BAYWATCH Cox’s Bazar 🌊🏖️| বেওয়াচ হোটেল কক্সবাজার | Most Luxurious 5 Star Hotel in Cox’s Bazar |
HTML-код
- Опубликовано: 18 ноя 2024
- #coxsbazar #কক্সবাজার #baywatch_coxsbazar #বেওয়াচ #বেওয়াচ_কক্সবাজার #baywatch #baywatch_hotel #army_welfare_trust #anchor_resort #baywatch_resort #বেওয়াচ_হোটেল #বেওয়াচ_রিসোর্ট #baywatch_hotel_coxsbazar #baywatch_resort_coxsbazar #বেওয়াচ_হোটেল_কক্সবাজার #বেওয়াচ_রিসোর্ট_কক্সবাজার
#cozsbazar_new_hotel #coxsbazar_best_hotel #coxsbazar_best_resort #কক্সবাজারের_নতুন_হোটেল #কক্সবাজারের_সেরা_হোটেল #anchor_eco_resort #parjatak_express #coxsbazar_train #wave_inani #পর্যটক_এক্সপ্রেস #কক্সবাজার_ট্রেন #dhakatocoxsbazar #inani_cheap_resort #ocean_kitchen #baywatchhotel #baywatchresort #baywatchcoxsbazar #oceankitchen #inani #inani_hotel #coxsbazarhotel #coxsbazar_hotel #coxsbazar_luxury_hotel #coxsbazar_resort #coxsbazarresort #coxsbazar_five_star #fivestarcoxsbazar #five_star_hotel_coxsbazar #dera_coxsbazar #ডেরা_কক্সবাজার #sea_pearl_coxsbazar #সী_পার্ল #সি_পার্ল #কক্সবাজার_লাক্সারি_হোটেল #best_hotel_coxsbazar #himchori #besthotelcoxsbazar #inani #patuartek #হিমছড়ি #ইনানীতে_কম_বাজেটে_রিসোর্ট #ইনানি #ইনানী #পাটুয়ারটেক #the_wave #the_wave_resort #wave_kitchen #wave_kitchen_restaurant #wave_kichen_restaurant #ওয়েভ_কিচেন #ওয়েভ_রিসোর্ট #bestresortincoxsbazar #best_resort_in_coxsbazar #beachviewhotel #coxsbazar_best_hotel #coxsbazar_new_hotel #coxsbazar_new_fivestar #coxsbazar_new_resort #coxsbazar_hotel_price
#best_hotel_in_coxsbazar #beachview #beachview_resort_coxsbazar #বীচভিউ #বীচভিউ_রিসোর্ট #ইকো_রিসোর্ট #eco_resort #farakka #ফারাক্কা #কক্সবাজার_হোটেল #কক্সবাজার_রিসোর্ট #সমুদ্র #সাগর #kolatoli #laboni_point #কলাতলী #লাবনী_পয়েন্ট #আর্মি_রিসোর্ট #army_resort #sea_food #coxsbazar_restaurant #coxsbazar_food #coxsbazarhotel #coxsbazarresort #beachhotel #beach_resort #বীচভিউ_হোটেল_কক্সবাজার #কক্সবাজারের_সেরা_হোটেল #বীচের_কাছে
#কক্সবাজারের_সেরা_রিসোর্ট #বাজেট_হোটেল #seaview #sea_view #sea_view_hotel #sea_view_room #sea_view_resort #কক্সবাজার_হোটেল #কক্সবাজার_রিসোর্ট #ramadahotel #ramada_hotel #ramada_coxsbazar #ramadacoxsbazar #sayemanhotel #sayeman_beach_resort #sayeman_coxsbazar #sayeman_hotel #sayeman_heritage #baywatch_army_resort #baywatch_resort_room_price #baywatch_hotel_room_price #coxsbazar2024 #coxsbazar_tour
🏖️ Cox’s Bazar 2024 Series- 2nd Episode (দ্বিতীয় পর্ব):
🌊Green Nature Resort & Suites
কক্সবাজারে এই মূহুর্তে সবচেয়ে কিউট রিসোর্টটার নাম- গ্রীন ন্যাচার। সদ্য চালু হওয়া এই লাক্সারি রিসোর্টে কেমন ছিলো আমার অভিজ্ঞতা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি কক্সবাজার ২০২৪ সিরিজের দ্বিতীয় পর্বে।
Full Video: • Green Nature Resort an...
🏖️ Cox’s Bazar 2024 Series- 3rd Episode (তৃতীয় পর্ব):
🌊SSK Umree Hotel & Resort
কক্সবাজারে এই মূহুর্তে বীচের সবচেয়ে কাছের নতুন লাক্সারিয়াস হোটেলের নাম- সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি রিসোর্ট। হোটেল থেকে পা বাড়ালেই সমুদ্র। একদম লাবনী বীচ ঘেঁষে গড়ে ওঠা এই ব্রান্ড নিউ হোটেলে কেমন ছিলো আমার অভিজ্ঞতা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি কক্সবাজার ২০২৪ সিরিজের তৃতীয় পর্বে।
Full Video: • কক্সবাজারে বীচের সবচেয়...
🏖️ Cox’s Bazar 2024 Series- 2nd Episode (দ্বিতীয় পর্ব):
🌊Green Nature Resort & Suites
কক্সবাজারে এই মূহুর্তে সবচেয়ে কিউট রিসোর্টটার নাম- গ্রীন ন্যাচার। সদ্য চালু হওয়া এই লাক্সারি রিসোর্টে কেমন ছিলো আমার অভিজ্ঞতা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি কক্সবাজার ২০২৪ সিরিজের দ্বিতীয় পর্বে।
Full Video: ruclips.net/video/878UeJpG0qs/видео.html
🏖️ Cox’s Bazar 2024 Series- 3rd Episode (তৃতীয় পর্ব):
🌊SSK Umree Hotel & Resort
কক্সবাজারে এই মূহুর্তে বীচের সবচেয়ে কাছের নতুন লাক্সারিয়াস হোটেলের নাম- সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি রিসোর্ট। হোটেল থেকে পা বাড়ালেই সমুদ্র। একদম লাবনী বীচ ঘেঁষে গড়ে ওঠা এই ব্রান্ড নিউ হোটেলে কেমন ছিলো আমার অভিজ্ঞতা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি কক্সবাজার ২০২৪ সিরিজের তৃতীয় পর্বে।
Full Video: ruclips.net/video/L3VdAsx4TVU/видео.html
উপস্থাপনা অনেক সুন্দর। সাবস্ক্রাইব করলাম
অনেক অনেক ধন্যবাদ প্রশংসার জন্য 💖
বাংলাদেশ এ একটা হুজুগ হোটেল খুললেই আকাশ ছোঁয়া দাম মনে হয় সাজিয়ে রাখার জন্য খুলছে ।থাইল্যান্ড এ এরকম একটা হোটেল ভাড়া যেকোন মানুষের আয়ত্তের মধ্যেই তারাত পারলে আকাশ ছোঁয়া দাম রাখতে পারে ।বাংলাদেশ এ মনে হয় সব খরচ একবারই তুলে ফেলতে হবে তাই অফ সিজনেও অর্ধেক দাম বলে সেই দাম এ রাখে ।বলে লাভ নেই জানি !!!তার পর ও বললাম।
আপনার কথার সাথে আমি একদম একমত। তবে এখানে আরেকটা ব্যাপার আছে। সমমানের অন্যান্য হোটেল বা রিসোর্টগুলো যে রেট ফিক্সড করেছে, নতুন কোন হোটেল খুললে সেটার রেট টা যদি ওরকম না রাখে, তাহলে মানুষ মনে করে এটা বোধহয় ওই মানের হোটেল না। পুরোপুরি একটা সাইকোলজিক্যাল ব্যাপার। কক্সবাজারে অন্যান্য অনেক টপ র্যাংকড হোটেল আছে যেগুলোর সুযোগ সুবিধা নতুন চালু হওয়া এই বেওয়াচের চেয়ে কম অথচ রুম ভাড়া সমমানের।
কক্সবাজার যাই সমুদ্র দেখতে, দামী হোটেলেই যদি থাকতে হয় তাহলে ঢাকায় অনেক আছে!!
@@Islam-v8f9b এটা একান্তই যার যার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা এবং সামর্থের উপর নির্ভর করে ভাইয়া। আমার পয়েন্ট অব ভিউ এর সাথে আপনার মিলতেই হবে এমন কোন কথা নেই।
সমুদ্র তো এমনিতেই সুন্দর। সেই সমুদ্র যদি বীচে গিয়ে দেখার পাশাপাশি, রুম থেকে বা রুমের ব্যালকনি থেকে কিংবা ডাইনিং এ খেতে খেতেও দেখা যায়, সেটা আমার আরও বেশি ভালো লাগে।
@@Islam-v8f9byes Dhaka has many 5 star 🌟 luxurious hotels available for example: Radisson, intercontinental with oasis but you won’t find the perfectness of sea beach 🏖️ like cox bazar with its miles & miles of Golden Sand & hotels & motels facing the vast ocean one side & other side is mountain ⛰️
You're absolutely right. You can see such view only in Cox’s Bazar. Mind blowing & mind refreshing as well 🥰
অনেক ট্রাভেল ভ্লগ দেখেছি কিন্তু আপনার প্রেজেন্টেশনটা কনো জানি একটু অন্য ধাচের মনে হলো🙂 that is good❤
অনেক অনেক ধন্যবাদ প্রশংসার জন্য ভাই। আপনার মন্তব্য নিশ্চিতভাবেই আমাকে অনুপ্রেরণা দেবে 🥰
মাশা-আল্লাহ! অনেক সুন্দর ভিডিও তৈরি করেছেন এবং উপস্থাপন ছিলো আরো সুন্দর।
অনেক অনেক ধন্যবাদ ভাই অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য 🥰
খুবই চমৎকার আপনার ভিডিওটা এবং সাথে আপনার ধারা বর্ণনা 👍
অনেক অনেক ধন্যবাদ ভাই প্রশংসার জন্য 🥰
So beautiful videos,most enjoyable,I like this very much.
Go on.....best of luck,
Subscribe done.
Thank you so much ❤️
I will upload the new episode very soon. Hope you like it.
ভাইয়া অসাধারণ একটা ভিডিও করেছেন ধন্যবাদ। ❤❤❤
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 🥰
আপনার উপস্থাপনা খুব ভালো মনোমুগ্ধ কর। এক কথায় ভালো লাগার মত❤️
অনেক অনেক ধন্যবাদ ভাই প্রশংসার জন্য 🥰
Nice to see beautiful modern luxurious 5 star 🌟 hotels 🏨 springing up in cox bazar in fast 💨 space. Hopefully more of this kind of hotels & motels coming up soon. 🇧🇩❤🇬🇧👍👍👍
It is really great that Cox's Bazar tourism is changing. New hotels & resorts are being built with luxurious & tourist friendly facilities. Thank you so much for your comment 🥰
ভাই খুব ভাল লাগল। এখানে হোটেল ১০০০ থেকে ২০০০০ এর মধ্যে পাওয়া যায়। যে যেখানে সামর্থ্য অনুযায়ী থাকবেন। সমস্যা নেই।।ভ্রমণ মানুষের সুস্থতায় অগ্রগামী করে।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য। সবারই নিজের সামর্থ্য অনুযায়ী ভ্রমণ করা উচিত। ভ্রমণ আসলেই মনকে সতেজ রাখে ❤️
Camera shoot Awesome 🤩
Khub valo laglo.
অনেক অনেক ধন্যবাদ ভাই 🥰
Khub valo legeche Baywatch ❤
হ্যা আসলেই খুব ভালো লেগেছে 🥰
Wao ! Nice hotel and nice presentation. But price is little bit high.
Thank you so much ❤️
It’s really nice and yes the price is on the higher side. In fact the price range of other similar standard hotels in Cox's Bazar are more or less the same.
অনেক বেশি মিস করি জায়গাটা,,, এইটা আগে ৬ রুমের হোটেল ছিলো যেইটা বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড পরিচালনা করছে,,,, পরবর্তীতে এইটা হওয়ায় আগেরটা ভেংগে ফেলা হয়েছে,,,, তবে নাম আগেরটাই রয়েছে,,, সামনের ভিউ নারিকেল গাছ গুলো হ্যালিপেড নৌকা সব কিছুতেই কম বেশি আমার হাতের ছোয়া আছে,,খুব মিস করি জায়গাটা🥺🥺
খুব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে এবং আমি সম্মানিত বোধ করছি। নিশ্চিতভাবেই এই নতুন বেওয়াচ কক্সবাজারের ট্যুরিজমে দারুণ ভূমিকা রাখবে। আপনাকে ধন্যবাদ 🥰
@@vromonwala আপনাকেও অনেক বেশি ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে সকল কিছু উপস্থাপন করার জন্য❤️
ওয়েলকাম ভাই। আপনার প্রশংসা নিশ্চিতভাবেই আমাকে অনুপ্রেরণা যোগাবে।
আমার বাড়ির কাছেই। মাশাল্লাহ অনেক সুন্দর ❤❤❤
ধন্যবাদ। হ্যা আসলেই দারুণ 🙂
Darun! Ek mash ageo dekhe ashlam incomplete... Ekhn dekhi onk kaaj complete! 😮
হ্যা এইতো সপ্তাহ দুয়েক হলো ওপেন করেছে। আসলেই দারুণ। নেক্সট টাইম কক্সবাজার গেলে অবশ্যই ঘুরে আসবেন 🙂
In sha allah jabo
ঘুরে আসেন একবার সময় সুযোগ করে। খুব ভালো লাগবে।
Sea Pearl Beach Resort and spa Cox's Bazar one of the largest beach resort in Bangladesh previously called Royal Tulip
I went to Sea Pearl 2 times and had some good memories over there.
Beautiful narration
Thank you so much 😊
মাসাআল্লাহ ভিডিও দেখে অসাধারন ভালে লেগেছে।
ভাই আপনি অনেক সৌখিন মানুষ অনেক জায়গায় ভ্রমণ করেছেন এবং করছেন ভালো লাগে দেখে। একটা কথা জানতে ইচ্ছে করছে আপনি কি সরকারি চাকরি করেন নাকি বেসরকারি চাকরি করেন।
ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ভাই প্রশংসার জন্য এবং অনুপ্রেরণা দেয়ার জন্য। আমি একটা বেসরকারি ব্যাংকে জব করছি। দোয়া করবেন আমার জন্য।
আসছিলাম অনেক সুন্দর
হ্যা আসলেই খুব সুন্দর
অসাধারণ ভিডিও দেখলাম
অনেক অনেক ধন্যবাদ।
so cute I love it
It’s really cute 🙂
কক্সবাজারের সেরা হোটেল
হ্যা এই মূহুর্তে এটাই কক্সবাজারের সেরা হোটেল
Good 👍
Thank you 🙂
Nice ❤
Thank you. It’s really nice 🥰
Very nice
Thank you so much. It’s really nice.
মাশাআল্লাহ
জাযাকাল্লাহ খাইরান
Video presentation is good.but too much background music.very disturbing.
Thank you so much for your valuable feedback. I'll keep this on my mind for the next time.
@@vromonwala thanks.in the future please include more information in your video.its make your video more valuable.never give up.
Thank you so much once again
nice❤
Thank you. It’s really nice.
subscribe kore dilam. খুব সুন্দর উপস্থাপন। এগিয়ে যান।
অনেক অনেক ধন্যবাদ অনুপ্রেরণা দেয়ার জন্য 🥰
Nice Video
Thank you so much 🥰
Onek wait kortesilam j kon hotel janar jonno
খুব বেশি দিন আপেক্ষায় রাখিনি তাহলে...🙂
Wow ❤
🥰🥰🥰
Bhaiya Baywatch onek shundur
ধন্যবাদ ভাই। হ্যা খুব ভালো লেগেছে আমার 🙂
Thank you so much
You're welcome 🙂
Awesome
Thank you so much 🥰
Vai trust me , nobody can beat sayeman
এই কথাটাই আমার সবসনয় মনে হতো। আমিও সায়মনের হিউজ ফ্যান। ফ্যান হিসেবেই বলছি, বিট করবে কি করবে না সেই তর্কে যাচ্ছি না। কিন্তু বেওয়াচ নিশ্চিতভাবেই সায়মনের স্ট্রং কম্পিটিটর হতে যাচ্ছে।
❤❤❤
🥰🥰🥰
আমার সবচেয়ে চেয়ে বেশি প্রিয় একটি জায়গা কক্সবাজারের মধ্যে
হ্যা। আসলেই খুব সুন্দর। আমরাও আমাদের এবারের কক্সবাজার ট্রিপটা দারুণ উপভোগ করেছি।
Nice presentation.
What camera gear u use ?
Subscriber korlam
Thank you so much 🙂
I am using only One Plus 9 Pro for shoots.
khub bhalo laglo content ta......thik jototuku dorkar oto tukui diyechen.........................lunch er venue tao ki baywatch er naki alada?
অনেক ধন্যবাদ ভাই 🥰
না ওশেন কিচেন টা বেওয়াচের না। বেওয়াচ থেকে বের হলেই হাতের ঠিক বামেই এই রেস্টুরেন্টটা।
Bhaiya kagrachri akta vlog den please
খাগড়াছড়িতে অনেকবার গিয়েছি। কিন্তু কন্টেন্ট বানানো হয়নি। ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য। খুব দ্রুতই খাগড়াছড়ি নিয়ে ভ্লগ বানাবো ইনশাআল্লাহ 🥰
ফ্রী থেকে খেয়ে অন্যের গুনো গান করতে মজাই আলাদা।
প্রায়ই একটা বিশেষ শ্রেণীর মানুষের সাথে আমার পরিচয় হয়। এরা জীবনে তেমন কিছু করতে পারেনি এবং অন্যকে দেখে এরা সবসময় নেগেটিভিটি ছড়াতে ব্যস্ত থাকে। অথচ নেগেটিভিটি ছড়াতে ব্যস্ত না থেকে নিজের লাইফ, ক্যারিয়ার এসবের প্রতি সিরিয়াস হলে, তাদের কিন্তু জীবনে লুজার হতে হতো না। আর জীবনে লুজার না হয়ে যদি তারা সফল হতো তাহলে তাদের কখনই অন্যের ভিডিও দেখে মনে হতো না ফ্রি থেকে খেয়ে এসেছি।
আমাকে কেন ফ্রি থাকতে দিবে, ফ্রি খেতে দিবে- এই সাধারণ ব্যাপারটাই বোঝার মতো ন্যুনতম মেধা এদের নেই। নিজের গাটের পয়সা খরচ করে ঘুরে বেড়াই বলেই উচ্চ স্বরে কথাগুলো বললাম। এটা অবশ্যই অহংকার নয়, একে বলে সেল্ফ কনফিডেন্স। নিজের প্রতি এই কনফিডেন্সটা আনুন। দেখবেন জীবন সুন্দর। আপনার দ্রুত আরোগ্য কামনা করি।
ঢাকা হবে মেট্রো রেল এর শহর---❤❤❤
হ্যা
Really good place but price so hi
Agreed. Expensive and beautiful.
শ্যামলী এন আর এর রাতের স্লীপার বাসের টিকিট কোথা হতে কেটেছেন। এই বাস ঢাকায় কোন কোন কাউন্টার হতে ছাড়ে?
আমি টিকেট কেটেছি পান্থপথ কাউন্টার থেকে। পান্থপথ ছাড়াও ফকিরাপুল, আরামবাগ থেকেও ছাড়ে।
royal tulip
রয়েল টিউলিপটাও দারুণ।
🎉❤🎉
🥰🥰🥰
ভাই আপনারা যে রুমটা ছিলেন বাচ্চা নিয়ে কয়জন থাকা যেতে পারে। জানাবেন প্লিজ।
প্রতি রুমে ২ জন এডাল্ট এবং ১ জন বাচ্চা থাকতে পারবে। আমি একটা এক্সট্রা বেড নিয়েছিলাম যেটা রাতে ঘুমানোর আগে দিতে বলেছিলাম।
❤❤❤😊😊😊
🥰🥰🥰
Hotel Ramada Coxsbazar Best.
এটা আসলে যার যার ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে
🎉
😀
হোটেল দেখলে হবে না তাদের ম্যানেজমেন্ট ভালো না তাদের ফুট কোয়ালিটি ভালো না তাদের পরিচালনাও ভালো না কারণ তারা অল্পতে সবকিছু চায় তাদের স্যালারি স্কেল খুবই কম যেটা একটা ফাইভ স্টার মানের হোটেলের সাথে যায় না
স্যালারির ব্যাপারে জানা নেই। আমি গেস্ট হিসেবে থেকেছি। আমার হোটেলের মান, সার্ভিস, ফুড কোয়ালিটি সবকিছুই ভালো লেগেছে। কোন সমস্যা চোখে পড়েনি।
আপনি ভাই বড়লোক 13000 দিয়ে থাকতে পারেন এরচেয়ে ভালো হোটেল চার-পাঁচ হাজার টাকা দিয়ে পাওয়া যায় ওই সমস্ত হোটেলের ভিডিও দেন
আমার কক্সবাজার নিয়ে করা লাস্ট ভিডিওতেই চার পাঁচ হাজার টাকার একটা দারুণ বীচ ভিউ হোটেলে থাকার অভিজ্ঞতা নিয়ে বলেছি। আপনি সম্ভবত মিস করেছেন।
চার-পাঁচ হাজার টাকার হোটেল একরকম, তের হাজার টাকার হোটেল আরেকরকম। দু'টোর ক্যাটাগরি সম্পূর্ণ ভিন্ন।
আর এসব ছোট ইস্যুতে বড়লোক-গরীব বিভাজন কেন টানেন? সবাই সবার নিজের সদিচ্ছা, সামর্থ্য অনুযায়ী থাকবে, ঘুরবে। এটাই তো স্বাভাবিক।
Not 360 degree, it's will be 180 degrees from swimming pool.
You are absolutely spot on
Nice and informative vlog. Pls. let me know the cost of auto rent from Dolphin to Baywatch.
Thank you so much. Auto rent was 500tk from Dolphin Mor to Baywatch.
@@vromonwala Thanks
@@md.kamrujjaman5672 welcome 🙂
ভিডিওর পাশাপাশি খরচ এর কথা উল্লেখ করলে ভালো হইতো
ধন্যবাদ। ভিডিওতে রুম ভাড়ার ব্যাপারে বলেছি। আর খাবার খরচের ব্যাপারে ইচ্ছা করেই বলিনি। কারণ খাওয়ার খরচটা আসলে পুরোপুরি নির্ভর করে মেন্যু, কতোজন খাচ্ছেন এবং কোথায় খাচ্ছেন তার উপরে।
রুম শুধু ১৩০০০ হাজার টাকা, সাথে কিছু ফ্রি নেই
রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সন্ধ্যায় রুফটপ রেষ্টুরেন্ট স্কাই লাউঞ্জে কমপ্লিমেন্টারি মকটেল, সুইমিংপুল এক্সেস আর প্রাইভেট বীচে কমপ্লিমেন্টারি কিট কট চেয়ার এক্সেস ছিলো।
যেখানে খাবার খাইলেন তার লোকেশন টা আর খাবার দাম কেমন সেটাও উল্লেখ করা লাগতো
দুপুরে খেতে গিয়েছিলাম বেওয়াচের ঠিক বাইরেই অবস্থিত ওশেন কিচেন রেস্টুরেন্টে। আর রাতে খেতে গিয়েছিলাম বেওয়াচ থেকে আধা কিলোমিটার দূরে ওয়েভ কিচেন রেস্টুরেন্টে। ৩/৪ রকম আইটেম দিয়ে খেলে খাবার খরচ জনপ্রতি ৩৫০-৪০০ টাকার মধ্যে হয়ে যাবে। খাবার খরচ টা আসলে নির্ভর করে কতোজন খাচ্ছেন এবং কি কি খাচ্ছেন তার উপরে।
Vai,,,ai hotel e ki bar er bebosta ache??? Janaben plz❤
হ্যা বার আছে ভাই। বারে মকটেল, জুস, চা, কফি, সফট ড্রিংক্স পাওয়া যায়।
ইনশাআল্লাহ আজকে যাবো এই হোটেলে উঠবো।যদিও ওয়েদার খারাপ, আল্লাহ ভরসা।
আল্লাহ ভরসা। সুযোগ পেলে আপডেট জানাবেন প্লিজ।
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে আসা করি
🙂
DO THEY HAVE AIRPORT PICK-UP AND DROP-OFF?
Currently they don't have airport pick-drop service.
sundor , list e rekhesilam. Allah tala hukum krle jabo
ইনশাআল্লাহ। ঘুরে আসেন একবার সময় সুযোগ করে। আশাকরি ভালো লাগবে।
লবিতে যে মাছ গুলা আছে ঐ গুলা কোথায় থেকে ওনারা কিনছে?
তার একটা ইনফরমেশন চাই
ভাই কঠিন একটা প্রশ্ন করেছেন। এবং এখন আমারও এই প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা করছে। 🫡
Bay watch er fb group link ta deya jabe?
অবশ্যই।
facebook.com/baywatchcox?mibextid=ZbWKwL
এই হোটেলে ২ দিন থাকতে গেলে টোটাল কস্ট কেমন হবে সেটা বললে ভালো হতো🙂
আমরা যে রুম টায় ছিলাম সেটার প্রতিদিনের ভাড়া ডিসকাউন্টের পর ১৩০০০ টাকা।
লাবনী পয়েন্ট থেকে কতটুকু দুরে
এটা ইনানীর কাছে
Kolatoli/Dolphin Mor to Baywatch, how much is the Auto Fare?
Approximately 500tk
১৩০০০ টাকা রোম কয়টি ও কি কি সুবিদা আছে।আমার লাগবে ২ রোম
একটি রুম।
রুমের সাথে যেসব কমপ্লিমেন্টারি সুবিধা পাওয়া যায় ভিডিওতে সেসবের ব্যাপারে বিস্তারিত বলেছি।
ওয়েভ কিচেন এর লোকেশন পেলাম না গুগল ম্যাপে। বেওয়াচ থেকে এটা কোনদিকে?
বেওয়াচ থেকে পাটুয়ারটেকের দিকে মাত্র ৫ মিনিট অটোতে গেলেই ওয়েভ কিচেন পেয়ে যাবেন। গুগল ম্যাপে The Wave Resorts Ltd. লিখলেই পাবেন।
Bay Lounge no need live show is better the DJ
সমুদ্রের পাশে এতো সুন্দর পরিবেশে সফট লাইভ মিউজিক না শুনতে চেয়ে ডিজে চাচ্ছেন???!!!
জি ভাইয়া। শুনতে চাইতেই পারে 😐
location ta valo kore ullek kora lagto
ধন্যবাদ। লোকেশনের ব্যাপারে বলেছি ভিডিওতে। বেওয়াচ ইনানী বীচ পেরিয়ে ১ কিলোমিটার সামনেই অবস্থিত।
রেস্টুরেন্টের খাবার খরচের একটা হিসাব দিয়েন ভাই
আমরা দুপুরে খেতে গিয়েছিলাম বেওয়াচের ঠিক পাশেই অবস্থিত ওশেন কিচেনে। আর রাতে খেতে গিয়েছিলাম ৭/৮ মিনিট দূরত্বে অবস্থিত ওয়েভ কিচেনে। কোনটার খরচের ব্যাপারে জানতে চাচ্ছেন ভাই?
@@vromonwala
বেওয়াচ এর খাবার দাবার এর দাম কেমন আর আপনারা যে ২টো রেস্টুরেন্টে খেয়েছেন সেই দুটোর খরচ কেমন??
বেওয়াচ এ খাবার দাবার বেশ এক্সপেন্সিভ। আমরা বেওয়াচে সন্ধ্যায় হালকা স্ন্যাক্স আর চা-কফি খেয়েছিলাম। আর যে দু'টো রেস্টুরেন্টে দুপুরে আর রাতে খেয়েছিলাম সেগুলোর খাবার খুব ভালো। খাবারের খরচও সহনীয়।
সুইমিং পুলে মহিলাদের কাপড়ের রেস্ট্রিকশন আছে? বিশেষ করে পর্দা করে যারা তাদের?
পর্দানশীল হোক। কোন সমস্যা নেই। তবে সুইমিংপুলে সিনথেটিক জাতীয় কাপড় পরে যেতে বলা হয়।
Check in & Check out time koyta vaia?
চেক ইন টাইম দুপুর দুইটায়
চেক আউট দুপুর বারোটায়
Family member 5 jon hole ak sathe thakar bebostha ase naki
সেক্ষেত্রে ২ টা রুম নিতে হবে। বেওয়াচে কানেক্টিং রুমের অপশন আছে।
মেরিন ড্রাইভ রোডের এক পাস নাকি বিক্রি করে দিছে?
কে বিক্রি করলো? কার কাছে করলো? 🤔
সমুদ্রের পাড়ের এই জায়গাটার মালিকানা কার? এখানকার জমি ব্যক্তিমালিকানাধীন হওয়ার কথা নয়।
এটা বহু বছর আগে থেকেই বাংলাদেশ আর্মির প্রপার্টি। আগে এখানে তাঁদের একটা ছোট রেস্ট হাউজ ছিলো। এখন এই হোটেলটা করা হয়েছে।
সবচেয়ে কম রেটের রুম রেন্ট কত এখানে?
সুপেরিয়র ডিলাক্স হিল ভিউ ক্যাটাগরির রুম রেন্ট সবচেয়ে কম। ডিসকাউন্টের পর ওই রুমগুলোর ভাড়া ১০০০০ টাকা।
এই ভারা কি পার ডে ১০০০০ টাকা নাকি@@vromonwala
হ্যা ভাই প্রতিদিনের ভাড়া কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং অন্যান্য ফ্যাসিলিটি সহ।
Eta j bd setay vule gelam vidro dekhar somoy
আসলেই দারুণ। বোঝাই যায় আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ভিন্নরকম কিছু করার প্রচেষ্টা ছিলো ❤️
Bay watch er fb group link ta deya jabe?
অবশ্যই।
facebook.com/baywatchcox?mibextid=ZbWKwL
ভারা কত? Single room/double room non ac?
দুঃখিত বেওয়াচে নন এসি বা সিংগেল রুম নেই।
আমি হোটেল বুকিং দিতে চাই যোগাযোগ করবো কি ভাবে,,
রিজার্ভেশন নম্বর: +8809666800100
Is Bay lounge open for all or only for inhouse guests?
Bay Lounge is open for all.
@@vromonwala Thanks
@@shakilahmednaz7864 welcome 🙂
Eta ki private swimming pool?
প্রাইভেট বলতে কি বুঝাচ্ছেন?
বেওয়াচ হোটেলের নিজস্ব দুইটা সুইমিংপুল আছে।
@@vromonwalaprivate bolte onno guest rao thakbe naki swimming pool e
@@Kingboss-mw4wc অবশ্যই। হোটেলের বাকি রুমের গেস্টরাও থাকতে পারে।
Vai koto number room cilan jodi boltan book korta sobida Hoito
আমরা ৮ম তলায় ৮০১ নম্বর রুমে ছিলাম।
Apni booking kivabe korechilen?
ওদের রিজার্ভেশন নম্বরে কল করে বুকিং করেছিলাম।
Baywatch mean Pamela Anderson.
HaHaHa. Childhood Crush 😁
Pool e time ki unlimited
আমরা যখন গিয়েছি আনলিমিটেড টাইমের জন্যই সুইমিংপুল এক্সেস ছিলো। নতুন বলেই হয়তো এমন সুযোগ ছিলো। সামনে একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকবে।
এখানে সর্বনিম্ন কত টাকায় থাকা যাবে।
১০হাজার থেকে শুরু
Vhi ei hotel a daily jai,
বাহ দারুণ তো 🙂
ভাইয়া এই বাস কোথায় থেকে যায়?
এটা শ্যামলী এন আর স্লিপার কোচ। গাবতলী, পান্থপথ, ফকিরাপুল হয়ে কক্সবাজার যায়।
2nd hotel hotel tar name ki ?
Green Nature Resort & Suites
Full Video: ruclips.net/video/878UeJpG0qs/видео.html
কক্সবাজারে এতো কিছু হয় কিন্তু Radisson হোটেল টি ফেলে রাখা হয়েছে কেন ?????
বিভিন্ন সমস্যার কারণে ওটার কাজ অনেক দিন ধরেই বন্ধ। ব্যাপারটা আসলেই দুঃখজনক।
Room er bed eto choto keno?
রুমের বেড গুলো স্ট্যান্ডার্ড কিং সাইজের ডাবল বেড। ভিডিওতে হয়তো ছোট মনে হচ্ছে।
Best infinity pool in Sayeman Not bay Watch thanks
সায়মনে ৩/৪ বার থেকেছি। ওদের ইনফিনিটি পুলটাই আমার এতোদিন সবচেয়ে প্রিয় ছিলো। ভিডিওতেও সে কথা বলেছি।
Sohorer bhitore hole valo hoto
শহরের ভিতরে বীচের পাশে এতো বড় স্ট্রাকচার করার মতো জায়গা নেই। বরং শহরের বাইরে হওয়ায় নিরিবিলি পরিবেশটা উপভোগ করেছি।
Outside much better especially in cox bazar where 155 km. (96 miles of golden beaches & within there’s vast of pristine virgin beaches available for locals & foreign tourists to enjoy not only the the sun ☀️ but the ocean & peaceful environment. My question why ? u need an 5 star 🌟 luxurious hotel in dense & surroundings by concrete & people, u won’t be enjoying because millions of people breathing down ur necks. 😂😂😂
কক্সবাজার একটা মায়ার নাম। কিছুদিন আগেই টেকনাফ জিরো পয়েন্ট থেকে কক্সবাজার কলাতলী পর্যন্ত বীচ ধরে পায়ে হেঁটে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। যেখানে রাত হয়েছে সমুদ্রের পাশেই ক্যাম্পিং করেছি, জেলে পল্লীতে খাবার খেয়েছি, ফিশিং বোটে করে মাঝ সমুদ্র ঘুরে বেড়িয়েছি, একশ বছরে একবার দেখা যায় এমন বিরল বায়োলুমেনসেন্স দেখেছি। মোট কথা, কক্সবাজার যে কতোটা সুন্দর সেটা আমার চেয়ে ভালো আর কে-ই বা জানে 😁
তবে বছরে কক্সবাজার যাই ৫/৬ বার। আমার একেক বারের ট্রিপের ধরণ এবং কারণ ভিন্ন থাকে। কখনও বীচ হাইকিং করতে, কখনও নির্জন কোন দ্বীপে ক্যাম্পিং করতে, আবার কখনও ফ্যামিলি নিয়ে বীচ ভিউ কোন হোটেল বা রিসোর্টে রিল্যাক্স ট্রিপে যাই। এবারের ট্রিপটা তেমনই একটা ফ্যামিলি ট্রিপ ছিলো। আশাকরি আপনাকে বোঝাতে পেরেছি।
আমার Teknaf to Cox’s Bazar 100km Beach Hiking ট্রিপের একটা ট্রেলার এই চ্যানেলে দেয়া আছে। আপনার সুবিধার জন্য লিংক দিয়ে দিলাম।
ruclips.net/video/oJiVAyOGHuM/видео.html
Shorer bahire hotel r moddhei thakte hoy
Jeta sohorer moddhe korte hoy na
একদম যথার্থই বলেছেন। শহরের একটু বাইরে নিরিবিলি থাকার মজাই অন্যরকম। মানুষের কোলাহল যেমন থাকেনা, তেমনি বীচও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
Roim vhara koto
ভিডিওতে রুম ভাড়ার ব্যাপারে বলেছি।
Kon chor banaisa aita?
army🤣
সবকিছু চোর বানায় না ভাইয়া। এই প্রপার্টিটা বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটা প্রয়াস।
ভাই এই হোটেলে ২ রাত থাকতে কত টাকা খরচ হবে peas bolban
❤
ভাই আমরা যখন গিয়েছিলাম তখন ডিসকাউন্টের পর প্রতি রাতের জন্য এখানকার সর্বনিম্ন রুম ভাড়া ছিলো দশ হাজার টাকা।
বাস ভাড়া কত ?
শ্যামলী এন আর স্লিপার কোচ বাস ভাড়া ২০০০ টাকা।
ekhon ki jawa safe hbe vaia?
কক্সবাজারের পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘুরে আসতে পারেন।