Na Rakha Kichu Kotha | Lofi & Lyrical Video | Bangla Sad Love Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • Na Rakha Kichu Kotha | Lofi & Lyrical Video | Bangla Sad Love Song
    Full Lyrics:
    না রাখা কিছু কথা,
    সময়েরই ঝরা পাতা,
    দিয়ে যায় শুধু ব্যথা এই বুকে।
    থেমে যাওয়া সেই গানে,
    জমে থাকা অভিমানে,
    বৃষ্টি থামে না দুচোখে।
    ও মন কাঁদেরে, কাঁদেরে, কাঁদেরে
    স্মৃতি মোছে না.. ও..
    মন কাঁদেরে, কাঁদেরে, কাঁদেরে
    স্মৃতি মোছে না..ও..
    আয়না মন ভাঙ্গা আয়না
    যায়না ব্যথা ভোলা যায়না
    সয়না এই ব্যথা যে, সয়না।
    যত চাই ভুলে যেতে,
    মন চাই ব্যথা পেতে,
    তাই বুঝি প্রেম তাকে বলে না।
    নিভে যাওয়া আলো ছায়া,
    ছিলো যদি মিছে মায়া,
    বৃষ্টি কেনো তা বলে না।
    ও মন কাঁদেরে, কাঁদেরে, কাঁদেরে
    স্মৃতি মোছে না.. ও..
    মন কাঁদেরে, কাঁদেরে, কাঁদেরে
    স্মৃতি মোছে না..ও..
    আয়না মন ভাঙ্গা আয়না
    যায়না ব্যথা ভোলা যায়না
    সয়না এই ব্যথা যে, সয়না।

Комментарии • 4