Sunday Suspense | Feluda | Royal Bengal Rahasya | Satyajit Ray | Mirchi Bangla

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июн 2024
  • Mirchi Bangla presents Satyajit Ray’s Royal Bengal Rahasya on Sunday Suspense
    Date of Broadcast- 2nd June, 2024
    Feluda - Sabyasachi Chakrabarty.
    Narration, Topse & Mahitosh Singharay - Deep
    Lalmohan Ganguly a.k.a. Jatayu - Jagannath Basu
    Debatosh Singharay - Paran Bandyopadhyay
    Tarit Sengupta - Neel
    Shashanka Sanyal - Arghya Basu
    Inspector Biswas - Indranil Bhaduri
    Chandan Misir - Pushpal
    Madhablal - Richard
    Servant - Arijit
    Mr Datta - Nirjhar
    Chorus - Mirchi team
    Introduction by Agni
    Sound design & background music - Richard
    Feluda theme - Satyajit Ray
    New Feluda theme - Richard & Crostec
    Executive Producer - Arunima Dey
    Assistance - Shristi, Avigyan, Arnab & Sourajit Haldar
    Poster design - Join The Dots.
    Publicity design - Agni
    Recording & direction - Agni
    Overall supervision - Indrani
    Disclaimer:
    Smoking is injurious to health. This show is a work of fiction. All names, characters, places and incidents are either products of the creator’s imagination or used fictitiously for entertainment purposes only. Any resemblance to actual events or persons, living or dead, is purely coincidental. This show does not intend to defame any nation, state, individual, cast or religion. This show does not promote any form of violence, suicidal behaviour, superstition or witchcraft and does not support smoking or drinking. Listeners’ discretion is advised.
    Enjoy and stay connected with us!!
    Subscribe to us :
    bit.ly/SubscribeMirchiBangla
    Like us on Facebook
    / mirchibangla
    Follow us on Instagram
    / mirchibangla
    #sundaysuspense #mirchibangla #gaanapodcasts
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2,1 тыс.

  • @sarkar6391
    @sarkar6391 26 дней назад +1998

    সব্যসাচীর ভয়েসটা ভাড়ি হয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য অনেক কষ্টের।।😢😢 উনি আরও অনেক বছর সুস্থ থাক সেই কামনা করি। কিন্তু সময় তো থেমে থাকে না। সময় থাকতে যতগুলো সম্ভব ফেলুদা ওনাকে দিয়ে করিয়ে নেওয়া দরকার। আমাদের মতো ৯০ দশকের মানুষের জন্য ফেলুদা হিসেবে ওনার গলাটাই সম্বল। সেটা না থাকলে ফেলুদার সাথে আমাদের ছাড়াছাড়ি হয়ে যাবে হয়তো 😢😢

    • @subhamchaki9629
      @subhamchaki9629 26 дней назад +44

      Right

    • @trishadas3598
      @trishadas3598 26 дней назад +137

      ঠিক বলেছেন তবে এই বছর আরো ফেলুদা আসবে ইন্দ্রানী দি বলেছেন। সুতরাং চাপ নেবেন না। পাশে থাকুন সব হবে।

    • @PallaviBarman-fg1zu
      @PallaviBarman-fg1zu 26 дней назад +26

      Feluda toh hobei❤

    • @shamudra5
      @shamudra5 26 дней назад +30

      আগেও ভারি

    • @bhabanihaldar1388
      @bhabanihaldar1388 26 дней назад +37

      আপনি কি বলতে চান ফেলুদার image, personality & age -এর সাথে ওনার ভয়েসটা আর মানাচ্ছে না?

  • @Ananya_2625
    @Ananya_2625 25 дней назад +310

    তোপসে আর মহিতোষ বাবুর বয়েসের কি বিশাল ফারাক। অথচ একটাই লোক কি অবলীলায় দুটোর পার্থক্য ফুটিয়েছেন অসাধারণভাবে শুধু কণ্ঠের অভিনয় দিয়ে!! Asset 🙏🙏

    • @indrajitkarmakar7418
      @indrajitkarmakar7418 25 дней назад +21

      Topse 18-20
      Mahitosh 59
      Dutoi deep ki bhalo korche

    • @soumyajitghosh1997
      @soumyajitghosh1997 25 дней назад +13

      Deep r atai feature jeta one and only Deep r❤

    • @ushasidey294
      @ushasidey294 21 день назад +2

      না ২ টো আলাদা লোক।।।
      তোপসে - deep
      মহিতোষ - neel

    • @Ananya_2625
      @Ananya_2625 21 день назад

      ​@@ushasidey294 একশোটা আওয়াজের মাঝে শোনালেও দীপের কন্ঠস্বর চিনে ফেলতে পারব ৷ গত ১৪ বছরে গুলে খেয়েছি কান দিয়ে ওই আওয়াজ ৷ মহীতোষ অবশ্যই দীপ ৷ আপনি description এ দেখুন ৷ আমি না দেখলেও জানি ওখানে লেখা থাকবেই ৷

    • @Ananya_2625
      @Ananya_2625 21 день назад

      @@ushasidey294 গত ১৪ বছরে কান দিয়ে গুলে খেয়েছি আমি দীপের কন্ঠস্বর ৷ ১০০ জন একসাথে কথা বললেও তার মধ্যে চিনে ফেলব ৷ আপনি চাইলে description check করুন ৷ আমি না দেখেও ১০০% শতাংশ জানি কোনটা দীপ আর কোনটা দীপ নয় ৷

  • @subhajeetsamanta4709
    @subhajeetsamanta4709 17 дней назад +36

    জটায়ুর চরিত্রে জগন্নাথ বসুকে আমার খুব ভালো লাগে। ❤😊

  • @abcdefghi628
    @abcdefghi628 24 дня назад +35

    দূর্দান্ত লাগলো। অসাধারণ উপস্থাপনা মির্চি টিম। সব্যসাচী বাবু, জগন্নাথ বাবু, পরাণ বাবু , দীপ এর সম্পর্কে নতুন কিছু বলার নেই। যা এর বাইরে ভালো লাগলো , নীল , অর্ঘ , ইন্দ্রনীল , অরিজিৎ সবার কাজ ভীষণ ভালো লাগলো।

  • @zohayer.mehtab
    @zohayer.mehtab 20 дней назад +21

    এই গল্পটা অন্য গল্পগুলোর মতো নয়। লেখক এই গল্পের মাধ্যমে পাঠকদের একটা ঘোরে রাখতে পেরেছেন। এই গল্পের সবকিছু একদম অতুলনীয়।

  • @srijitanandy2007
    @srijitanandy2007 25 дней назад +119

    কতটা যে আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারব না!! টিম সানডে সাসপেন্সকে কুর্নিশ আরো এক ফেলুদা কাহিনী আমাদের শোনানোর জন্য। ❤ অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম!
    আর শ্রী সব্যসাচী চক্রবর্তী মানে আমাদের সকলের প্রিয় ফেলুদা-কে আমার সশ্রদ্ধ প্রণাম, সিনেমাতে আর ফেলুদারূপে না পেলেও অডিও স্টোরির মাধ্যমে ওনাকে ফেলুদার ভূমিকায় পেয়ে বড্ড ভালো লাগে!

  • @somnaths.m5774
    @somnaths.m5774 25 дней назад +38

    বাংলা সাহিত্যের এক বিশাল রূপ, কল্পনা চোখের মাধ্যমে দেখলাম আপনাদের দৌলতেই। এর জন্য চির কৃতজ্ঞ থাকবো। সাহিত্যের এমন বৃহৎ রসো পার্বত্য এখানে ব্যতীত আর কোথাও নাই। একজন শ্রোতা হিসেবে আপনাদের সাথে আছি , এ এক বিশেষ প্রাপ্তি । ধন্যবাদ দেবো এমন ভাষা বিশেষণ আমার নেই। শুধু এইটুকু সাহিত্যের চূড়া সবসময় আকাশ তাটে বাধা থাকুক।🙏🏻😊❤️

  • @surupachakraborty7037
    @surupachakraborty7037 25 дней назад +117

    'রয়েল বেঙ্গল রহস্য' শ্রী সন্দীপ রায়ের পরিচালিত অন্যতম শ্রেষ্ঠ ছবি। ❤ সেখানে সব্যসাচী চক্রবর্তী ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের অনন্য অভিনয় এখনো স্মৃতিপটে বিরাজমান। সেখান থেকে গল্পপাঠেও এনাদের পাওয়া এক বিশাল প্রাপ্তি। জটায়ু হিসেবে শ্রী জগন্নাথ বসু অতুলনীয় বরাবরের মতই। মিরচি বাংলা কে অসংখ্য ধন্যবাদ সানডে সাসপেন্স এ এই গল্পটি শোনানোর জন্য। পোষ্টার টা সেরা হয়েছে, বাঘের চোখের মধ্যে 'three musketeers' এর ছবি, ইউনিক একদম।❤ অ্যাডভেঞ্চার ও ম্যান ইটার হান্টের আকর্ষণ অনুভব করছি এখন থেকেই। 😌

    • @biswambharsannyasi
      @biswambharsannyasi 24 дня назад

      মুড়ো হয় বুড়ো গাছ
      হাত গোন ভাত পাঁচ
      দিক পাও ঠিক ঠিক জবাবে।
      ফাল্গুন তাল জোড়
      দুই মাঝে ভুঁই ফোড়
      সন্ধানে ধন্দায় নবাবে॥ 😊😊

    • @prasenjit_hazra
      @prasenjit_hazra 23 дня назад +1

      অসাধারণ, অনবদ্য ও অবিস্মরণীয়

    • @abhijit-sarkar
      @abhijit-sarkar 23 дня назад +1

      জগন্নাথবাবুর “মশয়” বলে টানটা আমার কেন যেন অসহ্য লাগে।

    • @AdwayDatta
      @AdwayDatta 21 день назад

      ​@@abhijit-sarkarYes

  • @abhishekmukherjee1010
    @abhishekmukherjee1010 26 дней назад +241

    লন্ডনে ফেলুদা চেয়েছিলাম, কিন্তু এটাও কোনো অংশে কম নয়। অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম ❤

    • @indrajitkarmakar7418
      @indrajitkarmakar7418 25 дней назад +4

      Age sob novel hok

    • @writamchatterjee4676
      @writamchatterjee4676 25 дней назад +20

      ওটা ছোট গল্পতো, তাছাড়া এক হোমস এর বেকার স্ট্রীটের উল্লেখ ছাড়া ফাটাফাটি কোনো গল্প না। ফেলু দার বিলো এভারেজ একটা গল্প। ছোট বেলায় পড়েছিলাম ভালো লাগেনি এতটা, তার চেয়ে গোরস্থানে সাবধান, জাহাঙ্গীর এর স্বর্ণমুদ্রা, শকুন্তলার কণ্ঠ হার, অপ্সরা থিয়েটার মামলা etc gulo besh🤌🏼🔥💯

    • @sujoypatra2915
      @sujoypatra2915 25 дней назад +4

      ওটার চেয়ে এটা অনেক ভালো

    • @rajajana9842
      @rajajana9842 24 дня назад +4

      London e Feluda niye ekta cinema hoya dorkar.

    • @rajajana9842
      @rajajana9842 24 дня назад

      ​@@writamchatterjee4676this particular story is based on Sherlock Holmes and the adventure of Musgrave rituals. Pore dekhben similarities paben.

  • @subhampaul9987
    @subhampaul9987 25 дней назад +97

    গত চার বছর ধরে এই গল্পটার জন্য বলে গেছি। অবশেষে হচ্ছে। থ্যাঙ্ক ইউ মির্চি। ❤

    • @HabibKoyal
      @HabibKoyal 13 дней назад +2

      Sotti 😢😢😢

  • @SOUVIKGHOSH2004
    @SOUVIKGHOSH2004 25 дней назад +7

    বাংলা সাহিত্যে এরকম অভাবনীয় সৃষ্টি। সঙ্গে মির্চি টিম এর এত সুন্দর উপস্থাপনা বাংলি শ্রোতার মনে চিরকাল গেঁথে থাকবে। সর্বদা Sunday suspens এর সঙ্গে থাকবো ❤❤❤

  • @monalisasarkar4565
    @monalisasarkar4565 24 дня назад +28

    আহা!!!গল্পটা শুনে মনে হলো যেন আমরাও ফেলুদার গোয়েন্দাগিরির সঙ্গী।❤অসাধারণ লাগলো।❤❤❤

  • @rohanpatra4433
    @rohanpatra4433 26 дней назад +272

    সময়সীমা:- (২ঘন্টা ৪৯মিনিট ৩২সেকেন্ড)❤🎉🥳🤩
    Duration:- (2:49:32) uff puro jome jabe kal dupur ta.❤🎉🤩😍🥳🐯

    • @PallaviBarman-fg1zu
      @PallaviBarman-fg1zu 26 дней назад +9

      Hm khub mojai hobe feluda bole kotha🎉

    • @Shubhrojeet
      @Shubhrojeet 25 дней назад +4

      😂 Redmi User.

    • @DaliaMreeGoswami
      @DaliaMreeGoswami 25 дней назад +3

      Tumi kibhabe jaanle?

    • @ganesh69-69
      @ganesh69-69 25 дней назад +1

      2:49:31

    • @Shubhrojeet
      @Shubhrojeet 25 дней назад +5

      @@DaliaMreeGoswami রেডমির ফোনে প্রিমিয়ারের আগে সময় দেখা যায় | চাইনিজ জোগাড় |

  • @NiladriBandyopadhyay3521
    @NiladriBandyopadhyay3521 25 дней назад +1096

    কাদের কাদের প্রিয় গোয়েন্দা ফেলুদা বন্ধুগণ 😊👇

  • @liladas3135
    @liladas3135 24 дня назад +48

    "মানুষের মধ্যে যে সবচেয়ে বেশি সাধাসিধে তার মনও একটা বাঘের মনের থেকে অনেক বেশি প্যাচাল" - ফেলুদা

  • @STUDY_BEEEEE
    @STUDY_BEEEEE 24 дня назад +75

    আমার নীল (তড়িৎবাবু) এর কণ্ঠ বেশ ভালো লেগেছে। বেশ একটা শান্তি শান্তি ব্যপার আছে কণ্ঠে ❤️

    • @Memory_Reboot16
      @Memory_Reboot16 22 дня назад +4

      প্রথমবারের মতোন শুনছো বোধহয় ওর গলা!
      আমি ওর গলা *আমার এফ এম* এ ২০০৯ সালে ওর প্রথম কর্মজীবন থেকে রেডিও হয়ে পরে ১৪ সালে মিরচিতে জয়েনিং হয়ে এখন এখানে শুনছি...
      নীলের গলা সবসময় স্মুথি
      কিন্তু আমার মাথায় ঢোকে না ওওও কেনো গানের দিকে একটুও চেষ্টা করলো না কেনো!!!!!!!

    • @STUDY_BEEEEE
      @STUDY_BEEEEE 22 дня назад +1

      @@Memory_Reboot16 জ্বী প্রথমবারের মতো শুনেছি। অসাধারণ voice artist নি:সন্দেহে ❤️

    • @Sam-mr8kh
      @Sam-mr8kh 20 дней назад

      😂😂😂😂

    • @afrinajamadar7031
      @afrinajamadar7031 12 дней назад

      😊

    • @Sam-mr8kh
      @Sam-mr8kh 12 дней назад

      Little bit g type

  • @RCsAlbumProductions
    @RCsAlbumProductions 26 дней назад +420

    পরাণ বন্দ্যোপাধ্যায় -এর কন্ঠে আর একবার শুনতে পারবোঃ "হাতিয়ার কি সবার হাতে বাগ মানে?"

    • @ProSpeaks
      @ProSpeaks 25 дней назад +26

      সবাই কি আর আদিত্যনারায়ণ হয়!

    • @hritikkumarnath5084
      @hritikkumarnath5084 25 дней назад +4

    • @parthachakraborty5437
      @parthachakraborty5437 25 дней назад +2

      Exactly 💯

    • @KS-suvo
      @KS-suvo 25 дней назад +2

      😂

    • @avirupdas2877
      @avirupdas2877 25 дней назад +6

      Ebar sobai proman korar chesta korbe je sobai golpo ta poreche...

  • @trishadas3598
    @trishadas3598 26 дней назад +150

    অসাধারণ। সানডে সাসপেন্স এর পনেরো বছর বর্ষপুর্তি র মাস টা তাহলে ফেলুদা কে নিয়ে শুরু হচ্ছে। সামনের সপ্তাহে আবার ঠাকুরমশাই আসছেন পাসিং শো নিয়ে। একেবারে জমজমাট উদযাপন যাকে বলে। Thank you all team members especially Deep Da and Indrani Mam. Hats off to all of you guys❤❤❤

    • @subhamchaki9629
      @subhamchaki9629 26 дней назад +6

      Right

    • @mridulkantihazra3450
      @mridulkantihazra3450 25 дней назад +1

      Next week ki taranath tantrik??

    • @user-ck1ef4qk3f
      @user-ck1ef4qk3f 24 дня назад +1

      ফেলুদার থেকে শরবিন্দু 125 শদাসীবের অভীজান অনেক ভালো লেগেছে 😊😊

  • @prasenjitsaha5378
    @prasenjitsaha5378 12 дней назад +3

    বাংলা গল্প যে এত সুন্দর হয় সানডে সাসপেন্স ছাড়া সেই কথা জানতাম না❤❤❤❤

  • @sanjitmukhopadhyay2628
    @sanjitmukhopadhyay2628 25 дней назад +12

    Feluda is a character which is according to me is always evergreen.... Those who agree like here

  • @debjitsen1995
    @debjitsen1995 25 дней назад +55

    আহা আহা কি দেখলাম ....এই সিনেমাটা দেখার পর গল্পটা Sunday Suspense শোনার বহুদিনের ইচ্ছে ছিল,,কাল সেটা পূরণ হতে চলেছে।। many many thanks team ss.

  • @sayakmitra7502
    @sayakmitra7502 26 дней назад +134

    মুড়ো হয় বুড়ো গাছ
    হাত গোন ভাত পাঁচ
    দিক পাও ঠিক ঠিক জবাবে।
    ফাল্গুন তাল জোড়
    দুই মাঝে ভুঁই ফোড়
    সন্ধানে ধন্দায় নবাবে॥

    • @trishadas3598
      @trishadas3598 26 дней назад +7

      ঠিক ঠিক😊

    • @debrajsinha4539
      @debrajsinha4539 25 дней назад +9

      এখানে বুড়ো গাছ বলতে অশ্বত্থ গাছের কথা বলা হয়েছে। তার পরের লাইনে পঞ্চান্ন হাতের কথা বলা হয়েছে। 'দিক পাও ঠিক ঠিক জবাবে' বলতে উত্তর দিকের কথা বলা হয়েছে। পরের লাইনে অর্জুন গাছ আর জোড়া তাল গাছের কথা বলা হয়েছে।

    • @dipkundu9574
      @dipkundu9574 24 дня назад +2

      😊o😊

    • @khaleksardar3045
      @khaleksardar3045 19 дней назад

      😂😂😂😂😂😂😅😅😅😅😅😮😮😮😮😮

  • @sayandebnath2924
    @sayandebnath2924 18 дней назад +1

    Osadharon obhutopurbo team Sunday Suspense ke dhonyobad ei bhabe feluda ke bachiye rakhar jonyo..Feluda tapse ar jatayu 3 jon ei osadharon obhinoy korechen..Onara dirgho jibi hon ei kamona kori..

  • @soumennaskar3554
    @soumennaskar3554 24 дня назад +51

    অসাধারণ উপস্থাপনা। আসলে ফেলুদার গল্পগুলোর মধ্যে রয়্যাল বেঙ্গল রহস্য খুব পছন্দের একটা গল্প। সিনেমা দেখেছিলাম। ভালো লেগেছিল। এবার মুগ্ধ হলাম। পর্দার ভাস্বর চট্টোপাধ্যায়ের সাথে এখানের নীলের কণ্ঠে অদ্ভুত মিল ভীষণ ভালো লাগল। আর যাঁর কথা না বললেই নয় তিনি দীপদা মহিতোষ সিংহ রায় আর তপসে একসাথে করে সেরার শিরোপা একাই নিয়ে নিলেন। আর পর্দার সাথে ফেলুদা ছাড়া যিনি ছিলেন তিনি পরাণ বন্দ্যোপাধ্যায় তিনি সেখানের মতোই সপ্রতিভ। শেষে যাঁর কথা না বললেই নয় তিনি স্বয়ং ফেলুদা সব্যসাচী চক্রবর্তী। আগের গল্প ভূস্বর্গ ভয়ঙ্কর-এ যেটুকু আক্ষেপ তাঁর কণ্ঠ নিয়ে ছিল সেটা এই গল্পে একেবারেই নেই...
    যদিও আগের গল্পটা নিয়েও আমার অনুযোগ নেই কারণ ভক্তদের অনুরোধে শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি আমাদের নিরাশ করেননি। হেটার্সরা তো অনেক কথাই বলবে কিন্তু সানডে সাসপেন্সের নৌকা এই ভাবেই পালের হাওয়ায় অসীম যাত্রা করবে...

    • @SusmitaTewari-to4kj
      @SusmitaTewari-to4kj 21 день назад +1

      Vi r pooopppllpplppppppppppoopp0oopppop0p90opppppoooopopopp9pppoooooooooopppppppppppooppp909ooooooooo99ooo9ooooo9o9o9o9oooooooo99999ooooo99ooooo9ooo9oooooo99ooo9o9o9oooo9oooooooooooo9ooooooooooo9ooo9o9oooooooooooooooooooooo9ooooooooooooooooooooooooooooo9oooooo99ooo99oooooooooooooooooooooooo9ooo9ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9oooooooooooooooooooooooooooooo9ooooo9oooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9ooooooo9oo9oooo9o9oooooo9ooo9o99999ooooooooooooooooooooo9ooo999ooooooooooo9ooooo9ooooooo9oo9ooo999o9oooo99oo

  • @dipalidasghosh1965
    @dipalidasghosh1965 25 дней назад +150

    Deep is King of Bengali Audio story ❤

  • @sonalibarai1456
    @sonalibarai1456 25 дней назад +17

    সত্যি আশা করতে পারিনি, কালকের অপেক্ষায় রইলাম। Back to back ফেলুদা। ❤ রবিবারের দুপুরে Sunday suspense এ ফেলুদা মানেই, দুপুরটা জমজমাট।

  • @user-fg5mr7wm3e
    @user-fg5mr7wm3e 19 дней назад +3

    লালমোহন বাবুর " মশাই " বলার ধরন টাই আলাদা । কেমন একটা মায়াভরা । খুব দারুন উপস্থাপনা ♥️

  • @SukhenduSikder
    @SukhenduSikder 25 дней назад +15

    30:52 এই মিউজিকটা শুনে just ছিটকে গেলাম! আর, ঠিক তার পরেই যে থিমটা শুরু হলো, সেটা নিয়ে বলার সামর্থ্য আমার নেই 🙏!
    রেডিওর ব্যাপারটায় মেজাজটা খিঁচড়ে ছিল। এখন আবার ভালো হয়ে গেল ❤❤!

  • @RituparnaKundu-bc9ys
    @RituparnaKundu-bc9ys 26 дней назад +16

    2024 এর সেরা উপহার রেডিও মিরচি আমাদের কে দিল,,, কোনো কথা হবে না ,,, আর ফেলুদা আপনি ভালো থাকুন,,, এটা দেখার পর কি লিখব বুঝতে পারছি না

  • @arnab2022
    @arnab2022 26 дней назад +19

    ২০১২ তে সিনেমাহল এ দেখেছিলাম রয়েল বেঙ্গল রহস্য ✨🔥

  • @Myhomekitchen6108
    @Myhomekitchen6108 18 дней назад +3

    Vison valo laglo..amar kintu lalmohon babu orofe jotayur voice ta jotayu characterer songe darun lage.....onek din pore feluda sunlam...plz ebare byomkesh er Ekta golpo din..

  • @rajibmondal30817
    @rajibmondal30817 24 дня назад +32

    Review - গল্পের bgm অসাধারণ,,,সব্যসাচী বাবু voice আগের গল্পঃ ভূস্বর্গ ভয়ঙ্কর থেকে অনেক better।।। এই গল্পে দীপ দার সেই পুরোনো তোপসে এর ছোঁয়া পেলাম,,,old theme টা miss করেছি গল্পে,,,শেষের দিকে বাঘ শিকার ar সময় দীপ দা ফাটিয়ে অভিনয় করেছে,,,অন্যান্যরাও খুব ভালো,,
    জগন্নাথ বাবু সবসময় অনবদ্য,,এই গল্পে কিছু কিছু ডায়লগ আছে,,,যা মনে গেঁথে যাবে,,,গল্পঃ টা দারুণ presentation করেছে mirchi bangla,,,, এক কথায় blockbuster ,,,

    • @indrajitkarmakar7418
      @indrajitkarmakar7418 24 дня назад +4

    • @Shikkhito-Chhotolok
      @Shikkhito-Chhotolok 24 дня назад +3

      বটে বটে👌

    • @BappaSekh-du1jc
      @BappaSekh-du1jc 24 дня назад +1

      ❤❤❤

    • @utpalsarker6389
      @utpalsarker6389 16 дней назад

      আমার মনে হয়, ভূস্বর্গ ভয়ংকার রেকর্ড হয়েছে সব্যসাচী বাবুর অসুস্থতার ঠিক পরপর। তাই তার কন্ঠ অনেক দূর্বল এবং অসুস্থ মনে হয়েছে।

  • @AviDey-tg5vj
    @AviDey-tg5vj 26 дней назад +32

    15 Bochor dhore ei Galpo tar wait kerchi...aj finally

  • @__ArpanChakraborty__
    @__ArpanChakraborty__ 25 дней назад +19

    গতকাল আমার জন্মদিন ছিল।
    আর আজ আমার প্রিয় গোয়েন্দার গল্প 😍
    এই গল্পটা জন্মদিনের উপহার স্বরূপ গ্রহণ করলাম 🤗

  • @adityasphotography2555
    @adityasphotography2555 24 дня назад +16

    দুঃখ একটাই, পর পর দুটো ফেলুদা গল্প হলো কিন্তু ফেলুদা থিম টা শুনতে পেলাম না 😕 এমন টান টান একটা গল্পে ওই জিনিসটার অভাব বড্ড বোধ করছিলাম

    • @SukhenduSikder
      @SukhenduSikder 24 дня назад +1

      ওটা আর পাবেন না। Copyright problem ।

  • @ICCWorldCup1980
    @ICCWorldCup1980 24 дня назад +10

    আহা, কী শুনলাম........জন্ম - জন্মান্তরেও ভুলবো না !!!!!!! এই অনুভূতি আজ আমি সহ টিম মির্চির সকল শ্রোতাদের মধ্যে উপলব্ধি হচ্ছে। ❤❤❤❤

  • @HauntedHouse224
    @HauntedHouse224 25 дней назад +13

    অনেকদিন ধরে চাইছিলাম এই গল্পটা যেন আসে। থ্যাংক ইউ মির্চি গল্পটা আনার জন্য। সিনেমা দেখে খুব ভয় পেয়েছিলাম। অসাধারণ গল্প। জঙ্গল, রয়েল বেঙ্গল টাইগার, তার সঙ্গে জমিদার বাড়ির নানা অজানা কথা। প্রকৃতির প্রতিশোধ।

  • @user-tf4pu7oq4w
    @user-tf4pu7oq4w 26 дней назад +169

    আচ্ছা মিরচি টিমকে আমার একটা মতামত। বেনুদার তো বয়স হয়েছে তো উনি পরে আর ফেলুদা করতে চাইবেন না হয়তো। তো সবগুলো ফেলুদা গল্প কী এখনি একটু একটু করে রেকর্ডিং করে রাখা যায় না।তহলে তো বছর বছর তা শোনানো যায়। ❤🙏😊

    • @alonealien1474
      @alonealien1474 25 дней назад +10

      এতগুলো গল্প এখনই রেকর্ড করে রাখবে কিভাবে?! উনি তো মানুষ কোনো যন্ত্র নন |

    • @user-tf4pu7oq4w
      @user-tf4pu7oq4w 25 дней назад +1

      @@alonealien1474 আমি তো তা বলিনি বন্ধু। আমি বলেছি একটু একটু করে। সবগুলো একসময় নয়।🙏

    • @realatonu17
      @realatonu17 24 дня назад +11

      আমি সহমত।
      গল্পগুলো এখন থেকেই একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে রেকর্ড করে রাখা উচিত।
      ভদ্রলোকের সত্যিই অনেক বয়স হয়ে গেছে।
      এটা চিন্তার বিষয়। কেনো মিরচি টিম এটা নিয়ে পদক্ষেপ নিচ্ছে না, জানি না। আর নিলেও হয়তো আমাদের মানে শ্রোতাদের জানাবে না এভাবে।
      তবে সব্যসাচী বাবুকে অনেক ভালোবাসি এবং শ্রদ্ধা করি। ওনার ব্যক্তিত্ব অনেক আকর্ষণীয়। আকৃষ্ট করেন বারবার নিজের প্রতি।
      তাই তার কন্ঠেই ফেলুদাকে চিনেছি।
      পারফেক্ট বাচনভঙ্গি। কন্ঠেই ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট।
      যাইহোক, অনেক কথা বলা হয়ে গেলো।
      মিরচি টিম বিষয়টি ভেবে দেখবেন আশা করি।
      ধন্যবাদ।
      ( জানি সোনার কেল্লা, জয়বাবা ফেলুনাথ শ্রুতিনাটক আকারে প্রকাশিত হবে না। তবুও আশা রাখি। গল্পগুলো পড়ার মধ্যে যেমন রোমাঞ্চ আছে, দেখেও রোমাঞ্চ হয়েছি। শুনতে পেতেও ইচ্ছে করে। ঈশ্বরের কাছে আরজি করা ছাড়া উপায় নেই।)
      বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো।
      অতনু
      ০২.০৬.২০২৪

    • @subhajitbiswas466
      @subhajitbiswas466 24 дня назад

      কোন কোন গল্পগুলো বাকি আছে ?

    • @s.pgamer289
      @s.pgamer289 24 дня назад

      Eta bhalo mot ,,,, 😊❤ ,,, ekta nirdisto somoy er babodhan e Feluda r sob golpo guli recording kore rakhle bhalo hoye ,,,,, 🤩🥰🥹🫶🏻🫰🏻💟

  • @Itzmedipti
    @Itzmedipti 25 дней назад +6

    Feluda is emotion ❤❤

  • @AnupriyaNanda-gk8cu
    @AnupriyaNanda-gk8cu 11 дней назад +3

    আমি বর্তমান প্রজন্মের একজন মেয়ে..কিন্তু ফেলুদা’র সমস্ত গল্প আমার পড়া 🥰 এককথায় ফেলুদার অন্ধ ভক্ত আমি। ক্লাস এইটে প্রথম ফেলুদা পড়েছিলাম তারপর থেকে সব মুভি বিশেষভাবে সব্যসাচী স্যারের করা প্রতিটি মুভি আমার দেখা। সানডে সাসপেন্সগুলোও প্রায় সবই শুনে ফেলেছি। সৌমিত্র চ্যাটার্জীর প্রতি প্রনাম জানিয়েও আমি বলতে পারি আমার কাছে best best best ফেলুদা হলেন সব্যসাচী স্যার। বর্তমানের নয়ন রহস্য মুভিটার ট্রেলার খুব একটা ভালো না লাগলেও ভেবেছিলাম একবার হলে গিয়ে দেখে আসবো কিন্তু কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি। মনটা একটু খারাপ হলেও পরে যখন এই সানডে সাসপেন্সগুলো শুনি আর ওনার মুভিগুলো দেখি মনটা অটোমেটিক ভালো হয়ে গেছিলো।❤️❤️
    hats off to our respected sabyasachi sir 🙏🙏🙏😘

  • @hrishavdasgupta9024
    @hrishavdasgupta9024 25 дней назад +65

    Paran Bandyopadhyay and Sabyasachi Chakraborty to reprise their film roles op🔥🔥🔥🔥🔥

  • @sourojeetmoitra3084
    @sourojeetmoitra3084 25 дней назад +87

    Sabyasachi sir, Jagannath sir and Deep da perfect combination❤❤😍😍

  • @sarbo.b_official004
    @sarbo.b_official004 25 дней назад +14

    সব্যসাচী চক্রবর্তী অনবদ্য, নিঃসন্দেহে সৌমিত্র চট্টোপাধ্যায় এর পরে উনি নিষ্ঠা এবং দায়িত্ব সহকারে ফেলুদার ব্যক্তিত্ব বজায় রেখে গেছেন। আশা রাখবো এভাবেই যেন উনি ফেলুদার বাকি গল্প গুলো আমাদের উপহার দিতে পারেন। ভাল থাকবেন স্যার🙏❤️❤️

  • @asma-ulhosna7256
    @asma-ulhosna7256 24 дня назад +8

    Thanks a lot Mirchi Bangla to add ths installment of “Feluda” 🔥

  • @crazy-cf6jp
    @crazy-cf6jp 25 дней назад +16

    এই গল্পটার মুভি আছে RUclips এ সবাই দেখবেন খুব ভালো। কিন্তু গল্প সোনার মজাই আলাদা

  • @SukhenduSikder
    @SukhenduSikder 26 дней назад +45

    একে এরকম পোষ্টার, তার উপর আবার ফেলুদা ❤❤! পুরো জমে ক্ষীর রবিবার!
    Note: বাঘের চোখটা পুরো যেন জ্বলছে 🔥🔥! একদম, আলাদাই পোষ্টার! এরকম পোষ্টার বহুদিন বাদে দেখলাম।

    • @firozhasan2760
      @firozhasan2760 25 дней назад +1

      কিছু মানুষের অন্যকিছুও জ্বলছে মিরচি আাবর ফেলুদা আনছে সেই ইর্ষাতে

  • @ankitadinda941
    @ankitadinda941 24 дня назад +16

    Ufff... Background music...🔥🔥...Richard da gurudev manus...🙏

  • @avijitsarkar1992
    @avijitsarkar1992 24 дня назад +37

    Thanks

    • @RealKhan342
      @RealKhan342 21 день назад +3

      Tumi panu dekho?

    • @6AvE9
      @6AvE9 21 день назад +6

      ​@@RealKhan342 Ata kemn prosno? 😅

    • @soumyadeepdas1923
      @soumyadeepdas1923 21 день назад +2

      ​@@6AvE9😅🤣

  • @bikrammahiratchakrobarty9012
    @bikrammahiratchakrobarty9012 25 дней назад +24

    2:49:32❤. Mirchi Bangla full from a😍 May মাসটা শুরু হয়ছিলো feluda দিয়ে June মাস শুরু feluda 😍 দিয়ে just wow😊

  • @AvishekSaha1989
    @AvishekSaha1989 26 дней назад +12

    This is the biggest announcement.অনেকদিনের আশা পূর্ণ হতে চলেছে

  • @raihanchowdhuri1495
    @raihanchowdhuri1495 24 дня назад +10

    অসংখ্য ধন্যবাদ টিম মির্চি কে ফেলুদা গল্প নিয়ে আসার জন্য।
    সত্যজিৎ রায় এর ফেলুদা গল্প "রয়েল বেঙ্গল রহস্য" আমার অসম্ভব পছন্দের একটা গল্প।
    অনেক ভালোবাসা রইলো বাংলাদেশ থেকে

  • @quaziabdurrahim7097
    @quaziabdurrahim7097 24 дня назад +11

    ওয়াও, পরান বন্দ্যোপাধ্যায় দেবতোষবাবু ভূমিকায়... ❤
    ব্যাস সবকিছু ঠিকঠাক, আর ফেলুদার গলাটাও ভূস্বর্গ ভয়ংকর এর চাইতে বেশ স্বাভাবিক লেগেছে 🌹

  • @ICCWorldCup1980
    @ICCWorldCup1980 25 дней назад +20

    প্রায় তিন ঘন্টার গল্প। আজকের দুপুর পুরোপুরি সরগরম। এসব গল্প শোনার অনাবিল অনুভূতি কখনো পুরোনো হবে না।তাই অতীতকে কখনো অতীত হতে দিই না,মলিন হতে দিই না অতীতের স্মৃতি

  • @sanjibpaul5087
    @sanjibpaul5087 25 дней назад +15

    Neel babur voice boro valo lage ❤❤

  • @user-po2tq3hk3q
    @user-po2tq3hk3q 25 дней назад +8

    Sunday suspense is a dhamaka 😊
    সব্যসাচী চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ বসু সবাই কে একসাথে পেয়ে আমরা ধন্য
    Many many thanks to you Sunday suspense 😊😊

  • @arafatshuvo7403
    @arafatshuvo7403 24 дня назад +3

    ফেলুদা উপহার দেয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশ থেকে ♥️♥️♥️

  • @souvikchakrabortty23312
    @souvikchakrabortty23312 25 дней назад +10

    Feluda & Sabyasachi Sir💝

  • @monojdas240
    @monojdas240 25 дней назад +10

    আমার মনে হয় এই বছরের সেরা সারপ্রাইজ গিফট মিরচি বাংলা থেকে ।এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না ❤❤❤

    • @Shikkhito-Chhotolok
      @Shikkhito-Chhotolok 25 дней назад

      এরপর আরো চমক থাকছে।

    • @arghyachakraborty
      @arghyachakraborty 25 дней назад

      Jemon? Ektu hints din. ​@@Shikkhito-Chhotolok

    • @Shikkhito-Chhotolok
      @Shikkhito-Chhotolok 25 дней назад

      @@arghyachakrabortyসেটা আর আমি দেওয়ার কে। Sunday Suspense টীম সময় হলে নিজেরাই দেবেন। শুধু এটা আমি জানি যে এই মাস টা ধামাকার পর ধামাকা ভরপুর মাস হতে চলছে!🤩

  • @rkavirj.1589
    @rkavirj.1589 20 дней назад +4

    Ekhon baire sotti sotti baaj porche.

  • @flyingdutchman4625
    @flyingdutchman4625 24 дня назад +3

    অনেক ধন্যবাদ মিরচি টিম।৷ ফেলুদার প্রিয় বই।।।।ছোটবেলার স্মৃতি ফিরিয়ে নিয়ে আসার।জন্য।।।।কত্তবার যে অনুরোধ করেছি....অবশেষে।।।
    এই হাতে চা নিয়ে বসলুম।।।

  • @amiyachatterjee7215
    @amiyachatterjee7215 25 дней назад +10

    First of all poster টা দুদ্ধর্ষ 🔥🔥
    দ্বিতীয়ত ফেলুদা আবার ফিরে এসেছে ❤❤❤❤❤
    মুভিটা দেখে খুব ভালো লেগেছিল ❤ and there is no doubt যে কাল গল্পটিও মারাত্মক হবে 😍❤️🔥🔥💥
    জুন মাসটা সত্যি দারুন রকম ভাবে শুরু হল ❤❤❤❤❤❤

  • @Seeshorts143
    @Seeshorts143 26 дней назад +44

    বাকি যা ফেলুদার গল্প আছে তা সব্যসাচী চক্রবর্তী এবং দীপ এর জুটিই যেনো পাঠ করে এটাই কায়মনোবাক্যে প্রার্থনা করি।

    • @hujaifakhan3557
      @hujaifakhan3557 25 дней назад +1

      Deep da best topshe

    • @abidhossain2023
      @abidhossain2023 25 дней назад

      ​@@hujaifakhan3557 No.. Somak is Best

    • @sourajithaldar9b129
      @sourajithaldar9b129 25 дней назад +2

      আমার মনে হয় Sunday Suspense er গল্পের চরিত্রদের মধ্যে তোপসেই একমাত্র চরিত্র যার ভূমিকায় শ্রোতারা একসাথে দু'জন অভিনেতাকেই মেনে নিয়েছেন ----- দীপ sir ও সোমক sir.

  • @mazharislam3978
    @mazharislam3978 24 дня назад +5

    আমার বাড়ি বাংলাদেশ এর ময়মনসিংহ ফেলুদায় ময়মনসিংহের কথা শুনে ভালই লাগলো❤️❤️❤️❤️❤️

  • @shubhamde3205
    @shubhamde3205 24 дня назад +7

    Despite copyright issues I must admire the new BGM. I personally like it. Keep it up Mirchi Bangla and DJ Richard. Hoping the BGM would be used in upcoming Feluda stories.

  • @akashfouzder
    @akashfouzder 26 дней назад +6

    Khub dhonnobad sunday suspense team.....
    Amr anek diner monobanchha apnara puron korlen.....
    Asonkho dhonnobad .❤❤❤❤🎉

  • @MusicbyBishal
    @MusicbyBishal 25 дней назад +5

    Love - Feluda's Story ❤️

  • @STUDY_BEEEEE
    @STUDY_BEEEEE 25 дней назад +18

    সব্যসাচী চক্রবর্তী এবং জগন্নাথ বসুর কন্ঠ ছাড়া ফেলুদা এবং জটায়ু চরিত্র দু'টোকে কেউ প্রাণবন্ত করতে পারবে বলে মনে হয়না ❤️ প্রিয় দুটো চরিত্র। ধন্যবাদ রেডিও মিরচিকে এতো চমৎকার উপস্থাপনার জন্য ❤️

  • @arghyamandal1339
    @arghyamandal1339 24 дня назад +7

    June maseo Ray Ray rob...❤❤🔥🔥

  • @mishka736
    @mishka736 26 дней назад +34

    সোনার কেল্লা চাই। ফেলুদাতে সব্যসাচী চক্রবর্তী আর জটায়ুতে জগন্নাথ বসুকে ছাড়া কল্পনাই করতে পারিনা। এবং থ্যাংক ইউ mirchi team. ❤️🇧🇩

    • @jayantadey1264
      @jayantadey1264 25 дней назад +6

      1ta live e Team Mirchi boleche j Sonar Kella r Joy Baba Felunath kora hobe naa. Tobe hole valo hoy story 2to Audio, Movie, Book 3te format e thakbe.

    • @nanditargharkonna5578
      @nanditargharkonna5578 25 дней назад +2

      Please jano deoa hoy ei duto story..

    • @rajanyaraichakrabortyrai2d280
      @rajanyaraichakrabortyrai2d280 24 дня назад

      সহমত ❤ sonar kella r joy baba felu da ...chai.. ar সব্যসাচী da r golatei chai

    • @abhijit-sarkar
      @abhijit-sarkar 23 дня назад +1

      অডিও রূপান্তর তাও একরকম, ভগবানের কাছে প্রার্থনা করুন ওই সিনেমা দুটো যেন এখনকার কোনো অভিনেতা দিয়ে রিমেক না করা হয়। কোথায় সৌমিত্র চ্যাটার্জী, কোথায় এখনকার বগলের চুল অভিনেতা।

    • @tahirlk449
      @tahirlk449 17 дней назад

      Assalamualaikum

  • @nanditargharkonna5578
    @nanditargharkonna5578 25 дней назад +8

    Feluda is my favorite❤❤❤please send all feluda stories which satyajit ray wrote.. 😊😊

    • @indiandefence1602
      @indiandefence1602 25 дней назад

      All feluda stories are written by satyajit roy..
      Feluda is the one of the best creation of Satyajit roy

  • @piyasikolay1223
    @piyasikolay1223 8 дней назад +3

    Literally a masterpiece, it felt like watching the actual movie. Sabhyasachi sir's voice, Deep playing two characters truely phenomenal. One of the best creations of sunday suspense

  • @DurjoyGuho-zm4rz
    @DurjoyGuho-zm4rz 24 дня назад +5

    💖💝

  • @antarahaque3995
    @antarahaque3995 24 дня назад +5

    Kichu kichu golpo valolage ato,je bar sonar iccha kore, bisesh kore , feluda thakle, mon vore jai

  • @Leap6
    @Leap6 25 дней назад +12

    কি মহাই, জমিয়ে দিলেন তো একেবারে! হে হে!

  • @mallikasarkar3169
    @mallikasarkar3169 25 дней назад +3

    পুরোটা টানা শুনলাম.. অনবদ্য, আমার ভাষা নেই বলার! অবিস্বরণীয়।

  • @arzoohossain9484
    @arzoohossain9484 25 дней назад +3

    অবশেষে আজকে সানডে সাসপেন্সে এলো ফেলুদার সবচেয়ে প্রিয় গল্পটা। এই গল্পটার জন্য দীর্ঘ গত পাঁচ বছর ধরে অপেক্ষা করেছিলাম। সেই ২০১৯-২০২০ থেকে সানডে সাসপেন্স শোনা শুরু করি যখন থেকে। অবশেষে সব অপেক্ষা, প্রতীক্ষার অবসান।

  • @abhijitdhar07
    @abhijitdhar07 25 дней назад +10

    Sandip Ray er porichalonay Bombai er Bombete cinemar por Royal Bengal Rahasya cinema tai khub valo hoyechilo.
    Aaj sei golper shrutinatyo rup sune khub valo laglo

  • @sudeshnagupta1309
    @sudeshnagupta1309 20 дней назад +2

    অসাধারণ উপস্থাপনা।
    দীপের অভিনীত দুটি চরিত্রই অনবদ্য।
    প্রত্যেকের অভিনয়গুণে আবার একটি ফেলুদা গল্পে মুগ্ধ হলাম।

  • @asutoshghosh1413
    @asutoshghosh1413 25 дней назад +6

    1:04:20 - ফেলুদাকে এত গম্ভীর অনেকদিন দেখিনি। সত্যিই তো, আগের দিন গল্পটা শুনেছিলাম বটে, তবে আজকের পাঠটা যেন আরও বেশি Professional। 🥰

  • @user-po2tq3hk3q
    @user-po2tq3hk3q 25 дней назад +5

    Aha poster ta dekhe mon vhore gelo😊😊

  • @kholacanvas8520
    @kholacanvas8520 25 дней назад +6

    Deep da is the best ❤❤❤

  • @preronabasu2417
    @preronabasu2417 24 дня назад +2

    গল্পটার পোস্টার দেখেই প্রথমেই ভেবেছিলাম, পরানবাবুর গলায় "রাজুকে দেখেছো?" অন্যকাউকে কতটা মানাবে | ঠিক একই কণ্ঠ শুনে দারুণ আপ্লুত হলাম!

  • @bappyraj27
    @bappyraj27 24 дня назад +2

    এই বয়েসেও জগন্নাথ বসুর কন্ঠে অভিনয় শুনে মুগ্ধ হচ্ছি। স্বয়ং ফেলুদার সাথে তাঁর খুনসুঁটি আর গল্পের নানান বাঁকে যে স্বতস্ফূর্ত কমিক টাইমিং তা বেশ আনন্দ দিলো এবারের ফেলুদার গল্পে। সব মিলিয়ে অনন্য অসাধারণ। দেবতোষ বাবুর চরিত্রে শ্রী পরাণ বন্দোপাধ্যায়কে পেয়ে শ্রোতা হিসেবে এ আমাদের আরো বাড়তি পাওনা। ধন্যবাদ টিম ৯৮.৩ মিরচি।

  • @LinaSaha-rx7vc
    @LinaSaha-rx7vc 25 дней назад +5

    Feluda r golpo sunbo vebe e anondo lagche ❤❤❤❤

  • @priyankurdey8451
    @priyankurdey8451 25 дней назад +8

    সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে কাল বৃষ্টি হবে + ফেলু মিত্তিরের গল্প ❤ , ব্যাস আর কিচ্ছু বলার অপেক্ষা রাখে না ।

    • @That-Flower-Boy
      @That-Flower-Boy 25 дней назад +1

      কোনো কথা হবেনা just!

  • @shortsmania56
    @shortsmania56 16 дней назад +2

    ফেলুদা আছে বলেই আমাদের মতো ফেলুদা প্রেমীরা বেঁচে আছে....❤️🥺

  • @suvashreechakrabarti5593
    @suvashreechakrabarti5593 24 дня назад +3

    Osadharon...... onekdin pore puro Mirchi team ke phire peye khoob bhalo laaglo.... r presentation ? Fatafati..... as expected....!! Khoob khooob bhalo thakben sokole !! Love you team Mirchi..... ❤❤❤

  • @myeshafarzanatahi9154
    @myeshafarzanatahi9154 25 дней назад +7

    ❤❤ মনটা ভরে গেলো🥰

  • @user-dm1xp4tn2n
    @user-dm1xp4tn2n 23 дня назад +3

    এই যুগে মানুষের শাস্তি শুধু মানুষ ই দিতে পারে ভগবান নয়,,,,, uff dilog ❤️

  • @Creat_Music
    @Creat_Music 18 дней назад +6

    ফেলুদা এর সব গল্প গুলো সব্যসাচী মহাশয় কে দিয়ে complete করিয়ে নিলে আসা করছি ভালো হবে,, ওনার বয়স হচ্ছে এর পর না করলেও করতে পারেন।।

  • @ranadeeeproy
    @ranadeeeproy 6 дней назад +2

    যতবার শুনি ততোবারই রোমাঞ্চ অনুভব করি

  • @sksohel7729
    @sksohel7729 24 дня назад +5

    এই লালমোহন বাবুর 🥸 হাইলি সাসপেন্সিস আর মশাই কথাটা just awesome 😂😂

  • @swajalgiri255
    @swajalgiri255 25 дней назад +5

    অনেক দিন পর আবারো ফেলুদা🥰🌸

    • @SukhenduSikder
      @SukhenduSikder 25 дней назад

      মাত্র দু'সপ্তাহ আগেই হয়েছে

  • @nivedita4322
    @nivedita4322 19 дней назад +2

    Sabyasachi, Jagannath and Deep+Deep is an amazing combination which has given due respect to Ray's Feluda Story.

  • @sushmitabiswas6325
    @sushmitabiswas6325 24 дня назад +2

    I love whenever Feluda arrives on Sunday Suspense.. it was fantastic as always. I think this was Sabyasachi's last movie as Feluda too.. fantastic as always, looking forward to future Feluda stories ✌️✌️

  • @amiyachatterjee7215
    @amiyachatterjee7215 25 дней назад +12

    গল্পের সময়সীমা দেখে আরও মনটা খুশি হয়ে গেল 😍😍😍😍😍😍

  • @SeraSahityo
    @SeraSahityo 25 дней назад +5

    অপেক্ষায় রইলাম

  • @sudeshnanaskar6522
    @sudeshnanaskar6522 16 дней назад +27

    ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছিলাম নাহলে কত গল্প থেকে বঞ্চিত হতে হতো 😊

    • @juidutta1326
      @juidutta1326 9 дней назад

      Bengali literature is the best and deepest.
      Proud of this ❤

  • @priyankadeymondal7612
    @priyankadeymondal7612 24 дня назад +12

    সিনেমা টি স্টার জলসা HD তে খুব দেই,একবারও মিস করিনা,এতো টাই ভালো লাগে,ফেলুদার প্রতিটি গল্প শত শত বার শুনে ও দেখে আস মেটেনা 😊। তবে এই গল্প টি শুনতে শুনতে চোখের সামনে প্রতিটি সীন ভেসে উঠছে।
    তোমার দীর্ঘায়ু কামনা করি প্রিয় সব্যসাচি স্যার উরফে ফেলুদা।কারণ তোমার কণ্ঠ স্বর ছাড়া ফেলুদার চরিত্র অসম্পূর্ণ আমার কাছে।❤❤❤

  • @jalsagharr
    @jalsagharr 25 дней назад +8

    একই মাসে ২ টো ফেলুদা, উফফ 🔥🔥