House Full | EP 01-05 | হাউস ফুল | Mosharraf Karim | Mithila | Mishu Sabbir | Siddik | Comedy Natok
HTML-код
- Опубликовано: 1 янв 2025
- Natok : House Full EP 01-05 (হাউস ফুল)
Cast : Mosharraf Karim, Sumaiya Sumi, Siddikur Rahman, Mithila, Hasan Masud, Adnan Faruque Hillol, Sumon Patwary, Sohail Khan, Monira Mithu, Mishu Sabbir, Abul Hayat
Script & Direction : Redoan Rony & Iftakher Ahmed Fahmi
Producer : Top Of Mind
Language : Bangla
Label : G Series
For Mobile : Download RadioG and stream thousands of songs : ➤android.radiogb...
Subscribe to our Exclusive RUclips Channels and get the latest entertainment
G Series Music : ➤psce.pw/LA9SD
G Series Movies : ➤psce.pw/L7QH3
G Series Drama : ➤psce.pw/KVKSW
G Series Bangla Movie Song : ➤psce.pw/J34SM
G Series World Music : ➤psce.pw/LL78R
G Series Kids : ➤psce.pw/LNSGZ
G Series Classics : ➤psce.pw/KHZR7
G Series Funny Clips : ➤psce.pw/KQVZZ
Newsg24 : ➤psce.pw/JUCSC
Newsg Lifestyle : ➤psce.pw/LDEFU
Get connected with us on Facebook : ➤psce.pw/LQETR
Get connected with us on Instagram : ➤psce.pw/JM7YX
Get connected with us on Twitter : ➤psce.pw/LTEWM
Get the latest news from : ➤www.newsg24.com
#HouseFull_NewNatok2020
#MosharrafKarim
#Mithila
#MishuSabbir
#SumaiyaShimu
#SiddikurRahman
#RedoanRony
#IftakherAhmedFahmi
#MosharrafKarim_NewNatok2020
#Mithila_NewNatok2020
#BanglaNatok
#BanglaNewNatok
#BanglaDrama
#GSeriesBanglaNatok
#হাউস_ফুল
শেষ পর্বে করা কমেন্টটা প্রথম পর্বেও করলাম....
নাটকটি ২০০৮-২০০৯ এইসময়ে করা। ১৫মে ২০০৯ তারিখটা মারজুক রাসেল উল্লেখ করছিলো। রিলিজ(১৪ অক্টোবর ২০০৮--২৩শে জুলাই ২০০৯)আমি তখন ছোট ছিলাম।
হাউসফুল অসাধারণ নাটক সিরিজ।
আবুল হায়াত(ইকরামুল হক), মনিরা মিঠু, মোশাররফ করিম(ইফতি মামা), সুমন পাটোয়ারী ,মিশু,সুমাইয়া শিমু, হাসান মাসুদ, সিদ্দিকুর রহমান , সোহেল খান, মিথিলা, অপর্ণা, রুমেল, রিফাত চৌধুরী সবাই অসাধারণ অভিনয় করেছে।
যুগ যুগ পরও নাটকটি জনপ্রিয় থাকবে হয়তো।
বাবা, দুলাভাই ও ভাই এর চরিত্রে আবুল হায়াত স্যার এবং শিমু-মিথিলা-মিশুর মা'য়ের চরিত্রে, ইফতির বোন ও সুমনের ভাবি চরিত্রে মনিরা মিঠু, দুজনেই বাস্তবধর্মী, খাঁটি এবং অসাধারণ অভিনয় করেছেন। ইফতি মামার চরিত্রে মোশাররফ করিমের অভিনয় তো ছিলো অনবদ্য। সাথে চাচার চরিত্রে সুমন পাটোয়ারী। সিদ্দিকের মামার চরিত্রে সোহেল খানও দারুণ অভিনয় করেছেন। আর সিদ্দকুর রহমান এর চরিত্রতো ছিলো একেবারে অন্যরকম৷ তিনি তার চরিত্রে শতভাগ দিয়েছেন। আর আরেক জনপ্রিয় ও বাংলার অন্যতম সেরা অভিনেতা হাসান মাসুদও এককথায় অসাধারণ অভিনয় করেছেন। শিমু, মিথিলা ও মিশু ভাই-বোনএর চরিত্রে পারফেক্ট অভিনয় করেছে। মিশুর বন্ধু তনুও সুন্দর অভিনয় করছে। নাটকের মাঝপথে এসে শেষ পর্যন্ত হান্নানও জমিয়ে দিয়েছে।
পরিচালক রেদোয়ান রনি ও ইফতেখার আহমেদ ফাহমিকে ধন্যবাদ এতো এতো লিজেন্ডারি অভিনেতা ও অভিনেত্রীদের একত্রিত করে এতো সুন্দর একটা নাটক সিরিজ উপহার দেয়ার জন্য।
এই নাটকটি যেমন অসাধারণ হয়েছে, তেমন কাহিনীও সুন্দর। সকলের অভিনয় অসাধারণ। বাংলার নাট্য ইতিহাসের অন্যতম সেরা নাটক।
যেমন কমেডি, তেমনই ইমোশনাল। মাস্টারপিস নাটক হাউসফুল❤️
যৌথ পরিবারের গুরুত্ব যে কতটুকু তা বোঝা যায় হাউসফুল নাটকে। হাউস ফুল নাটকে হাউস ফুল থাকলেও দিনশেষে দেখা যায় সবাই-ই একা। ইট’স ইমোশনাল।
১০৫ পর্বে ইফতি মামার কথাগুলো হৃদয়ে লাগে😞
"জীবনটাকে উপভোগ করা উচিত।"
"একদিন দেখবেন যে, আমিও প্রকৃতির সাথে মিশে গেছি.....💔
১১৯ পর্বে মনিরা মিঠুর কথাটাও হৃদয়ে লাগে
"যে যায় সে আর আসে না…....
" হাউস ফুল" শেষ হয়েছে ১২২ পর্বে। অনেক নাটক আসবে যাবে কিন্তু "হাউসফুল" এর জনপ্রিয়তা তার জায়গায়ই থাকবে।
এই নাটকে এমনভাবে ঢুকেছিলাম যে, মনে হত আমিও একরামুল হক, ইফতি মামার পরিবারের সদস্য।
"House Full" is one of best Natok in Bangladesh.
Akdom ami 100% sohomoth. Ami India thake bolche.❤❤
২০৬০ সালে আমরা যখন বুড়া হব, তখনকার তরুন প্রজন্ম বলবে ইস ২০০৮-৯ সালের দিকের নাটক গুলো কত অসাধারণ ছিল। মোশাররফ করিম ছিল বাংলা নাটকের অসাধারণ গুনি অভিনেতা।
ইন্ডিয়া থেকে বলছি । আমার দেখা সবচাইতে সুন্দর মানবিক একটা সিরিয়াল। এটা আবার ফিরে আসা দরকার । আমি প্রথম দেখেছিলাম 2012 সালে যখন মাস্টার ডিগ্রী করছিলাম এখন এত বছর পরেও এটা একইভাবে নতুন লাগে । ধন্যবাদ full টীম কে এরম একটা সুন্দর সিরিয়াল গিফট করার জন্য ।
সত্যি বলতে কি জানের কলকাতার সিরিয়াল দেখে পুরাপুরি তেক্ত বিরক্ত
কোথায় কি বলতে হয় আগে সেটা শিখুন। @@Nazum701
Ekdom thik kotha😊
দুর্দান্ত কন্ঠের অভিনেতা 'আহমেদ রুবেলের' অকাল প্রয়ানে হৃদয়টা ভীষণ ব্যথিত। কিছুক্ষণ আগে তার মৃত্যুর খবর শুনে চলে আসলাম ঐতিহাসিক এই ভিডিওটায় উনার মৃত্যুর খবরটা লিখতে।😢😢😢
আগের এসব নাটকগুলা অনেক মিস করি। আলগা কোন ভাঁড়ামি ছিল না। 😥
ঠিক। এখন এসব নাটক আর হয় না
হাউসফুল নাটকে সবচেয়ে বেশি সম্মানী দেয়া উচিৎ সিদ্দিক কে❤️❤️❤️
এটা একটা ম্যাসেজ ক্যারেক্টার
২০২২ সালে এসে, আবার এই নাটক দেখতেছি, সত্যি ১২, ১৫ বছর আগের নাটক সিনেমা গুলি অসাধারণ ছিল।
😊me too
পুরা এপিসোড দেখছিলেন তখন?
এটা করত সালের নাটক?
নাটকের শেষটা যেন নাটক শেষেরই বেদনা! মেনেই নিতে পারছিনা😭।
হাঁসি-আনন্দ ও আবেগে ভরপুর ছিল নাটকটা। সমাপ্তিটা এরকম হওয়া ভালো। কারণ আনন্দ সবার চিরদিন মনে থাকেনা। কিন্তু দুঃখ সবারই কম-বেশি মনে থাকে।
কয়েকটি চরিত্র আমার খুব ভালো লেগেছে। যথা: ছিদ্দিকের হাঁসিমুখ, সুমন ও ইফতির খুনসুটি, মিশু ও তনুর ঘনিষ্ঠ বন্ধুত্ব।
Love You From Mirsarai, Chittagong 🥰🥰🥰.
এতটা ন্যাচারাল আর বাস্তব অভিনয় কেবল রেদোয়ান রনির নাটকেই পাওয়া যায়!
৯বছর আগে নাটকটা দেখতাম আর ভাবতাম, আমিও নাটকের একজন ক্যারেক্টার! এত আপন লাগতো সবাইকে, ভাষায় প্রকাশ করার মত না! আমি রেকর্ড করেছিলাম নাটকটি টানা ২৪ঘন্টা দেখে! জাস্ট টয়লেট এর সময়টুকু বাদে আজ ও অনেক ভালোবাসি নাটকের প্রত্যেকটি ক্যারেক্টার কে! ইসস যদি এমন একটা নাটক রেদোয়ান রনি এবং ফাহমী ভাই আরেকটা আমাদের উপহার দিতো 🥺❤️
মাদারটোস
মাদারবোর্ড
আমার দেখা সবচেয়ে ভালো নাটক।
নাটকের প্রত্যেকটা অভীনেতা অভীনেত্রী অনেক দারুন অভিনয় করেছেন।
পরিচালক ইফতিখার ফাহমি ও রেদওয়ান রনি কে অনেক ধন্যবাদ আমাদের এমন সুন্দর নাটক দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
ভাই আপনার আমার মন্তব্য ঠিক
সাকিন সারিসুরিটা যেমন সাকিন সারিসুরি। সেটা গ্রাম্য নাটকে এককথায় যেমন অসাধারন। তেমন শহরে নাটক হিসেবে হাউজফুল নাটক কিন্তু অসাধারনের বাইরে নয়।
অন্যতম সেরা একটা ধারাবাহিক বাংলা নাটক দেখলাম। হাউজফুল নাটকে হাউজ ছিলো হাউজফুল আর শেষে হাউজই শুন্যের পথে..
সোহেল খান ( মামা - মামীর সম্পর্ক)
হাসান- ফারিয়ার সম্পর্ক
শিমুর বিয়ে, মিথিলার বিদেশ যাওয়া....সব মিলিয়ে কি হাসি-খুশি কান্না, বাস্তবধর্মী নাটক দেখলাম। ধন্যবাদ রেদোয়ান রনি এবং ইফতেখার আহমেদ ফাহমিকে এতো এতো গুণী অভিনয়শিল্পীকে আনার জন্য। ❤
১৪ জুন, ২০২৩।
চমতকার একটা নাটক ছিল ! ১৫/১৬ বছর আগে কোন একটা ওয়েবসাইট থেকে দেখেছিলাম। ২০২৪ এসে আবার শুরু করলাম 😍
একেবারে সত্য ঘটনা গুলোর সাথে মিল। ভালো নাটক দেখেছি অনেক বছর পর।
ধন্যবাদ পরিচালক অভিনেতা দের কৌতুক কমেডির ভিড়ে ভালো নাটক তৈরি করায়। এখন সব নাটকে কমেডির বিষ ঢুকে গেছে।
Baba ra ei rokom hoy....ei natok e baba ma choritro ta onek bhalo....asolei baba je ki aami ekon bhuji....miss you baba...
বাংলাদেশের মেগা সিরিয়াল গুলার মাজে "সিক্সটি নাইন 69" আর হাউজফুল "আমার দেখা সেরা সিরিয়াল নাটক,যত দেখি তত দেখতেই মন ছায়😘😘😘
R8
সাকিন সারিসুরি, নাটকটি দেখার অনুরোদ করছি
420
সাকিন সারিসুরি, হাড়কিপটে, গ্র্যাজুয়েট এগুলোও অসাধারণ।
Graduate,FnF,Amader nurul huda,420,Sakin sharisuri are some...
এই নাটক টা আমার অনেক ভালো লেগেছে,, একটা কমেন্ট রেখে গেলাম 2050 সালের জন্য ❤❤
এখনকার দিনে এই রকম নাটক হয় না কেন? সবগুলো সেরা অভিনেতা অভিনেত্রী দের নিয়ে রেদোয়ান রনি আর ফাহমি ভাই যদি আরেকটা মেগা সিরিজ বানাতেন....
Budget Fact.
আগে বাজেট কম ছিলো আর এখন বাজেট বেশি লাগবে
ফাহমি কি ভাবে বানাইবে,মিথিলাত সিজিদের হয়ে গেছে
right
আগের নাটক গুলো আসলেই অনেক মন মূগ্ধকর
অসাধারন সৃষ্টি, এটাকে নাটক বলা যাবে না।এটা আসলে সাহিত্য,সাহিত্য।
Vai ami prayi dekhi oneke likhe sristi vai munus kichu sristi korte parena allah naraj hoben
2024 সালে কে কে দেখছেন?
me❤❤❤
আমি
Tor abbu o dektesi 2024 a!
Thats me bro who watced it may be 7 or 8 years before (minimum)
আমি 😂
২০২3
সালে এসে, আবার এই নাটক দেখতেছি, সত্যি ১২, ১৫ বছর আগের নাটক সিনেমা গুলি অসাধারণ ছিল।
এইনিয়ে ৭০ তম বার দেখা শুরু করলাম আজ December 18, 2022 তে। ভারত থেকে লিখছি। 🇮🇳 রেদোয়ান রনি ভাই ও ফহামি ভাই, আপনাদের জুড়ি মেলা ভার।
70 🙄
@@jakirahmed5103 সমস্যা কি ?
মাদারটোস
সাবলীল, স্ট্যান্ডায়ার্ড without এডাল্ট সংলাপ বিহীন কত সুন্দর এই নাটক FnF, Houseful, Fifty 50 🤍
এই নাটক আমি আগে আরো অনেক বার দেখছি,সিদ্দিকুর রহমান অসাধারণ অভিনয় করছে,,,
Fnf নাটক টা দেখতে দেখতে সুমাইয়া শিমুর তোতলামি টা এখনো ভুলতে পারতেছিনা
amio
ভাই fnf নাটক টা কি ৭৮ পর্বে র পর কি আর বের হইছে।
নাটক টা র শেষ ফিনিশিং টা এমন হবে ভাবতে পারিনি
Right
Amio vai tarpor ay natok dakte aslam
আমি ও
বাস্তবতার সাথে পুরোপুরি ভাবে মিল আছে নাটকটার
All character casting is absolutely perfect.
মিশু সাব্বির আগে থেকেই পাকনা অভিনেতা ছিলো,জোস মিশু😍
সময়ের অন্যতম সেরা নাটক ছিলো।
এই নাটকগুলো ভুলবার নয়।
এমন আর কিছু নাটকের নাম বলতে পারবেন।
Came back again for probably thousandth times after watching that a NSU student have written an assignment on Housefull. Really It feels amazing.... Thanks to Iftekhar Ahmed Fahmi and Redoan Rony for creating this Masterpiece 🖤
Can I get the link of the nsu news?
অাবুল হায়াত যখন মিথিলাকে বুঝাচ্ছিল (বাবা মেয়েকে), নিজের অজান্তেই চোখের পানি গড়িয়ে পড়লো। ♥♥
কত মিনিটে এটা
25:30
Ato abeg😁😁😁😁
দুনিয়ায় ৪০০০ এর বেশি ভাষা থাকলেও
"আযানের ধ্বনি" কিন্তু এক ☝
সুবহান আল্লাহ
সস্তা ধর্মের প্রচার বেশি৷ 😂
রেদওয়ান রনির ভালো লাগার কিছু নাটক! নাটক গুলা যতবার দেখি ততবার নতুনের স্বাদ পাই, (১)বিহাইন্ড দ্য ট্র্যাপ। (২)বিহাইন্ড দ্য সিন।(৩) ফাঁদওবগার গল্প।(৪)হাউসফুল। (৫) FNF.(৬)মানি ব্যাগ। (৭)জিম্মি। আর বর্তমানে N.T.V.তে 2020 সালে বিহাইন্ড দ্য পাপ্পি।সত্যিই অসাধারণ রেদওয়ান রনির এই নাটক গুলা।আমাদের মাঝে যুগ যুগ ধরে রয়ে যাবে। আর মোশারফ করিম উনার কোনো জবাব নাই..! উনি একজন যাত অভিনেতা, নায়িকা ছারাও জুটি হয়, সেটার জলযন্ত্র উদাহরণ" মোশারফ করিম ও ফারুক আহমেদ! অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। পরিচালক রেদওয়ান রনি কে আমাদের কে এতো ভালো মানের নাটক গুলা উপহার দেবার জন্যে,!
সহমত।
FNF এর কথা তো বললেন না।
সময়ে মোশারফ করিমের নাটক অনেক সুন্দর সুমাইয়া যে অভিনয়টা করছেন এই ফকির লেগে কানছে অনেক সুন্দর এরকম নাটক তুলনা হয়না
এইসকল নাটক এর মজা আজকাল আর পাওয়া যায়না, ধন্যবাদ ফাহমি,রেদওয়ান রনি♥♥♥♥♥♥♥সাকিল,চট্টগ্রাম
I remember watching this hilarious serial back in 2008 when they started streaming Ntv in the UK on Sky for the very first time, now feel kinda nostalgic watching this again, i was only 15 back then.!! 😔 😥 😥
আমার কাছে আগের নাটকের মিউজিক গুলা খুবই ভালো লাগে। অন্য রকম একটা ভলো লাগায় হারিয়ে যায়। যাই হোক যারা 2022 শে এসে দেখবেন তারা সারা দিয়ে যাবেন।
Same here, I feel nostalgic
নাটক এর সব গুলা এপিসোড এই নিয়ে তিন বার দেখালাম। সত্যি চমতকার নাটক।
অনেক অনেক ধন্যবাদ রিদুয়ান রনি ও ফাহমি ভাই কে
মোশারফ করিম মানেই সেই লেবেলের নাটক🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
ও আরেক জন্য তু আছে আমি যানি নাই এখন দেখলাম হাশির রাজা সিদ্দিকী বস ও আছে হা হা সুরু করলাম শেষ না করে আর ছাড়বো না 💓💖💗
শেষের কথাটাই সবচেয়ে বেশি ভাল লাগছে-*উচিতের নাও হুংনা দিয়া যায় ত*
😂😁🤣😂
2011 সাল থেকে দেখা শুরু করেছি,ফাস্ট টু লাস্ট কত বার দেখেছি জানা নেই,এখন 2020 ছলছে,এখনো দেখেই যাচ্চি,কি করবো দেখতেই মন ছায়,এত নিখুঁত অভিনয় হয়েছে সবার বলা বাহুল্য, যতক্ষণ এই নাটক দেখি নিজেকে কাল্পনিক ভাবে এই নাটকের একজন সদস্য মনে হয়,বিসেস করে আমার মন খারাপ হলে এই নাটক টা দেখা শুরু করি,মহুত্তেই মন ভালো হয়ে যায়,
।মাদারবোর্ড
এই সিরিয়াল্টা বাংলাদেশের বেস্ট
ধন্যবাদ,,,, রনি+ফাহমি ভাইকে এত সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্যে😍
(tuhin)
এই নাটগুলো বাংলাদেশের ঐতিহ্য।
অসাধারণ নাটক। ইন্ডিয়ার গাঞ্জাখোর সিরিয়াল বানায় যেইসব হিরোইনখোর পরিচালক তাদের ধরে এই ধরনের নাটক গুলে খাইয়ে দেয়া উচিৎ!
indian serial deko kno ?BD er natok goloi deko ,amder golo dekte ke matar dibbi delo amr BABA na tmrBABA
Right
@@sk6azaduddin651 stupied
right Mostafizur rahman.
Tik bolco
Nostalgia , I dnno why I came here again n again !
আগের নাটক আর বর্তমানের নাটকের মধ্যে অনেক পার্থক্য। ❤
২০১৯ সালে প্রথম নাটকটা দেখেছিলাম,শেষের পর্ব দেখার পর অনেকদিন ডিপ্রেশড ছিলাম।
হুমায়ুন আহমেদ,বৃন্দাবন দাশ,সালাউদ্দিন লাভলুর পর ফাহমি এবং রেদওয়ান রনি বাংলাদেশের নাটকের উজ্জ্বল নক্ষত্র ❤❤
amar sob cheye priyo natok...ei niye koybar dekhlam count koreo bolte parbona
সুমন পাটোয়ারী ভাইয়ের বাবা শরাফ উল্লাহ পাটোয়ারী কিছুক্ষণ আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সুমন পাটোয়ারী ভাইয়ের বাবার মাগফিরাত কামনায় সবাই দোয়া করবেন।
I am addicted to Bangla drama. I like it because it carries our Indian ethos and values- unlike Indian Bombay Marka alien Western infidelity & deviant family stories.
আসুন আমরা কথা বলার শুরুতে সালামে প্রচলোন করি একটা সুন্নত জিন্দা করি, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
السلام عليكم ورحمة الله,
আমর জীবনে দেখা সেরা কিছু নাটক
FnF
বিহাইন্ড দ্যা ট্রিপ
বিহাইন্ড দ্যা সিন
হাউজফুল
এগুলি সব কিংবদন্তি নাট্যকার
রনি ভাইর অবদান
Sohag Sohag
Fifty fifty daikhen reduan rony produce korse bro ... hashte hashte pet betha hoia jaibo 😂😂😂
Tarpor money Bag daikhen joss Akta Natok 😂😂😂
Vai hausefull ar porbo koyta
Anik Hosssin
121 porbo bhai
অনেক অনেক সুন্দর একটি বাস্তবধর্মী সামাজিক নাটক। সবার অভিনয় অনেক ভাল লেগেছে, মানে ভাল হয়েছে। ধন্যবাদ
Amar dekha sheraaaaa Natok ❤️
48:50 minute a HAHAHAHA 😂😂😂
কে কে লকডাউন এ বসে নাটকটা আবার নতুন করে দেখা শুরু করছেন ✌✌
এক সপ্তাহ আগে শেষ করলাম ভাই
ভাই fnf নাটকের শেষ পর্ব কোথায় বলতে পারবেন..? 80-100
Ami
#mee too
ভাই,মোশাররফ করিমের সব নাটকের লিস্ট দিতে পারবেন কেউ একটা?
মোশারফ আর শিমুর জন্য দেখতে লাগলাম ❤
মনে হচ্ছে অনেক ভালো হবে নাটকটি।
Oshadharon natok eita
All time favourite actor mosarof korim ❤️❤️💎💎
মোশাররফ করিম বাংলাদেশের সেরা অভিনেতা❤
মোশারফ ভাই আছে নাটক হিট হবে।।
khub ee vlo lager bastob dhormi 1ta natok.ses porjonto house faka kore dey.hasi,kanna,dukkho,bedona & prem,biroho sob kicu k etto darun vabe j ovinoy diye futiye tula jay seta er reality na dekhle bujha jabe na.full natok er122/23 episode ta dekhte giye mone hoyece ami eta real kon family k dekhci.
darun opvog kreci.choker pani o ber krte hoyece onk vabe.
🔥2020/04/08🔥
কারা কারা ফুল নাটক দেখবা
😎💝😎
তোমার কাছে বলতে হবে???
@@SaifulIslam-dn1oj 😆
কিছুটা পর্বের কিছুটা সম্ভবত কখনো দেখছিলাম মনে হইলো। বাট পুরো সিরিয়ালটা শেষ করলাম আজকে ২৭/১২/২০২২ জাস্ট অসাধারন👌 অসাধারন।
১৫/২০ বছর আগে যদি, হাউজফুল, fnf, ঘরকুটুম, মাইক, সাকিন সারিসুরি, ভবের হাট, ইত্যাদি জনপ্রিয় মেগা নাটক হতে পারে, বর্তমানে কি হলো দেশের নাট্যজগতের, এখন কেন ওই রকম নাটক তৈরি হয়না, ১০০ বছরের মধ্যে আরেকটা মোশাররফ করিম জন্মাবে তার কি কোন গ্যারান্টি আছে! ০৮-০৯-২০২৩ ইং
গ্র্যাজুয়েট,420 বাদ দিলেন ক্যান ব্রাদার
হাড় কিপটে বাদ দিলেন কেন
18-10-2024😊❤
ইয়েস ব্রাদার তোমার কথা আমিও একমত❤
১০০% ঠিক বলছেন ভাই । পুরো মনের কথা 🤙🥰
দেশের সেরা নাটক গুলোর একটি একদম মার্জিত বিনোদন, তাই পুনরায় আবারও দেখা শুরু করলাম।, বর্তমান নাটকের সাথের আগের এসব মার্জিত নাটকের অনেক অনেক তপাৎ, ❤️❤️ ১৯/০৪/২১
Whenever i watch this i cant jst stop myself from love this
One of my favourite
But most of the young or teen poeple dnt even know bout this...so sad
আমি জানি তো দাদা
শরীয়তপুরের নামটা শুনেই ভালো লাগলো 💕💕
That's the sickest intro I've ever seen!!! ❤️🤣🤣
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, আসুন আমরা কথা বলার শুরুতে সালামে প্রচলোন করি একটা সুন্নত জিন্দা করি, আর যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত
السلام عليكم ورحمة الله
এই গুলো মানা যায় গত ১০০ বছরের সেরা আর্টিস্ট অপূর্ব,মেহজাবিন,নিশু,তানজিন তিশা ছাড়া এই নাটক হয়ছিল।।মিস করি হাউসফুল নাটকের সময়গুলি।।
Kisher shathe kisher tulona vai😂😂😂
অসাধারন লেখা নাটক, সকলের অভিনয় অসাধারন হয়েছে ।ধন্যবাদ জানাই সবাইকে ।
One of the finest Bengali series natok
এই আমার জীবনের দেখা সেরা নাটকের মাঝে একটা,,, যার নাটকটা শেষটা হৃদয় ভেগেছে
Very wonderful drama especially mosharraf
বিভূতি কহে আমি ছাড়ো আমার আমার ত্যাগ কর ত্যাগের মাঝে ভোগ করো। দারুন একটি উক্তি।
দেখবো দেখবো করে আজকে থেকে অবশেষে দেখা শুরু করলাম।।
2021,,,সালে কে কে দেখছেন ।
Ai natok kamn daka jabeki
Ami dekhe mentaly shocked
@@shawnpeebles6777 commedy na drama natok
Ami
Ami
The most wonderful thing was that music...
I like it so much.
Haram
Shamim Ashraf 9
Shamim Ashraf Irish ☘️ instrumental music 🎵
অন্যের খারাপ দেখিয়ে নিজেকে ভালো প্রমান করা যায়না,,, আপনার যেটা ভালো লাগে দেখতে পারেন,
দেনমোহর নাটকে মোশারফ করিম আর মিথিলার কেমিস্ট্রি টা সেই ছিলো
হুম 😂
নাটকটার 2022 এর 26 শে জানুয়ারি তে দেখে শেষ করলাম। মাত্র 7 দিনে নাটকটি পুরোটা দেখে ফেলেছি। একটা নাটকে এত ইমোশন কিভাবে থাকে আমার বুঝে আসেনা। নাটকটি দেখে যত এসেছি আবার ততো কেঁদেছি। যদিও মাঝে মাঝে কিছু পর্ব ইমোশনটা ধরে রাখতে পারেনি। তারপর নাটকটা একপ্রকার ভালোবাসা।
এখন আর এই ধরনের নাটক কেন হয় না বুঝি না । রনি ও ফাহ মি ভাই এর এই ধরনের কাজ গুল খুব মিস করি
Onek agey dekhsi, aj abar dekhlam kisuta. Munira Mithur acting!! Oh my my!!!
খুব মিস করি ভাই আপনাদের। রনি ভাই মাটির মানুষ 💙 আর এখন বাংলা নাটক দেখা ছেড়ে দিছি বস্তাপচা অভিনয়, ডিরেক্টর দের জন্য
আসলেই, রনি ভাই মাটির মানুষ৷
মোশাররফ করিম অসাধারণ
২০২৪ সালে নাটক দেখতেছি ❤❤❤
What beautiful days those were. Those golden times of college & university days of 2008-2009.
This drama is so much Nostalgic 🖤
FnF নাটক শেষ করে এই নাটক দেখা শুরু করলাম,,,,,এই সময়ের নাটক, সিনেমা ও সিরিয়ালের থেকে আগের নাটক সিনেমা অনেক ভালো লাগে ২০২৩/১৬/১১
এই নাটক বাংলাদেশের ইতিহাস
তখনও দেখছি, এখনও আবার দেখতেছি...ভালো লাগে। এত ন্যাচারাল অভিনয় ☺☺
Totally speechless 👌👌👌
Old is Gold,, নাট্য জগতের কি সোনালী দিন ছিল
অন্যতম সেরা ধারাবাহিক ❤
২০০৯/২০১০ হবে ntv তে দুপুরের খবরের পর প্রচার হইতো হাউসফুল। সপ্তাহে ৩ দিন,, দেখার জন্য অধিরআগ্রহ নিয়ে বসে থাকতাম। আহহ কি দিনছিলো তখন ❤❤ এরপর ইউটিউবে বেশ কয়েকবার দেখছি। আজকে আবার দেখা শুরু করলাম। ❤❤
শাওন নামের একজন ব্যক্তি আমাকে সাজেস্ট করছে।
এই নাটক আর ৪২০, এফ এন এফ.. ধন্যবাদ শাওন, দেখে জানাচ্ছি কেমন লাগলো🙂❤️
carrom 1 & 2 dekhben oitao best
সিদ্দিকের কথাগুলো কলিজা কাপানো, সেরা এক্টিং এই নাটকের😪
Houseful + Fnf =best✌✌👌👌
সাকিন সারিসুরি, মাইক, হাড়কিপটে
fnf নাটক টা র শেষ ফিনিশিং টা একদম ই ভালো করে নাই😓😓
একটা সুস্থ পরিবার আল্লাহর বড় নিয়ামত তারাই ভাগ্যবান যারা এই নাটকের মতো পরিবার পেয়েছেন
2020 এ কে কে দেখছেন
me
Ami
আমি
Ami dekte chai natok ta krokom hoy jy
আমি