধ্যে যুগ যুগ ধরে আপনি বেঁচে থাকবেন লাখো শ্রোতার হৃদয়ের মধ্যে।🥀30.10.2023.
বিধির বিধান, অমান্য করার সাধ্য কারো নেই ,তাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে, দিদির আত্মা যেন, স্বর্গলোকে শান্তিতে বিরাজ করে।
মা সরস্বতী আমাদের মাঝে আর নেই - ভারতবর্ষ আর একশো বছরে ও এমন ভারতরত্ন পাবে না গানের জগৎ এ - আমার ব্যাক্তিগত ভাবে মোনে হচ্ছে আমার পরিবারের অমুল্য রত্ন হারালাম - 💐💐 মা যেখানেই থাকো ভালো থাকো 💐💐
ভারতরত্ন শ্রী শ্রী স্বগিয়া লতা মঙ্গেশকরকে আমাদের সবার তরফ থেকে ভক্তি শ্রদ্ধা🙏🙏🙏🙏🙏🙏🙏
লতাজি বেঁচে থাকবে তার গানের মধ্যে দিয়ে, তাকে কোনোদিন কেউ ভুলতে পারবেনা এই বেদনা খুবই দুঃখ দায়ক কিন্তু এটাই বাস্তব সবাইকে একদিন সব ছেড়ে চলে যেতে হবে
@@shellysarkhel8509 to
Lataji-r eta ek oshadharon collection. Kintu "Priyotomo ki likhi tomai..." original gan-ta include kora keno holo na? Eta ki by mistake??
❤❤
জীবন্ত সরস্বতী চলে গেল আমাদের কাঁদিয়ে... ভালো থেকো দিদি।
পরলোকে ভালো থাকবেন ইহলোকের সরস্বতী দেবী। আপনার সৃষ্টিকর্ম হাজার বছর বেঁচে থাকবে। প্রণাম। 🤍
সত্যি খুব কষ্টের, দুঃখের সংবাদ 💔🥺
RIP Bharat Ratna LATA DIDI... The living Legend, The Nightingale of Bollywood.
Indeed, this loss can never be compensated but I believe the RAREST Talent of this Earth will always be alive in our hearts through her Melodious songs.
Om Shanti🙏🙏
Lata ji has left us.you were a shining star not only in India but all over the world.you will live amous us forever through the song.
সত্যি উনি মর্তের বাগদেবী , ওনাকে আমার শ্রদ্ধা ও বিনম্র শতকোটি প্রনাম 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
এক না ফেরা " মা সরস্বতী " র বিদায়। চলে গেলেন ভারতরত্ন , সুর সম্রাজ্ঞী " লতা মঙ্গেশকর"। সশ্রদ্ধ প্রণাম জনাই কোকিল কণ্ঠী , সুর সম্রাজ্ঞী কে।তিনি রয়ে যাবেন মানুষের হৃদয়ের মণিকোঠায় তাঁর সৃষ্টি সঙ্গীতের মধ্যে দিয়ে।💐🙏
Rest In Peace
. 🕯️
কিছু বলার ভাষা নেই🥺😢😢💔হটাৎ উনি চলেগেলেন মানতে পারছি না🥺🥺
লতা মঙ্গেশকারের মৃত্যুর কারনে আমরা শোকাহত, মর্মাহত তার আত্মার শান্তি কামনা করি তিনি আমাদের নিঃশ্বাসের মধ্যে আমাদের মনের মনিকঠায় বিরাজ করবেন।🥵🙏🙏😭😰😥😭😭
এই মতো ব্যাক্তিত্ব ,কন্ঠস্বর,মাধুর্য,সাখ্যাত সরস্বতী যদি কেউ হন তিনি হলেন ভারতের রত্ন লতাজি। উনার বিকল্প শুধু ভারতবর্ষে নয়, গোটা পৃথিবী তেও পাওয়া যাবে না। যেখানেই থাকুন প্রনাম নেবেন সুরসম্রাজ্ঞী।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😢😢😢😢😢😢speechless.........Ab koi aisa is dharti Maa ki goad mei shayad hi aa paayega...shat shat naman 🙏🙏Devi Saraswati.....🙏❤😢😢
ভারত এক অমূল্য রত্ন হারালো... অনেক অনেক বড়ো ক্ষতি সংগীত জগৎ'এ। আমরা সত্যি গর্বিত এমন একটা মানুষ আমাদের দেশে ছিল এবং এখনো আছেন এবং যতদিন 'গান' শব্দটা থাকবে ততদিন থাকবেন।
She never left us, this world.
As long as humankind has ability to hear, she will be remembered.😟💔
May God give her eternal rest. 🙏🙏❤
গান সুর মাতৃরুপী লতা মঙ্গেশকর আপনাকে বাঙলা তথা ভারতবর্ষের গর্ব আপনি আমাদের ছেড়ে সুর লোকে আপনার গান গুলো শুনিয়ে
আবার আসুন আপনার এই জনতার
কাছে আপনার বাড়িতে।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
আজ লতাদিদি যেখানে চলে গেছে, সেখানে আলোয় আলো আর আমাদের এখানে অমাবস্য মতো অন্বোকার।
লতা জি চরণে শত কোটি প্রনাম ।আপনি আমাদের মধ্যে আছেন এবং থাকবেন ।🙏🙏🙏🙏🙏
সত্যি লতাদির এই গান গুলো কোন দিন হারিয়ে যেতে দেবো না আমারা । হৃদয়ে মরন পর্যন্ত থেকে যাবে আমার ♥️। প্রতিটা গানের কথার সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে👍🌹♥️ দিদিকে শতসহস্র কোটি প্রনাম আর এই গানের কথা যারা লিখছেন,সুর দিয়েছেন, মিউজিক কম্পোজ করেছেন ওনাদের সকালকে আমার প্রনাম জানাই 🙏🙏🙏🙏🙏
ওহ আমার ঈশ্বর! আমার নাইটিঙ্গেল মারা গেছে!! আমি তাই দুঃখজনক! এখন, কেউ বা কিছুই আমাকে উত্সাহিত করতে পারে না! কিন্তু, এটা মানুষের জীবনচক্র, আর লতা মঙ্গেশকরের শেষ! আমি যখন জন্মেছিলাম, আমি প্রথম লতার কিংবদন্তি কণ্ঠ শুনেছিলাম এবং লতার কিংবদন্তি কণ্ঠ শুনে বড় হয়েছিলাম। কিন্তু মৃত্যুর মানে এই নয় যে সে চলে গেছে, কিংবদন্তি সবসময় মানুষের হৃদয়ে থাকে। লতা যেহেতু একজন কিংবদন্তি, তাই শুধু ভারত নয়, সারা বিশ্ব তাকে সবসময় মনে রাখে। শান্তিতে বিশ্রাম, আমার প্রিয় নাইটিঙ্গেল লতা মঙ্গেশকর।
লতাজি আমার সবচেয়ে প্রিয় গায়িকা। ওনাকে হারানো নিজের প্রিয়জনকে হারানোর মতো। উনি আমাদের হৃদয়ের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবেন। সশ্রদ্ধ প্রনাম। গানের সংকলন খুব ভালো।
🥀🌹 আমাদের প্রিয় শিল্পী লতা মঙ্গেশকর গানের মাধ্যমে বেঁচে থাকবেন 🌹🥀
Irreplaceable loss. She is, will be in our hearts forever. She is immortal. She is an institution.
লতা দিদির জন্য মন কেমন করে। গান শুনেই ওনাকে স্মরণ করি, শ্রদ্ধা জানাই। 🙏
Abismaraniya ganer srasta kokil kanthi lataji. Kono tulonai tuchho. Kabey je ei gangulo pratham sunechhi moneparena kintu aajo sei eki anubhuti anno jagatey niye jai sei surer jagat. Kono prasangsai onar janno ses noi. R konodin habena ei jadur samragni. Sri charaney janai koti pranam.
দিদি আপনার চরনে আমার শতকোটি প্র ণাম। মা সরস্বতীর কাছে প্রার্থনা🙏🙏 করি মা তুমি দিদিকে ভালো রেখো, আর দিদি যেন আমাদের সবার মনে অমর হয়ে থাকে।
We need your voice in this belligerent world to comfort us, to soothe our soles, to provide us with endless joy, to show us ray of hope in the darkness of frustration.
মা তাঁর কন্যাকে সাথে নিয়ে ফিরেছেন। 🕉️ শান্তি।🙏🙏🙏
Right kota bole
Maa
👍👍👍
@@riponnath7595 চনননননূননন
@@pritidas2192😊😊😊😊😊 pp😅😅😮😮
শরীরের মৃত্যু একদিন হবেই, কিন্তু কর্ম মানুষকে অমর করে রাখে, লতা মঙ্গেশকর তার কর্ম দিয়ে অমর হয়ে থাকবেন চিরকাল, সবাই আজ দুঃখ নয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, তিনি যেখানে থাকবেন যেন শান্তি তে থাকেন। ওঁম শান্তি।
Press and 3N̊o̊t̊ N̊o̊t̊ item to pin it.
Khub dami kotha bolechen.
😊p😊😊😊😊😊😅😊a@@gourichakraborty2348
AQ
ফুরালো প্রাণের মেলা
শেষ হয়ে এলো বেলা...
🌼🌼
প্রণাম জীবন্ত মা সরস্বতী।।।।চিরকাল তুমি বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকবে।।।।।।
কষ্ট হচ্ছে ভীষণ। বিনম্র চিত্তে শুধুই শত কোটি প্রণাম জানাই 🙏🙏🙏
Unparalleled Goddess of Singing. Respect Didi
লতা দি যেখানেই থাকো ভালো থাকো। 💐😪🙏🙏🙏
Lata di jakhana thoko valo teko
হে মা সরস্বতী তুমি তো আমাদের হৃদয়ের আসনে প্রতিষ্ঠিত🙏 তার বিসর্জন ও নেই আর মরণ ও নেই 😭
Darun gan gulo,monta vore othe.🙏🙏❤️❤️
We cannot forgot you lata ji you always in our heart ❤😕😕🥺🥺😔😔
We will always remember the LEGND LATA. The world may not get such a natural talent. Our utmost respect in memory of the greatest QUEEN OF MUSIC.
Prof. Dr. Md. Serajul Islam, Dhaka University.
আপনার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান অনেক পরপারে ভাল থাকবেন
এক ও অদ্বিতীয়
আর কিছুই বলার স্পর্ধা আমার নেই।।।।।।
লতা-জীর সম্বন্ধে বলার স্পর্ধা আমার নেই। শুধু এইটুকু বলতে পারি, লতা-জীর বিকল্প আর কেউ হবে না, আর হতে পারবে না।
এক কথায় অপূর্ব অসাধারণ গান, এই যুগলবন্দী লতা ও সলিল কখনো second time হবে না,
অত্যন্ত ব্যথিত চিত্তে ,ওনার আত্মার শান্তি কামনা করি।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
সুরসম্রাজ্ঞী লতাজী,আপনি আমাদের হৃদয়ে থাকবেন চিরদিন। অনন্তলোকে আপনি চিরশান্তিতে থাকুন🙏🙏
আমার পছন্দের শিল্পী যখন ওনার গাওয়া গান গুলো শুনি অন্য জগতে চলে যায়
মা এসেছিলেন, আবার বিসর্জনের দিনে চলে গেলেন। 🙏🙏🙏
কি বলবো সেই টেপরেকর্ডার যুগ থেকে শুরু করে আজ ইউটিউব যুগে এসে যাকে শুনছি তিনি আমাদের মাঝে নেই। দুঃখ লাগছে মর্ত্যের সরস্বতী চলে গেলেন যাঁর গান শুনে রাতে ঘুমতো যেতাম ছোটবেলায় তিনি আমাদের মাঝে নেই। বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি বাংলাদেশ থেকে লতাজীর অমর স্মৃতির উদ্দেশ্যে। তাঁর গান নিয়ে যাব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
नाम गुम जाएगा
चेहरा ये बदल जायेगा
मेरी आवाज़ ही पहचान है
गर याद रहे…
End of an era. Rest in peace ! 🌸🙏🏻💕
Bharat Ratna 🌸🙏🏻