জমির নামজারি করতে কি লাগে || ই নামজারি, খারিজ করতে কি কি কাগজ পত্র লাগে || Sahin Vai ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 99

  • @mdarsorifulislamarif4871
    @mdarsorifulislamarif4871 2 месяца назад +4

    বোনদের জমিন কাউলা করেছে সাত ভাই এখন একজন তার অংশ খারিজ করতে পারবে।কী কী কাগজ পত্র লাগবে

    • @sahin_vai
      @sahin_vai  2 месяца назад +1

      ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন

  • @AdilHasan-wt5zd
    @AdilHasan-wt5zd 2 месяца назад +1

    স্যার, অর্জিনাল দলিলের ১ম পাতার পিছনে দাতার টিপ সই থাকা কি আবশ্যাক। না শুধু দুইটা সাইন থাকলেই হবে?
    প্লিজ স্যার, জানাবেন

  • @hubanbd
    @hubanbd 5 месяцев назад +4

    দলিলের কি সব গুলা পৃষ্টা স্ক্যান করে আপলোড করতে হবে?

    • @sahin_vai
      @sahin_vai  5 месяцев назад

      জি ভাইয় সবগুলো পৃষ্ঠা দিতে হবে।

  • @Ask-y7z
    @Ask-y7z 4 месяца назад +1

    আসসালামুয়ালাইকুম। একটি দলিলে ৫ জন জমি কিনেছে ৬শতক ।এই ৫ জনের মধ্যে শুধু ১ জন জীবিত আছে । বাকি ৪জন মারা গেছে (মারা যাওয়া ৪জনের ওয়ারিশ (৫+৭+৬+৭=২৫)জন । তাহলে ২৫ জন ওয়ারিশ ও১জন জীবিত সবাই একসাথে নামজারি আবেদন করতে পারব(একটি আবেদনের মধ্যে সবার নাম থাকবে) ।
    দয়া করে জানাবেন

  • @JulfekerSarder
    @JulfekerSarder 4 месяца назад +1

    ভাই আমার নানা ৬৫থকে৮০সলের মধ্যে মোট ৭টা দলিলে ৭টা দাগে মোট ১২ বিঘা জমি ক্রয় করেন এবং খারিজ করেন ও মিউটেশন করে তামিল করেন নানা ৮৭সালে মৃত্যু বরন করেন। এখন আমার মায়ের নামে কোনো বি আর এস রেকর্ড হয় নাই। এমতাবস্থায় আমি কি ভাবে বি আর এস ও নামজারি করবো দয়া করে একটু জানালে খুব উপকৃত হবো।

  • @Borshaislam-l1n
    @Borshaislam-l1n 3 месяца назад +1

    আগের পুরাতন আইডি কার্ড দিয়ে কি জমি কারিজ করা যাবে। প্লীজ বলবেন

    • @sahin_vai
      @sahin_vai  3 месяца назад

      @@Borshaislam-l1n যাবে তবে স্মার্ট এনআইডি নাম্বার বের করে নিতে হবে।

    • @Borshaislam-l1n
      @Borshaislam-l1n 3 месяца назад +1

      @@sahin_vai এইটা কিভাবে বার করবো

    • @sahin_vai
      @sahin_vai  3 месяца назад

      @@Borshaislam-l1n এনআইডি কার্ডের সার্ভারে গিয়ে আপনার বাবার পুরাতন এনআইডি কার্ড দিয়ে সেই ওটিপির সাথে স্মার্ট আইডি নাম্বার চলে আসবে মেসেজে সেই নাম্বার দিয়ে পরবর্তীতে আপনি খারিজের আবেদন করে দিতে পারবেন

  • @balarampurmadrasha
    @balarampurmadrasha 7 месяцев назад +1

    vai onek valo hoice

    • @sahin_vai
      @sahin_vai  7 месяцев назад +1

      @@balarampurmadrasha thanks vai

  • @rajibhowlader7051
    @rajibhowlader7051 2 месяца назад +1

    বি আর এস অনলাইন কপি দিয়ে কি আবেদন করা যাবে নাকি সার্টিফাইড কপি লাগবে,,

    • @sahin_vai
      @sahin_vai  2 месяца назад +1

      জি আবেদন করা যাবে কিন্তু সার্টিফাইড কপি হেয়ারিং এর সময় লাগতে পারে।

  • @mdiddikhan8084
    @mdiddikhan8084 4 месяца назад +2

    ভাই আমি জমি খারিজ করতে চাই সবশেষ রেকর্ড তার বাবার নামে রেকর্ড মুল্লে তার ছেলেকে ৩৩ সত্ংস জমি দলিল করে দিয়েছেন এখন ৩৩ সতাংস থেকে আমাকে দলিল মুল্লে ৭সতাংস জমি দানপত্র দলিল করে দিয়েছেন এখন আমার কি কি কাগজ লাগবে বলবেন প্লিজ আরেক টা কথা বলতে চাই সবশেষ রেকর্ড মুল্লে বাবা তার ছেলেকে দলিল করে দিয়েছেন এখন এখানে কব সি এছ খতিয়ান দরকার পারবে কি

    • @sahin_vai
      @sahin_vai  4 месяца назад

      ছেলেকে যে দিলো 33 শতাংশ, ছেলে এখন আপনাকে দিলো, এর মাঝে খারিজ হয়নাই? যদি না হয়ে থাকে, তাহলে আপনাকে যে রেকর্ড মূলে দিছে সেই রেকর্ড অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। এখানে একটি কথা বলার আছে, সেটি হলো আপনার এলাকাই যে রেকর্ড মূলে খারিজ হয় সেটিই দিয়ে খারিজের আবেদন দিতে হবে। যেমন আমাদের এলাকায় এস,এ খতিয়ান থেকে আবেদন করতে হয়। আর খারিজের জন্য কী কী লাগবে সেটি আমার এই ভিডিওটিতে দেওয়া আছে একটু ভালো ভাবে দেখে নীন, না বুঝলে পরে নক দিয়েন ধন্যবাদ।

  • @MdrasedulIslam-x3j
    @MdrasedulIslam-x3j 3 месяца назад +1

    Bai batora gome kana hoisa kharis korta ki kagog lagba

    • @sahin_vai
      @sahin_vai  3 месяца назад

      দলিল, খারিজ/রেকর্ড, আরএস যদি থাকে, প্রযোজ্য ক্ষেত্রে ভায়া দলিল, আইডি কার্ড, ছবি ওয়ারিশন সনদ থেকে জমি পেলে ওয়ারিশনের কাগজ ইত্যাদি দিয়ে আবেদন করতে হবে।

  • @ashiakhatun1289
    @ashiakhatun1289 3 месяца назад +1

    দলিলের উভয় পৃষ্ঠা স্ক্যান করে দিতে হয়?? নাকি এক পিড করে দিলেই হয়???

    • @sahin_vai
      @sahin_vai  3 месяца назад +1

      একপিঠ দিলেই হবে ভাইয়া

    • @ashiakhatun1289
      @ashiakhatun1289 3 месяца назад

      @sahin_vai অনেক ধন্যবাদ ভাই

  • @ashiakhatun1289
    @ashiakhatun1289 3 месяца назад +1

    আসসালামু আলাইকুম
    জমির দলিলে লেখা BRS খতিয়ান ৪০১, কিন্তু Online এ BRS খতিয়ান ৪০১ নেই, BS খতিয়ান ৪০১ আছে।
    অনলাইনে BRS না থাকা সত্তেও, নামজারি করতে BRS খতিয়ানের সার্টিফাইড কপি তুলার আবেদন করবো?? না BS খতিয়ানের আবেদন করবো???
    আর নামজারি আবেদন এ BRS লিখবো, না BS লিখবো???

    • @sahin_vai
      @sahin_vai  3 месяца назад +1

      ভাইয়া এখানে একটা বিষয় জানার আছে সেটি হলো আপনার ভূমি অফিসে গিয়ে জিঙ্গেস করবেন যে বিএস না বিআরএস দিয়ে আবেদন করবো। কারন ভূমি অফিসে যে রেজিস্টেশন বই আছে সেটির উপর নির্ভর করে আবেদন দিতে হবে।

    • @ashiakhatun1289
      @ashiakhatun1289 3 месяца назад

      @sahin_vai ধন্যবাদ ভাই

  • @kookie_mochi8150
    @kookie_mochi8150 5 месяцев назад +4

    ভাইয়া আমার বাবা মারা গেছেন এখন উনার জমি অন্য লোকের দখলে আছে।আর জমিটা খারিজ করা না তাই দুই বার ২ জন উকিল কে প্রায় ২০,০০০ এর মতো টাকা দিছি খারিজ করার জন্য কিন্তু তারা জমিটা খারিজ করে দিতেছে না , এখন আমরা কি করতে পারি একটু যদি বলতেন দয়া করে। ( আমি আর আমার পরিবার এই জমি বিষয় নিয়ে বেশি কিছু বুঝি না)

    • @MakhanSheikh-v3t
      @MakhanSheikh-v3t 5 месяцев назад

      আপনার কাছে যদি মূল দলিল থাকে সেই মুল দলিল, এবং আপনার বাবা যার কাছ থেকে জমি রেখেছে সেই দলিলের ফটোকপি, জমির খাজনা কপি, আপনার বাবার মৃত্যু সনদপত্র, ওয়ারিশ সার্টিফিকেট, এবং আপনাদের ভাই বোন মা জীবিত থাকলে মায়ের এক কপি করে ফটো লাগবে। এরপর আপনি অনলাইনে মেডিসন বা খারিজ করতে পারবেন মাত্র 1170 টাকায়।

    • @mahinhassanpranto9519
      @mahinhassanpranto9519 4 месяца назад

      ​@@MakhanSheikh-v3tসিটি জরিপ করতে কত টাকা লাগবে।৩ কাঠা জমি?

    • @faysalhridoy2808
      @faysalhridoy2808 4 месяца назад

      দখল পূনরুদ্ধারের মামলা করবেন।বিস্তারিত জানতে inbox করেন

  • @Princeyeasin1
    @Princeyeasin1 6 месяцев назад +2

    ভাই আমি একটা নতুন জমি কিনছি খারিজ করবো এখন আমার পুরান একটা খারিজ আছে একই মোজাতে পুরান খারিজ থেকে ৫ শতক জায়গা বিক্রি করে ফেলছি তাহলে এখন জুদি পুরান খারিজ নতুন খারিজেন সাথে জুগ হই তাহলে কি আমার যে জায়গাটা বিক্রি করে ফেলছি সেটা কি এট হবে নতুন খারিজে জানালে অনেক উপকার হবে 🙏🙏

    • @sahin_vai
      @sahin_vai  6 месяцев назад

      আপনি যতটুকু বিক্রি করে দিছেন ততটুকু বাদ রেখে বাকি টুকু নতুন খারিজের সাথে যোগ করে দেবেন।

    • @Princeyeasin1
      @Princeyeasin1 6 месяцев назад

      @@sahin_vai ভাই খতিয়ানে ত সম্পুর্ন জারগা লেখা আছে

  • @atikatik8243
    @atikatik8243 3 месяца назад +1

    ভাই আবেদন করার পর কতদিন পর নামজারি হয় আবার কতদিন পর খাজনা দিতে হয় আর আমি একটা হোল্ডিং নাম্বার দুজনার খাজনা দিতে পারব না

    • @sahin_vai
      @sahin_vai  3 месяца назад +1

      ভাই নামজারি করতে সর্বোচ্চ 30 দিন লাগে তবে কোন ঝামেলা হলে সেক্ষেত্রে বেশি দিন লাগতে পারে। আর নামজারির করার সাথে সাথেই হোল্ডিং খুলে খাজনা দিতে পারবেন। একটা হোল্ডিং এ যদি দুজনার নাম থাকে সেক্ষেত্রে দুজনার খাজনাই দেওয়া যাবে।

  • @IbrahimMusa-t6f
    @IbrahimMusa-t6f 6 месяцев назад +1

    ভাইয়া খারিজের জন্য আবেদন অনলাইনে করলে ভালো হবে না সরাসরি ভূমি অফিসে যাইয়া করলে ভালো হব্বে..?

    • @sahin_vai
      @sahin_vai  5 месяцев назад +2

      আপনি যেখানেই দেন খারিজ করতে সেখান থেকে অনলাইনে খারিজের আবেদন করতে হবে।

  • @hajerakhatun5091
    @hajerakhatun5091 5 месяцев назад +1

    ভাইয়া প্লিজ আমার একটা প্রশ্নের উত্তর দিয়েন আমার বাবা মায়ের সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। এখন আমি সেই সম্পত্তির ভেতরে আমার স্বামীর নামে কিছু সম্পত্তি দান করতে চাই তাহলে কি সেটাতে খারিজ করা লাগবে। আর খারিজ না করলে কি দলিল টিকবে না

    • @sahin_vai
      @sahin_vai  5 месяцев назад

      জি ভাইজান আপনি যদি আপনার স্বামীর নামে জমি দিতে চান তাহলে খারিজ করে হালসন খাজনা দিয়ে তার পরে রেজিস্ট্রি করতে পারবেন।

  • @mdabdulmaleksalesreprensti8873
    @mdabdulmaleksalesreprensti8873 5 месяцев назад +2

    ভাই বন্টন দলিল দিয়ে কিভাবে খারিজের করতে হবে

    • @sahin_vai
      @sahin_vai  5 месяцев назад

      @@mdabdulmaleksalesreprensti8873 ভাইজান আমার যে খারিজের ভিডিও দেওয়া আছে ওইটা দেখেন বন্টননামা কাগজগুলো আপনি যতটুকু অংশ হবেন সেই ততটুক অংশ দিয়ে আপনি আবেদন করতে পারবেন কোন সমস্যা হবে না

  • @MDSafwanKhan-yh7xj
    @MDSafwanKhan-yh7xj 5 месяцев назад +1

    ভাই নামজারি করে কি জমির খাজনা দিতে হবে নাকি খাজনা দিয়ে পরবর্তীতে জমির নামজারি করতে হবে?

    • @sahin_vai
      @sahin_vai  5 месяцев назад

      আপনার যদি হোল্ডিং এ জমি অনেক বেশি থাকে তাহলে খারিজ করে তার পরে খাজনা প্রদান করলে ভালো হবে।

  • @mdsabbirhossain9425
    @mdsabbirhossain9425 6 месяцев назад +1

    আমার দাদার নামে রেকর্ড, কিন্তু দাদা আমার চাচা, বাবা এবং এক চাচার ছেলের(চাচা মৃত) নামে দলিল লিখে দিয়েছে। এখন এই জমি বিক্রি করতে হলে কি নামজারি করা লাগবে?
    যদি নামজারি করা লাগে তাহলে কী কী কাগজপত্র লাগবে?

    • @sahin_vai
      @sahin_vai  6 месяцев назад

      জি নামজারি করতে হবে। আর কাগজ কী লাগবে ভিডিওটি ভালোে করে দেখুন তাহলেই বুঝতে পারবেন।

  • @SubornaAkter-u7w
    @SubornaAkter-u7w 5 месяцев назад +1

    ভাই আমাদের জমি টা খারিজ করতে চাই
    এই নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, কিভাবে যোগাযোগ করবো

    • @sahin_vai
      @sahin_vai  5 месяцев назад

      কী কথা বলতে চান বলেন? আর এখানে যদি না বলতে চান তাহলে আমার ফেসবুক পেজে আসুন মেসেঞ্জারে কথা বলি।

    • @sahin_vai
      @sahin_vai  5 месяцев назад

      ফেসবুক : facebook.com/sahinvai2

  • @babuislam7730
    @babuislam7730 6 месяцев назад +1

    আমি একজনের কাছে জমি কিনেছি
    ১.ন্যাশনাল আইডি কার্ড
    ২.ছবি
    ৩.মূল দলিল
    এইগুলা ছাড়া অন্য কিছু লাগবে নাকি

    • @sahin_vai
      @sahin_vai  6 месяцев назад

      জি ভাই লাগবে। খারিজ/রেকর্ড/আরএস ইত্যাদি এবং ভায়া দলিল থাকলে সেগুলো দিতে হবে।

  • @prantomiya3527
    @prantomiya3527 7 месяцев назад +1

    আমি একটা জমি ক্রয় করি১৭ শতাংশ এখন খারিজ করব কিন্তু খাজনা চেক নিতে হবে এখন আমার কাছে ঐ দাগে ২৫০ শতাংশ খাজনা চায় দশ হাজার টাকা আমার কাছে ১৭ শতাংশ আমার কি সম্পূর্ন দিতে হবে

    • @sahin_vai
      @sahin_vai  7 месяцев назад +1

      আপনাকে খারিজ করবেন আপনার 17 শতাংশ জমি তারপরে নতুন হোল্ডিং খুলে আপনার নামে এই 17 শতকের একটি হোল্ডিং খোলা হবে সেই 17 শতকের যতটুকু খাজনা আসে ততটুকু দিবেন। বর্তমান নিয়ম অনুসারে খালনার চেক ছাড়াও খারিজ করা যায় খারিজ করার পর তাহলে আপনার খাজনা দিতে সুবিধা হবে তাছাড়া খাজনা তারা নিতে পারবে না ধন্যবাদ

    • @jakariahasanapo2324
      @jakariahasanapo2324 6 месяцев назад

      ভাই আমার বাড়ি কুমিল্লা,আমার জমি ও কুমিল্লার বর্তমানে আমি মুন্সিগন্জে জব করি,মুন্সিগন্জ থেকে কি আমি জমির খারিজ করতে পারবো,,মুন্সিগন্জের অফিস থেকে,প্লিজ জানাবেন।​@@sahin_vai

  • @haranmondol9183
    @haranmondol9183 4 месяца назад +1

    ভাইয়া 68সালের দলিল খারিজ হবে কি

    • @sahin_vai
      @sahin_vai  4 месяца назад

      জি ভাই করা যাবে।

  • @litonali-n3g
    @litonali-n3g 7 месяцев назад +1

    এওয়াজ বদল দলিল আছে,মূল দলিল নাই। এখন খারিজ করা যাবে কি? প্লিজ জানাবেন

    • @sahin_vai
      @sahin_vai  7 месяцев назад

      জি খারিজ করা যাবে

  • @mdsaifulislamrubel7416
    @mdsaifulislamrubel7416 7 месяцев назад +2

    বড় ভাই পাসপোর্ট দিয়ে কি জমি খারিজ করা যাবে নাকি ?

    • @sahin_vai
      @sahin_vai  7 месяцев назад +1

      ভাই আপনার কী জাতীয় পরিচয়পত্র নাই।

    • @mdsaifulislamrubel7416
      @mdsaifulislamrubel7416 7 месяцев назад +1

      @@sahin_vai , আছে। কিন্তু জাতীয় পরিচয় পত্রের ছবি এতটা ভালো না । অনেকদিন আগে করা হয়েছিল তো।

    • @mdsaifulislamrubel7416
      @mdsaifulislamrubel7416 7 месяцев назад +1

      ভাই আমি একজন প্রবাসী। বর্তমানে সৌদি আরবে আছি।

    • @sahin_vai
      @sahin_vai  7 месяцев назад +1

      @@mdsaifulislamrubel7416 এই ছবির সাথে কোন সমস্যা নাই তো ছবি কেমন হয় হোক আপনি যখন ছবি দিবেন তখন আপনার বর্তমান ছবিটি দিবেন আবেদন করার সময়

    • @sahin_vai
      @sahin_vai  7 месяцев назад

      @@mdsaifulislamrubel7416 আপনি আপনি যদি প্রবাসী দেখান সে ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের কপি লাগবে আর যদি প্রবাসী না দেখান তাহলে কিন্তু এনআইডি কার্ড দিয়ে আবেদন চলবে আপনার যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে সেক্ষেত্রে প্রবাসী অপশনে ক্লিক করতে পারেন

  • @siddiquisohel.6565
    @siddiquisohel.6565 4 месяца назад +1

    If Warison live in London how to land mutation

  • @mdazmot1674
    @mdazmot1674 6 месяцев назад +1

    ভাই আমার বাবার নামে খারিজ করা আছে বাবা মারা গেছে মা দলিল দিয়েছে দলিল হয়েছে কিন্তু খারিজ হয়নাই এখন কি করতে পারি

    • @sahin_vai
      @sahin_vai  6 месяцев назад

      এখন খারিজ করে নেন

  • @Sultanmidiya
    @Sultanmidiya 4 месяца назад +1

    Vai Amar bari dinajpur

  • @ArafatHossain-v1t
    @ArafatHossain-v1t 4 месяца назад +1

    ভাইয়া দয়া করে মোবাইলে কিভাবে স্ক্যান ও পিডিএফ করব এই বিষয়টা খুব সুন্দর করে শিখিয়ে দিলে ভালো হতো।

  • @LikhonKarmokar-r3f
    @LikhonKarmokar-r3f 5 месяцев назад +1

    নতুন খারিজ কি চালুই আছে নাকি আবার সরকার গঠনের পর করতে হবে

    • @sahin_vai
      @sahin_vai  4 месяца назад +1

      ভাইজান সরকার গঠনের সাথে খারিজের সম্পর্ক নাই। তানা কোন জরিপ বা নতুন রেকর্ড তৈরীর ক্ষেত্রে আপনার খারিজ নতুন রেকর্ড অনুযায়ী করতে হবে। সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার এলাকায় নতুন কোন জরিপ হচ্ছে কী না? যেমন বিআরএস, আরএস, সিটি জরিপ। ধন্যবাদ

    • @LikhonKarmokar-r3f
      @LikhonKarmokar-r3f 4 месяца назад +1

      @@sahin_vai অনেক ধন্যবাদ

    • @sahin_vai
      @sahin_vai  4 месяца назад

      @@LikhonKarmokar-r3f আপনাকে জাজাকাল্লাহ খইরন❤

  • @sheherdewan8088
    @sheherdewan8088 5 месяцев назад +1

    ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কর্তৃক প্রতিবেদন প্রেরণ । এর মানে কি

    • @sahin_vai
      @sahin_vai  4 месяца назад +1

      এটির অর্থ হচ্ছে আপনার জমির অথবা যেকোন সমস্যা দেখতে পেয়েছে সেই সম্পর্কে এসিল্যান্ট বরাবরে একটি লিখিত তথ্য পাঠিয়েছে তাকেই প্রতিবেদন বলে। আপনি এই বিষয়টি উপজেলা ভূমি অফিস থেকে জেনে নিতে পারবেন। অথবা ইউনিয়ন ভূমি অফিসারের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন যে আমার জমির কী সমস্যা।

  • @hafizur83
    @hafizur83 6 месяцев назад +1

    ৫ শতক জমি ক্রয়কৃত জমিতে কত খরচ হবে

    • @sahin_vai
      @sahin_vai  6 месяцев назад

      ভাইয়া মৌজার মূল্য অনুসারে সেখানকার যে লিস্ট ভূমি অধিদপ্তর থেকে দিয়েছে সেটা আপনাকে দেখতে হবে। তাছাড়া আমরা এখান থেকে বলতে পারবো না।

  • @prantomiya3527
    @prantomiya3527 7 месяцев назад +1

    খাজনা রশিদ ছাড়া কি খারিজ করা যাবে

    • @sahin_vai
      @sahin_vai  7 месяцев назад +1

      জি জাবে ভাইয়া। তবে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করে তারপরে আবেদন করিয়েন

  • @rahelaforaji
    @rahelaforaji 6 месяцев назад +2

    বাবার সম্পত্তি বাবা মারা গেছেন এখন খারিজ করবো কিন্তু খারিজের জন্য জমা দিতে গেছি বলতেছে যারা ওয়ারিশ আছেন তারা সবায় আসতে হবে না হয় হবে না আমার ভাইয়েরা তারা তাদের জমি খারিজ করে নিয়েছে
    এখন তারা আমার সাথে যাবে না
    এখন আমি কি করবো পরামর্শ দেন প্লিজ।🙏🙏

    • @bimolsarker9948
      @bimolsarker9948 6 месяцев назад +1

      এটা মাল খাওয়ার ধান্দা! কিছু ছেড়ে দেন কিচ্ছু লাগবেনা আর কাউকে যেতে হবেনা!

    • @sahin_vai
      @sahin_vai  6 месяцев назад +2

      খারিজ করতে কাউকেই যাইতে হবে না। আপনি আপনার অংশের জমি খারিজ করবেন আপনার ভাইদের যাইতে হবে কোন নিয়মে। আপনি একটি ওয়ারিশন সনদপত্র তুলবেন। সেটি দিয়ে আবেদন করবেন। আপনার ভাগে যতটুকু অংশ হয় আপনি ততটুকু খারিজের আবেদন দিবেন। সব কাগজপত্র সংগ্রহ করে আবেদনে দিয়ে দিবেন। কোন প্রবলেম হলে সরাসরি ভূমি মন্ত্রণালয়ের হেল্প লাইনে অভিযোগ দাখিল করবেন। কেউ কোন প্রকার অযুক্তি কথা বললে। ধন্যবাদ।

  • @ronykhan6879
    @ronykhan6879 6 месяцев назад +1

    ভাই নামজারি করতে কতও দিন লাগে

    • @sahin_vai
      @sahin_vai  5 месяцев назад

      নামজারি করতে আসলে সময়টি নির্ধারন করা কঠিন, কারন ১০ দিনেও করা যায় আবার ২৮ দিনোও লাগতে পারে। আপনি যত দ্রুত করতে পারবেন তত দ্রুত হবে।

  • @sheherdewan8088
    @sheherdewan8088 5 месяцев назад +1

    ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কর্তৃক প্রতিবেদন প্রেরণ

    • @sahin_vai
      @sahin_vai  4 месяца назад

      এটির অর্থ হচ্ছে আপনার জমির অথবা যেকোন সমস্যা দেখতে পেয়েছে সেই সম্পর্কে এসিল্যান্ট বরাবরে একটি লিখিত তথ্য পাঠিয়েছে তাকেই প্রতিবেদন বলে। আপনি এই বিষয়টি উপজেলা ভূমি অফিস থেকে জেনে নিতে পারবেন। অথবা ইউনিয়ন ভূমি অফিসারের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন যে আমার জমির কী সমস্যা।
      @sahin_vai

  • @prantomiya3527
    @prantomiya3527 7 месяцев назад +1

    ভাই জমি বিষয় কথা বলা যাবু

    • @sahin_vai
      @sahin_vai  7 месяцев назад

      JI VAI BOLA JABE

    • @sahin_vai
      @sahin_vai  7 месяцев назад

      বলা যাবে ভাই

  • @prantomiya3527
    @prantomiya3527 7 месяцев назад +1

    আমার কাছে ২৫০ শতাংশ খাজনা চাই

    • @sahin_vai
      @sahin_vai  7 месяцев назад

      হ্যা ঠিক আছে। এটার চাওয়ার কারণ হলো ওই হোল্ডিং এ জমি আছে 250 শতাংশ। বর্তমানে আংশিকভাবে খাজনা নেওয়া যায়না। অতএব আপেনাকে খারিজ করে হোল্ডিং আদালা করে খাজনা প্রদান করতে হবে।

    • @prantomiya3527
      @prantomiya3527 7 месяцев назад

      খাজনা রশিদ ছাড়া কি খারিজ করা যাবে

  • @RahulTalukder-b1o
    @RahulTalukder-b1o 2 месяца назад +1

    নম্বর দেন

  • @MeSamsung-us3pj
    @MeSamsung-us3pj 6 месяцев назад +1

    কুওা লাগেনা

    • @sahin_vai
      @sahin_vai  6 месяцев назад

      লাগে ভাই