অপূর্ব ভিডিও টি , তাঁর কিচেন গার্ডেন এ কতো সব্জির গাছ ,টমেটো গুলা দেখে খুব লোভ লাগতাছিলো। আবার কতো দারুন দারুন রান্নাও করেছেন , পরিবারের সকল মানুষকেই খুব আন্তরিক বলে মনে হলো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা । খুব খুব ভালো থাকবেন ।
Mas Allah onek sundor bagan dekla mon vora jay r mon cay Americay cola jay grib manus jabo ki baba sob asa to r punno hoy na manuser sob somoy valo tahkben chaccu
এককথায় অনবদ্য। সত্যি অনেক গুণ ভদ্রমহিলার আর সেটা সকলের সামনে আনার কৃতিত্ব অনেকটাই আপনার। কচুরলতির গাছ খুব একটা দেখা যায় না বেশ ভালো লাগল। খুব ভালো থাকবেন।
অসাধারন সুন্দর জায়গা অপুর্ব দৃশ্য দেখে আমার খুব ভাল লাগছে বাংলাদেশ থেকে আমেরিকা দেখা কি দারুন কোন দিন দেখার সপ্ন নের মত আপনাকে ভাই অনেক ধন্যবাদ এত সুন্দর দেশ কত সুন্দর পরিপাটি এত সুন্দর করে আপনি আমাদের দেখাচ্ছেন ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব আপনি ভাল থাকুন সারাজীবন দোয়া রইল আপনার জন্য সুভকামনা রইলো
সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগলো তাহলো একান্নবর্তী পরিবার। আমাদের বাংলাদেশে যেখানে পরিবারগুলো ভেঙ্গে যাচ্ছে, সেখানে অ্যামেরিকার মতো জায়গায়..... সত্যিই সবাই একসাথে মিলেমিশে থাকার আনন্দই আলাদা।
তাহা, তাইমি এবং ওসান ওরা তিন চাচাতো বোন ই খুব কিউট। যৌথ পরিবারে বড় হবার সুবাদে ওরা মিষ্টি লাজুক বাঙালি কন্যাদের প্রতিচ্ছবি, যদিও তারা আমেরিকায় জন্মেছে এবং বড় হয়েছে। শুধু তাই নয়, তারা পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরে যায়নি। ভালো থাকুক দ্বিতীয় প্রজন্মের এই বাংলাদেশী আমেরিকানরা। তাদের সবার উন্নতি ও মঙ্গল কামনা করি। আমাদেরকে এমন একটি পরিবারের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ফারুক ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা। 💜 ফ্রম চাঁপাইনবাবগঞ্জ, 🇧🇩
জানতাম টিকিয়াটা আগে নিবেন(হা হা) আমারও প্রথম পছন্দ টিকিয়া, স্বাধীন বিজয় কিন্তু আমেরিকান হিসেবে চমৎকার বাংলা বলে, অবশই এই কৃতিত্ব আপনাদের দিতে হয়, সবশেষের স্থির ছবিটা মালা ভাবীর, আর হা ব্যাক ইয়ার্ড বাগান এমনি হওয়া উচিত, এক কথায় চমৎকার, ধন্যবাদ
@@AdventureTube21 হ্যা, আমি দেখছি আর ভাবছি এতো কষ্ট করেন উনি। তাই তো বাগান এতো গোছানো। আমি বাগান করি, তাই বুঝতে পারছি কতোটা শ্রম দিলে এমন বাগান করা যায়। আর কত রান্না করেছেন, সত্যি আমি মুনমুনের গুন গ্রাহী। নতুন মরিচ দেখলাম। কাঠাল বীচি দিয়ে শুঁটকি🤤🤤🤤🤤🤤😀। ভাই অনেক ভালো লাগলো, আপনাকে, মালাদি কে ধন্যবাদ। মুনমুনের বাড়ীর সবাই অনেক ভালো, ওকে আমার🙏🙏🙏👌👍👏❤️💐 মেয়ে দুটি কে তো👌👌👌🥰😘
আমি ভিডিওতে আমেরিকা দেখি। একবার সিয়াটল যাবার সৌভাগ্য হয়েছিল, বোয়িং এয়ারক্রাফট ৭৩৭ ট্রেইনিং এর জন্য। ১মাস থেকেছিলাম। অসাধারণ লেগেছিল। আর এখন আপনার ভিডিও দেখে স্মৃতি রোমন্থন করি। ধন্যবাদ আপনাকে।
সালাম বড ভাই। আপনার নতুন সাবসক্রাইবার আমি ৩/৪ ভিডিও দেখলাম সত্যি বলতে ভালই লেগেছে। এ ভিডিওতে চট্টগ্রামের একটা পরিবারের সাথে আপনি সময় কাটালেন উনাদের ভাষা বুঝতে আপনার কষ্ট হচ্ছিল। আসলে আমি চট্টগ্রামের মানুষ তাই উমাদের কথা শুবতে ভাল লাগছিলো। সব মিলিয়ে ভিডিও টা খুব ভাল লেগেছে।
alhamdulillah munmun apur bagan dekhe obag na hoye parlam na amra dhakay bosobash koreo heloncha sakh dekhte paina otocho uni bidesh ar matite ai sakh ar bagar kore felchen manush chaile ki na pare allah manusher majho emon sundho sundho boisistho diye duniate pathiyechen tai too amra atoo valo achi alhamdulillah r Mohammed Al-Farook vai ar video mani osomvob sundhor sundhor uccahoron bachon vongi otulionio ... tobe mojar bepar holo ekhon porjonto onar akta video ami miss korini sob koti video dekhechi Mohammed Al-Farook ar jonno roilo ofuranto valo basha o dowa onek onek valo lage onar full family members ke sobai valo thakben allah hafez...
এত সুন্দর একটি ভিডিও আপলোড করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানুষকে ভীষণ আপন করার একটা ক্ষমতা আল্লাহপাক আপনাকে দিয়েছেন। যা সবার ভিতর নেই। বোন মালাকে খুব সুন্দর লাগছে। আর যে বাগানটা দেখিয়েছেন সত্যিই অনেক সুন্দর। সপরিবারে ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম ভাই। সবাই ভুলে গেলেও আমাদের পাঁচ ভাই বোনের মাঝে আমাদের মা বেঁচে থাকবেন সারাজীবন। আম্মা ছিলেন অনেক বেশি ফরেজগার।দোয়া করবেন আমার ভাইরা এবং আমি যেন দোয়া করে আম্মার কবরটা জন্নাতের বাগান বানিয়ে দিতে পারি। মানসিক বিপর্যয় একটু কাটিয়ে উঠতে পারলে আপনার নতুন ভিডিও গুলো দেখবো এবং comments করবো। ভাবির হলুদের ছবি টা খুব সুন্দর এবং বাবু বাবু লাগছে। display picture গুলো সব খুব সুন্দর হয়েছে। হলুদে আপনার ছবি টা ও দেখতে চাই। এখন TV youtube দেখা হয় না। এতো কষ্টের মাঝেও আপনার ভিডিও দেওয়ার সময় হলে Tv ছেড়ে রাখি।এর নামই হয়তো ভালো লাগা। অনেক ভালো থেকেন। Fiamanillah.
Walaikum assalam. Very sorry dear. May Allah grant her Jannat. May Allah make her grave a piece of Jannat. ভাই দোয়া করি আল্লাহ আপনাদের ধৈর্য দিন, ভাল রাখুন, সুস্থ রাখুন। শুধু আপনার জন্য কালকের ভিডিওতে বিশেষ বোনাস ক্লিপ থাকবে 💕
মধ্যপন্থা হল শ্রেষ্ঠ পন্থা। আপনার কিশোরী মেয়ে দুটি নিজেদের বোরকা-নেকাবের কোয়ারিন্টিনে না রেখেও আমেরিকান স্কুলে তাঁদের ঈমানকে কত সুন্দর ও মজবুদ রেখেছে তা যেনে মনটা ভোরে গেলো ।
যেখানে দশমিনিটের ভিডিও দেখতে বোরিং লাগে অথচ আপনার এতো লম্বা সময়ের ভিডিও তা-ও মনে হয় ছোট হয়েছে দেখতে খুবই ভালো লাগে। আসলে আমেরিকা বলে নয় মূল বিষয় হচ্ছে আপনার সাবলীল উপস্থাপনা ও বিদেশের মাটিতে স্ব দেশিয় কালচার, আসলেই ভিষণ ভালো লাগে। দোয়া ও ভালোবাসা অবিরাম
. খুব সুন্দর। আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জে এতো সুন্দর বাগান করেছে। কি বোলে আপুকে ধন্যবাদ দিবো। আললাহ জানো ওনাদের কে সুচতো রাখে।আমিন।আসলে মনের উতসাহ ছারা কিছু ই হয় না।খুবই আনন্দ পাচ্ছি। ধন্যবাদ# ।
আঙ্কেল, এই ভিডিও দেখার পরে একটা কথা আমার মনে আসছে আপনার দুই ছেলের জন্য (you know what i mean!)।বুদ্ধিমান মানুষের জন্য ঈশরাই যথেষ্ট।সুন্দর আরেকটা ভ্লগ দেয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে। ঈদ উল আযহার অগ্রিম শুভেচ্ছা আপনাদের।
আমি আপনার এমন কোনো ভিডিও নাই যে দেখি নাই আপনার বাগানের ভিডিও মধ্যে সবথেকে সেরা বাগান এটি হবে কারণ তেনারা অনেক পরিষ্কার এবং গোছালো আমার অনেক ভালো লেগেছে I don't have a video of you that I haven't seen. It will be the best garden in your garden video because I like it very clean and tidy.
চাচা, আপনি ভিডিও ছাড়লে তো আমাদের ঈদ লেগে যাই । আপনার হাত ধরেই আমেরিকা চেনা । আপানার মাধ্যমেই আমেরিকার খুটি-নাটি সব জানা । আপনার ভিডিও দেখি শুধু মাত্র আপনার কথা গুলো শোনার জন্য । আর আমেরিকার সিনারিও হচ্ছে আমাদের জন্য বোনাস ।
খুব ভালো লাগলো আজকের ভিডিও টা, দারুন লাগলো, কত গাছের চাষ করেছেন ভাবী, খাবারের অনেক আইটেম, ঠিক বলেছেন দাদা অনেক খাবার হলে ঠিক এনজয় করা যায়না! নেক্সট ভিডিওর অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন দাদা!
সবসময় খালামনির কাছ থেকে শুনতাম মুনমুন আপুর বাড়ি, বাগান ইত্যাদি। কিন্তু আজ দেখে খুব ভালো লাগছে,, সত্যি খুব মনোমুগ্ধকর। আপু আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল,,। বাংলাদেশ আসলে ইনশাআল্লাহ দেখা হবে,এই আশা রাখি।।
আপনাকে সরাসরি একটু দেখার হয়তো সৌভাগ্য কখনোই হবে না কিন্তু আপনি এতটাই ভাল মানুষ যে আপনি সবার কাছে খুব বেশি প্রিয় আর আমেরিকাতে জন্ম হওয়া ছেলে মেয়েদের কাছ থেকে বাংলা শোনা যাবে সে আশা করাটাও ভুল I always respect you uncle thank you
আপনার উপস্থাপনা ছিল অসাধারণ তার সাথে বাংলাদেশ থেকে এতো দূরে থেকেও আপনারা বাঙ্গালী সংস্কৃতি খাবার পরিবারের সদস্যরা একসাথে আনন্দ করছেন এইটা দেখে আমি মুগ্ধ। ভাল থাকবেন সুস্থ থাকবেন আপনারা। ধন্যবাদ আপনাকে ভবিষ্যতে আর ভাল ভিডিও তৈরি করবেন আশা করি।।
আসসালামু আলাইকুম ভাইয়া, এই ভিডিওটা একটু বেশি এনজয় করলাম কারণ ওনারা আমার চট্টগ্রামের পাশের থানার, ওনারা ভাটিয়ারী আমি হাটহাজারী থানায়, আর আমেরিকাতে আপনার সাথে আমাদের চট্টগ্রামের মানুষ দেখে আমি সত্যি মুগ্ধ হলাম, চট্টগ্রামের ভাষা শুনে অনেক ভালো লাগলো আপনার মুখ থেকে । ধন্যবাদ ভাইয়া আপনাকে বাংলাদেশে বসে আমেরিকার সব কিছু দেখতে পারতেছি আপনার মধ্যেমে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।
Thanks for explaining it to them uncle. Growing up here i get this comment a lot but i kept my practice and I'm able to speak good bangla but English comes in and i get those comments alot bc of that.. nice vlog as always....
আসসালামু আলাইকুম আংকেল কেমন আছেন? আংকেল বাগান টা মাশাআল্লাহ অনেক সুন্দর। আংকেল আপনি অনেক ভিডিও বানান অনেক ভালো লাগে। পরিবারের সবাই কে একএে দেখে খুব ভালো লাগলো।
As salamu Alaykum Warahmatullahi Wabarkatuhu brother … really appreciate your videos .. loved the girls and how they keeping their values . May Allaah bless them . Thanks and wishing you from Canada 🇨🇦
ভাই আপনার প্রতিটা ভিডিও আমি খুব মনোযোগ দিয়ে দেখি।খুটিনাটি সবকিছু।এত ভালো লাগে!! বিশেষ করে যখন খাবার টেবিলে খেতে বসেন।খুব এনজয় করি খাবার পর্ব। মাঝে মাঝে তো অনুপ্রাণিত হয়ে রান্নাও করতে চলে যাই পর্ব শেষ হলে😁! আজকের ভিডিওটি খুব ভালো লাগল।আপুর বাগান মাশাল্লাহ্ অনেক সুন্দর।আমি নিজেও আমার বাড়ির ছাদে বাগান করি।আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
চট্টগ্রামের মানুষ অবশ্যই আন্তরিক। আর উনার কথা শুনে প্রথমেই কমেন্ট করে বলেছিলাম উনি চট্টগ্রামের মেয়ে কিনা। পরে ভিডিওতে উনি যখন পরিচয় দিলো তখন কমেন্ট টা ডিলেট করে দিলাম। যাই হোক অনেক অনেক ভালোবাসা রইল আর অনেক সুন্দর এপিসোড ছিলো ❤️❤️❤️
আসসালামু আলাইকুম. আজকের ভিডিও টা ভীষন ভালো লাগল ৷ সবজির বাগান . ফুলের গাছ' বাসাটাও খুব সুন্দর। গত পর্বে ৬বার কমেন্টস লিখছিলাম ৷ কমেন্টস থাকে না পরে মন খারাপ হয়ে ছিল ৷ আজ দেখা যাক কি হয় 'আপনার ভিডিও গুলোখুব মজা করে দেখি SK ip করিনা ৷ অসংখ্য ধন্যবাদ💕💕💕
আপনি নিউ জার্সি থেকে এতবার নিউইয়র্কে যাওয়ার ভিডিও আপলোড দিয়েছেন যে বাংলাদেশে বসে আমারই রাস্তা চেনা হয়ে গেছে 😄 এখন আমি বাংলাদেশে বসেই আমেরিকার নিউ জার্সি থেকে নিউইয়র্ক যেতে পারবো 😄 indeed it's great. wanna Daily life vlog sir ❤️
Assalamualaykum uncle খুব ভালো লাগলো আঙ্কেল 👏 এতখন বশে বশে পুরো ভিডিও টা অনেক এঞ্জয় করলাম 😊 তাদের আতিথেয়তা অনেক ভালো লাগলো 👌 এক কথায় দারুণ 💐💜 শেষ এর ছবিটা অ্যান্টি 😊🙂
Nice to see this clip, as a muslims from India, seeing lot of problems between two cultures, bengalis,and punjabis though same religion. Sunni Islam. I can understand Bangla, as well as punjabi. Though Sbhanallah, .mashaallah, alhamdolilah is common to all.
আসলামু আলাইকুম, আংকেল আমাদের চাটগাঁইয়া ভাইবোন পরিবারেরা আমেরিকা বা পৃথিবীর যেখানেই থাকুক অতিথি আপ্যায়ন মেহমানদারিতে জুড়িনেই, এটা আমাদের বীরচট্টলার যুগের পর যুগ চলতে থাকা সংস্কৃতি... আপনার ও আপনার পরিবার সহ পৃথিবীর সমস্ত বাঙ্গালী ও চিটাইঙ্গা ভাইবেরাদারদের প্রতি শুভেচ্ছা সালাম ও ভালবাসা, শুভ কামনা রইল
@@AdventureTube21 আংকেল, চাটগাঁইয়া ''অনে'' যার বাংলা অর্থ ''আপনি''.. ''অনের সাথে এখনো হাটিনায় মানে '' মানে '' আপনার সাথে এখনো সেভাবে চলা/মিশা/সোসালাইজ করা হয় নাই " বুঝাতে চেয়েছেন সম্ভবত...
ভিডিও টি দেখে সত্যিই আমি অভিভূত। যেখানে বাংলাদেশের মেয়েরা 2 _3টা কাজের বুয়া রেখে হিমসিম খেয়ে যায়। সেখানে এই আপু বিদেশে 3 টা বাচ্চা সামলিয়ে চাকুরী করে এত সুন্দর বাগান এবং এত মেহমানদারী সব একা সামলিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আসলে পরিশ্রম ও রূচীশীলতা কাকে বলে। দোয়া রইল আপু আপনার জন্য । বাংলাদেশের প্রতিটা মেয়ে যদি আপনার মতো পরিশ্রমী ও উদ্যমী হতো এবং কৃষির প্রতি ভালোবাসা থাকতো তাহলে বাংলাদেশের চেহারাই পাল্টে যেত।💖❤️💖❤️
অপূর্ব ভিডিও টি , তাঁর কিচেন গার্ডেন এ কতো সব্জির গাছ ,টমেটো গুলা দেখে খুব লোভ লাগতাছিলো। আবার কতো দারুন দারুন রান্নাও করেছেন , পরিবারের সকল মানুষকেই খুব আন্তরিক বলে মনে হলো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা । খুব খুব ভালো থাকবেন ।
Mas Allah onek sundor bagan dekla mon vora jay r mon cay Americay cola jay grib manus jabo ki baba sob asa to r punno hoy na manuser sob somoy valo tahkben chaccu
Thank you dear.
Thanks chaccu ami vabta parini ato tara tari amar comments ripple diben ,valo thakben chaccu Allah Hafez
@@shrabonyshrabony3109 🥰
এত এত সুন্দর খাবার এবং এত সুন্দর পরিবেশনা, এক কথায় চমৎকার।
Thank you
ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব খুব খুব ইনজয় করলাম এবং পার্ক টা খুবই সুন্দর ছিল। বাগানটা খুব সুন্দর করে সাজানো..... জাস্ট অ্যামেজিং।
Thank you dear
এককথায় অনবদ্য। সত্যি অনেক গুণ ভদ্রমহিলার আর সেটা সকলের সামনে আনার কৃতিত্ব অনেকটাই আপনার। কচুরলতির গাছ খুব একটা দেখা যায় না বেশ ভালো লাগল। খুব ভালো থাকবেন।
Thank you dear.
এই বাগান ওবাসা এবং রান্না খুব ই ভালো হয়েছে।আমার খুব ই পছন্দ হয়েছে।
Thank you
আসসালামুয়ালাইকুম ভাইয়া কি বলবো এতো সুন্দর সবজি ও ফলের বাগান দেখে মন ভরে গেল অনেক এনজয় করেছি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভাল রাখোক আমিন আল্লাহ হাফেজ !!!
Walaikum assalam. Thank you dear. Jajakallah Khairan
অসাধারন সুন্দর জায়গা অপুর্ব দৃশ্য দেখে আমার খুব ভাল লাগছে বাংলাদেশ থেকে আমেরিকা দেখা কি দারুন কোন দিন দেখার সপ্ন নের মত আপনাকে ভাই অনেক ধন্যবাদ এত সুন্দর দেশ কত সুন্দর পরিপাটি এত সুন্দর করে আপনি আমাদের দেখাচ্ছেন ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব আপনি ভাল থাকুন সারাজীবন দোয়া রইল আপনার জন্য সুভকামনা রইলো
My pleasure dear. Thank you.
সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগলো তাহলো একান্নবর্তী পরিবার। আমাদের বাংলাদেশে যেখানে পরিবারগুলো ভেঙ্গে যাচ্ছে, সেখানে অ্যামেরিকার মতো জায়গায়..... সত্যিই সবাই একসাথে মিলেমিশে থাকার আনন্দই আলাদা।
Yes indeed. Thank you dear
আমি যতখন এই ভিডিও টা দেখলাম মনে হচ্ছিলো আপনার সংগে আছি অসাধারণ। আপনাদের পরিবারের সকলে সদস্য কে জানাই ঈদ মোবারক।আমি ভারতের থেকে
Thank you dear. Eid Mubarak
ধন্যবাদ আপনাকে
নমষ্কার ফারুক ভাই। অসাধারণ এই video টির জন্য অভিনন্দন। খুব খুব ভালো লাগল। কত অতিথি বৎসল হয় বাঙালি পরিবার। প্রিয়জন কে আতিথেয়তা, কত গুলি পদ রান্না করেছেন দিদিভাই। মুগ্ধ হলাম সত্যি। অবাক হলাম আমেরিকা তেও এত রকম দেশী শাক সবজীর বীজ নিয়ে গিয়ে সুন্দর একটা kitchen garden করেছেন দিদিভাই। সুন্দর একটা পরিবেশ। দারুন। ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
তিনি আসলেই অনেক পরিশ্রম করেছেন। দোয়া করি ভাল থাকুন ভাই। ধন্যবাদ 💕
আজকের ভিডিও টা ভীষন ভালো লাগল ৷ সবজির বাগান . ফুলের গাছ' বাসাটাও খুব সুন্দর।
Thank you
তাহা, তাইমি এবং ওসান ওরা তিন চাচাতো বোন ই খুব কিউট। যৌথ পরিবারে বড় হবার সুবাদে ওরা মিষ্টি লাজুক বাঙালি কন্যাদের প্রতিচ্ছবি, যদিও তারা আমেরিকায় জন্মেছে এবং বড় হয়েছে। শুধু তাই নয়, তারা পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরে যায়নি। ভালো থাকুক দ্বিতীয় প্রজন্মের এই বাংলাদেশী আমেরিকানরা। তাদের সবার উন্নতি ও মঙ্গল কামনা করি। আমাদেরকে এমন একটি পরিবারের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ফারুক ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা। 💜 ফ্রম চাঁপাইনবাবগঞ্জ, 🇧🇩
অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি আপনারা সবাই ভাল থাকুন।
জানতাম টিকিয়াটা আগে নিবেন(হা হা) আমারও প্রথম পছন্দ টিকিয়া, স্বাধীন বিজয় কিন্তু আমেরিকান হিসেবে চমৎকার বাংলা বলে, অবশই এই কৃতিত্ব আপনাদের দিতে হয়, সবশেষের স্থির ছবিটা মালা ভাবীর, আর হা ব্যাক ইয়ার্ড বাগান এমনি হওয়া উচিত, এক কথায় চমৎকার, ধন্যবাদ
এতো সুন্দর বাগান, বাড়ী, এতো গোছানো মন টা ভরে গেল, এতো ভালো লাগছে যে এখনও দেখা শেষ করি নি, কমেন্ট করছি😊👏👏👏🙏
তিনি ভীষন পরিশ্রমি। সব কিছু গুছিয়ে রাখেন আবার ব্যাবসা ও দেখাশুনা করেন। কোথায় এত এনারজি পান আল্লাহ যানে। ধন্যবাদ ভাই। 💕🥰♥️
@@AdventureTube21 হ্যা, আমি দেখছি আর ভাবছি এতো কষ্ট করেন উনি। তাই তো বাগান এতো গোছানো। আমি বাগান করি, তাই বুঝতে পারছি কতোটা শ্রম দিলে এমন বাগান করা যায়। আর কত রান্না করেছেন, সত্যি আমি মুনমুনের গুন গ্রাহী। নতুন মরিচ দেখলাম। কাঠাল বীচি দিয়ে শুঁটকি🤤🤤🤤🤤🤤😀। ভাই অনেক ভালো লাগলো, আপনাকে, মালাদি কে ধন্যবাদ। মুনমুনের বাড়ীর সবাই অনেক ভালো, ওকে আমার🙏🙏🙏👌👍👏❤️💐 মেয়ে দুটি কে তো👌👌👌🥰😘
@@sikhadas8300 অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন 💕🥰
@@AdventureTube21 apni o bhalo thakben🙏💐
@@sikhadas8300 Thank you dear ♥️🥰
আসসালামু আলাইকুম চমত্কার সব ভিডিও উপহার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ
Walaikum Assalam. My pleasure 😊
অনেক সুন্দর সবজি বাগান ফ্রেশ
Thank you
এতো সুন্দর আমেরিকান বাংলাদেশী বাড়ি আগে দেখি নাই। মাশাআল্লাহ ❤️
Thank you
আসসালামু আলাইকুম, মুনমুন আপার সবজি বাগান দেখে খুবই ভাল লেগেছে, তারপর খাওয়া দাওয়া এবং আতিথিয়েতা সত্যি অতুলনীও, প্রান ঢালা ভালবাসা দিয়ে আপা আপনাদের welcome করেছেন, সব মিলিয়ে এত সুন্দর ভিডিও শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ😁😁
Walaikum assalam. Thank you dear. Appreciate your kind words & continuing support. 💕
ভালো লাগলো দেখে আমেরিকায় থেকে ও চট্টগ্রামের মানুষ তার সংস্কৃতি, খাবার, আতিথেয়তা ভুলে যায় নি।
Thank you. Eid Mubarak 🌙
আমি ভিডিওতে আমেরিকা দেখি। একবার সিয়াটল যাবার সৌভাগ্য হয়েছিল, বোয়িং এয়ারক্রাফট ৭৩৭ ট্রেইনিং এর জন্য। ১মাস থেকেছিলাম। অসাধারণ লেগেছিল। আর এখন আপনার ভিডিও দেখে স্মৃতি রোমন্থন করি। ধন্যবাদ আপনাকে।
Seattle তো খুবই সুন্দর শহর। চারিদিকে পানি আর পাহাড়। ভাল লাগতেই হবে। অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন দোয়া করি। 🥰💕
সালাম বড ভাই। আপনার নতুন সাবসক্রাইবার আমি ৩/৪ ভিডিও দেখলাম সত্যি বলতে ভালই লেগেছে। এ ভিডিওতে চট্টগ্রামের একটা পরিবারের সাথে আপনি সময় কাটালেন উনাদের ভাষা বুঝতে আপনার কষ্ট হচ্ছিল। আসলে আমি চট্টগ্রামের মানুষ তাই উমাদের কথা শুবতে ভাল লাগছিলো। সব মিলিয়ে ভিডিও টা খুব ভাল লেগেছে।
Walaikum assalam. Welcome to my family dear. Thank you 💕
ভাই আমেরিকায়তো কখনো যেতে পারবোনা,আপনার মাধ্যমে স্বপ্নের দেশ আমেরিকা দেখি,অসংখ্য ধন্যবাদ আপনাকে,,
Welcome dear
ভাই জান্নাতে যাওয়ার আশা করেন কারণ আমেরিকার চেয়ে ১০০০০০০০০০০০০০০ গুণ সুন্দর আল্লাহর বানানো জান্নাত।
alhamdulillah munmun apur bagan dekhe obag na hoye parlam na amra dhakay bosobash koreo heloncha sakh dekhte paina otocho uni bidesh ar matite ai sakh ar bagar kore felchen manush chaile ki na pare allah manusher majho emon sundho sundho boisistho diye duniate pathiyechen tai too amra atoo valo achi alhamdulillah r Mohammed Al-Farook vai ar video mani osomvob sundhor sundhor uccahoron bachon vongi otulionio ... tobe mojar bepar holo ekhon porjonto onar akta video ami miss korini sob koti video dekhechi Mohammed Al-Farook ar jonno roilo ofuranto valo basha o dowa onek onek valo lage onar full family members ke sobai valo thakben allah hafez...
Glad to hear that you have enjoyed it dear. Appreciate your kind words & continuing support. Thank you 😊💕🥰
মনে হয় নিজেও বাস্তব উপভোগ করলাম,আপনার প্রতিটি ভিডিও এরকম প্রানবন্ত মনে হয়। ধন্যবাদ আপনাকে
My pleasure dear. Thank you
এত সুন্দর একটি ভিডিও আপলোড করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানুষকে ভীষণ আপন করার একটা ক্ষমতা আল্লাহপাক আপনাকে দিয়েছেন। যা সবার ভিতর নেই। বোন মালাকে খুব সুন্দর লাগছে। আর যে বাগানটা দেখিয়েছেন সত্যিই অনেক সুন্দর। সপরিবারে ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন।
অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি সবাই ভাল থাকুন। Appreciate your kind words & continuing support. 💕🥰
আসসালামু আলাইকুম ভাই। সবাই ভুলে গেলেও আমাদের পাঁচ ভাই বোনের মাঝে আমাদের মা বেঁচে থাকবেন সারাজীবন। আম্মা ছিলেন অনেক বেশি ফরেজগার।দোয়া করবেন আমার ভাইরা এবং আমি যেন দোয়া করে আম্মার কবরটা জন্নাতের বাগান বানিয়ে দিতে পারি। মানসিক বিপর্যয় একটু কাটিয়ে উঠতে পারলে আপনার নতুন ভিডিও গুলো দেখবো এবং comments করবো। ভাবির হলুদের ছবি টা খুব সুন্দর এবং বাবু বাবু লাগছে। display picture গুলো সব খুব সুন্দর হয়েছে। হলুদে আপনার ছবি টা ও দেখতে চাই। এখন TV youtube দেখা হয় না। এতো কষ্টের মাঝেও আপনার ভিডিও দেওয়ার সময় হলে Tv ছেড়ে রাখি।এর নামই হয়তো ভালো লাগা। অনেক ভালো থেকেন। Fiamanillah.
Walaikum assalam. Very sorry dear. May Allah grant her Jannat. May Allah make her grave a piece of Jannat.
ভাই দোয়া করি আল্লাহ আপনাদের ধৈর্য দিন, ভাল রাখুন, সুস্থ রাখুন।
শুধু আপনার জন্য কালকের ভিডিওতে বিশেষ বোনাস ক্লিপ থাকবে 💕
মধ্যপন্থা হল শ্রেষ্ঠ পন্থা। আপনার কিশোরী মেয়ে দুটি নিজেদের বোরকা-নেকাবের কোয়ারিন্টিনে না রেখেও আমেরিকান স্কুলে তাঁদের ঈমানকে কত সুন্দর ও মজবুদ রেখেছে তা যেনে মনটা ভোরে গেলো ।
Thank you
Another simple video of Bangladeshis, theres just something so special about you. 45 mins of faruk bhai makes the rest of the day better.
Thank you dear
বাংলাদেশে এত বেশী চাষ যোগ্য জমি থাকতেও আমরা পারিনা,অভিনন্দন।
যেখানে দশমিনিটের ভিডিও দেখতে বোরিং লাগে
অথচ আপনার এতো লম্বা সময়ের ভিডিও তা-ও মনে হয় ছোট হয়েছে দেখতে খুবই ভালো লাগে। আসলে আমেরিকা বলে নয়
মূল বিষয় হচ্ছে আপনার সাবলীল উপস্থাপনা ও বিদেশের মাটিতে স্ব দেশিয়
কালচার, আসলেই ভিষণ ভালো লাগে।
দোয়া ও ভালোবাসা অবিরাম
অনেক ধন্যবাদ। Appreciate your kind words & continuing support. 💕🥰
চট্টগ্রাম এর মানুষ আর শুটকি এর মধ্যে ভালোবাসা একটু অন্য রকম।
🥰💕
অনেক ভালো লাগলো এই ভিডিও। ওনাদের বাগান দেখে তো অবাক হলাম। ব্রাম্মী শাক সত্যিই অনেক ভাল। ভাল থাকবেন সবাই। দোয়া করবেন আমাদের জন্য।
ধন্যবাদ ভাই। দেশের যে অবস্থা। সাবধানে থাকবেন। আমাদের জন্যও দোয়া করবেন। 💕
. খুব সুন্দর। আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জে এতো সুন্দর বাগান করেছে। কি বোলে আপুকে ধন্যবাদ দিবো। আললাহ জানো ওনাদের কে সুচতো রাখে।আমিন।আসলে মনের উতসাহ ছারা কিছু ই হয় না।খুবই আনন্দ পাচ্ছি। ধন্যবাদ#
।
Welcome
ভিষণ ভালো লাগলো।সব কিছুতেই একটা দেশীয় ছোয়া আছে ❤
Thank you
মাশাল্লাহ অনেক অনেক সুন্দর রান্ন দেখেছি ফলে র ফুলের বাগান ও দেখেছি খুব ভালো লাগলো আপনাদেরকে অনেক ধন্যবাদ
Welcome
আঙ্কেল, এই ভিডিও দেখার পরে একটা কথা আমার মনে আসছে আপনার দুই ছেলের জন্য (you know what i mean!)।বুদ্ধিমান মানুষের জন্য ঈশরাই যথেষ্ট।সুন্দর আরেকটা ভ্লগ দেয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে।
ঈদ উল আযহার অগ্রিম শুভেচ্ছা আপনাদের।
My pleasure dear. Eid Mubarak
ফারুক ভাই আপনি আপনি একজন প্রকৃত বাংগালী। চললিশ বছর আমেরিকায় থেকেও আপনি বাংগালীই রয়েগেছেন। তাই আপনাকে অনেক ভাললাগে।
Thank you 😊
কাকু ভীষণ সুন্দর ভিডিও টি হয়েছে।। আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ থাকুন। আরও সুন্দর সুন্দর ভিডিও আমাদের উপহার দেন।
Ameen. Thank you dear
আমি আপনার এমন কোনো ভিডিও নাই যে দেখি নাই আপনার বাগানের ভিডিও মধ্যে সবথেকে সেরা বাগান এটি হবে কারণ তেনারা অনেক পরিষ্কার এবং গোছালো আমার অনেক ভালো লেগেছে
I don't have a video of you that I haven't seen. It will be the best garden in your garden video because I like it very clean and tidy.
Yes indeed. She works very hard. She does have a tidy garden. Thank you.
চাচা, আপনি ভিডিও ছাড়লে তো আমাদের ঈদ লেগে যাই । আপনার হাত ধরেই আমেরিকা চেনা । আপানার মাধ্যমেই আমেরিকার খুটি-নাটি সব জানা । আপনার ভিডিও দেখি শুধু মাত্র আপনার কথা গুলো শোনার জন্য । আর আমেরিকার সিনারিও হচ্ছে আমাদের জন্য বোনাস ।
Thank you dear. Really glad that you enjoy my work. Appreciate your kind words & continuing support. 🥰
আসসালামু আলাইকুম ভাই। বাড়ির বাগানটি অসাধারণ লেগেছে। অসংখ্য ধন্যবাদ।
Walaikum assalam. Welcome dear
খুব ভালো লাগলো আজকের ভিডিও টা, দারুন লাগলো, কত গাছের চাষ করেছেন ভাবী, খাবারের অনেক আইটেম, ঠিক বলেছেন দাদা অনেক খাবার হলে ঠিক এনজয় করা যায়না! নেক্সট ভিডিওর অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন দাদা!
আমি কিন্তু শুধু শাক আর চিংড়ি দিয়েই অনেক মজা করে খেতে পারতাম। কিন্তু আমাদের বাঙালী কালচার বলে কথা। বাংলার আতিথিয়তার তুলনা হয় না। ধন্যবাদ ভাই। 💕
সবসময় খালামনির কাছ থেকে শুনতাম মুনমুন আপুর বাড়ি, বাগান ইত্যাদি। কিন্তু আজ দেখে খুব ভালো লাগছে,, সত্যি খুব মনোমুগ্ধকর। আপু আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল,,। বাংলাদেশ আসলে ইনশাআল্লাহ দেখা হবে,এই আশা রাখি।।
Thank you for your invitation dear. 💕
আপনাকে সরাসরি একটু দেখার হয়তো সৌভাগ্য কখনোই হবে না কিন্তু আপনি এতটাই ভাল মানুষ যে আপনি সবার কাছে খুব বেশি প্রিয় আর আমেরিকাতে জন্ম হওয়া ছেলে মেয়েদের কাছ থেকে বাংলা শোনা যাবে সে আশা করাটাও ভুল I always respect you uncle thank you
My pleasure dear. Appreciate your kind words & continuing support. Thank you 💕🥰
Amazing garden and amazing lunch . There is no doubt .
Thank you 😊
আপনার উপস্থাপনা ছিল অসাধারণ তার সাথে বাংলাদেশ থেকে এতো দূরে থেকেও আপনারা বাঙ্গালী সংস্কৃতি খাবার পরিবারের সদস্যরা একসাথে আনন্দ করছেন এইটা দেখে আমি মুগ্ধ। ভাল থাকবেন সুস্থ থাকবেন আপনারা। ধন্যবাদ আপনাকে ভবিষ্যতে আর ভাল ভিডিও তৈরি করবেন আশা করি।।
Thank you dear. Appreciate your kind words & continuing support. 🥰💕
ভালোই লাগলো অনেকগুলো বাচ্চা দেখলাম।
💕🥰
Mashallah khub sundor garden
Thank you dear
আসসালামু আলাইকুম ভাইয়া,
এই ভিডিওটা একটু বেশি এনজয় করলাম কারণ ওনারা আমার চট্টগ্রামের পাশের থানার, ওনারা ভাটিয়ারী আমি হাটহাজারী থানায়, আর আমেরিকাতে আপনার সাথে আমাদের চট্টগ্রামের মানুষ দেখে আমি সত্যি মুগ্ধ হলাম, চট্টগ্রামের ভাষা শুনে অনেক ভালো লাগলো আপনার মুখ থেকে । ধন্যবাদ ভাইয়া আপনাকে বাংলাদেশে বসে আমেরিকার সব কিছু দেখতে পারতেছি আপনার মধ্যেমে।
ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।
Walaikum assalam. অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন 🥰
Thanks for explaining it to them uncle. Growing up here i get this comment a lot but i kept my practice and I'm able to speak good bangla but English comes in and i get those comments alot bc of that.. nice vlog as always....
Awesome vdo
Thank you
Amazing hospitality.only Bengali people can do.
Indeed. Thank you dear
আসসালামু আলাইকুম আংকেল কেমন আছেন? আংকেল বাগান টা মাশাআল্লাহ অনেক সুন্দর। আংকেল আপনি অনেক ভিডিও বানান অনেক ভালো লাগে। পরিবারের সবাই কে একএে দেখে খুব ভালো লাগলো।
Walaikum assalam. Thank you dear
@@AdventureTube21 আংকেল প্লিজ আমাকে একটু সাহায্য করেন প্লিজ।
As salamu Alaykum Warahmatullahi Wabarkatuhu brother … really appreciate your videos .. loved the girls and how they keeping their values . May Allaah bless them . Thanks and wishing you from Canada 🇨🇦
Walaikum assalam. My pleasure dear. Thank you.
আতিথেয়তা দেখে আমি মুগ্ধ😍 ভালো লাগলো
Thank you 😊
মুনমুন আন্টিদের পাশেই আমাদের বাড়ি😍😍😍😍
Nice!!
Chole asen ekdin amader basay
ভাই আপনার প্রতিটা ভিডিও আমি খুব মনোযোগ দিয়ে দেখি।খুটিনাটি সবকিছু।এত ভালো লাগে!! বিশেষ করে যখন খাবার টেবিলে খেতে বসেন।খুব এনজয় করি খাবার পর্ব। মাঝে মাঝে তো অনুপ্রাণিত হয়ে রান্নাও করতে চলে যাই পর্ব শেষ হলে😁! আজকের ভিডিওটি খুব ভালো লাগল।আপুর বাগান মাশাল্লাহ্ অনেক সুন্দর।আমি নিজেও আমার বাড়ির ছাদে বাগান করি।আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
অসংখ্য ধন্যবাদ প্রিয় আঙ্কেল।
Welcome dear
চট্টগ্রামের মানুষ অবশ্যই আন্তরিক। আর উনার কথা শুনে প্রথমেই কমেন্ট করে বলেছিলাম উনি চট্টগ্রামের মেয়ে কিনা। পরে ভিডিওতে উনি যখন পরিচয় দিলো তখন কমেন্ট টা ডিলেট করে দিলাম। যাই হোক অনেক অনেক ভালোবাসা রইল আর অনেক সুন্দর এপিসোড ছিলো ❤️❤️❤️
Thank you dear. Appreciate your kind words & continuing support. 💕🥰
সত্যি সুন্দর দেশ। আমাদের বাংলাদেশ কে ঐরকম করতে চাই
নিশ্চয়ই, হবে একদিন ইনশাআল্লাহ।
@@karimmohajon6086 উদার হতে হবে। নতুবা অর্থনৈতিক উন্নয়ন হলেও মানসিকতার পরিবর্তন হবে না।
ভাই... আপুর বাগান দেখে মুগ্ধ হয়েছি। মনে হয়েছে বাংলাদের কোন একটি গ্রামের বাড়ী। অসাধারন আপনি এবং আপনার চিন্তাধারা ....
Thank you dear
Ekta video aj ke asha korchilam ,jak monta bhore gelo dada.
Thank you dear
নিঃসন্দেহে ফাটাফাটি Vlog ভাই . Super quality video.
Thank you dear
আসসালামু আলাইকুম. আজকের ভিডিও টা ভীষন ভালো লাগল ৷ সবজির বাগান . ফুলের গাছ' বাসাটাও খুব সুন্দর। গত পর্বে ৬বার কমেন্টস লিখছিলাম ৷ কমেন্টস থাকে না পরে মন খারাপ হয়ে ছিল ৷ আজ দেখা যাক কি হয় 'আপনার ভিডিও গুলোখুব মজা করে দেখি SK ip করিনা ৷ অসংখ্য ধন্যবাদ💕💕💕
Walaikum assalam. এখনো বুঝলাম না আপনার কমেনট কোথায় হারিয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ 💕🥰
আপুর কথা শুনে আমি প্রথমে বুজতে পারছি উনি আমাদের চট্টগ্রামের। 😍❤️
খুব সুন্দর লাগল।
Thank you
ভিডিও টি অসাধারন লেগেছে।খুব উপভোগ করলাম।ধন্যবাদ। ঈদুল অাযহার শুভেচ্ছা রইল।ঈদ মোবারক।
Thank you dear. Eid Mubarak
আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন?একটা কথা বলি যদি মনে কিছু না করেন।স্বাধীন,বিজয়ের জন্য আমার মনে হয় এই ২ টা মেয়ে পারফেক্ট।Good luck.
Walaikum assalam. Thank you dear
@@thejashorianguyofficial Thank you.
আপনি নিউ জার্সি থেকে এতবার নিউইয়র্কে যাওয়ার ভিডিও আপলোড দিয়েছেন যে বাংলাদেশে বসে আমারই রাস্তা চেনা হয়ে গেছে 😄 এখন আমি বাংলাদেশে বসেই আমেরিকার নিউ জার্সি থেকে নিউইয়র্ক যেতে পারবো 😄 indeed it's great. wanna Daily life vlog sir ❤️
Assalamualaykum uncle
খুব ভালো লাগলো আঙ্কেল 👏 এতখন বশে বশে পুরো ভিডিও টা অনেক এঞ্জয় করলাম 😊
তাদের আতিথেয়তা অনেক ভালো লাগলো 👌
এক কথায় দারুণ 💐💜
শেষ এর ছবিটা অ্যান্টি 😊🙂
Walaikum assalam. You are correct dear. Thank you 😊
Chittagong আমার মামার রাড়ি। ঐ অঞ্চলের মানুষরা অনেক অতিথি পরায়ন এবং অনেক বড় হৃদয়ের মানুষ।
Indeed. Thank you dear
Assalamualaikum vaiya so beautiful vlogs mashallah ❤️❤️👌
Walaikum assalam. Thank you dear
Ki mojar mojar ranna khachen bhai, jibe koto je pani asheche, shobche bhalo lagche jokhon apni tar tarif kochen. Shutkir proti amar khub lob sheta dekhe khub bhalo laglo. Ashole jara deshe mehman Bari jay thokhon dekhe kiki mangsho pulao Ranna korche, r bideshe amra khuji kiki mach Ba shutkir item.
That is very true dear. যেখানে যা নাই সেটাই দামি। সেটাই মানুষ খোঁজে। অনেক ধন্যবাদ। 🥰
Nice to see this clip, as a muslims from India, seeing lot of problems between two cultures, bengalis,and punjabis though same religion. Sunni Islam. I can understand Bangla, as well as punjabi.
Though Sbhanallah, .mashaallah, alhamdolilah is common to all.
Thank you 😊
💜 from 🇧🇩
সময় আর যত্ন দুয়ে মিলে স্বপ্ন, দারুন লাগলো বাগানটা!আমাদের সংস্কৃতি ধরে রাখার জন্য অভিভূত হলাম যা আমাদের দেশেই অনেকে মানেনা!🌿❤️❤️
Thank you dear
Masha Allah … Khub besi valo lagce😍
Thank you
অসাধারণ গার্ডিনিং আর ভাইয়ের vloging ও অনেক দারুণ 🥰
Thank you
আসসালামু আলাইকুম।অবশ্যই ভাবীর ছবি। খাওয়া ছাড়া সব কিছুই উপভোগ করলাম।ধন্যবাদ।
You are correct. Thank you.
Mashallah onek bhalo laglo oto fresh vegetables. I wish I could grow them.
Thank you
আপনার vlog গুলো show করে যে আপনি US কে দারুন enjoy করেন।
Thank you
বাগান দেখে খুব ভালো লাগলো।
আসলামু আলাইকুম, আংকেল আমাদের চাটগাঁইয়া ভাইবোন পরিবারেরা আমেরিকা বা পৃথিবীর যেখানেই থাকুক অতিথি আপ্যায়ন মেহমানদারিতে জুড়িনেই, এটা আমাদের বীরচট্টলার যুগের পর যুগ চলতে থাকা সংস্কৃতি... আপনার ও আপনার পরিবার সহ পৃথিবীর সমস্ত বাঙ্গালী ও চিটাইঙ্গা ভাইবেরাদারদের প্রতি শুভেচ্ছা সালাম ও ভালবাসা, শুভ কামনা রইল
Walaikum assalam. Thank you dear 💕🥰
একটু বলবেন এই লাইনের মানে কি?
“আনার সাথে ও এখনো হাটিনায়”
@@AdventureTube21 আংকেল, চাটগাঁইয়া ''অনে'' যার বাংলা অর্থ ''আপনি''.. ''অনের সাথে এখনো হাটিনায় মানে '' মানে '' আপনার সাথে এখনো সেভাবে চলা/মিশা/সোসালাইজ করা হয় নাই " বুঝাতে চেয়েছেন সম্ভবত...
@@Tughril_Bey জি ভাই। অনেক ধন্যবাদ।
খুবই সুন্দর বাগান! 😍
Thank you dear brother
ভিডিও টি দেখে সত্যিই আমি অভিভূত। যেখানে বাংলাদেশের মেয়েরা 2 _3টা কাজের বুয়া রেখে হিমসিম খেয়ে যায়। সেখানে এই আপু বিদেশে 3 টা বাচ্চা সামলিয়ে চাকুরী করে এত সুন্দর বাগান এবং এত মেহমানদারী সব একা সামলিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আসলে পরিশ্রম ও রূচীশীলতা কাকে বলে। দোয়া রইল আপু আপনার জন্য । বাংলাদেশের প্রতিটা মেয়ে যদি আপনার মতো পরিশ্রমী ও উদ্যমী হতো এবং কৃষির প্রতি ভালোবাসা থাকতো তাহলে বাংলাদেশের চেহারাই পাল্টে যেত।💖❤️💖❤️
তিনি অবশ্যই অনুকরনীয়। অনেক ধন্যবাদ। 💕🥰
আঙ্কেল আপনার ভাইয়ের বাড়ির বাগান টা এত সুন্দর চোখ ফেরানো যায় না
Indeed. Thank you dear
আসসালামু আলাইকুম মাশাআল্লাহ কূষি প্রোগ্রাম দেখে অনেক ভালো লাগলো সবাই কে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভালো থাকবেন আল্লাহ হাফেজ 🇧🇩🇧🇩🇸🇦
Walaikum assalam. Thank you dear. Eid Mubarak
এ জীবন তো ক্ষনস্থায়ী, কচু পাতার পাই।
মরার পরে শুরু হবে আসল জিন্দেগানী।।( ইসলামি সংগীত)
Its impressive to look at the garden, touchy, rememberable. hope your more success.
Thank you 😊
মুনমুন আন্টি অনেক আন্তরিক একজন মানুষ বোঝা যাচ্ছে🤗
Yes indeed. Thank you dear
সবাই একসাথে থাকার মজাই আলাদা।
Thank you
আঙ্কেল পশুর খামার ও কুরবানীর পশুর ভিডিও দেখানোর অনুরোধ রইলো।
ধন্যবাদ।
Inshallah dear. Thank you.
WOW.. Nice garden. Nice video.
Thank you
Probably 1st view
Not first but as good. You are number two my dear. Thank you 🥰💕♥️
Bhai onader barita onek shundor,,, onek boro shobzy bagan............onek shobzy gaach lagiyecey.......... r bhai amader bariteo polao pata gaach age chilo maa zokhon khuder bowa ranna korto tokhon ai polao pata dito.............shotty polaoer ghran ashto...........sei khuder bowa onek moza lagto............bhai onek bhalo thakben Allah hapez............,,,,,,,,,,,,
আমরা ছোট বেলা গ্রামে দেখেছি মেহমান আসলে এই পাতা দিয়ে সুগন্ধি ভাত রান্না হতো। অনেক ধন্যবাদ ভাই। Jajakallah Khairan.
Interview was pretty good...First time i heard a Bengali girl experience in America... Thanks for filming that conversation
My pleasure dear
A nice, enjoyable episode to watch. God bless you.
Glad you enjoyed it। May Allah bless us all.
Is very lucky to have the group of friends and family that I have.. Thank you all for making today so special..video
Thank you
Faruk Bhai Salam Neben, Very nice vedio, Best of luck from Chattogram, Bangladesh
Walaikum assalam. Thank you Bhai