We Have Two Lives. 2nd Begins When?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 фев 2025
  • চীনা দার্শনিক কনফুসিয়াস জীবন নিয়ে অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন কেউ যদি একথা আমল করে তাহলে তার জীবন পাল্টে যেতে বাধ্য।
    কনফুসিয়াস বলেন, তোমার জীবন আসলে দুইটা। দ্বিতীয় জীবন তখন শুরু হয় যখন তুমি অনুধাবন করো তোমার জীবন আসলে একটি।
    অত্যন্ত গভীর ও অর্থময় কথা এটা। যদিও আমাদের জীবন একটাই, আমরা অনেক সময় তা ভুলে যাই। আমরা যখন বুঝতে পারি যে আসলেই আমাদের এই মর্ত্যের দুনিয়ায় আমাদের অস্তিত্ব একবারের জন্যই, তখন আমরা জীবনকে যেভাবে দেখব- জীবনকে যেভাবে কর্মময় ফলপ্রসূ করার মিশনে থাকব তা এ চেতনা আসার আগের সময়ের চেয়ে আলাদা।
    আমাদের জীবন আসলে তখনই শুরু যখন আমরা বুঝতে পারি আসলে আমাদের জীবন একটি।

Комментарии •