স্ত্রী তালাক দিলে দেনমোহর পাবে কি?-স্ত্রী তালাক দিলে কি তালাক হয়? - তালাক ও দেনমোহর নিয়ে জিজ্ঞাসা!

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 100

  • @rumon1242
    @rumon1242 3 месяца назад +4

    নতুনভাবে আইন তৈরি করা উচিত। ছেলেদের ওপরও রীতিমত অত্যাচার। এই আন্টি বাংলাদেশের দ্রুত সংশোধন করা উচিত। স্ত্রীর পরকীয়া ধরা পড়লে যথেষ্ট পরিমান থাকলে দেনমোহর না দিলে সঠিক হয় আইনটা। দ্রুত বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছি

  • @mdrazibmiah9893
    @mdrazibmiah9893 7 месяцев назад +2

    আচ্ছা দেনমোহরের মামলায় রায় পেতে কতো দিন সময় লাগে??? এবং সব মিলিয়ে কতো টাকা খরচ হতে পারে???

  • @Mizanurrahman-zf5fi
    @Mizanurrahman-zf5fi 3 месяца назад +1

    জনাব,
    আমি ২০১৪ সালে বিবাহ করি, দুইটা বাচ্চা আছে স্ত্রীর সাথে বনি বনা হয় না। ডিভোর্স দিতে চাচ্ছি সমস্যা হলো আমার নিজের বাড়ি গাইবান্ধা জেলা ও শশুর বাড়ি কুমিল্লা জেলায়, স্ত্রী আমার বাড়িতে থাকে এখন তালাক নোটিশ পাঠাইতে হলে কোন জেলার ইউপি চেয়ারম্যানের কাছে পাঠাবো? একটু জানাবেন।
    আমি ঢাকায় জব করি সেক্ষেত্রে স্ত্রী মামলা দিয়ে বা আমার অফিসে অভিযোগ করে আমার চাকরির সমস্যা করতে পারবে কিনা?

  • @Tanha-t61
    @Tanha-t61 2 месяца назад +1

    স্যার আমি একজন দরিদ্র নারি আমার স্বামি আমাকে আটকে মারধোর করে যোর করে তারা আমার হাতের সার্খরও ও বাম হাতের টিপ সই নেয় ওরা,ডিভোর্সের কাগজে দুইটায় আমাকে কোন দেনমোহরের টাকা ওরা দেইনি আমার দেনমোহর পাঁচ লক্ষ টাকা এতে কোন উশিল নেই, আর সে শুধুই বিয়ে করে তার চরিত্র খুবেই খারাপ আমি তার তিন নম্বর স্ত্রী, আমার পরেও সে আর তিনটা বিয়ে করে, প্লিজ স্যার জানাবেন সে ক্ষেত্রে আমি দেনমোহর কি ভাবে পেতে পারি।

  • @MdMillat-pr7bq
    @MdMillat-pr7bq 4 месяца назад +2

    সার ধনবাদ কতা গুলো আনেক সুন্দর

  • @MdSohel-go9xi
    @MdSohel-go9xi Год назад +2

    আসসালামুয়ালাইকুম আশা করি অনেক ভালো আছেন আমার একটা পসনো আছে যদি ইসতী তাকল দেই স্বামী যদি স ই না করে ডিপস কাগজ তাহলে কি সেটা তালক হবে নাকি

  • @SultanaAkter-ej1et
    @SultanaAkter-ej1et 7 месяцев назад +1

    কিস্তিতে টাকা পরিশোধ করার পদ্ধতি টা কি,,প্রতি মাসে ক্যাশ হাতে দেয় নাকি ব্যাংক একাউন্ট এর মাধ্যমে,,,??

  • @AlomoniRia
    @AlomoniRia 4 месяца назад

    আমি আপনার সাথে কি ভাবে যোগাযোগ করবো প্লিজ বলবেন স্যার

  • @AtaurIslamicCenter
    @AtaurIslamicCenter 11 месяцев назад +1

    যে বিয়েতে কাবিন হয় নাই কিন্তু স্ট্যাম্প হয়েছে এবং দেনমোহর ধার্য করা হয়েছে, এই বিয়ের স্বামী যদি তালাক না দেয় বরং স্ত্রী তালাক দেয় তাহলে কি স্ত্রীকে দেনমোহর দিতে হবে?

  • @JHNirob-rw4tn
    @JHNirob-rw4tn 9 месяцев назад +1

    আমি ও আমার স্ত্রী এক সাথে থাকতে চাই।আমার স্ত্রী আমার সাথে কোনো অসুবিধে নাই।কিন্তু আমার স্ত্রীর মা(আমার শাশুড়ী) উনি জোর জবরদস্তি করে উনার মেয়েকে নিয়ে জেতে চাচ্ছেন অনেক ঝামেলা করে অনেক মাদবর প্রধান দের টাকা খাইয়ে উনি উনার মেয়েকে উনার জিদ থেকে নিয়ে জেতে চাচ্ছেন।এখন এক্ষেত্রে কি আমার দেনমোহর টাকা দিতে হবে যেহেতু স্ত্রী তার মার বিপক্ষে এবং আমার সাথে সে থাকতে চায়।এক্ষেত্রে করণিয় কি?

  • @shornaakter5840
    @shornaakter5840 Год назад +4

    আপনার কথাগুলো আমার খুবই ভালো লেগেছে,,আপনাকে ধন্যবাদ

  • @mdsabel7624
    @mdsabel7624 Год назад

    আসসালামু আলাইকুম স্যার। আপানর সাথে কী ভাবে যোগাযোগ করবেন একটু বলবেন❤️🤲

  • @mdshomrat7331
    @mdshomrat7331 3 месяца назад +1

    স্যার আমি বিয়ে করছি। আমার কাবিন ২লাখ ৬০ হাজার করা হয়ছে। আর যোতুক হিসাবে ২ লাখ টাকা দিতে চেয়েছিলো। পরে দায়নি টাকা টা আমাকে। এখন কথা হলো আমি যদি তালাক না দিই। মেয়ে পককে তালাক দায় তাহলে। আমাকে কত টাকা দিতে হবে। যেহেতু আমি একটাকাও পাইনি

  • @MdRasel-wf4io
    @MdRasel-wf4io Год назад +8

    আরে ভাই মেয়েদের এখন টাকা পাবে তার জন্য ইসলামিক আইন ব্যবহার করেন ।আর আপনাদের প্রধানমন্ত্রী তো এখনো ইসলামী মানতে চায় না। এ অপরাধের শুধু পুরুষদের জন্যই কেন ভাই

    • @jewelrana3190
      @jewelrana3190 Год назад +1

      ভাই আপনে কার নামে বদনাম করলেন সে যদি আপনাকে ধরতে পারে আপনারে ঘুম করে ফেলবে

    • @mduzzolmduzzol512
      @mduzzolmduzzol512 Год назад

      এই সরকার থাকাকালিন মেয়েদেরকোনো অপরাদ থাকবেনা সুদু পুরুসরাই অপরাদি হয়ে থাকবে জতোদিন এই সরকার গদিতে থাকে

    • @FariyaSharminRiya-hl6qf
      @FariyaSharminRiya-hl6qf Год назад

      শুনেন ভাইয়া স্ত্রী টাকা পাবে এটা ইসলামে নিয়ম কারণ নবীজী বলেছেন দেনমোহর পরিশোধ না করে স্ত্রীর সাথে দাম্পত্য জীবন শুরু করলেও সেটা হালাল হবে না সুতরাং ইসলাম অনুযায়ী আগে দেনমোহর পরিশোধ করেই স্ত্রীর গায়ে হাত দিতে হবে স্ত্রী যদি আপনার এডজাস্ট করতে না পারে সেক্ষেত্রে সে আপনাকে ছেড়ে যেতে পারে কিন্তু তালাকের সাথে দেনমোহরের কোন সম্পর্ক নেই

    • @yousuf9675
      @yousuf9675 6 месяцев назад +1

      খোলা তালাক:
      : '"পুরুষরা যখন তালাক দিবে" তখন বলা হচ্ছে,, নিজের দেওয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নিও না।
      আর মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে :: তাহলে সে ক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়,,
      ১.অর্থাৎ মহিলা যে কাবিনের টাকাটা নিয়েছিল সেটা ফেরত দেবে,, আর যদি কাবিনের টাকা বাকি থাকে তাহলে পুরুষকে সেটা পরিশোধ করতে হবে না।।
      ২. যেহেতু অব্যাহতি নিয়ে নেয় বলা হচ্ছে,, তাহলে মহিলা সাক্ষীর সম্মুখে তালাক গ্রহণ করিলাম এটা বলতে হবে, তালাক দিলাম এটা মহিলার অধিকার নাই।।
      হাদিস থেকেও প্রমাণিত ; রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর সময়কালে, এক লোক দেনমোহর হিসাবে স্ত্রীকে খেজুরের বাগান দিয়েছিল,পরে যখন স্ত্রী তালাক চাইলো, তখন সে মহিলাকে খেজুরের বাগান ফেরত দিতে হয়েছিল।।
      বর্তমানে যুগে অনেকে বলেন যে, মহিলা তালাক দিক আর পুরুষ তালাক দিক, কাবিনের টাকা পরিশোধ করতে হবে পুরুষকে, তারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লংঘন করেছে, তারা হচ্ছে জালেম।
      [আল বাকারাঃ আয়াত নং ২২৯]
      الطَّلٰقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسٰنٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِۦ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولٰٓئِكَ هُمُ الظّٰلِمُونَ
      অর্থঃ তালাকে-‘রাজঈ’ হ’ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম।।
      হাদিস শরিফে খোলা তালাক
      একাধিক হাদিসে ন্যায়সংগত ও ন্যায্য ‘খোলা’ তালাকের বিনিময়ের বৈধতার প্রমাণ পাওয়া যায়। যথা-এক. ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, সাবিত ইবনু কায়সের স্ত্রী নবী করিম (সা.)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল! চরিত্রগত বা দ্বিনি বিষয়ে সাবিত ইবনু কায়সের ওপর আমি দোষারোপ করছি না। তবে আমি ইসলামের ভেতরে থেকে কুফরি করা (অর্থাৎ স্বামীর সঙ্গে অমিল) পছন্দ করছি না। রাসুলুল্লাহ (সা.) বলেন, তুমি তার বাগানটি ফিরিয়ে দেবে? (সাবেত মোহরানা হিসেবে তাকে বাগান দিয়েছিল) সে বলল, হ্যা। রাসুলুল্লাহ (সা.) সাবিতকে বলেন, তুমি বাগানটি গ্রহণ করো এবং ওই নারীকে এক তালাক দিয়ে দাও। (বুখারি, হাদিস, ৫২৭৩

  • @mdsohelrana-jj1zz
    @mdsohelrana-jj1zz Год назад

    Thanks

  • @ShohelRana-oq6tm
    @ShohelRana-oq6tm Год назад

    Sir...jodi gohona diya half kabin sod thka,, taila ki wife divorce dila oi gohona back dita hba? Plz reply

  • @hakimurrashid6733
    @hakimurrashid6733 Год назад +3

    স্যার আপনার নংটা দিয়েন? কিছু আইনি পরামর্শ প্রয়োজন।

  • @mduzzalmduzzal4084
    @mduzzalmduzzal4084 19 дней назад

    স্যার আমার স্ত্রী আগে একটা বিয়ে হয়েছিল,, এখন বলতেছে সে আমাকেও তালাক দিবে এখন আরো কাবিনের টাকা চায় আগের আইনের মত চলতে থাকলে মেয়েরা তো খালি একটা করে বিয়ে করবে আর ছেলেদের থেকে কাবিননামা টাকা আদায় করব

  • @laboni2024
    @laboni2024 Год назад

    Kabin namar ki puro taka dite hobe plz akta video banaben

  • @jannatulmodina2778
    @jannatulmodina2778 Год назад +2

    স্যার এখন কার সমাজে বিয়ের গয়না দিয়েই দেন মোহর পরিশোধ করে। সে ক্ষেত্রে তালাক হলে মেয়ে কি শুধু গয়নায় পাবে???

  • @md.akter.hossinasif956
    @md.akter.hossinasif956 2 года назад +3

    স্তীকে তালাক দেওয়ার কতদিনের মধ্যে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে যদি টাকা না থাকে

  • @জাফরআহমেদ-ত১গ

    ইসলামের আইনে কাবিন ধরা বাংলাদেশের আইন মেয়ে বিক্রি করা হয়

  • @ShaymoonHasan
    @ShaymoonHasan 5 месяцев назад

    ধন্যবাদ স্যার

  • @MDRaju-h2f8f
    @MDRaju-h2f8f 11 месяцев назад +1

    আসসালামু আলাইকুম
    স্ত্রী পরকীয়া করে যদি নিজে থেকে ডিভোর্স দেয়
    তাহলে কি দেনমোহরের টাকা দিতে হবে

    • @legalknowledge2022
      @legalknowledge2022  11 месяцев назад

      জি হা

    • @yousuf9675
      @yousuf9675 6 месяцев назад

      খোলা তালাক:
      : '"পুরুষরা যখন তালাক দিবে" তখন বলা হচ্ছে,, নিজের দেওয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নিও না।
      আর মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে :: তাহলে সে ক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়,,
      ১.অর্থাৎ মহিলা যে কাবিনের টাকাটা নিয়েছিল সেটা ফেরত দেবে,, আর যদি কাবিনের টাকা বাকি থাকে তাহলে পুরুষকে সেটা পরিশোধ করতে হবে না।।
      ২. যেহেতু অব্যাহতি নিয়ে নেয় বলা হচ্ছে,, তাহলে মহিলা সাক্ষীর সম্মুখে তালাক গ্রহণ করিলাম এটা বলতে হবে, তালাক দিলাম এটা মহিলার অধিকার নাই।।
      হাদিস থেকেও প্রমাণিত ; রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর সময়কালে, এক লোক দেনমোহর হিসাবে স্ত্রীকে খেজুরের বাগান দিয়েছিল,পরে যখন স্ত্রী তালাক চাইলো, তখন সে মহিলাকে খেজুরের বাগান ফেরত দিতে হয়েছিল।।
      বর্তমানে যুগে অনেকে বলেন যে, মহিলা তালাক দিক আর পুরুষ তালাক দিক, কাবিনের টাকা পরিশোধ করতে হবে পুরুষকে, তারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লংঘন করেছে, তারা হচ্ছে জালেম।
      [আল বাকারাঃ আয়াত নং ২২৯]
      الطَّلٰقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسٰنٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِۦ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولٰٓئِكَ هُمُ الظّٰلِمُونَ
      অর্থঃ তালাকে-‘রাজঈ’ হ’ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম।।
      হাদিস শরিফে খোলা তালাক
      একাধিক হাদিসে ন্যায়সংগত ও ন্যায্য ‘খোলা’ তালাকের বিনিময়ের বৈধতার প্রমাণ পাওয়া যায়। যথা-এক. ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, সাবিত ইবনু কায়সের স্ত্রী নবী করিম (সা.)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল! চরিত্রগত বা দ্বিনি বিষয়ে সাবিত ইবনু কায়সের ওপর আমি দোষারোপ করছি না। তবে আমি ইসলামের ভেতরে থেকে কুফরি করা (অর্থাৎ স্বামীর সঙ্গে অমিল) পছন্দ করছি না। রাসুলুল্লাহ (সা.) বলেন, তুমি তার বাগানটি ফিরিয়ে দেবে? (সাবেত মোহরানা হিসেবে তাকে বাগান দিয়েছিল) সে বলল, হ্যা। রাসুলুল্লাহ (সা.) সাবিতকে বলেন, তুমি বাগানটি গ্রহণ করো এবং ওই নারীকে এক তালাক দিয়ে দাও। (বুখারি, হাদিস, ৫২৭৩

  • @skliton-ej5ph
    @skliton-ej5ph Год назад

    শামি সন্তান রাকিয়ে অন্য পুরুষের সাথে পরোকিয়া করিয়ে চলেগেলে বা সরনো অলংকার নিয়ে পালিয়ে গিয়ে অন্য আর একটা যাইগাতে গিয়ে divorce dila tokon ki hobe bi???

  • @MDrabiulIslam-tn1wz
    @MDrabiulIslam-tn1wz 5 месяцев назад +1

    স্যার দেনমোহর আর মিথ্যা যৌতুক এর মামলা 2 টাই ওয়ারেন্ট,এখন যদি দেনমোহরের কিছু টাকা নিয়ে আদালতে হাজির হয় ছেলে তাহলে কি জামিন পাবে নাকি,জেল হবে,দেনমোহরের টাকা দিলে যৌতুক এর মামলা টা কি হবে,সঠিক পরামর্শ দিলে অনেক উপকৃত হতাম।

  • @mdridoykhan6992
    @mdridoykhan6992 Месяц назад

    Apna Naam Bata Durga please

  • @RumiAkthar-qi3re
    @RumiAkthar-qi3re 4 месяца назад

    স্যার এই দেনমোহরের কেস চলাকালিন কি মেয়ে অন্য জায়গায় বিবাহ করতে পারবে

  • @egoprinces456
    @egoprinces456 7 месяцев назад

    আমার স্বামী আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছে আমি এখন ওর নামে কি কি মামলা করতে পারি আর দেনমোহর কিভাবে আদায় করব দেনমোহর ৫ লাখ সে খুব গরীব এতে কোর্ট তাকে কতদিন সময় দিতে পারে নাকি তার জমি জমা বিক্রি করে?

    • @HabibKhan-dl2yn
      @HabibKhan-dl2yn 5 месяцев назад

      আপনি এখন স্বামীকে ফিরে পাবার চেয়ে টাকা কিভাবে ফিরে পাবেন সেই চিন্তায় ব্যাস্ত😂,আপনি স্রী হিসেবে সঠিক হলে স্বামী আর দ্বিতীয় বিয়ে করতো না😊

  • @nahidaahmedmim1897
    @nahidaahmedmim1897 Год назад

    Meyer bari theke jodi gift hisabe tk deya hoy pore ki oi tk ki denmohor er sathe jug hobe??

  • @hasankamrul-gh3ld
    @hasankamrul-gh3ld Год назад

    সরকার এই আইন পরিবর্তন করা উচিত

    • @yousuf9675
      @yousuf9675 6 месяцев назад

      খোলা তালাক:
      : '"পুরুষরা যখন তালাক দিবে" তখন বলা হচ্ছে,, নিজের দেওয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নিও না।
      আর মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে :: তাহলে সে ক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়,,
      ১.অর্থাৎ মহিলা যে কাবিনের টাকাটা নিয়েছিল সেটা ফেরত দেবে,, আর যদি কাবিনের টাকা বাকি থাকে তাহলে পুরুষকে সেটা পরিশোধ করতে হবে না।।
      ২. যেহেতু অব্যাহতি নিয়ে নেয় বলা হচ্ছে,, তাহলে মহিলা সাক্ষীর সম্মুখে তালাক গ্রহণ করিলাম এটা বলতে হবে, তালাক দিলাম এটা মহিলার অধিকার নাই।।
      হাদিস থেকেও প্রমাণিত ; রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর সময়কালে, এক লোক দেনমোহর হিসাবে স্ত্রীকে খেজুরের বাগান দিয়েছিল,পরে যখন স্ত্রী তালাক চাইলো, তখন সে মহিলাকে খেজুরের বাগান ফেরত দিতে হয়েছিল।।
      বর্তমানে যুগে অনেকে বলেন যে, মহিলা তালাক দিক আর পুরুষ তালাক দিক, কাবিনের টাকা পরিশোধ করতে হবে পুরুষকে, তারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লংঘন করেছে, তারা হচ্ছে জালেম।
      [আল বাকারাঃ আয়াত নং ২২৯]
      الطَّلٰقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسٰنٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِۦ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولٰٓئِكَ هُمُ الظّٰلِمُونَ
      অর্থঃ তালাকে-‘রাজঈ’ হ’ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম।।
      হাদিস শরিফে খোলা তালাক
      একাধিক হাদিসে ন্যায়সংগত ও ন্যায্য ‘খোলা’ তালাকের বিনিময়ের বৈধতার প্রমাণ পাওয়া যায়। যথা-এক. ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, সাবিত ইবনু কায়সের স্ত্রী নবী করিম (সা.)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল! চরিত্রগত বা দ্বিনি বিষয়ে সাবিত ইবনু কায়সের ওপর আমি দোষারোপ করছি না। তবে আমি ইসলামের ভেতরে থেকে কুফরি করা (অর্থাৎ স্বামীর সঙ্গে অমিল) পছন্দ করছি না। রাসুলুল্লাহ (সা.) বলেন, তুমি তার বাগানটি ফিরিয়ে দেবে? (সাবেত মোহরানা হিসেবে তাকে বাগান দিয়েছিল) সে বলল, হ্যা। রাসুলুল্লাহ (সা.) সাবিতকে বলেন, তুমি বাগানটি গ্রহণ করো এবং ওই নারীকে এক তালাক দিয়ে দাও। (বুখারি, হাদিস, ৫২৭৩

  • @MahadeKhan-e5z
    @MahadeKhan-e5z 10 месяцев назад

    আমি আপনার সাথে কথা বলতেচার পিলিজ পিলিজ আমার খুব

  • @agaming5795
    @agaming5795 Год назад

    Denmohor jodi meyeder bari theke chap proyog kore 10lacs kora hoy
    Tar biruddhe ki kono bebostha newa jay..?

  • @dsamedia6434
    @dsamedia6434 2 года назад +1

    স্যার আমার শ্বশুর শ্বাশুড়ি আমার উয়াইফ কে আর সংসার করতে দিবে না কী করবো

    • @isratvlog7600
      @isratvlog7600 Год назад

      বাল ছেরে দিন ভাই জেইল খাটুন মাত্র ১ বছর তাও ১ টাকা ও দিবেন না উচিৎ বিচার করুন জালিয়াতির বিরুদ্ধে রুখে দারান সবাই

    • @yousuf9675
      @yousuf9675 6 месяцев назад

      খোলা তালাক:
      : '"পুরুষরা যখন তালাক দিবে" তখন বলা হচ্ছে,, নিজের দেওয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নিও না।
      আর মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে :: তাহলে সে ক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়,,
      ১.অর্থাৎ মহিলা যে কাবিনের টাকাটা নিয়েছিল সেটা ফেরত দেবে,, আর যদি কাবিনের টাকা বাকি থাকে তাহলে পুরুষকে সেটা পরিশোধ করতে হবে না।।
      ২. যেহেতু অব্যাহতি নিয়ে নেয় বলা হচ্ছে,, তাহলে মহিলা সাক্ষীর সম্মুখে তালাক গ্রহণ করিলাম এটা বলতে হবে, তালাক দিলাম এটা মহিলার অধিকার নাই।।
      হাদিস থেকেও প্রমাণিত ; রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর সময়কালে, এক লোক দেনমোহর হিসাবে স্ত্রীকে খেজুরের বাগান দিয়েছিল,পরে যখন স্ত্রী তালাক চাইলো, তখন সে মহিলাকে খেজুরের বাগান ফেরত দিতে হয়েছিল।।
      বর্তমানে যুগে অনেকে বলেন যে, মহিলা তালাক দিক আর পুরুষ তালাক দিক, কাবিনের টাকা পরিশোধ করতে হবে পুরুষকে, তারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লংঘন করেছে, তারা হচ্ছে জালেম।
      [আল বাকারাঃ আয়াত নং ২২৯]
      الطَّلٰقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسٰنٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِۦ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولٰٓئِكَ هُمُ الظّٰلِمُونَ
      অর্থঃ তালাকে-‘রাজঈ’ হ’ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম।।
      হাদিস শরিফে খোলা তালাক
      একাধিক হাদিসে ন্যায়সংগত ও ন্যায্য ‘খোলা’ তালাকের বিনিময়ের বৈধতার প্রমাণ পাওয়া যায়। যথা-এক. ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, সাবিত ইবনু কায়সের স্ত্রী নবী করিম (সা.)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল! চরিত্রগত বা দ্বিনি বিষয়ে সাবিত ইবনু কায়সের ওপর আমি দোষারোপ করছি না। তবে আমি ইসলামের ভেতরে থেকে কুফরি করা (অর্থাৎ স্বামীর সঙ্গে অমিল) পছন্দ করছি না। রাসুলুল্লাহ (সা.) বলেন, তুমি তার বাগানটি ফিরিয়ে দেবে? (সাবেত মোহরানা হিসেবে তাকে বাগান দিয়েছিল) সে বলল, হ্যা। রাসুলুল্লাহ (সা.) সাবিতকে বলেন, তুমি বাগানটি গ্রহণ করো এবং ওই নারীকে এক তালাক দিয়ে দাও। (বুখারি, হাদিস, ৫২৭৩

  • @AnikajahanmimAnikajahanm-eu8vs

    কাবিন না ছারা কি মামলা করা যায়

  • @Shafiqahmed821
    @Shafiqahmed821 Год назад +1

    কাবিনের টাকা কি যত টাকা কাবিন করা হয় ততটাই কি দিতে হয় নাকি অর্ধেক দিতে হয়

    • @HabibKhan-dl2yn
      @HabibKhan-dl2yn 5 месяцев назад

      পুরোটাই দিতে হবে

  • @munnavaiya6063
    @munnavaiya6063 4 месяца назад

    স্যার আপনার নম্বরটা পেতে পারি?

  • @SultanaAkter-ej1et
    @SultanaAkter-ej1et 7 месяцев назад

    আসসালামু আলাইকুম

  • @mdrofiq9481
    @mdrofiq9481 6 месяцев назад

    Ak Sami ak istri DUI beya. Kabin ba mohor ke

  • @nazansary2333
    @nazansary2333 11 месяцев назад +2

    দেন মোহরের নারীদের হক

    • @yousuf9675
      @yousuf9675 6 месяцев назад

      খোলা তালাক:
      : '"পুরুষরা যখন তালাক দিবে" তখন বলা হচ্ছে,, নিজের দেওয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নিও না।
      আর মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে :: তাহলে সে ক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়,,
      ১.অর্থাৎ মহিলা যে কাবিনের টাকাটা নিয়েছিল সেটা ফেরত দেবে,, আর যদি কাবিনের টাকা বাকি থাকে তাহলে পুরুষকে সেটা পরিশোধ করতে হবে না।।
      ২. যেহেতু অব্যাহতি নিয়ে নেয় বলা হচ্ছে,, তাহলে মহিলা সাক্ষীর সম্মুখে তালাক গ্রহণ করিলাম এটা বলতে হবে, তালাক দিলাম এটা মহিলার অধিকার নাই।।
      হাদিস থেকেও প্রমাণিত ; রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর সময়কালে, এক লোক দেনমোহর হিসাবে স্ত্রীকে খেজুরের বাগান দিয়েছিল,পরে যখন স্ত্রী তালাক চাইলো, তখন সে মহিলাকে খেজুরের বাগান ফেরত দিতে হয়েছিল।।
      বর্তমানে যুগে অনেকে বলেন যে, মহিলা তালাক দিক আর পুরুষ তালাক দিক, কাবিনের টাকা পরিশোধ করতে হবে পুরুষকে, তারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লংঘন করেছে, তারা হচ্ছে জালেম।
      [আল বাকারাঃ আয়াত নং ২২৯]
      الطَّلٰقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسٰنٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِۦ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولٰٓئِكَ هُمُ الظّٰلِمُونَ
      অর্থঃ তালাকে-‘রাজঈ’ হ’ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম।।
      হাদিস শরিফে খোলা তালাক
      একাধিক হাদিসে ন্যায়সংগত ও ন্যায্য ‘খোলা’ তালাকের বিনিময়ের বৈধতার প্রমাণ পাওয়া যায়। যথা-এক. ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, সাবিত ইবনু কায়সের স্ত্রী নবী করিম (সা.)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল! চরিত্রগত বা দ্বিনি বিষয়ে সাবিত ইবনু কায়সের ওপর আমি দোষারোপ করছি না। তবে আমি ইসলামের ভেতরে থেকে কুফরি করা (অর্থাৎ স্বামীর সঙ্গে অমিল) পছন্দ করছি না। রাসুলুল্লাহ (সা.) বলেন, তুমি তার বাগানটি ফিরিয়ে দেবে? (সাবেত মোহরানা হিসেবে তাকে বাগান দিয়েছিল) সে বলল, হ্যা। রাসুলুল্লাহ (সা.) সাবিতকে বলেন, তুমি বাগানটি গ্রহণ করো এবং ওই নারীকে এক তালাক দিয়ে দাও। (বুখারি, হাদিস, ৫২৭৩

  • @samidhasanofficial4202
    @samidhasanofficial4202 Год назад +2

    প্রিয় স্যার আপনার নাম্বার দিতে পারবেন কি

  • @pakijasultana5268
    @pakijasultana5268 Год назад

    কিস্তির যে টাকা সে টাকা কোর্ট কি ভাবে দেয় মেয়েকে

  • @satanicverses4234
    @satanicverses4234 Год назад +1

    অপ্রাসঙ্গিক কথা বলেন বেশি।

  • @shopnaakter7150
    @shopnaakter7150 2 месяца назад

    স্যার আপনার নাম্বারটা দিন আপনার সাথে কথা বলতে চাই

  • @s.p-noa
    @s.p-noa 4 месяца назад

    valo

  • @msrfhosen1618
    @msrfhosen1618 2 года назад +1

    আমার স্ত্রী আমাকে যৌতুক মামলা দেয় দু মাস পরে আমাকে ডিভোর্স পেপার পাঠায় আমি একজন প্রবাসী আমি এখন কি করতে পারি

    • @legalknowledge2022
      @legalknowledge2022  2 года назад

      আইনের আশ্রয় নিতে পারেন।

  • @MdRobin-vx5io
    @MdRobin-vx5io 6 месяцев назад

    আমার তো ১২ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে দেন এখন মেয়ে ছারতে কতো টাকা দিতে হবে

    • @yousuf9675
      @yousuf9675 6 месяцев назад

      খোলা তালাক:
      : '"পুরুষরা যখন তালাক দিবে" তখন বলা হচ্ছে,, নিজের দেওয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নিও না।
      আর মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে :: তাহলে সে ক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়,,
      ১.অর্থাৎ মহিলা যে কাবিনের টাকাটা নিয়েছিল সেটা ফেরত দেবে,, আর যদি কাবিনের টাকা বাকি থাকে তাহলে পুরুষকে সেটা পরিশোধ করতে হবে না।।
      ২. যেহেতু অব্যাহতি নিয়ে নেয় বলা হচ্ছে,, তাহলে মহিলা সাক্ষীর সম্মুখে তালাক গ্রহণ করিলাম এটা বলতে হবে, তালাক দিলাম এটা মহিলার অধিকার নাই।।
      হাদিস থেকেও প্রমাণিত ; রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর সময়কালে, এক লোক দেনমোহর হিসাবে স্ত্রীকে খেজুরের বাগান দিয়েছিল,পরে যখন স্ত্রী তালাক চাইলো, তখন সে মহিলাকে খেজুরের বাগান ফেরত দিতে হয়েছিল।।
      বর্তমানে যুগে অনেকে বলেন যে, মহিলা তালাক দিক আর পুরুষ তালাক দিক, কাবিনের টাকা পরিশোধ করতে হবে পুরুষকে, তারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লংঘন করেছে, তারা হচ্ছে জালেম।
      [আল বাকারাঃ আয়াত নং ২২৯]
      الطَّلٰقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسٰنٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِۦ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولٰٓئِكَ هُمُ الظّٰلِمُونَ
      অর্থঃ তালাকে-‘রাজঈ’ হ’ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম।।
      হাদিস শরিফে খোলা তালাক
      একাধিক হাদিসে ন্যায়সংগত ও ন্যায্য ‘খোলা’ তালাকের বিনিময়ের বৈধতার প্রমাণ পাওয়া যায়। যথা-এক. ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, সাবিত ইবনু কায়সের স্ত্রী নবী করিম (সা.)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল! চরিত্রগত বা দ্বিনি বিষয়ে সাবিত ইবনু কায়সের ওপর আমি দোষারোপ করছি না। তবে আমি ইসলামের ভেতরে থেকে কুফরি করা (অর্থাৎ স্বামীর সঙ্গে অমিল) পছন্দ করছি না। রাসুলুল্লাহ (সা.) বলেন, তুমি তার বাগানটি ফিরিয়ে দেবে? (সাবেত মোহরানা হিসেবে তাকে বাগান দিয়েছিল) সে বলল, হ্যা। রাসুলুল্লাহ (সা.) সাবিতকে বলেন, তুমি বাগানটি গ্রহণ করো এবং ওই নারীকে এক তালাক দিয়ে দাও। (বুখারি, হাদিস, ৫২৭৩

    • @MdRobin-vx5io
      @MdRobin-vx5io 6 месяцев назад

      @@yousuf9675 স্যার এখন যদি আমি তালাক দেই তাহলে কি বিচারে বা কোটে যদি মামলা করে তাহলে কি দেন মহরের ১২ লাখ টাকা দিবে হবে না কি স্যার আমি তো আপনার কথা কিছু বুজতে পারলাম না স্যার দয়া করে আবার একটু বলবেন

    • @odbhutjibon42726
      @odbhutjibon42726 5 месяцев назад

      আয় ভাই বুকে তর মত আমারও একই দশা।

    • @MdRobin-vx5io
      @MdRobin-vx5io 5 месяцев назад

      @@odbhutjibon42726 আপনার নাম টা দেন আপনার সাথে কথা বলি

  • @JewelRana-xu2ch
    @JewelRana-xu2ch Год назад +1

    স্যার আপনার নাম্বার টা দিবেন

  • @bashargazi-6127
    @bashargazi-6127 9 месяцев назад

    😂😂😂

  • @mdmosabber5372
    @mdmosabber5372 2 года назад

    এটা অনন্য আইন ছেলে জন্য

    • @yousuf9675
      @yousuf9675 6 месяцев назад

      খোলা তালাক:
      : '"পুরুষরা যখন তালাক দিবে" তখন বলা হচ্ছে,, নিজের দেওয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নিও না।
      আর মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে :: তাহলে সে ক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়,,
      ১.অর্থাৎ মহিলা যে কাবিনের টাকাটা নিয়েছিল সেটা ফেরত দেবে,, আর যদি কাবিনের টাকা বাকি থাকে তাহলে পুরুষকে সেটা পরিশোধ করতে হবে না।।
      ২. যেহেতু অব্যাহতি নিয়ে নেয় বলা হচ্ছে,, তাহলে মহিলা সাক্ষীর সম্মুখে তালাক গ্রহণ করিলাম এটা বলতে হবে, তালাক দিলাম এটা মহিলার অধিকার নাই।।
      হাদিস থেকেও প্রমাণিত ; রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর সময়কালে, এক লোক দেনমোহর হিসাবে স্ত্রীকে খেজুরের বাগান দিয়েছিল,পরে যখন স্ত্রী তালাক চাইলো, তখন সে মহিলাকে খেজুরের বাগান ফেরত দিতে হয়েছিল।।
      বর্তমানে যুগে অনেকে বলেন যে, মহিলা তালাক দিক আর পুরুষ তালাক দিক, কাবিনের টাকা পরিশোধ করতে হবে পুরুষকে, তারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লংঘন করেছে, তারা হচ্ছে জালেম।
      [আল বাকারাঃ আয়াত নং ২২৯]
      الطَّلٰقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسٰنٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِۦ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولٰٓئِكَ هُمُ الظّٰلِمُونَ
      অর্থঃ তালাকে-‘রাজঈ’ হ’ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম।।
      হাদিস শরিফে খোলা তালাক
      একাধিক হাদিসে ন্যায়সংগত ও ন্যায্য ‘খোলা’ তালাকের বিনিময়ের বৈধতার প্রমাণ পাওয়া যায়। যথা-এক. ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, সাবিত ইবনু কায়সের স্ত্রী নবী করিম (সা.)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল! চরিত্রগত বা দ্বিনি বিষয়ে সাবিত ইবনু কায়সের ওপর আমি দোষারোপ করছি না। তবে আমি ইসলামের ভেতরে থেকে কুফরি করা (অর্থাৎ স্বামীর সঙ্গে অমিল) পছন্দ করছি না। রাসুলুল্লাহ (সা.) বলেন, তুমি তার বাগানটি ফিরিয়ে দেবে? (সাবেত মোহরানা হিসেবে তাকে বাগান দিয়েছিল) সে বলল, হ্যা। রাসুলুল্লাহ (সা.) সাবিতকে বলেন, তুমি বাগানটি গ্রহণ করো এবং ওই নারীকে এক তালাক দিয়ে দাও। (বুখারি, হাদিস, ৫২৭৩

  • @yousuf9675
    @yousuf9675 6 месяцев назад

    খোলা তালাক:
    : '"পুরুষরা যখন তালাক দিবে" তখন বলা হচ্ছে,, নিজের দেওয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নিও না।
    আর মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে :: তাহলে সে ক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়,,
    ১.অর্থাৎ মহিলা যে কাবিনের টাকাটা নিয়েছিল সেটা ফেরত দেবে,, আর যদি কাবিনের টাকা বাকি থাকে তাহলে পুরুষকে সেটা পরিশোধ করতে হবে না।।
    ২. যেহেতু অব্যাহতি নিয়ে নেয় বলা হচ্ছে,, তাহলে মহিলা সাক্ষীর সম্মুখে তালাক গ্রহণ করিলাম এটা বলতে হবে, তালাক দিলাম এটা মহিলার অধিকার নাই।।
    হাদিস থেকেও প্রমাণিত ; রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর সময়কালে, এক লোক দেনমোহর হিসাবে স্ত্রীকে খেজুরের বাগান দিয়েছিল,পরে যখন স্ত্রী তালাক চাইলো, তখন সে মহিলাকে খেজুরের বাগান ফেরত দিতে হয়েছিল।।
    বর্তমানে যুগে অনেকে বলেন যে, মহিলা তালাক দিক আর পুরুষ তালাক দিক, কাবিনের টাকা পরিশোধ করতে হবে পুরুষকে, তারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লংঘন করেছে, তারা হচ্ছে জালেম।
    [আল বাকারাঃ আয়াত নং ২২৯]
    الطَّلٰقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسٰنٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِۦ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولٰٓئِكَ هُمُ الظّٰلِمُونَ
    অর্থঃ তালাকে-‘রাজঈ’ হ’ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম।।
    হাদিস শরিফে খোলা তালাক
    একাধিক হাদিসে ন্যায়সংগত ও ন্যায্য ‘খোলা’ তালাকের বিনিময়ের বৈধতার প্রমাণ পাওয়া যায়। যথা-এক. ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, সাবিত ইবনু কায়সের স্ত্রী নবী করিম (সা.)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল! চরিত্রগত বা দ্বিনি বিষয়ে সাবিত ইবনু কায়সের ওপর আমি দোষারোপ করছি না। তবে আমি ইসলামের ভেতরে থেকে কুফরি করা (অর্থাৎ স্বামীর সঙ্গে অমিল) পছন্দ করছি না। রাসুলুল্লাহ (সা.) বলেন, তুমি তার বাগানটি ফিরিয়ে দেবে? (সাবেত মোহরানা হিসেবে তাকে বাগান দিয়েছিল) সে বলল, হ্যা। রাসুলুল্লাহ (সা.) সাবিতকে বলেন, তুমি বাগানটি গ্রহণ করো এবং ওই নারীকে এক তালাক দিয়ে দাও। (বুখারি, হাদিস, ৫২৭৩

  • @shaalom7069
    @shaalom7069 3 месяца назад

    স্যার!মেয়ে যদি তালাক দেয় তাহলে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে।এটা ইসলামের দোহাই দিয়ে ন্যায়বিচার নয়। সঠিক তদন্তের অপেক্ষা রাখে আমি করি।

    • @NasirUddin-h3s
      @NasirUddin-h3s 3 месяца назад

      পুরুষের প্রতি জুলুম,,মেয়ে তালাক দিয়েছে,,

  • @cryptoairdrop412
    @cryptoairdrop412 2 года назад +1

    স্যার আপনার নাম্বার টা দিবেন