সব্যসাচীর ভয়েসটা ভাড়ি হয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য অনেক কষ্টের।।😢😢 উনি আরও অনেক বছর সুস্থ থাক সেই কামনা করি। কিন্তু সময় তো থেমে থাকে না। সময় থাকতে যতগুলো সম্ভব ফেলুদা ওনাকে দিয়ে করিয়ে নেওয়া দরকার। আমাদের মতো ৯০ দশকের মানুষের জন্য ফেলুদা হিসেবে ওনার গলাটাই সম্বল। সেটা না থাকলে ফেলুদার সাথে আমাদের ছাড়াছাড়ি হয়ে যাবে হয়তো 😢😢
@@UshasiDeyLoves একশোটা আওয়াজের মাঝে শোনালেও দীপের কন্ঠস্বর চিনে ফেলতে পারব ৷ গত ১৪ বছরে গুলে খেয়েছি কান দিয়ে ওই আওয়াজ ৷ মহীতোষ অবশ্যই দীপ ৷ আপনি description এ দেখুন ৷ আমি না দেখলেও জানি ওখানে লেখা থাকবেই ৷
@@UshasiDeyLoves গত ১৪ বছরে কান দিয়ে গুলে খেয়েছি আমি দীপের কন্ঠস্বর ৷ ১০০ জন একসাথে কথা বললেও তার মধ্যে চিনে ফেলব ৷ আপনি চাইলে description check করুন ৷ আমি না দেখেও ১০০% শতাংশ জানি কোনটা দীপ আর কোনটা দীপ নয় ৷
কতটা যে আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারব না!! টিম সানডে সাসপেন্সকে কুর্নিশ আরো এক ফেলুদা কাহিনী আমাদের শোনানোর জন্য। ❤ অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম! আর শ্রী সব্যসাচী চক্রবর্তী মানে আমাদের সকলের প্রিয় ফেলুদা-কে আমার সশ্রদ্ধ প্রণাম, সিনেমাতে আর ফেলুদারূপে না পেলেও অডিও স্টোরির মাধ্যমে ওনাকে ফেলুদার ভূমিকায় পেয়ে বড্ড ভালো লাগে!
'রয়েল বেঙ্গল রহস্য' শ্রী সন্দীপ রায়ের পরিচালিত অন্যতম শ্রেষ্ঠ ছবি। ❤ সেখানে সব্যসাচী চক্রবর্তী ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের অনন্য অভিনয় এখনো স্মৃতিপটে বিরাজমান। সেখান থেকে গল্পপাঠেও এনাদের পাওয়া এক বিশাল প্রাপ্তি। জটায়ু হিসেবে শ্রী জগন্নাথ বসু অতুলনীয় বরাবরের মতই। মিরচি বাংলা কে অসংখ্য ধন্যবাদ সানডে সাসপেন্স এ এই গল্পটি শোনানোর জন্য। পোষ্টার টা সেরা হয়েছে, বাঘের চোখের মধ্যে 'three musketeers' এর ছবি, ইউনিক একদম।❤ অ্যাডভেঞ্চার ও ম্যান ইটার হান্টের আকর্ষণ অনুভব করছি এখন থেকেই। 😌
দূর্দান্ত লাগলো। অসাধারণ উপস্থাপনা মির্চি টিম। সব্যসাচী বাবু, জগন্নাথ বাবু, পরাণ বাবু , দীপ এর সম্পর্কে নতুন কিছু বলার নেই। যা এর বাইরে ভালো লাগলো , নীল , অর্ঘ , ইন্দ্রনীল , অরিজিৎ সবার কাজ ভীষণ ভালো লাগলো।
অসাধারণ। সানডে সাসপেন্স এর পনেরো বছর বর্ষপুর্তি র মাস টা তাহলে ফেলুদা কে নিয়ে শুরু হচ্ছে। সামনের সপ্তাহে আবার ঠাকুরমশাই আসছেন পাসিং শো নিয়ে। একেবারে জমজমাট উদযাপন যাকে বলে। Thank you all team members especially Deep Da and Indrani Mam. Hats off to all of you guys❤❤❤
বাংলা সাহিত্যের এক বিশাল রূপ, কল্পনা চোখের মাধ্যমে দেখলাম আপনাদের দৌলতেই। এর জন্য চির কৃতজ্ঞ থাকবো। সাহিত্যের এমন বৃহৎ রসো পার্বত্য এখানে ব্যতীত আর কোথাও নাই। একজন শ্রোতা হিসেবে আপনাদের সাথে আছি , এ এক বিশেষ প্রাপ্তি । ধন্যবাদ দেবো এমন ভাষা বিশেষণ আমার নেই। শুধু এইটুকু সাহিত্যের চূড়া সবসময় আকাশ তাটে বাধা থাকুক।🙏🏻😊❤️
আমি বর্তমান প্রজন্মের একজন মেয়ে..কিন্তু ফেলুদা’র সমস্ত গল্প আমার পড়া 🥰 এককথায় ফেলুদার অন্ধ ভক্ত আমি। ক্লাস এইটে প্রথম ফেলুদা পড়েছিলাম তারপর থেকে সব মুভি বিশেষভাবে সব্যসাচী স্যারের করা প্রতিটি মুভি আমার দেখা। সানডে সাসপেন্সগুলোও প্রায় সবই শুনে ফেলেছি। সৌমিত্র চ্যাটার্জীর প্রতি প্রনাম জানিয়েও আমি বলতে পারি আমার কাছে best best best ফেলুদা হলেন সব্যসাচী স্যার। বর্তমানের নয়ন রহস্য মুভিটার ট্রেলার খুব একটা ভালো না লাগলেও ভেবেছিলাম একবার হলে গিয়ে দেখে আসবো কিন্তু কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি। মনটা একটু খারাপ হলেও পরে যখন এই সানডে সাসপেন্সগুলো শুনি আর ওনার মুভিগুলো দেখি মনটা অটোমেটিক ভালো হয়ে গেছিলো।❤️❤️ hats off to our respected sabyasachi sir 🙏🙏🙏😘
ওটা ছোট গল্পতো, তাছাড়া এক হোমস এর বেকার স্ট্রীটের উল্লেখ ছাড়া ফাটাফাটি কোনো গল্প না। ফেলু দার বিলো এভারেজ একটা গল্প। ছোট বেলায় পড়েছিলাম ভালো লাগেনি এতটা, তার চেয়ে গোরস্থানে সাবধান, জাহাঙ্গীর এর স্বর্ণমুদ্রা, শকুন্তলার কণ্ঠ হার, অপ্সরা থিয়েটার মামলা etc gulo besh🤌🏼🔥💯
এখানে বুড়ো গাছ বলতে অশ্বত্থ গাছের কথা বলা হয়েছে। তার পরের লাইনে পঞ্চান্ন হাতের কথা বলা হয়েছে। 'দিক পাও ঠিক ঠিক জবাবে' বলতে উত্তর দিকের কথা বলা হয়েছে। পরের লাইনে অর্জুন গাছ আর জোড়া তাল গাছের কথা বলা হয়েছে।
প্রথমবারের মতোন শুনছো বোধহয় ওর গলা! আমি ওর গলা *আমার এফ এম* এ ২০০৯ সালে ওর প্রথম কর্মজীবন থেকে রেডিও হয়ে পরে ১৪ সালে মিরচিতে জয়েনিং হয়ে এখন এখানে শুনছি... নীলের গলা সবসময় স্মুথি কিন্তু আমার মাথায় ঢোকে না ওওও কেনো গানের দিকে একটুও চেষ্টা করলো না কেনো!!!!!!!
বাংলা সাহিত্যে এরকম অভাবনীয় সৃষ্টি। সঙ্গে মির্চি টিম এর এত সুন্দর উপস্থাপনা বাংলি শ্রোতার মনে চিরকাল গেঁথে থাকবে। সর্বদা Sunday suspens এর সঙ্গে থাকবো ❤❤❤
অনেকদিন ধরে চাইছিলাম এই গল্পটা যেন আসে। থ্যাংক ইউ মির্চি গল্পটা আনার জন্য। সিনেমা দেখে খুব ভয় পেয়েছিলাম। অসাধারণ গল্প। জঙ্গল, রয়েল বেঙ্গল টাইগার, তার সঙ্গে জমিদার বাড়ির নানা অজানা কথা। প্রকৃতির প্রতিশোধ।
অসাধারণ উপস্থাপনা। আসলে ফেলুদার গল্পগুলোর মধ্যে রয়্যাল বেঙ্গল রহস্য খুব পছন্দের একটা গল্প। সিনেমা দেখেছিলাম। ভালো লেগেছিল। এবার মুগ্ধ হলাম। পর্দার ভাস্বর চট্টোপাধ্যায়ের সাথে এখানের নীলের কণ্ঠে অদ্ভুত মিল ভীষণ ভালো লাগল। আর যাঁর কথা না বললেই নয় তিনি দীপদা মহিতোষ সিংহ রায় আর তপসে একসাথে করে সেরার শিরোপা একাই নিয়ে নিলেন। আর পর্দার সাথে ফেলুদা ছাড়া যিনি ছিলেন তিনি পরাণ বন্দ্যোপাধ্যায় তিনি সেখানের মতোই সপ্রতিভ। শেষে যাঁর কথা না বললেই নয় তিনি স্বয়ং ফেলুদা সব্যসাচী চক্রবর্তী। আগের গল্প ভূস্বর্গ ভয়ঙ্কর-এ যেটুকু আক্ষেপ তাঁর কণ্ঠ নিয়ে ছিল সেটা এই গল্পে একেবারেই নেই... যদিও আগের গল্পটা নিয়েও আমার অনুযোগ নেই কারণ ভক্তদের অনুরোধে শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি আমাদের নিরাশ করেননি। হেটার্সরা তো অনেক কথাই বলবে কিন্তু সানডে সাসপেন্সের নৌকা এই ভাবেই পালের হাওয়ায় অসীম যাত্রা করবে...
Vi r pooopppllpplppppppppppoopp0oopppop0p90opppppoooopopopp9pppoooooooooopppppppppppooppp909ooooooooo99ooo9ooooo9o9o9o9oooooooo99999ooooo99ooooo9ooo9oooooo99ooo9o9o9oooo9oooooooooooo9ooooooooooo9ooo9o9oooooooooooooooooooooo9ooooooooooooooooooooooooooooo9oooooo99ooo99oooooooooooooooooooooooo9ooo9ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9oooooooooooooooooooooooooooooo9ooooo9oooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9ooooooo9oo9oooo9o9oooooo9ooo9o99999ooooooooooooooooooooo9ooo999ooooooooooo9ooooo9ooooooo9oo9ooo999o9oooo99oo
Review - গল্পের bgm অসাধারণ,,,সব্যসাচী বাবু voice আগের গল্পঃ ভূস্বর্গ ভয়ঙ্কর থেকে অনেক better।।। এই গল্পে দীপ দার সেই পুরোনো তোপসে এর ছোঁয়া পেলাম,,,old theme টা miss করেছি গল্পে,,,শেষের দিকে বাঘ শিকার ar সময় দীপ দা ফাটিয়ে অভিনয় করেছে,,,অন্যান্যরাও খুব ভালো,, জগন্নাথ বাবু সবসময় অনবদ্য,,এই গল্পে কিছু কিছু ডায়লগ আছে,,,যা মনে গেঁথে যাবে,,,গল্পঃ টা দারুণ presentation করেছে mirchi bangla,,,, এক কথায় blockbuster ,,,
একে এরকম পোষ্টার, তার উপর আবার ফেলুদা ❤❤! পুরো জমে ক্ষীর রবিবার! Note: বাঘের চোখটা পুরো যেন জ্বলছে 🔥🔥! একদম, আলাদাই পোষ্টার! এরকম পোষ্টার বহুদিন বাদে দেখলাম।
30:52 এই মিউজিকটা শুনে just ছিটকে গেলাম! আর, ঠিক তার পরেই যে থিমটা শুরু হলো, সেটা নিয়ে বলার সামর্থ্য আমার নেই 🙏! রেডিওর ব্যাপারটায় মেজাজটা খিঁচড়ে ছিল। এখন আবার ভালো হয়ে গেল ❤❤!
First of all poster টা দুদ্ধর্ষ 🔥🔥 দ্বিতীয়ত ফেলুদা আবার ফিরে এসেছে ❤❤❤❤❤ মুভিটা দেখে খুব ভালো লেগেছিল ❤ and there is no doubt যে কাল গল্পটিও মারাত্মক হবে 😍❤️🔥🔥💥 জুন মাসটা সত্যি দারুন রকম ভাবে শুরু হল ❤❤❤❤❤❤
Sunday suspense is a dhamaka 😊 সব্যসাচী চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ বসু সবাই কে একসাথে পেয়ে আমরা ধন্য Many many thanks to you Sunday suspense 😊😊
প্রায় তিন ঘন্টার গল্প। আজকের দুপুর পুরোপুরি সরগরম। এসব গল্প শোনার অনাবিল অনুভূতি কখনো পুরোনো হবে না।তাই অতীতকে কখনো অতীত হতে দিই না,মলিন হতে দিই না অতীতের স্মৃতি
এক কোথায় অনবদ্য। আমাদের বাংলা সাহিত্যে যে এটি অসাধারন গোয়েন্দা কাহিনী লেখা হয়ছে যদি এটা সমস্ত বিশ্ব জানতো তাহলে বিশ্ব সাহিত্য বাংলা সাহিত্যে হুমড়ি খেয়ে পড়তো। সত্যি এতো ভালো লাগলো ভাষায় বোঝানো সম্ভব নয়।❤❤❤❤❤❤❤❤❤❤
Despite copyright issues I must admire the new BGM. I personally like it. Keep it up Mirchi Bangla and DJ Richard. Hoping the BGM would be used in upcoming Feluda stories.
যে থিমগুলো বাজছে ব্যাকগ্রাউন্ডে (গাড়ি, ফেরিওয়ালা, হুইসেল) সেগুলো পুরো পুরোনো দিনের মতো লাগছে ❤! 'বাদশাহী আংটি' এর কথা মনে পরে যাচ্ছে ❤❤! পুনঃশ্চ - Richard is a magician!
অসংখ্য ধন্যবাদ টিম মির্চি কে ফেলুদা গল্প নিয়ে আসার জন্য। সত্যজিৎ রায় এর ফেলুদা গল্প "রয়েল বেঙ্গল রহস্য" আমার অসম্ভব পছন্দের একটা গল্প। অনেক ভালোবাসা রইলো বাংলাদেশ থেকে
সব্যসাচী চক্রবর্তী এবং জগন্নাথ বসুর কন্ঠ ছাড়া ফেলুদা এবং জটায়ু চরিত্র দু'টোকে কেউ প্রাণবন্ত করতে পারবে বলে মনে হয়না ❤️ প্রিয় দুটো চরিত্র। ধন্যবাদ রেডিও মিরচিকে এতো চমৎকার উপস্থাপনার জন্য ❤️
Literally a masterpiece, it felt like watching the actual movie. Sabhyasachi sir's voice, Deep playing two characters truely phenomenal. One of the best creations of sunday suspense
অবশেষে আজকে সানডে সাসপেন্সে এলো ফেলুদার সবচেয়ে প্রিয় গল্পটা। এই গল্পটার জন্য দীর্ঘ গত পাঁচ বছর ধরে অপেক্ষা করেছিলাম। সেই ২০১৯-২০২০ থেকে সানডে সাসপেন্স শোনা শুরু করি যখন থেকে। অবশেষে সব অপেক্ষা, প্রতীক্ষার অবসান।
@@arghyachakrabortyসেটা আর আমি দেওয়ার কে। Sunday Suspense টীম সময় হলে নিজেরাই দেবেন। শুধু এটা আমি জানি যে এই মাস টা ধামাকার পর ধামাকা ভরপুর মাস হতে চলছে!🤩
আচ্ছা মিরচি টিমকে আমার একটা মতামত। বেনুদার তো বয়স হয়েছে তো উনি পরে আর ফেলুদা করতে চাইবেন না হয়তো। তো সবগুলো ফেলুদা গল্প কী এখনি একটু একটু করে রেকর্ডিং করে রাখা যায় না।তহলে তো বছর বছর তা শোনানো যায়। ❤🙏😊
আমি সহমত। গল্পগুলো এখন থেকেই একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে রেকর্ড করে রাখা উচিত। ভদ্রলোকের সত্যিই অনেক বয়স হয়ে গেছে। এটা চিন্তার বিষয়। কেনো মিরচি টিম এটা নিয়ে পদক্ষেপ নিচ্ছে না, জানি না। আর নিলেও হয়তো আমাদের মানে শ্রোতাদের জানাবে না এভাবে। তবে সব্যসাচী বাবুকে অনেক ভালোবাসি এবং শ্রদ্ধা করি। ওনার ব্যক্তিত্ব অনেক আকর্ষণীয়। আকৃষ্ট করেন বারবার নিজের প্রতি। তাই তার কন্ঠেই ফেলুদাকে চিনেছি। পারফেক্ট বাচনভঙ্গি। কন্ঠেই ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট। যাইহোক, অনেক কথা বলা হয়ে গেলো। মিরচি টিম বিষয়টি ভেবে দেখবেন আশা করি। ধন্যবাদ। ( জানি সোনার কেল্লা, জয়বাবা ফেলুনাথ শ্রুতিনাটক আকারে প্রকাশিত হবে না। তবুও আশা রাখি। গল্পগুলো পড়ার মধ্যে যেমন রোমাঞ্চ আছে, দেখেও রোমাঞ্চ হয়েছি। শুনতে পেতেও ইচ্ছে করে। ঈশ্বরের কাছে আরজি করা ছাড়া উপায় নেই।) বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো। অতনু ০২.০৬.২০২৪
আমার মনে হয় Sunday Suspense er গল্পের চরিত্রদের মধ্যে তোপসেই একমাত্র চরিত্র যার ভূমিকায় শ্রোতারা একসাথে দু'জন অভিনেতাকেই মেনে নিয়েছেন ----- দীপ sir ও সোমক sir.
Osadharon...... onekdin pore puro Mirchi team ke phire peye khoob bhalo laaglo.... r presentation ? Fatafati..... as expected....!! Khoob khooob bhalo thakben sokole !! Love you team Mirchi..... ❤❤❤
সব্যসাচী চক্রবর্তী অনবদ্য, নিঃসন্দেহে সৌমিত্র চট্টোপাধ্যায় এর পরে উনি নিষ্ঠা এবং দায়িত্ব সহকারে ফেলুদার ব্যক্তিত্ব বজায় রেখে গেছেন। আশা রাখবো এভাবেই যেন উনি ফেলুদার বাকি গল্প গুলো আমাদের উপহার দিতে পারেন। ভাল থাকবেন স্যার🙏❤️❤️
এই বয়েসেও জগন্নাথ বসুর কন্ঠে অভিনয় শুনে মুগ্ধ হচ্ছি। স্বয়ং ফেলুদার সাথে তাঁর খুনসুঁটি আর গল্পের নানান বাঁকে যে স্বতস্ফূর্ত কমিক টাইমিং তা বেশ আনন্দ দিলো এবারের ফেলুদার গল্পে। সব মিলিয়ে অনন্য অসাধারণ। দেবতোষ বাবুর চরিত্রে শ্রী পরাণ বন্দোপাধ্যায়কে পেয়ে শ্রোতা হিসেবে এ আমাদের আরো বাড়তি পাওনা। ধন্যবাদ টিম ৯৮.৩ মিরচি।
I love whenever Feluda arrives on Sunday Suspense.. it was fantastic as always. I think this was Sabyasachi's last movie as Feluda too.. fantastic as always, looking forward to future Feluda stories ✌️✌️
অসাধারণ অতুলনীয় ❤❤ গল্পটা সিনেমাতে দেখলেও গল্প শোনার মজাটাই আলাদা তাও সেটা সানডে সাসপেনসে❤❤ পরাণ স্যার আর জগন্নাথ বাবুর কন্ঠস্বর আলাদা মাত্রা এনে দেয় আর সব্যসাচী স্যার হিট ছিলেন হিট থাকবেন ❤❤
Reeeee abar feluda 😍😍😍😍😍😍😍 Kalker din ta jome jabe puro 😍😍😍😍😍 Ei golpo tar audio version er jonno seriously onek din dhore wait korchilm.... Finally...❤️❤️❤️
Jakhun choto chilam baba r sathe prothom feluda cinnema dekhte gechilam...se anek diner kotha.. Baba r beche nei..jato bar suni feluda story tatobar sei ak kotha mone pore .❤ Beche thakun feluda beche thakun soboshachi mohasoi 🙏🏻 pronam apnake.
সিনেমা টি স্টার জলসা HD তে খুব দেই,একবারও মিস করিনা,এতো টাই ভালো লাগে,ফেলুদার প্রতিটি গল্প শত শত বার শুনে ও দেখে আস মেটেনা 😊। তবে এই গল্প টি শুনতে শুনতে চোখের সামনে প্রতিটি সীন ভেসে উঠছে। তোমার দীর্ঘায়ু কামনা করি প্রিয় সব্যসাচি স্যার উরফে ফেলুদা।কারণ তোমার কণ্ঠ স্বর ছাড়া ফেলুদার চরিত্র অসম্পূর্ণ আমার কাছে।❤❤❤
গল্পে পড়া, সিনেমায় দেখা, আবার শ্রুতি নাটক। অপূর্ব লাগে বারবার। আর তুলনাহীন রেডিও মিরচির উপস্থাপনা! সঙ্গে সেই পরিচিত কণ্ঠ ও দুর্দান্ত Back ground music! ❤❤
Sandip Ray er porichalonay Bombai er Bombete cinemar por Royal Bengal Rahasya cinema tai khub valo hoyechilo. Aaj sei golper shrutinatyo rup sune khub valo laglo
much awaited........seen the movie several times........and searched for the audio version many times........finally my wish comes live...............Thanks alot
সব্যসাচীর ভয়েসটা ভাড়ি হয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য অনেক কষ্টের।।😢😢 উনি আরও অনেক বছর সুস্থ থাক সেই কামনা করি। কিন্তু সময় তো থেমে থাকে না। সময় থাকতে যতগুলো সম্ভব ফেলুদা ওনাকে দিয়ে করিয়ে নেওয়া দরকার। আমাদের মতো ৯০ দশকের মানুষের জন্য ফেলুদা হিসেবে ওনার গলাটাই সম্বল। সেটা না থাকলে ফেলুদার সাথে আমাদের ছাড়াছাড়ি হয়ে যাবে হয়তো 😢😢
Right
ঠিক বলেছেন তবে এই বছর আরো ফেলুদা আসবে ইন্দ্রানী দি বলেছেন। সুতরাং চাপ নেবেন না। পাশে থাকুন সব হবে।
আগেও ভারি
আপনি কি বলতে চান ফেলুদার image, personality & age -এর সাথে ওনার ভয়েসটা আর মানাচ্ছে না?
@@bhabanihaldar1388 hmm 😢
তোপসে আর মহিতোষ বাবুর বয়েসের কি বিশাল ফারাক। অথচ একটাই লোক কি অবলীলায় দুটোর পার্থক্য ফুটিয়েছেন অসাধারণভাবে শুধু কণ্ঠের অভিনয় দিয়ে!! Asset 🙏🙏
Topse 18-20
Mahitosh 59
Dutoi deep ki bhalo korche
Deep r atai feature jeta one and only Deep r❤
না ২ টো আলাদা লোক।।।
তোপসে - deep
মহিতোষ - neel
@@UshasiDeyLoves একশোটা আওয়াজের মাঝে শোনালেও দীপের কন্ঠস্বর চিনে ফেলতে পারব ৷ গত ১৪ বছরে গুলে খেয়েছি কান দিয়ে ওই আওয়াজ ৷ মহীতোষ অবশ্যই দীপ ৷ আপনি description এ দেখুন ৷ আমি না দেখলেও জানি ওখানে লেখা থাকবেই ৷
@@UshasiDeyLoves গত ১৪ বছরে কান দিয়ে গুলে খেয়েছি আমি দীপের কন্ঠস্বর ৷ ১০০ জন একসাথে কথা বললেও তার মধ্যে চিনে ফেলব ৷ আপনি চাইলে description check করুন ৷ আমি না দেখেও ১০০% শতাংশ জানি কোনটা দীপ আর কোনটা দীপ নয় ৷
কতটা যে আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারব না!! টিম সানডে সাসপেন্সকে কুর্নিশ আরো এক ফেলুদা কাহিনী আমাদের শোনানোর জন্য। ❤ অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম!
আর শ্রী সব্যসাচী চক্রবর্তী মানে আমাদের সকলের প্রিয় ফেলুদা-কে আমার সশ্রদ্ধ প্রণাম, সিনেমাতে আর ফেলুদারূপে না পেলেও অডিও স্টোরির মাধ্যমে ওনাকে ফেলুদার ভূমিকায় পেয়ে বড্ড ভালো লাগে!
'রয়েল বেঙ্গল রহস্য' শ্রী সন্দীপ রায়ের পরিচালিত অন্যতম শ্রেষ্ঠ ছবি। ❤ সেখানে সব্যসাচী চক্রবর্তী ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের অনন্য অভিনয় এখনো স্মৃতিপটে বিরাজমান। সেখান থেকে গল্পপাঠেও এনাদের পাওয়া এক বিশাল প্রাপ্তি। জটায়ু হিসেবে শ্রী জগন্নাথ বসু অতুলনীয় বরাবরের মতই। মিরচি বাংলা কে অসংখ্য ধন্যবাদ সানডে সাসপেন্স এ এই গল্পটি শোনানোর জন্য। পোষ্টার টা সেরা হয়েছে, বাঘের চোখের মধ্যে 'three musketeers' এর ছবি, ইউনিক একদম।❤ অ্যাডভেঞ্চার ও ম্যান ইটার হান্টের আকর্ষণ অনুভব করছি এখন থেকেই। 😌
মুড়ো হয় বুড়ো গাছ
হাত গোন ভাত পাঁচ
দিক পাও ঠিক ঠিক জবাবে।
ফাল্গুন তাল জোড়
দুই মাঝে ভুঁই ফোড়
সন্ধানে ধন্দায় নবাবে॥ 😊😊
অসাধারণ, অনবদ্য ও অবিস্মরণীয়
জগন্নাথবাবুর “মশয়” বলে টানটা আমার কেন যেন অসহ্য লাগে।
@@abhijit-sarkarYes
দূর্দান্ত লাগলো। অসাধারণ উপস্থাপনা মির্চি টিম। সব্যসাচী বাবু, জগন্নাথ বাবু, পরাণ বাবু , দীপ এর সম্পর্কে নতুন কিছু বলার নেই। যা এর বাইরে ভালো লাগলো , নীল , অর্ঘ , ইন্দ্রনীল , অরিজিৎ সবার কাজ ভীষণ ভালো লাগলো।
অসাধারণ। সানডে সাসপেন্স এর পনেরো বছর বর্ষপুর্তি র মাস টা তাহলে ফেলুদা কে নিয়ে শুরু হচ্ছে। সামনের সপ্তাহে আবার ঠাকুরমশাই আসছেন পাসিং শো নিয়ে। একেবারে জমজমাট উদযাপন যাকে বলে। Thank you all team members especially Deep Da and Indrani Mam. Hats off to all of you guys❤❤❤
Right
Next week ki taranath tantrik??
ফেলুদার থেকে শরবিন্দু 125 শদাসীবের অভীজান অনেক ভালো লেগেছে 😊😊
সময়সীমা:- (২ঘন্টা ৪৯মিনিট ৩২সেকেন্ড)❤🎉🥳🤩
Duration:- (2:49:32) uff puro jome jabe kal dupur ta.❤🎉🤩😍🥳🐯
😂 Redmi User.
Tumi kibhabe jaanle?
2:49:31
@@DaliaMreeGoswami রেডমির ফোনে প্রিমিয়ারের আগে সময় দেখা যায় | চাইনিজ জোগাড় |
@@VirtualCreativity J kono fn ai dekhte parben...
Premier er age namm ta hobohu Google a likhben, video te jaben... Samnei time span dekhabe
বাংলা সাহিত্যের এক বিশাল রূপ, কল্পনা চোখের মাধ্যমে দেখলাম আপনাদের দৌলতেই। এর জন্য চির কৃতজ্ঞ থাকবো। সাহিত্যের এমন বৃহৎ রসো পার্বত্য এখানে ব্যতীত আর কোথাও নাই। একজন শ্রোতা হিসেবে আপনাদের সাথে আছি , এ এক বিশেষ প্রাপ্তি । ধন্যবাদ দেবো এমন ভাষা বিশেষণ আমার নেই। শুধু এইটুকু সাহিত্যের চূড়া সবসময় আকাশ তাটে বাধা থাকুক।🙏🏻😊❤️
Yess bro
জটায়ুর চরিত্রে জগন্নাথ বসুকে আমার খুব ভালো লাগে। ❤😊
আমি বর্তমান প্রজন্মের একজন মেয়ে..কিন্তু ফেলুদা’র সমস্ত গল্প আমার পড়া 🥰 এককথায় ফেলুদার অন্ধ ভক্ত আমি। ক্লাস এইটে প্রথম ফেলুদা পড়েছিলাম তারপর থেকে সব মুভি বিশেষভাবে সব্যসাচী স্যারের করা প্রতিটি মুভি আমার দেখা। সানডে সাসপেন্সগুলোও প্রায় সবই শুনে ফেলেছি। সৌমিত্র চ্যাটার্জীর প্রতি প্রনাম জানিয়েও আমি বলতে পারি আমার কাছে best best best ফেলুদা হলেন সব্যসাচী স্যার। বর্তমানের নয়ন রহস্য মুভিটার ট্রেলার খুব একটা ভালো না লাগলেও ভেবেছিলাম একবার হলে গিয়ে দেখে আসবো কিন্তু কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি। মনটা একটু খারাপ হলেও পরে যখন এই সানডে সাসপেন্সগুলো শুনি আর ওনার মুভিগুলো দেখি মনটা অটোমেটিক ভালো হয়ে গেছিলো।❤️❤️
hats off to our respected sabyasachi sir 🙏🙏🙏😘
আমি বাংলা শিখেছিলাম কেবলমাত্র ফেলুদার জন্য
লন্ডনে ফেলুদা চেয়েছিলাম, কিন্তু এটাও কোনো অংশে কম নয়। অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম ❤
Age sob novel hok
ওটা ছোট গল্পতো, তাছাড়া এক হোমস এর বেকার স্ট্রীটের উল্লেখ ছাড়া ফাটাফাটি কোনো গল্প না। ফেলু দার বিলো এভারেজ একটা গল্প। ছোট বেলায় পড়েছিলাম ভালো লাগেনি এতটা, তার চেয়ে গোরস্থানে সাবধান, জাহাঙ্গীর এর স্বর্ণমুদ্রা, শকুন্তলার কণ্ঠ হার, অপ্সরা থিয়েটার মামলা etc gulo besh🤌🏼🔥💯
ওটার চেয়ে এটা অনেক ভালো
London e Feluda niye ekta cinema hoya dorkar.
@@writamchatterjee4676this particular story is based on Sherlock Holmes and the adventure of Musgrave rituals. Pore dekhben similarities paben.
মুড়ো হয় বুড়ো গাছ
হাত গোন ভাত পাঁচ
দিক পাও ঠিক ঠিক জবাবে।
ফাল্গুন তাল জোড়
দুই মাঝে ভুঁই ফোড়
সন্ধানে ধন্দায় নবাবে॥
ঠিক ঠিক😊
এখানে বুড়ো গাছ বলতে অশ্বত্থ গাছের কথা বলা হয়েছে। তার পরের লাইনে পঞ্চান্ন হাতের কথা বলা হয়েছে। 'দিক পাও ঠিক ঠিক জবাবে' বলতে উত্তর দিকের কথা বলা হয়েছে। পরের লাইনে অর্জুন গাছ আর জোড়া তাল গাছের কথা বলা হয়েছে।
😊o😊
😂😂😂😂😂😂😅😅😅😅😅😮😮😮😮😮
গত চার বছর ধরে এই গল্পটার জন্য বলে গেছি। অবশেষে হচ্ছে। থ্যাঙ্ক ইউ মির্চি। ❤
Sotti 😢😢😢
আহা!!!গল্পটা শুনে মনে হলো যেন আমরাও ফেলুদার গোয়েন্দাগিরির সঙ্গী।❤অসাধারণ লাগলো।❤❤❤
এই গল্পটা অন্য গল্পগুলোর মতো নয়। লেখক এই গল্পের মাধ্যমে পাঠকদের একটা ঘোরে রাখতে পেরেছেন। এই গল্পের সবকিছু একদম অতুলনীয়।
আহা আহা কি দেখলাম ....এই সিনেমাটা দেখার পর গল্পটা Sunday Suspense শোনার বহুদিনের ইচ্ছে ছিল,,কাল সেটা পূরণ হতে চলেছে।। many many thanks team ss.
আমি
Paran Bandyopadhyay and Sabyasachi Chakraborty to reprise their film roles op🔥🔥🔥🔥🔥
পরাণ বন্দ্যোপাধ্যায় -এর কন্ঠে আর একবার শুনতে পারবোঃ "হাতিয়ার কি সবার হাতে বাগ মানে?"
সবাই কি আর আদিত্যনারায়ণ হয়!
❤
Exactly 💯
😂
Ebar sobai proman korar chesta korbe je sobai golpo ta poreche...
"মানুষের মধ্যে যে সবচেয়ে বেশি সাধাসিধে তার মনও একটা বাঘের মনের থেকে অনেক বেশি প্যাচাল" - ফেলুদা
আমার নীল (তড়িৎবাবু) এর কণ্ঠ বেশ ভালো লেগেছে। বেশ একটা শান্তি শান্তি ব্যপার আছে কণ্ঠে ❤️
প্রথমবারের মতোন শুনছো বোধহয় ওর গলা!
আমি ওর গলা *আমার এফ এম* এ ২০০৯ সালে ওর প্রথম কর্মজীবন থেকে রেডিও হয়ে পরে ১৪ সালে মিরচিতে জয়েনিং হয়ে এখন এখানে শুনছি...
নীলের গলা সবসময় স্মুথি
কিন্তু আমার মাথায় ঢোকে না ওওও কেনো গানের দিকে একটুও চেষ্টা করলো না কেনো!!!!!!!
@@Iam_poonam জ্বী প্রথমবারের মতো শুনেছি। অসাধারণ voice artist নি:সন্দেহে ❤️
😂😂😂😂
😊
Little bit g type
সত্যি আশা করতে পারিনি, কালকের অপেক্ষায় রইলাম। Back to back ফেলুদা। ❤ রবিবারের দুপুরে Sunday suspense এ ফেলুদা মানেই, দুপুরটা জমজমাট।
বাংলা সাহিত্যে এরকম অভাবনীয় সৃষ্টি। সঙ্গে মির্চি টিম এর এত সুন্দর উপস্থাপনা বাংলি শ্রোতার মনে চিরকাল গেঁথে থাকবে। সর্বদা Sunday suspens এর সঙ্গে থাকবো ❤❤❤
অনেকদিন ধরে চাইছিলাম এই গল্পটা যেন আসে। থ্যাংক ইউ মির্চি গল্পটা আনার জন্য। সিনেমা দেখে খুব ভয় পেয়েছিলাম। অসাধারণ গল্প। জঙ্গল, রয়েল বেঙ্গল টাইগার, তার সঙ্গে জমিদার বাড়ির নানা অজানা কথা। প্রকৃতির প্রতিশোধ।
অসাধারণ উপস্থাপনা। আসলে ফেলুদার গল্পগুলোর মধ্যে রয়্যাল বেঙ্গল রহস্য খুব পছন্দের একটা গল্প। সিনেমা দেখেছিলাম। ভালো লেগেছিল। এবার মুগ্ধ হলাম। পর্দার ভাস্বর চট্টোপাধ্যায়ের সাথে এখানের নীলের কণ্ঠে অদ্ভুত মিল ভীষণ ভালো লাগল। আর যাঁর কথা না বললেই নয় তিনি দীপদা মহিতোষ সিংহ রায় আর তপসে একসাথে করে সেরার শিরোপা একাই নিয়ে নিলেন। আর পর্দার সাথে ফেলুদা ছাড়া যিনি ছিলেন তিনি পরাণ বন্দ্যোপাধ্যায় তিনি সেখানের মতোই সপ্রতিভ। শেষে যাঁর কথা না বললেই নয় তিনি স্বয়ং ফেলুদা সব্যসাচী চক্রবর্তী। আগের গল্প ভূস্বর্গ ভয়ঙ্কর-এ যেটুকু আক্ষেপ তাঁর কণ্ঠ নিয়ে ছিল সেটা এই গল্পে একেবারেই নেই...
যদিও আগের গল্পটা নিয়েও আমার অনুযোগ নেই কারণ ভক্তদের অনুরোধে শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি আমাদের নিরাশ করেননি। হেটার্সরা তো অনেক কথাই বলবে কিন্তু সানডে সাসপেন্সের নৌকা এই ভাবেই পালের হাওয়ায় অসীম যাত্রা করবে...
Vi r pooopppllpplppppppppppoopp0oopppop0p90opppppoooopopopp9pppoooooooooopppppppppppooppp909ooooooooo99ooo9ooooo9o9o9o9oooooooo99999ooooo99ooooo9ooo9oooooo99ooo9o9o9oooo9oooooooooooo9ooooooooooo9ooo9o9oooooooooooooooooooooo9ooooooooooooooooooooooooooooo9oooooo99ooo99oooooooooooooooooooooooo9ooo9ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9oooooooooooooooooooooooooooooo9ooooo9oooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9ooooooo9oo9oooo9o9oooooo9ooo9o99999ooooooooooooooooooooo9ooo999ooooooooooo9ooooo9ooooooo9oo9ooo999o9oooo99oo
Review - গল্পের bgm অসাধারণ,,,সব্যসাচী বাবু voice আগের গল্পঃ ভূস্বর্গ ভয়ঙ্কর থেকে অনেক better।।। এই গল্পে দীপ দার সেই পুরোনো তোপসে এর ছোঁয়া পেলাম,,,old theme টা miss করেছি গল্পে,,,শেষের দিকে বাঘ শিকার ar সময় দীপ দা ফাটিয়ে অভিনয় করেছে,,,অন্যান্যরাও খুব ভালো,,
জগন্নাথ বাবু সবসময় অনবদ্য,,এই গল্পে কিছু কিছু ডায়লগ আছে,,,যা মনে গেঁথে যাবে,,,গল্পঃ টা দারুণ presentation করেছে mirchi bangla,,,, এক কথায় blockbuster ,,,
❤
বটে বটে👌
❤❤❤
আমার মনে হয়, ভূস্বর্গ ভয়ংকার রেকর্ড হয়েছে সব্যসাচী বাবুর অসুস্থতার ঠিক পরপর। তাই তার কন্ঠ অনেক দূর্বল এবং অসুস্থ মনে হয়েছে।
2024 এর সেরা উপহার রেডিও মিরচি আমাদের কে দিল,,, কোনো কথা হবে না ,,, আর ফেলুদা আপনি ভালো থাকুন,,, এটা দেখার পর কি লিখব বুঝতে পারছি না
সোনার কেল্লা চাই। ফেলুদাতে সব্যসাচী চক্রবর্তী আর জটায়ুতে জগন্নাথ বসুকে ছাড়া কল্পনাই করতে পারিনা। এবং থ্যাংক ইউ mirchi team. ❤️🇧🇩
1ta live e Team Mirchi boleche j Sonar Kella r Joy Baba Felunath kora hobe naa. Tobe hole valo hoy story 2to Audio, Movie, Book 3te format e thakbe.
Please jano deoa hoy ei duto story..
সহমত ❤ sonar kella r joy baba felu da ...chai.. ar সব্যসাচী da r golatei chai
অডিও রূপান্তর তাও একরকম, ভগবানের কাছে প্রার্থনা করুন ওই সিনেমা দুটো যেন এখনকার কোনো অভিনেতা দিয়ে রিমেক না করা হয়। কোথায় সৌমিত্র চ্যাটার্জী, কোথায় এখনকার বগলের চুল অভিনেতা।
Assalamualaikum
একে এরকম পোষ্টার, তার উপর আবার ফেলুদা ❤❤! পুরো জমে ক্ষীর রবিবার!
Note: বাঘের চোখটা পুরো যেন জ্বলছে 🔥🔥! একদম, আলাদাই পোষ্টার! এরকম পোষ্টার বহুদিন বাদে দেখলাম।
কিছু মানুষের অন্যকিছুও জ্বলছে মিরচি আাবর ফেলুদা আনছে সেই ইর্ষাতে
30:52 এই মিউজিকটা শুনে just ছিটকে গেলাম! আর, ঠিক তার পরেই যে থিমটা শুরু হলো, সেটা নিয়ে বলার সামর্থ্য আমার নেই 🙏!
রেডিওর ব্যাপারটায় মেজাজটা খিঁচড়ে ছিল। এখন আবার ভালো হয়ে গেল ❤❤!
দুঃখ একটাই, পর পর দুটো ফেলুদা গল্প হলো কিন্তু ফেলুদা থিম টা শুনতে পেলাম না 😕 এমন টান টান একটা গল্পে ওই জিনিসটার অভাব বড্ড বোধ করছিলাম
ওটা আর পাবেন না। Copyright problem ।
Kno ki holo age to hoto
15 Bochor dhore ei Galpo tar wait kerchi...aj finally
2:49:32❤. Mirchi Bangla full from a😍 May মাসটা শুরু হয়ছিলো feluda দিয়ে June মাস শুরু feluda 😍 দিয়ে just wow😊
May mash suru hoyechilo shonku diye
Sunechen to?
শুনবো না কেনো। 🤣আজব তো
@@indrajitkarmakar2005
First of all poster টা দুদ্ধর্ষ 🔥🔥
দ্বিতীয়ত ফেলুদা আবার ফিরে এসেছে ❤❤❤❤❤
মুভিটা দেখে খুব ভালো লেগেছিল ❤ and there is no doubt যে কাল গল্পটিও মারাত্মক হবে 😍❤️🔥🔥💥
জুন মাসটা সত্যি দারুন রকম ভাবে শুরু হল ❤❤❤❤❤❤
আহা, কী শুনলাম........জন্ম - জন্মান্তরেও ভুলবো না !!!!!!! এই অনুভূতি আজ আমি সহ টিম মির্চির সকল শ্রোতাদের মধ্যে উপলব্ধি হচ্ছে। ❤❤❤❤
Sunday suspense is a dhamaka 😊
সব্যসাচী চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ বসু সবাই কে একসাথে পেয়ে আমরা ধন্য
Many many thanks to you Sunday suspense 😊😊
Deep is King of Bengali Audio story ❤
Niswondehe!
Deep da one and only
That's True
আমি আপনার সাথে একমত
Hm ei sound ta mirchir bortoman pran...
গতকাল আমার জন্মদিন ছিল।
আর আজ আমার প্রিয় গোয়েন্দার গল্প 😍
এই গল্পটা জন্মদিনের উপহার স্বরূপ গ্রহণ করলাম 🤗
Belated Happy Birthday to you 🎂
@@amiyachatterjee7215 thanks 😊
শুভ জন্মদিন
পুরোটা টানা শুনলাম.. অনবদ্য, আমার ভাষা নেই বলার! অবিস্বরণীয়।
অনেক ধন্যবাদ মিরচি টিম।৷ ফেলুদার প্রিয় বই।।।।ছোটবেলার স্মৃতি ফিরিয়ে নিয়ে আসার।জন্য।।।।কত্তবার যে অনুরোধ করেছি....অবশেষে।।।
এই হাতে চা নিয়ে বসলুম।।।
Sabyasachi sir, Jagannath sir and Deep da perfect combination❤❤😍😍
Sudhu mir dar ovab
No somak perfect as a topshe
Topshe te Somak e sera
প্রায় তিন ঘন্টার গল্প। আজকের দুপুর পুরোপুরি সরগরম। এসব গল্প শোনার অনাবিল অনুভূতি কখনো পুরোনো হবে না।তাই অতীতকে কখনো অতীত হতে দিই না,মলিন হতে দিই না অতীতের স্মৃতি
This is the biggest announcement.অনেকদিনের আশা পূর্ণ হতে চলেছে
এক কোথায় অনবদ্য। আমাদের বাংলা সাহিত্যে যে এটি অসাধারন গোয়েন্দা কাহিনী লেখা হয়ছে যদি এটা সমস্ত বিশ্ব জানতো তাহলে বিশ্ব সাহিত্য বাংলা সাহিত্যে হুমড়ি খেয়ে পড়তো। সত্যি এতো ভালো লাগলো ভাষায় বোঝানো সম্ভব নয়।❤❤❤❤❤❤❤❤❤❤
লালমোহন বাবুর " মশাই " বলার ধরন টাই আলাদা । কেমন একটা মায়াভরা । খুব দারুন উপস্থাপনা ♥️
Despite copyright issues I must admire the new BGM. I personally like it. Keep it up Mirchi Bangla and DJ Richard. Hoping the BGM would be used in upcoming Feluda stories.
যে থিমগুলো বাজছে ব্যাকগ্রাউন্ডে (গাড়ি, ফেরিওয়ালা, হুইসেল) সেগুলো পুরো পুরোনো দিনের মতো লাগছে ❤! 'বাদশাহী আংটি' এর কথা মনে পরে যাচ্ছে ❤❤!
পুনঃশ্চ - Richard is a magician!
❤❤❤
Sunlen dada?
@@indrajitkarmakar2005হ্যাঁ, এখন শুনছি 😊
অসংখ্য ধন্যবাদ টিম মির্চি কে ফেলুদা গল্প নিয়ে আসার জন্য।
সত্যজিৎ রায় এর ফেলুদা গল্প "রয়েল বেঙ্গল রহস্য" আমার অসম্ভব পছন্দের একটা গল্প।
অনেক ভালোবাসা রইলো বাংলাদেশ থেকে
সব্যসাচী চক্রবর্তী এবং জগন্নাথ বসুর কন্ঠ ছাড়া ফেলুদা এবং জটায়ু চরিত্র দু'টোকে কেউ প্রাণবন্ত করতে পারবে বলে মনে হয়না ❤️ প্রিয় দুটো চরিত্র। ধন্যবাদ রেডিও মিরচিকে এতো চমৎকার উপস্থাপনার জন্য ❤️
Topse ke bhule galen naki
অসাধারণ উপস্থাপনা।
দীপের অভিনীত দুটি চরিত্রই অনবদ্য।
প্রত্যেকের অভিনয়গুণে আবার একটি ফেলুদা গল্পে মুগ্ধ হলাম।
Khub dhonnobad sunday suspense team.....
Amr anek diner monobanchha apnara puron korlen.....
Asonkho dhonnobad .❤❤❤❤🎉
Literally a masterpiece, it felt like watching the actual movie. Sabhyasachi sir's voice, Deep playing two characters truely phenomenal. One of the best creations of sunday suspense
Thanks a lot Mirchi Bangla to add ths installment of “Feluda” 🔥
অবশেষে আজকে সানডে সাসপেন্সে এলো ফেলুদার সবচেয়ে প্রিয় গল্পটা। এই গল্পটার জন্য দীর্ঘ গত পাঁচ বছর ধরে অপেক্ষা করেছিলাম। সেই ২০১৯-২০২০ থেকে সানডে সাসপেন্স শোনা শুরু করি যখন থেকে। অবশেষে সব অপেক্ষা, প্রতীক্ষার অবসান।
এই যুগে মানুষের শাস্তি শুধু মানুষ ই দিতে পারে ভগবান নয়,,,,, uff dilog ❤️
❤❤
২০১২ তে সিনেমাহল এ দেখেছিলাম রয়েল বেঙ্গল রহস্য ✨🔥
আমার মনে হয় এই বছরের সেরা সারপ্রাইজ গিফট মিরচি বাংলা থেকে ।এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না ❤❤❤
এরপর আরো চমক থাকছে।
Jemon? Ektu hints din. @@Shikkhito-Chhotolok
@@arghyachakrabortyসেটা আর আমি দেওয়ার কে। Sunday Suspense টীম সময় হলে নিজেরাই দেবেন। শুধু এটা আমি জানি যে এই মাস টা ধামাকার পর ধামাকা ভরপুর মাস হতে চলছে!🤩
আচ্ছা মিরচি টিমকে আমার একটা মতামত। বেনুদার তো বয়স হয়েছে তো উনি পরে আর ফেলুদা করতে চাইবেন না হয়তো। তো সবগুলো ফেলুদা গল্প কী এখনি একটু একটু করে রেকর্ডিং করে রাখা যায় না।তহলে তো বছর বছর তা শোনানো যায়। ❤🙏😊
এতগুলো গল্প এখনই রেকর্ড করে রাখবে কিভাবে?! উনি তো মানুষ কোনো যন্ত্র নন |
@@alonealien1474 আমি তো তা বলিনি বন্ধু। আমি বলেছি একটু একটু করে। সবগুলো একসময় নয়।🙏
আমি সহমত।
গল্পগুলো এখন থেকেই একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে রেকর্ড করে রাখা উচিত।
ভদ্রলোকের সত্যিই অনেক বয়স হয়ে গেছে।
এটা চিন্তার বিষয়। কেনো মিরচি টিম এটা নিয়ে পদক্ষেপ নিচ্ছে না, জানি না। আর নিলেও হয়তো আমাদের মানে শ্রোতাদের জানাবে না এভাবে।
তবে সব্যসাচী বাবুকে অনেক ভালোবাসি এবং শ্রদ্ধা করি। ওনার ব্যক্তিত্ব অনেক আকর্ষণীয়। আকৃষ্ট করেন বারবার নিজের প্রতি।
তাই তার কন্ঠেই ফেলুদাকে চিনেছি।
পারফেক্ট বাচনভঙ্গি। কন্ঠেই ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট।
যাইহোক, অনেক কথা বলা হয়ে গেলো।
মিরচি টিম বিষয়টি ভেবে দেখবেন আশা করি।
ধন্যবাদ।
( জানি সোনার কেল্লা, জয়বাবা ফেলুনাথ শ্রুতিনাটক আকারে প্রকাশিত হবে না। তবুও আশা রাখি। গল্পগুলো পড়ার মধ্যে যেমন রোমাঞ্চ আছে, দেখেও রোমাঞ্চ হয়েছি। শুনতে পেতেও ইচ্ছে করে। ঈশ্বরের কাছে আরজি করা ছাড়া উপায় নেই।)
বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো।
অতনু
০২.০৬.২০২৪
কোন কোন গল্পগুলো বাকি আছে ?
Eta bhalo mot ,,,, 😊❤ ,,, ekta nirdisto somoy er babodhan e Feluda r sob golpo guli recording kore rakhle bhalo hoye ,,,,, 🤩🥰🥹🫶🏻🫰🏻💟
যাক আরেকটি গল্পঃ এতো তাড়াতাড়ি পেয়ে খুব আনন্দিত লাগছে, এভাবেই বাকি গল্পঃ গুলো যতটা দ্রুত সম্ভব upload করার অনুরোধ রইলো।❤️
Feluda is a character which is according to me is always evergreen.... Those who agree like here
ওয়াও, পরান বন্দ্যোপাধ্যায় দেবতোষবাবু ভূমিকায়... ❤
ব্যাস সবকিছু ঠিকঠাক, আর ফেলুদার গলাটাও ভূস্বর্গ ভয়ংকর এর চাইতে বেশ স্বাভাবিক লেগেছে 🌹
বাকি যা ফেলুদার গল্প আছে তা সব্যসাচী চক্রবর্তী এবং দীপ এর জুটিই যেনো পাঠ করে এটাই কায়মনোবাক্যে প্রার্থনা করি।
Deep da best topshe
@@hujaifakhan3557 No.. Somak is Best
আমার মনে হয় Sunday Suspense er গল্পের চরিত্রদের মধ্যে তোপসেই একমাত্র চরিত্র যার ভূমিকায় শ্রোতারা একসাথে দু'জন অভিনেতাকেই মেনে নিয়েছেন ----- দীপ sir ও সোমক sir.
Feluda is my favorite❤❤❤please send all feluda stories which satyajit ray wrote.. 😊😊
All feluda stories are written by satyajit roy..
Feluda is the one of the best creation of Satyajit roy
দারুণ একটা ফিল্ম দেখলাম থুরি শুনলাম ❤❤
অসাধারণ পরিবেশনা ❤❤❤
Osadharon...... onekdin pore puro Mirchi team ke phire peye khoob bhalo laaglo.... r presentation ? Fatafati..... as expected....!! Khoob khooob bhalo thakben sokole !! Love you team Mirchi..... ❤❤❤
ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছিলাম নাহলে কত গল্প থেকে বঞ্চিত হতে হতো 😊
Bengali literature is the best and deepest.
Proud of this ❤
So true ❤️
একদম
সব্যসাচী চক্রবর্তী অনবদ্য, নিঃসন্দেহে সৌমিত্র চট্টোপাধ্যায় এর পরে উনি নিষ্ঠা এবং দায়িত্ব সহকারে ফেলুদার ব্যক্তিত্ব বজায় রেখে গেছেন। আশা রাখবো এভাবেই যেন উনি ফেলুদার বাকি গল্প গুলো আমাদের উপহার দিতে পারেন। ভাল থাকবেন স্যার🙏❤️❤️
Ufff... Background music...🔥🔥...Richard da gurudev manus...🙏
দারুন দারুন! কেন জানিনা মনে হচ্ছে এটা পুরোনো রেকর্ডিং! ভূস্বর্গ ভয়ঙ্করের থেকে অনেক refreshing!
Eksathei koreche recording
Ar BB r post production oto bhalo o hoini
এই বয়েসেও জগন্নাথ বসুর কন্ঠে অভিনয় শুনে মুগ্ধ হচ্ছি। স্বয়ং ফেলুদার সাথে তাঁর খুনসুঁটি আর গল্পের নানান বাঁকে যে স্বতস্ফূর্ত কমিক টাইমিং তা বেশ আনন্দ দিলো এবারের ফেলুদার গল্পে। সব মিলিয়ে অনন্য অসাধারণ। দেবতোষ বাবুর চরিত্রে শ্রী পরাণ বন্দোপাধ্যায়কে পেয়ে শ্রোতা হিসেবে এ আমাদের আরো বাড়তি পাওনা। ধন্যবাদ টিম ৯৮.৩ মিরচি।
ফেলুদার অন্যতম সেরা উপস্থাপনা টা শুনলাম। অসাধারণ উপস্থাপনা। রে মাসের ভূস্বর্গ ভয়ংকর এর থেকে এটা অনেক অনেক উঁচুমানের উপস্থাপনা।
Sotti
'ভূস্বর্গ ভয়ঙ্কর' টা ঠিক সানডে সাসপেন্স এর লেভেলের হয়নি
এই গল্পটার মুভি আছে RUclips এ সবাই দেখবেন খুব ভালো। কিন্তু গল্প সোনার মজাই আলাদা
"শোনার"
I love whenever Feluda arrives on Sunday Suspense.. it was fantastic as always. I think this was Sabyasachi's last movie as Feluda too.. fantastic as always, looking forward to future Feluda stories ✌️✌️
অসাধারণ লাগলো। ধন্যবাদ সবাইকে।বিশেষ করে ফেলুদা স্যার কে🥰🥰🥰❤️❤️❤️❤️
যতবার শুনি ততোবারই রোমাঞ্চ অনুভব করি
অসাধারণ অতুলনীয় ❤❤
গল্পটা সিনেমাতে দেখলেও গল্প শোনার মজাটাই আলাদা তাও সেটা সানডে সাসপেনসে❤❤
পরাণ স্যার আর জগন্নাথ বাবুর কন্ঠস্বর আলাদা মাত্রা এনে দেয় আর সব্যসাচী স্যার হিট ছিলেন হিট থাকবেন ❤❤
Reeeee abar feluda 😍😍😍😍😍😍😍
Kalker din ta jome jabe puro 😍😍😍😍😍
Ei golpo tar audio version er jonno seriously onek din dhore wait korchilm....
Finally...❤️❤️❤️
Jakhun choto chilam baba r sathe prothom feluda cinnema dekhte gechilam...se anek diner kotha.. Baba r beche nei..jato bar suni feluda story tatobar sei ak kotha mone pore .❤ Beche thakun feluda beche thakun soboshachi mohasoi 🙏🏻 pronam apnake.
খুব সুন্দর হয়েছে। ছোটো বেলার কথা মনে পরে গেলো। এরকম ফেলুদা র গল্পঃ আরো চাই।
ফেলুদা উপহার দেয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশ থেকে ♥️♥️♥️
অসাধারণ, অনবদ্য ও অবিস্মরণীয়
সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে কাল বৃষ্টি হবে + ফেলু মিত্তিরের গল্প ❤ , ব্যাস আর কিচ্ছু বলার অপেক্ষা রাখে না ।
কোনো কথা হবেনা just!
সিনেমা টি স্টার জলসা HD তে খুব দেই,একবারও মিস করিনা,এতো টাই ভালো লাগে,ফেলুদার প্রতিটি গল্প শত শত বার শুনে ও দেখে আস মেটেনা 😊। তবে এই গল্প টি শুনতে শুনতে চোখের সামনে প্রতিটি সীন ভেসে উঠছে।
তোমার দীর্ঘায়ু কামনা করি প্রিয় সব্যসাচি স্যার উরফে ফেলুদা।কারণ তোমার কণ্ঠ স্বর ছাড়া ফেলুদার চরিত্র অসম্পূর্ণ আমার কাছে।❤❤❤
Jalpaiguri theke Sunchhi... Khub valo lagche..
Anek bochhor agei ei movie ta dekhechhilm ...
গল্পে পড়া, সিনেমায় দেখা, আবার শ্রুতি নাটক। অপূর্ব লাগে বারবার। আর তুলনাহীন রেডিও মিরচির উপস্থাপনা! সঙ্গে সেই পরিচিত কণ্ঠ ও দুর্দান্ত Back ground music! ❤❤
অনেকদিনের অপেক্ষায় থাকার পরে অবশেষে আসলো আমাদের সবার প্রিয় ফেলুদা।❤❤❤❤
Sandip Ray er porichalonay Bombai er Bombete cinemar por Royal Bengal Rahasya cinema tai khub valo hoyechilo.
Aaj sei golper shrutinatyo rup sune khub valo laglo
আমি অপেক্ষা করছিলাম কখন জটায়ু বলবেন, "কেন? হালুম অব্দি তো ছিলুম!!"😂 চমৎকার উপস্থাপনা।। সব্যসাচী বাবু, জগন্নাথ বাবু উভয়েরই দীর্ঘায়ু কামনা করি,, ফেলুদা ও লালমোহন বাবু দুটি চরিত্রের জন্য তাঁদের কোনো বিকল্প নেই।।❤❤
Feludar golpo amar kache stress reliever
গোয়েন্দা গল্প ও জঙ্গলে শিকার অসামান্য মিশ্রণ। এটা শুধু সত্যজিৎ রায়ের পক্ষেই সম্ভব আর সেই সাথে অসাধারণ কণ্ঠের উপস্থাপনা।
আমি শুনছি যশোর বাংলাদেশ থেকে ❤ আগে এফএম রেডিও শুনতাম রাত 11 টায়। অনেকদিন জয়ন্ত মানিক বিমল কুমার অ্যাডভেঞ্চার শুনা হয়নি 😢 টিম মিরচি কে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনগুলো সুন্দর হোক সেই কামনা রইল ❤❤
দুদিন আগেই রয়েল বেঙ্গল রহস্যটা পড়লাম.. কালকেই শুনতে পাব! বড্ড বেশিই সারপ্রাইজড হলাম ❤❤
This is called coincidence 😊😊
❤❤time paina golpo sonar porasona r chap ta bere gache...
Ajke onekdin por abr sunbo...❤
Akta masterpiece ❤❤
Vebei valo lagche❤
much awaited........seen the movie several times........and searched for the audio version many times........finally my wish comes live...............Thanks alot
প্রথম পড়েছি, তারপর দেখেছি এবং তারও পর শুনলাম❤❤❤❤❤❤ অনবদ্য😍♥️😍♥️😍♥️
Awesome presentation... Kudos to the Mirchi team and last but not least Sabyasachi Sir & Paran Sir
Mirchi Bangla একটা পাটে গল্পটা দিয়েছে এর জন্য ধন্যবাদ জানাই❤❤ এতে গল্প শুনে মজা আছে😊😊
কারা কারা ফেলুদার গল্পঃ আজীবন শুনতে চান🎧👈
Ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt
1:04:20 - "ফেলুদাকে এত গম্ভীর অনেকদিন দেখিনি", সত্যিই তো, আগের দিন গল্পটা শুনেছিলাম বটে, তবে আজকের পাঠটা যেন আরও বেশি Professional। 🥰
গল্পটার পোস্টার দেখেই প্রথমেই ভেবেছিলাম, পরানবাবুর গলায় "রাজুকে দেখেছো?" অন্যকাউকে কতটা মানাবে | ঠিক একই কণ্ঠ শুনে দারুণ আপ্লুত হলাম!
Uff onek din por mon vore gelo golpo sune asadharon ❤