Kono Akdin Amay Tumi Khujbe || কোনো একদিন আমায় তুমি খুঁজবে || Munia Moon || Bangla New Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 808

  • @afzalhossain4472
    @afzalhossain4472 Год назад +20

    ধন্যবাদ মুনিয়া, আমার প্রিয় হৃদয় স্পর্শী গানটি উপহার দেয়ার জন্য। গানটি শুনে আমার হৃদয়ে বয়ে গেল এক পশলা বরফ শীতল ঘূর্ণিঝড়!

  • @abdulkarim8318
    @abdulkarim8318 2 года назад +14

    গানটি শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না।। কন্ঠ অসাধারণ অসাধারণ ধন্যবাদ ।।

  • @SHneel
    @SHneel 2 года назад +12

    আহা... কি চমৎকার কণ্ঠ !!!হৃদয়ের মাঝখানে... স্নিগ্ধ মনমুগ্ধকর কন্ঠ আর গানের দোলায় .... অঝোর ধারায় বৃষ্টি বয়ে যায়🌷 👌

  • @MDTamim-id5lo
    @MDTamim-id5lo Год назад +25

    এক আকাশ শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া..!
    হাজার মানুষের ভিড়ে তুমি এক অদ্ভুত মায়া..!!

  • @juichowdhury7332
    @juichowdhury7332 2 года назад +13

    মনের মতো হয়ছে গানটা । ভালো লাগলো 🥰

  • @khokomoni4433
    @khokomoni4433 2 года назад +467

    বেইমান মানুষ গুলো সব সময় ভালোই থাকে তারা কোন দিন সেই মানুষ টাকে কখনো খুজঁবে না যে মানুষটা তাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিল 😭😭😭😭

    • @abdulkhaleque8999
      @abdulkhaleque8999 2 года назад +6

      Ri8

    • @mr_tube456
      @mr_tube456 2 года назад +3

      Yes

    • @taslimalima9728
      @taslimalima9728 2 года назад +21

      আপনি আমার মনের কথা বলেছে।১৩ বছর সংসারে দুটো সন্তানসহ যে ব্যক্তি পরনারীর জন্য ভুলে যায় সে কি এই পবিত্র ভালবাসা বুঝবে?

    • @fayezurrahman8611
      @fayezurrahman8611 2 года назад +2

      Amino tai bimor hoiea bose roibo

    • @protivabarai103
      @protivabarai103 2 года назад +1

      ঠিক বলছেন

  • @md.nuralam5298
    @md.nuralam5298 2 года назад +131

    প্রেমিকা জিজ্ঞেস করলো,,
    -আচ্ছা অন্য কারো সাথে আমার বিয়ে
    হয়ে গেলে কি করবে ?
    -ভুলে যাবো,, ছেলেটা উত্তর দিলো।
    ছেলেটার উত্তর শুনে
    মেয়েটি রাগে অন্যদিকে মুখ ঘোরালো।
    ছেলেটি আবার বলল,,
    -তুমিও আমাকে ভুলে যাবে,সবচেয়ে বড় কথা
    l
    আমি যত দ্রুত তোমাকে ভুলে যাবো,
    তার চেয়েও বেশি দ্রুত
    তুমি আমাকে ভুলে যাবে,,
    -কিরকম? প্রেমিকা প্রশ্ন করলো।
    ছেলেটি বলতে শুরু করল,,
    "মনে করো বিয়ের প্রথম তিনদিন তুমি
    একধরনের ঘোরের মধ্যে থাকবে ।
    শরীরে গয়নার ভার, মুখে মেকআপ এর
    প্রলেপ,
    চারেদিক থেকে ক্যামেরার ফ্লাশ,,
    মানুষের ভিড়,,
    তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে
    পারবে না।
    'আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে
    হয়ত কোন বন্ধুর সাথে
    উল্টাপাল্টা কিছু খেয়ে পরে থাকবো l
    আরএকটুপর পর তোমাকে হৃদয়হীনা বলে
    গালিদিব,
    আবার পরক্ষনেই পুরাতন স্মৃতির কথা
    মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদবো।
    "বিয়ের পরের দিন তোমারআরো ব্যস্ত সময়
    কাটবে।
    স্বামী আর মিস্টির প্যাকেট, এই দুটো
    হাতে নিয়ে
    তুমি বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় ঘুরে
    বেড়াবে।
    আমার কথা তখন তোমার হঠাৎ হঠাৎ
    মনেহবে।
    এই যেমন স্বামীর হাত ধরার সময়,
    এক সাথে রিকসায় চড়ার সময়।
    'আর আমি তখন ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াব,,
    আর বন্ধুদের বলব বুঝলি দোস্ত,
    জীবনে প্রেম ভালোবাসা কিছুই নাই,,
    সবধোয়া,, সব বুংগা,বুংগা।
    "পরের একমাসে তুমি হানিমুনে যাবে ,
    নতুন বাসা পাবে , শপিং , ম্যাচিং , শত
    প্লান,
    আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া।
    তখন তুমি বিরাট সুখে ,,
    হঠাৎ আমার কথা মনে হলে ভাববে ,
    আমার সাথে বিয়ে না হয়ে বোধহয় ভালই
    হয়েছে।
    'আমি ততদিনে বাপ, মা, বন্ধু
    কিংবা বড় ভাইয়ের ঝাড়ি খেয়ে
    মোটামোটি সোজা হয়ে গিয়েছি।
    ঠিক করেছি কিছু একটা কাজ পেতে হবে,,
    তোমার চেয়ে একটা সুন্দরী মেয়ে বিয়ে
    করে
    তোমাকে দেখিয়ে দিতে হবে।
    সবাইকে বলব , তোমাকে ভুলে গেছি।
    কিন্তু তখনও মাঝরাতে তোমার এসএমএস
    গুলো
    বের করে পরবো আর দীর্ঘশ্বাস ছাড়ব ।
    "পরের দুই বছর পর তুমি আর কোন প্রেমিকা,
    কিংবা
    নতুন বউ নেই। মা হয়ে গিয়েছো,,
    পুরাতন প্রেমিকের স্মৃতি , স্বামীর
    আহ্লাদ,
    এসবের চেয়েও বাচ্চার ডায়াপার,
    হামেরটিকা এসব নিয়ে বেশি চিন্তিত।
    অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে
    মোটামুটি পারমানেন্টলি ডিলিট হয়ে
    যাবো।
    'এদিকে আমিও একটা কাজ পেয়েছি,,
    বিয়ের কথা চলছে। মেয়েও পছন্দ হয়েছে।
    আমি এখন ভীষণ ব্যাস্ত।
    এবার সত্যিই আমি তোমাকে ভুলে
    গিয়েছি।
    শুধু রাস্তা ঘাটে কোন কাপল দেখলে
    তোমার কথা মনে পড়বে ।
    কিন্তু তখন আর দীর্ঘশ্বাসও আসেবে না। ,,,,
    -
    -
    এতদূর পর্যন্ত বলার পর ছেলেটি দেখল
    প্রেমিকা ছলছল চোখ নিয়ে
    ছেলেটির দিকে তাকিয়ে আছে।
    মুখে কোন কথা নেই। ছেলেটি ও চুপচাপ।
    একটু পর প্রেমিকা বললো,,
    "তবে কি সেখানেই সব শেষ??
    ছেলেটি বলল, "না।
    কোন এক মন খারাপের রাতে
    তোমার স্বামী নাক ডেকে ঘুমুবে।
    আমার বউও ব্যস্ত থাকবে নিজের
    ঘুমরাজ্যে।
    শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবেনা,
    সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশ্বদে
    কাঁদাবে।
    ভগবান ব্যাতিত যে কান্নার কথা কেউ
    জানতে পারবে না।

    • @NurNobi-fn4hi
      @NurNobi-fn4hi 2 года назад +4

      আপনি এত আবেগ দিয়ে কথা গুলো লিখেছেন বারবার পড়তে মন চায়

    • @hawaakter4517
      @hawaakter4517 2 года назад +1

      #beatly #beatlyapp

    • @MdMonir-hc3cs
      @MdMonir-hc3cs Год назад +3

      কথা গুলো আমার জিবনের সাথে মিলে গেছে.
      তার পরেও ভালো থাকুক আমার ভালোবাসা S+ M

    • @abdulkhater6927
      @abdulkhater6927 Год назад

      @@MdMonir-hc3cs আমার জীবনের সাতে মিলেছে

    • @lakyakter7655
      @lakyakter7655 Год назад

      Asadharan kotha mon chuye dilo

  • @abuabdullah9968
    @abuabdullah9968 10 месяцев назад +1

    হাজার সপ্ন ছিল তোমাকে নিয়ে কিন্তু 😢😢 অবহেলা করে গেলে

  • @RonjitdasRonjit-q1v
    @RonjitdasRonjit-q1v 4 месяца назад +1

    বোন তোমার জন্য আশীর্বাদ করি সৃষ্টিকর্তার কাছে তুমি যেন হাজারো ভক্তের মাঝে বেঁচে থাকবে

  • @mdjamalahamed9304
    @mdjamalahamed9304 Месяц назад +3

    আলহামদুলিল্লাহ এখন আমার সবই আছে কিন্তু একজনকে না পাওয়ার কষ্ট সবার মনের অজান্তে আমার মনের মধ্যে বয়ে যাচ্ছে। কাউকে বলতে পারিনা।

  • @MarzinaRahmanMoni-x8p
    @MarzinaRahmanMoni-x8p Год назад +3

    গানের মাঝে একটা অন্য জগতে যেন হারিয়ে যায় মন,,, খুবই সুন্দর হইছে ❤❤

    • @SalmanMia-ur1tw
      @SalmanMia-ur1tw 7 месяцев назад

      ধন্যবাদ এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য আপু ❤😢😢

  • @sharinahmed6271
    @sharinahmed6271 2 года назад +43

    অনেক অনেক দোয়া রইলো বোনটা আমার,,আল্লাহ তোমার কন্ঠে যে সুর ঢেলে দিয়েছেন,, এই সুরের যত্ন নিও বোন,, ভালবাসা অভিরাম 😍😍

    • @taniaakter7804
      @taniaakter7804 2 года назад

      ধন্যবাদ আপু অনেক ভালো লাগলো তোমার গান,

    • @yousufsoudar2408
      @yousufsoudar2408 2 года назад

      @@taniaakter7804 দদদদদ

    • @yousufsoudar2408
      @yousufsoudar2408 2 года назад

      @@taniaakter7804 দদদদদদ

    • @yousufsoudar2408
      @yousufsoudar2408 2 года назад +1

      @@taniaakter7804 ধ

    • @maloydutta7006
      @maloydutta7006 2 года назад

      @@yousufsoudar2408 এই সব গানের কথা ও সুর মনের ভেতর অস্থিরতা বাড়িয়ে তোলে

  • @Shamim_hasan_official
    @Shamim_hasan_official 2 года назад +80

    এখন বাজে রাত ৩ঃ১৯মিনিট এখন আপু তোমার গান বাসার বেলকনিতে বসে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবতেছি সে কি থেকে গেলে পারত না আমার হয়ে কিন্তু আমি জানি সে আজ অন্য কাউকে বিয়ে করে হ্যাপি 😭

    • @mr_tube456
      @mr_tube456 2 года назад +5

      Yo

    • @mdtvrahman3430
      @mdtvrahman3430 2 года назад +8

      ভাইরে নিজের মুখের ভাষা হারাইয়া ফালাইছি
      কি লিখব

    • @sharminjahan2221
      @sharminjahan2221 2 года назад

      বেইমান যারা তারা থাকতে পারতো কিন্তু ওরা ইচ্ছে করেই থাকে না

    • @soniyakhatun4981
      @soniyakhatun4981 2 года назад

      Vai beimander Mon akta hoina oder Mon hajar ta hoy tai to Tara ak ak Mon niye ak ak joner kache jay

    • @shadhinbabu5399
      @shadhinbabu5399 2 года назад +8

      সময় টা ছিল তাহাজ্জুদ আদায় এর আল্লাহ আপনাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়েছিলেন কিন্তু আপনি ইচ্ছে করে মিস করছেন

  • @SalmanMia-ur1tw
    @SalmanMia-ur1tw 7 месяцев назад +1

    ধন্যবাদ এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য আপু ❤😢😢

  • @duduhaldar
    @duduhaldar 28 дней назад +1

    যে মানুষের কাছে তার রাগ অভিমানটাই বড় তার আপনজনের মন বোঝার মতন সময় নেই সেই ভালো থাকে

  • @towhidulislam3805
    @towhidulislam3805 Год назад +26

    মানুষ কে অল্পতে বিশ্বাস করে,, শেষ পর্যন্ত নিজেকে কষ্ট পেতে হয়.!💔🥀

  • @m.a.hsajeebkhan8283
    @m.a.hsajeebkhan8283 Год назад +2

    অনেক অনেক আবেগ দিয়ে গানটা গেয়েছেন। গানের মাঝে খুজে পাই আমরা হাজারো মানুষ মানসিক শান্তি। সবাই হারিয়ে যায় রেখে যায় শুধু কিছু সুন্দর মূহুর্তের স্মৃতি। সেই সুন্দর মূহুর্তের কথা মনে করেই সুখী অথবা দুঃখি হই আমরা সকলে।💔 ভালো থাকুক হারিয়ে যাওয়া মানুষ গুলো,,,!!

  • @mddelwerhossen6481
    @mddelwerhossen6481 2 года назад +4

    মনমুগ্ধ কর,,,,,, খুব ভালো লাগছে,,,, কলিজার মধ্যে কম্পণ সৃষ্টি হয়েছে,,,,, গানটি

  • @mdmasud7463
    @mdmasud7463 2 года назад +44

    এই গানটা আমি প্রথম যেদিন শুনেছিলাম, পাগলের মত কেঁদেছি,মন ছুয়ে যাওয়া গান

  • @sojibgaming1235
    @sojibgaming1235 2 года назад +11

    আমার জীবনের সব কথা গুলো এই গানে তুলে ধরেছো আপু তুমাকে অনেক ধ্যান বাদ জানাই

  • @bijoylakshmichowdhury8810
    @bijoylakshmichowdhury8810 9 месяцев назад +8

    কয় জন প্রকৃত ভালো বাসা বুঝে
    খুব সুন্দর গান টি ধন্য বাদ বোন

  • @hujaifaashafreen6132
    @hujaifaashafreen6132 2 года назад +8

    আমি এক বেইমানকে ভালোবাসতাম ২৬বছর দরে আমার জীবনের চেয়ে ও বেশি কিন্তু সে আমার সাথে বেইমানি করেছে অন্য কাউকে বিয়ে করে । সুখের ঘর বাদছে দোয়া করি তার জন্য সুখেই থাক.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @redwanulkarimemon8086
    @redwanulkarimemon8086 22 дня назад

    নিয়তির কারনে আমি আমার ভালবাসার মানুষটিকে সারাজীবনের জন্য হারিয়ে ফেলেছি।দুয়া করি সে যেন সবসময় সুখে থাকে। ❤

  • @apnoraktarreshma1944
    @apnoraktarreshma1944 2 года назад +8

    গান টা শুনে আজ খুব কাঁদলাম,,,,, সে এখন আমার খুঁজ নিতে চায়,,,,কিন্তু কোনো লাভ নাই,,,,আমি যে অন্যের হয়ে গেছি

  • @santimoymukherjee7257
    @santimoymukherjee7257 2 года назад +19

    অসাধারণ গেয়েছেন , মন প্রাণ ভরে গেল ।

  • @nathmamota4219
    @nathmamota4219 11 месяцев назад +1

    যেমন গান তেমনি গানের গলা মনমুগ্ধকর কন্ঠ ভীষণ সুন্দর কষ্টে পেটে যাচ্ছে বুকটা 😂😂😂😂😂😂

  • @gaziShohag-qs3hf
    @gaziShohag-qs3hf 3 месяца назад

    আমার প্রিয় মানুষটা আজ এই গানটা আমায় শেয়ার করেছে
    যদিও আমি ও অনেক ভালোবাসি ❤

  • @nazmonnahar2137
    @nazmonnahar2137 2 года назад +3

    আমি বার বার শুনি এই গানটি, জানিনা কেন এতো ভালো লাগে, সারা দিন শুনি, যখন সময় পাই তখনি শুনি। ভালোবাসা কি জিনিস কখনো পাইনি।

  • @nainadoll6497
    @nainadoll6497 2 года назад +7

    গানটা শোনে মনের অজান্তেই চোখে পানি চলে আসছে😥😥😥

  • @manatoshmuhuri8884
    @manatoshmuhuri8884 5 месяцев назад

    সারাটা রাত পেরিয়ে ভোর হল তবুও শোনার সাধ মিটলো না।❤❤❤❤❤

  • @hasantarek50
    @hasantarek50 2 года назад +23

    সে হারিয়ে গেলেও এতটাই ভালোবাসা দিয়ে গেছে যে আজো তারেই ভুলতে পারলাম না, নতুন করে শুরুও করতে পারিনা ।
    অনেক সুন্দর অভিনয় করছো প্রিয়

  • @rajupahan8097
    @rajupahan8097 Год назад +3

    কষ্টে ভরা মন থাকলে গানটি বার বার শুনতে মন চাইবে।এই গানটি শুনলে হয়তো কারো মনের কষ্ট কমে যাবে বা কারোর মনের কষ্ট বেড়েও যাবে।😭😭😭😭

  • @AkashAkash-nw9zh
    @AkashAkash-nw9zh 2 года назад +7

    আমার সবচেয়ে পছন্দের একটি গান

  • @mdakram-ys9gb
    @mdakram-ys9gb 7 месяцев назад +8

    তোমাকে হয়তো পাওয়া হলে এত সুন্দর গানটা শুনা হতো না.......
    মালায়েশিয়া থেকে শুনলাম 6./6/ 2024

  • @selinaislam712
    @selinaislam712 Год назад +1

    Ami ajo or jonno bose aci aye dunia te na pai pore r dunia te pabo toh aye leka ta reke gelam akdin chole jabo leka ta toh thakbe.....?

  • @mdriyazulislamjibon2792
    @mdriyazulislamjibon2792 2 года назад +6

    জানিনা গানটি শুনতে গেলে মনের অজান্তেই চোখে জল এসে যায়
    অনেক ভালো লাগে গানটি
    হারিয়ে যাওয়া মানুষটির কথা মনে পড়ে যায়

  • @md.gulbadansarker5908
    @md.gulbadansarker5908 Год назад +1

    অসাধারণ গায়কি। এগিয়ে যাওয়ার প্রত্যাশা রাখছি। অনেক অনেক দোয়া ও আশীর্বাদ তোমার জন্য।

  • @ContentElephant-ny3sk
    @ContentElephant-ny3sk 4 месяца назад +1

    এই গানটি শুনলে মনে পড়েযায় আমার হারিয়ে মানুষ টিরকথা হৃদয়ে আরো ব্যথিত হয়ে যায়।

  • @jannatulferdous3737
    @jannatulferdous3737 5 месяцев назад

    ভালো মামুষের ভালোবাসার মূল্য কেউ দেয় না😭😭😭

  • @RaniSultana-ui8qb
    @RaniSultana-ui8qb Год назад +2

    গান টা শুনে খুব কষ্ট হচ্ছে হয়তো বেশিদিন নাই চলে জাবো ওপারে এই কমেন্ট টা করে গেলাম 😢

  • @SanzidaYesmin-jt3fv
    @SanzidaYesmin-jt3fv 6 месяцев назад +1

    যারা ভালোবাসা নামে অভিনয় করে বেইমানি করে তারা তো কখনো কাউকে ভালোবাসে না তারা শুধু অভিনয় করে যায় আর বেইমানরা স্বার্থ ছাড়া কখনো খুঁজে না😢

  • @MisMuslima-lx3rl
    @MisMuslima-lx3rl 7 месяцев назад

    চমৎকার হয়েছে অসাধারণ হারিয়ে দিন শেষে খুঁজে কি লাভ

  • @shafiakhatun3451
    @shafiakhatun3451 2 года назад +12

    বেইমান মানুষগুলো সব সময় ভালো থাকে তারা কখনো কষ্ট পায় না আর পিছন দিকে ফিরেও তাকায় না তারা শুধু কাঁদাতেই জানে ভালবাসার মর্যাদা তাদের কাছে পাওয়া যায় না

  • @MdRaz-jd8cj
    @MdRaz-jd8cj 8 месяцев назад +3

    এখনকার সময়ে এই গানটা সব থেকে ভালো গেয়েছন এই শিল্পী

  • @ArifIslam-kp6st
    @ArifIslam-kp6st 2 года назад +2

    ❤❤ খুবই ভালো লাগলো ঠিক আমার মনের কথা আছেগানটাতে

  • @sinthiyakhanofficial2800
    @sinthiyakhanofficial2800 11 месяцев назад +1

    মামুনি আমার খুব পছন্দের গান খুব ভালো লাগলো❤

  • @jibonmia517
    @jibonmia517 2 года назад +8

    আমার বাল্যকালের পছন্দের একটা গান।

  • @rajinabegum9529
    @rajinabegum9529 2 года назад +13

    আমি আমার জীবনের প্রথম একজনকে অনেক ভালোবাসতাম বা এখনো বাসি কিন্তু সে আমার ভালোবাসার কনো মুল‍্য দেয়নি

  • @SritiAkter-n8u
    @SritiAkter-n8u Год назад +1

    বলা মতো কোন ভাষা নেই,, চখের পানি দেখেও হেসেছিলো,,,

  • @mdsohan3569
    @mdsohan3569 2 года назад +61

    পৃথিবীতে রিয়েল ভালোবাসার কোন দাম নাই যারা টাইম পাস করে বা লুচ্চামির জন্য ভালোবাসা করে তারাই জিতে এ পৃথিবীতে।

  • @BilaKis-w8v
    @BilaKis-w8v 2 месяца назад

    অনেক সুন্দর হয়েছে 👍
    ধন্যবাদ 😢😢😢

  • @AbulKashem-uh7ml
    @AbulKashem-uh7ml 3 месяца назад +1

    Good night,, ✨✨✨🥀🌹💞✨🇧🇩.,, mashaallah ,, alhamdulillah amin,,, 1000.,, nice,, very very nice,, amazing,, amazing emotional music,, beautiful ,, amazing beautiful and very very nice singing,, amazing emotion ,, very very nice expreation,, excellent,, outstanding performens,, thank you so much,, thanks my love,, love you,, love my dear lovely ruposhi sonar rajkonna pakhi singer,, munia moon,, love my lovely sonar konna moon,, love,,, 1000.,,, ✨✨✨✨✨🌼💛💚🥀🌹💞✨✨🌼💛💚🥀🌹💞✨✨🌼💛💚🥀🌹💞✨✨🌼💛💚🥀🌹💞✨✨🌼💛💚🥀🌹💞✨✨🌼💛💚🥀🌹💞✨✨✨🇧🇩

    • @AbulKashem-uh7ml
      @AbulKashem-uh7ml 3 месяца назад +1

      Good evening,, ✨✨🤍🥀🌹💞✨🇧🇩.,, nice,, nice and very good,, voice also good,, god bless you,, amazing ,, amazing lovely singing,, amazing emotion,, very nice expreation,, excellent performens,, thank you so much,, love you,, love my lovely sonar konna moon,, 1000.,,, ✨✨✨🤍🥀🌹💞✨🇧🇩

  • @mdmunsurali7705
    @mdmunsurali7705 2 года назад +4

    দিনে একবার হলেও আমি গানটা শুনি

  • @swapankumarroy2329
    @swapankumarroy2329 Год назад

    তোমার এই গানের মধ্যেই অনেক কিছুই আছে, বলার কোন ভাষা নেই! ধন্যবাদ

  • @mdhalal3884
    @mdhalal3884 Год назад +1

    আমার প্রিয় আমায় কোন দিন খুজবেনা কারণ এখন তার আমাকে নেই কোন ভালো থাকুক বেইমান হেলাল 🥲🥲🥲🥲🥲🥲👍🌹🌹

    • @Riya-vv3ld
      @Riya-vv3ld 9 месяцев назад +1

      হুম

    • @Riya-vv3ld
      @Riya-vv3ld 9 месяцев назад +1

      😢😢😢

    • @Riya-vv3ld
      @Riya-vv3ld 9 месяцев назад +1

      ভালো থেকো

  • @simaakhter2292
    @simaakhter2292 4 месяца назад

    অসাধারণ একটা গান❤❤😢😢😢

  • @sajminurrahman352
    @sajminurrahman352 2 года назад +3

    Outstanding performance...

  • @rupaacharjee7633
    @rupaacharjee7633 2 года назад +1

    কলিজার লাগলো আপু গানটা,,ফিল করতেছি মুহুতটা🥺🥺

  • @sankarnath6025
    @sankarnath6025 Год назад +1

    গানটা মনের ভিতর থেকে গেয়েছেন আপু, তাই গানের সাথে সাথে আমার মন ও হারিয়ে গেছে পু্রনো দিনের স্মৃতিতে।
    অসংখ্য ধন্যবাদ

  • @MdRahat-of2kq
    @MdRahat-of2kq 4 месяца назад

    কোন ভাষা নেই। ধন্যবাদ

  • @shamimbhuiyan7640
    @shamimbhuiyan7640 2 года назад +6

    অসাধারণ প্রতিভা লুকিয়ে আছে অনেক অনেক দুয়া ও আর্শীবাদ রইল বোন তুমার জন্য

  • @sarminjahan2712
    @sarminjahan2712 2 года назад +23

    ২০৫০ সালের জন্য এই গান টা আমাদের প্রজন্মরা দেখবে আর বুঝতে পারবে এইটা শুধু গান ছিলনা,,,হাজার মনের আবেগ।

    • @MuniaMoonOfficial
      @MuniaMoonOfficial  2 года назад +1

      Thanks

    • @marufalmamun7352
      @marufalmamun7352 2 года назад +1

      @@MuniaMoonOfficial আপনার গান আমার অনেক ভালো লাগে,আমি আমার নিজের কথাও সুর একটা গান আপনাকে দিতে চাই, নিবেন।

  • @abulkalam9105
    @abulkalam9105 3 месяца назад

    এ গান সকল বয়সের লোককে যৌবনে নিয়ে য়ায়।যার ভিতর নূন্যতম ভালোবাসা রযেছে সে গানটিকে অব্যশই ভালোবাসবে।বিশেশ করে প্রবাসিরা এর মর্মহাড়ে হাড়ে অনুভব করে থাকে।

  • @LaboniKhatun-j6t
    @LaboniKhatun-j6t Месяц назад

    Gotokal theke 50 bar sunechi tobu o aro suntechi Mon chuye jai koto suni

  • @rabeyaakther8609
    @rabeyaakther8609 Год назад

    রাত 4.25 তোমার গানটা শুনলাম

  • @reza.rz890
    @reza.rz890 4 года назад +5

    ভাল হইছে। মোহাম্মদ ইব্রাহিম এর অন্য গান গুলোও চেষ্টা করতে পারো। Best of luck.

  • @alimkhan5867
    @alimkhan5867 Год назад +15

    মানুষ যদি মানুষের অবস্থানকে ভালো না বেসে মানুষের অন্তর সত্তাকে ভালো বাসতো তবে কেউ কোন দিন কাউকে ভালো বেসে ছেড়ে চলে যেতে পারতোনা!!!

  • @noorajam3860
    @noorajam3860 Год назад +4

    আমি তাকে এত ভালোবাসতাম কিন্তু সে আমাকে কখনো বুঝলানা আমার মৃত্যুর পরেও যদি ভালবাসার সুযোগ থাকে তাহলে আমি তাকেই ভালবাসবো জানিনা সে কোনদিনও আমাকে বুঝবে কিনা কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যে ছিল

  • @alimortuza4182
    @alimortuza4182 2 месяца назад

    হৃদয় স্পর্শ করা গান। কেউ মুখে বলতে পারে। কেউ পারে না।

  • @gamingst5588
    @gamingst5588 Год назад +1

    বলার মত ভাষা নেই এত ভালো লাগে

  • @saifkabirfahad4556
    @saifkabirfahad4556 9 месяцев назад

    এক আকাশ পরিমাণ শৃন মাঝে তুমি ছিলে পৃন্যতার মায়া। হাজার কোটি মানুষের মাঝে তুমি আমার এক অদ্ভুতমায়া😂😂❤

  • @akbarailahmed2857
    @akbarailahmed2857 6 месяцев назад

    এই গান টা যত বাৰ শুনেছি আৰ আৰ আৰ শুনতে ইচ্ছে কৰে। জনাব ইব্ৰাহিম সাহেৱেৰ কণ্ঠে বিধাতা য় এতো মধু দিয়েছে।

  • @alamgirkobir4196
    @alamgirkobir4196 2 года назад +2

    মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আপু।

  • @razurahman7323
    @razurahman7323 5 месяцев назад

    চমৎকার 😊

  • @kishordas6113
    @kishordas6113 7 месяцев назад

    .সত্যি গান টি অনেক সুন্দর। আপু অনেক দরদ দিয়ে গানটি গেয়েছেন। আপনাকে ধন্যবাদ।

  • @duduhaldar
    @duduhaldar Месяц назад

    এই গানটা শুনতে শুনতে একটা কমেন্ট করে গেলাম এই গানটা যাদের ভালো লাগবে যদি কেউ এই কমেন্টের রিপ্লাই দেয় আবার সেই গানটি শুনবো

  • @canvasaddkp6259
    @canvasaddkp6259 2 года назад +3

    অসাধারণ

  • @marufaakter-vv3vw
    @marufaakter-vv3vw Год назад +2

    গানটা শুনে চোখে পানি চলে এসেছে

  • @satarabegum7877
    @satarabegum7877 Год назад +2

    গানটা শুনলে কোথায় হারিয়ে যায় নিজেও বুঝতে পারিনা।

  • @AmalMandal-d8j
    @AmalMandal-d8j Месяц назад

    Excellent ❤

  • @dilipbasak4792
    @dilipbasak4792 Год назад +1

    এই গান প্রতিদিন একবার না শুনলে ভাল লাগেনা কি অসাধারণ সুন্দর গলা

  • @mohammedraful3656
    @mohammedraful3656 Год назад +1

    রাতে যখন ঘুম আসেনা তোমার কথা মনে পরে বার বার গানটা শুনি। জানিনা কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি। এখনো ভালোবাসি তোমাকে সারাজীবন ভালোবেসে যাব।

  • @mdarisuddin2972
    @mdarisuddin2972 Год назад

    মোন এত সুন্দর গেয়েছ আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।

  • @opsadik7775
    @opsadik7775 4 месяца назад +1

    অনেক কষ্টের গান

  • @mdtarikulislamtarikul9178
    @mdtarikulislamtarikul9178 5 месяцев назад

    অসাধারণ মনমুগ্ধকর কন্ঠ

  • @Sohel.Bd027
    @Sohel.Bd027 Год назад +19

    কেউ কাউকে আর খোঁজে না, হেরে যায় মানুষ হারিয়ে যায় স্বপ্ন 😊

    • @soniyaRohoman-i7y
      @soniyaRohoman-i7y Год назад

      যার প্রয়োজন যতটুকু সে তো ততটুকুই খুঁজব 😢😢

  • @kanizfatema2356
    @kanizfatema2356 Год назад

    Monia apo r basha kothai

  • @sokinaakter7738
    @sokinaakter7738 2 месяца назад

    গানটা আমার জীবনের সাথে মিলে গেছে

  • @wahidar-rahman1094
    @wahidar-rahman1094 2 года назад +3

    মুনিয়া, তোমার চ্যানেলে ডাউনলোড এর অপশনটি রাখলেনা কেন?

  • @RajonChanda-z5n
    @RajonChanda-z5n Год назад

    আপু আপনার গান গুলো আমার অনেক ভালো লাগে আমি প্রতিদিন আপনার গান শুনি,,,আর আমাদের জগন্নাথপুর পুরে আইছিলেন আপনি,,,,,

  • @SunnySorker-o4t
    @SunnySorker-o4t Год назад

    Gan ta shune amar cokhe jol Cole ascce 😭😭😭

  • @tasfiyaislamtuya9706
    @tasfiyaislamtuya9706 2 года назад +8

    তোমাকে পেয়ে গেলে হয়তো এই গান কখনোও শুনতাম না।

  • @MdRabon-ch6gt
    @MdRabon-ch6gt Год назад

    আমার জীবনের সাথে এই গানটা মিলে গেছে থ্যাংক ইউ, বন

  • @fahimasarker5521
    @fahimasarker5521 Год назад

    ভালোবাসা কখনও হারায়না। এবং বিচ্ছেদ ই একমাত্র মেডিসিন যা ভালোবাসা (প্রকৃত ভালোবাসা)কে আজীবন বাঁচিয়ে রাখতে পারে।

  • @tahsinmahmud8573
    @tahsinmahmud8573 2 года назад +8

    সবি যেন আজ স্মৃতি।

  • @3dwoodtechnology
    @3dwoodtechnology Год назад +1

    আহারে সুর অসাধারণ

  • @shafaakter9797
    @shafaakter9797 2 года назад +1

    Ganta sunle ajo cokhe pani aisa pore😥😥

  • @mdmonirulislam4058
    @mdmonirulislam4058 2 года назад +2

    আমার সব চেয়ে পছন্দ একটা গান❤️❤️❤️

  • @MdmasudRana-kf6jr
    @MdmasudRana-kf6jr 2 года назад +11

    গানটা আমার মনের মধ্যে লেখা হয়ে আছে ।আমি দোয়া করি আল্লাহ যেন তাকে অনেক বড় করে

  • @aftabuddin7458
    @aftabuddin7458 Год назад

    অসাধারণ, অসাধারণ, অসাধারণ ।