Dipannita (Lyrics) | Sorry Dipannita | সরি দীপান্বিতা | Tarif & Shifat | Lyrical Video
HTML-код
- Опубликовано: 25 дек 2024
- Dipannita (Lyrics) | Sorry Dipannita | সরি দীপান্বিতা |Tarif & Shifat | Lyrical Video
--------------------------------------------------------------------------------------------------
Original Song: • DIPANNITA | Sorry Dipa...
Song: Dipannita
Drama: Sorry Dipannita
Singer: Tarif & Shifat
Composer: Shkahawat Ornok
Lyric & Tune: Swaraj Deb
Director: Swaraj Deb
DOP: Yeasin, Ahsanul Islam Mizan
Editor: Jahangir alam
Cast: Jibon, Nafia, Preva, Anas, Tasfia, Shuvo, Rayhan
Production: Raj Films
Music Label: Tiger Media
All Right Reserved To Singer...................
------------------------------------------------------------------------------------------------
Copyright Disclaimer Under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.”
I don't own the music in this video. Please contact the artist/label if you want to use it. This is just for entertainment purposes. If you need a song removed from my channel, please contact me here: shaonx96@gmail.com
--------------------------------------------------------------------------------------------------------------------
⛔ IMPORTANT!
✴ None of these images, music & video clips were created/owned by us.
Please feel free to contact me if you are the owner and would like your credit to be added, or would like your material to be removed immediately. Contact me!
----------------------------------------------------------------------------------------------------------------
Lyrics:
সময় যখন মরুর ঝড়ে
এ মন হারায় কেমন করে
আমি তখন যোজন দূরে
একাকী, সঙ্গী মৌনতা
আকাশ যখন আঁধার ভীষণ
এক ফোঁটা জল চেয়েছে মন
অবহেলায়, অপমানে
পেয়েছে রিক্ত শূন্যতা
সমান্তরাল পথের বাঁকে
তোমার পথের দিশা থাকে
সে দিশা খোঁজে তোমাকে
দীপান্বিতা
গাছের সবুজ পাতার ফাঁকে
তোমার ছোঁয়া মিশে থাকে
সে ছোঁয়া খোঁজে তোমাকে
দীপান্বিতা
তুমি নীল আকাশ আপন করেছো
হঠাৎ কোন কালে, কে জানে!
স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছো
কোন সে জাদুতে, কে জানে!
আমি ছিলাম তোমার পাশে
তোমার আকাশ ভালবেসে
সে বিশালে খুঁজেছি একটুকু ঠাঁই
তাও মেলেনি তা
হঠাৎ যখন ছুটির খেলা
মেঘে মেঘে অনেক বেলা
তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে
খুঁজছো যে বৃথা
অশান্ত মন, বোঝাই কাকে?
হারিয়ে চাইছি তোমাকে
হাতছানি দিয়ে যে ডাকে
স্মৃতির পাতা
নদীর শেষে, আকাশ নীলে
স্বপ্নগুলো মেলে দিলে
তারা বলে সবাই মিলে
দীপান্বিতা
শোনো না, রূপসী, তুমি যে শ্রেয়সী
কি ভীষণ উদাসী, প্রেয়সী
না, না, না, না, না, না
জীবনের গলিতে, এ গানের কলিতে
চাইছি বলিতে, "ভালোবাসি"
চোখের জলেরই আড়ালে
খেলা শুধুই দেখিয়েছিলে
যন্ত্রণারই আগুন নীলে
পুড়েছি যে, বোঝনি তা
অভিমানে চুপটি করে
এসেছি তাই দূরে সরে
বোঝাতে চেয়েও পারিনি
তাই বোঝাতে লুকোনো কথা
ইট-পাথরের শহরে
গাড়ি-বাড়ির এ বহরে
খুঁজছে এ মন ভীষণ করে
দীপান্বিতা
জীবন যখন থমকে দাড়ায়
স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়
তৃষ্ণা বুকে বৃষ্টি হারায়
দীপান্বিতা
কল্পনারই আকাশ জুড়ে
নানা রঙে লোকের ভীড়ে
দু'চোখ বুজেও স্বপ্ননীড়ে
দীপান্বিতা
তুমি আমার চোখের ভাষা
তুমি আমার সুখের নেশা
তুমি আমার ভালোবাসা
দীপান্বিতা
------------------------------------------------------------------------------------------------------
#dipannita
#sorrydipannita
#banglalofi
#banglalofisong
#banglasong
#shononaruposhi
#sorrydipannitaringtone
ammi prothom❤
আপনার প্রতিটা গান দেখি😅😅😂😂
best era was when this song came out..