হঠাৎ করেই চ্যানেল টা পেলাম, আজকের দিনে বই পড়ার লোকের যেমন অভাব তেমন বই নিয়ে রিভিউ করার লোকও একদম নেই। বেশ ভালো লাগলো এরকম কাজ দেখে। নিজে অনেকদিন থেকে অনেক পড়েছি, এখন কমে গেছে যদিও, তবে এরকম টপিকস দেখে আবার পড়ার ইচ্ছা হয়।
বাঙালির এখন বাংলা আসেনা এবং ভালোও লাগেনা, সেখানে শুধু বাংলা বইয়ের এবং সাহিত্যের উপরে এমন একটা চ্যানেল!! অত্যন্ত সাধুবাদ।। পিছনের বইয়ের স্তুপ দেখে ভীষনই লোভ লাগছে।। ভালো থাকুন আর এমন ভালো ভালো ভিডিও বানান।।
ভীষণ ভালো লাগলো ভিডিওটা। আপনার ধীরে সুস্থে বলার স্টাইলটা আমার খুব ভালো লাগে। কবিতার বইয়ের রিভিউ খুব কম পাওয়া যায় যেটা এই ভিডিওতে ছিল। ভিডিও দেখে আমার নতুন বই কেনার ইচ্ছে জেগেছে মনে। Thanks for presenting us with such a nice content.
@cinna-chan মতি নন্দীর লেখা, আনন্দ পাবলিশার্স। এখন আউট অফ প্রিন্ট। আমি অ্যামাজন থেকে বেশি দামে কিনেছি। সাহিত্য অকাদেমি প্রাপ্ত উপন্যাস, আনন্দ পুরস্কারও পেয়েছে।
@@31_rajarshibhattacharjee4 Ruskin Bond- Classics Vol- 1 , Lone Fox Dancing - An autobiography, Agatha Christie - Collection - Murder on the orient express, Cards on the table, five little pigs, hercule poirots christmas. এই কালেকশন টা পাওয়া যায় না।
এক মিনিটেই subscribe করে ফেললাম। খুব ভালো বিষয় নিয়ে আলোচনা করলেন। একটা অনুরোধ রইলো : বর্তমান সময়ের সেরা কল্পবিজ্ঞানের বইয়ের একটা list যদি দিতে পারেন খুব ভালো হয়। Background এর চেঁচামেচিটা একটু কোনোভাবে বন্ধ/কমাতে পারলে আর ভালো লাগতো।
খুব চমৎকার উপস্থাপনা 😊 আপনার বই নির্বাচনও বেশ আকর্ষনীয় এ বছর বেশ অনেকগুলো বই মনে দাগ কেটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে... * ইন্দু সুন্দরেসান- এর তাজমহল ট্রিলজি * The Little Liar - Mitch Albom * কোথায় স্বর্গ - এরিক মারিয়া রেমার্ক ( সেবা প্রকাশনীর অনুবাদ ) * চিলেকোঠার সেপাই - আখতারুজ্জামান ইলিয়াস * আদি আছে অন্ত নেই - গজেন্দ্রকুমার মিত্র ভালো থাকবেন । আগাম নব বর্ষের শুভেচ্ছা 🎉
আপু চিত্তরঞ্জন মাইতির লেখা 'ড.জনসনের ডায়েরি ও ফরেস্ট বাংলো এই উপন্যাসিকাগুলো না পড়ে থাকলে পড়ে দেখতে পারেন।আমার এইবছর পড়া সেরা বইগুলোর মধ্যে অন্যতম। আসলে 'চিত্তরঞ্জন মাইতি' 'বুদ্ধদেব গুহ' ওঁনারা তাদের লেখায় প্রকৃতি ও প্রেম এই দুইয়ের সহাবস্থানে এক অনন্য অসাধারণ জগৎ তৈরি করে গেছেন।
কিনু গোয়ালার গলি সিনেমাটা দেখেছিলাম বহুদিন আগে টিভিতে। শর্মিলার অভিনয় খুব ভালো লেগেছিল। বইটা পড়া হয়নি। এটা ,অববাহিকা আর অবন্তীনগর টা পড়তে হবে। অসাধারণ ভিডিও, চালিয়ে যাও। 😊
Kinu goalar goli r balika badhu cinema hoyechilo. Balika bodhu hindi r bangla duto alada cinema hoyechilo. Bangla version balika bodhu cinema r nosto hoye geche. Director chilen Tarun Majumdar. Hindi ta ekhono dekha jai. Bangla cinema te mousumi chatterje r partha chilo main actors. Kinu goalar goli r casting e sharmila tagore, soumitra chatterjee, pahari sanyal, kali banerjee, sumitra debi royechen. Eta o available.
হঠাৎ করেই চ্যানেল টা পেলাম, আজকের দিনে বই পড়ার লোকের যেমন অভাব তেমন বই নিয়ে রিভিউ করার লোকও একদম নেই। বেশ ভালো লাগলো এরকম কাজ দেখে। নিজে অনেকদিন থেকে অনেক পড়েছি, এখন কমে গেছে যদিও, তবে এরকম টপিকস দেখে আবার পড়ার ইচ্ছা হয়।
বাঙালির এখন বাংলা আসেনা এবং ভালোও লাগেনা, সেখানে শুধু বাংলা বইয়ের এবং সাহিত্যের উপরে এমন একটা চ্যানেল!! অত্যন্ত সাধুবাদ।। পিছনের বইয়ের স্তুপ দেখে ভীষনই লোভ লাগছে।। ভালো থাকুন আর এমন ভালো ভালো ভিডিও বানান।।
Ki sundor bangla uccharon , uposthapona , shottiee “hallow guies!” er juge shottiee ak ghorowa pribeshona……khub bhalo laglo……
ধন্যবাদ আপনাকে
বছর শেষে এরকম একটি প্রস্তাবনা ই চাইছিলাম
ধন্যবাদ 🫡
Amaro boi porte valo lage, sob note down kore nieyechi obossoi porbo. Khub valo laglo vedio ta.
ভীষণ ভালো লাগলো ভিডিওটা। আপনার ধীরে সুস্থে বলার স্টাইলটা আমার খুব ভালো লাগে। কবিতার বইয়ের রিভিউ খুব কম পাওয়া যায় যেটা এই ভিডিওতে ছিল। ভিডিও দেখে আমার নতুন বই কেনার ইচ্ছে জেগেছে মনে। Thanks for presenting us with such a nice content.
এই রকমের একটা চ্যানেল অনেক দিন ধরেই খুজছিলাম যাক বাবা অবশেষে পেলাম।
Didi kolkata book fair 2025 er jonno suggestion niye ekta video koro
@@mainakbarman3818 চেষ্টা করবো
Sunyo pother mollika boi tar o review korun@@SusmitaReads
@@mainakbarman3818 আমার কেনা হয়নি বইটা।
চ্যানেলের পরিবেশনাটা দারুণ লাগল❤
এগিয়ে যান এভাবেই
অসাধারণ👏❤
তোমার উপস্থাপনা কেন এত ভালো লাগে আমার আপু ❤❤❤
Commendable. At regular intervals such meaningful videos should be uploaded. Thanks.
Onnek dhonnobad Bon
অপেক্ষায় ছিলাম 😌😍😘
❤️❤️❤️ You 👌👌👌
Didi tomar bangla bhasay kub sundor dokhol achhe, bhalo laglo
Apnar bachonsoili khub sundor ❤
Khub bhalo video.sathe uposthapona.book name author er name sathe jodi ektu ping kore den bhalo hoy.ami hothat erokom video dekhte plm ar mugdho holm
Onek din por ekta bhalo channel khuje pelam ❤ khub bhalolaglo didi tomar ei video ta
খুব সুন্দর ভিডিও ❤🎉
Thank u. Erokom e ekta channel khuj6ilam.
বই মেলার উইশ লিস্ট তৈরি হয়ে গেল। তোমার রেকমেন্ড করা বই পড়ে কোনোদিন হতাশ হই না।
অনেক ধন্যবাদ তোমাকে♥️
Suchitra Bhattacharya er aka ebong hemonter pakhi dutoi pora,khub sundor lekha,no doubt.
Tomar kotha bolar vongi khub mon tanlo❤❤❤❤
Ami porsu din e search bar a dekhlam kottodin hoy geche Sushmita video day ni! Aj dile❤ Happy New Year in advance.
@@DrDebadritaSarkar Thank you ☺️
❤onekdin por...
সাদা খাম আমি এবছর পড়েছি।
প্রতিটি লাইন ভাবায়। ছোটো উপন্যাস। তবু বেশ কিছু দিন ধরে পড়েছি। অসাধারণ। ❤
কার লেখা? কোন প্রকাশনা থেকে বেরিয়েছে?
@cinna-chan মতি নন্দীর লেখা, আনন্দ পাবলিশার্স। এখন আউট অফ প্রিন্ট। আমি অ্যামাজন থেকে বেশি দামে কিনেছি। সাহিত্য অকাদেমি প্রাপ্ত উপন্যাস, আনন্দ পুরস্কারও পেয়েছে।
নবাঙ্কুর পড়ে ভালো লেগেছে জেনে খুব আনন্দিত হলাম।আমি এই পত্রিকার প্রতিষ্ঠাতা সদস্য ও সহ সম্পাদক।
@@sumitkumardey3719 কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। নবাঙ্কুর পড়ার সুযোগ করে দিয়েছিল মিহির দা তাই Thanks to him also 😀.
@@SusmitaReadsধন্যবাদ🙏মিহির আমার বন্ধু,
আরো সাহিত্য সম্ভার নিয়ে আসার চেষ্টা করব আমরা।
সঙ্গে থাকুন💐
@@sumitkumardey3719 হ্যাঁ বললো। SINP তে দাদা আর আমার একই ল্যাব । 🙂
অবশেষে ইউটিউব আমাকে ভালো জিনিস সাজেস্ট করছে ❤
আমাকেও ❤
@Aspirants9897 একদম ❤️
Anek din por khub bhalo laglo....
তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে ছিলাম।
মন ভাল হয়ে যায় তোমাকে দেখলে ও শুনলে❤
Thank you
Ki sundor kotha আপনার, উচ্চারণ
@@musicpoetry2718 Thank you
অপেক্ষায় ছিলাম ❤
Excellent presentation ❤
Sandi Dasgupta's father was Subodh Dasgupta, the famous illustrator.
Almirah te Ruskin Bond and Aghata Cristi r duto boi dekhte parchi, jdi nam gulo bolen to valo hoy. Thank you.
@@31_rajarshibhattacharjee4 Ruskin Bond- Classics Vol- 1 , Lone Fox Dancing - An autobiography, Agatha Christie - Collection - Murder on the orient express, Cards on the table, five little pigs, hercule poirots christmas. এই কালেকশন টা পাওয়া যায় না।
Khub bhalo kichu boier kotha bolecho
কতদিন পর...
ভালো লাগলো ❤️♥️
Khub bhalo uposthapona❤ onek utshaho pelam karon er moddhey onek boi royeche songrohe kintu ei bocchor pora hoyni. Ebar porbo.
khub bhalo laglo🥰
“শ্মশানচারীর চালচরিত্তির”eta kon publisher er boi jodi janao bhalo hoy.
@@anishabiswas3361 আনন্দ পাবলিশার্স
এক মিনিটেই subscribe করে ফেললাম। খুব ভালো বিষয় নিয়ে আলোচনা করলেন। একটা অনুরোধ রইলো : বর্তমান সময়ের সেরা কল্পবিজ্ঞানের বইয়ের একটা list যদি দিতে পারেন খুব ভালো হয়। Background এর চেঁচামেচিটা একটু কোনোভাবে বন্ধ/কমাতে পারলে আর ভালো লাগতো।
@@dsanjoy চেষ্টা করবো। হ্যাঁ পাশের বাড়ির flat, অনেক টা কমানো কিন্তু কিছু অংশে একেবারেই হয়নি। আন্তরিকভাবে দুঃখিত।
খুব চমৎকার উপস্থাপনা 😊
আপনার বই নির্বাচনও বেশ আকর্ষনীয়
এ বছর বেশ অনেকগুলো বই মনে দাগ কেটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে...
* ইন্দু সুন্দরেসান- এর তাজমহল ট্রিলজি
* The Little Liar - Mitch Albom
* কোথায় স্বর্গ - এরিক মারিয়া রেমার্ক ( সেবা প্রকাশনীর অনুবাদ )
* চিলেকোঠার সেপাই - আখতারুজ্জামান ইলিয়াস
* আদি আছে অন্ত নেই - গজেন্দ্রকুমার মিত্র
ভালো থাকবেন । আগাম নব বর্ষের শুভেচ্ছা 🎉
Very good work. Keep it up😊😊😊
অসম্ভব ভালো লাগলো।এইরকম ভিডিও আমি প্রথম দেখলাম।আমি ফেসবুকে শেয়ার করলাম।সমৃদ্ধ হলাম
ধন্যবাদ আপনাকে।
অভীক অর্জুন দত্তের লেখা পড়েছেন? এই মাত্র "নীল কাগজের ফুল" শুনলাম, খুব সুন্দর লাগল।
না পড়িনি
Kahon e sunlen to, besh valo, blue flower r bazz series tao sunte paren
আপু চিত্তরঞ্জন মাইতির লেখা 'ড.জনসনের ডায়েরি ও ফরেস্ট বাংলো এই উপন্যাসিকাগুলো না পড়ে থাকলে পড়ে দেখতে পারেন।আমার এইবছর পড়া সেরা বইগুলোর মধ্যে অন্যতম। আসলে 'চিত্তরঞ্জন মাইতি' 'বুদ্ধদেব গুহ' ওঁনারা তাদের লেখায় প্রকৃতি ও প্রেম এই দুইয়ের সহাবস্থানে এক অনন্য অসাধারণ জগৎ তৈরি করে গেছেন।
পড়ে দেখবো ।😀
কিনু গোয়ালার গলি সিনেমাটা দেখেছিলাম বহুদিন আগে টিভিতে। শর্মিলার অভিনয় খুব ভালো লেগেছিল। বইটা পড়া হয়নি। এটা ,অববাহিকা আর অবন্তীনগর টা পড়তে হবে। অসাধারণ ভিডিও, চালিয়ে যাও। 😊
Thank you দাদা
Kinu goalar goli r balika badhu cinema hoyechilo. Balika bodhu hindi r bangla duto alada cinema hoyechilo. Bangla version balika bodhu cinema r nosto hoye geche. Director chilen Tarun Majumdar. Hindi ta ekhono dekha jai. Bangla cinema te mousumi chatterje r partha chilo main actors. Kinu goalar goli r casting e sharmila tagore, soumitra chatterjee, pahari sanyal, kali banerjee, sumitra debi royechen. Eta o available.
বেশিরভাগ এই বই গুলো আমার পড়া
Mam 2025 er কলকাতা বইমেলা কিছু সুন্দর বই কিনব তার জন্য কিছু বইয়ের রিকমেন্ডেশন দিন
Didivai kichhu classical romantic novel suggestion dao please..!
খড়কুটো, অসময়, শেষের কবিতা, পুতুল নাচের ইতিকথা,দিবা রাত্রির কাব্য
'বিন্নির খই ও লাল বাতাসা', পড়ে দেখো
পড়বো।😀☺️
অনেক দিন পর।
কেমন আছো দিদিভাই,অনেক দিন পর দেখলাম।
@@wbgenius4591 ভালো আছি। তুমি কেমন আছো?
@SusmitaReads valo achi di bhai
Apnar boi er collection dekhe to ami jealous
Didi সমরেশ মজুমদারের কালবেলা এবং কালপুরুষ উপন্যাস দুটির রিভিউ চাই।
@@arupmukherjee3233 সমরেশ মজুমদার এর উপন্যাস নিয়ে একটি অনেক আগের ভিডিও ইতিমধ্যে চ্যানেলে রয়েছে।
Thik ache didi.
Great❤
বনে আজ কনসার্টো, মণীন্দ্র গুপ্ত।
বইটা কোথায় পাব বলতে পারবে, দিদি?
@@rb_rahul_66 না এইটা তো জানি না
@SusmitaReads আচ্ছা, বেশ। এখনকার কবিদের কিছু কবিতার বইয়ের সাজেশন দিও যেগুলো আমি এই বছর বইমেলা থেকে কিনতে পারি। 🥰
Ambubachi r balika bodhu r modhey konta apnar opinion e better?
@@anamikabasak9352 বলা মুশকিল
সেরা থ্রিলার
লেখক - সিদ্ধার্থ সিংহ,
বই টি কেমন প্লিজ একটু বলবেন ।
আমার পড়া নেই
দিদি জন্মদিনে পাওয়া টাকা দিয়ে ভালো বাংলা বই কিনতে চাই (একটু কম দামের মধ্যে হলে ভালো হয়), কিছু বইয়ের সাজেশন দেবে please....
বাজেট কত?
@SusmitaReads ৫০০-র মধ্যে
@@SusmitaReadsএকটু suggest করলে ভালো হত
Didi tumi ebook kivabe poro....kon app use koro....ektu detail e video banale valo hoi😊
@@rajdipkarmakar6282 আমি apple books এ পড়ি downloaded ebook
@SusmitaReads didi Android tablet er jonno kono valo app bolte parbe?
Ami amr maa ke ekta boi (chot golpo )gift dite chai any suggestions ?
বিমল কর পঞ্চাশটি গল্প- আনন্দ পাবলিশার্স
Golpo 101- Satyajit Ray- Ananda Publishsrs.
❤❤
Behind the camera কেউ কি ঝগড়া করছিল? এতো noise আসছিল ভিডিওতে।
@@nilenduofficialপাশের flat.
@SusmitaReads ওহ 😄
কিনু গোয়ালার গলি কার লেখা
@@dipanwitaroy4959 সন্তোষ কুমার ঘোষ
@@SusmitaReads আচ্ছা। সারাবছর এতো গুলো বই পড়েছি শেষ এ এসে মনে করতে পারছি না লিস্ট ও করা হলো না
❤
❤❤❤