ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য। শ্রীমঙ্গল আসলেই একটা ভালোবাসার নাম। শ্রীমঙ্গল নিয়ে আরও বেশ কয়েকটা ভিডিও আছে। দেখার আমন্ত্রণ রইলো।
Ei resort er ashpase khaber kono bangla hotel ache? Thakle seta kotodure? Kivabe jawa jabe? Jader budget kom tara khete parbe?? Ar bairer food allowed vitore??
এই রিসোর্টের ঠিক একটু সামনেই একটা রেস্টুরেন্ট আছে- "চামুং রেস্টুরেন্ট"। এদের খাবার বেশ মজার। আর ২/১ টা রেস্টুরেন্ট আছে গ্রান্ড সুলতানের সামনে, যেখানে যেতে ৮/১০ মিনিট লাগবে। আর প্যারাগনে বাইরের খাবার এলাউড না। ধন্যবাদ মন্তব্যের জন্য।
শ্রীমঙ্গল যাওয়ার ইচ্ছেটা বেড়ে গেলো ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে যাওয়ার প্ল্যান আছে ❤ এই হোটেল বুকিং করার প্রক্রিয়া টা যদি একটু বলতেন ভালো হতো মানে আগে থেকে বুক করা লাগবে নাকি সরাসরি রিসিপশন এ কথা নলে বুক করতে পারব 🤍🥰
প্লে স্টোর থেকে Rail Sheba এ্যাপ ডাউনলোড করে রেজিষ্ট্রেশন করে খুব সহজেই ট্রেনের টিকেট কাটতে পারবেন। তবে চেষ্টা করবেন যাত্রা করার ঠিক ১০ দিন আগে যখন টিকেট ছাড়বে, তখনই কেটে ফেলতে। নাহয় টিকেট নাও পেতে পারেন।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। সম্ভবত হাফ ডে রুম ভাড়া দেয়ার ব্যবস্থা নেই। আপনি ওদের বুকিং নম্বরে যোগাযোগ করতে পারেন। চাইলে রুম না নিয়ে ওদের ডাইনিং এ খেতেও যেতে পারেন। তখন চাইলে ঘুরে দেখতে পারবেন।
আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দিয়েছি কারণ বোঝাই যাচ্ছে আপনি খুব মনোযোগ দিয়ে পুরো কন্টেন্ট টা দেখেছেন। ১. শ্রীমঙ্গলে পাঁচ ভাই রেস্টুরেন্ট আছে। আপনার অবগতির জন্য গুগল ম্যাপ লোকেশন টা দিয়ে দিচ্ছি। তবে সেখানে খেতে চলে যাবেন না। কারণ ওখানকার খাবার ভালো না। maps.app.goo.gl/qkfppfasJpYAZqyf6 ২. শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত। "জেলা শহরের একটা রেস্টুরেন্ট" বলতে মৌলভীবাজার জেলাকে বোঝাতে চেয়েছি। আমি আশাবাদী আপনার কাছ থেকে আবার ফিরতি কমেন্ট পাবো।
আসসালামু আলাইকুম আপনার ভিডিওটি দেখে শ্রীমঙ্গলের জন্য ভালোবাসা আরো বেড়ে গেল ❤
ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য। শ্রীমঙ্গল আসলেই একটা ভালোবাসার নাম। শ্রীমঙ্গল নিয়ে আরও বেশ কয়েকটা ভিডিও আছে। দেখার আমন্ত্রণ রইলো।
Khub sundor gochano video ar kotha. 😊
অনেক অনেক ধন্যবাদ প্রশংসার জন্য 🙂
khubsundor paragon hotel 😊
vlog tao valolaglo 😮
অনেক ধন্যবাদ প্রশংসার জন্য 🙂
চমৎকার লাগলো! ❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে
ওয়েলকাম ভাই 🥰
আপনাকেও ধন্যবাদ প্রশংসা করার জন্য।
As always.. great content. Wholesome and inspiring.
Thank you Bhaiya for your inspiration & kind words ❤️
গ্ৰান্ড সুলতান রিছোট নাম্বার ১
আপনি সম্ভবত আমার পয়েন্ট অফ ভিউ অর্থাৎ আমি কি বুঝাতে চেয়েছি, সেটা বুঝতে পারেননি।
I'm coming in December insha'Allah
InShaAllah. Hope you'll like it.
@@vromonwala December e gele valo hoy??
@@HabibaAkter-jg4mf তখন শীত থাকবে বেশ। শ্রীমঙ্গলে কুয়াশা মাখা শীত অন্যরকম সুন্দর।
Swimming Pool ta just wow 😮
হ্যা ওদের সুইমিংপুল টা আসলেই জোস 👍
@@vromonwalabhaiya gari parking ache
হ্যা পার্কিং আছে। বুকিং এর সময় গাড়ি পার্কিং এর ব্যাপারে বলে রাখবেন।
Chole ashlam prio shohor r prio apnar notification peye
ধন্যবাদ ভাইয়া। এভাবেই আশাকরি পাশে থাকবেন 🥰
😍🤩🥰🥰🥰
🥰🥰❤️❤️🥰🥰
দারুন লাগলো, তবে, রেস্টুরেন্টের খাবার মুল্য কেমন বাজেট এর এটা জানানো দরকার ছিলো।
ধন্যবাদ। শ্রীমঙ্গলের এভারেজ রেস্টুরেন্টগুলোর চেয়ে চামুং এ খাবার খরচ একটু বেশি। একে আপার মিড রেঞ্জের রেস্টুরেন্ট বলতে পারেন।
@@vromonwala ধন্যবাদ।
ওয়েলকাম ব্রাদার
Ei resort er ashpase khaber kono bangla hotel ache? Thakle seta kotodure? Kivabe jawa jabe? Jader budget kom tara khete parbe?? Ar bairer food allowed vitore??
এই রিসোর্টের ঠিক একটু সামনেই একটা রেস্টুরেন্ট আছে- "চামুং রেস্টুরেন্ট"। এদের খাবার বেশ মজার। আর ২/১ টা রেস্টুরেন্ট আছে গ্রান্ড সুলতানের সামনে, যেখানে যেতে ৮/১০ মিনিট লাগবে। আর প্যারাগনে বাইরের খাবার এলাউড না। ধন্যবাদ মন্তব্যের জন্য।
শ্রীমঙ্গল যাওয়ার ইচ্ছেটা বেড়ে গেলো ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে যাওয়ার প্ল্যান আছে ❤
এই হোটেল বুকিং করার প্রক্রিয়া টা যদি একটু বলতেন ভালো হতো মানে আগে থেকে বুক করা লাগবে নাকি সরাসরি রিসিপশন এ কথা নলে বুক করতে পারব 🤍🥰
অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। ঘুরে আসেন। আশাকরি ভালো লাগবে 🥰
যাওয়ার আগে বুকিং করে যাওয়াটাই ভালো। বুকিং নম্বর 01325-099966
@@vromonwala ধন্যবাদ ভাই 🤍🌸
ওয়েলকাম ভাই 🙂
Baiya na theke ghure asha jabe na?
না থেকে প্যারাগনের রেস্টুরেন্টে খেতে গিয়ে ঘুরে আসতে পারেন
@vromonwala Jodi na khai just gurrar jonno duka jabe?? Baiya dukto amount koto porbo 1 jon??
এখানে কোন একাউন্ট দিয়ে ঢোকার ব্যবস্থা নেই। তবে গিয়ে দেখতে পারেন। কথা বলে হয়তো এমনিতেই কোন এমাউন্ট ছাড়াই যেতে দিতে পারে।
5 adult 2 baby der jonno family room aksate pawa jabe.roomvara koto porbe.janaben plz.
ওদের কানেক্টিং রুম আছে। ২ বেডের কানেক্টিং রুম নিলে ৪ জন এডাল্ট আর ২ জন বেবি থাকতে পারবেন। সাথে ১ টা এক্সট্রা বেড নিলে আরও ১ জন এডাল্ট থাকতে পারবেন।
Resturant gula ki resort er vitore?
না বাইরে। তবে রিসোর্টের কাছাকাছিই এই রেস্টুরেন্ট গুলো।
camera?
Device: One Plus 9 Pro
আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম
Dhaka theke sreemongol er train ticket online e kivabe kata jabe?
প্লে স্টোর থেকে Rail Sheba এ্যাপ ডাউনলোড করে রেজিষ্ট্রেশন করে খুব সহজেই ট্রেনের টিকেট কাটতে পারবেন। তবে চেষ্টা করবেন যাত্রা করার ঠিক ১০ দিন আগে যখন টিকেট ছাড়বে, তখনই কেটে ফেলতে। নাহয় টিকেট নাও পেতে পারেন।
@@vromonwala thanks vaiya.
R jaoya ashar ticket ki eksathei kata jay?
হ্যা যায়। তবে যে ডেটে যাত্রা করবেন তার ১০ দিন আগে অগ্রিম টিকেট ছাড়া হয়।
ভাইয়া একদিনের জন্য নেওয়া যাবে যেমন ধরেন সকালে গেলাম সন্ধ্যার আগে চলে আসলাম
কত টাকা লাগতে পারে জানালে একটু উপকার হত ভাইয়া ❤
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। সম্ভবত হাফ ডে রুম ভাড়া দেয়ার ব্যবস্থা নেই। আপনি ওদের বুকিং নম্বরে যোগাযোগ করতে পারেন। চাইলে রুম না নিয়ে ওদের ডাইনিং এ খেতেও যেতে পারেন। তখন চাইলে ঘুরে দেখতে পারবেন।
@@vromonwalaনাম্বার টা কই পাব ভাই
@@rubelahmed9419 +8801325099950
Room vara kto?
ওদের বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। ভিডিওতে রুম ভাড়ার ব্যাপারে বিস্তারিত বলেছি।
ভাই খাবার টাকা কি এস্টা দেওয়া লাগে নাকি ভাই
ব্যুফে ব্রেকিফাস্ট রুম ভাড়ার সাথে ইনক্লুডেড
@@vromonwala মানে খাবারে কোনও টাকা দেওয়া লাগে না মনে করেন যে দুপুরের খাবার বা রাত্রের খাবার এর কোনও টাকা লাগে না এই তথ্য টা দিবেন ভাই প্লিজ
@@rubelahmed9419 দুপুরে বা রাতে আপনাকে নিজ দায়িত্বে এখানে বা বাইরের রেস্টুরেন্টে খেতে হবে। এখানে শুধু সকালের নাস্তা কমপ্লিমেন্টারি।
@@vromonwala ধন্যবাদ বুজিয়ে বলার জন্য
@@rubelahmed9419 ওয়েলকাম 🙂
কাপল রুম কত
এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। রুমের ভাড়ার ব্যাপারে ভিডিওতে বিস্তারিত বলেছি।
প্রবেশ করতে কি টাকা লাগে 😊
এটা তো একটা হোটেল এন্ড রিসোর্ট। রুম বুকিং করলেই প্রবেশ করতে এবং থাকতে পারবেন।
Firstly sreemangal a pach vai resturent nai! Secendly sreemongal upozila, eta zila sohor noy! Emon vul kivabe koren!
আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দিয়েছি কারণ বোঝাই যাচ্ছে আপনি খুব মনোযোগ দিয়ে পুরো কন্টেন্ট টা দেখেছেন।
১. শ্রীমঙ্গলে পাঁচ ভাই রেস্টুরেন্ট আছে। আপনার অবগতির জন্য গুগল ম্যাপ লোকেশন টা দিয়ে দিচ্ছি। তবে সেখানে খেতে চলে যাবেন না। কারণ ওখানকার খাবার ভালো না।
maps.app.goo.gl/qkfppfasJpYAZqyf6
২. শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত। "জেলা শহরের একটা রেস্টুরেন্ট" বলতে মৌলভীবাজার জেলাকে বোঝাতে চেয়েছি।
আমি আশাবাদী আপনার কাছ থেকে আবার ফিরতি কমেন্ট পাবো।
Thanks
Shundor vabe bujhanor jonno
Welcome brother
আসসালামু আলাইকুম ভাই আপনার নাম্বার টা কি দেওয়া যাবে আরজেন্ট দরকার চিলও ভাই কিচু তথ্য৷ জানার চিলও ভাই
ওয়ালাইকুম আসসালাম ভাই।
আপনি আমার পেইজে নক করে কি জানতে চাচ্ছেন জানাতে পারেন।
facebook.com/vromonwala2021?mibextid=ZbWKwL
@@vromonwala ভাইয়া এসএমএস দিচি চেক করেন ভাইয়া
@@rubelahmed9419 আচ্ছা
Chole esesi
Welcome Apu 🙂
replay me
Hello
ভাই এই রিসট এর নাম্বার টা দিন
প্যারাগন হোটেল 01325-099966