মাশাল্লাহ বাবুল সাহেব আসলেই অনেক মেধাবী তার কথাগুলো অতি মনযোগ দিয়ে শুনলাম। বাংলাদেশের ভাল ও বংশীয় পরিবারে তার জন্ম বুঝাই যাচ্ছে। উনি আসলেই অনেক জ্ঞানী একজন মানুষ। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। ফি-আমানিল্লাহ।
আসসালামু আলাইকুম ভাই। আমেরিকায় বাংলাদেশের প্রথম ছাত্র বাবুল ভাই কে আমার সালাম। তবে বাবুল ভাই এর কাছে আমার একটা অনুরোধ।বাবুল ভাই এর বড়ো ভাইয়ের কান্না আমরা দেখেছি।ভাই এর সাথে ভাইয়ের ঝগড়া এবং মারামারি ও হবে। তারপর ও বিপদ আপদে সুখ দুঃখে এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়াবে। এটা একটা আত্মার সম্পর্ক। বাবুল ভাই আমাদের বাংলাদেশের গর্ব। আমি চাই বাবুল ভাই আপনাকে সাথে নিয়ে ফ্লোরিডায় উনার বড় ভাইয়ের বাসায় যাবেন।ছোট ভাইকে পেয়ে বড় ভাই এর যে আনন্দ অশ্রু ঝরবে সেখানে আমরাও শরিক হতে চাই। আপনার এবং ভাবির দুজনের রান্নাই অসাধারণ। কারন আপনাদের রান্না দেখে যখনই আমি রান্না করেছি Excellent হয়েছে। আপনার সাথে আমি একমত। অনেক আইটেম না করে চার পাঁচটা ভালো আইটেমই যথেষ্ট। আজ আপনাকে অন্য রকম সুন্দর লেগেছে। আর ভাবিকে সবরকম dress এ ভালো লাগে। তবে আজ কালো জামদানী dress এ খুব সুন্দর লেগেছে। বিজয় ময়না টাকে একটু দেখা গেলো খুব ভালো লাগলো। অনেক ভালো থাকবেন পরিবারের সবাই কে নিয়ে। Fiamanillah.
ভাইয়ার সাক্ষাৎকারের এরকম একটা ব্লগ তরুন প্রজন্মকে একটু সাহস যোগাবে যারা উচ্চ শিক্ষার জন্য দেশের বাহিরে যেতে চান। দেশে বসে থেকে আপনার এরকম ভিডিও দেখে সত্যি অনেক ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ ভাইজান💓💓💓
বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছি। প্লেলিস্টের লিংক দিচ্ছি। প্রথম ভিডিও গুলো সব ছাত্র জিবনের গল্প। ধন্যবাদ। ruclips.net/p/PLUl3Y68FEtydVcOzDWRTfjN1ti7jFiQ4K
নিজের রান্নার স্বাদ কিন্তু অন্যরকম uncle। বেশি আইটেমের চেয়ে কম আইটেম ভালো করে রান্না করে খাওয়ার মজাই আলাদা বলে আমি মনে করি। অনেক সুন্দর হয়েছেuncle ভিডিও। ভালো থাকবেন সবসময় 🥰🥰🥰।
Faruq bhai You don’t need to explain what other people thought about your vlogging and other activities cause the person who loves you They will never questioned your afford and at same time who doesn’t like will never trust your explanation so spread love. Don't put so much afford for explaining your self. I loved your positive energy and dua for uncle babul... What a gem of a man he is.
এমন লিজেন্ডরাইতো আমাদের অনুপ্রেরণার মহানায়ক! অনেক শ্রদ্ধা আর ভালোবাসা এই লিজেন্ড এর জন্য। স্যার এর সংগ্রামী জীবন থেকে আমাদের আছে অনেক কিছু জানার ও শেখার। সব থেকে ভালো হয় যদি এমন মহানায়কদেরকে আমাদের সামনে হাজির করেন - তবে এত কম সময়ের জন্য নয় - আরও বেশি সময়ের জন্য।। অনেক কিছু শেখার আছে আপনাদের মত মানুষের কাছ থেকে।।
আসসালামু আলাইকুম ভাই। মাশাআল্লাহ চমৎকার একজন গুনী ও পরিশ্রমী মানুষ এর সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। বাংলাদেশের একজন শিক্ষার্থী যে কিনা প্রথম আমেরিকায় পড়াশোনা করার জন্য গিয়েছেন। খুব ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
Just to let you know your guest is not first Bangali as a first student in USA .Our family members got their PhD degrees from Boston in early 1960’s.,I came in I970 from London to join my elder siblings,There were few students fled during from Bangladesh due to political situation.My father came pursue his MRCP in England in 1940’s.In U S A there are few in their eighties living still who came to get their higher educations many different states in those days.Some of them in their early nineties still living in USA and Canada.I am sure your guest one of first batch to get in in 1970’s during Bangldesh Independence.I wish you all the best for sharing your You Tube with us.From Canada with love.
বাবুল ভাইকে অনুরোধ, ফ্লোরিডায় জামান ভাই আপনাকে অনেক মিস করে। অনুগ্রহ করে অভিমান (যদি থাকে) ভূলে জামান ভাই এর সংগে যোগাযোগ নিয়মিত করবেন। আল্লাহ তায়ালা আল-ফারুক ভাই সহ আপনাদের সবার উপর রহমত বর্ষন করুন, আমিন।
ভাই আপনার ইউটিউব চ্যানেলটি আমার খুব প্রিয় । আপনার বন্দু বাবুল ভাই এর আমেরিকার স্টুডেন্ট অবস্হার জীবন কাহিনী তুলে ধরেছেন ,আমার খুব ভাল লেগেছে।আর মাসাআল্লাহ আপনার ওয়াইফ ভাবিকে অনেক অনেক সুন্দর এবং কম বয়স লাগছে।আপনাদের প্রতি দোয়া রইল ,ভাল থাকবেন আর আমাদের জন্য এ ভাবে সুন্দর সুন্দর ইউটিউব এর প্রগ্রাম বানাবেন।
ফারুক ভাই, সালাম রইল আপনার সব ভিডিও দেখবার চেষ্টা করি, এবং ভালো লাগে আপনার কথা গুলো, মালা ভাবিকে সালাম জানাবেন। তবে আজ একটা অনাধিকার আবদার করবো আর সেটা হলো আপনার ফ্লোরিডার ভিডিওতে বাবুল ভাইয়ের বড় ভাইয়ের শেষ কথাটা আশা করি আপনার মনে আছে? এই ভিডিওটা দেখবার পর মনে হলো ওনারা দু ভাই ই আপনাকে অনেক ভালোবাসে, তো দুই ভাইকে নিয়ে একসাথে ফ্লোরিডা তে একটা ভিডিও করুন এবং দু ভাইয়ের দূরত্ব টা দূর করুন।আমরাও দেখে অনেক খুশি হবো।। যদি আমার এই আবদার টা অন্যায় হয়ে যায় তো ক্ষমাসুন্দর দৃষ্টি তে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকনেন, আল্লাহ্ হাফেজ।।
uncle tomak onek onek thanks because of you emon ekjon manush k dekhte parlam .I feel so proud of him ,always Indian der dekhi ora onek age teke ei deshe pora shona korte ashe kintu ajk onak dekhe onek valo laglo and tmk o valo lage onek.
সালাম ফারুক ভাইয়া আর সুইট ভাবীকে ! খুব ভাল লাগলো পুরো ভিডিওটা দেখতে ! রান্নাগুলো দেখেও মনে হল ভীষণ মজা হয়েছে ! আমরা নরমালি সর্ষে ইলিশ করি কিংবা শুধু পিয়াজ , হলুদ , মরিচ , কাঁচা মরিচ , লবন আর সরিষার তেল দিয়ে ইলিশ রান্না করি ! মাঝে মাঝে পটল দিয়েও ইলিশের ঝোল রান্না করি ! আবার শুধু বেগুন দিয়েও ইলিশ রান্না করি কিন্তু সর্ষে ইলিশের সাথে বেগুন দিয়ে কখনো খাইনি ! অবশ্যই ট্রাই করবো রেসিপিটা ভাইয়া ! বাবুল সাহেব আর ডলি আপার ঘটনা শুনেও বেশ ভাল লাগলো ! আমার জমজ বোন নাসিমা খান শিমুলকে জানাই অসংখ্য ধন্যবাদ ! সেই আমাকে আপনার চ্যানেলটা Subscribe করতে বলেছিল বলেই আমি এটা Subscribe করেছি ! আর সেজন্যই এত Interesting video টা দেখার সৌভাগ্য হল ! অনেক অনেক ধন্যবাদ আর আন্তরিক অভিনন্দন ফারুক ভাইয়া ! ভাল থাকবেন সবাই !
Walaikum assalam. অনেক ধন্যবাদ নাসিমা খান শিমুলকে। ইলিশ মাছ শুধু লবন পানিতে সিদ্ধ করলেও খেতে অসাধারন হয়। সব কিছু দিয়েই খেতে মজা। অনেক ধন্যবাদ। দোয়া করি ভাল থাকুন। 🥰
@@AdventureTube21 আপনাকেও অনেক ধন্যবাদ ডিয়ার ফারুক ভাই ! পিলুকে সবসময় আপনার আর ফ্যামিলির কথা বলি ! কেমন করে আমরা ইউটিউব পরিবার হয়ে গেলাম ! খুব ভাল থাকবেন ভাই !
বিভিন্ন সময়ে আমেরিকার অনেক কিছুই বাংলাদেশের সাথে মিলিয়ে আপনি দেখিয়েছেন। যেমনঃ গাছপালা, বাংলাদেশী কমিউনিটি ইত্যাদি।এগুলো সবই ভালো লেগেছে। আমি আপনার মাধ্যমে সুযোগ হলে বাংলাদেশের যেসব পাখি আমেরিকায় দেখা যায় সেগুলো নিয়ে যদি একটা ভ্লগ বানাতেন অথবা আপনার পরবর্তি ভ্লগে এব্যপারে ধারণা দিতেন এমন কিছু দেখার প্রত্যাশা করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।
আমি উনাদের চিনেছি, যারা আপনাদের নিজ প্রযোজনে ব্যবহার করেছিল, কিন্তু তার বাসা পরিবর্তনের পর আর দাওয়াত বা যোগাযোগ রাখেন নি, এরাই তারা আনি ১০০% নিশ্চিত 😃 এদের বাড়ি থেকে বের করে দেন, এরা বসন্তের কোকিল- কোকিলা
First watched this Vlog on TV with my Wife. It's imperative to mention that your Vlogs continue to Inform, Educate and Entertain. Regarding, the first...none have taken so much pain to help as you have for understanding immigrating to the States. Regarding the Second... you make us understand that by yourself and through your actions that... the Best Help is Self Help. Regarding the Third... the wholesomeness of each Vlog is a Treat to Watch, therefore, entertaining... Wonderful As Always 🙏🙏🙏
আংকেল, আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগে আপনাদের ভিডিও। বাবুল আংকেলের স্ট্রাগলের গল্প শুনে ভালো লাগলো৷ নতুন দেশের (বাংলাদেশ) একজন নতুন মানুষ, যে দেশকেই তখন আমেরিকার মানুষ চিনে না, বিদেশে এসে কত কঠোর পরিশ্রম করতে হয়েছে - ভাবলেই গায়ে কাঁটা দেয়৷ উনার গল্প থেকে একটা জিনিস পরিষ্কার, তা হলো বাংলাদেশের মানুষকে আল্লাহ কোথাও ঠেকান না। ধন্যবাদ আংকেল। পুনশ্চঃ আন্টিকে অনেক সুন্দর লেগেছে।
সালাম ফারুক ভাই, খুব ইন্টারেস্টিং বাবুল ভাইয়ের জীবন কথা! তবে তুলনামূলক ভাবে আমার জীবন ছিল আরও কষ্টের। বলছি এইজন্যই যে আমেরিকার কোন কনসুলেট আমাকে ভিসা দেয় নাই। চীন থেকে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের আমেরিকান কনসুলেটে ঘুরে ঘুরে ভিসার জন্য আবেদন করেছি কিন্তু সফল হইনি কোথাও। ভিসা অফিসার দুই তিন সেকেন্ড কথা বলার পরেই পাসপোর্টে লিখে দিতেন (applied) ব্যস। সঙ্গে থাকতো একটি তারিখ। পাসপোর্টটা বেশ দাগী হয়ে যাওয়াতে আমেরিকার ভিসা পাবার আশাই ছেড়ে দিয়েছিলাম। অবশেষে দক্ষিণ আমেরিকার একটি দেশে গিয়ে টেম্পোরারি একটা পাসপোর্ট কিনে মেক্সিকো পর্যন্ত আসি। তারপর আমেরিকার একটি রাজনৈতিক মানচিত্র কিনে মেক্সিকো/আমেরিকার বর্ডারের একটা লোককে ১৫ ডলার দিয়ে রিও গ্র্যান্ড নদী সাঁতরে পার হয়ে টেক্সাসের ব্রাউন্সভিল শহরে আসি। এটাতো সবে কলির সন্ধ্যা -এর পরে আমার জীবন আরও করুণ ও দুর্দশাগ্রস্ত হয়ে উঠেছিল। আমার না ছিল একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার না ছিল কোন আইডি। খুব মনে পড়ে, একবার একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বারের জন্য দরখাস্ত করতে গিয়ে বেশ ধমক খেতে হয়েছিল অফিসের অফিসারের মুখে। "You are illegal, you have no right to be in this country" বলে ধমকে উঠেছিলেন সেই অফিসার! খুব কেঁদেছিলাম সেদিন। ইন্ডিয়ার এক গরীব চাষির ছেলে, মাধ্যমিক পাস -আমেরিকায় নিঃসঙ্গ, দুর্বল হতাশ!!
আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। স্বাধীন মাঝে মাঝে কথা বলে ওর কথাগুলো খুব সুন্দর লাগে। আপনারা ভালো থাকুন দোয়া রইল। আপনি ব্লক করার সময় অনেক কথা বলেন, কিন্তু কথাগুলো শুনতে খুবই ভালো লাগে।
মাষকলাই এর ডাল আমাদের উত্তর অঞ্চলের জনপ্রিয় খাবার। কিন্তু ঢাকায় মোহাম্মদপুরের ১০ টি দোকানে খুঁজলে ১ টি দোকানে পাওয়া যায়। মালা আপার রান্না বরাবরই সুন্দর। তবে আমাদের সিরাজগঞ্জে ইলিশ মাছের মাথা-লেজ কাঁটা দিয়ে রান্না মাষকলাই এর ডাল অনবদ্য ! এরকম একজন লেজেন্ড এর সাথে পরিচিত হতে পেরে গর্বিত হলাম। সবাই কে সালাম।
ধন্যবাদ বাবুল ভাই আপনার ছাএ জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক কিছু জানতে পারলাম। আর ভাবীর হাতের দেশিয় সব রান্না দারুণ হয়েছে 🤤🥰।ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন। 🙏❤️❤️❤️❤️❤️
আসালামওয়ালাইকম সালাম, মাশাআল্লাহ সবাইকে খুব ভালো লাগলো। আর বাবুল ভাইয়ের কথাগুলোও ভাল লাগলো । ধন্যবাদ ভাইয়া , বাংলাদেশের একজন ভালো প্রথম ছাত্র ইসএ , ওনার সাক্ষত কারার জন্য । আল্লাহ সবাইকে ভালো রাখুন ।
আসসালামুয়ালাইকুম,মামা, আপনি একজন বাংলাদেশী, বা;গালী খাবার পছন্দ, তবে, আজকে মাসকলাই ডাল আর মাছের মাথা বেশি খাওয়া হয়েছে। রান্নাগুলো চমৎকার ও লোভনীয়। আমি এই রেসিপিটি ভূলে গিয়েছিলাম, ,, অনেক টা ইচ্ছে করেই। ভালো থাকবেন। ধন্যবাদ।
এই বলে আত্মার সম্পর্ক শুধুমাত্র রক্তের বন্ধন হতে হবে সেটা নয় কারণ আত্মার সম্পর্ক তার সাথে হয় যার সাথে আপনার মনের মিল থাকে সর্বশেষ সকল প্রবাসীদের এই ধরনের সম্পর্ক করা উচিত কারণ প্রবাস জীবনে আপন বলতে কেউ থাকেনা তাই আমরা সকল প্রবাসী ভাই ভাই,,
মাশাল্লাহ বাবুল সাহেব আসলেই অনেক মেধাবী তার কথাগুলো অতি মনযোগ দিয়ে শুনলাম। বাংলাদেশের ভাল ও বংশীয় পরিবারে তার জন্ম বুঝাই যাচ্ছে। উনি আসলেই অনেক জ্ঞানী একজন মানুষ। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। ফি-আমানিল্লাহ।
Ameen. Thank you dear.
আমি একেবারেই নতুন আপনার ভিডিও দেখছি,আপনি আমার অনেক সিনিয়র হলেও কথা গুলো যুগোপযোগী। ধন্যবাদ আপনাকে, অনেক কিছু শিখতে পারি আপনার ভিডিও গুলো দেখে
Thank you dear
@@AdventureTube21 🙂
আসসালামু আলাইকুম ভাই। আমেরিকায় বাংলাদেশের প্রথম ছাত্র বাবুল ভাই কে আমার সালাম। তবে বাবুল ভাই এর কাছে আমার একটা অনুরোধ।বাবুল ভাই এর বড়ো ভাইয়ের কান্না আমরা দেখেছি।ভাই এর সাথে ভাইয়ের ঝগড়া এবং মারামারি ও হবে। তারপর ও বিপদ আপদে সুখ দুঃখে এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়াবে। এটা একটা আত্মার সম্পর্ক। বাবুল ভাই আমাদের বাংলাদেশের গর্ব। আমি চাই বাবুল ভাই আপনাকে সাথে নিয়ে ফ্লোরিডায় উনার বড় ভাইয়ের বাসায় যাবেন।ছোট ভাইকে পেয়ে বড় ভাই এর যে আনন্দ অশ্রু ঝরবে সেখানে আমরাও শরিক হতে চাই। আপনার এবং ভাবির দুজনের রান্নাই অসাধারণ। কারন আপনাদের রান্না দেখে যখনই আমি রান্না করেছি Excellent হয়েছে। আপনার সাথে আমি একমত। অনেক আইটেম না করে চার পাঁচটা ভালো আইটেমই যথেষ্ট। আজ আপনাকে অন্য রকম সুন্দর লেগেছে। আর ভাবিকে সবরকম dress এ ভালো লাগে। তবে আজ কালো জামদানী dress এ খুব সুন্দর লেগেছে। বিজয় ময়না টাকে একটু দেখা গেলো খুব ভালো লাগলো। অনেক ভালো থাকবেন পরিবারের সবাই কে নিয়ে। Fiamanillah.
Thank you dear. Jajakallah Khairan
ভাইয়ার সাক্ষাৎকারের এরকম একটা ব্লগ তরুন প্রজন্মকে একটু সাহস যোগাবে যারা উচ্চ শিক্ষার জন্য দেশের বাহিরে যেতে চান। দেশে বসে থেকে আপনার এরকম ভিডিও দেখে সত্যি অনেক ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ ভাইজান💓💓💓
My pleasure dear. Thank you 😊
স্ট্রাগল করে জীবনে সফলতা আসে- এটাই প্রমান হলো। শুনতে আনন্দ লাগলো, কোন গোপনতা নাই ছোট কাজের কথা বলার ভিতর। ধন্যবাদ সবাইকে.
Thank you 😊
Khub valo hoyeche Faruk bhai. Babu bhai er experience ta anek valo laglo. Amar pakkha theke Babu bhai ke anek dhonnabad.
Welcome dear 💕
অসাধারণ পর্ব।আংকেল আপনার শৈশব, ছাত্রজীবন নিয়ে যদি একটা ব্লগ করতেন!!!!
বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছি। প্লেলিস্টের লিংক দিচ্ছি। প্রথম ভিডিও গুলো সব ছাত্র জিবনের গল্প। ধন্যবাদ।
ruclips.net/p/PLUl3Y68FEtydVcOzDWRTfjN1ti7jFiQ4K
Very nice 👍 Respec him!!🙏
ফারুক ভাই, সালাম….ভীষণ ভালো লাগলো ওনার সম্পর্কে/ জীবন কথা জেনে! আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। ফি-আমানিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ্ হাফেজ।
Walaikum assalam. Thank you dear. May Allah bless us all.
নিজের রান্নার স্বাদ কিন্তু অন্যরকম uncle। বেশি আইটেমের চেয়ে কম আইটেম ভালো করে রান্না করে খাওয়ার মজাই আলাদা বলে আমি মনে করি। অনেক সুন্দর হয়েছেuncle ভিডিও। ভালো থাকবেন সবসময় 🥰🥰🥰।
Thank you dear
অনেক ভালো লাগলো।এরাই প্রকৃত সোনার মানুষ।
Thank you
Faruq bhai You don’t need to explain what other people thought about your vlogging and other activities cause the person who loves you They will never questioned your afford and at same time who doesn’t like will never trust your explanation so spread love. Don't put so much afford for explaining your self. I loved your positive energy and dua for uncle babul... What a gem of a man he is.
Thank you dear. Appreciate your kind words & continuing support. 🥰💕
এমন লিজেন্ডরাইতো আমাদের অনুপ্রেরণার মহানায়ক!
অনেক শ্রদ্ধা আর ভালোবাসা এই লিজেন্ড এর জন্য।
স্যার এর সংগ্রামী জীবন থেকে আমাদের আছে অনেক কিছু জানার ও শেখার।
সব থেকে ভালো হয় যদি এমন মহানায়কদেরকে আমাদের সামনে হাজির করেন - তবে এত কম সময়ের জন্য নয় - আরও বেশি সময়ের জন্য।।
অনেক কিছু শেখার আছে আপনাদের মত মানুষের কাছ থেকে।।
I will try inshallah. Thank you 😊
apnar kotha bolar style ta sei leveler sundor .ajibon amoni thakbe atai prottsa..thanks
Thank you
@@AdventureTube21 welcome
খুব ভালো লাগলে আপনাদের বড় ভাই এর জীবনের গল্প শুনে। আপনার রান্না টা ও খুব মজার ছিলো খুব ইনজয় করেছি। ধন্যবাদ।ঢাকা থেকে।
Thank you dear
This is a history. 1st Bangladeshi Student in America after independence. Thanks Babul Bhai and specially thanks to Faruk Bhai.
My pleasure dear. Thank you
জীবন্ত কিংবদন্তি কি জানিস?
This is based on assumption, not through actual data/fact check.
বাংলাদেশ থেকে আমিও দেখি আপনার ভিডিওগুলি বেশ ভালই লাগে।
Thank you
আপনার বাবুল ভাইয়ের student life এর story টা ভীষণ শিক্ষনীয় ৷ এই এপিসোডে মালা বৌদিকে just awesome লেগেছে ৷👌👌
আপনার বাড়ী টা একবার ঘুরিয়ে দেখাবেন please
Thank you 😊
আংকেল সালাম নিবেন, আপনার কথাগুলো খুবই ভালো লাগে যেন মনে হয় আপনার সাথে গল্প করছি আর ঘুরে বেরাচ্ছি।
Walaikum assalam. Thank you
সালামটা কই?
Asholei kothagulo mayabi...
Khub valo laglo. Many many thanks all of you.
My pleasure dear
Bhai, apnar video er madhhome jante parlam usa er first bd student. Amazing
Thank you
Good family. Nice vedio. Waiting for the next.
Thank you
বেশি আইটেম করা মানেই অপচয় করা, আপনার কথাগুলো অনেক ভালো লাগলো।
Thank you
আসসালামু আলাইকুম ভাই। মাশাআল্লাহ চমৎকার একজন গুনী ও পরিশ্রমী মানুষ এর সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। বাংলাদেশের একজন শিক্ষার্থী যে কিনা প্রথম আমেরিকায় পড়াশোনা করার জন্য গিয়েছেন। খুব ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
Walaikum assalam. My pleasure dear brother. Thank you. Jajakallah Khairan
Bro the way you respect everyone melts the heart. Everyone's struggle story is the key of a true smile and inspiration...
Thank you dear 🥰
Till now you are mace,vate Bangali.your originality attracted all of us.God bless you.
Thank you dear. May Allah bless us all.
Uncle,seriously u r unbelievable.
Thank you dear 🥰
চমতকার ভিডিও নিয়মিত দেখা হয়।পুরাতন ভিডিওগুলোও দেখি, ভাল লাগে।
Thank you 😊
Just to let you know your guest is not first Bangali as a first student in USA .Our family members got their PhD degrees from Boston in early 1960’s.,I came in I970 from London to join my elder siblings,There were few students fled during from Bangladesh due to political situation.My father came pursue his MRCP in England in 1940’s.In U S A there are few in their eighties living still who came to get their higher educations many different states in those days.Some of them in their early nineties still living in USA and Canada.I am sure your guest one of first batch to get in in 1970’s
during Bangldesh Independence.I wish you all the best for sharing your You Tube with us.From Canada with love.
I have a question for you. Do you know when Bangkadesh was born? Thank you.
😂5ttcc
অসাধারণ পর্ব দেখলাম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ
বাবুল ভাইকে অনুরোধ, ফ্লোরিডায় জামান ভাই আপনাকে অনেক মিস করে। অনুগ্রহ করে অভিমান (যদি থাকে) ভূলে জামান ভাই এর সংগে যোগাযোগ নিয়মিত করবেন। আল্লাহ তায়ালা আল-ফারুক ভাই সহ আপনাদের সবার উপর রহমত বর্ষন করুন, আমিন।
ঠিক কথা। আমিও এ বিষয়টা নিয়ে ভাবছিলাম।
একদম ঠিক।
আমরা চাই খুব শীঘ্রই যেন দুই ভাইয়ের দেখা হয়।
Thank you
দুই ভাইয়ের মিলন চাই,ফারুক ভাই উদ্যোগ নিলে সেটা সহসাই আমরা দেখতে পাব,শুভ কামনা রইলো সবার জন্য।
ভাই আপনার ইউটিউব চ্যানেলটি আমার খুব প্রিয় । আপনার বন্দু বাবুল ভাই এর আমেরিকার স্টুডেন্ট অবস্হার জীবন কাহিনী তুলে ধরেছেন ,আমার খুব ভাল লেগেছে।আর মাসাআল্লাহ আপনার ওয়াইফ ভাবিকে অনেক অনেক সুন্দর এবং কম বয়স লাগছে।আপনাদের প্রতি দোয়া রইল ,ভাল থাকবেন আর আমাদের জন্য এ ভাবে সুন্দর সুন্দর ইউটিউব এর প্রগ্রাম বানাবেন।
Thank you dear. Appreciate your kind words & continuing support. 💕
এই দুজন অতিথি মহোদয় আমেরিকায় বাংলাদেশের রত্ন~রতন🙏 তাদের প্রতি আমাদের গভীর ভালোবাসা ও দোয়া থাকবে সব সময়😍💯
Thank you 💕
আন্টিকে অসাধারন সুন্দর লাগছে। মাশাআল্লাহ। বাবুল আংকেলের ওয়াইফের কথা বলার স্টাইলটা অকৃত্রিম সুন্দর।
Thank you dear
ফারুক ভাই, সালাম রইল আপনার সব ভিডিও দেখবার চেষ্টা করি, এবং ভালো লাগে আপনার কথা গুলো, মালা ভাবিকে সালাম জানাবেন। তবে আজ একটা অনাধিকার আবদার করবো আর সেটা হলো আপনার ফ্লোরিডার ভিডিওতে বাবুল ভাইয়ের বড় ভাইয়ের শেষ কথাটা আশা করি আপনার মনে আছে? এই ভিডিওটা দেখবার পর মনে হলো ওনারা দু ভাই ই আপনাকে অনেক ভালোবাসে, তো দুই ভাইকে নিয়ে একসাথে ফ্লোরিডা তে একটা ভিডিও করুন এবং দু ভাইয়ের দূরত্ব টা দূর করুন।আমরাও দেখে অনেক খুশি হবো।। যদি আমার এই আবদার টা অন্যায় হয়ে যায় তো ক্ষমাসুন্দর দৃষ্টি তে দেখবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকনেন, আল্লাহ্ হাফেজ।।
Walaikum assalam. অনেক ধন্যবাদ ভাই। দোয়া করবেন এক ভাই যেন আরেক ভাইয়ের সম্পত্তি গ্রাস না করে। দোয়া করবেন কেউ যেন মায়া কান্না না কাঁদে। 💕
আসসালামু আলাইকুম ফারুক ভাই,এরকম একজন কিংবদন্তি মানুষ সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ,খুব ভালো লাগলো ভাইয়ের কথা গুলো..💚🇧🇩❤
Walaikum assalam. Thank you
Please request Babul uncle to visit his elder brother 🙏
His elder brother's sorrow for him is so heart piercing :(
Thank you
Babul Bhai r elder brother kobe gelen America jante mon chay
@@faridayasmin1289 please na jene comment korben na madam :)
Last 5ta video valo kore dekhen .
খুব ভালো লেগেছে ভাইয়া।
Thank you
Love from Kolkata 🇳🇪
Thank you
এমন একজন মানুষের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য ধন্যবাদ ❤️
My pleasure
আরও একটি অসাধারণ ভিডিও । আজ বৌদিকেও খুব ভালো লাগছিল ।🙏🙏
Thank you
Fabulous story Mr.Babul!
💕
আসসালামু আলাইকুম. uncle.অসাধারণ লাগলো uncle.❤️❤️❤️❤️
Thank you
@@AdventureTube21 welcome uncle.
uncle tomak onek onek thanks because of you emon ekjon manush k dekhte parlam .I feel so proud of him ,always Indian der dekhi ora onek age teke ei deshe pora shona korte ashe kintu ajk onak dekhe onek valo laglo and tmk o valo lage onek.
Thank you dear. Glad to hear that you liked it 😊
সালাম ফারুক ভাইয়া আর সুইট ভাবীকে ! খুব ভাল লাগলো পুরো ভিডিওটা দেখতে ! রান্নাগুলো দেখেও মনে হল ভীষণ মজা হয়েছে ! আমরা নরমালি সর্ষে ইলিশ করি কিংবা শুধু পিয়াজ , হলুদ , মরিচ , কাঁচা মরিচ , লবন আর সরিষার তেল দিয়ে ইলিশ রান্না করি ! মাঝে মাঝে পটল দিয়েও ইলিশের ঝোল রান্না করি ! আবার শুধু বেগুন দিয়েও ইলিশ রান্না করি কিন্তু সর্ষে ইলিশের সাথে বেগুন দিয়ে কখনো খাইনি ! অবশ্যই ট্রাই করবো রেসিপিটা ভাইয়া !
বাবুল সাহেব আর ডলি আপার ঘটনা শুনেও বেশ ভাল লাগলো !
আমার জমজ বোন নাসিমা খান শিমুলকে জানাই অসংখ্য ধন্যবাদ ! সেই আমাকে আপনার চ্যানেলটা Subscribe করতে বলেছিল বলেই আমি এটা Subscribe করেছি ! আর সেজন্যই এত Interesting video টা দেখার সৌভাগ্য হল ! অনেক অনেক ধন্যবাদ আর আন্তরিক অভিনন্দন ফারুক ভাইয়া ! ভাল থাকবেন সবাই !
Walaikum assalam. অনেক ধন্যবাদ নাসিমা খান শিমুলকে।
ইলিশ মাছ শুধু লবন পানিতে সিদ্ধ করলেও খেতে অসাধারন হয়। সব কিছু দিয়েই খেতে মজা।
অনেক ধন্যবাদ। দোয়া করি ভাল থাকুন। 🥰
@@AdventureTube21 হ্যা ঠিক বলেছেন ভাইয়া ! ইলিশ মাছ সব রকমভাবেই খেতে মজা ! অনেক ধন্যবাদ আপনাকে ! আপনারাও ভাল থাকবেন , সুস্থ থাকবেন !
@@pialjamali7800 💕
@@AdventureTube21
আপনাকেও অনেক ধন্যবাদ ডিয়ার ফারুক ভাই !
পিলুকে সবসময় আপনার আর ফ্যামিলির কথা বলি ! কেমন করে আমরা ইউটিউব পরিবার হয়ে গেলাম ! খুব ভাল থাকবেন ভাই !
@@nasimashimulkhan1931 Thank you dear. আপনারাও ভাল থাকবেন।
বিভিন্ন সময়ে আমেরিকার অনেক কিছুই বাংলাদেশের সাথে মিলিয়ে আপনি দেখিয়েছেন। যেমনঃ গাছপালা, বাংলাদেশী কমিউনিটি ইত্যাদি।এগুলো সবই ভালো লেগেছে। আমি আপনার মাধ্যমে সুযোগ হলে বাংলাদেশের যেসব পাখি আমেরিকায় দেখা যায় সেগুলো নিয়ে যদি একটা ভ্লগ বানাতেন অথবা আপনার পরবর্তি ভ্লগে এব্যপারে ধারণা দিতেন এমন কিছু দেখার প্রত্যাশা করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।
I will try. Thank you dear
Uncle, Every episode I do not miss watching!
Thank you 😊
খুব ভালো লাগলো দাদা
আমি এক জন সংগীত শিক্ষিকা।
এখন নেটে মাধ্যোমে অনেক সুভিধা
এখন ঘরে বসে ক্লাস করছে ।
অমিও চাইছি বাংলা সংগীত কে কিভাবে
ছড়িয়ে দিয়া যায়।
Thank you dear.
Assalamu Alaikum uncle. Uncle you are just amazing.
Walaikum assalam. Thank you dear
Khub inspiring. Onar kache Bangladesh desher ognijuger obhigata shonar ichhe roilo
Thank you
Student life stuggle is painful then succeed come out so sweet
Yes indeed. Thank you 😊
Onek bhalo laglo Babul bhai er purono sritir kotha guli. Thank you for sharing.
Welcome dear
Sir বাংলাদেশে ক্লাস টু এর বাচ্চার ৬ টা বই থাকে। আমেরিকার ক্লাস টু এর বাচ্চার কয়টা বই থাকে?Sir আমেরিকার শিক্ষা ব্যাবস্থা নিয়ে একটি ভিডিও বানান।
Ekhane public school e serokom kono text book thake na , per quarter e kichu study materials school theke dey r library theke prachur books porte hoy
ক্লাস টু এ তিনটা বই থাকে প্রাইমারি তে।
আর থ্রি থেকে ছয়টা।
ধন্যবাদ।
I will try dear. Thank you
খুব ভাল লেগেছে।অসাধারন ভিডিওটি উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
My pleasure
আমি উনাদের চিনেছি, যারা আপনাদের নিজ প্রযোজনে ব্যবহার করেছিল, কিন্তু তার বাসা পরিবর্তনের পর আর দাওয়াত বা যোগাযোগ রাখেন নি, এরাই তারা
আনি ১০০% নিশ্চিত 😃
এদের বাড়ি থেকে বের করে দেন, এরা বসন্তের কোকিল- কোকিলা
তারা কারা? কোথায় থাকে এখন?
অনেক শুভকামনা থাকলো।আমেরিকায় অনেক প্রবীন মানুষের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ধন্যবাদ ভাই। দেশে আসলে দাওয়াত দরিয়া নগর কক্সবাজারে।
Inshallah. Thank you dear
Uncle, what is your current occupation? How you spend your working time?
এই ভিডিওতে সব বলেছি। ধন্যবাদ।
ruclips.net/video/d4u4vMLI-CU/видео.html
Really a Inspiring Story ❤
First watched this Vlog on TV with my Wife.
It's imperative to mention that your Vlogs continue to Inform, Educate and Entertain.
Regarding, the first...none have taken so much pain to help as you have for understanding immigrating to the States.
Regarding the Second... you make us understand that by yourself and through your actions that... the Best Help is Self Help.
Regarding the Third... the wholesomeness of each Vlog is a Treat to Watch, therefore, entertaining...
Wonderful As Always 🙏🙏🙏
It is my pleasure dear. Thank you for taking your time to analyze. Appreciate it 🥰
Always a Pleasure🙏
আস সালামুআলাইকুম ! অনেক ধন্যবাদ , এই Video তে আমেরিকায় বাঙালী পরিচিতি নুতনভাবে ফুটিয়ে তুলেছেন । সাথে বাঙালী রান্না সংস্কৃতি । খুব ভালো লেগেছে ।
Walaikum assalam. Thank you dear.
ভাই আপনার নামটা জানা হয়নি এবং বাংলাদেশে আপনার বাড়ি কোন জেলায়? আমি নিয়মিত আপনার ভিডিও গুলি দেখি।খুব ভালো লাগে।
আমার নাম ফারুক। আমি ঢাকা জেলার। ধন্যবাদ 🥰
আজকে আন্টিকে অসম্ভব সুন্দর লাগছিলো😊আন্টি একলা হাতে অনেক রান্না করল😌অসংখ্য ধন্যবাদ আংকেল💓💓
Thank you
মুক্তিযুদ্ধের সময়
Thank you
আংকেল, আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগে আপনাদের ভিডিও।
বাবুল আংকেলের স্ট্রাগলের গল্প শুনে ভালো লাগলো৷ নতুন দেশের (বাংলাদেশ) একজন নতুন মানুষ, যে দেশকেই তখন আমেরিকার মানুষ চিনে না, বিদেশে এসে কত কঠোর পরিশ্রম করতে হয়েছে - ভাবলেই গায়ে কাঁটা দেয়৷ উনার গল্প থেকে একটা জিনিস পরিষ্কার, তা হলো বাংলাদেশের মানুষকে আল্লাহ কোথাও ঠেকান না।
ধন্যবাদ আংকেল।
পুনশ্চঃ আন্টিকে অনেক সুন্দর লেগেছে।
Walaikum assalam. Thank you dear. Appreciate your kind words & continuing support. 🥰
স্বাধীনতার ৫০ বছর পরও " গন্ডগোলের সময়" । ধন্যবাদ আপনাকে টেলপে সংশোধন করে দেয়ার জন্য। তবে উচিত হবে ওনার মাথায় সংশোধন করা।
💕🥰
Mjgood
💟💝💚🧡🧡
🥰
Faruk bhai ami jato deksi totei obak. Apni to. Ritimoto bangladeshi idol. We are proud of you .Faruk bhai. And babul bhai .
My pleasure dear. Thank you 😊
❤❤❤
💕
বাবুল আংকেল ও আপনার মতোই সুন্দর মনের একজন মানুষ। আপনাদের কথাগুলো খুবই ভালো লাগলো আংকেল 😊
Thank you 😊
সালাম ফারুক ভাই, খুব ইন্টারেস্টিং বাবুল ভাইয়ের জীবন কথা! তবে তুলনামূলক ভাবে আমার জীবন ছিল আরও কষ্টের। বলছি এইজন্যই যে আমেরিকার কোন কনসুলেট আমাকে ভিসা দেয় নাই। চীন থেকে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের আমেরিকান কনসুলেটে ঘুরে ঘুরে ভিসার জন্য আবেদন করেছি কিন্তু সফল হইনি কোথাও। ভিসা অফিসার দুই তিন সেকেন্ড কথা বলার পরেই পাসপোর্টে লিখে দিতেন (applied) ব্যস। সঙ্গে থাকতো একটি তারিখ। পাসপোর্টটা বেশ দাগী হয়ে যাওয়াতে আমেরিকার ভিসা পাবার আশাই ছেড়ে দিয়েছিলাম। অবশেষে দক্ষিণ আমেরিকার একটি দেশে গিয়ে টেম্পোরারি একটা পাসপোর্ট কিনে মেক্সিকো পর্যন্ত আসি। তারপর আমেরিকার একটি রাজনৈতিক মানচিত্র কিনে মেক্সিকো/আমেরিকার বর্ডারের একটা লোককে ১৫ ডলার দিয়ে রিও গ্র্যান্ড নদী সাঁতরে পার হয়ে টেক্সাসের ব্রাউন্সভিল শহরে আসি। এটাতো সবে কলির সন্ধ্যা -এর পরে আমার জীবন আরও করুণ ও দুর্দশাগ্রস্ত হয়ে উঠেছিল। আমার না ছিল একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার না ছিল কোন আইডি। খুব মনে পড়ে, একবার একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বারের জন্য দরখাস্ত করতে গিয়ে বেশ ধমক খেতে হয়েছিল অফিসের অফিসারের মুখে। "You are illegal, you have no right to be in this country" বলে ধমকে উঠেছিলেন সেই অফিসার! খুব কেঁদেছিলাম সেদিন। ইন্ডিয়ার এক গরীব চাষির ছেলে, মাধ্যমিক পাস -আমেরিকায় নিঃসঙ্গ, দুর্বল হতাশ!!
Walaikum assalam. শুনে কষ্ট লাগলেও ভাল লাগে এই জেনে যে আপনি সফল হয়েছেন। সবাই এ পর্যন্ত আসতে পারে না। অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন।
আজকে ভিডিও টা সম্পূর্ণ ভিন্ন, খুব ভালো লাগলো। বাবুল ভাই সহ আপনাদের সবার জন্য অনেক দোয়া আর শুভকামনা ।❤️❤️
Thank you dear
ছেলের বিয়ে দেখতে চাই
আমিও চাই। দোয়া করবেন।
আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। স্বাধীন মাঝে মাঝে কথা বলে ওর কথাগুলো খুব সুন্দর লাগে। আপনারা ভালো থাকুন দোয়া রইল। আপনি ব্লক করার সময় অনেক কথা বলেন, কিন্তু কথাগুলো শুনতে খুবই ভালো লাগে।
Thank you dear
Jothesto Struggle koresen
💕
মাষকলাই এর ডাল আমাদের উত্তর অঞ্চলের জনপ্রিয় খাবার। কিন্তু ঢাকায় মোহাম্মদপুরের ১০ টি দোকানে খুঁজলে ১ টি দোকানে পাওয়া যায়। মালা আপার রান্না বরাবরই সুন্দর। তবে আমাদের সিরাজগঞ্জে ইলিশ মাছের মাথা-লেজ কাঁটা দিয়ে রান্না মাষকলাই এর ডাল অনবদ্য ! এরকম একজন লেজেন্ড এর সাথে পরিচিত হতে পেরে গর্বিত হলাম। সবাই কে সালাম।
Walaikum assalam. আমরাও ইলিশ মাছের লেজ ও মাথা দিয়ে মাষকলাই রান্না করি। অসাধারন হয়। ধন্যবাদ ভাই।
Bhaijaan,
Assalamu Alaikum. Ami always apnar program dekhe thaki. Anek valo lage. Apnakeo anek like kori. Valo thakun sob somoy.
Walaikum assalam. Many thanks vai. 🥰
@@AdventureTube21 you're most welcome dear brother
ধন্যবাদ বাবুল ভাই আপনার ছাএ জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক কিছু জানতে পারলাম। আর ভাবীর হাতের দেশিয় সব রান্না দারুণ হয়েছে 🤤🥰।ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন। 🙏❤️❤️❤️❤️❤️
My pleasure dear 🥰
ভীষণ ভালো লাগলো ওনার সম্পর্কে জেনে!
সারাদিন এতো রান্নার পরও কিন্তু আজ মালাদিকে অসাধারণ সুন্দর লাগছিল
Thank you dear
Khub Sundor ekta addar amej pelam
💕🥰
Following you for last one year but today i was really touched. Thank you for sharing such amazing people in your channel.
My pleasure dear. Thank you.
খুব ভালো লাগলো সিনিয়র একজনের কথাগুলো শুনে। জীবন কত কঠিন।
Thank you
ওনার গল্পটা অনুপ্রেরণাময় ।
ধন্যবাদ।
Thank you
Babul uncle er bepare jene sotti obak ebong khub valo laglo❤️❤️❤️❤️❤️
Thank you dear
Babul uncle and Doli Anuty and both of You many many thanks for this kind of episode.
My pleasure
সত্যিকারেই আপনার রান্নার পদ্ধতি আমার খুবই পছন্দ হয়েছে। আপনার আলোচনার বিষয় খুবই প্রাণবন্ত। আল্লাহ আপনার হেফাজত করুক আমীন।
Thank you dear. May Allah bless us all.
New York এ থাকি আমাদের বাসায় একটা সুন্দর সবজি বাগান আছে এইখানে❤️লাল শাঁক সহ অনেক রকম সবজি করি আমরা অনেক বেশি ভালো লাগে❤️এই গুলো করতে❤️দাওয়াত রইলো☺️
Thank you for the invitation. We will try dear. Thank you.
@@AdventureTube21 Thank you
ভাই অপনার ভিডিও গুলো দেখে খুব ভালো লাগে, মাঝে মাঝে বাংলাদেশের ভালো দিক গুলো তুলে ধরবেন 🇧🇩🇧🇩🇧🇩
Thank you
আসালামওয়ালাইকম সালাম, মাশাআল্লাহ সবাইকে খুব ভালো লাগলো। আর বাবুল ভাইয়ের কথাগুলোও ভাল লাগলো । ধন্যবাদ ভাইয়া , বাংলাদেশের একজন ভালো প্রথম ছাত্র ইসএ , ওনার সাক্ষত কারার জন্য । আল্লাহ সবাইকে ভালো রাখুন ।
Walaikum assalam. Thank you dear
আসসালামুয়ালাইকুম,মামা, আপনি একজন বাংলাদেশী, বা;গালী খাবার পছন্দ, তবে, আজকে মাসকলাই ডাল আর মাছের মাথা বেশি খাওয়া হয়েছে। রান্নাগুলো চমৎকার ও লোভনীয়। আমি এই রেসিপিটি ভূলে গিয়েছিলাম, ,, অনেক টা ইচ্ছে করেই।
ভালো থাকবেন। ধন্যবাদ।
Waalaikum Assalam. Thank you dear.
বাবুল ভাই জিবনের গল্প খুব ভাল লাগল
Thank you
এই বলে আত্মার সম্পর্ক শুধুমাত্র রক্তের বন্ধন হতে হবে সেটা নয় কারণ আত্মার সম্পর্ক তার সাথে হয় যার সাথে আপনার মনের মিল থাকে সর্বশেষ সকল প্রবাসীদের এই ধরনের সম্পর্ক করা উচিত কারণ প্রবাস জীবনে আপন বলতে কেউ থাকেনা তাই আমরা সকল প্রবাসী ভাই ভাই,,
ঠিক বলেছেন ভাই। প্রবাসে বন্ধুই পরম আততিয়। অনেক ধন্যবাদ। দোয়া করি ভাল থাকুন।
খুবই ভাল লেগেছে বাবুল ভাইয়ের জীবন সংগ্রামের কথা শুনে । আসলে আপনি ভাই মনের কথাগুলোই বলেন । আমি যখন ঢাকা থাকতাম দুরের আত্মীয়ের বাসাও আপন মনে হত ।
Thank you 💕🥰
Khub bhalo laglo. Struggle chhara keu boro hote pare na.
Faruk vai, Apnar America asa, biye & struggle nie video banan. Khub valo lagbe.
বানিয়েছি। লিংক দিচ্ছি। আশা করি ভাল লাগবে।
ruclips.net/video/7t8fTT3Clq4/видео.html
ruclips.net/video/jXQWXlNWbw0/видео.html
ruclips.net/video/8Jv20u7vfY0/видео.html
@@AdventureTube21 insallah dekhbo . Thank you.
Excellent memory. Thanks to all.
Welcome dear
চমৎকার!
উপভোগ করলাম ভাই।
Thank you
Love from DHAKA BANGLADESH
Thank you
Very nice, you are the best.
Thank you dear 🥰
ভাই আপনাকে অনেক ভালো লাগে
আমার অনেক আত্মীয় থাকে আটলান্টা সিটিতে তাদের কে নিয়ে একটা বিডিও বানাইয়েন।
Atlanta তো জর্জিয়া তে। তারা কি আটলান্টিক সিটি থাকেন? দাওয়াত পেলে চেষ্টা করব যেতে। ধন্যবাদ।
অনেক কিছুই জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। রান্নার মেন্যু খুব ভাল ছিল। ধন্যবাদ ভাই। ভাল থাকবেন সবাই।
অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি সবাই ভাল থাকুন। 🥰
আমি ফারুক জেদ্দা সৌদি আরব থেকে
মিতা আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন
মাশাআল্লাহ বেস্ট অফ লাক♥️♥️🇧🇩♥️♥️
Thank you dear
আলহামদুলিল্লাহ
ওয়েলকাম ডিয়ার
last few seconds... apnader dujoner eksather somoy tuku chilo osadharon. hajar bochor evabe dujone hasimukhe eksathe thakun, sustho thakun ei doa roilo. ❤
Thank you dear