ধ্বংস তো একদিন হবেই। সবকিছুরই একটা শেষ আছে তাই না। তবে আপনার এই ইনফর্মেশন দেওয়া আমাজন সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগলো আরো ইনফরমেশন চাই। কারণ আমি লিখি। পারলে একটা গল্প লিখবো। প্লিজ আরো কিছু ইনফরমেশন চাই। অনেক ধন্যবাদ জয় হিন্দ।
I know the situation in your country is very bad now. Many people died. So maybe you couldn't make the video. You and your family are all fine. I was waiting for your video.🇮🇳🇮🇳🇮🇳♥️♥️♥️
Yes, Bangladesh is currently going through very difficult and bad times. Please pray that everything will be fixed soon and the truth will come out. Me & my family are physically unharmed but mentally scarred. Stay with Moruchor.
অনেক আদিবাসী সম্প্রদায় এখনও জঙ্গলেই বাস করে। অনেকে জঙ্গলের কাছাকাছি ছোট ছোট গ্রামে বাস করে। অনেকে ঋতু অনুযায়ী জঙ্গল এবং শহরের মধ্যে যাতায়াত করে। সাম্প্রতিক বছরগুলোতে, বন উজাড় হওয়া, আধুনিকীকরণ, এবং বাইরের বিশ্বের সাথে যোগাযোগের কারণে কিছু আদিবাসী সম্প্রদায় জঙ্গলের বাইরের অঞ্চল বা আধা-শহর এলাকায় চলে যেতে বাধ্য হয়েছে। তবে এদের জীবনযাত্রার মূল কেন্দ্রবিন্দু এখনও জঙ্গল এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের উপরই ভিত্তি করে থাকে।
আমাজন বনের ৭০% জায়গাতেই মানুষের এখনো পা পড়েনি। এই ৭০% জায়গাতে কি কি আছে, দেখতে কেমন তার কিছুই পৃথিবী বাসি জানে না। তবে বাকি ৩০% জায়গাতে মানুষ গিয়েছে এবং বিভিন্ন তথ্য ও ভিডিও সংগ্রহ করেছে। প্রতিবেদনে সে সকল ভিডিও দেখতে পাচ্ছে, তার প্রায় সবটাই সেই সকল ভিডিও। মনে রাখবেন, অ্যামাজন রেইনফরেস্টে যাওয়া কঠিন হলেও অসম্ভব নয়। তবে বনের কিছু অংশ অত্যন্ত দুর্গম, যেখানে পৌঁছানো খুবই কঠিন এবং বিপজ্জনক। সেই জন্যই অনেক মানুষ সেখানে যেতে ভয় পায় বা যেতে পারে না। তবে বিভিন্ন গবেষক, বিজ্ঞানী, এবং ডকুমেন্টারি নির্মাতারা বিশেষ অনুমতি নিয়ে সেখানে যান এবং ভিডিও ধারণ করেন। কীভাবে অ্যামাজন বনের ভিডিওগুলো তৈরি করা হয়? গবেষণা প্রতিষ্ঠান এবং বিজ্ঞানীরা: অনেক গবেষণা সংস্থা (যেমন WWF বা National Geographic) অনুমতি নিয়ে বনে প্রবেশ করে। তারা স্থানীয় গাইডদের সহায়তায় ভিডিও করে বনের জীববৈচিত্র্য এবং স্থানীয় উপজাতি জনগোষ্ঠী সম্পর্কে তথ্য সংগ্রহ করে। ড্রোন ব্যবহার: অনেক দুর্গম অঞ্চলে ড্রোন ব্যবহার করে বনের উপর থেকে ভিডিও ধারণ করা হয়, যেখানে মানুষের পক্ষে প্রবেশ করা প্রায় অসম্ভব। স্থানীয় সম্প্রদায়: কিছু অংশে অ্যামাজনের উপজাতিরা বসবাস করে। গবেষক বা ডকুমেন্টারি টিম স্থানীয়দের সহায়তায় বন এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে ভিডিও করে। ট্যুরিজম এবং ইকো-ট্যুরিজম: অ্যামাজনের কিছু অংশ (বিশেষত পেরু, ব্রাজিল, এবং ইকুয়েডরের নিকটবর্তী অঞ্চল) ইকো-ট্যুরিজমের জন্য উন্মুক্ত। সেখান থেকে অনেক পর্যটক নিজেরাই ভিডিও করে। মরুচরের সাথেই থাকুন। ধন্যবাদ
পুরো আমাজন বনের ভিডিও ড্রোন ক্যামেরা দিয়ে ধারণ করা প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও, এটি অত্যন্ত জটিল এবং প্রায় অসম্ভব একটি কাজ। এর কিছু কারণ হলো: ১. আমাজন বনের আকার ও বিস্তৃতি: আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় এবং ঘন বনাঞ্চল, যার মোট এলাকা প্রায় ৫.৫ মিলিয়ন বর্গকিলোমিটার (২.১ মিলিয়ন বর্গমাইল)। এই বিশাল এলাকা কভার করার জন্য অসংখ্য ড্রোন এবং প্রচুর সময় প্রয়োজন হবে। একটি ড্রোনের সাধারণত সীমিত ব্যাটারি লাইফ থাকে, যা বড় এলাকা কভার করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। ২. ব্যাটারি সীমাবদ্ধতা: অধিকাংশ ড্রোনের ব্যাটারি লাইফ ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে সীমাবদ্ধ। এর ফলে ড্রোনকে প্রায়ই চার্জ করতে হবে বা ব্যাটারি পরিবর্তন করতে হবে। এমনকি দীর্ঘ ব্যাটারি লাইফযুক্ত ড্রোন ব্যবহার করলেও আমাজন বনের বিশাল এলাকা কভার করার জন্য ড্রোনের ক্রমাগত ব্যাটারি পরিবর্তন ও পুনঃচার্জ প্রয়োজন হবে, যা অত্যন্ত সময়সাপেক্ষ। ৩. বনের ঘনত্ব ও আবহাওয়া: আমাজন বনের বেশিরভাগ এলাকা খুবই ঘন এবং গাছপালা দ্বারা আবৃত, যা ড্রোনের গতিবিধি সীমিত করে। ড্রোনের মাধ্যমে নিচের মাটি বা পশুপাখি পর্যবেক্ষণ করা বেশ কঠিন। এছাড়া, আমাজনে আবহাওয়ার অবস্থাও খুবই চ্যালেঞ্জিং। বৃষ্টি, তীব্র আর্দ্রতা, এবং মাঝে মাঝে ঝড়ো বাতাস ড্রোনের কার্যকারিতা এবং স্থায়িত্বকে প্রভাবিত করতে পারে। ৪. আইনগত সীমাবদ্ধতা: আমাজন বন বিভিন্ন দেশের মধ্যে বিস্তৃত, যেমন ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গিয়ানা, এবং সুরিনাম। এসব দেশের আলাদা আলাদা আইন ও বিধি রয়েছে, যা ড্রোন পরিচালনার ক্ষেত্রে সীমাবদ্ধতা সৃষ্টি করতে পারে। কিছু এলাকায় ড্রোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, আবার কিছু এলাকায় বিশেষ অনুমতি প্রয়োজন। ৫. পরিবহন ও সংযোগ সমস্যা: আমাজন বনের অনেক এলাকা এতটাই দুর্গম যে সেখানে পৌঁছানো এবং নিয়মিত ড্রোনের সংযোগ রক্ষা করা কঠিন। ড্রোন পরিচালনা ও কন্ট্রোল করার জন্য নিরবচ্ছিন্ন সিগন্যাল প্রয়োজন, যা বনাঞ্চলের গভীরে থাকলে রক্ষা করা কঠিন হতে পারে। সংক্ষেপে: পুরো আমাজন বনের ভিডিও ধারণ করা ড্রোন ক্যামেরার মাধ্যমে সম্ভব নয় কারণ এর জন্য অসংখ্য ড্রোন, দীর্ঘ সময়, ভালো কন্ট্রোলিং সিস্টেম এবং প্রচুর পরিমাণে ব্যাটারি বা চার্জিং স্টেশন প্রয়োজন। তবে, বিশেষ কিছু এলাকা বা অংশবিশেষ ড্রোন দিয়ে সহজেই ধারণ করা সম্ভব এবং এই পদ্ধতি এখন গবেষণা, বন্যপ্রাণী পর্যবেক্ষণ, এবং বন সংরক্ষণের কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
ভিডিওতে অনেক তথ্য দেওয়া হয়েছে l আপনি কোন তথ্যের সত্যতা নিয়ে সংশয় পোষণ করছেন বুঝতে পারছিনা l সোনার তৈরি শহরের বিষয়টা সত্য নাও হতে পারে, যেটা ভিডিওতে বলা হয়েছে l এছাড়া অন্য কোন তথ্য ভুল বা মিথ্যে হওয়ার কথা নয় l মরুচর টিম ভুলের উর্ধ্বে নয় l কোন তথ্যের বিষয়ে সন্দেহ থাকলে জানাতে পারেন, সে বিষয়ে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব l
আসলে গাছ চলাফেরা করে না। ওয়াকিং পাম গাছের শিকড়গুলো বেশ উঁচু থেকে গাছের গোড়ার দিকে ত্রিভুজাকৃতির মতো বেরিয়ে আসে। এগুলোকে অনেকটা পা'এর মতো মনে হয়, যা গাছটিকে অস্থির ও চলমান বলে মনে করতে সহায়তা করে। ভিডিওতে তো বিষয়টি বলা হয়েছে ভাই, “যদিও এটি একটি ধীর প্রক্রিয়া এবং গাছটি আসলে হাঁটে না, তবে এটি তার শিকড়ের সাহায্যে নতুন জায়গায় স্থানান্তরিত হতে পারে।” মরুচরের সাথেই থাকুন, ধন্যবাদ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ ❤❤
পৌছে দাও কালেমার বানি।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)
আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন তা মানুষের ভালোর জন্যই তৈরি করেছেন
ঠিক তাই
আল্লাহ্ যা কিছুই বানিয়েছেন তা সবকিছুই মানুষের মঙ্গলের জন্য ভাই তাই আল্লাহ্ তায়ালাই এই বিষয়ে ভালো জানেন ।
অবশ্যই ভাই , আল্লাহ তাআলা সবকিছু ভালো জানেন l আমাদের জ্ঞান অতি অল্প l
হরে কৃষ্ণ
আল্লাহর আগেই এই অ্যামাজন জঙ্গল সৃষ্টি আপনি একটু রিচার্জ করেন
😂
কতো সুন্দর ভাবে বানিয়েছেন পৃথিবীটা তিনি আরও বানিয়েছেন খুটিবীহিন সাত আসমান।আল্লাহ তুমি জানি কতোইনা সুন্দর।
ঠিক বলেছেন। না জানি, আল্লাহ তায়ালা কতই না সুন্দর! আল্লাহু আকবার
দারুণ লাগলো 😮 অ্যামাজন জঙ্গল নিয়ে আরো ডিটেইলস জানতে চাই
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
ভিডিও টি অসাধারণ ছিলো অনেক ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ মরুচরকে
মরুচরের সাথে থাকার জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ,
দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। আমাজন নিয়ে মানুষ এখনো অনেক কিছু জানে না।
অসংখ্য ধন্যবাদ,
মরুচরের সাথেই থাকুন।
ওকে ধন্যবাদ ভাইয়া
এত সুন্দর গুছিয়ে উপস্থাপন করার জন্যে আপনাকে ধন্যবাদ। ভালো লাগলো।
অশেষ ধন্যবাদ।
আপনার মন্তব্যে বেশ উৎসাহ পেলাম।
মরুচরের সাথেই থাকুন।
মহান আল্লাহ পাকের অপরুপ সৃষ্টি,,, দেখলে মন ভরে যায় ❤❤❤
ঠিক তাই,
অনেক অজানাকে জানলাম😊❤
মূল্যবান সময় ব্যয় করে প্রতিবেদনটি দেখার জন্য আপনাকে আপন্তরিক ধন্যবাদ।
সাথেই থাকুন।
আপনার প্রতিটি ভিডিও অনেক সুন্দর।আমার খুবই পছন্দের একটি চ্যানেল এটি ।🎉
ধন্যবাদ জনাব।
জীবনে Main Topic অনুসরণ করা উচিত।
@@Moruchor জি জনাব
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার সৃষ্টির সুন্দর্য্য দেখে বা বলে কেউ শেষ করতে পারবে না.......
আলহামদুলিল্লাহ
আপনার ব্যাখ্যা খুব সুন্দর ❤🎉
ইতিবাচক মন্তব্যে বেশ উৎসাহ খুজে পাই l
আন্তরিক ধন্যবাদ ❤️🤎
দারুন লাগলো ভাই সুবহানাল্লাহ অনেক কিছু দেখার জন্য
আল হামদুলিল্লাহ,
সকল কিছুই মহান আল্লাহর সৃষ্টি।
আপনাকেও অশেষ ধন্যবাদ, মূল্যবান সময় ব্যায় করে আমাদের ভিডিওটি দেখার জন্য।
মরুচরের সাথেই থাকুন।
খুব খুব সুন্দর লাগলো ,
আন্তরিক ধন্যবাদ,
সাথেই থাকুন।
অসাধারণ একটা ভিডিও ❤❤
অসংখ্য ধন্যবাদ
অসাধারণ ভিডিও দেখলাম পুরো ভিডিওটা দেখে নিলাম খুব সুন্দর শুভকামনা রইল
আন্তরিক ধন্যবাদ,
আমাদের সাথেই থাকুন l
সুন্দর😊
আন্তরিক ধন্যবাদ
আমাদের সাথেই থাকুন
মাশা-আল্লাহ অনেকে ধন্যবাদ আপনাকে
আল্লাহর সৃষ্টির সৌন্দর্য তুলে ধরার জন্য
মহান আল্লাহতালার সৃষ্টি আসলেই খুব সুন্দর l আপনাকেও অশেষ ধন্যবাদ, মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য l
আমাদের সাথে থাকুন
Besh bhalo laglo video ta aro dakher apekhey thakbo ❤👍🙏🙏
মূল্যবান সময় ব্যয় করে প্রতিবেদনটি দেখার জন্য আপনাকে আপন্তরিক ধন্যবাদ।
আমরা নিয়মিত এমন প্রতিবেদন প্রকাশ করে থাকি।
সাথেই থাকুন।
রাতে হেডফোনে ভিডিওটা শুনছিলাম। আপনার চ্যানেলের ফ্যান হয়ে গেলাম, রোজ রাতে একটা করে ভিডিও শুনবো আপনার। আরও ভিডিও চাই। ভগবান আপনার ভালো করুক।
অশেষ ধন্যবাদ,
আমাদের ভিডিও আপনার ভাল লেগেছে জেনে মনটা ভরে গেল। আশা করি সাথেই থাকবেন। ❤❤❤❤
ভালো একটা উদ্যোগ নিছেন
Darun awesome anek kichu jana gelo🎉🎉
আন্তরিক ধন্যবাদ,
আমাদের সাথেই থাকুন।
ধ্বংস তো একদিন হবেই। সবকিছুরই একটা শেষ আছে তাই না। তবে আপনার এই ইনফর্মেশন দেওয়া আমাজন সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগলো আরো ইনফরমেশন চাই। কারণ আমি লিখি। পারলে একটা গল্প লিখবো। প্লিজ আরো কিছু ইনফরমেশন চাই। অনেক ধন্যবাদ জয় হিন্দ।
অসংখ্য ধন্যবাদ।
আপনি লিখেন জেনে বেশ ভাল লাগল। আমাদের সাথেই থাকুন, আশা করছি অনেক তথ্য জানতে পারবেন।
আপনার ভিডিওটি খুবই উপকারী ❤
আপনার কথা শুনে মনে সাহস ও শান্তি পেলাম।
আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। ❤❤❤
@@Moruchor ধন্যবাদ ভাই
ভালোবাসা অবিরাম 🖤
ভিডিওটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ
আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
মরুচরের সাথেই থাকুন।
Apnake onek dhonnobad,ato sundor akta video dekanor Jonno,
আপনাকেও আন্তরিক ধন্যবাদ, মূল্যবান সময় ব্যয় করে প্রতিবেদনটি দেখার জন্য।
সাথেই থাকুন।
খুব ভালো লাগলো
ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
মহান আল্লাহ পাক পৃথিবীতে জাকিছু সৃষ্টি কোরেছেন তা কোন না কোন প্রয়োজনেই বানিয়েছেন ।
আল্লাহু আকবার
আল্লাহ মহান
আল্লাহু আকবার
সুন্দর উপস্থাপন
অশেষ ধন্যবাদ। আপনার কথায় বেশ উৎসাহ পেলাম।
মরুচরের সাথেই থাকুন
আলহামদুলিল্লাহ ❤
সুবহানাল্লাহ ,
আল্লাহ তায়ালার সৃষ্টি অনেক সুন্দর
🤎🤎
আল্লাহর সৃষ্টি কতই সুন্দর।
ঠিক বলেছেন
আমি ঘুরে আসলাম ৩ দিন আগে
সত্যিই আমাজন বনে গিয়েছিলেন?
অনেক সুন্দর গল্প প্লিজ রিপ্লাই দিবেন ❤❤❤
অনেক অনেক ধন্যবাদ ভাই।
মরুচরের সাথেই থাকুন।❤❤❤❤❤❤
APNI Mayajaler thekeo valo, kichu dekhan🎉🎉
চেষ্টা করছি ভাই।
সাথেই থাকবেন।
🎉🎉🎉🎉🎉❤
মায়াজাল একটা সময় খুব ভালো পারফর্ম করছে। বর্তমানে নামের উপর চলছে, আগের মতো নাই।
আপনার ভিডিও টা খুব ভালো লাগলো
অসংখ্য ধন্যবাদ,
আমাদের সাথেই থাকুন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সুন্দর করে কত কিছু বানিয়ে রেখ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ
আল্লাহর সৃষ্টি অতুলনীয়
Ami west Bengal theke dekhchi😊😊
অশেষ ধন্যবাদ,
মরুচরের সাথেই থাকুন।❤❤❤❤❤
ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অশেষ ধন্যবাদ।
সাথেই থাকুন।
ভাই আপনার পরিবেশন খুব সুন্দর হয়েছে
অসংখ্য ধন্যবাদ ভাই
আমাদের সাথেই থাকুন
Dhonnobad
আপনাকেও আন্তরিক ধন্যবাদ
আল্লাহর অপরূপ সৌন্দর্য সুবাহানাল্লাহ
সুবাহানাল্লাহ
ONek sundor hoice video of tahe best 🥰
আন্তরিক ধন্যবাদ
আমাদের সাথেই থাকুন
এ গোল্লা দেখতে অনেক ভালো লাগে আমার
আপনার ভিডিওটি ভাল লেগেছে জেনে আমাদেরও খুব ভাল লাগছে।
মরুচরের সাথেই থাকুন, ধন্যবাদ।
ভাই অনেক কিছু শিকতে পারলাম❤
বেশ খুশি হলাম ভাই।
আমাদের সাথেই থাকুন।
1M done- congratulations friend ❤️
অশেষ ধন্যবাদ বন্ধু
সবকিছুই আল্লাহর সৃষ্টি
সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ,
আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা l
মাশাআল্লাহ আপনিত কমেন্টের উওর দেন আমিআর কাউকে পাইনি এইভাবে উওর দিতে
আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক বেশি দামি। খুব বেশি ব্যস্ততা আমাকে ঘিরে না ধরা পর্যন্ত ইনশায়াল্লাহ উত্তর পাবেন।
আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।
উআউ আজ পথম কারু কাজথেকে উওর পেলাম এগিয়েজান ভালবাসা রইর
@@Soborna-d4s আপনার প্রতিও ভালবাসা রইল।
আল্লাহ আপনি সবচেয়ে বড় ইন্জিনিয়ার
জি,
আল্লাহ তায়ালা সকল কিছুর সৃষ্টিকর্তা
লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤❤❤❤
লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
North sea নিয়ে একটা ভিডিও বানান
লিখে রাখলাম, ভবিষ্যতে বানাবো ভাই।
@@Moruchor Opekkhay Thaklam. 😊
ভালো লাগলো। শুভকামনা রইল
আন্তরিক ধন্যবাদ ভাই
ভাই আমার মনে হচ্ছে আমি সপ্নের জগতে আছি😮😮😮
আসলেই আমাজন যেন এক স্বপ্নের দুনিয়া।
সাথেই থাকুন, ধন্যবাদ।
Allah mohan❤
আল্লাহ সর্বশক্তিমান।
Beautiful
Thank you,
Please stay with us.
সব আল্লাহ পাকের সৃষ্টি
ঠিক
আল্লাহ সকল কিছুর সৃষ্টিকর্তা।
❤nice
আপনাকে অশেষ ধন্যবাদ।
মরুচরের সাথেই থাকুন।
খুব ভালো ❤❤
আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ ❤❤❤❤
এতটা ভয়ংকর
ঠিক তাই
আপনার ভিডিওর অপেক্ষায় থাকি ধন্যবাদ ❤
আপনাদের ভালবাসা আমাদের মনবল বাড়ায়।
সাথে থাকবেন, ধন্যবাদ। ❤❤❤❤
@@Moruchor ♥️♥️♥️
Vaia Democratic Republic of Congo rain forest nie video dien.
ভাই, আর কিছু দিনের পরেই দিব।
@@Moruchor ঠিক আছে। আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে চমৎকার ভিডিওগুলো।
Love you brother.. From Tangil Mirzapur
মরুচর টিমও আপনাকে ভালবাসে।
সাথেই থাকুন। ❤❤❤
Nice
মরুচরের সাথেই থাকুন, ধন্যবাদ
Khubvalo
ধন্যবাদ,
আমাদের সাথেই থাকুন।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। ❤❤❤
I know the situation in your country is very bad now. Many people died. So maybe you couldn't make the video. You and your family are all fine. I was waiting for your video.🇮🇳🇮🇳🇮🇳♥️♥️♥️
Yes, Bangladesh is currently going through very difficult and bad times. Please pray that everything will be fixed soon and the truth will come out. Me & my family are physically unharmed but mentally scarred.
Stay with Moruchor.
@@Moruchor May you and your family be well. Fear not the darkness the darkness will flee when you stand up.
@@MoruchorGive your facebook link
Hare Krishna 🕉️🕉️🕉️
মরুচরের সাথেই থাকুন
নাউযুবিল্লাহ
আল্লাহু আকবার
সুভহানাল্লাহ আল্লাহর স্রিস্টি জে কতো সুন্দর তা বলে বোজানো সম্ভব না
সুবহানাল্লাহ
আল্লাহ তায়ালায় সৃষ্টি অতুলনীয়।
Nice ❤❤
Thanks 🤗
Alhamdulillah
Alhamdulillah
Sob kichur malik akmatro Allah pak
জি
আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা।
Ai adibasira ki jongolay thake
অনেক আদিবাসী সম্প্রদায় এখনও জঙ্গলেই বাস করে।
অনেকে জঙ্গলের কাছাকাছি ছোট ছোট গ্রামে বাস করে।
অনেকে ঋতু অনুযায়ী জঙ্গল এবং শহরের মধ্যে যাতায়াত করে।
সাম্প্রতিক বছরগুলোতে, বন উজাড় হওয়া, আধুনিকীকরণ, এবং বাইরের বিশ্বের সাথে যোগাযোগের কারণে কিছু আদিবাসী সম্প্রদায় জঙ্গলের বাইরের অঞ্চল বা আধা-শহর এলাকায় চলে যেতে বাধ্য হয়েছে। তবে এদের জীবনযাত্রার মূল কেন্দ্রবিন্দু এখনও জঙ্গল এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের উপরই ভিত্তি করে থাকে।
আল্লাহ আকবার।
আল্লাহ আকবারl
আমাদের সাথেই থাকুন
আল্লাহর রহমত
ঠিক তাই
আল্লাহর রহমত
২৪ আগস্ট ২০২৪ বাংলাদেশ 🇧🇩🇧🇩
(কনা) নওগাঁ
ধন্যবাদ
আমাদের সাথেই থাকুন।
আল্লাহু আকবর , মাশাআল্লাহ
আল্লাহু আকবর
আল্লাহ যা করেন ভালো ই করেন
অবশ্যই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন
❤❤❤❤❤❤❤❤
অশেষ ধন্যবাদ।
সাথেই থাকুন।
Oooo❤❤❤❤❤❤
মরুচরের সাথেই থাকুন, ধন্যবাদ।
😮😮
অসংখ্য ধন্যবাদ।
সাথেই থাকুন।
আল্লাহু আকবার
আল্লাহু আকবার
সাথেই থাকুন, ধন্যবাদ।
Nijaka invisible bania torpor jaita hoba
ঠিকই বলেছেন, অদৃশ্য হয়ে গেলে কিছুটা সুবিধা করা যেতে পারে।
Vare good👍 no all fand🙄
Thanks,
Stay with us.
আপনি কি ওই সময় দেখেছিলেন?
কোন সময়ের কথা বলেছেন, ঠিক বুঝতে পারি নি।
ভাই অ্যামাজনে কেউ যেতে পারেনা তাহলে আপনার ভিডিও করেন কিভাবে, আমার মাথায় দরেনা,,😭😭
আমাজন বনের ৭০% জায়গাতেই মানুষের এখনো পা পড়েনি। এই ৭০% জায়গাতে কি কি আছে, দেখতে কেমন তার কিছুই পৃথিবী বাসি জানে না। তবে বাকি ৩০% জায়গাতে মানুষ গিয়েছে এবং বিভিন্ন তথ্য ও ভিডিও সংগ্রহ করেছে। প্রতিবেদনে সে সকল ভিডিও দেখতে পাচ্ছে, তার প্রায় সবটাই সেই সকল ভিডিও।
মনে রাখবেন,
অ্যামাজন রেইনফরেস্টে যাওয়া কঠিন হলেও অসম্ভব নয়। তবে বনের কিছু অংশ অত্যন্ত দুর্গম, যেখানে পৌঁছানো খুবই কঠিন এবং বিপজ্জনক। সেই জন্যই অনেক মানুষ সেখানে যেতে ভয় পায় বা যেতে পারে না। তবে বিভিন্ন গবেষক, বিজ্ঞানী, এবং ডকুমেন্টারি নির্মাতারা বিশেষ অনুমতি নিয়ে সেখানে যান এবং ভিডিও ধারণ করেন।
কীভাবে অ্যামাজন বনের ভিডিওগুলো তৈরি করা হয়?
গবেষণা প্রতিষ্ঠান এবং বিজ্ঞানীরা: অনেক গবেষণা সংস্থা (যেমন WWF বা National Geographic) অনুমতি নিয়ে বনে প্রবেশ করে। তারা স্থানীয় গাইডদের সহায়তায় ভিডিও করে বনের জীববৈচিত্র্য এবং স্থানীয় উপজাতি জনগোষ্ঠী সম্পর্কে তথ্য সংগ্রহ করে।
ড্রোন ব্যবহার: অনেক দুর্গম অঞ্চলে ড্রোন ব্যবহার করে বনের উপর থেকে ভিডিও ধারণ করা হয়, যেখানে মানুষের পক্ষে প্রবেশ করা প্রায় অসম্ভব।
স্থানীয় সম্প্রদায়: কিছু অংশে অ্যামাজনের উপজাতিরা বসবাস করে। গবেষক বা ডকুমেন্টারি টিম স্থানীয়দের সহায়তায় বন এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে ভিডিও করে।
ট্যুরিজম এবং ইকো-ট্যুরিজম: অ্যামাজনের কিছু অংশ (বিশেষত পেরু, ব্রাজিল, এবং ইকুয়েডরের নিকটবর্তী অঞ্চল) ইকো-ট্যুরিজমের জন্য উন্মুক্ত। সেখান থেকে অনেক পর্যটক নিজেরাই ভিডিও করে।
মরুচরের সাথেই থাকুন।
ধন্যবাদ
আলহামদুলিললাহ
আলহামদুলিললাহ
ড্রোন ক্যামেরা দিয়ে তো তোলা যায়।তাহলেই তো পুরো বনের ভিডিও ধারণ করা যায়।
পুরো আমাজন বনের ভিডিও ড্রোন ক্যামেরা দিয়ে ধারণ করা প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও, এটি অত্যন্ত জটিল এবং প্রায় অসম্ভব একটি কাজ। এর কিছু কারণ হলো:
১. আমাজন বনের আকার ও বিস্তৃতি:
আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় এবং ঘন বনাঞ্চল, যার মোট এলাকা প্রায় ৫.৫ মিলিয়ন বর্গকিলোমিটার (২.১ মিলিয়ন বর্গমাইল)।
এই বিশাল এলাকা কভার করার জন্য অসংখ্য ড্রোন এবং প্রচুর সময় প্রয়োজন হবে। একটি ড্রোনের সাধারণত সীমিত ব্যাটারি লাইফ থাকে, যা বড় এলাকা কভার করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে।
২. ব্যাটারি সীমাবদ্ধতা:
অধিকাংশ ড্রোনের ব্যাটারি লাইফ ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে সীমাবদ্ধ। এর ফলে ড্রোনকে প্রায়ই চার্জ করতে হবে বা ব্যাটারি পরিবর্তন করতে হবে।
এমনকি দীর্ঘ ব্যাটারি লাইফযুক্ত ড্রোন ব্যবহার করলেও আমাজন বনের বিশাল এলাকা কভার করার জন্য ড্রোনের ক্রমাগত ব্যাটারি পরিবর্তন ও পুনঃচার্জ প্রয়োজন হবে, যা অত্যন্ত সময়সাপেক্ষ।
৩. বনের ঘনত্ব ও আবহাওয়া:
আমাজন বনের বেশিরভাগ এলাকা খুবই ঘন এবং গাছপালা দ্বারা আবৃত, যা ড্রোনের গতিবিধি সীমিত করে। ড্রোনের মাধ্যমে নিচের মাটি বা পশুপাখি পর্যবেক্ষণ করা বেশ কঠিন।
এছাড়া, আমাজনে আবহাওয়ার অবস্থাও খুবই চ্যালেঞ্জিং। বৃষ্টি, তীব্র আর্দ্রতা, এবং মাঝে মাঝে ঝড়ো বাতাস ড্রোনের কার্যকারিতা এবং স্থায়িত্বকে প্রভাবিত করতে পারে।
৪. আইনগত সীমাবদ্ধতা:
আমাজন বন বিভিন্ন দেশের মধ্যে বিস্তৃত, যেমন ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গিয়ানা, এবং সুরিনাম। এসব দেশের আলাদা আলাদা আইন ও বিধি রয়েছে, যা ড্রোন পরিচালনার ক্ষেত্রে সীমাবদ্ধতা সৃষ্টি করতে পারে।
কিছু এলাকায় ড্রোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, আবার কিছু এলাকায় বিশেষ অনুমতি প্রয়োজন।
৫. পরিবহন ও সংযোগ সমস্যা:
আমাজন বনের অনেক এলাকা এতটাই দুর্গম যে সেখানে পৌঁছানো এবং নিয়মিত ড্রোনের সংযোগ রক্ষা করা কঠিন। ড্রোন পরিচালনা ও কন্ট্রোল করার জন্য নিরবচ্ছিন্ন সিগন্যাল প্রয়োজন, যা বনাঞ্চলের গভীরে থাকলে রক্ষা করা কঠিন হতে পারে।
সংক্ষেপে:
পুরো আমাজন বনের ভিডিও ধারণ করা ড্রোন ক্যামেরার মাধ্যমে সম্ভব নয় কারণ এর জন্য অসংখ্য ড্রোন, দীর্ঘ সময়, ভালো কন্ট্রোলিং সিস্টেম এবং প্রচুর পরিমাণে ব্যাটারি বা চার্জিং স্টেশন প্রয়োজন। তবে, বিশেষ কিছু এলাকা বা অংশবিশেষ ড্রোন দিয়ে সহজেই ধারণ করা সম্ভব এবং এই পদ্ধতি এখন গবেষণা, বন্যপ্রাণী পর্যবেক্ষণ, এবং বন সংরক্ষণের কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
Not😮😮
We try to provide accurate information. If you still have doubts about any information, do say so.
Jay shree ram ❤
Thanks
Stay with us.
❤❤❤❤❤
Thanks,
Please stay with Moruchor.
Allah Hafiz
আল্লাহ হাফেজ
❤❤
ধন্যবাদ, সাথেই থাকুন।
কতো শতাংশ?
কোন জিনিসের শতাংশ জানতে চাচ্ছেন?
সুবহানাল্লাহ!
আল হামদুলিল্লাহ
আমি যেতে চাই,,তবে টাকা পয়সা নেই😥
আল্লাহ তায়ালা, উনার আপনার আর্থিক স্বচ্ছলতা বাড়িয়ে দিন। আমিন
আপনি যাই বলেনা কেন।এই গুলো কী আদো সত্যি।
ভিডিওতে অনেক তথ্য দেওয়া হয়েছে l আপনি কোন তথ্যের সত্যতা নিয়ে সংশয় পোষণ করছেন বুঝতে পারছিনা l সোনার তৈরি শহরের বিষয়টা সত্য নাও হতে পারে, যেটা ভিডিওতে বলা হয়েছে l এছাড়া অন্য কোন তথ্য ভুল বা মিথ্যে হওয়ার কথা নয় l
মরুচর টিম ভুলের উর্ধ্বে নয় l কোন তথ্যের বিষয়ে সন্দেহ থাকলে জানাতে পারেন, সে বিষয়ে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব l
3:06 😮😂
ওটা একটা অবাস্তব চলচিত্র ছিল।
সাথেই থাকুন, ধন্যবাদ।
Hoyto ei amazon ei dazzal bodi ache
আল্লাহ তায়ালায় জানেন।
এখানে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে।
গাছ চলে অন্য জায়গা এটা বিশ্বাস করতে পারলামনা
আসলে গাছ চলাফেরা করে না।
ওয়াকিং পাম গাছের শিকড়গুলো বেশ উঁচু থেকে গাছের গোড়ার দিকে ত্রিভুজাকৃতির মতো বেরিয়ে আসে। এগুলোকে অনেকটা পা'এর মতো মনে হয়, যা গাছটিকে অস্থির ও চলমান বলে মনে করতে সহায়তা করে।
ভিডিওতে তো বিষয়টি বলা হয়েছে ভাই,
“যদিও এটি একটি ধীর প্রক্রিয়া এবং গাছটি আসলে হাঁটে না, তবে এটি তার শিকড়ের সাহায্যে নতুন জায়গায় স্থানান্তরিত হতে পারে।”
মরুচরের সাথেই থাকুন, ধন্যবাদ।
Gold city is impossible
I think so too
❤
সাথেই থাকুন। ❤❤