ফের মুখ পুড়তে চলেছে, বাঁচাও! দুই প্রাক্তন AGকে ডাক দিদির

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 960

  • @Artistansu
    @Artistansu 3 месяца назад +427

    বিচারালয়ে থেকে এমন ঘোষণা হোক ওর মুখ্যমন্ত্রী পদ থেকে চিরকালের জন্য বরখাস্ত করা হোক

    • @baidyanathkar2698
      @baidyanathkar2698 3 месяца назад +13

      একদম সঠিক কথা বলেছেন।

    • @user-qrrnqqgddff2-7744
      @user-qrrnqqgddff2-7744 3 месяца назад +4

      👍👍👍👍👍

    • @MrTim6602
      @MrTim6602 3 месяца назад +4

      @@Artistansu ফালতু কথা রাখুন তো। আমরা ভোট দিয়ে মন্ত্রী করবো আর আদালত নাকি বরখাস্ত করবে। কোন্ আইনে করবে?

    • @santubikram4584
      @santubikram4584 3 месяца назад +3

      ​@@MrTim6602আদালত রেখে কি হবে আপনারা ভোট দিন,আপনার আইন তৈরি করে নিজেরাই নিজেদের শাস্তি দিন😂।

    • @kd5official71
      @kd5official71 3 месяца назад +1

      Vote deben choreder abr bolben faltu kotha

  • @TarunkrDey-xf6um
    @TarunkrDey-xf6um 3 месяца назад +293

    হাইকোর্ট রায় দেবে আর সুপ্রীম কোর্টে গিয়ে মামলা ঝুলে থাকবে। এই তো খেলা চলছে।

    • @saikatchatterjee1494
      @saikatchatterjee1494 3 месяца назад

      Akdom, thik bolechen, Supreme Court Justice chodochur ache, thik manage hoye jabe, kopil sibbol r monu sing vai ache, thik manage hoye jabe chodochur,,

    • @uttammodak3541
      @uttammodak3541 3 месяца назад +6

      সুন্দর সাহসী বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

    • @tandraguha1492
      @tandraguha1492 3 месяца назад +13

      সেই জন্য ই চন্দ্রবোড়ার সঙ্গে সেটিং করে রেখেছে।

    • @gourangpadaroy9365
      @gourangpadaroy9365 3 месяца назад +2

      সঠিক মন্তব্য।

    • @jagadishdas5075
      @jagadishdas5075 3 месяца назад

      অনেক আগেই মন্তব্য করেছিলাম হাইকোর্ট যাই রায় দিবেন,চন্দ্রবোড়া case টা delay করতেই থাকবে।শেষ পর্যন্ত হয়তো রাজ্যপালই হারবে।

  • @rabindranathchakrabarty5151
    @rabindranathchakrabarty5151 3 месяца назад +645

    মাননীয় রাজ্যপাল মহাশয় , রাষ্ট্রপতির কাছে অবিলম্বে এই রাজ্যে 355 ধারা লাগু করার জন্যে সুপারিশ করুন ।

    • @SUJAMUK
      @SUJAMUK 3 месяца назад +14

      কে শোনে কার কথা . এইসব চলতেই থাকবে .

    • @sujoyghosh5880
      @sujoyghosh5880 3 месяца назад +11

      Ekabare sothik bolechen. Article 355 Impose kore Rajya Police ar Kolkata Police ke Union Home Ministry er odhine niye jaoa hok.

    • @enakshimajumdar7183
      @enakshimajumdar7183 3 месяца назад

      উনি সুপারিশ করলেও মোদি কর্ণপাত করবেন না তাতে

    • @kartickbasak2143
      @kartickbasak2143 3 месяца назад

      ​@@sujoyghosh5880gr the same time as well as they ly for rent near you for the yu hi nahi hai ki nahi hai ki le ki nahi hai ki nahi kar 😅😊😅😊

    • @deepakghosh5502
      @deepakghosh5502 3 месяца назад +3

      Natok

  • @biswanathmandal6880
    @biswanathmandal6880 3 месяца назад +111

    অবিলম্বে 355লাগু করতে হবে।

  • @swapan5885
    @swapan5885 3 месяца назад +74

    আনন্দ বোস এর ধৈর্যের বাধ ভাংগা অনেক দেরী হয়ে গেল।

  • @Parody-King
    @Parody-King 3 месяца назад +500

    আজ অব্দি দেখা রাজ্যপাল এর এটাই সবচেয়ে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত।

    • @triptihalder8440
      @triptihalder8440 3 месяца назад +21

      Onek late holeo dekha jak, natok moto kina... 🤔

    • @Bishnu_Deb
      @Bishnu_Deb 3 месяца назад

      এই রাজ্যপালের ভূমিকা মানুষের জন্য একেবারে উপযুক্ত নয়। ফালতু রাজ্যপাল।

    • @chinmoymajumdar887
      @chinmoymajumdar887 3 месяца назад +2

      চারিদিকদিয়ে এমন চাপ তৈরী হয়েছিল CM এর কাছে অনুমতি নিয়ে কেস করেছেন।

    • @brajagopalpaul7680
      @brajagopalpaul7680 3 месяца назад

      ​@@chinmoymajumdar887chhi: moymajumdar

    • @biswamitraarya5268
      @biswamitraarya5268 3 месяца назад +2

      @@Parody-King নামে তালপুকুর হয়তো ঘটি ডুববে না।

  • @ranjanamallik1972
    @ranjanamallik1972 3 месяца назад +346

    আগে ওই মেয়েটি কে ধরে ভালো ভাবে জিগ্যেস করা দরকার। তাকে কে বা কারা পাঠিয়ে ছিল।

  • @Bharatia76
    @Bharatia76 3 месяца назад +71

    এই প্রাক্তন লোকগুলো কিভাবে দাঁড়ায়? কোন দেশকে ধ্বংস করে শিক্ষিত মানুষরা।

  • @AshwinikumarGiri-kx8lp
    @AshwinikumarGiri-kx8lp 3 месяца назад +14

    রাজ্যপালের জন্যে এটাই দরকার ছিল, অ আ ই শিক্ষা নিতে মুখ্যমন্ত্রী র কাছে ছাত্র সেজেছিলেন ,

  • @rabindranathchakrabarty5151
    @rabindranathchakrabarty5151 3 месяца назад +367

    অসাধারণ বিশ্লেষণ করলেন সফিকুল ভাই !! তবে রাজ্যপাল চাইলেই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ার উল্টে দিতে পারেন !!

    • @pradipdebnath9071
      @pradipdebnath9071 3 месяца назад

      এই রাজ্যপালের কলিজায় এতোজোর নেই | নামের সঙ্গে বোস পদবী লাগিয়েছেন ওনার জাক কর্ম দেখে মনে হয় কাক হয়ে ময়ূরের পালক লাগানোর মতো | বাংলায় এতো ঘটনা ঘটছে দেখেও কোন পদক্ষেপ নিয়েছেন?

    • @parthamukhopadhyay1722
      @parthamukhopadhyay1722 3 месяца назад

      Rajyapal ke tmc treat kore kathher putul hisabe...tai Rajyapal er sangbidhanik khomota kotota dekhak tmc ke.

  • @namita..
    @namita.. 3 месяца назад +108

    মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে কাকে কখন ব্যবহার করতে হবে আর কাকে কখন ছুড়ে ফেলে দিতে হবে।

    • @Sibu68
      @Sibu68 3 месяца назад +6

      ঠিক

    • @ritabose3667
      @ritabose3667 3 месяца назад +4

      একদম। উনি খুব সুবিধাবাদী

    • @kamalkantichakraborty6935
      @kamalkantichakraborty6935 3 месяца назад +4

      বার বার কি ঘুঘু ধান খেয়ে পালাবে ?

    • @সূর্যকিরন
      @সূর্যকিরন 3 месяца назад

      নিজের টা ভালো বোঝে , মনে করে আমাকে কেউ চিনতে পারবে না ।

  • @ratanroy4929
    @ratanroy4929 3 месяца назад +22

    বাংলার একটা উন্নতি হয়েছে মামলা উপর মামলা জনগনের টাকা শেষ করা কোটি কোটি টাকার উন্নতি। জয়শ্রী রাম।

  • @rupakdey2803
    @rupakdey2803 3 месяца назад +245

    শাস্তিস্বরূপ দুজনেরই আর্থিক জরিমানা হওয়া উচিত। তাহলে জনগনের কাছে এটা প্রকট হয়ে যাবে যে ওরা মিথ্যা অপবাদ দিয়ে রাজ্যপালের সম্মান হানি করেছে।

    • @tusharde2021
      @tusharde2021 3 месяца назад +5

      Motamuti one thousand crore holei cholbe

    • @shankhapriyaguharoy6624
      @shankhapriyaguharoy6624 3 месяца назад +12

      জরিমানা ছাড়ুন, আগামী মাসে সরকারের কর্মচারীদের বেতন হবে কি না সেটা ভাবুন।

    • @samarb9329
      @samarb9329 3 месяца назад +2

      Exemplary punishment hok.
      Fine not enough may be

    • @user-qrrnqqgddff2-7744
      @user-qrrnqqgddff2-7744 3 месяца назад +1

      ​​@@shankhapriyaguharoy6624 amra keno vbbo??sarkaari lokkjon vote diachhe ora nijera bujhukk nijeder haal😏😏😁😁

    • @aungshumanroy5001
      @aungshumanroy5001 3 месяца назад

      ​@@user-qrrnqqgddff2-7744right, 👍

  • @somalisarkar366
    @somalisarkar366 3 месяца назад +8

    মুখ্যমন্ত্রীকে অনেক আগেই কোর্টে আনা দরকার ছিল, ইডি সিবিআই তো পারলো না,রাজ্যপাল যে সাহসী পদক্ষেপ করেছেন তা প্রশংসিত

  • @swarashruti5335
    @swarashruti5335 3 месяца назад +5

    কিছু আইনজীবী ন‍্যায় অন‍্যায় বোঝে না তাদের কাছে টাকাটাই প্রধাণ।

  • @sandipkumarchakraborty4955
    @sandipkumarchakraborty4955 3 месяца назад +10

    এর আগেও উনি রাজ্যপাল সম্পর্কে এই রকমই অন্যায় কথাবার্তা বলেছে। এইরকম কোনো মুখ্যমন্ত্রী, তার রাজ্যপাল সম্পর্কে বলেনা। যদি কিছু বলতেই হয়, আলাদা ভাবে, দেখা করে একান্তে কিছু বলে।

  • @biswanathmandal6880
    @biswanathmandal6880 3 месяца назад +20

    Keno অনি তো নিজেকে বলছেন লইয়াার তাহলে জনগণের পয়সা সারাদো করছেন কেনো।অনি নিজে যদি সততার প্রতীক হন তাহলে নিজে মামলা ফেস করুন না।আগে নামের পাশে ডাক্তার লিখতেন সিপিএম ধরে ফেলার পর ওটা বাদ দিয়েছেন।সততার প্রতীক।

  • @hobbitspot6998
    @hobbitspot6998 3 месяца назад +163

    শফিকুল সাহেব কি বিশ্বাস করেন যে এই মামলার নিষ্পত্তি অদূর ভবিষ্যতে হবে? জীবন যুদ্ধে ক্লান্ত জনগণের টাকার শ্রাদ্ধ হবে।

    • @uttammodak3541
      @uttammodak3541 3 месяца назад +3

      সত্য বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

  • @surerdharay1627
    @surerdharay1627 3 месяца назад +58

    শফিকুলবাবুকে ধন্যবাদ নির্মোহ বিশ্লেষনের জন্য। বঙ্গের এই ডাইনীবুড়ির বিরুদ্ধে আগেই মামলার দরকার ছিল।

  • @niveditachakraborty4655
    @niveditachakraborty4655 3 месяца назад +28

    মাননীয় রাজ্যপাল মহাশয়ের এটি সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কারোর চরিত্র হনন করাএকদম সঠিক নয়। মুখ্যমন্ত্রী হলেই যা কিছু মন্তব্য করা যায় না।

  • @mrinalkantisarkar1442
    @mrinalkantisarkar1442 3 месяца назад +6

    সফিকূল সাহেব ধন্যবাদ আপনাকে পতিবেদন তুলে ধরার জন্য,

  • @ImanMaity38299
    @ImanMaity38299 3 месяца назад +223

    পিসির মুখ পুড়বে

    • @shankhapriyaguharoy6624
      @shankhapriyaguharoy6624 3 месяца назад +18

      ওনার মুখ কি আছে? পুড়বে আমাদের ট্যাক্সের টাকা আর আমাদের ভবিষ্যত

    • @triptighosh3667
      @triptighosh3667 3 месяца назад +8

      Right

    • @sudhirkirtaniya8039
      @sudhirkirtaniya8039 3 месяца назад +16

      মুখ পোড়া আর কি মুখ কি পুড়বে,,,

    • @enakshimajumdar7183
      @enakshimajumdar7183 3 месяца назад +4

      সম্ভাবনা কম

    • @sarbaribhadury6939
      @sarbaribhadury6939 3 месяца назад +3

      ​@@shankhapriyaguharoy6624ঠিক বলেছেন।

  • @MrTim6602
    @MrTim6602 3 месяца назад +56

    এটাই বেশ মজার ব্যাপার যে, যাঁরা মমতার বিরুদ্ধে কথা বলেছিলেন আজ মমতা তাঁদেরই পায়ে পড়ছে।

  • @sutaparay9737
    @sutaparay9737 3 месяца назад +40

    আবার সুপ্রিম কোর্টের চাদা মামাও তো আছেন ।

  • @jharnaroy392
    @jharnaroy392 3 месяца назад +4

    এইসব মন্তব্য করার পরেও যদি ঐ পদে বহাল তবিয়তে থাকতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যার তার সম্বন্ধে যাতা মন্তব্য করার সাহস অবশ্যই পাবো তো?

  • @astrorajib7688
    @astrorajib7688 3 месяца назад +46

    এই মামলার খরচ যেন রাজকোষ অর্থাৎ জনগণের করের টাকায় না হয়...

  • @broy401
    @broy401 3 месяца назад +82

    এভাবেই attacking এ খেলা উচিত।যাতে বাংলার শিক্ষিত বেকার যুবকদের মত রাতে ঘুমোতে না পারে।

  • @dipakkumarghosh2501
    @dipakkumarghosh2501 3 месяца назад +96

    বিশাল অঙ্কের জরিমানা অনাদায়ে জেল । এটাই বাংলার কাম্য হওয়া উচিত।

    • @prabirmajumder4129
      @prabirmajumder4129 3 месяца назад +1

      Prachur money cm. Er hate ach6e , Tai ekta defamatory amount impose howk ei mithyabadi. Mahilar against a.

  • @sanjibnayak5705
    @sanjibnayak5705 3 месяца назад +14

    এটা মানহানির মামলা দায়ের হয়েছে আবার রাজ্যপালের পক্ষ থেকে।

  • @bratindrabhattacharya4377
    @bratindrabhattacharya4377 3 месяца назад +136

    এ চলবে না। আমাদের রাজ্যে রাজ্যপাল চাই ধনখড় সাহেবের মতো।

    • @manikhalder183
      @manikhalder183 3 месяца назад

      কেরালার রাজ্যপালকে এখানে আনা হোক। নয়তো মেজর বক্সি কে রাজ্যপাল করে আনা হোক যাকে দেখলে মেহবুবা মুফতির সালোয়ার ভিজে যায়😂😂😂

  • @dipankarghosh6642
    @dipankarghosh6642 3 месяца назад +56

    এই রাজ্যপালের বিরুদ্ধাচরণ করে ভোটে কিন্তু একটু সুবিধা করে নিয়েছে।

  • @ashitkumarghosejointdirect8269
    @ashitkumarghosejointdirect8269 3 месяца назад +65

    ধন্যবাদ, শফিক

  • @sumitabhaduri1309
    @sumitabhaduri1309 3 месяца назад +76

    এত অপমান সহ্য করা কোনো ভদ্রলোকের পক্ষে সম্ভব নয়। যখন অসহ্য হয় তখনই মানুষ আইনের সাহায্য নেয়।

  • @ashutoshdey9766
    @ashutoshdey9766 3 месяца назад +63

    জয় তালি- মুসল বাংলা

  • @biswamitraarya5268
    @biswamitraarya5268 3 месяца назад +120

    আমি আন্তরিক ভাবে কায় মনোবাক্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি মমতাদেবী যেন কঠোর থেকে কঠোরতম দেশের মধ্যে দৃষ্টান্ত মূলক সাজা পান দেশ বিরোধী সব প্রতিক্রিয়াশীল শক্তি যেন জীবনে ভুলতে না পারে।

    • @RatanLaha-fg5er
      @RatanLaha-fg5er 3 месяца назад

      হাইকোর্টের বিচারপতিদের দেহরক্ষী রাজ্য সরকারের অধীনে। সুতরাং এই জেহাদি মূর্খ মন্ত্রীর শাস্তির আদেশ দিতে গিয়ে বিচারপতি দশবার ভাববেন।

  • @pranabdutta7427
    @pranabdutta7427 3 месяца назад +25

    এর একটা বিহিত হওয়া উচিত। ধন্যবাদ সফিকুল বাবু।

  • @narayansankardas1200
    @narayansankardas1200 3 месяца назад +44

    সঠিক তাই ধরেছেন, শফিকুল বাবু।

  • @parthaganguly1239
    @parthaganguly1239 3 месяца назад +97

    আরে কয়েক দিন সাকেত বাবু তো কেমন বাঁশ টা খেয়েছে দিল্লি হাইকোর্টে।

  • @AmritLal-v2y
    @AmritLal-v2y 3 месяца назад +1

    সুফিকুল বড়ো ভাই আমি এক জন আদিবাসী। কিন্তু তোমার নিরপেক্ষ বিচার বা সাহসীকতার জন্য তোমার ধর্ম অনুযায়ী আল্লাহ তোমাকে জানাতে 🎉 স্বর্গে নিয়ে যাবে।

  • @pranabesbhunia5042
    @pranabesbhunia5042 3 месяца назад +23

    এসব করতে গিয়ে আমাদের দেওয়া ট্যাক্সের টাকার শ্রাদ্ধ হবে। নিজেদের ইগোর লড়াইয়ে সাধারণ মানুষের টাকার শ্রাদ্ধ হবে কেন আদালত আগে সেই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক।

  • @biswamitraarya5268
    @biswamitraarya5268 3 месяца назад +74

    মাগো মা কালীঘাটের মহাকালী তোমার পাশে থাকা ওই বস্তির মেয়েটা যেন কঠিন সাজার হাত থেকে কোনরকম ছাড় না পায়।

  • @pulakporia2751
    @pulakporia2751 3 месяца назад +98

    ঠেলায় না পরলে বেড়াল গাছে উঠে না।😮😮😮

  • @chandanmalikbgiti5378
    @chandanmalikbgiti5378 3 месяца назад +12

    বিশাল অহংকার ..একদিন মুকুল রায়ের মতো অবস্থা হবে

  • @tarakbiswas2525
    @tarakbiswas2525 3 месяца назад +4

    Kechui.hobena

  • @tirthachakravarty5354
    @tirthachakravarty5354 3 месяца назад +28

    যার সম্বন্ধে বলা হচ্ছে তার মান সম্ভ্রম বোধ থাকলে এরকম ঘটনা ঘটতোই না ।

    • @uttammodak3541
      @uttammodak3541 3 месяца назад +1

      সঠিক বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ ১৩ বছর ধরে সাংবিধানিক পদে বসে সংবিধানের অপমান করে আসছে দেখেও কার ও মনে হয়নি দেশের গরিমা মাটিতে মিশছে।😂😂😂😂😂😂😂

  • @tapansarkar9031
    @tapansarkar9031 3 месяца назад +20

    হাইকোর্টের ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রায় দেওয়ার।

    • @bhaskardasgupta5285
      @bhaskardasgupta5285 3 месяца назад +2

      খুব দেবে। justice Amrita Sinha র এজলাসে মামলা আসুক না!

  • @amulyasardar752
    @amulyasardar752 2 месяца назад

    You are righ absolutely..punishment to govt. Punishment to the govt.is essential. Thank you safikulbabu .carry on.

  • @dhirenbasak1752
    @dhirenbasak1752 3 месяца назад +26

    আগে জানতে চাই এই মামলা কত বছর ধরে চলবে।
    এতো কিছু ,কত কিছু, কোই কারোর তো কোন সাজা এখন পর্যন্ত হলো না।

  • @BiswanathMittra
    @BiswanathMittra 3 месяца назад +1

    এই মামলা সুপ্রিম কোর্টে গিয়ে চিরও নিদ্রায় যাবে দেখছেনা ডি এ মামলার কি হাল

  • @tuhinbiswas380
    @tuhinbiswas380 3 месяца назад +13

    রাজ্যপাল সাহেব আপনি আপনার অভিভাবকের দায়িত্ব পালন করুন আপনার ভূমিকায় জনগণ হতাশ এটা মনে রাখবেন অন্যায় দেখে চুপ থাকাও ভীষন বড় অন্যায়।

  • @paritoshchakravarty4146
    @paritoshchakravarty4146 3 месяца назад +33

    যদি *রাজ ভবনে*!কোন অন্যায় হয় ,তা হলে কেন্দ্রীয় সরকারকে complaint করলেন না কেন? *কেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষন দেখান, ওর ভাষন কেউ শুনতে চায় না।

  • @amitsom8428
    @amitsom8428 3 месяца назад +17

    দুই জনেই ব্যারিস্টার,সি এম এত সিরিয়াস হলো কেন, সিএম মনে হয় ব্যাকফুটে।

  • @tapansutradhar5971
    @tapansutradhar5971 3 месяца назад

    এদের অবশ্যই শাস্তি হওয়া উচিৎ

  • @pc-kv8wk
    @pc-kv8wk 3 месяца назад +20

    কল্যাণ ব্যানার্জী হলেই তো মিটে যায়।এক মিনিটে SSC সুপ্রিম কোর্টে মিটে যাবে বলেছিল।

  • @achinsamanta8691
    @achinsamanta8691 3 месяца назад +1

    MLA পদ খারিজ হওয়া উচিত

  • @dottadhar
    @dottadhar 3 месяца назад +5

    Without Emergency nothing will happen good....thanks to Governor because of his courageous step....

  • @darappurprimaryschool6002
    @darappurprimaryschool6002 2 месяца назад

    কিছু হবে না হাই কোর্ট কিছু একটা সাজা যদি ও দেয় সুপ্রীম কোর্ট ঝুলিয়ে রাখবে এটাই তো চলছে

  • @sumantabenerjee4401
    @sumantabenerjee4401 3 месяца назад +66

    মানহানি হয়েছে কোটে প্রমাণ করতে 10-20 বছর লেগে যাবে, আমাদের দেশের এই রকমই আইন

    • @uttammodak3541
      @uttammodak3541 3 месяца назад +5

      সঠিক বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, যদি কেন্দ্রীয় সরকার দেশের আইন ব্যবস্থা নিয়ে আগেই পদক্ষেপ নিত তাহলে সংবিধানের পদ বসা ব্যক্তিকে অসন্মান হতে হত না

    • @aungshumanroy5001
      @aungshumanroy5001 3 месяца назад

      Both parties will go haven. 😂😂😂

  • @biplabchanda9208
    @biplabchanda9208 3 месяца назад

    রাজ্যপালের আইনজীবী কোলকাতায় থাকলে একটু অসুবিধা হবে।

  • @didocreates
    @didocreates 3 месяца назад +8

    পিসিকে ক্ষমা চাওয়ানো উচিৎ , তারসাথে আর্থিক জরিমানা করা উচিৎ।

  • @shelley101266
    @shelley101266 3 месяца назад +1

    মানহানির মামলা তার বিরুদ্ধে ই করা যায় যার মান আছে যার সেটা নেই তার বিরুদ্ধে মানহানির মামলা?

  • @sugatanag1139
    @sugatanag1139 3 месяца назад +20

    সন্দেশখালি ছেড়ে দিলাম , চোপড়া তেওকি কিছু হয়নি পিসিমনি
    .

  • @asitghosh4725
    @asitghosh4725 3 месяца назад +129

    প্লীজ এই মহিলার এইসব ভিডিও দেখাবেন না সফিকুল ভাই।

  • @sanjibnayak5705
    @sanjibnayak5705 3 месяца назад +22

    ন্যায় সংহিতা পয়লা জুলাই থেকে চালু হয়েছে ।এইবারে সি এম বুঝতে পারবে কার মারি খসে যাবে।

  • @ajayde6649
    @ajayde6649 3 месяца назад

    রাজ‍্যপালের আইনজীবী কে, তার উপর পুরোটা নির্ভর করছে।

  • @jayantabhattacharya1305
    @jayantabhattacharya1305 3 месяца назад +19

    পয়সা ফেলিলে সবাই লেজ নাড়তে নাড়তে এগিয়ে আসে।

  • @pd9958
    @pd9958 3 месяца назад

    এই করেই টাকা পয়সা খরচ করুক। চাকরি বাকরি নিয়ে আর কোনো কথা নেই।

  • @rumpadas2831
    @rumpadas2831 3 месяца назад +6

    মানুষের বিরুদ্ধে করা মামলা মিথ্যা প্রমাণিত হলে শান্তি হওয়া খুবই দরকার।এইসব রাজ্যে ভরে গেছে।

  • @asitkumardas8183
    @asitkumardas8183 3 месяца назад

    সুপ্রিমকোর্টে গিয়ে রক্ষা কবচ কিনে নেবে । এসব বেকার ।

  • @amalkumardas371
    @amalkumardas371 3 месяца назад +5

    রাজ্যপাল বলেছেন যে এই মামলা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নয়।
    সেক্ষেত্রে এই মামলার খরচ রাজ্যের তহবিল থেকে যাবে কেন?

  • @SapnesDas
    @SapnesDas 3 месяца назад +23

    সবটাই ইয়ার্কি মানুষের চোখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার প্রচেষ্টা কাকু এবং ভাইপো সেফ থাক

  • @taniadhara9693
    @taniadhara9693 3 месяца назад

    W.B.e Presidential Rule chai immediately.Pisi ar bhaipo kabe jail jabe????

  • @surajitsardar7177
    @surajitsardar7177 3 месяца назад +13

    যে কুৎসা করেছে ক্যামেরার সামনেতার প্রমাণ তো রয়েই গেছে এবার পালাবে কোথায়😅

  • @tridibpatra7376
    @tridibpatra7376 3 месяца назад +53

    আইনজীবী কি বাঁচিয়ে দেবে,,, ডিরেক্ট ফেস টু ফেস কেস,রাজ্য হলে অন্যকথা ছিল।

  • @subirsantra8580
    @subirsantra8580 3 месяца назад

    বোস হোক বা ঘোষ কেউই বাদ ছিঁড়তে পারবে না ।

  • @somnathghosh9207
    @somnathghosh9207 3 месяца назад +5

    রাজ্যপাল নতুন আইনের প্রণয়নের অপেক্ষা করছিলেন।

  • @sdada1680
    @sdada1680 3 месяца назад

    মাননীয় রাজ্যপালের সম্মান হানির জরিমানা হওয়া দর কার এক হাজার কোটি টাকা +জেল

  • @sumitanandy3077
    @sumitanandy3077 3 месяца назад +46

    ভাল খবর, দেখা যাক কি হয়, ধন্যবাদ শফিকুল দা🙏

  • @siddharthaghosh9699
    @siddharthaghosh9699 3 месяца назад

    ছিঃ এমন মন্তব্য মুখ্য মন্ত্রী।

  • @arunachatterjee2701
    @arunachatterjee2701 3 месяца назад +13

    উনি একটু সহনশীলতা দেখিয়েছেন যেদা ওনার দূর্বলতা বলে চটি ধরেছে, ভেবেছে কেবলাকান্ত। ওনাকো যা ইচ্ছা তাই বলা যায়।

  • @Sushil-c7e
    @Sushil-c7e 3 месяца назад

    উনাকে যত টাকাই ফাইন করা হোক কিচ্ছূ যায় আসেনা,আঁচলের ভেতর থেকে ফট করে চার/পাঁচ বান্ডিল নোট (যেটা আসলে জনগনেরই টাকা) বার করে দেবেন। তার চেয়ে বরং তাঁকে প্রকাশ্য কোর্টে স্বহস্তে 1 টাকা জরিমানা জমা করতে আদেশ দেওয়া হোক।

  • @kp...90
    @kp...90 3 месяца назад +50

    মানহানির মামলা টা ১/২ নয় ১০০০ কোটির হওয়া উচিৎ।

  • @GoutamChakraborty-th5bz
    @GoutamChakraborty-th5bz 3 месяца назад +1

    এত বড় আইনজীবী তারা অন্যায়ের পক্ষ নেবেন?

    • @joydipdas5593
      @joydipdas5593 3 месяца назад

      পয়সা ফেকো, তামাশা দেখো

  • @AnushreeDas-h2r
    @AnushreeDas-h2r 3 месяца назад +4

    এই মহিলা অত্যন্ত ধুরন্ধর সময়ে মাথায় উঠে যায় আবার সময়ে পা ধরতে ও বাকি রাখে না।

  • @skmijanoor9492
    @skmijanoor9492 3 месяца назад +14

    কেও কারোর গণ্ডি পেরিয়ে যাওয়া উচিত নয়।

  • @tirthasankarghosal2834
    @tirthasankarghosal2834 3 месяца назад

    Modi ji Amit jir o manhanir case kora uchit chilo

  • @kddailyvlog456
    @kddailyvlog456 3 месяца назад +10

    এর আগেও অনেক কথা বলেছে মমতা তাই আরো অনেক আগেই এটা করা উচিত ছিল।

  • @ruplalgupta7172
    @ruplalgupta7172 3 месяца назад +58

    হাতে খড়ি হয়ে ধরেছে ছড়ি! তাদেখে ভয় পেয়েছে চটি বুড়ি!করছে এখন শুধু ছোটাছুটি! পরিয়ে না দেয় বোস গলায় দড়ি!😂😂😂😂😂😂😂😂😂😂

    • @AsishNaha
      @AsishNaha 3 месяца назад +5

      😁😁😁😁😆Darun bolechen,🙏

    • @ranjanroy4892
      @ranjanroy4892 3 месяца назад +3

      ওটা গলায়দড়ি নয় ওটা দড়িটা আন্যখানে হবে

    • @pintubanerjee8390
      @pintubanerjee8390 3 месяца назад +2

      একদম ঠিক

    • @PradipDas-g8s
      @PradipDas-g8s 3 месяца назад +1

      মান নিলে মান যায়

    • @somabhattacharjee8204
      @somabhattacharjee8204 3 месяца назад

      সবাই কে fake case দিতে দিতে এত টাই বাড় বেড়েছে যে গভর্নর কে ও ছাড়ছে না এর ফল ভোগ করুক

  • @dipankarghosh6642
    @dipankarghosh6642 3 месяца назад +22

    এঁনারা মুখ্যমন্ত্রীর হয়ে এসেছেন নিশ্চয় সত্যের সন্ধান পাওয়া যাবে। আমরা সত্যের আলোয় আলোকিত হতে চাই...
    যেটা হারিয়ে যেতে চলেছে।

  • @jayachatterjee7106
    @jayachatterjee7106 3 месяца назад

    Mr Rajyapal onek age ei step neyoa uchit chilo. Onek opoman koreche choti pisi.

  • @sumitabhaduri1309
    @sumitabhaduri1309 3 месяца назад +11

    শুধু মিডিয়া কেন?কিছুদিন আগে মমতা বক্তৃতায় প্রকাশ্যে বলেছে যে
    বাবা,আমি রাজভবনে যাব না,রাস্তায় দাঁড়িয়ে কথা বলব।আমি ভয় পাচ্ছি।
    এই ভিডিও আমরা দেখেছি।সফিকুল ,তুমি এই ভিডিও আমাদের দেখিয়েছ।
    সেটাই তো সবচেয়ে বড় প্রমাণ

    • @surerdharay1627
      @surerdharay1627 3 месяца назад +3

      আহা হাঃ ভাই ই, কেন বুঝলেন না, উনি তো একজন নারী - সেটি তো মনে আছে ই। গেলে যদি ঘটনাটা ঘটিয়েই ফেলে ? হাঁ। কে নিয়ে যাবে মেডিকেল টেষ্ট করাতে,কে ই বা থানা পুলিশ করবে!

    • @karunabratasarkhel477
      @karunabratasarkhel477 3 месяца назад +1

      এখন ভিডিও প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে |

  • @sanjaymandal3463
    @sanjaymandal3463 3 месяца назад

    কিস্যু হবেনা, এরকমই বাংলা দেখতে অভ্যস্ত।

  • @dr.samirroy8094
    @dr.samirroy8094 3 месяца назад +6

    কি হবে জরিমানা করে ওটা তো পাবলিক এর ঘাড় দিয়ে যাবে। আর ওপরে আছে ......

  • @tarakchatterjee1850
    @tarakchatterjee1850 3 месяца назад +1

    উপযুক্ত শিক্ষা দেওয়া দরকার

  • @smarojitbose9070
    @smarojitbose9070 3 месяца назад

    মূখ্যমন্ত্রীর মুখ কি এতদিন পোড়ে নি?

  • @n.csarkar9468
    @n.csarkar9468 3 месяца назад +10

    আশা করি কিছুই হবে না। এ রাজ্যে নিরপরাধ মানুষ এই সাজা পাই।

  • @ratankumardas7017
    @ratankumardas7017 3 месяца назад

    সফিকুল ভাই আপনি প্রশ্ন করেছেন যে আপনাদের কি মনে হয় ? আমাদের যা মনে হয় তা কি হচ্ছে, হতাশা ছাড়া আর কিছুই হচ্ছেনা । যেটা আপনি বললেন এতেও কিছু হবেনা। দুদিন পর আবার যেমন ছিলো তেমনিই থাকবে। কোনো পরিবর্তন ই হবেনা। থাকবে শুধু হতাশা।

  • @KrishnaChandra-ow2km
    @KrishnaChandra-ow2km 3 месяца назад +11

    এই মহিলা কে আর একদমই সহ্য করা যায় না। কথা গুলো আর সহ্য করা যাচ্ছে না। মুখটা দেখলে কি যে হয় আর বলতে পারি না।

  • @SANJAYDAS-bj5dc
    @SANJAYDAS-bj5dc 3 месяца назад

    মামলা আর হামলা শব্দ দুটি যেনো এই শাসকের tag line হয়ে গেছে । সাধারণ মানুষের tax এর টাকা মামলা চালিয়ে এই সরকার যেভাবে নয় ছয় করছে তাতে মনে হয় কয়েক হাজার কিমি রাস্তা বানানো যেতো।

  • @ashimkumarmukherjee117
    @ashimkumarmukherjee117 3 месяца назад +4

    আমার মনে হয় কোন অবস্থাতেই প্রধানমন্ত্রীর ও কোন মহিলার সঙ্গে একক বৈঠক না করা।